31/10/2024
আমরা জনাব গোলাম কিবরিয়া স্যারের জন্য আল্লাহর নিকট অনেক দোয়া এবং উনার জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি ♥️
কপিকৃত স্যারের বার্তা,,,
IM Japan প্রতিনিধি কার্যালয়, ঢাকা অফিস থেকে বিদায় নিচ্ছি(২০১৭ সাল থেকে নভেম্বর ২০২৪ )। বিগত ৭টি বৎসর আমি আইএম জাপান ও বিএমইটি থেকে অসাধারণ অভিজ্ঞতা অর্জন করেছি এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনকরছি 🙏আলহামদুলিল্লাহ।যার মধ্যে ছিলো শাসন,আদেশ-নিষেধ,সুখ-দুঃখ,আনন্দ-বেদনা,ভালোবাসা,স্নেহ, মায়া ও মমতা । IM জাপান এবং BMET-এর সকল স্টাফ, প্রিয় টেকনিক্যাল ইন্টার্ন,কেয়ারগিভার,জাপানিজ ভাষা শিক্ষক,জাপানি ভাষার স্টুডেন্ট ও সমস্ত টিটিসির প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য স্টাফদের জানাই কৃতজ্ঞতা🙏 ও অসংখ্য ধন্যবাদ।খুব বেশী বেস্তথাকার কারণে অনেকের কাছ থেকে বিদায় নিতে পারিনি বিধায় ক্ষমা 🙏প্রার্থী ।আমার পরবর্তী গন্তব্য হচ্ছে” জাপান অ্যাম্বিশন ল্যাঙ্গুয়েজ সেন্টার”। আমার নতুন গন্তব্যের জন্য দোয়া করবেন🙏 যাতে আমি আমার অর্জিত সম্পূর্ণ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি আদর্শ ও ভাল মানের জাপানিভাষার সেন্টার তৈরি করতে পারি ইনশাআল্লাহ 🤲
Departing from IM Japan Representative Office, Dhaka(2017 to November 2024). I am grateful to Almighty Allah for the wonderful experiences I have gained from IM Japan and BMET for the past 7 years Alhamdulillah. Which included discipline, command-forbidden, happiness-sadness, joy-pain, affection, love and mercy. To all the staff of IM Japan and BMET, dear technical interns, caregivers, Japanese language teachers, Japanese language students and all TTC principal sir and other staff, I am grateful and thank you very much. My next destination is “Japan Ambition Language Center”. Please pray for my new destination so that I can utilize all the experience I have gained to create an ideal and quality-full Japanese language center InshaAllah 🤲