Tales_of_miles

  • Home
  • Tales_of_miles

Tales_of_miles “Some beautiful paths can’t be discovered without getting lost.”

Memories Bring Back✨❤️It's became one year of our Purulia Tour. We are going to experience an another travel diary with ...
01/11/2022

Memories Bring Back✨❤️

It's became one year of our Purulia Tour. We are going to experience an another travel diary with those same people and some new ones. Let's pray for a safe , joyful and adventurous travel with Chaos Un Ltd ❤️

Are you guys ready for this grand Tour?✨🤩💫
16/08/2022

Are you guys ready for this grand Tour?✨🤩💫

Good evening Kolkata
22/07/2022

Good evening Kolkata

Colour fills the nature
12/07/2022

Colour fills the nature

*রেলওয়ে তথ্য**১লা জুলাই থেকে ২০২২* রেলের এই ১০টি নিয়ম পাল্টাচেছ। *1*) অপেক্ষমাণ তালিকার(waiting list) ঝামেলা শেষ হবে। ...
05/07/2022

*রেলওয়ে তথ্য*
*১লা জুলাই থেকে ২০২২* রেলের এই ১০টি নিয়ম পাল্টাচেছ।
*1*) অপেক্ষমাণ তালিকার(waiting list) ঝামেলা শেষ হবে। রেলওয়ের দ্বারা পরিচালিত সুবিধা ট্রেনে যাত্রীদের নিশ্চিত (confirm) টিকিটের সুবিধা দেওয়া হবে।
*2*) 1 জুলাই থেকে, তত্কাল টিকিট বাতিল করলে 50 শতাংশ টাকা ফেরত দেওয়া হবে।
*3*) ১ জুলাই থেকে তত্কাল টিকিটের নিয়মে পরিবর্তন এসেছে। সকাল 10 টা থেকে 11 টা পর্যন্ত এসি কোচের জন্য টিকিট বুকিং করা হবে এবং স্লিপার কোচ 11 টা থেকে 12 টা পর্যন্ত বুক করা হবে।
,
*4*) ১ জুলাই থেকে রাজধানী এবং শতাব্দী ট্রেনে পেপারলেস টিকিটের সুবিধা শুরু হচ্ছে। এই সুবিধার পরে, শতাব্দী এবং রাজধানী ট্রেনে কাগজের টিকিট পাওয়া যাবে না, পরিবর্তে আপনার মোবাইলে টিকিট পাঠানো হবে।
*5*) শীঘ্রই বিভিন্ন ভাষায় রেলের টিকিটের সুবিধা শুরু হতে চলেছে। এখন পর্যন্ত রেলওয়েতে হিন্দি ও ইংরেজিতে টিকিট পাওয়া গেলেও নতুন ওয়েবসাইটের পর এখন বিভিন্ন ভাষায় টিকিট বুক করা যাবে।
