Maxinfo India

  • Home
  • Maxinfo India

Maxinfo India Maxinfo India is all about Heritage. We showcase natural heritage as well as cultural heritage. We are more attentive to UNESCO World Heritage.

We share what we love and we love to share...every week..

খুব ভালো লাগছে
07/08/2022

খুব ভালো লাগছে

03/08/2022

ঝুমুর গানের তালে সুন্দরবন

"মন্দারমণি" প্রতিযোগিতা ২০২২একটি মাত্র প্রশ্নের সঠিক উত্তর দিয়ে একজন বিজয়ী জিতে নিতে পারেন মন্দারমণি  "ক্লাসিক বিচ রিস...
29/06/2022

"মন্দারমণি" প্রতিযোগিতা ২০২২

একটি মাত্র প্রশ্নের সঠিক উত্তর দিয়ে একজন বিজয়ী জিতে নিতে পারেন মন্দারমণি "ক্লাসিক বিচ রিসর্ট" এসি রুমে দুজনের একরাত থাকা ও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এর সুযোগ সম্পূর্ন বিনামূল্যে।

মন্দারমণির দুটি ভিডিওর প্রথমটি আসছে - আপনারা যে সময়ে চেয়েছেন মানে - এই শুক্রবার রাত ৮ টায়। সময়টা ঠিক আছে তো ?
আর "ডুয়ার্স" প্রতিযোগিতা শেষ হচ্ছে আগামী ৩০শে জুন ২০২২ - বিজয়ী ঘোষণা হবে ৩রা জুলাই ২০২২ রবিবার রাত ৯টায় লাইভ অনুষ্ঠানে।

এবার আসি "মন্দারমণি প্রতিযোগিতা ২০২২" এর কথায় ! এই প্রতিযোগিতার নিয়মাবলীর জন্য পুরো পোস্টটি পড়ুন -

"মন্দারমণি " প্রতিযোগিতা ২০২২ এর প্রশ্ন :-
আপনাদের বলতে হবে ইউটিউবে আমার "মন্দারমণি ২০২২" সিরিজের দুটি পর্বে "মন্দারমণি " কথাটা কোন পর্বে আমি কতবার বলেছি ?

প্রথম পর্বে আমি কতবার "মন্দারমণি" কথাটা বলেছি সেটা প্রথম পর্বের ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে হবে।
দ্বিতীয় পর্বে আমি কতবার "মন্দারমণি" কথাটা বলেছি সেটা দ্বিতীয় পর্বের ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে হবে।
আর দুটো পর্বে মোট কতবার আমি "মন্দারমণি" কথাটা বলেছি এবং শুক্রবার রাত ৮টা সময় টা নতুন ভিডিওর জন্য আপনার পছন্দ কিনা - সেটা এই পোস্ট এর নিচে কমেন্ট করে জানাতে হবে।

সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন বিজয়ী জিতে নিতে পারেন মন্দারমণি "ক্লাসিক বিচ রিসর্ট" এ এসি রুমে দুজনের শুধুমাত্র একরাত থাকা ও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এর সুযোগ সম্পূর্ন বিনামূল্যে।

১) একজন প্রতিযোগির কেবলমাত্র একটি করে উত্তরই গ্রহণ করা হবে। উত্তর বদলে দিলে অর্থাৎ এডিট করে দিলে সেই উত্তর গ্রহণ করা হবে না।

২) এই পোস্টের নিচে এবং ভিডিওর দুটি পর্বের নিচে মোট তিন জায়গায় উত্তর দিতে হবে, যদি কেউ একটি বা দুটি জায়গায় উত্তর দেন তাহলে সঠিক হলেও কিন্তু সেই উত্তর গ্রহন করা হবে না।

