Travel Freaks_Travel With Us

  • Home
  • Travel Freaks_Travel With Us

Travel Freaks_Travel With Us We are a community of travel enthusiasts, who motivate people to travel, sharing our first-hand experiences. You too can be a part of this community.
(7)

We love exploring offbeat destinations, plan budget tours and remain open to like-minded travellers.

শেষবেলার প্রাপ্তি:  Mt. Tinchenkhangপাহাড়ের গায়ে অস্তমিত সূর্যের শেষ আভাটুকু মিশে যেতে যেতে বলে গেল - এখনো দীর্ঘ পথ চলা...
25/04/2023

শেষবেলার প্রাপ্তি: Mt. Tinchenkhang

পাহাড়ের গায়ে অস্তমিত সূর্যের শেষ আভাটুকু মিশে যেতে যেতে বলে গেল - এখনো দীর্ঘ পথ চলা বাকি 🤘✌️

Goecha La Trek
Day 3
Dzongri Camp

The crown of gold
27/12/2022

The crown of gold

যখন গহন বনে মেঘ করে আসে...  # treklifeTrek from Dhotrey to Tonglu, January 2021Extract from my travelogue...Meanwhile, t...
14/12/2022

যখন গহন বনে মেঘ করে আসে...
# treklife
Trek from Dhotrey to Tonglu, January 2021
Extract from my travelogue...
Meanwhile, the sky started growing heavy, and we braced up for a rain. With no guides around (they had already left us long back for Tonglu with two rucksacks), it would be quite a challenge to hunt for the right route without losing our path. Also, the forested trails would become slippery, particularly the hidden trails that were serving as shortcuts....

Endless miles, cobalt-blue lakes, azure skies and meadows rolling  at my feet. I found myself leading a wallpaper lifest...
07/12/2022

Endless miles, cobalt-blue lakes, azure skies and meadows rolling at my feet. I found myself leading a wallpaper lifestyle like a nomad amidst flocks of sheep and hordes of horses. You might live the wallpaper lifestyle for seven days, but I bet you cannot let go of the charismatic sensation when you are back.
KASHMIR VALLEY, JULY 2022

Everyone wants to live on the top of the mountain, but all the happiness and growth occurs while you are climbing it...D...
03/12/2022

Everyone wants to live on the top of the mountain, but all the happiness and growth occurs while you are climbing it...

Day 2, Kashmir Great Lakes Trek
July 2022

সে এক ত্রিকোণ বিশ্বের মায়া।পাহাড়ের ঢাল আঁকড়ে থাকা Tree House থেকে দেখা থেকে দেখা এক চিলতে প্রকৃতি, মায়া মাখা পাহাড়ি জঙ...
30/10/2022

সে এক ত্রিকোণ বিশ্বের মায়া।

পাহাড়ের ঢাল আঁকড়ে থাকা Tree House থেকে দেখা থেকে দেখা এক চিলতে প্রকৃতি, মায়া মাখা পাহাড়ি জঙ্গল, আর হাওয়ায় ভেসে বেড়ানো সবুজ আলো।

এই আলোটুকুই যদি বাড়ি নিয়ে আসতে পারতাম...

Beyond the meadows of Kashmir, Above the tree line where the air grows thin,And ice caps melt on the high altitude peaks...
18/09/2022

Beyond the meadows of Kashmir,
Above the tree line where the air grows thin,
And ice caps melt on the high altitude peaks...

She posed for this click at the top of Gadsar Pass (13,800 ft.)
Twin lakes Vishnasar and Krishnasar at the backdrop.

August 2022

When silence speaks louder than words...
24/08/2022

When silence speaks louder than words...

How about marching those endless miles through the meadows of Kashmir?We don’t need landscaped carpets or manicured gree...
22/08/2022

How about marching those endless miles through the meadows of Kashmir?

We don’t need landscaped carpets or manicured greens to define beauty.
I wouldn’t repent walking 1000 miles to breathe peace when the Creator had manicured the best landscapes on Earth for my eyes to feast on.

Yes, it was a long trek and I was worn out and tired. But deep inside, the urge to conquer the path kept me going. It was on the 4th day of Kashmir Grear Lakes Trek, on the way from Gadsar Lake camp (close to 13,000 feet) to Satsar Lakes. Earlier that day, I was dehydrated and had cramps. Even when I struggled to trek those greens, and the sun breathed fire over our heads, I could smell bliss surrounding me. And my facial expression speaks tons of how badly I struggled to pose for this click 😅

More to follow...

01/08/2022

"এখনো সামনে পথ হাঁটা বাকি
চাইলেও দিতে পারবেনা ফাঁকি..."