*৬*) রেলওয়েতে টিকিটের জন্য সব সময় ঝগড়া হয়। এমন পরিস্থিতিতে ১ জুলাই থেকে শতাব্দী ও রাজধানী ট্রেনে বগির সংখ্যা বাড়ানো হবে।
,
*7*) ভিড়ের সময় ট্রেনের আরও ভালো সুবিধা প্রদানের জন্য, বিকল্প ট্রেন সমন্বয় ব্যবস্থা, সুবিধা ট্রেন এবং গুরুত্বপূর্ণ ট্রেনের ডুপ্লিকেট ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে।
,
*8*) রেল মন্ত্রক 1 জুলাই থেকে রাজধানী, শতাব্দী, দুরন্ত এবং মেইল-এক্সপ্রেস ট্রেনের লাইনে সুবিধা ট্রেন চালাবে।
*9*) রেলওয়ে 1লা জুলাই থেকে প্রিমিয়াম ট্রেনগুলি পুরোপুরি বন্ধ করতে চলেছে।
*10*) সুবিধা ট্রেনে টিকিট ফেরত দিলে ভাড়ার 50% ফেরত দেওয়া হবে। এছাড়াও, AC-2-এ 100/- টাকা, AC-3-এ 90/- টাকা, স্লিপার-এ যাত্রী প্রতি 60/- টাকা কাটা হবে।
জনস্বার্থে জারি করা হয়েছে
*ট্রেনে নিশ্চিন্ত ঘুমান*, গন্তব্য স্টেশনে পৌঁছতেই রেলওয়ে জাগিয়ে দেবে ...
139 নম্বরে কল করে আপনাকে আপনার পিএনআর(PNR) -এ ওয়েকআপ কল-ডেস্টিনেশন অ্যালার্ট সুবিধা সক্রিয় করতে হবে।
গন্তব্য স্টেশনে পৌঁছানোর আগে রাতে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের জন্য রেলওয়ে ওয়েকআপ কল-গন্তব্য সতর্কতা সুবিধা শুরু করেছে।
*গন্তব্য সতর্কতা কি*
> এই বৈশিষ্ট্যটির নাম *গন্তব্য সতর্কতা*।
সুবিধা চালু হলে, গন্তব্য স্টেশনে পৌঁছানোর আগেই মোবাইলে অ্যালার্ম বেজে উঠবে।
> বৈশিষ্ট্যটি সক্রিয় করতে
*সতর্ক* টাইপ করার পর
*PNR নম্বর* টাইপ করতে হবে
এবং পাঠিয়ে দিন 139 নম্বরে।
> 139 *কল করতে হবে*।
কল করার পরে, ভাষা নির্বাচন করুন এবং তারপরে 7 ডায়াল করুন।
*7 ডায়াল করার পর, পিএনআর নম্বর ডায়াল করতে হবে*। এর পরে এই পরিষেবা চালু করা হবে
> এই বৈশিষ্ট্যটির নাম *ওয়েক-আপ কল*।
রিসিভ না হওয়া পর্যন্ত মোবাইল বেল বাজবে
এই পরিষেবা চালু হলে, স্টেশনে আসার আগে মোবাইল বেল বেজে উঠবে। আপনি ফোন রিসিভ না করা পর্যন্ত এই ঘণ্টা বাজতে থাকবে। ফোন পাওয়ার পর যাত্রীকে জানানো হবে যে স্টেশনে আসতে চলেছে।
,
🙏🏻 *অনুগ্রহ করে এই বার্তাটি সবাইকে পাঠান।*🌺😎