৩) উত্তর জানানোর শেষ দিন ১৫ই জুলাই, ২০২২ । ফলাফল ঘোষণা করা হবে ২৪ শে জুলাই ২০২২।

৪) সঠিক উত্তরদাতার সংখ্যা এক এর বেশি হলে লটারির মাধ্যমে একজন বিজয়ীকে বেছে নেওয়া হবে।

৪) মন্দারমণি ক্লাসিক বিচ রিসর্ট এ থাকার সুযোগ কার্যকর থাকবে ১লা আগস্ট ২০২২ থেকে ৩১শে অক্টোবর ২০২২ পর্যন্ত (রুম খালি থাকার ওপর নির্ভর করে)।

৫) প্রতিযোগিতার পুরস্কার স্বরূপ মন্দারমণি ক্লাসিক বিচ রিসর্টে দুই জনের এক রাতের শুধুমাত্র এসি রুমে থাকা এবং কম্প্লিমেন্টরি ব্রেকফাস্ট ধরা আছে। একের অধিক দিন থাকলে সেই অতিরিক্ত মূল্য নিজেকে বহন করতে হবে।

৬) পুরস্কারের পরিবর্তে সম মূল্যের অর্থ প্রদান করা হবে না।

৭) পুরস্কার হস্তান্তরযোগ্য নয়।

৮) পুরস্কার বিজয়ীদের হোটেল বা রিসর্টে থাকার সময় কর্তৃপক্ষের সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে।

৯) বিজয়ী বা তার সঙ্গীর মধ্যে কেউ যদি নাবালক হন ,সেক্ষেত্রে - হোটেল বা রিসর্ট কর্তৃপক্ষের সেই সংক্রান্ত নিয়মাবলী অনুসরণ করতে হবে।

১০) বিজয়ী ঘোষণার সাত দিনের মধ্যে বিজয়ী যদি যোগাযোগ না করেন - সেক্ষেত্রে পুরস্কার পরবর্তী জনকে প্রদান করা হবে।

সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।

কে জিতলো লেপচাজগতে লক্ষ্য হোমস্টেতে বিনামূল্যে দুজনের একরাতের থাকা খাওয়ার সুযোগ ? লাইভ আজ রাত ৯ টায় https://www.youtube....
26/04/2022

কে জিতলো লেপচাজগতে লক্ষ্য হোমস্টেতে বিনামূল্যে দুজনের একরাতের থাকা খাওয়ার সুযোগ ? লাইভ আজ রাত ৯ টায়
https://www.youtube.com/watch?v=Crrmn6LhxkY

"সুন্দর" নববর্ষ প্রতিযোগিতা ১৪২৯একটা মাত্র প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন দুই জনের জন্য লেপচাজগৎ লক্ষ্য হোম স্...
13/04/2022

"সুন্দর" নববর্ষ প্রতিযোগিতা ১৪২৯
একটা মাত্র প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন দুই জনের জন্য লেপচাজগৎ লক্ষ্য হোম স্টে তে একরাতের থাকা খাওয়ার সুযোগ সম্পূর্ণ বিনামূল্যে !
*প্রতিযোগিতার নিয়মাবলীর জন্য পুরো পোস্টটি দেখুন
https://www.youtube.com/post/UgkxaEssOesgf7FVXacEdOAJ_aUpww6lkSe0

"অসাধারণ" হোলি প্রতিযোগিতা ২০২২একটা মাত্র প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন দুই জনের জন্য অহলদারা সানরাইজ হোম স্ট...
18/03/2022

"অসাধারণ" হোলি প্রতিযোগিতা ২০২২

একটা মাত্র প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন দুই জনের জন্য অহলদারা সানরাইজ হোম স্টে তে একরাতের থাকা খাওয়ার সুযোগ সম্পূর্ণ বিনামূল্যে !
*প্রতিযোগিতার নিয়মাবলীর জন্য পুরো পোস্টটি দেখুন
https://www.youtube.com/post/UgkxrYWbfs5eynWUO6qeVwxxstYesZn4wlK4

