Goutam Chaki

Goutam Chaki চলো একটু ঘুরে আসি।

06/06/2020

ভারতীয় জনতা পার্টি বিশাল জনসভা | ৯ ই জুন, সকাল ১১টা

প্রধান বক্তা : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী
রাজ্য সভাপতি শ্রী

স্থান :
•FB- BJP West Bengal
• youtube.com/BJP4Bengal

https://facebook.com/events/s/amit-shah-virtual-rally/283176162862360/?ti=wa
http://www.facebook.com/bjp4bengal
http://www.youtube.com/bjp4bengal

19/05/2020

এই ইতিহাস আমি মানিনা । রোমিং শব্দ আর রাম নাকি একই। ভগবান রামচন্দ্র নাকি যাযাবর ।।
ভগবান শ্রী রাম চন্দ্র আমাদের আদর্শ ।।
জয় শ্রী রাম ।
দয়া করে কেউ ANGRY REACT দিবেন না পরোফাইলে প্রবলেম হয় ।

বুদ্ধং শরণং গচ্ছামি - আমি বুদ্ধের শরণ নিলাম। ধম্মং শরণং গচ্ছামি - আমি ধর্মের শরণ নিলাম। সংঘং শরণং গচ্ছামি - আমি সংঘের শর...
07/05/2020

বুদ্ধং শরণং গচ্ছামি - আমি বুদ্ধের শরণ নিলাম।
ধম্মং শরণং গচ্ছামি - আমি ধর্মের শরণ নিলাম।
সংঘং শরণং গচ্ছামি - আমি সংঘের শরণ নিলাম।

শুভ বুদ্ধ জয়ন্তী☸☸☸🙏🙏🙏❤❤❤
সুপ্রভাতম বন্ধুরা🌅🌅🌅 শুভসকাল 🌻🌻🌻
*************

গৌতম বুদ্ধ এবং তার জীবনী
ঋণ - গুণী কানন

সংস্কৃত ‘বুদ্ধ’ শব্দের অর্থ যিনি পরম শাশ্বত বোধ বা জ্ঞান লাভ করেছেন। বৌদ্ধ ধর্মানুসারে তিনিই ‘বুদ্ধ’ যিনি জগতের সার সত্য সম্বন্ধে অবগত হয়েছেন এবং নিজে নির্বাণলাভের পূর্বে ধরিত্রীর সকল জীবকে নির্বাণলাভের উপায় উপদেশ করে গেছেন। পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অবধি ২৮ জন বুদ্ধ গত হয়েছেন । আমরা এখন ২৮তম বুদ্ধ – গৌতম বুদ্ধ এর ধর্মকাল অবস্থান করছি , গৌতম বুদ্ধের ধর্মের ব্যপ্তিকাল মোট ৫০০০ বছর ,বর্তমানে আমরা এই ধর্মকালের ২৫৫৪ বছরে আছি। আরো ২৪৪৬ বছর পর আরো একজন বুদ্ধ আবির্ভাব হবেন । তিনি হচ্ছেন মৈত্রীয় বুদ্ধ। পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অবধি যেসব বুদ্ধ গত হয়েছেন , তারা হলেন

১। তৃষঙ্কর বুদ্ধ
২। মেধঙ্কর বুদ্ধ
৩। শরণংকর বুদ্ধ
৪। দীপংকর বুদ্ধ
৫। কোন্ডণ্য বুদ্ধ
৬। সুমঙ্গল বুদ্ধ
৭। সুমন বুদ্ধ
৮। রেবত বুদ্ধ
৯। সোভিত বুদ্ধ
১০। অনোমদর্শী বুদ্ধ
১১। পদুম বুদ্ধ
১২। নারদ বুদ্ধ
১৩। পদুমুত্তর বুদ্ধ
১৪। সুমেধ বুদ্ধ
১৫। সুজাত বুদ্ধ
১৬। প্রিয়দর্শী বুদ্ধ
১৭। অর্থদর্শী বুদ্ধ
১৮। ধর্মদর্শী বুদ্ধ
১৯। সিদ্ধার্থ বুদ্ধ
২০। তিষ্য বুদ্ধ
২১। ফুসস্ বুদ্ধ
২২। বিপশী বুদ্ধ
২৩। সিখী বুদ্ধ
২৪। বেসস্ভূবুদ্ধ
২৫। কুকুসন্ধ বুদ্ধ
২৬। কোণাগমন বুদ্ধ
২৭। কশ্যপ বুদ্ধ
২৮। গৌতম বুদ্ধ

