Indian Train Ticket Helpline BD -Tahmid Travels

  • Home
  • Indian Train Ticket Helpline BD -Tahmid Travels

Indian Train Ticket Helpline BD -Tahmid Travels আমরা ভারতের অভ্যন্তরীন ট্রেনের টিকিট করে দেই খুব অল্প সময়ে এবং সর্বনিম্ন খরচে (৮০-২৫০ টাকা)।

26/09/2023

দর্শনা বর্ডার দিয়ে যেভাবে ইন্ডিয়া যাবেন...!
🔹️ ঢাকা বা দেশের যেকোনো জায়গা থেকে রওনা দিয়ে ভোর ৫:৩০ টায় দর্শনা চেকপোস্টে থাকুন। ৬ টায় অফিস চালু হবে।
🔹️ ঢাকা থেকে বিভিন্ন বাস যেগুলো ৫ টায় দর্শনা পৌঁছাবে সেটাতে যান। কমলাপুর থেকে বেনাপোল এক্সপ্রেস রাত ১১:১৫ টায় ছেড়ে দর্শনা থামে সকাল ৬ টায়।
🔹️ প্রথমেই বাসা থেকেই অনলাইনেই ট্যাক্স ১০০০ টাকা কাটুন। এখানে অনলাইন ট্যাক্স চালু আছে।
🔹️ সকালে তেমন ভিড় হয়না। কাস্টমস ইমিগ্রেশন নিজেই করুন। ৩০ মিনিটেই পারবেন।
🔹️ সময় লাগে বিজিবি চেকে। কোনো এক্সরে না থাকার কারণে একেবারে তন্ন তন্ন করে চিপায় চাপায় চেক করতে বেশ সময় লাগে। কোনো ধরনের ইনস্ট্যান্ট খাবার নিতে দিবেনা। রান্না, কেক, পানি, জুস ইত্যাদি।
🔹️ বিজিবি শেষ করে ভ্যানে ৪০ টাকা দিয়ে দ্রুত বিএসএফ গেট বটতলায় চলে যান। এখানেও সেইম চেক। অনেক সময় লাগে। এপার ওপার মিলে চেকেই দেড় ঘন্টা চলে যাবে।
🔹️ কোনো ইন্ডিয়ান রুপি নিলে সেগুলো কনভার্ট করে আনতে বাধ্য করবে। বাংলা টাকা যা নিবেন সত্য বলবেন।
🔹️ ওপারেও কাস্টমস ইমিগ্রেশন ৩০ মিনিটেই পারবেন। আর ব্রোকার ধরলে ১০ মিনিট। ৫০ রুপি করে নিবে।
🔹️ টাকা বা ডলার থাকলে এখানেই ভাঙান। কলকাতার চাইতে সব সময়ই ১-১.৫ টাকা বেশিই পাবেন। প্রচুর মানি চেঞ্জার আছে।
🔹️ এরপর ইন্ডিয়ান ৭:০৭ এ শিয়ালদার ট্রেন ধরুন। ভাড়া ৩০ রুপি।
আমি এতোগুলো পয়েন্ট বললাম এজন্যই যে আপনি যেনো ৭:০৭ এর ট্রেনটা ধরতে পারেন। এতে করে ১১টায় কোলকাতা পৌঁছাতে পারছেন এবং হোটেল পেতেও তেমন বেগ পেতে হবেনা।
🔹️ ট্রেন ধরার জন্য কোনো কাজ তাড়াহুড়া করবেননা। ৭:০৭ না পেলে ৭:৩২ রানাঘাট >> ৮:৪৮ শিয়ালদাহ পাবেন। ট্রেনের অভাব নাই।

>>খেয়াল করুন
১। এনওসি থাকলে অবশ্যই আনবেন।
২। মেডিকেলের সব কাগজ।
৩। টিকা আনলেও আনতে পারেন।
৪। ট্যাক্সের কপি অবশ্যই #কালার_প্রিন্ট করবেন।
৫। ইন্ডিয়ান কাস্টমস থেকে একটা গ্রীন কালারের ডিপার্চার স্লিপ দিবে, অবশ্যই সেটা দিলো কিনা দেখে নিন।
@ লিখা সংগৃহীত

24/02/2023

বাংলাদেশ 🇧🇩 - 🇮🇳 ভারত স্থল বন্দর : 🚗🚌🚛🚆

1. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India

2. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India

3. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India

4. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India

5. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India

6. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India

7. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India

8. বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India

9. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India

10. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.

11. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India

12. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.

13. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোবার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India

14. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India

15. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India

16. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam

17. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.

18. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India

19. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India

20. টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar

21. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura

22. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India

Proposed Land Ports

1. মুজিব নগর Land Customs Station
BD side: Mujibnagar, Meherpur
Indian side: Hridoypur, Chapra, Nadia, West Bengal

2. প্রাগপুর Land Customs Station
BD side: Daulatpur, Kushtia
Indian side: Shikarpur, Karimpur

কলকাতা শালিমার স্টেশন যাবার সহজ উপায় :ঠিকই শুনেছেন কলকাতা শালিমার।  কি হলো নাম শুনেই ভ্রু কুঁচকে নিলেন কেনো ? 🙂 হ্যাঁ আপ...
15/11/2022

কলকাতা শালিমার স্টেশন যাবার সহজ উপায় :

ঠিকই শুনেছেন কলকাতা শালিমার। কি হলো নাম শুনেই ভ্রু কুঁচকে নিলেন কেনো ? 🙂
হ্যাঁ আপনাদের মত অনেকই এই স্টেশন টির নাম শুনলেই ভ্রু কুঁচকে নেয় । কিন্তু আজ আমি তিনটে উপায় বলবো যার মাধ্যমে আপনারা সহজেই পৌঁছে যাবেন শালিমার স্টেশন ।
আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আগের থেকে স্টেশনটাকে চালু করার এবং হাওড়া ও শিয়ালদহ স্টেশনের উপর চাপ কমানোর চেষ্টা চালাচ্ছে রেল।
কারণ পুরী বা ভেলোরের প্রায় সব ট্রেন ই এখন শালিমার দিয়েই যাচ্ছে। আর সব থেকে বড়ো ব্যাপার হলো একদম ফাঁকা শান্ত স্টেশন এটি। কিন্তু শুধু যাওয়ার অসুবিধার জন্য অনেকই এই স্টেশন টিকে এড়িয়ে যান।