কংক্রিটের জঙ্গল নয় - ঝাউয়ের জঙ্গল
11/03/2022

কংক্রিটের জঙ্গল নয় - ঝাউয়ের জঙ্গল

সবাই বলে শিব ঠাকুর শ্মশানে থাকে - ছাই ভস্ম মাখে - গাঁজা খেয়ে থাকে ! আসল ব্যাপারটা কিন্তু মোটেই সেটা নয়। ওনার রিয়েল এস্টে...
01/03/2022

সবাই বলে শিব ঠাকুর শ্মশানে থাকে - ছাই ভস্ম মাখে - গাঁজা খেয়ে থাকে ! আসল ব্যাপারটা কিন্তু মোটেই সেটা নয়। ওনার রিয়েল এস্টেটের হিসেব শুনলে মাথা খারাপ হয়ে যাবে। একটা দুটো নয় - পাঁচ পাঁচটা বিশাল বাড়ি বানিয়ে রেখেছেনা। ইনকাম ট্যাক্সকে ফাঁকি দেবার জন্য সব কটা বাড়ির নামই আবার রেখেছেন "কৈলাস"।
আজ মহাশিবরাত্রিতে চুপি চুপি ওনার সবকটা বাড়ির নাম আপনাদের জানিয়ে দিলাম -
তিব্বতে মানস কৈলাস - কিন্নরে কিন্নর কৈলাস - পিথোরাগড়ে আদি কৈলাস - সারাহানের কাছে শ্রীখণ্ড কৈলাস - মণিমহেশ লেকের পাশে চাম্বা কৈলাশ। কিন্নর কৈলাস বাড়ির ছবিটাও দেখিয়ে দিয়ে দিলাম। নন্দী ভৃঙ্গিরা না আবার রেগে যায় !
মহাশিবরাত্রির শুভেচ্ছা।
জয় শিব শম্ভূ !

জীবনে একবার রাফটিং করেছিলাম - আর সেই এডভেঞ্চার এর গল্প ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানিয়েছিলাম - আফটার অল আমি বাঙ্গলী - একটু ঢ...
23/01/2022

জীবনে একবার রাফটিং করেছিলাম - আর সেই এডভেঞ্চার এর গল্প ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানিয়েছিলাম - আফটার অল আমি বাঙ্গলী - একটু ঢাক না বাজালে হয়।! কিন্তু সেই বাঙালির কথা একবার মনে করুন - যিনি এমন একটি সাবমেরিনে চেপে অতল সমুদ্রে অজানার উদেশ্যে ভেসে পড়েছিলেন। সাহসী - বীরপুরুষ - অদম্য - ঠিক কি বিশেষণ তার জন্য উপযুক্ত সেটা নিরুপন করার যোগ্যতাও বোধহয় আমার নেই। তাই তার কোনো ছবি আজ আমি দিলাম না - তিনি আমার মনেই থাকুন - নেতাজি হয়ে।

Chandipur Tour - Hotels at Chandipur - Balasore Sightseeing - Bagda Beach My Eco Camp - Odisha Tour২ রাত ৩ দিনের চাঁদিপু...
19/12/2021

Chandipur Tour - Hotels at Chandipur - Balasore Sightseeing - Bagda Beach My Eco Camp - Odisha Tour
২ রাত ৩ দিনের চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বর আর বাগদা বিচ ভ্রমণ - দ্বিতীয় পর্ব
https://www.youtube.com/watch?v=rVGI0VSbHVg

শুভ দীপাবলি দীপাবলি মানেই আলোর উৎসব - আলোর মালায় সেজে ওঠা বাড়ি - আলোর মালায় সেজে ওঠা মণ্ডপ - আলোর মালায় সেজে ওঠা পুরো শহ...
04/11/2021