গৌতম বুদ্ধ (পালি: গোতম) বা শাক্যমুনি বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের প্রবক্তা। জন্মের পর তাঁর নাম ছিল সিদ্ধার্থ গৌতম। আধ্যাত্মিক সাধনা ও জীবন নিয়ে নিজস্ব জ্ঞান-উপলব্ধির পর তিনি বুদ্ধ নামটি গ্রহণ করেন। তাঁর জন্ম ৬২৩ খ্রিষ্টপূর্বাব্দ এবং পরিনির্বাণ সাল ৫৪৩ খ্রিষ্ট পূর্বাব্দ ।

প্রথম জীবনঃ সিদ্ধার্থের পিতা ছিলেন শাক্য বংশীয় রাজা শুদ্ধোদন। মাতা মায়াদেবী। মায়াদেবী কপিলাবস্তু থেকে পিতার রাজ্যে যাবার পথে লুম্বিনি গ্রামে (অধুনা নেপালের অন্তর্গত) সিদ্ধার্থের জন্ম দেন। তাঁর জন্মের সপ্তম দিনে মায়াদেবীর জীবনাবসান হয়। পরে তিনি বিমাতা গৌতমী কতৃক লালিত হন। ধারণা করা হয় তাঁর নামের “গৌতম” অংশটি বিমাতার নাম থেকেই এসেছে। আবার কারও কারও মতে এটি তাঁর পারিবারিক নাম। জন্মের পঞ্চম দিনে রাজা ৮ জন জ্ঞানী ব্যক্তিকে সদ্যোজাত শিশুর নামকরণ ও ভবিষ্যৎ বলার জন্য ডাকেন। তাঁর নাম দেওয়া হয় সিদ্ধার্থ – “যে সিদ্ধিলাভ করেছে, বা যার উদ্দেশ্য সফল হয়েছে”। তাঁদের মধ্যে একজন বলেন, রাজকুমার একদিন সত্যের সন্ধানে বেরিয়ে যাবেন এবং বোধিপ্রাপ্ত হবেন। একজন রাজপুত্র হিসেবে সিদ্ধার্থ বিভিন্ন শাখায় শিক্ষা লাভ করেন।

সিদ্ধার্থ গৌতমের বিবাহ সম্বন্ধে দুধরনের মত আছে। প্রথম মত অনুসারে ১৬ বছর বয়সে তিনি একটি প্রতিযোগিতায় তাঁর স্ত্রীকে লাভ করেন। অতঃপর পুত্র রাহুল জন্মগ্রহণ করে। আর একটি মত অনুসারে ২৮ বছর বয়সে তাঁকে সংসারের প্রতি মনোযোগী করার জন্য তাঁর পিতামাতা তাঁকে রাজকন্যা যশোধরার সাথে বিবাহ দেন। পরবর্তী বছরে জন্ম নেয় পুত্র রাহুল।