🛑 আসুন তিনটে সহজ উপায় জেনে নি :-

১. শিয়ালদহ স্টেশন এর বাইরে থেকে প্রিপেড ট্যাক্সি নিয়ে নিতে পারেন
ভাড়া পড়বে :- ২২০-২৪০ টাকা

২. শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া স্টেশনের বাস ধরে নামতে হবে হাওড়া স্টেশন । ভাড়া পড়বে:- ১৫ টাকা
তারপর ওখান থেকে পায়ে হেঁটে রেলওয়ে মিউজিয়াম যেতে হবে, মিউজিয়ামের সামনে থেকে টোটো পাওয়া যায় শালিমার স্টেশন এর
ভাড়া পড়বে:- ৩০-৪০ টাকা

৩. এছাড়া ওলা উবের আছে বুক করতে পারেন ভাড়া পড়বে :- ৩০০-৩৫০ গাড়ির উপর নির্ভর করছে

৪. যারা একা যাবেন তাদের জন্য বলি ওলা উবের এর মত রাপিড বাইক বুক করতে পারেন
ভাড়া পড়বে :- ১০০ টাকা ।।

আজ এইটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন
ধন্যবাদ 🙏

Collected

ভারতের ট্রেনের বিভিন্ন ক্লাস!
04/11/2022

ভারতের ট্রেনের বিভিন্ন ক্লাস!

Train Coach Types | Difference Between 1st AC 2nd AC 3rd AC Sleeper Class | Indian Railways AC Coach| ...

19/10/2022

ভারতে থাকাকালীন কেউ মারা গেলে লাশ দেশে আনার প্রক্রিয়া সমন্ধে জানুন...
মৃত্যু হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা । মৃত্যুকে কেউ এড়িয়ে যেতে পারে না।সিরিয়াল বিহীন এই মৃত্যু কখন কাকে গ্রাস করবে তা কেউ জানে না। জীবনের প্রবহমান খাতা যখন চিরতরে বন্ধ হয়ে যায়,
তখন সমবেদনা জানানো ছাড়া আর কিছু থাকেনা।আজকে আমরা জানবো দেশের সীমানা পেরিয়ে আমাদের পরিচিতদের ভারতে মৃত্যু হলে করনীয় কি।
ভারতে থেকে দেশে লাশ আনতে একটা লম্বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।
মানসিক ভাবে ভেঙ্গে না পরে কাজটি দ্রুত সম্পন্ন করে দেশে নিয়ে আসা জরুরি ,
প্রথমে প্রমান করতে হবে মৃতদেহ টি আপনার আত্মীয়ের এবং যিনি মারা গেলেন তিনি ভারতে থাকাকালীন অবস্থায় কোন বে-আইনি কিছু করেননি ৷
এমনই কিছু প্রক্রিয়া জানতে হলে শেষ পর্যন্ত লেখাটি পরবেন।
Step-1 ➡DEATH CERTIFICATE
প্রথমেই হস্পিটাল থেকে ডেথ সার্টিফিকেট নিতে হবে এটি খুব সিম্পল প্রক্রিয়।
যে ডাক্তার এর আন্ডার এ ছিলেন সেই এক কাজটি করে দিবে।
হাসপাতালের এডমিনেস্ট্রেশন থেকে এইটা কালেক্ট করে প্রথমেই ১০ টা কপি করে নিবেন,
Step-2 ➡POLICE N.O.C
ডেথ সার্টিফিকেট অরজিনাল+ফটোকপি এবং প্যাশেন্ট +তার যে কোন একজন এটেন্ডেন্ট (যে বডিটা ক্যারি করে দেশে নিয়ে যাবে)
পাসপোর্ট অরজিনাল+ফটোকপি নিয়ে নিকটস্থ পুলিশ স্টেশনে যান এবং সেখানে কথা বলে Entry করে N.O.C কালেক্ট করুন।
বলে রাখা ভালো, এতে কোন টাকা পয়সার দরকার নেই।
Step-3 ➡PASSPORT CANCELLATION+N.OC
উপরের ডকুমেন্টস + পাসপোর্ট ( অরজিনাল+ফটোকপি ) নিয়ে এবার চলে যাবেন নিকটস্থ হাই কমিশন এ ২৪ ঘন্টা খোলা থাকে,
যদিও সন্ধ্যা ৬ টার পর কল করলে বলবে এখন আইসেন না বন্ধ) গিয়ে প্যাশন্ট এর মূল পাসপোর্ট টা ক্যান্সেল করে সিল মেরে সেখান থেকে আরো একটি N.O.C COLLECT করবেন ৷
Step-4 ➡FRRO
এবার উপরের সব ডকুমেন্টস নিয়ে চলে যাবেন FRRO(FOREIGN REGIONAL REGISTRATION OFFICE) তে গিয়ে রেজিস্ট্রেশন করলেই মোটামুটি কাজ শেষ।
বলে রাখা ভালো, FRRO সকাল ১০ টার আগে খুলে না সো এর আগে যাবেন না,
Step-5 ➡ EMBALMING CERTIFICATE
অনেক অরগানাইজেশান আছে যারা বডি PRESERVATION এর কাজ করে
এদের মধ্যে PEACE HEAVEN ইন্ডিয়ার সবচেয়ে পুরনো অর্গানাইজেশন গুলোর মধ্যে একটি যারা গত ৭০ বছর ধরে এই কাজ আসছে।
PEACE HEAVEN প্রতিষ্ঠানটি স্বল্প মূল্যে করে এরকম যেকোন একটি অর্গানাইজেশন এর সাথে কথা বলে লাশ PRESERVATION এর সব ফার্মালিটিস সম্পন্ন করতে পারেন।
মূলত উপরের চারটি ধাপের ডকুমেন্টস দেখিয়ে হবে শেষ করে EMBALMING CERTIFICATE COLLECT করবেন।
বংলাদেশে বডি নেয়ার জন্য এই ৫ টি ধাপের ডকুমেন্টস অবশ্যই থাকা লাগবে,
উপরের সবগুলো ডকুমেন্টস এর ৭ টি করে ফটোকপি করে ৭ টি আলাদা সেট করে রাখবেন।
আপনি যদি বাইরোড যান তাহলে এম্বুলেন্স এর সাথে কন্টাক্ট করে অবশ্যই বিকাল ৫টার আগে বর্ডার পৌছাবেন,
অন্যথায় ইমিগ্রেশন শেষ করে ৬ টার আগে বের হওয়া খুব টাফ হয়ে যাবে।
আর বাই এয়ার গেলে, যে এয়ার ওয়েজ এ যাবেন তার টিকেট কেটে টিকেটের একটা প্রিন্ট কপি+ উপরের সব ডকুমেন্টস নিয়ে এয়ারপোর্ট এর কার্গো ডিপার্টমেন্ট এ চলে যাবেন।
এবং সেই এয়ারলাইন্সের✈ কার্গো অফিসে যেয়ে কথা বলে বডি ডিস্প্যাচ করার ডকুমেন্টস কালেক্ট করে নিবেন৷
বাকি কখন কি করতে হবে ওড়াই করে দিবে ৷ আমরা মোটামুটি পুরো প্রসেস্টা তুলে ধরার চেষ্টা করেছি,
তারপরও কারো কিছু জানার থাকলে FEEL FREE TO ASK করতে পারেন।
আমরা আবারও রিকোয়েস্ট করছি নিকটস্থ কেউ এরকম বিপদে পরলে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।
বি.দ্রঃ উপরের কোথাও কোন খরচ নেই জাস্ট বডি প্রিসারভেশন এর জন্য একটা চার্জ ধরা হয়,
পিস হ্যাভেন ৭২ ঘন্টা বডি প্রিসার্ভ+ কফিন+১ দিন মর্গে রাখার জন্য ১৬,২০০ রুপি নিয়ে থাকে ৷
আর কলকাতা থেকে বাংলাদেশে বডি নিতে কাস্টমস এ ৯০০০ রুপির মতো নিয়ে থাকে।
আর কোথাও কোন খরচ নেই বডি কার্গোতে আনতে কোন টাকা লাগে না, শুধুমাত্র এটেন্ডেন্ট এর এয়ার টিকেট লাগে৷
কাস্টস+ইমিগ্রেশন এ বডির জন্য কিছু টাকা লাগে বাট এয়ার ওয়েজ ও কোন টাকা লাগবে না।
Collected