শুভ দীপাবলি

দীপাবলি মানেই আলোর উৎসব - আলোর মালায় সেজে ওঠা বাড়ি - আলোর মালায় সেজে ওঠা মণ্ডপ - আলোর মালায় সেজে ওঠা পুরো শহর। এমনই অনেক ছবির মালায় আজকে ভরে গেছে আমার সোশ্যাল মিডিয়ার পাতাটা।
আমিও তাই দিলাম এক অন্যরকম "মালার" ছবি - নৌকার মালায় সেজে ওঠা এক ছোট্ট নদীর ছবি।

সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা

26/10/2021

এ কেমনধারা !
ঢের ঢের দেখেছি - কিন্তু এমনধারা কোথাও দেখিনি - আমি গোপালধারা চা বাগানের কথা বলছি। NJP থেকে মিরিক হয়ে লেপচাজগৎ যাবার পথে - মিরিক লেক পেরোনোর পরেই। ঠিক কেমনধারা এই চা বাগান তার নমুনা ধরা রইলো সঙ্গের ভিডিওতে।

25/09/2021

ঘুরে এলাম দার্জিলিং এর পার্শ্ববর্তী সুন্দর কিছু জায়গা

22/08/2021

অহলধারা
দার্জিলিং এর জনপ্রিয়তা কমেনি - কিন্তু দার্জিলিং এর আশেপাশের গ্রামগুলোর জনপ্রিয়তা ভ্রমণপিপাসু বাঙালির কাছে বেড়েছে। এইসব গ্রামে থাকার ব্যবস্থ্যা বলতে হোম স্টে। হোটেলের আরাম এখানে অধরা হলেও আন্তরিকতার কোনো অভাব নেই। এই অগাস্ট মাসে ভরা বর্ষায় ঘুরে এলাম সিটং এর অহলধারা - ছিলাম অহলধারা সানরাইজ হোম স্টে তে।

সিকিম ভ্রমণ - সপ্তম দিন আজ  ঘুরবো - পেলিংয়ের স্কাইওয়াক - চেনরেজিগ স্ট্যাচু  - রিম্বি অরেঞ্জ গার্ডেন -  খেচিপেরি লেক - কা...
01/08/2021

সিকিম ভ্রমণ - সপ্তম দিন
আজ ঘুরবো - পেলিংয়ের স্কাইওয়াক - চেনরেজিগ স্ট্যাচু - রিম্বি অরেঞ্জ গার্ডেন - খেচিপেরি লেক - কাঞ্চনজঙ্ঘা ফলস - ছাঙ্গে ওয়াটার ফলস - হ্যাঙ্গিং ব্রিজ বা সিংশোর ব্রিজ - সেই সঙ্গে পেলিং ভ্রমণের খরচ
আজ ঠিক সন্ধ্যে ৮ টায়
https://www.youtube.com/watch?v=Y5oEOFZJnJ4

সিকিম ভ্রমণ ৫আজ বরফে  ঢাকা  নাথুলা - ছাঙ্গু লেক রোপওয়ে - ওল্ড বাবা মন্দিরইউটিউব প্রিমিয়ার - ঠিক রাত সাড়ে আটটায় https://w...
06/07/2021

সিকিম ভ্রমণ ৫
আজ বরফে ঢাকা নাথুলা - ছাঙ্গু লেক রোপওয়ে - ওল্ড বাবা মন্দির
ইউটিউব প্রিমিয়ার - ঠিক রাত সাড়ে আটটায়
https://www.youtube.com/watch?v=zb5rHN7qu3s

04/07/2021

আমাদের সিকিম টুর প্ল্যান
এপ্রিল মাসে ঘুরে এলাম সিকিম। কারো কাজে লাগতে পারে ভেবে আমাদের ট্যুর প্ল্যানটা নিচে দিয়ে দিলাম।

প্রথম দিন : রাতে শিয়ালদা থেকে ট্রেন
দ্বিতীয় দিন : সকালে NJP পৌঁছে গাড়িতে গ্যাংটক। হোটেলে লাঞ্চ সেরে বিকেলে হাফ ডে গ্যাংটক সিটি ট্যুর। গ্যাংটকে হোটেলে রাত্রিবাস ।
তৃতীয় দিন : সকালে গ্যাংটক থেকে লাচেন। লাচেনে হোটেলে রাত্রিবাস।
চতুর্থ দিন : সকালে গুরুদংমার লেক দেখে লাচেনে ফিরে এসে হোটেলে লাঞ্চ করে লাচুং পৌঁছানো। লাচুংয়ে হোটেলে রাত্রিবাস।
পঞ্চম দিন : সকালে জিরো পয়েন্ট - য়ুমথাং ভ্যালি দেখে গ্যাংটক এর হোটেলে পৌঁছানো। গ্যাংটকে হোটেলে রাত্রিবাস।
ষষ্ঠ দিন : ছাঙ্গু নাথুলা নিউ বাবা মন্দির ওল্ড বাবা মন্দির দেখে গ্যাংটক ফিরে আসা। গ্যাংটকের হোটেলে রাত্রিবাস।
সপ্তম দিন : সকালে গ্যাংটক থেকে চেকআউট করে নামচি চারধাম - সমদূপস্তে - রাবাঙলা দেখে পেলিং। পেলিঙে রাত্রিবাস।
অষ্টম দিন : পেলিং সাইট সিইং। পেলিঙে রাত্রিবাস।
নবম দিন : পেলিং থেকে NJP পৌঁছানো। রাতে ফেরার ট্রেন।
দশম দিন : সকালবেলায় শিয়ালদা পৌঁছে বাড়ি।

অনেকদিন  আগের কথা  - ২০০৪ সালের অক্টোবর  মাসে এসেছিলাম এই পথে। রাস্তায় বেশ কয়েকবার গাড়ি দাঁড় না করিয়ে পারিনি। সে কি অবস্...
26/06/2021

অনেকদিন আগের কথা - ২০০৪ সালের অক্টোবর মাসে এসেছিলাম এই পথে। রাস্তায় বেশ কয়েকবার গাড়ি দাঁড় না করিয়ে পারিনি। সে কি অবস্থা রাস্তার। ঝাঁকুনির চোটে হাড়-গোড় সব খুলে যাবার দাখিল। হাত পা ছাড়াবার জন্য মাঝে মাঝেই গাড়ি থেকে নেমে পায়চারি।

এটা ২০২১ এর এপ্রিল । সেই একই রাস্তায় আবারও যাচ্ছি। এবারও রাস্তায় বেশ কয়েকবার গাড়ি দাঁড় না করিয়ে পারিনি। রাস্তা এখন মাখনের মতো। তার ছবি তোলার জন্য। নিচের ছবিতে গ্যাংটক থেকে নাথুলা যাবার রাস্তার দৃশ্য।

12/06/2021

রাস্তা ডান দিকে বাঁক নিলো - আর সঙ্গে সঙ্গে দেখা দিলো রুপোর মুকুট মাথায় দেওয়া পাহাড়ের চূড়া। এর আগে মাত্র একবার এসেছি এখানে - কিন্তু মনে হচ্ছে কতদিনের চেনা - মনে মনে একটা ভয় মিশ্রিত চাপা উত্তেজনা অনুভব করছি। এখানে একটাই ভয় - শ্বাসকষ্ট।
পান্না সবুজ জলে নীল আকাশের প্রতিফলন - আর সেই জলের মধ্যে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেও সাদা বরফের আস্তরণ মিলেমিশে যেন এক রূপকথার সৌন্দর্য্য সৃষ্টি করেছে। একটু দূরের রুপোর মুকুট পরা পাহাড়গুলোও যেন সেই সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে গেছে।
আমরা পৌঁছে গেছি নর্থ সিকিমের সবথেকে সুন্দর জায়গা - গুরুদংমার লেক। ১৭৮০০ ফুট উচ্চতায় ভারতের সর্বোচ্চ লেক যেখানে পর্যটকরা যেতে পারেন।

