NS Ticket Tour Travels Advisor

NS Ticket Tour Travels Advisor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NS Ticket Tour Travels Advisor, Travel Service, FAREWANIY BLOCK 5 Street 07, Al Farwaniyah.

কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারওয়েজ, ওমান এয়ারওয়ে, এয়াররাবিয়া, ফ্লাই দুবাই, এয়ার ইন্ডিয়া, ইজিপ্ট এয়ার, এয়ারলাইন্সের রিয়েল টাইম সেরা ভাড়া পাওয়া যায় এনএস টিকিট ট্যুর ট্রাভেল অ্যাডভাইজারে।

👉সেনজেন ভিসার বিস্তারিত :১৯৮৫ সালে ইউরোপের কয়েকটি দেশ তাদের অভ্যন্তরীন যাতায়াতকে সহজ করার উদ্দেশ্যে লুক্সেমবার্গের সেন...
03/09/2024

👉সেনজেন ভিসার বিস্তারিত :

১৯৮৫ সালে ইউরোপের কয়েকটি দেশ তাদের অভ্যন্তরীন যাতায়াতকে সহজ করার উদ্দেশ্যে লুক্সেমবার্গের সেনজেন শহরে একটি চুক্তি সাক্ষর করে। এই চুক্তির আওতাভুক্ত দেশগুলোকে সেনজেন এলাকা এবং প্রদানকৃত ভিসাকে সেনজেন ভিসা (Schengen Visa) বলা হয়ে থাকে। ইউরোপের ২৯টি দেশ সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
এসকল দেশের বাইরের নাগরিকরাও এই সুবিধা পাবে যদি সে সেনজেন ভিসা সংগ্রহ করতে পারে।

বাংলাদেশী পাসপোর্ট হোল্ডার হিসেব আপনি এই ভিসা সংগ্রহ করতে চাইলে বিশেষ কিছু দিকে খেয়াল রাখতে হবে।
আমরা অনেকেই মনে করি ফ্রেশ পাসপোর্ট এ সেনজেন ভিসা হয় না বা অনেক দেশ ট্রাভেল করা থাকলেই সেনজেন ভিসা হয়।
উপরের দুইটা ধারনাই ভুল।
আপনি যদি ভালো একটা জব করেন।আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট স্ট্রং থাকে,যদি আপনার টিন টেক্স নিয়মিত হয়ে থাকে তবে আপনি এই ভিসা ডিজার্ভ করেন।এক কথায় আপনি যদি ভিসা কন্সুলার কে কনভেন্স করতে পারেন যে সেই দেশে গিয়ে আপনি যথা সময়ে ফেরত আসবেন তবেই আপনি ভিসা পাবেন।একজন ব্যাবসায়ীর খেত্রেও সেই একই নিয়ম।
কিন্তু আপনার ভালো জব নেই।বড় ব্যাবসা নেই,সেই ক্ষেত্রে আপনাকে নিয়মিত ট্রাভেলার হতে হবে।

👉ধরেন আমার সেলারি বা মাসিক ইনকাম ১ লাখ টাকা।
কিন্তু ভিসা আবেদনের সাথে হোটেল বুকিং পেপার দিয়েছি প্রতি দিন খরচ ১০০ ডলার বা ইউরো।
আপনি ভাবছেন দামী হোটেল বুকিং দিয়ে তাদের ইম্প্রেস করবেন।কিন্তু আপনি এই জায়গায় রিজেক্ট। মানে আপনার আয়ের সাথে ব্যায়ের সামঞ্জস্যতা থাকতে হবে।

👉ধরেন আপনি স্কোটল্যাড ঘুরতে যাচ্ছেন।ভিসা আবেদনের সাথে ট্রাভেল আইটেনারি দিয়েছেন এমন এক জায়গার নাম যেখানে তাপমাত্রা মাইনাস ৫০
আপনি এখানেই রিজেক্ট।

👉ধরেন আপনি সেলারি পান ৫০ হাজার টাকা।আপনার সেলারি স্টেটমেন্ট, সেলারি সার্টিফিকেট এ এটা উল্লেখ আছে। লাষ্ট ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন।কিন্তু লাষ্ট এক মাসে আপনার একাউন্টে অকল্পনীয় লেনদেন হয়েছে।লাষ্ট ফিগার দিয়েছেন ৫০ লাখ টাকা।
🫡আপনি এখানেই রিজেক্ট। তারা বুঝেই যাবে আপনি ভিসা পাওয়ার জন্য ধারদেনা করে টাকা একাউন্টে রেখেছেন, আপনি ফিরবেন না।
আসলে এমন শত-শত খুটিনাটি লজিক আছে যা আমরা মেইন্টেইন করিনা,তাই গনহারে ভিসা হয় রিজেক্ট। আমরাও বুলি ওরাই সেনজেন ভিসা দিচ্ছে না।
🙏কিন্তু একবার ভেবে দেখি না আমাদের কি কি ভুল
আছে!