ভারতীয় রেলের খাবারের নতুন দাম, জেনে রাখা ভালো!
22/07/2022

ভারতীয় রেলের খাবারের নতুন দাম, জেনে রাখা ভালো!

সোশ্যাল মিডিয়ার কিছু প্রতিবেদন মিথ্যা দাবি করছে যে মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের পেট্রাপোল দিয়ে ভারতে প...
03/07/2022

সোশ্যাল মিডিয়ার কিছু প্রতিবেদন মিথ্যা দাবি করছে যে মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা যদি তাদের পূর্ববর্তী ভারত সফর তাদের বর্তমান ভ্রমণের আগের তিন মাসের মধ্যে হয়।

ভারতীয় হাই কমিশন স্পষ্টভাবে জানাচ্ছে যে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে সড়ক, রেল বা আকাশপথে ভারতে প্রবেশ-সংক্রান্ত নিয়মনীতিতে কোনো পরিবর্তন করা হয়নি।

বাংলাদেশি বন্ধুদের সোশ্যাল মিডিয়ায় এ ধরনের মিথ্যা পোস্ট এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

Some reports on social media are falsely claiming that Bangladeshi nationals holding multiple entry visas are being denied entry into India at Petrapole if their previous visit to India took place within three months of their current travel.

The High Commission of India clarifies hereby that this is entirely unfounded. There has been no change in policy with regard to entry rules for Bangladeshi nationals holding multiple entry visas for visiting India either by road, rail or air.

Bangladeshi friends are requested to ignore such false posts on social media.

শেষ মুহুর্তে ভারতের বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট পাচ্ছেন না যারা, আমাদের সাথে যোগাযোগ করে কনফার্ম টিকিট করে নিতে পারে...
02/06/2022

শেষ মুহুর্তে ভারতের বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট পাচ্ছেন না যারা, আমাদের সাথে যোগাযোগ করে কনফার্ম টিকিট করে নিতে পারেন।
০১৭১১২১৮১৭৮

পবিত্র রমজান মাসে ভিসা আবেদনকারীদের আরও উন্নত মানের সেবা প্রদান করার জন্য প্রস্তুতিপবিত্র রমজান মাসে ভারতীয় ভিসার বর্ধি...
13/04/2022

পবিত্র রমজান মাসে ভিসা আবেদনকারীদের আরও উন্নত মানের সেবা প্রদান করার জন্য প্রস্তুতি

পবিত্র রমজান মাসে ভারতীয় ভিসার বর্ধিত চাহিদার কারণে, ভারতীয় হাইকমিশন ভিসা আবেদনকারীদের সুবিধার্থে নিম্নে উল্লেখিত অতিরিক্ত পদক্ষেপগুলি নিয়েছে |

ভারতীয় ভিসা আবেদনকারীরা দয়া করে উপরের বিশেষ প্রাবধানগুলি মনে রেখে মসৃণ আবেদন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য সেই অনুযায়ী আইভিএসিতে যেতে পারেন।

সুখবর বাই রোডে ভারত ভ্রমণে ২ ডোজ টিকা নেওয়া থাকলে লাগবে না আর করোনা টেস্ট! https://youtu.be/qZPuOajFaD0
09/04/2022

সুখবর
বাই রোডে ভারত ভ্রমণে ২ ডোজ টিকা নেওয়া থাকলে লাগবে না আর করোনা টেস্ট!
https://youtu.be/qZPuOajFaD0

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.somoynews.tvFair Use Disclai...

❇️ সন্মানীত যাত্রীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শীঘ্রই ঢাকা ক্যান্টনমেন্ট (বাংলাদেশ 🇧🇩) - নিউজলপাইগুড়ি (ভারত 🇮🇳)...
21/03/2022