সিকিম ভ্রমণ ।  নর্থ সিকিম । গুরুদংমার লেক ।   তৃতীয়  দিন ইউটিউব প্রিমিয়ার - আজ ঠিক রাত আটটায় https://www.youtube.com/wat...
07/06/2021

সিকিম ভ্রমণ । নর্থ সিকিম । গুরুদংমার লেক । তৃতীয় দিন
ইউটিউব প্রিমিয়ার - আজ ঠিক রাত আটটায়
https://www.youtube.com/watch?v=yJtKjsBybYc

সিকিম ভ্রমণ । গ্যাংটক ।  নর্থ সিকিম ।  ছাঙ্গু নাথুলা বাবা মন্দির । পেলিং । দ্বিতীয় দিন | গ্যাংটক থেকে লাচেন ইউটিউব প্রিম...
28/05/2021

সিকিম ভ্রমণ । গ্যাংটক । নর্থ সিকিম । ছাঙ্গু নাথুলা বাবা মন্দির । পেলিং । দ্বিতীয় দিন | গ্যাংটক থেকে লাচেন
ইউটিউব প্রিমিয়ার - আজ ঠিক রাত আটটায়
https://www.youtube.com/watch?v=aSbLlBB_m0w

সান্দাকফু - ফালুটের পথে সকালে শিলিগুড়ি স্টেশনে নেমে পড়লাম।  অমিত - শুভদীপ আর আমি।  কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে গেছিলাম।  স...
01/05/2021

সান্দাকফু - ফালুটের পথে

সকালে শিলিগুড়ি স্টেশনে নেমে পড়লাম। অমিত - শুভদীপ আর আমি। কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে গেছিলাম। সান্দাকফু যাবার জন্য এটা মোটেই ভালো ট্রেন নয়। সকাল ৮-১০ শিলিগুড়ি পৌঁছায়। কিন্তু পৌছালো প্রায় ৯ টা নাগাদ। ইচেছ ছিল শেয়ার গাড়িতে মানেভঞ্জন যাবো - কারণ খরচ কমাতে হবে। কিন্তু সেটা আর হলো কই ? সোনাম শেরপা - মানে আমাদের ল্যান্ড রোভারের ড্রাইভার মেসেজ করে জানিয়ে দিয়েছিলো একটার মধ্যে মানেভঞ্জন থেকে যাত্রা শুরু করতে হবে - এরপর আবহাওয়া খারাপ হয়ে যায়। চেকপোস্টে গাড়ি উপরে যাবার পারমিশন পাওয়া মুশকিল হয়ে যায়।
তো - সোনাম শেরপার এই সতর্কবার্তা মাথায় রেখে একটা ছোট গাড়ি ভাড়া করে নিলাম। গাড়ির ড্রাইভার পাণ্ডব রায়। খুব ভালো ব্যবহার। ২৫০০ টাকা ভাড়া নিলো। ব্রেকফাস্ট না করেই আমরা গাড়ি স্টার্ট করতে বললাম। সাথে যে টুকটাক খাবার আছে তাতেই চালিয়ে নেবো। অমিত - শুভদীপও কোনো আপত্তি করলো না।
শিলিগুড়ি বা NJP স্টেশন থেকে ঘুম হয়ে কিংবা মিরিক হয়ে মানেভঞ্জন যাওয়া যায়। আমরা যাবো কার্শিয়ং - ঘুম - লেপচাজগৎ - সুখিয়াপোখরি হয়ে। স্পীডে ছুটে চললো আমাদের গাড়ি। কিন্তু কার্শিয়ং ভিউ পয়েন্টে একটু না দাঁড়িয়ে পারলাম না।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Maxinfo India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maxinfo India:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share