28/05/2024
একটা স্বপ্ন পাহাড়ঘেরা,
নীলচে-সবুজ রঙের দেশে,
তোমায় দেখেই হাঁটা থামাই,
পাকদন্ডী পথের শেষে—
এখানেই তো, ঠিক এখানেই
সেবারে শেষ দেখা হল,
সেবার বড্ড তাড়ায় ছিলাম,
এবার, আমায় নিয়ে চল—
সেই যেখানে যাওয়ার ছিল,
অ-সময়ে, অ-পথ দিয়ে,
বলেছিলে যাবে, আমায়—
শুধু আমায় সঙ্গে নিয়ে।
নাম না জানা গাছের মাথায়,
নাম না জানা যে ফুল ফোটে—
তোমার ঘরে; যে ঘর বাঁধা
অন্ধকারের খাস বুনোটে।
ভরদুপুরেও তোমার সে ঘর
আবছায়াতে মাখামাখি
এবার বল, পিছুটানের
বোঝা আমার কোথায় রাখি!
যদি না চাও রাখতে এ ভার,
দিতেই পারি এসব ফেলে
বুনো গন্ধে, আদিম হতেও
রাজি আমি, তোমায় পেলে।
আজীবনের জমিয়ে তোলা
মন্দ-ভালোর স্মৃতির ভার এ,
না হয় এবার জীর্ণ হবে,
চড়াই পথের খাদের ধারে।
ফেলা-ছড়ার যত বোঝা
বুকে আরও উঠবে ভরে,
তোমার আড়াল, মেঘের আড়াল,
রাখবে সেসব আড়াল করে।
পাহাড় দিয়ে স্বপ্ন ঘেরা,
পাহাড় ঘিরি স্বপ্ন দিয়ে,
তোমার কাছেই ফিরব আবার—
নীলচে-সবুজ পথ পেরিয়ে
তোমায় লেখা খোলা চিঠি,
বাকি কথা, বন্ধ খামে
তোমায় পাঠাই নিরুদ্দেশে—
ঠিকানা তার, তোমার নামে।
(কাশ্যেম-কে ভালোবেসে)