আসলে কিছু সময় পথ ফাঁকি দিয়ে চলতেও মন চায় না।
যতদূর চোখ যায়, ফেলে আসা সবুজে ঢাকা উপত্যকা। সাথে সাথে চলছে গলন্ত হিমবাহ, দূরে উঁকি মারছে ফেলে আসা Sh*tkari Campsite।

আজ চলার সঙ্গী এলোমেলো পাইন গাছ, সবুজ মাঠ-প্রান্তর, আর পাহাড়ি ভেড়ার দল। মাঝে মাঝে সারি বেধে ঘোড়া। আর বিক্ষিপ্ত Trekker দের দল।

In Pic: Way from Sh*tkari to Nichnai, Kashmir Great Lakes Trek, Day 2.

Call me life,And I will write a sky in your eyes...
02/03/2022

Call me life,
And I will write a sky in your eyes...



If ages were mere numbers, I'd have chosen to be infinityTo watch this piercing desolation in the rainsAcross agesAcross...
09/02/2022

If ages were mere numbers, I'd have chosen to be infinity
To watch this piercing desolation in the rains
Across ages
Across seasons
Across every form of existence

I would halucinate myself over those replicas
Canvassed over the clouds ❤

Clicked at Zuluk
Date: 07.06.2019

Share our posts and help us grow as a travel community. Follow us on Instagram
https://www.instagram.com/travelfreaks_travelwithus/

“Dusk is just an illusion because the sun is either above the horizon or below it."Location: Dimna Lake, Jamshedpur, Jan...
19/01/2022

“Dusk is just an illusion because the sun is either above the horizon or below it."

Location: Dimna Lake, Jamshedpur, January 2019

পাহাড়ের ডিপ্রেসন হয়না ©সময়টা তখন ২০১৯ এর জুন মাস। পূর্ব সিকিম ভ্রমণ প্রায় শেষের দিকে। আজ রওনা হলাম আগামলোক এর পথে। আ...
16/01/2022