❇️ সন্মানীত যাত্রীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শীঘ্রই ঢাকা ক্যান্টনমেন্ট (বাংলাদেশ 🇧🇩) - নিউজলপাইগুড়ি (ভারত 🇮🇳) এর মধ্যে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করবে।
🔰 আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস চলাচল প্রসঙ্গে বিস্তারিত তথ্যাদি।
🚆ট্রেনের নাম ও নম্বরঃ মিতালী এক্সপ্রেস (৩১৩১/৩১৩২)
✅ রুটঃ ঢাকা ক্যান্টনমেন্ট (বাংলাদেশ) ↔️ নিউজলপাইগুড়ি (ভারত)।
✅ চলাচলের দিনঃ
🔸 নিউজলপাইগুড়ি ছাড়বে- রবিবার ও বুধবার।
🔹 ঢকা ক্যান্টনমেন্ট ছাড়বে- সোমবার ও বৃহস্পতিবার।
✅ সময়সূচীঃ
🛑 নিউজলপাইগুড়ি হতে
⏏️ নিউজলপাইগুড়ি - ১১:৪৫ (IST)
⏯ হলদিবাড়ী - ১২:৫৫/১৩:০৫ (IST)
⏯ চিলাহটি - ১৩:৫৫/১৪:২৫ (BST)
⏏️ ঢাকা ক্যান্টনমেন্ট - ২২:৩০ (BST)
🛑 ঢাকা ক্যান্টনমেন্ট হতে
⏏️ ঢাকা ক্যান্টনমেন্ট - ২১:৫০ (BST)
⏯ চিলাহটি - ০৫:৪৫/০৬:১৫ (BST)
⏯ হলদিবাড়ী - ০৬:০০/০৬:০৫ (IST)
⏏️ নিউজলপাইগুড়ি - ০৭:০৫ (IST)
🚂🚃🚃 রেক কম্পোজিশনঃ
🟦 এসি বার্থ/সিট - ০৪ টি,
🟩 এসি চেয়ার - ০৪ টি,
🟨 ব্রেকভ্যানসহ পাওয়ারকার - ০২ টি।
🎫 ভাড়াঃ মিতালী এক্সপ্রেস (২৭ মার্চ২০২২ ইং হতে কার্যকর হবে)
🟣 এসি বার্থ - ৪৪ ডলার - প্রাপ্য ভাড়া ৩৮২৮ টাকা - ১৫% ভ্যাট ৫৭৪ টাকা - ট্র্যাভেল ট্যাক্স ৫০০ টাকা - মোট ভাড়া ৪৯০৫ টাকা।
🔵 এসি সিট - ৩৩ ডলার - প্রাপ্য ভাড়া ২৭৭১ টাকা - ১৫% ভ্যাট ৪৩১ টাকা - ট্র্যাভেল ট্যাক্স ৫০০ টাকা - মোট ভাড়া ৩৮০৫ টাকা।
🟢 এসি চেয়ার - ২২ ডলার - প্রাপ্য ভাড়া ১৯১৪ টাকা - ১৫% ভ্যাট ২৮৭ টাকা - ট্র্যাভেল ট্যাক্স ৫০০ টাকা - মোট ভাড়া ২৭০৫ টাকা।
ℹ️ প্রতি ডলার ৮৭.০০ টাকা হিসেবে।
ℹ️ ৫ এর গুনিতক করে মোট আদায়যোগ্য ভাড়া।
ℹ️ ভ্যাট ও ট্র্যাভেল ট্যাক্স টিকিটের টাকার সাথে অন্তর্ভুক্ত।
ℹ️ ৫ বছর বয়স পর্যন্ত অপ্রাপ্ত বয়স্ক যাত্রী টিকিটের ক্ষেত্রে ৫০% ভড়া প্রযোজ্য হবে।
💠 ধন্যবাদ
বাংলাদেশ রেলওয়ে
#সংগৃহীত

India will issue fresh regular (paper) tourist visa up to 5 years' validity to nationals of eligible countries -- subjec...
16/03/2022

India will issue fresh regular (paper) tourist visa up to 5 years' validity to nationals of eligible countries -- subject to restrictions imposed from time to time, Home Ministry officials said.

India has restored all currently valid regular (paper) visa given to nationals of all countries with immediate effect.

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ পাওয়ায় বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকাভুক্ত করেছে ভারত।https://www.f...
29/11/2021

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ পাওয়ায় বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকাভুক্ত করেছে ভারত।

https://www.facebook.com/100117146754830/posts/4133633686736469/

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ পাওয়ায় বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকাভুক্ত করেছে ভারত। ...

বাংলাদেশ-মালদ্বীপ আকাশপথে নতুন দিগন্তের সূচনাhttps://www.jagonews24.com/m/national/news/716969
19/11/2021

বাংলাদেশ-মালদ্বীপ আকাশপথে নতুন দিগন্তের সূচনা

https://www.jagonews24.com/m/national/news/716969

ঢাকা-মালে রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপে আকাশপথে যোগাযোগের নতুন...

'স্পেশাল' তকমা উঠছে, ভাড়াও কমবে, টাইম টেবিল মেনে আগের ছন্দে ট্রেন: রেলমন্ত্রীhttps://bangla.hindustantimes.com/nation-a...
13/11/2021

'স্পেশাল' তকমা উঠছে, ভাড়াও কমবে, টাইম টেবিল মেনে আগের ছন্দে ট্রেন: রেলমন্ত্রী

https://bangla.hindustantimes.com/nation-and-world/train-fare-will-be-reduced-soon-train-will-be-operated-in-previous-norms-31636731677150.html

করোনাকালে যে স্পেশাল ট্রেন চালানো হচ্ছিল সেই ব্যবস্থাটা ধাপে ধাপে তুলে দেওয়া হবে।

ভারতীয় টুরিস্ট ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট:১) আপাতত ১৫ ই নভেম্বর থেকে সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। ভিসা ...
11/11/2021

ভারতীয় টুরিস্ট ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট:

১) আপাতত ১৫ ই নভেম্বর থেকে সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে ১২০ দিনের মধ্যে ভারতে প্রবেশ করতে পারবেন এবং সর্বোচ্চ ৩০ দিন ভারতে থাকতে পারবেন।
২) টুরিস্ট ভিসায় কেবলমাত্র বাই এয়ারে ভ্রমণ করা যাবে।
৩) বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ফ্লাইট ছাড়ার সময় থেকে ৭২ ঘণ্টার মধ্যে RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন (ডবল ডোজ ভ্যাকসিন থাকলেও রিপোর্ট প্রয়োজন না থাকলেও প্রয়োজন)। কেবলমাত্র ২ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন নেই।
৪) ভারত থেকে বাংলাদেশ ফেরত আসার সময় ফ্লাইট ছাড়ার সময় থেকে ৭২ ঘণ্টার মধ্যে RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন (ডবল ডোজ ভ্যাকসিন থাকলেও রিপোর্ট প্রয়োজন না থাকলেও প্রয়োজন)। কেবলমাত্র ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন নেই।
৫) এছাড়া ভারতে প্রবেশ করার পূর্বে সবাইকে বাধ্যতামূলক AIR SUBIDHA পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, এবং তামিলনাড়ুর ক্ষেত্রে অতিরিক্ত TN E-Pass রেজিস্ট্রেশন করতে হবে।
৬) আপাতত ভারতে প্রবেশের ক্ষেত্রে করোনা টিকার কোনো বাধ্যবাধকতা নেই। টিকা থাকলেও ভারতে যেতে পারবেন না থাকলেও যেতে পারবেন।