মহানিষ্ক্রমণঃ কথিত আছে, একদিন রাজকুমার সিদ্ধার্থ বেড়াতে বের হলে ৪ জন ব্যক্তির সাথে তাঁর সাক্ষাৎ হয়। প্রথমে তিনি একজন বৃদ্ধ মানুষ, অতঃপর একজন অসুস্থ মানুষ এবং শেষে একজন মৃত মানুষকে দেখতে পান। তিনি তাঁর সহিস চন্নকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করলে, চন্ন তাঁকে বুঝিয়ে বলেন যে এটিই সকল মানুষের নিয়তি। আবার একদিন (কারও কারও মতে সেদিনই) তিনি চন্নকে নিয়ে বের হলেন। এবারে তিনি দেখা পেলেন একজন সাধুর, যিনি মুণ্ডিতমস্তক এবং পীতবর্ণের জীর্ণ বাস পরিহিত। চন্নকে এঁর সম্বন্ধে জিজ্ঞেস করলে, তিনি বলেন উনি একজন সন্ন্যাসী, যিনি নিজ জীবন ত্যাগ করেছেন মানুষের দুঃখের জন্য। রাজকুমার সিদ্ধার্থ সেই রাত্রেই ঘুমন্ত স্ত্রী, পুত্র, পরিবারকে নিঃশব্দ বিদায় জানিয়ে তিনি প্রাসাদ ত্যাগ করেন। সাথে নিলেন চন্নকে। প্রাসাদ থেকে বেরিয়ে বনের শেষ প্রান্তে পৌঁছিয়ে তিনি থামলেন। তলোয়ার দিয়ে কেটে ফেললেন তার লম্বা চুল। অতঃপর চন্নকে বিদায় জানিয়ে যাত্রা শুরু করলেন জ্ঞানান্বেষণে, মাত্র ২৯ বছর বয়সে। সিদ্ধার্থের এই যাত্রাকেই বলা হয় মহানিষ্ক্রমণ।
বোধিলাভঃ দুঃখ ও দুঃখের কারণ সম্বন্ধে জানতে সিদ্ধার্থ যাত্রা অব্যাহত রাখেন। প্রথমে তিনি আলারা নামক একজন সন্ন্যাসীর কাছে যান। তাঁর উত্তরে সন্তুষ্ট হতে না পেরে তিনি যান উদ্দক নামক আর একজনের কাছে। কিন্তু এখানেও কোনও ফল পেলেন না। এভাবে কিছু দিন যাবার পর তিনি মগধের উরুবিল্ব নামক স্থানে গমন করেন। সেখানে প্রথমে একটি উত্তর-পূর্বমুখি শিলাখণ্ডের উপর বোধিসত্ত্ব জানু পেতে বসে আপন মনেই বলেছিলেন যে, “যদি আমাকে বুদ্ধত্বলাভ করতে হয় তা হলে বুদ্ধের একটি প্রতিচ্ছায়া আমার সম্মুখে দৃশ্যমান হোক।” এই কথা উচ্চারিত হবার সঙ্গে সঙ্গে শিলাখণ্ডের গায়ে তিন ফিট উঁচু একটি বুদ্ধের প্রতিচ্ছায়া প্রতিফলিত হল। বোধিসত্ত্ব তপস্যায় বসার পূর্বে দৈববাণী হয় যে, “বুদ্ধত্ব লাভ করতে গেলে এখানে বসলে চলবে না; এখান থেকে অর্ধযোজন দূরে পত্রবৃক্ষতলে তপস্যায় বসতে হবে।” এরপর দেবগণ বোধিসত্ত্বকে সঙ্গে করে এগিয়ে নিয়ে যান। মধ্যপথে একজন দেবতা ভূমি থেকে একগাছা কুশ ছিঁড়ে নিয়ে বোধিসত্ত্বকে দিয়ে বলেন যে, এই কুশই সফলতার নিদর্শন স্বরূপ। বোধিসত্ত্ব কুশগ্রহণের পর প্রায় পাঁচ শত হাত অগ্রসর হন এবং পত্রবৃক্ষতলে ভূমিতে কুশগাছটি রেখে পূর্বমুখি হয়ে তপস্যায় বসেন। কঠোর সাধনার ফলে তাঁর শরীর ক্ষয়ে যায়। কিন্তু এ তপস্যায় তিনি ভয়, লোভ ও লালসাকে অতিক্রম করে নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করতে সক্ষম হলেন। সহসা তিনি বুঝতে পারলেন এভাবে বোধিলাভ হবে না। তিনি তাই আবার খাদ্য গ্রহণের সিদ্ধান্ত নিলেন। সুজাতা নাম্নী এক নারীর কাছ থেকে তিনি এক পাত্র পরমান্ন আহার করলেন। অতঃপর তিনি নদীতে স্নান করে পুনরায় ধ্যানরত হন। অবশেষে কঠোর তপস্যার পর তিনি বুদ্ধত্বপ্রাপ্ত হলেন। শাক্যমুনি বোধিলাভের পর সাতদিন ধরে বোধিবৃক্ষের দিকে তাকিয়ে থেকে বিমুক্তিলাভের আনন্দ উপভোগ করেন। তিনি দুঃখ, দুঃখের কারণ, প্রতিকার প্রভৃতি সম্বন্ধে জ্ঞান লাভ করলেন। এ ঘটনাটিই বোধিলাভ নামে পরিচিত।

মহাপরিনির্বাণ লাভঃ সমস্ত জীবন ধরে তাঁর দর্শন এবং বাণী প্রচার করে অবশেষে আনুমানিক ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দে ৮০ বছর বয়সে বৈশাখী পূর্ণিমা তিথিতে কুশীনগরে ভগবান তথাগত মহাপরিনির্বাণ লাভ করেন।