পাহাড়ের ডিপ্রেসন হয়না ©

সময়টা তখন ২০১৯ এর জুন মাস। পূর্ব সিকিম ভ্রমণ প্রায় শেষের দিকে। আজ রওনা হলাম আগামলোক এর পথে। আগাম লোক পূর্ব সিকিমের একটি ছোট্ট গ্রাম। এখানে মানুষের বসবাস খুব একটা নেই, পর্যটকরাও কম আসে এদিকটায়। এটি আমাদের পূর্ব সিকিম সফরের শেষ গন্তব্য। এলোমেলো পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি আবার উঠে চলল কয়েক হাজার ফুট ওপরে। পৌঁছতে বেশি সময় লাগল না। আধঘণ্টার মধ্যে যে জায়গাটায় এসে দাঁড়ালাম সেখানে পাহাড়ি পথ শেষ হয়েছে। ডানদিকে একটা মনস্ট্রি। তার চত্বর পরিষ্কার, পরিবেশ শান্তিময়। মনস্ট্রির পাশ দিয়ে একটি রাস্তা নিচের উপত্যকায় সরু হয়ে নেমে গিয়েছে। আশেপাশে নানাবিধ পাহাড়ি ফুল ফুটে রয়েছে। এই জায়গাটায় যেন এক ফালি স্বর্গ বিরাজ করছে।
পাথরের উপরে বসলাম, হাতে এখনো দু'ঘন্টা সময় সন্ধ্যে নামার আগে। এতক্ষণে পাহাড়ে বৃষ্টি থেমে গিয়েছে। সামনের উপত্যকার উপর একটা দিগন্তবিস্তৃত রামধনু খেলা করছে। বহুদূর থেকে কোন এক জলপ্রপাতের শব্দ প্রকৃতির নিস্তব্ধতায় মিশে যাচ্ছে। সে যেন কোন রুক্ষ পাহাড়ি ঝরনা হয়েও যুগের পর যুগ ঠিক এইরকম স্নিগ্ধতার সাথে কথা বলে চলে। কিসের কথা? তা আমি জানিনা। তবে জানতে ইচ্ছে করছে। হয়তো আশেপাশের নির্জন বসতিতে ঘটে চলা এটা সেটার কথাই বলছে। হয়তো বলছে নেমে এসো বাঁকা পথ দিয়ে, ছুঁয়ে যাও এই শীতল জলরাশি একটিবার। না এলে অনেক কিছু বাকি পড়ে যাবে যে। কালকেই তো ফিরে যাবে শহরে।
এক সময় সেই স্রোতের সাথে কানে এল আরেক আওয়াজ। কোন এক পোকার ডাক, ঠিক যেমন ঝিঁঝি পোকা প্রহরের পর প্রহর একইভাবে ডাকে চলে। এই আওয়াজটিও আশেপাশের প্রকৃতির সাথে এমন ভাবে মিশে গেছে দীর্ঘক্ষন ধরে না শুনলে তার অস্তিত্ব অনুভব করা সম্ভব নয়। এক সময় লক্ষ্য করলাম মেঘ সরে এক চিলতে রোদ্দুর দেখা দিয়েছে। তবে যে জায়গাটিতে রোদ এসে পড়েছে তার চারিধারে মেঘের ছায়া। সারা উপত্যকাটির উপরে মেঘের ছায়া পড়েছে এবং তারই এক ফালি অংশে সূর্যের রোদ ঝলমল করছে।
দেখতে দেখতে সূর্যের কিরনটি তার অবস্থান পরিবর্তন করতে থাকলো। ঠিক যেন মাথার উপরে মেঘের অঙ্গুলিহেলনে সারা দিয়ে সে মাটি খুঁজছে একটু বাসা বাঁধবার জন্য। কিছু সময় পর একটা ব্যাপার লক্ষ্য করলাম। রামধনুটা কখনই একেবারে হারিয়ে যাচ্ছে না। মিলিয়ে যাচ্ছে না সে চোখের অগোচরে। ছেঁড়া মেঘের ফাঁকে ফাঁকে ঠিক যেখানে রোদ এসে পড়ছে, সাতটি রং ঠিক সেই খানে খেলে চলেছে।
এবং এই ভাবেই কিছুক্ষণ পর মনে হতে লাগলো রামধনু টা হয়তো সব সময়ই ছিল, চিরকালই সে থাকে। হয়তো কখনোই সে ফিকে হয় না। আমরাই পারি না তাকে খুঁজে নিতে। পর্যবেক্ষণ করার মত ধৈর্য বা সময় কোনটাই আমাদের নেই!
মনে হলো এই
সময়টাকে তো চিরকাল না পাবো না কাছে। অন্তত স্মৃতিতে তাকে যেটুকু ধরে রাখা যায়। এই যে ঝিঁঝির ডাক, এই যে রোদ-মেঘ-রামধনুর লুকোচুরি, এইযে নিচের উপত্যকার পাইন বনের বৃষ্টির গন্ধ, এইযে আগন্তুক এক পাহাড়ে বসে বুনোফুল দেখা, এগুলো কখনোই ফুরোবার নয়। প্রকৃতি ফুরায় না।
সে তার অফুরন্ত নিজস্বতা উজাড় করে দেয় উপলব্ধি করার জন্য। ফিরে আসার আগে সেই ঝর্ণা আমার কানে কানে একটা কথাই বলেছিল। বলেছিল, যে আমার ধারণা ভুল। পাহাড়ের ডিপ্রেশন হয়না। আসলে আমরাই শহর থেকে পাহাড়ে যাই ডিপ্রেশন কাটাতে। শহুরে ক্লান্তি নিয়ে ফিরে যাই এক ফালি শান্তির খোঁজে, যেখানে সময় আটকে থাকে হাজার বছরের পুরনো কোনও নিবিড় উপত্যকার গভীরে...

      The pious silence of natureThe smell of moss on ancient tree trunks, the crackle of twigs under my weight, and the...
11/01/2022



The pious silence of nature

The smell of moss on ancient tree trunks, the crackle of twigs under my weight, and the pious silence of nature puts a trance as the forest keeps oozing its charm to overwhelm someone caught in abeyance.

Well, the sight was getting on my nerves, and the purity of nature was overpowering my senses. Every bit of fern and moss on the tree trunks had their stories to tell. And I was only a momentary visitor intruding their territory to quench my desire to explore wilderness!

Clicked at
Enroute to Tonglu from Dhotrey, February 2022.

18/11/2021
It is not yours, nor mine. It is ours. So protect your mother who nourished you. Happy World Environment Day.Clicked at ...
05/06/2021

It is not yours, nor mine. It is ours. So protect your mother who nourished you. Happy World Environment Day.

Clicked at Gorkhey, February 2021

https://youtu.be/AbjvbgfAhpk
30/05/2021

https://youtu.be/AbjvbgfAhpk

Few of our friends decided to take a journey to the BENGAL’s ROOFTOP,after the perilious Lockdown due to the COVID19 pandemic.So,we made arrangements to leav...

