15/10/2023
🔰 Offbeat Homestay Solution 🔰
✅ A Single Window ✅
°°°°°°°°°°°°°°°°°°°°
হ্যাঁ, ঠিকিই শুনছেন। Skyhigh Gateways আপনাদের জন্য এনেছে এই অনবদ্য সুবিধার ডালি। হন্যে হয়ে হোমস্টে খোঁজার দিন শেষ, উত্তরবঙ্গের যেকোনো অফবিট ডেস্টিনেশন, সেটা তাকদা-তিনচুলে হোক কিম্বা সিটং, লেপচাজগতের সন্নিকটে মায়াকাজলে লেপা- গুড়াস থেকে নন্দনকানন দাওয়াইপানি, কালিম্পং এর বার্মেক- যেখানেই ছুটি কাটাবার পরিকল্পনা করুন, নিশ্চিন্তে ভ্রমণ করতে শুধু আমাদের জানান; একটা হোয়াটস্যাপ মেসেজ অথবা একটা ফোনকল, ব্যাস। বাকিটা শুধু প্রফুল্লচিত্তে ভ্রমণের সুখ উদযাপন।
কর্মচঞ্চল দৈনন্দিন একঘেয়ে জীবন থেকে ক্ষণিকের বিরাম নিতে, জীবনকে আবার সতেজ করে তুলতে পাহাড়ের স্নিগ্ধ আবহাওয়ার আদরের চেয়ে বড়, আর কিছু হয়না। ভিড়ভাট্টা এড়িয়ে যারা দুদণ্ড জিরিয়ে নিতে চাইছেন, তাদের জন্য হিমালয়ের বিজনে আমরা এনেছি দুর্দান্ত ছ'টি মুগ্ধাবাসের ঠিকানা। আঁকাবাঁকা পথ বেয়ে পৌছানো সবুজ নিরালা গ্রামের আকাশজুড়ে কোথাও সপার্ষদ কাঞ্চনজঙ্ঘা, কোথাও ঢেউখেলানো চা-বাগান, গাছে গাছে পাখি-প্রজাপতির ওড়াউড়ি, দিনভর ইতিউতি- জানলা দিয়ে ঘরের ভেতর ঢুকে পরা ছোটাছুটি করা মেঘের দল আর হাসিমুখের অতিথিপরায়ণ মানুষজন তো আছেই।
নান্দনিক এই হোমস্টেগুলোতে আপনার ছুটির দিনগুলো হয়ে উঠবে অনবদ্য। পাহাড়ি নির্জন নৈসর্গের মাঝে সকাল থেকে রাত পর্যন্ত প্রকৃতির নিবিড় সখ্যতা পাবেন, ঠিক যেমনটা আপনি কল্পনা করেন। আমাদের প্রতিটি হোমস্টের সুস্বাদু-পুষ্টিকর খাবার এবং উষ্ণ আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবেই।
পর্যটকদের সংখ্যা কম হওয়ায় নির্জনতার মাঝে নিজের মতো করে প্রকৃতি উপভোগ করতে যাদের প্রাণ হাকঁকুপাঁকু করে, আমাদের প্রতিটি হোমস্টের পরিবেশ আপনার আত্মাকে সেই মানের সর্বোচ্চ পরিতৃপ্তি দেবেই। ছোট্ট এই পাহাড়ি গ্রামগুলিতে সরলতা আর নির্মলতায় পরিপূর্ণ জীবনযাপনের সাথে কখন যে নিজেকে জড়িয়ে ফেলবেন, টেরই পাবেননা। সবুজ পাহাড়ের শোভা আর অপার নৈসর্গ আপনার প্রাণকে করে তুলবে প্রাণচঞ্চল, তাজা আর ফুরফুরে।
দার্জিলিং, কালিম্পং ও সিকিমের পাহাড়ি শহরগুলোতে সারা বছরজুড়ে পর্যটকদের ভিড়ে মুখর থাকে। এই মূল শহর গুলো থেকে সামান্য দূরেই সুন্দর নির্জন পাহাড়ি জনপদ জুড়ে রয়েছে আমাদের পৃথিবী। শহুরে ব্যস্ততা বাহুল্যতা নেই যেখানে, শুধু রয়েছে প্রাকৃতিক নৈসর্গের সাথে আছে নির্জনতার অপার প্রশান্তি।
পাহাড়ের ঢালে সারি সারি ধুপিগাছ, রডোডেনড্রন আর সিলভার ফার এর মাঝে মেঘেদের লুকচুরি। সেখানে ফায়ার-টেইলড মাইজরনিস, গ্রিন-টেইলড সানবার্ড, রুফাস সিবিয়া, চেস্টনাট-ক্রাউন্ড লাফিংথ্রাশ, রুফাস-ক্যাপড ব্যাবলার প্রভৃতি রংবেরঙের পাখিদের কলকাকলি। মেঘমুক্ত আকাশ থাকলে যেকোনো ভিউপয়েন্ট থেকে আকাশজোড়া কাঞ্চনজঙ্ঘার ঝকমকে উপস্থিতি যেন হাতের নাগালে পাবেন।
গুড়াসের হোমস্টে থেকে দেখা সূর্যোদয়ের দৃশ্য সারাজীবনের সুখস্মৃতি হয়ে থাকবে। সন্ধ্যা ঢললেই দাওয়াইপানি যেন মায়াবী স্বপ্নপুরী, দূরে আলোয় আলোয় সেজে ওঠা দার্জিলিং শহরকে তখন কেমন কল্পনার শহর মনে হয়। কমলালেবুর গ্রাম সিটং সম্বন্ধে এতোকিছু পড়েছেন, যে আমরা আর নতুন করে কী বর্ণনা দেবো! এই সিটং এ রয়েছে আমাদের ২টি সুসজ্জিত হোমস্টে। কলোনিয়াল ঐতিহ্যে মোড়া তাকদার ছোট্ট জনপদে না থাকলে সাবেক দার্জিলিং এর ঘ্রাণই অধরা থেকে যাবে। ঘরে বসে একসাথে কাঞ্চনজঙ্ঘা আর তিস্তাকে একসাথে চোখ দিয়ে ছুঁতে চাইলে বার্মেকে আসা ছাড়া দ্বিতীয় আর তেমন উপায় কোথায়!