✔️সেনজেন ভিসার জন্য আপনি সেনজেন ভুক্ত একটা দেশে এপ্লাই করবেন,ভিসা নিবেন।ইচ্ছামত ২৯ টা দেশ ভ্রমণ করবেন এটাই নিয়ম।তবে ভিসা পাওর ক্ষেত্রে কেন ভিসা রিজেক্ট হয় সেটা আগে আইডিয়েন্টফাই করুন।

আজ এই পর্যন্তই ❤️

NS Ticket Tour Travels Advisor

23/08/2024

আস-সুন্নাহ ফাউন্ডেশন এর সহযোগিতায় বন্যাদুর্গতদের পাশে আমরা দাড়িয়েছি আপনারাও অংশগ্রহন করুন।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রান কার্যক্রম প্রশংসার দাবী রাখে আমি তাদের উপর ১০০ ভাগ বিশ্বাস রাখি আপনিও তাদের উপর পূর্ন আস্থা রাখতে পারেন আল্লাহ্ আমাদের সকলের নেক আমলকে কবুল করুন, আমীন।

যে কোনো পেমেন্ট মেথড থেকে এই প্রকল্পে অনুদান পাঠাতে ক্লিক করুন: https://asf.sh/flood

A/c Name: As Sunnah Foundation
A/c No.07511100103013
EXIM Bank Limited
Satarkul Branch
SWIFT Code: EXBKBDDH
Routing:100264025
Dhaka

📲বিকাশ/নগদ মার্চেন্ট: 01958 277609 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে।)
বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বানভাসি মানুষকে সহযোগিতা করতে দুর্গত এলাকার বিবরণ দিয়ে নিচের ফরমটি পূরণ করুন: https://forms.gle/RsJUt2Kkg1hGvs6n6

21/08/2024

আপনি কি দেশে যাবার কথা ভাবছেন ?
আর বিমানের টিকেট এর ভাড়া নিয়ে কি চিন্তিত ?
আপনাদের জন্য Jazeera Airways নিয়ে এসেছে বিশেষ অফার
বিশেষ অফার টি নিতে এখনি যোগাযোগ করুন NS Ticket Tour Travels Advisor +965 9971 0346

20/08/2024
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের গৌরব আব্দুল মুয়ীদ চৌধুরী। আজ ১৯ আগস্ট সোমবার এ ...
20/08/2024

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের গৌরব আব্দুল মুয়ীদ চৌধুরী। আজ ১৯ আগস্ট সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একই সাথে বিমানের চেয়ারম্যান পদ থেকে মোস্তফা কামাল উদ্দীনকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
আশা করি উনার মাধ্যমে বিমান সিন্ডিকেট মুক্ত হবে, পাশাপাশি সিলেট এয়ারপোর্টে বিমানের পাশাপাশি অন্য এয়ারলাইন্সকেও ফ্লাইট চালুর সুযোগ করে দিবেন। শুভ কামনা আপনার জন্য

জরুরী বিজ্ঞপ্তি আপনারা যারা আমিরটস এয়ারলাইন্সের প্যাসেঞ্জার আছেন ঢাকা থেকে কুয়েত সহ বিভিন্ন গন্তব্যে  যাবেন বাংলাদেশের...
19/07/2024

জরুরী বিজ্ঞপ্তি আপনারা যারা আমিরটস এয়ারলাইন্সের প্যাসেঞ্জার আছেন ঢাকা থেকে কুয়েত সহ বিভিন্ন গন্তব্যে যাবেন

বাংলাদেশের সাথে সকল প্রকার ফ্লাইট যোগাযোগ বন্ধ করে দিয়েছে এমিরেটস কর্তৃপক্ষ...

"আপনি কি ফ্লাইট মিস করতে চান?*** আপনি কি ঢাকার বাইরে থাকেন? আপনি তাহলে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হন আপনার ফ্লাইট...
18/07/2024

"আপনি কি ফ্লাইট মিস করতে চান?