24/03/2021

Beri baor, a one day outing
শহরের ব্যস্ততা ছাড়িয়ে একটু দূরে ঘুরে আসুন মন ভালো হয়ে যাবে। এখান থেকে আর পাঁচ কিমি দূরে বাংলাদেশ বর্ডার। কলকাতা থেকে ৭৬ কিমি দূরত্ব।

The sundown sky holds a secret, And still I count on those fading ripples...
09/03/2021

The sundown sky holds a secret,
And still I count on those fading ripples...

Call me life,And I will write a sky in your eyes
02/03/2021

Call me life,
And I will write a sky in your eyes

That last tender glance of the Creator, as He fondly watches over His creations before moving on to another world to ser...
01/03/2021

That last tender glance of the Creator, as He fondly watches over His creations before moving on to another world to serve His people...

If rivers could speak ,I wouldn’t mind sailing a lifetime, deciphering the tales of the cosmosscripted in those emerald ...
27/02/2021

If rivers could speak ,
I wouldn’t mind sailing a lifetime, deciphering the tales of the cosmos
scripted in those emerald ripples, as they come murmuring, trickling, burbling or whooshing down my feet...



Travel young, Trave strong

||~ঘুরে এলাম পারমাদান অরণ্য~ ||© গাছেরা তখন দুপুরের মিঠে রোদ মেখে ফিসফিসিয়ে নদী গল্প করছে। হয়তো আমাকে চিনতে পারেনি, বহুক...
31/01/2021

||~ঘুরে এলাম পারমাদান অরণ্য~ ||©

গাছেরা তখন দুপুরের মিঠে রোদ মেখে ফিসফিসিয়ে নদী গল্প করছে। হয়তো আমাকে চিনতে পারেনি, বহুকাল পর ফিরে এসেছি তাই। সূর্য অস্ত যেতে এখনো ঘণ্টাখানেক দেরী।
ইচ্ছেমতী নদীর ছলাৎ শব্দে লহমার বিশ্রাম খুঁজতে আসা পারমাদান অরণ্যে। এখন তার নাম বিভূতিভূষণ অভায়ারাণ্য।কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই নির্জন ছায়াঘন জায়গাটিতে প্রায় ৩০০ টি হরিণ এর বাস।তিন দিক ঘিরে ইচ্ছামতী বয়ে চলছে নিজের খেয়ালে।অরণ্যে রয়েছে শঙ্খচিল, কাঠঠোকরা, ময়ূর ও নীলকণ্ঠ ছাড়াও বহু প্রজাতির পাখি।প্রাচীন গাছের গুঁড়ির গায়ে রোদের প্রলেপ, বাঁশপাতার মিশকালো চাহনি, আর ইচ্ছামতীর মন কেমন করা অফুরান স্রোত- সে যেন কথা বলে যায় তাকে ছুঁয়ে থাকা শিমুল, মিঞ্জিরি, অর্জুন আর টুট গাছের সঙ্গে।

আজ অবশ্য আমার উদ্দেশ্য গ্রামে রাত্রিবাস নয়। সকাল এর ট্রেনে এসেছি বিকেলে ফিরে যাব বলে। মাঝের চারটি ঘণ্টা কাটাবো মাঝিদের সাথে গল্প করে, নদীর বুকে ভেসে, এবং পুরনো গাছেদের সাথে দেখাসাক্ষাৎ করে।

অরণ্যে বিশেষ কিছু পাল্টায় না। শুধু পাল্টে গেছে গ্রামের মুখ। ইদানীং শহর থেকে লোকজন বনভজন করতে আসছে এদিকে। তারই চিহ্ন ছড়িয়ে আছে এদিক সেদিকে। নৌকা ঘাটটি বাঁধানো হয়েছে। নীলকুঠির ভগ্নাবশেষের সামনেও প্রচুর ভিড়, প্রাচীন এই কুঠিটি ঘিরে স্বাভাবিক ভাবেই কিছু অলৌকিক ঘটনা প্রচলিত যাচ্ছে। বাণিজ্যিক স্বার্থে এই সমস্ত ঘটনা পরিবেশন করে ট্যুরিজম বেশ ভালই জমে উঠেছে গত দু'বছরে।নীল বিদ্রোহের একান্ত নীরব শরিক হয়ে আজও দাঁড়িয়ে যাচ্ছে বাড়িটির কঙ্কাল। কত যুগ আগে নীল বিদ্রোহ চলা কালীন এই কুঠিতেই এক নীলকর সাহেব খুন হয়েছিলেন। এই ঘটনা থেকেই কুঠির নাম কাটা সাহেবের কুঠি। বাড়িটির নিচে আগে একটি সুরঙ্গ ছিল বলে কথিত আছে, এখন যদিও সেটি বন্ধ করে দেওয়ায় হয়েছে।