সব মিলিয়ে আমাদের প্রতিটি হোমস্টে একমদম প্রাইম লোকেশনে, প্রকৃতির কোলে অপার নির্জনতায় মাখামাখি হয়ে সকলেই সুন্দরের আরাধনায় ব্রতী। ছবির মতো বর্ণময় এই হোমস্টেগুলি থকে জীবনের এক অদ্ভুত উপলব্ধি হাসিল হয়। আমাদের আগামীর মতই গভীর খাদ- ঘন কুয়াশায় ঢাকা থাকে। কখনও কখনও জানলা, দরজা দিয়ে ঘরে ঢুকে আসে কুয়াশা, পাঁংশুটে বর্ণের বিবর্ণ মেঘ। সুর্যের প্রথম আলোতে যা উদ্ভাসিত হয়ে উঠে, নীল রঙের নীলিমাতে সেজে উঠে চরাচর।
নিম্নলিখিৎ লিঙ্কগুলোতে ক্লিক করে আমাদের প্রতিটি হোমস্টের ছবি দেখে নিতেই পারেন, আরো বিস্তারে জানতে বা তথ্য পেতে সরাসরি ফোন করুন বা হোয়াটস্যাপ করুন আপনার সময়মত। আমরা সর্বদা রয়েছি আপনাকে একটা সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা উপহার দিতে। উৎকৃষ্ট পরিষেবা দিতে আমরা দায়বদ্ধ।
✅ সিটং- https://m.facebook.com/story.php?story_fbid=829367852324099&id=100057526745821&mibextid=Nif5oz
✅ তাকদা- https://m.facebook.com/story.php?story_fbid=829517565642461&id=100057526745821&mibextid=Nif5oz
✅ গুড়াস (লেপচাজগৎ)-
https://m.facebook.com/story.php?story_fbid=829409572319927&id=100057526745821&mibextid=Nif5oz
✅ দাওয়াইপানি- https://m.facebook.com/story.php?story_fbid=829472912313593&id=100057526745821&mibextid=Nif5oz
✅ বার্মেক (দাঁড়াগাও কালিম্পং)-
https://m.facebook.com/story.php?story_fbid=829451475649070&id=100057526745821&mibextid=Nif5oz
আসবেন নাকি এমন সব রোমান্টিক কাব্যিক প্রাকৃতিক পরিবেশে নিজেকে একটু সেঁকে নিতে!
🔵 হোমস্টের খরচ-খরচা 🔵
🔸সিজেন টাইমে আমাদের হোমস্টেতে ৪ জনের শেয়ারিং রুম- মাথাপিছু ১৩০০/- টাকা থেকে শুরু হয় ফুডিং লজিং। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স ও ডিনারে থাকে পর্যাপ্ত পরিমানে সুস্বাদু খাদ্যসামগ্রী।
🔸ডাবল বা ট্রিপিল শেয়ারিং রুম হলে খরচাটা কিছুটা বাড়ে। অফসিজেনে এই দড় অবশ্যই কিছু কম হয়। তবে গ্রুপ বুকিং এর ক্ষেত্রে বা কর্পোরেট বুকিং কিম্বা ট্রাভেল কোম্পানিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।
🟦 নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং কিম্বা গ্যাংটক- প্রতিটা লোকেশন থেকেই পিকাপ, ড্রপ ও সাইটসিয়িং এর জন্য বাজারমূল্যে সহজলভ্য গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছেই, বিশ্বস্ত সজ্জন ড্রাইভার সহ।
🟧 বিস্তারিত তথ্যতালাস ও বুকিং এর জন্য ফোন করুন আজই-
🔷 Booking contact details -🔷
WhatsApp: 089103 90966
Call: +91 8910390966
+ 91 9163123189
💻𝐄𝐦𝐚𝐢𝐥: [email protected]