30/11/2022
Enjoy Winter in Sittong Orange Village
শহুরে ব্যস্ততার মাঝে নিজের মনকে অবসর যাপনের ছুটি দিতে চান দুদিনের জন্য? 🥱🥱
তাহলে চলুন উত্তরবঙ্গের কালিম্পং পাহাড়ের মনোভিরাম অফবিট ডেস্টিনেশন পানবু আর সিটং এ🏃🏃
দুরাত নির্ভেজাল প্রকৃতির মাঝে কাটিয়ে আসতে আমাদের সাথে। 🏕️🏕️
🚐প্রথম দিন ঃ শিলিগুড়ির এনজেপি স্টেশনে আপানাদের জন্য অপেক্ষায় থাকবে আমাদের গাড়ি। আমাদের সারথি আপনাদের নিয়ে রওনা দেবে সবুজ পাহাড়ে ঘেরা কালিম্পং এর পানবুর উদ্দেশ্যে। 🌳🌳🌳
পথেই ব্রেকফাস্ট ( নিজের খরচে) করে🥪🍔🫖 নিয়ে আমরা এগিয়ে যাবো। তিস্তা ব্যারেজ পেরিয়ে একদিকে তিস্তা নদীকে পাশে রেখে🏞️ পাহাড়ি পাকদণ্ডি রাস্তায় গাড়ি উঠে যাবে কালিম্পঙের সবুজ পাহাড়ে ঘেরা গ্রাম পানবুতে🌳🌳🌳। ঘুরে নেব পানবুদারা ভিউ পয়েন্ট🏞️🏞️। সামনে তখন দৃষ্টি আবদ্ধ সবুজ পাহাড়ের ঢেউ পেরিয়ে শুভ্র কাঞ্চনজঙ্ঘায়🏔️🏔️🏔️। হোমস্টেতে এসে পাহাড়ি মানুষের সহজ আতিথেয়তাতে লাঞ্চ সেরে 🍚🍤🥦এই নিরিবিলি শান্ত পাহাড় প্রকৃতির সাথে নিজেদের সময় যাপন 🏕️🏕️
এখান থেকেই সবুজ পাহাড় গভীর খাদে মিশে গেছে সম্পূর্ণ তরাই অঞ্চলে🏞️ দিগন্ত জোড়া এই সবুজ তরাইয়ে তিস্তা নদীর পাহাড় থেকে সমতলে মেশার অপূর্ব সৌন্দর্য আমাদের হোমস্টের সামনের উদ্যানে বসে উপভোগ করুন🏕️🏕️। এখান থেকে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখা এক অনন্য অভিজ্ঞতা♥️। সন্ধ্যার চা-স্ন্যাক্স🧆🥫 খেতে খেতে এই প্রকৃতির মায়াবী রাতে প্রথম দিনের শেষ। তারপর ডিনার সেরে রাতের অনাবিল শীতঘুম🛌
♥️দ্বিতীয় দিন ঃ সকালে ব্রেকফাস্ট সেরে পানবুকে বিদায় জানিয়ে চলে যাবো সিটং এর উদ্দেশ্যে🍊🍊, আর এক মনোরম পাহাড় প্রকৃতির সাথে আলাপ করতে।
আমরা বেশ কয়েকটি দর্শনীয় স্থান দেখে নেব সিটং পৌছানোর আগে। আমরা দেখবো মোংপু রবীন্দ্র ভবন🏤। সেখান থেকে যোগীঘাট 🏞️হয়ে রিয়াং খোলা। তারপর নামথিং পোখরি লেক🌊 হয়ে অহলদারা ভিউ পয়েন্ট🌄। পাহাড়ি চড়াই-উতরাই পেরিয়ে রাস্তার দুদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে সমস্ত স্পট ঘুরে ⛰️আমরা পোঁছে যাবো আজকের গন্তব্য সিটং এর 'নেচারভিউ রিট্রিট হোমস্টে'🏠 তে। হোমস্টের পাহাড়ি মানুষ দুপুরের খাবার নিয়ে আপনার জন্য অতিথি আপ্যায়নে অপেক্ষারত🍱🍚🍤।
চারিদিকে পাহাড়ের গায়ে কমলালেবুর বাগানে ঘেরা এই গ্রাম🍊🍊🍊🍊। আপন অবসর যাপনে এই অনাবিল পাহাড়ি সৌন্দর্য আপনাকে নিরালা নিশ্চিন্তমনে সঙ্গ দিতে প্রস্তুত🏕️। এখন শুধু চারিদিক ঘুরে চোখের ও মনের
প্রশান্তির সময়⛺।
❤️তৃতীয় দিন আর কোথাও যাওয়ার মন না থাকলে খুব সুন্দর ভাবেই অবসর যাপন করতে পারেন আমাদের হোমস্টে তে,পায়ে হেটে ঘুরে দেখুন সিটং গ্রাম টিকে, আমাদের হোমস্টে র সঙ্গেই রয়েছে কমলালেবুর বাগান, কিছুটা সময় সেখানে কাটান, কথা দিলাম এক অপূর্ব অভিজ্ঞতা সঙ্গে করে নিয়ে যাবেন। আর যদি অন্য কোথাও যেতে চান তবে যেতেই পারেন কালিম্পঙ এর পাহাড়ি গ্রাম মাইরুন গাঁও, অথবা দার্জিলিং এর নতুন গন্তব্য রঞ্জু ভ্যালি, আবার যদি আপনার মন চায় কোনো নদীর কাছে ছুটে যেতে তবে যেতেই পারেন ভাট্টি, মূর্তি নদীর ধারে অবস্থিত ডুয়ার্স এর নতুন সৌন্দর্যের খনি।
❤️চতুর্থ দিন সেখান থেকে আমাদের গাড়ি আপনাকে পৌঁছে দেবে নিউ জলপাইগুড়ি স্টেশন অথবা নিউ মাল স্টেশন। এই তিনটে দিন যে অনাবিল আনন্দ আপনি ভোগ করবেন তা পরবর্তী কিছুদিনের বাঁচার রসদ অবশ্যই যোগান দেবে।
Call / Whatsapp - 7687881015
7001134200
8902398936