তবে নৌকাভ্রমণ না করলে অনেক কিছুই বাকি থেকে যেত। Emerald green জলের স্পর্শ, চোখের আরাম আর শান্তি, এটুকুই আজকের প্রাপ্তি।ইচ্ছামতীর দুপাশে প্রাচীন গাছের কোটোরে আর ডালে তাঁদের গল্প লেখা আছে। আজ দু'দণ্ড সময় পাওয়া গেছে তাদের কাছে বসার।এটাই তো সুখ, শহুরে বিলাসিতার গ্লানির মাঝে অনাদরে হারানো আনন্দগুলো হয়ত আশ্রয় খোঁজে কোনও অর্জুনের মকডালে।এখানে এলে দেখা হয়ে যায় তাদের সাথে।

আপনাদের জন্য রেখে গেলাম কিছু ছবি। ইচ্ছে হলে একদিনেই ঘুরে আসতে পারেন মঙ্গল্ গঞ্জ নীল কুঠি (কাটা সাহেবের কুঠি) এবং পারমাদান জঙ্গল।

কিভাবে যাবেন?

শিয়ালদাহ থেকে চাকদহের ট্রেন ধরুন। সেখান থেকে নাটাবেরিয়া বাজার বাসে এক ঘণ্টা। চাকদাহ থেকে ৩০ মিনিট পরপর বাস পাবেন। নাটাবেরিয়া বাজারে নেমে টোটো তে ১৫ মিনিট।
বনগাঁ হয়েও এখানে যাওয়া যায়। ফেরার সময় নাটাবেরিয়া বাজার থেকেই বাস পাবেন।

একদিনেই গিয়ে ফিরে আসা যায়, তবে গ্রামে রাত্রিবাস করতে চাইলে Backpackers' ক্যাম্প এ চলে যান।

খরচ (ফেরত সমেত) ট্রেনে ১৫+১৫= ৩০ টাকা
বাসে করে নাটাবেরিয়া বাজার- ৩০+৩০=৬০ টাকা
টোটো তে ১৫+১৫=৩০ টাকা

নৌকো করে পারমাদান আরন্যে পারাপার-১০+১০=২০ টাকা
আভয়রন্যে প্রবেশ জনপ্রতি-১৩০/-
ইচ্ছেমতিতে নৌকা ভ্রমন- (optional)- ১০০-২০০ টাকা

খাবার সাথে নেওয়াই ভালা। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে অরণ্য, নদী আর আশপাশটি পরিষ্কার পরিচ্ছন্য রাখবেন। গত ক'বছরে গ্রামের পরিবেশ দূষিত হচ্ছে বনভজন এর দাপটে। উচ্চস্বরে গান চালালেও বনের পাখি, হরিণ দের সমস্যা হতে পারে। এই ব্যাপারগুলি আশা করি মাথায় রাখবেন। 🙏🙏

May the radiance light up the new yearHappy New Year 2021 Team Travel Freaks
01/01/2021

May the radiance light up the new year

Happy New Year 2021

Team Travel Freaks

Celebrating International Mountains Day ✌️Travel Young, Travel StrongFollow the page for budget trips and travel plans
11/12/2020

Celebrating International Mountains Day ✌️
Travel Young, Travel Strong
Follow the page for budget trips and travel plans

The murmurs of reflections...Biharinath, West BengalNovember 2020
05/12/2020

The murmurs of reflections...
Biharinath, West Bengal
November 2020

And counting those ripples, you never know when you get caught in time...❤️Panchet Lake, Jharkhand
04/12/2020

And counting those ripples, you never know when you get caught in time...❤️

Panchet Lake, Jharkhand

A different world somewhere awaits a radiant streak...And so it has to go, re-echoing the familiarity of bygone sunsets ...
26/11/2020

A different world somewhere awaits a radiant streak...
And so it has to go, re-echoing the familiarity of bygone sunsets anew...

Location: Susunia Pahar, November 2020

Address


Alerts

Be the first to know and let us send you an email when Travel Freaks_Travel With Us posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Freaks_Travel With Us:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share

We are a community of travel enthusiasts, who motivate people to travel, sharing our first-hand experiences.

Life is short, and time keeps flying. Traveling, we believe, is the best teacher. Travel young, travel strong, and travel the most before you are too old.

We love sharing our travel stories and motivate like-minded people to explore offbeat destinations. As we remain open to ideas, you too can come up with your itineraries. Let’s grow as a community, and realize the potential that exploring the world has in store for travel freaks.

We travel on budget, and seek pleasure in optimizing our resources. Backpackers, travelers, explorers, whatever you may call us, we belong to the same breed.