আপনাদের মতামত বলুন ।।
16/04/2020

আপনাদের মতামত বলুন ।।

24/03/2020

ভয় করোনা ।।
সকলের কাছে অনুরোধ কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের নির্দেশিকা পালন করুন ।
আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে লোড়বো এবং জয়লাভ করবো ।।
তাই সকলের কাছে অনুরোধ সরকারি নির্দেশিকা মেনে চলুন ।।
একটি সচেতনতা মূলক শর্ট ফিল্ম দিলাম সবাই দেখুন,,এবং SHARE করুন।

22/03/2020

একটি বিশেষ বার্তা ।
একটু মনোযোগ সহকারে শুনুন ।
জনতা কার্ফু শেষ হয়ে গেলে কেউ বাইরে বেড়িয়ে হুল্লোর লাফালাফি করবেন না ।
কার্ফু হয়তো শেষ হয়ে যাবে কিন্তু করোনা এখনো শেষ হয়নি ।
বিশেষ কারন ছারা বাড়ি থেকে বেরোবেন না,,নিজে সতর্ক থাকুন এবং সকলকে সতর্কিত করুন।
জয় হিন্দ ।।

22/03/2020

আজ বিকাল 5 টায় আমাদের দেশের সকল চিকিৎসক ও সেবিকাদের ধন্যবাদ জানানোর জন্য যে যেমন পারবেন-- কাসি,ঘণ্টা,শঙ্খ,উলুরধবণি,বাসন বাজাবেন।।
আর দয়া করে দেশের জন্য,জনগনের জন্য,নিজের পরিবারের জন্য আজ কেউ বাইরে যাবেন না.।।।

ধন্যবাদ

পশ্চিমবঙ্গ বিজেপির প্রথম রাজ্য সভাপতি অধ্যাপক হরিপদ ভারতী'র প্রয়াণ দিবসে সশ্রদ্ধ প্রণাম।🙏🙏🙏🙏🙏🙏
19/03/2020

পশ্চিমবঙ্গ বিজেপির প্রথম রাজ্য সভাপতি অধ্যাপক হরিপদ ভারতী'র প্রয়াণ দিবসে সশ্রদ্ধ প্রণাম।🙏🙏🙏🙏🙏🙏

13/03/2020

আসছে ❤❤❤❤

20/02/2020

MIM Party ভারতে,,সামনে দেশদ্রোহী ওয়েশি উপস্থিত,,,
ভরা সভাতে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান লাগালেন মিম নেত্রী।।
#বাকিটা ভারতীয় দের হাতে ছাড়লাম।।
দেখুন পরিস্থিতি ............

হিন্দু সম্রাট মহা বীর ছত্রপতি শিবাজীর আজ ৩৯১তম জন্মজয়ন্তীতে জানাই  শতকোটি প্রণাম .....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 #  জয় ভবানী  # জয় শিবা...
19/02/2020

হিন্দু সম্রাট মহা বীর ছত্রপতি শিবাজীর আজ ৩৯১তম জন্মজয়ন্তীতে জানাই শতকোটি প্রণাম .....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
# জয় ভবানী # জয় শিবাজী #

আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক জীবনানন্দ দাশ'র জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি।🙏🙏🙏🙏🙏
17/02/2020

আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক জীবনানন্দ দাশ'র জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি।🙏🙏🙏🙏🙏

দিল্লীর নির্বাচনে
13/02/2020

দিল্লীর নির্বাচনে

একাত্ম মানবতাবাদের প্রণেতা, মার্গ দর্শক, রাষ্ট্র ভক্ত, রাজনৈতিক কর্মযোগী, দক্ষ সংগঠক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাশয়ের সমর...
11/02/2020

একাত্ম মানবতাবাদের প্রণেতা, মার্গ দর্শক, রাষ্ট্র ভক্ত, রাজনৈতিক কর্মযোগী, দক্ষ সংগঠক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাশয়ের সমর্পন দিবসে সশ্রদ্ধ প্রণাম🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

সবাই একবার বলুন,হরহর মহাদেব।জয় শিবশম্ভু।
10/02/2020

সবাই একবার বলুন,
হরহর মহাদেব।
জয় শিবশম্ভু।

এটা ভাইরাল করুন..
09/02/2020

এটা ভাইরাল করুন..

