23/04/2022
বচ্ছরকার দিনে খুশির খবর। ^_^ আবার শুরু হচ্ছে টোটোগল্প কনটেস্ট। মে মাস থেকে। কিছু অদলবদল আনা হল। এবারে সাপ্তাহিক না, প্রত্যেক মাসে একবারই হবে এই কনটেস্ট। সেরা আটটি ভ্রমণ বিষয়ক লেখা বেছে নেওয়া হবে, যা প্রত্যেক মাসের শনি-রবিবার Totocompany-র অফিসিয়াল পেজ-এ প্রকাশিত হবে। আর, বছরের শেষে বেছে নেব আমরা এই সিরিজের সেরা দশজন টোটোগল্প-রচয়িতাকে। যাদের জন্য থাকবে, টোটোকোম্পানির তরফ থেকে বিশেষ উপহার। ^_^
তাহলে পাঠিয়ে দিন লেখা। শব্দসংখ্যা ৫০০ থেকে ৮০০-র মধ্যে। সঙ্গে ৪-৫টি ছবি, নাম-ঠিকানা, পেশা আর ফোন নম্বর।
লেখা পাঠানোর E-mail ID : [email protected]
আরও বিশদে জানতে নীচের লিংকে ক্লিক করুন :
https://www.facebook.com/2534447933252813/posts/5240881595942753/