লিখার ক্রেডিটঃ পেলে এড করে নিবো।

হাওড়া ষ্টেশন থেকে ছাড়ছে প্রথম রাজধানী এক্সপ্রেস,৩য় মার্চ ১৯৬৯হাওড়া থেকে দিল্লী ১৪৫০ কিমি পাড়ি দেবে তৎকালীন প্রথম সুপারফা...
11/11/2021

হাওড়া ষ্টেশন থেকে ছাড়ছে প্রথম রাজধানী এক্সপ্রেস,
৩য় মার্চ ১৯৬৯

হাওড়া থেকে দিল্লী ১৪৫০ কিমি পাড়ি দেবে তৎকালীন প্রথম সুপারফাস্ট আর প্রথম সম্পূর্ণ রূপে শীততপ নিয়ন্ত্রিত ট্রেন (pukoch) - "রাজধানী এক্সপ্রেস" মাত্র ১৭ ঘন্টা ২০ মিনিটে। যা সেই সময়ে অকল্পনীয়ের বাস্তব রূপ।

এটা ভেবে আমাদের গর্ব হয় - চিরকালই কলকাতা তথা বাংলা থেকেই ভারতের সব কিছুর সূচনা হয়ে থাকে।

30/10/2021


ভেলার (CMC) সিএমসি হসপিটালের সকল বিভাগের ডাক্তার লিস্ট সমুহঃ
☎️ কল করুন 01711218178 ডাক্তার অ্যাপোয়েন্টমেন্টের জন্য



1. George Joseph, MD, DM (Card.) FCSI
2. Viji Samuel Thomson, MD, DNB, DM (Card) FIC (Aus)
2. Sujith Thomas Chacko, MD, DM (Card), FRACP (Cardio)
3. Mithun Jacob Varghese, MD, DM, DNB
4. Paul V.George, MD, DM (Card.)
5. John Jose E., MD, DM (Card)
6. Oommen George, MD, DM
7. Sunil Chandy, MD, DM, M.Phil, FRCP
8. Lijo Varghese, MD, DM
9. Anoop George Alex, MD, DM
10. David Chase, MD, DM (Card). Voc. Grad Diploma (Cardiac EP) CEPIA, Cardiac Electrophysiology Fellowship (Australia)


12. Sunil Chandy, MD, DM, M.Phil, FRCP
13. Anoop George Alex, MD, ডম


14. John Roshan Jacob, MD, DM (Card), CCR
15. CEPS, Fellowship in Adult EP (Toronto General Hospital Canada), Fellowship in


1. Rabin Chacko, MDS, FDS RCPS
2. Sibu Simon, MDS
3. Arun Paul S., MDS
4. Saurabh Kumar, MDS
5. J.S.Jesija, MDS
6. Prosthodontics
7. Sibu Simon, RDS

&_Radiology

1. J.S.Jesija, MDS, FGD General Dentistry
2. Christina D. George, BDS, FGD
3. Gladwin D.Khanapur, BDS, FGD
4. Shiny Sheja Reena R., BDS, FGD
5. Santosh Koshy, MDS
6. Jagadish Ebenezer, MDS
7. Soumya SV, MDS
8. Shini Susan Samuel, MDS
9. Surya Prakash Sharma, MDS
10. Daniel Sathiya Sundaram, MDS


1. Renu George, MD
2. Lydia Mathew, MD
3. Mahabal Gauri, MD
4. Priya Kurian, MD
5. Leni George, MD DVL
6. Gauri Mahabal, MD DVL
7. Ankan Gupta, MD DVL
8. Anu Anna George, MD DVL
9. Venkatraman M, MD DVL



1. Priya Kuryan, MD
2. Renu George, MD
3. Lydia Mathew, MD
4. Cosmetic Dermatology Clinic
5. Annu Anna George, MD DVL
6. Dincy Peter, MD DVL
7. Gauri Mahabal, MD DVL

/ /

8. Anu Anna George, MD DVL
9. Leni George, MD DVL
10. Susanne Pulimood, MD DVL
11. Developmental Paediatrics
12. Beena Koshy, MD (Paed)
13. Samuel P.Oommen, MD, DNB(Paed)

(Skull Head & Neck Base)

1. Regi Thomas, DLO., DNB
2. Rajan Sundaresan, DLO, MS
3. John Mathew, DLO, MS
4. Ranjeetha Rachel Gokuldas, DLO, MS

ENT

1. Ajoy Mathew Varghese, MS DNB
2. Mary John, MS DLO DNB, PhD
3. Naina Picardo, MS DLO, PDF(Ped.ENT)
4. Syed Kamran Asif, MS, PDF (Ped.ENT)
/_Nose_and_Sinus_Clinic
5. Rupa Vedantam, M.S, D.L.O
6. Regi Kurien, M.S, DOHNS (Eng)
7. Lalee Varghese, M.S, DNB, D.L.O



1. Simon Rajaratnam, MD, DNB( Endo), FRCP( Endo), PhD ( Endo)
2. Thomas V Paul MD, DNB( Endo), PhD ( Endo)
3. Dukhabandu Naik, MD, DM( Endo)
4. Nitin Kapoor, MD, DM( Endo), PDF ( ENDO)

5. Thomas V.Paul, MD, DNB(Endo), PhD(Endo)

6. Riddhi Dasgupta, MD, DM(Endo)
7. Felix Jebasingh K, MD, DM(Endo), DNB(Endo)

8. Nihal Thomas, MD, MNAMS, DNB (Endo) FRACP (Endo), FRCP(Edin) PhD (Copenhagen)
7. Dukhabandu Naik, MD, DM(Endo)
10. Riddi Das Gupta, MD, DM(Endo)
11. Felix Jebasingh K, MD, DM(Endo), DNB(Endo)



1. AJ.Joseph, MD, DM (Gastro) (On leave)
2. Amit Kumar Dutta, MD, DM (Gastro)
3. Deepu David, MD., DM (Gastro)
4. Ebby George Simon, MD., DM(Gastro)
5. Sudipta Dhar Chowdhury, MD., DM(Gastro)
6. Reuben Thomas Kurien, MD., DM(Gastro)


1. C.E.Eapen, MD, DM
2. Uday George Zachariah, MD, OM
3. KG Sajith, MD, DM
4. Ashish Goel, MD, DM



1. Alok Srivastava, MD, FRACP, FRCPA, FRCP
2. Vikram Mathews, MD, DM,
3. Biju George, MD. OM
4. Aby Abraham, MD, OM
5. Anu Korula, MD, DM
6. Fouzia NA, DCH, DNB, DM
7. Nisham P.N., MD, DM
8. Anup J.Devasia, MD, DM
9. Kulkarni Uday Prakash, MD,

