03/07/2023
Experience An unique stay at Bamboo cottage...
শহুরে কোলাহল ও ব্যস্ততা থেকে মুক্তি নিয়ে কয়দিনের জন্য কোথাও একটু বেরিয়ে আসার কথা ভাবতে গেলেই পাহাড়ের কথা আগে মনে আসে ।।
এরপরই মনে প্রশ্ন আসে -কিন্তু যাই কোথায় ??
দার্জিলিং ? গ্যাংটক?
সে তো আগেই ঘোরা হয়ে গেছে!!
সিকিম?
সেখানে তো আবার ধসের ভয়!!
তাহলে কি এবার একটু অন্যরকম কোথাও যাওয়া যায়!!
কোন পাহাড়ি গ্রামে থেকে সেই গ্রামের সাথে আর প্রকৃতির সৌন্দর্যের সাথে মিশে যাওয়া যায়!!
কোলাহল আর কংক্রিটের জঙ্গলের বাইরে গিয়ে পাহাড়টাকে কি একটু অন্যরকম ভাবে উপভোগ করা যায়!!
---- হ্যাঁ, নিশ্চয়ই যায়।।
ঘুরে যান তাহলে উত্তরবঙ্গের পাহাড়ের কোলে অবস্থিত আমাদের তাবাকোষি গ্রামে।।
নিউ জলপাইগুড়ি থেকে ৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত চা বাগান এবং কমলালেবুর বাগানে ঘেরা অপরূপ সৌন্দর্যে ভরা এই গ্রাম।।
এই গ্রামের মধ্যে দিয়েই বয়ে যায় রং ভং নদী।।
এই গ্রামের জঙ্গলেই দেখা মিলতে পারে হরিণ ময়ূর সহ বিভিন্ন বন্য প্রাণীর।।
আর এই গ্রামেই আপনার রাত্রিযাপনের জন্য রয়েছে আমাদের একটি ছোট্ট
সাজানো হোমস্টে Rudrapriyo Hill Residency (DAUGHTER J).
••• কংক্রিটের ভিড় এড়িয়ে, এক সহজ রাস্তার বাকে, স্বাভাবিক দৃষ্টির আড়ালে অবস্থিত ছোট্ট সাজানো গ্রামে, প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে নিরিবিলিতে গড়ে উঠেছে এই _RUDRAPRIYO HILL RESIDENCY (DAUGHTER J) -টি ।।
•••সহজ যাতায়াত, সুস্বাদু বাঙালি ও ভারতীয় খাবারের সাথে কিছু মনোরঞ্জন ও রাত্রিবাসের সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে আপনার জন্য।।
▪ *কোন সময় যাবেন -*
শীতের সকালে সবুজ ঘাসের উপরে পাতলা কাচের চাদর দেখার জন্য, বর্ষায় ঘরে বসে বৃষ্টি উপভোগ করার জন্য অথবা বাইরে বেরিয়ে সাদা কালো মেঘের সাথে মিলিয়ে যাওয়ার জন্য, আর গ্রীষ্মের ঝলমলে পরিবেশে চা বাগান, কমলালেবুর বাগান, রং- ভং নদী দেখার জন্য সারা বছরের যেকোনো সপ্তাহান্তের সেরা গন্তব্য হতেই পারে এই _RUDRAA'S ECO HUT_ (DAUGHTER J)
▪ *কি কি করবেন -*
•••ব্যতিক্রমী ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে পরিবার বা বন্ধুদের সাথে আড্ডা - সফট মিউজিক - বারবিকিউ - বনফায়ার আর _RUDRAPRIYO HILL RESIDENCY (DAUGHTER J)-এর আন্তরিক আতিথেয়তার সাথে একটা পুরো দিন কখন কেটে যাবে বুঝতেই পারবেন না।।
••• দ্বিতীয় দিনে ইচ্ছে হলে স্বল্প খরচে একটা গাড়ি ভাড়া করে ঘুরে আসতে পারেন নেপাল। নেপাল এর বিভিন্ন পাহাড়, বিভিন্ন বিখ্যাত টুরিস্ট স্পট যেমন কন্যাম - বুদ্ধ পার্ক - অন্তু পার্ক - অন্তু লেক - পশুপতি মার্কেট এসব ঘুরে দেখতে পারেন পুরোটা দিন জুড়ে ।।
••• তৃতীয় দিনে ঘুরে দেখে আসতে পারেন গোপালধারা ভিউ পয়েন্ট - মিরিক লেক - লেপচাজগৎ - দার্জিলিং শহর।।
☆☆☆ শিলিগুড়ি পিকআপ ও ড্রপ সহ নেপাল ভ্রমণ ও যেকোনো জায়গার জন্য গাড়ির সুবিধা হোটেল থেকেই পেয়ে যাবেন।।
▪ *কি খাবেন -*
মনের মত খাবার পাওয়ার সুযোগ বাড়ানোর উদ্দেশ্যে খাবার সূচিতে থাকবে বিভিন্ন রকমের বৈচিত্রতা ।।
••• ব্রেকফাস্টে থাকবে পোহা • ম্যাগি • চাওমিন • পুরি-সবজি • সেদ্ধ ডিম • ফল/ফলের জুস, ইত্যাদির থেকে নিজের পছন্দের বিকল্প বেছে নেওয়ার সুযোগ ।।
••• লাঞ্চ ও ডিনার এ কম্প্লেমেন্টারি রুটি • ভাত • ডাল • ভাজা • সবজি • ডিম বা মাংসের সাথে থাকবে পাহাড়ে দুষ্প্রাপ্য বাঙালির প্রিয় পাবদা • পার্শে • বোরলি • কাতলা • চিংড়ি সহ বিভিন্ন মাছ অর্ডার করে খাওয়ার সুবিধা ।।
••• স্ন্যাক্সেও কম্প্লিমেন্টারি মোটা মুড়ি • চা • ভেজ পকোরার সাথে থাকবে আলাদা করে চিকেন পকোরা, বারবিকিউ চিকেন এবং অন্যান্য খাবার অর্ডার করার সুবিধা ।।
▪ *কিভাবে যাবেন -*
শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 3000/- থেকে 3500/- টাকার মধ্যে গাড়ি রিজার্ভ করে কমবেশি আড়াই ঘণ্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন RUDRAPRIYO HILL RESIDENCY -তে ।।
••• এছাড়াও স্বল্প খরচে পৌঁছতে চাইলে শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে 200 টাকার শেয়ার টিকিট কেটে সুমো বা বোলেরো গাড়িতে একবারে পৌঁছে যেতে পারেন মিরিক এবং সেখান থেকে একটি ছোট গাড়ি নিয়ে খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাবেন তাবাকোষি গ্রামে ।।
••• আর _RUDRAPRIYO HILL RESIDENCY_ -তে গিয়ে থাকার খরচ ??
*প্রতিদিন 1250/- থেকে 1650/- জনপ্রতি।।*
📞 +91 070039 57557