  সি-বীচ রোডের প্রথমেই সেন্ট্রাল এক্সাইজের হলিডে হোম (বুকিং করতে যোগাযোগ করতে হবে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও সুপারিন্টেন...
17/06/2022


সি-বীচ রোডের প্রথমেই সেন্ট্রাল এক্সাইজের হলিডে হোম (বুকিং করতে যোগাযোগ করতে হবে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও সুপারিন্টেনডেন্ট – ভুবনেশ্বর কমিশনারেট – জিএসটি ও সেন্ট্রাল এক্সাইজ হলিডে হোম, ইমেলঃ [email protected], ফোন – ০৬৭৪-২৫৮৯১৬০) আর তার পাশে শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম (যোগাযোগ ০৬৭৫২-২২৮৭২৭)-এর বাড়ি দুটি। আর তারপর হোটেল শকুন্তলা (যোগাযোগ ৯৪৩৮৬৫১৮৬৩; ৯২৩৮৬৮৭০২৬), দীপ রিসর্ট (যোগাযোগ ৯৮৩০৮৮৭৯৫৭; ৯৮৩০৮৫২০৬৫), পার্ক বিচ রিসর্ট (যোগাযোগ ৯০০৭৬৬৫৮৮৮), পুরী হোটেল (যোগাযোগ ৮২৮০২৫৯৯৯৯), হোটেল সোনা ইন্টারন্যাশনাল (যোগাযোগ ৯৯৩৭১৫৯৩৭৩; ৯৫৩৪১২৬৯১০), ভিক্টরিয়া ক্লাব হোটেল (যোগাযোগ ৯০৭৮৮০২০০৫; ৮৪৮০৪৯৯৮২২), হোটেল গোল্ডেন ট্রি (যোগাযোগ ৭৬০৬০০০৭১০; ৭৬০৬০০০৭১৬), হোটেল স্বপ্নপুরী (যোগাযোগ ৯৪৩৭৭০৮৮৮৮; ৯৪৩৭০২৫৮৫৫), হোটেল মহোদধি প্যালেস (যোগাযোগ ৯০৯০০৯৩৪১৪; ৯১৬৯১৬৬৭৮৯), সি ভিউ হোটেল (যোগাযোগ ৭৮৫৫০২৯১১৭; ৯৯৩৮১৩৮১৮৫), সাগরিকা হোটেল (৯২৩১৬২৫৮৭৮; ৯০০৭৯৯৫৮৮৮), হোটেল ক্রিস্টাল বে (যোগাযোগ ৯৪৩৭২৮১২৫৬), হোটেল ওশন ভিউ (যোগাযোগ ৮২৬০২৬৭৭২৯; ৮৮৯৫৪৯১৪০৮), হোটেল পার্ক (যোগাযোগ ৯০০৭১৮১৫৮৪; ৮১৯১৯০০৭২), হোটেল পুলিন পুরী (যোগাযোগ ৭৬৫৩০১৮৫৪৩), সোনালি হোটেল (যোগাযোগ ৯৯৩৮৮১২৮৭৭; ৯৯০৩৭৯৫৩৭৭)। এরপর লিলি কটেজ নামের পুরনো হলদে বাড়িটা যেখানে রয়েছে শিপিং কর্পোরেশনের হলিডে হোম (বুকিং করতে যোগাযোগ করতে হবে কলকাতায় শিপিং হাউস, ১৩ স্ট্র্যান্ড রোড কলকাতা – ১, ফোন – ০৩৩ ২২৫৪ ৩৪০০) আর জেসপ কম্পানির শিলালি হলিডে হোম (বুকিং করতে যোগাযোগ করতে হবে ২৪ নেতাজী সুভাষ রোড, কলকাতা – ১, প্রথম তল, ১৪ নং ঘর, ফোন – ০৩৩ ২২৩০৪৪৫৪; হোয়াটসঅ্যাপ যোগাযোগ ৭২৭৮৩২২৪৮৭)। এরপর কাঞ্চি শঙ্করাচার্য মঠের বাড়িটির পরে রয়েছে হোটেল সিগল (যোগাযোগ ০৬৭৫২-২২৩৬১৮; ৯১৭৮৭৯৫৯২৫)। এরপর ঠিক স্বর্গদ্বার তিনমাথার মোড়ে চৈতন্য মূর্তি ছাড়িয়ে, জগন্নাথ টেম্পল রোডের মুখে হোটেল নীলাচল (যোগাযোগ ৯৭৭৬২৩১৭৩৩)। আর সেখান থেকে এগিয়ে নিউ মেরিন রোডের পথে স্বর্গদ্বার মার্কেটের