Diseases IDRC

1. Priscilla Rupali, MD, DTMH, FRCP
2. Rajiv Karthik K, MD, MPH
3. George M. Varghese, MD, DNB, DTMHEIDSA
4. Divya Deodhar, MD
5.Abi Manesh, MD



1. Anand Zachariah, MD, MNAMS
2. Alice Joan Mathuram, MD
3. Punitha JV, MD
4. Ebenezar Rajadurai, MD
5. Ravikar Ralph, MD
6. T. Vijay Prakash, MD
7. Vignesh Kumar, MD
8. Roshni Sharma, MD
9. Murugabharathy. MD
10. Audrin Lenin MD
11. Thambu David Sudarsanam, MD, Dip.NB
12. Tina George, MD
13. Sowmya Sathyendra, MD, MRCP
14. Mohammad Sadiq, MD
15. Ajoy Oommen John, MD
16. Sudha Jasmine, MD.
17. Aditya John Binu, MD
18. O.C.Abraham, MD, MPH,
19. Ronald Albert Benton Carey, MD, DNB
20. Tarun K George, MD
21. Maria Koshy K, MD
22. Nirmal Raj Francis, MD
23. Ramya 1, MD, Dip NB, MRCP
24. Manjeera Jagannati, MD
25. Karthik, MD
26. Ajay Kumar Misra, MD
27. Sultan Nawahirsha, MD
28. Ashwin Rajneesh, MD
29. Jonathan Arul, MD



1. Prasad Mathews.K, MD,FRACP (Geriatrics)
2. Surekha V, MD
3. K.G. Gopinath, MD, FRACP (Geriatrics)
4. Benny Paul Wilson, MD, MRCP (Geriatrics)
5. Pranita Roy, MD (Geriatrics)



1. Vinoi George David, MD, DM, FRACP
2. Alexander, MD, DM. FASN
3. Shibu Jacob, MD. DM
4. Gautam Rajan, MD, DM
5. Santosh Varughese, MD, DM, FRCP
6. Anjali Mohapatra, MD, DM
7. Anna T Valson, MD, DM
8. Kakde Shailesh Tulshi Das, DNB, DM
9. Pradeep.M Koshy, MD, DM



1. Ari G Chacko, M.Ch (Neuro)
2. Krishna Prabhu, M.Ch (Neuro) (On leave)
3. Edmond Jonathan, M.Ch (Neuro)
4. V. Rajshekhar, M.Ch(Neuro)
5. Ranjith K. Moorthy, M.Ch (Neuro)
6. Bijesh Nair, M.Ch (Neuro)
7. Clinical Nuclear Medicine
8. Regi Oommen, MD, DMRT, DRM
9. Nylla Shanthly, DRM
10. Julie Hephzibah, MD, DNBIRT), DNB/NM)
11. David Mathew, MD, DMRT



1. Maya Thomas, D.Ch.,M.D(Paed), D.M (Neuro)
2. Karthik, M, MD (Paed), D.M (Neuro)
3. Sangeetha Y, MD (Paed) DNB (Paed) DM (Paed. Neuro)



1. Vivek Mathew, M.D. (Gen. Med), D.M.(Neuro) Dip NB
2. Sanjith Aaron, MD. (Gen Med).D.M. (Neuro)
3. A.T.Prabhakar, M.D.(Gen. Med) DM (Neuro)



1. Rohit Ninan Benjamin, M.D(Gen Med) D. (Neuro)
2. Gideon Lyngsyun Rynjah, M.D(Gen. Med), D.M (Neuro)
3. Atif Shaikh, MD(Gen Med), D.M. (Neuro)
4. Donna Mathew, M.D(Gen. Med), D.M (Neuro)
5. Vivek Mathew, M.D. (Gen. Med), D.M. (Neuro) Dip NB

6. Maya Thomas
7. A.T.Prabhakar
8. Sangeetha Y
9. Karthik.M
10. Mathew Alexander, M.D (Gen Med). DM(Neuro)
11. Ajith Sivadasan, MD (Gen. Med)., DM(Neuro)



1. Debashish Danda, MD, D.M.(Clinical Immunology), FRCP, FACR, FAMS
2. John Mathew, MD, DNB, MNAMS, DM
3. Ruchika Goel, MD, DM, PDF in Clinical Immunology & Rheumatology
4. Ashish Jacob Mathew, MD, DM
5. Aswin M. Nair, MD, DM, PDF in Clinical Immunology & Rheumatology
6. Arvind. G, MD, PDF in Clinical Immunology & Rheumatology



1. Sathish Kumar, MD DCH
2. Ashish Jacob Mathew, DNB, DM
3. Renu George, MD (Dermatology)



1. Abraham Peedicayil, MD, FRCOG
2. Rachel George Chandy, MD, DGO
3. Anitha Thomas, MD, DGO, DNB
4. Vinotha Thomas, DGO, DNB
5. Ajit Sebastian, MD, DGO



1. Raju Titus Chacko
2. Ashish Singh
3. Anjana Joel
4. Ajoy Oommen John



1. Elsy Thomas, MD, DGO
2. Jessie Lionel, MD, DGO, Dip NB (FM)
3. Dibu Sam, MD, DGO
4. Beena K, MD, DGO
5. Aruna N. Kekre, MD
6. Lilly Varghese, MD
7. Vaibhav Londhe, MD
8. Emily Divya Ebenezer, MD



1. Kenny S. David, M.S. Orth., FACS
2. K.Venkatesh, D.Orth., Dip.N.B.Orth.
3. Rohit Amritanand, M.S.Orth., M**S, FACS
4. Justin Arockiaraj, D Orth, M.S.Orth, DNB Orth. PGDHA



1. V. TK Titus, D. OrthoM.S.Ortho.
2. Pradeep M. Poonnoose, D. Ortho M. S. Ortho,
3. Anil Thomas Oommen, M. S. Ortho DNB Ortho,
4. Comming
5. Siddharth Jain, M. S. Ortho
6. Jerry George, M. S. Ortho
7. Hariharan. T. D, Ortho, M.S Ortho
8. Sai Prasanth, GT, Dip.NB Ortho
9. Chandy. V. J. D. Ortho, M. S Ortho
10 Alfred J. Daniel, D. Ortho, DNB, MS. Ortho
11. Thilak Jepegnanam, D. Ortho, M. S. Ortho
12. PRJVC Boopalan, D. Orth, M.S. Orth
13. Viju Daniel Varghese, D. Ortho, M.S Ortho
14. Abel Livingston, DNB, M. S. Ortho
15. Sumant Samuel, M.S Ortho
16. Kaushik Bhowmick, D. Ortho., M.S Ortho