17/12/2019
আজ ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় সকল ভারতবাসীর কাছে  ঐতিহাসিক মূহূর্ত নাগরিকত্ব বিল ২০১৯ পাস হলো রাজ্যসভায় - ১১৭ টি ভোটে ।...
11/12/2019

আজ ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় সকল ভারতবাসীর কাছে ঐতিহাসিক মূহূর্ত নাগরিকত্ব বিল ২০১৯ পাস হলো রাজ্যসভায় - ১১৭ টি ভোটে । ভারত মাতা কি জয় , জয় শ্রী রাম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।

10/12/2019

একেই বলে যোগ্য জবাব ।
যোগ্য জবাব দিলেন মাননীয় অমিত শাহ জি।

09/12/2019

মাননীয় অমিত শাহ জি
সংসদে বোঝালেন কেনো নাগরিকত্ব সংশোধনী বিলের দরকার।
"যদি কংগ্রেস ধর্মের ভিত্তিতে দেশ ভাগ না করতো তাহলে আজ #নাগরিকত্ব_সংশোধনী_বিল'র দরকার পড়তো না"_স্পষ্ট জবাব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জীর।।
।। জয় ভারত।।

02/12/2019

সকলের কাছে অনুরোধ একবার মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন ।

দক্ষ সংগঠক, অসংখ্য কার্যকর্তাদের প্রেরণা, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা জীর জন্মদিনে শুভেচ্ছ...
02/12/2019

দক্ষ সংগঠক, অসংখ্য কার্যকর্তাদের প্রেরণা, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা জীর জন্মদিনে শুভেচ্ছা এবং অভিনন্দন।🙏🙏🙏

01/12/2019

বিদায় প্রিয়াঙ্কা রেড্ডি - শ্রদ্ধাঞ্জলি
🙏😔🙏😔🙏😔🙏
দোষীদের তারাতারি শাস্তি চাই।

Justice for priyanka reddy 😢😢😢😢😢😢😢শুধু অপরাধীদের মৃত্যুদণ্ড বা ফাঁসি দিলে হবেনা।সাথে অপরাধীদের মানসিকতারও মৃত্যদণ্ড বা ফ...
30/11/2019

Justice for priyanka reddy
😢😢😢😢😢😢😢
শুধু অপরাধীদের মৃত্যুদণ্ড বা ফাঁসি দিলে হবেনা।
সাথে অপরাধীদের মানসিকতারও মৃত্যদণ্ড বা ফাঁসি দিতে হবে,যাতে এরকম নোংরা মানসিকতা কারোর মধ্যে না জন্মায় ।

29/11/2019

বিজেপি জিন্দাবাদ ।
লক্ষ্য 21।
তাই আমার বিশেষ অনুরোধ এতদিন সোশাল মিডিয়ার মাধ্যমে যারা দিন-রাত আমাদের প্রচার করে আসছেন।আমাদের ময়দানে নামার সময় হয়ে এসেছে ।

12/10/2019

স্বচ্ছ ভারতের বার্তা..
আজ মামল্লপুরম সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।🙏🙏🙏

29/09/2019

🙏🙏🙏Raftar........

🙏🙏🙏🙏মহান বিপ্লবী যতীন্দ্র নাথ দাস ব্রিটিশ সাম্রাজ্যবাদের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে,  টানা ৬৩ দিন অনশনের পর ১৯২৯ সনের আ...
13/09/2019

🙏🙏🙏🙏মহান বিপ্লবী যতীন্দ্র নাথ দাস ব্রিটিশ সাম্রাজ্যবাদের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে, টানা ৬৩ দিন অনশনের পর ১৯২৯ সনের আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিপ্লবীদের কখোনো মৃত্যু হয় না তিনি বেঁচে আছেন আমাদের সকলের হৃদয়ের মাঝে। মহান বিপ্লবী যতীন্দ্র নাথ দাস এর প্রয়াণ দিবসে জানাই ভক্তিপূর্ণ প্রণাম।।🙏🙏

🙏🙏জনপ্রিয় ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের জন্ম দিবসে শত কোটি প্রণাম।🙏🙏🙏
12/09/2019

🙏🙏জনপ্রিয় ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের জন্ম দিবসে শত কোটি প্রণাম।🙏🙏🙏

Address


Telephone

+918967777075

Website

Alerts

Be the first to know and let us send you an email when Goutam Chaki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share