20/09/2024
সিটং অনেকেই ঘুরে এসেছেন তাই সেই জায়গা নিয়ে মনে হয়না কিছু বলার দরকার আছে... বলতে চাই মধুবনী হোমস্টে নিয়ে...
শহরের কোলাহল থেকে অনেকটা দূরে, শৈলশহরের উপকন্ঠে কমলালেবুর বাগান দিয়ে ঘেরা একটা ছোট্ট গ্রামে কয়েকটা দিন কাটাতে চান? যেখানে ঘুম ভাঙ্গবে বিভিন্ন পাখির কলতানে, ঠান্ডার আমেজ জড়িয়ে চায়ের কাপ হাতে দৃষ্টি বিনিময় হবে বরফের চাদরে ঢাকা কাঞ্চনজঙ্ঘার সাথে .... তাহলে আপনার ঠিকানা হচ্ছে 'সিটং' গ্রামে নয়নিভরাম হোমস্টে ' মধুবনী' তে
মধুবনী হোমস্টের ঘর নিয়ে কোনো অভিযোগ করার কোনো জায়গা পাবেন না, আর খাবার নিয়ে তো নয়ই। ১৩০০/- প্রতিজন প্রতিদিন পাবেন চা, প্রাতরাশ, দুপুরের খাবার, বিকালের চা পকোড়া আর রাতের খাবার। খাবারের স্বাদ অপূর্ব, আর পরিমান যথেষ্ঠ ।
মধুবনী হোমস্টে আপনি পাবেন নিস্তব্ধতা আর প্রকৃতির মেলবন্ধন।
যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ আর দেখবেন অজানা অচেনা বিভিন্ন ধরনের পাখি আর শুধু তাদের শব্দ... স্বর্গ।.
বিকাল থেকে সন্ধে, আর সন্ধে থেকে ঘরে ফেরা পাখিদের ডানায় ভর করে রাত কখন যে নেমে আসবে, সেটা বুঝতে না বুঝতেই চোখের সামনে দূরে ভেসে উঠবে আলো ঝলমলে পাহাড়... যেন প্রকৃতি মায়ের গলা বেড় দিয়ে হীরের জমকালো অমূল্য হার।
প্রকৃতির এই রূপ আপনাদের মনের মনিকোঠায় কখনো বোধহয় মুছে যাবে না ।
মধুবনী হোমস্টে থেকে আপনি sight seeing করতে পারেন অহলধারা ভিউ পয়েন্ট, রবীন্দ্র রক, নামথি্্ লেক, পুরাতন গির্জা, মহালধিরাম চা বাগান, ম্্পু রবীন্দ্র ভবন, যোগীঘাট স্টীল সেতু ইত্যাদি
মধুবনী হোমস্টেতে কমলালেবুর বাগান আছে , গাছে পাকা কমলা 🍊 লেবু দেখতে পাবেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত , যা মনকে সতি আপ্লুত করবে।
যোগাযোগ করতে পারেন...
১) মধুবনী হোমস্টে: 9830059983 / 9830793120