1. Vrisha Madhuri, D.Orth, M.S Orth, M.Ch Orth (L Pool)
2. Thomas Palocaren, D.Orth, M.S Orth
3. Abhay Gahukamble, D.Orth, M.S Orth, DNB Orth
4. Deeptiman James, M.S. Orth



1. Anna Simon, MD, DCH, FRCP (Edin)
2. Leni Mathew, MD, DCH, MRCPCH
3. Sarah Mathai DCH, DNB, PhD
4. Urmi Ghosh, DCH, Dip. NB
5. Sophy Korula, MD, DCH
6. Arul P. Lionel, DCH, Dip NB
7. Anna Simon, MD, DCH, FRCP(Edin)
8. Rajeev Zachariah, DCH
9. Indira Agarwal, MD, FISN
10. T. Sathish Kumar, MD, DCH
11. Anu Punnen, MD
12. Sneha Varkki, Dip NB, DCH
13. Valsan Verghese, MD, DCH
14. Winsley Rose, MD
15. Anila Chacko, MD, DCH



1. Anna Simon MD.DCH, FRCP (Edin)
2. Sarah Mathai DCH. DNB, PhD (Paed Endo)
3. Sophy Korula, MD, DCH, MRCPCH (UK)
4. Leni Mathew, MD, DCH, MRCPCH
5. Rikki R John, DCH, DNB
6. Narendra Kumar Chaudhary, MD, FNB (Pediatric Haematology Oncology)

# Paediatric_Nephrology

1. Indira Agarwal, MD, FISN



1. T.Sathish Kumar, MD, DCH
2. Valsan Verghese, MD, DCH
3. Sneha Varkki, Dip NB, DCH
4. Mona Basker, MD, DCH
5. Winsley Rose, MD
6. Sneha Varkki, Dip. NB, DCH



1. Immanuel Sampath Karl, MS (Gen. Sur).
2. Juju Jacob Kurian, MS (Gen. Sur). M.Ch (Paed. Sur), MRCS
3. Tarun Jacob K. John, MS (Gen. Sur) M. Ch (Paed. Sur)
4. Aureen Ruby D.Cunha, MS (Gen. Sur).
5. John Mathai, MS (Gen.Sur), M. Ch (Paed. Sur)
6. Sundeep Kisku, M. S (Gen Sur), M. Ch (Paed Sur),
7. Harshjeet Singh Bal, M.S(Gen. Sur). MCh (Paed. Sur)
8. John K. Thomas, MS (Gen. Sur), M. Ch (Paed Sur), DNB (Paed. Sur)
9. Rohith Srinivas, MS (Gen Sur), M. Ch (Paed. Sur)



1. John Mathai, M. S (Gen. Sur) DNB (Gen Sur) M. Ch (Paed Sur)
2. Sundeep Kisku, MS (Gen Sur) M. Ch (Paed.Sur
3. Ravi Kishore, MS (Gen. Sur) M. Ch (Paed.Sur)
4. Harshjeet Singh Bal, M. S (Gen. Sur). M.CH (Paed. Sur)
5. Juju Jacob Kurian, MS (Gen. Sur). M. Ch (Paed. Sur), MRCS



1. Kingsly Paul M, MS, M. Ch (Plastic)
2. Elvino Barreto, MS, M. Ch (Plastic)
3. Geley Ete, MS, M. Ch (Plastic)
4. Gaurav Chaturvedi, MS, M. Ch (Plastic)
5. Ashish Kumar Gupta, MS, M.Ch (Plastic)



1. D. J. Christopher, B. Sc DTCD, Dip NB, FRCP (Glasg) FCCP (USA)
2. Prince James, MD, FCCP
3. Ashwin Oliver, MD
4. T. Bamey Isaac, DNB
5. Jobin Roger, MD
6. Dinesh, MD
7. Balamugesh, MD, DM, FCCP (USA)
8. Richa Gupta, MD, ফচ্চপ



1. Thomas Samuel Ram, MD
2. Jeba Karunya Rami Reddy, DMRT, MD
3. Subhashini John, DMRT, MD, M**S
4. Simon Pavamani, MD
5. Balukrishna S. DMRT, MD, DNB
6. Manu Mathew, MD
7. Selvamani, MD, DNB
8. Rajesh B, MD, DNB
9. Patricia Solomon, DMRT, MD
10. Sunitha Susan Varghese, DMRT, MD, DNB



1. Pranay Gaikwad, DNB, MNAMS, FMAS
2. Cecil T. Thomas, MS
3. Vasanth Mark Samuel, MS
4. Rajiv C Michael, DLO, MS, DOHNS (RCS-ENG)
5. Suresh, MS
6. Rajinikanth.J, MS, MRCS, DNB
7. Amit Jiwan Tirkey, MS
8. Mark Ranjan Jesudason, MS, DNB, FRCS(Ed)
9. Rohin Mittal, MS, DNB, MRCS
10. Gigi Varghese, MS
11. Rajat Raghunath, MS
12. Inian Samarasam.M.S., FRCS, FRACS
13. Vijay Abraham, MS, DNB
14. Sukria Nayak, MS, FRCS
15. Suchita Chase, MS
16. Beulah Roopavathana, MS
17. Michael David Deodhar, MS
18. Titus D.K. MS
19. Paul Trinity Stephen, MS
20. Josy Thomas, MS
21. Joshua Franklin, MS
22. Anish Jacob Cherian, DNB, M.
23. Deepak Thomas Abraham, MS
24. M.J.Paul, MS, DNB, FRCS
25. Siddhartha N.Chakravarthy, MS, MCH



1. Birla Roy Gnanamuthu, M. S, M. Ch, FCCP FIACS (CTVS)
2. Madhu Andrew Philip, Dip. NB, M. Ch (CTVS)
3. Alpha Mathew Kavunkal, M. S. M. Ch. (CTVS)
4. Deepak Narayanan A, Dip NB, M.CH(CTVS)
5. Vinayak Shukla, M. S, Dip NB, M. Ch (CTVS)
6. Korah T. Kuruvila, M. S, M. Ch (CTVS)
7. Vinay M.Rao, MS, M.Ch.(CTVS)
8. Roy Thankachen, M. S, M. Ch (CTS)
9. Ravi Shankar, M.S, M.Ch. (CTVS)
10. Shalom Sylvester Andugala, MS M. Ch (CTVS)



