World Cup -2022
POINT TABLE
২০০৩ সালে ডেনমার্ক বনাম ইরানের খেলা চলছিল। খেলা চলাকালীন সময়ে ম্যাচের প্রথমার্ধে বাঁশি শুনে ইরানের একজন ডিফেন্ডার বল হাতে তুলে নেয়, দুর্ভাগ্যক্রমে সেই বাঁশি রেফারী দেননি আর সে তখন ডিবক্সের ভেতরেই ছিল, বাঁশি দিয়েছিল গ্যালারীর এক দর্শক।
ফলে ডেনমার্ক একটি পেনাল্টি পেয়ে যায়। ইরানীরা প্রতিবাদ করলেও নিয়ম অনুযায়ী ডিবক্সের ভেতরে হ্যান্ডবল করায় ডেনমার্ক পেনাল্টী পায়।
ডেনমার্কের প্লেয়ার Morten Wieghorst তার কোচ Morten Oslen এর সাথে পরামর্শ করে এসে ইচ্ছাকৃতভাবে পেনাল্টি মিস করেন।
সেই ম্যাচে ইরানের কাছে ডেনমার্ক ১-০ গোলে হেরে যায়, কিন্তু সৃষ্টি করে ফুটবলের ভদ্রতার এক অনন্য ইতিহাস। জিতে নেয় ইরানী সহ সারা পৃথিবীর মানুষের হৃদয়। ইরানীরা দাঁড়িয়ে তালি দিয়ে তাদের সম্মানিত করে। ইচ্ছাকৃত পেনাল্টী মিস করার জন্য অলিম্পিক কমিটি তাকে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করে।
প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর। ঘুরে আসুন। দেখে আসুন বাংলাদেশের রূপ।
#globalvisagarden #travel
#Shadapathor #Relax #Holiday #Best #Place #Volagonj
#Shada #Pathor #Bichanakandi #ratargul_swamp_forest #Bangladesh
#GlobalVisaGarden
#Beautiful #Bangladesh
#সোনারবাংলা