মাঝে এরপর রয়েছে বিদেশঘর রেস্টুরেন্টের পাশে হোটেল সাঁই (যোগাযোগ ৭০০৮৬৮০৫৫২; ৮৯১৭৪৫৪৮৪৩)। পরের পাশাপাশি দুটি হোটেল হল হোটেল ওম (যোগাযোগ ৯৮৬১২৩৩৯৪৪; ০৬৭৫২-২৩৩৩৪৭) আর হোটেল হেভেন (যোগাযোগ ৯৮৩১৪৩২২৮; ৯২৩০৫৪৪৪৯৭)। এরপর স্বর্গদ্বার সাগরপার অনেকটা জুড়ে মহাশ্মশান। আর তারপর সমুদ্র সৈকতে একের পর এক রয়েছে হোটেল অম্বর (যোগাযোগ ৯৭৭৮৫০৮৭৯৭), হোটেল ত্রিমূর্তি (যোগাযোগ ৭৮৭৩২৪৬১৪৩), রাম-লক্ষণ বা আর এল হোটেল (যোগাযোগ ৯৮৬১৭২৮৮৫৮)। এর একটু পিছনেই আছে মা আনন্দময়ী আশ্রম (যোগাযোগ করতে হবে আগরপাড়ার আশ্রম হেড অফিসে ০৩৩-২৫৫৩১২০৮; স্থানীয় ফোন – ০৬৭৫২-২২৩২৫৮)। আর সামনের দিকে আর এল হোটেলের পাশে রয়েছে হোটেল অন্নপূর্ণা প্যালেস (যোগাযোগ ৮৯১৭৬৩৩৯৪০), হোটেল মহাসুয়ার প্যালেস (যোগাযোগ ৮৪৮০০৫০৯০০)। তারপর রয়েছে হোটেল বঙ্গলক্ষ্মী (যোগাযোগ ০৬৭৫২-২৩০৭১১; ৮২৪৯৮৮৩৫০৬), হোটেল বেলাভূমি নিবাস (যোগাযোগ ৭২০৫৩৯৩০৯০; ৯৪৩২৩৫৩৩০৬), হোটেল অতিথি হেরিটেজ (যোগাযোগ ৭০৬৪৪৫৯২০৪; ৯৭৭৮৪৯৮৩১৩), গোচ্চিকর হাউস (যোগাযোগ ৯৫৮৬৫৯৬৬০০; ০৬৭৫২-২৩১০৬৪) ও এদেরই দ্বিতীয় হোটেল নিউ হরাইজোন (যোগাযোগ ৭৭৯০০০৮০৯০; ০৬৭৫২-২৯৭২২৭), হোটেল নিউ সি হক (যোগাযোগ ৮৮৯৫২৯৫২৩৮; ৯০০৭৮৫৭৬২৭)। এরপর শ্রীজগন্নাথ লজ (যোগাযোগ ৮৯৮৪২০০৭৫৬, ৭৯৪৭৪১৭০২৩। তারপর বেশ কিছুটা দোকানবাজার এলাকা পেরিয়ে পড়বে ক্যামেলিয়া রিসর্ট (যোগাযোগ ০৬৭৫২-২৫৪১৩১; ২৩১৪২৪), এরপর দ্য ফিঞ্চ হোটেল (যোগাযোগ ৯৮২৭০৩৯৪৭৮; ৯৯৩৭১৫৭৪৭৯), লারিকা হোটেল (যোগাযোগ ৮৫৯৬০৯১১১৩; ৭০৫৩০৫৮৪৮৪)। এরপর মেরিনা বীচ হোটেলের পরিত্যক্ত বাড়িটি বর্তমানে ভগ্নস্তূপ হয়ে রয়েছে। তারপর হোটেল ডায়মন্ড প্যালেস (যোগাযোগ ৯৪৩৯৩৬১৮৪০; ৯২৩৮৬৪৮২৮৩), হোটেল স্যুইমিং (যোগাযোগ ০৬৭৫২-২৫৪৪৪৫/৬), হোটেল শুভ প্যালেস (যোগাযোগ ৮৮৯৫৩৪৫৪৮৫; ০৬৭৫২-২৫৪৩৪১), হোটেল নীলদীপ (যোগাযোগ ৯৮৩০০০৭০৮৪; ৮১৯১৯০০০৭২), হোটেল এশিয়া ইন (যোগাযোগ ০৬৭৫২-২৩১৩০৭; ২৩১৩৪৭), হোটেল শ্যামাজ্যোতি (যোগাযোগ ০৬৭৫২-২৩১১২৯), অয়েস্টার-বে বীচ হোটেল (যোগাযোগ ৮৯১৭৪০৪৭৩৪; ৮৬৫৮৬৮২০৩৭), হোটেল তারা প্যালেস (যোগাযোগ ৯৮৬১০৫৮১৭২; ৯৫৫৬৮৩৬৮২১)। এরপর বড়ো এলাকা জুড়ে রয়েছে বিড়লা গেস্ট হাউস (যোগাযোগ ৯৮৬১৩৩৫৯৩১)। আর তারপর লক্ষ্মী রিসর্ট (যোগাযোগ ৭০৬৫০০৯১৮৯; ৯৬৯২৫৪৯৫৮৮)। তারপরে রয়েছে হোটেল শ্রীহরি (যোগাযোগ ৭০৭৭৫৮১১৪১; ৯৫৮৩০০২৯৭১), হোটেল নিলাদ্রি (যোগাযোগ ৯৫৮৩০০৩৭১০; ০৬৭৫২-২৩০৭৯৯), হোটেল প্রভুপাদ (যোগাযোগ ৯৫৮৩০০২৯৫১/৫২/৫৩), পুরী বীচ রিসর্ট (যোগাযোগ ৯৯৩৭২৩১৮৮৮; ০৬৭৫২-২৩১৮৮৮)। এরপর একদম পুরীর লাইট হাউসের গায়ে রয়েছে হোটেল লক্ষ্মীজ্যোতি (যোগাযোগ ৮৭৬৩৩২৯৭২৯)। এরপর পাইকপারা রাজার এস্টেটের গায়েই সুবিশাল হংস কোকো পাম রিসর্ট (যোগাযোগ ৯০৪০০৩০৯৫৪; ৯০৪০০৩০৯৫২), তারপর হোটেল সোনার বাংলা (যোগাযোগ ৯৭৭৭১৮৪৩১৪; ৬৩৭১৮৭৩৬৬৫), তারপর হোটেল ড্রিমল্যান্ড (যোগাযোগ ৯৭৭৬২৩৯৩৪৩; ৯৮৩১১৮৮৯৫৯)। এরপর নিউ মেরিন ড্রাইভ রোডের থেকে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে ব্লু বে রিসর্ট (যোগাযোগ ৯২৩৮১৩১৩১২; ৯০৪০১৪৭০৪৭), লাইটহাউস ইন (৯৮৩৬১১৭৭৩৩; ৯৮৩০২৫৬৫০৩)। আর সামনের দিকে আছে রাজকীয় এন আর এস রয়্যাল প্যালেস (যোগাযোগ ৮৯১৭৪০০৮৫০/৬০; ০৬৭৫২-২৯৬৩৬০), বালাজি ইন্টারন্যাশনাল হোটেল (যোগাযোগ ৮৫৯৯৮০৮৪১৫; ৯৯৩৮০০৯৭৩৭), হোটেল নিলাদ্রি প্রিমিয়াম (যোগাযোগ ৭৪৩৬৯০১২৩৪), হোটেল গোল্ডেন ডাস্ট (যোগাযোগ ৯৫৮৩০০০৬১১), এবং হোটেল বে স্যুইট সি ফেসিং (যোগাযোগ ৮৪৮০৮৮৬৭৭৯; ৬২৯০৯৯৩০২৮)। পাশেই আছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, যেখানে রাত্রিবাসের পরিচ্ছন্ন বন্দোবস্ত রয়েছে (যোগাযোগ ৯৪৩৩২৪৬৫৪৮)। আরেকটু এগোলে আছে ইস্ট-ওয়েস্ট হোটেল (যোগাযোগ ৯৫৮৩০০৯০১০/১২)। তার পাশে শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা সেবাশ্রম আর তার পিছনে ব্লু লিলি বীচ রিসর্ট (যোগাযোগ ৯৫৮৩০০৩৭৫১)। সেবাশ্রমের পাশে এম্পায়ারর্স হোটেল (যোগাযোগ ৮৩৪২৮০৫৩০৭; ৭৩৮১৮৯১০০৭) এবং হোটেল জীবন সন্ধ্যা (যোগাযোগ ৭৭৩৫৭৪৭৯৭০; ০৬৭৫২-২৯৭৭৪২)। তারপাশে হোটেল আশিয়ানা লেগুন (যোগাযোগ ৭২০৫৮৫৪৬৭৬; ৮২৬০১৯৪৬৭৬)। এর থেকে কিছুটা এগিয়েই নিউ মে

05/06/2022

What makes you a traveller ?
Leisure, Adventure, Sports, Or pilgrimage visiting

03/06/2022

SHIMLA, KULU, MANALI,ROHTANG PASS AMRITSAR TOUR
10N/11D
KOLKATA - KOLKATA
15500

31/05/2022
When the tales of miles start
30/05/2022

When the tales of miles start

Address


Telephone

+916290782163

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tales_of_miles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share