1. Antony Devasia MS, FRCSED, M. Ch (Uro) FRCS (Urol)
2. Chandra Singh, MS, DNB (Surg), M. Ch, DNB (Urol)
3. Arun Jacob Philip George, MS, M. Ch (Uro)
4. Partho Mukherjee, MS, M. Ch (Uro)
5. Sasi Kumar Chandran, MS, M. Ch (Urol)
6. Santhosh N, MS, M. Ch (Urol)
7. Sudhindra J, MS, M. Ch (Urol) DNB (Urol)
8. Chandra Singh, MS, DNB(Surg). M.Ch (Urol) DNB (Urol)
9. Nitin S. Kekre, MS, DNB(Uro)
10. Santosh Kumar, MS, M. Ch
11. Rajiv Paul Mukha, MS, M. Ch
12. Nirmal TJ, MS, M. Ch (On study leave)
13. Anuj Deep Dangi, MS, M. Ch
14. Rajadoss, MS, M. Ch (On study leave)
15. Benedict Paul Samuel Rajendran, MS, M. Ch
16. Ranil Johann Boaz, MS, M. Ch

Indian Railways: ট্রেন যাত্রায় ক্যাটারিং, বিছানার চাদর ও কম্বল পরিষেবা ফের চালু করতে চলেছে রেলhttps://bengali.abplive.co...
27/10/2021

Indian Railways:
ট্রেন যাত্রায় ক্যাটারিং, বিছানার চাদর ও কম্বল পরিষেবা ফের চালু করতে চলেছে রেল

https://bengali.abplive.com/news/aaj-focus-e/indian-railways-to-resume-on-board-catering-services-provide-bed-linens-and-blankets-soon-843022

আইআরসিটিসি সূত্রে খবর, যাত্রীদের জন্য এই সব সুযোগ-সুবিধা ফের চালু করার কথা বিবেচনা করছে রেল।

Train Update: হাওড়া স্টেশনের ওপর চাপ কমাতে এবার ৮টি ট্রেনকে শালিমারে সরানোর পরিকল্পনা নিল রেলhttps://bengali.abplive.co...
27/10/2021

Train Update:

হাওড়া স্টেশনের ওপর চাপ কমাতে এবার ৮টি ট্রেনকে শালিমারে সরানোর পরিকল্পনা নিল রেল

https://bengali.abplive.com/district/to-decrease-pressure-from-howrah-station-8-trains-are-being-transferred-to-shalimar-station-842671

ভবিষ্যতে আরও কয়েকটি ট্রেনকে হাওড়া থেকে শালিমার ও সাঁতরাগাছি স্টেশনে সরানো হতে পারে বলে রেল সূত্রে খবর।

আপনি কি স্বপরিবারে ভারতে ভ্রমন অথবা চিকিৎসার জন্য যেতে চাচ্ছেন? কিন্তু যাতায়াত ব্যবস্থা নিয়ে চিন্তিত?ভারতের অভ্যন্তরে ভ্...
23/10/2021

আপনি কি স্বপরিবারে ভারতে ভ্রমন অথবা চিকিৎসার জন্য যেতে চাচ্ছেন? কিন্তু যাতায়াত ব্যবস্থা নিয়ে চিন্তিত?
ভারতের অভ্যন্তরে ভ্রমণ করতে চাইলে ট্রেন অথবা বিমানের কোন বিকল্প নেই।
আমরা আপনার জন্য অত্যন্ত অল্প খরচে এবং কম সময়ে ভারতের দিল্লি / আগ্রা/ মুম্বাই / চেন্নাই / কাশ্মির / শিমলা / দার্জিলিং / আজমীর / গয়া / রাজস্থানে যাওয়ার জন্য ট্রেন অথবা বিমানের টিকিট করে দিব। টিকিটের জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে; যোগাযোগ- ০১৭১১-২১৮১৭৮ অথবা আমাদের কে মেসেজ করতে পারেন।
বাংলাদেশ থেকে আগেই টিকিট করে নিলে কলকাতা গিয়ে টিকিট কাটার জন্য অযথা ঝামেলা এবং ২-৩ দিন অপেক্ষাও করতে হবে না। তাই, আজই আপনার টিকিট বুকিং দিন।
যারা ইন্ডিয়া ঘুরতে বা চিকিৎসার জন্য যেতে চান তারা সাধারনত ট্রেনে অথবা বিমানে করে যেতেই পছন্দ করেন। এছাড়া ভারতের অভ্যন্তরে ট্রেন রুটের ভাড়াও যেমন অনেক কম; ট্রেনের সার্ভিস ও অনেক ভাল এবং আপনি অত্যন্ত স্বাচ্ছন্দে ট্রেনে ভ্রমন করতে পারবেন। অপরদিকে হাতে কিছুটা সময়ে বেশি রেখে বিমানের টিকিট করলেও অনেক কম খরচে বিমানে ভ্রমন করতে পারবেন!
কিভাবে আমাদের মাধ্যমে টিকিট করবেন?
=> আপনার যাত্রার বিস্তারিত যেমন তারিখ, সময়, শ্রেনী, কোথা থেকে কোথায় যাবেন ইত্যাদি আমাদের জানান। আমরা আপনার সাথে যোগাযোগ করব।
=> আমরা ৩০ মিনিটের মধ্যে PDF টিকিট পাঠিয়ে দিব।
=> আপনি Indian Railway Website থেকে PNR নং চেক করে পেমেন্ট করবেন (বিশেষক্ষেত্রে কিছু টাকা আগেই পাঠানো লাগতে পারে)
পেমেন্ট পদ্ধতিঃ
বিকাশ+রকেট: (পারসোনাল)
আপনি চাইলে ব্যাংক একাউন্টের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন (ইসলামি ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, কৃষি ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথ বাংলা ব্যাংক)
আরও তথ্য জানতে আমাদের পেজ ভিজিট করুন অথবা মেসেজ করুন।
যোগাযোগ
"আপনার ভ্রমন হোক আনন্দময়"
Indian Train Ticket Helpline Bd

০১৭১১ ২১ ৮১ ৭৮

Address


Alerts

Be the first to know and let us send you an email when Indian Train Ticket Helpline BD -Tahmid Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Indian Train Ticket Helpline BD -Tahmid Travels:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share

Our Story

আমরা ভারতের অভ্যন্তরীন ট্রেনের টিকিট করে দেই খুব অল্প সময়ে এবং সর্বনিম্ন খরচে (৮0-২৫০ টাকা)।