*** আপনি কি ঢাকার বাইরে থাকেন? আপনি তাহলে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হন আপনার ফ্লাইটের ৩ ঘন্টা পূর্বে পৌঁছবার চেষ্টা করুন।

*** আপনি কি জি এম টি টাইম বোঝেন বা চিনেন? ০১ ২৪ ঘন্টা স্থানীয় সময়. ০১:৩০ মিনিট রাত বা আর্লি মর্নিং একটি নতুন দিনের সূচনা শুরু হয় এবং একটি নতুন তারিখ আর ১৩:৩০ মিনিট দুপুর বেলা ২১:০০ রাত এবং ২৪:০০ রাত তার সাথে সাথে দিন এবং তারিখ শেষ।

*** আপনি কি জানেন তারিখ কখন পরিবর্তন হয়?
জিএমটি সময় অনুযায়ী লোকাল সময় ২৪:০০ পরে পরিবর্তন হয়ে যায় 🙄 যাকে আমরা রাত ১২ঃ০০ টা পরে বলি।

যদি না করতে চান তবে আসুন জেনেনি ফ্লাইট মিস না হওয়ার করণীয়সমুহ:

** অনাকাঙ্খিত ঝুঁকি এড়াতে, ফ্লাইটের কমপক্ষে ৩ ঘন্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকুন।

** যাত্রার আগে পাসপোর্ট ও টিকিটসহ ভ্রমণের সকল প্রয়োজনীয় ডকুমেন্টস ভালোভাবে যাচাই করুন।

** যানজটের সম্ভাবনা মাথায় রেখে পর্যাপ্ত সময় নিয়ে বাড়ি থেকে বের হন।

** বিমানবন্দরে থাকা নির্দেশনা মনিটরগুলোর দিকে তাকালেই আপনার চেক ইন কাউন্টার খুঁজে পাবেন।

** অতঃপর যত দ্রুত সম্ভব আপনার নির্ধারিত এয়ারলাইন্সের চেক ইন সম্পূর্ণ করুন।

** আপনাকে অবগত থাকতে হবে যে এয়ারলাইন্সের বোর্ডিং কাউন্টার, আন্তর্জাতিক ফ্লাইটের ১ ঘন্টা আগে বন্ধ হয়ে যায়, সুতরাং এর পরে আসলে চেক ইন করা সম্ভব নয়।

** আপনার লাগেজ ট্যাগ –টি চেক ইন করার সময় বুঝে নিন।

** চেক ইন কাউন্টার ত্যাগ করার পূর্বে আপনার পাসপোর্ট, বোর্ডিং কার্ড এবং লাগেজ ট্যাগ গ্রহন করতে ভুলবেন নাহ।

** চেক ইন কার্যক্রম শেষ করার পর যত দ্রুত সম্ভব সময় নষ্ট না করে ইমিগ্রেশন সম্পূর্ণ করুন।

** ইমিগ্রেশন সম্পূর্ণ করার পর নির্দেশক মনিটরগুলোর দিকে পুনরায় নজর দিন এবং আপনার বোর্ডিং গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

** আপনার বোর্ডিং কার্ডে উল্লেখিত সিটে বসুন এবং অন্য সিট খালি থাকলেও সেখানে বসবেন না।

**আপনি যদি অনলাইনে চেক ইন কাজ সম্পূর্ণ করে থাকেন তাহলে শুধু লাগেজ জমা দিয়েই দ্রুত চলে যেতে পারবেন।

***আপনার ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হোক।

10/06/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
প্রিয় ভাইয়েরা আপনাদের যাদের সিঙ্গেল টিকিট এর প্রয়োজন কুয়েত টু ঢাকা ১২.০৬.২০২৪ তারিখের তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর মাত্র সীমিত কিছু সিট আছে প্রাইস রিজনাবল সবচাইতে। যোগাযোগের নাম্বার ৯৯ ৭১ ০৩ ৪৬
আগে আসলে আগে পাবেন ইনশাআল্লাহ

09/06/2024

কুয়েত শেনজেন ভিসা ফি

ইউরোপীয় কমিশনের একটি ঘোষণা অনুযায়ী, শেঞ্জেন ভিসার জন্য আবেদনের ফি 11 জুন মঙ্গলবার থেকে শুরু করে 12 শতাংশ বৃদ্ধি করা হবে, আল-কাবাস দৈনিক রিপোর্ট করেছে। বর্তমানে, শেনজেন ভিসার জন্য আবেদনের ফি প্রাপ্তবয়স্কদের জন্য 80 ইউরো এবং 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য 40 ইউরো৷ এই ফিগুলি প্রাপ্তবয়স্কদের জন্য 90 ইউরো (30 কেডির কাছাকাছি) এবং 45 ইউরো (প্রায় KD) করা হবে৷ 15) শিশুদের জন্য।

**ইউরোপ যাওয়া আহামরি কোনো বিষয় না**আপনার যদি উদ্দেশ্য হয় ইউরোপ তাহলে এই পোস্ট আপনার জন্য।ইউরোপের ভিসার জন্য আপনাকে কি কি...
09/06/2024

**ইউরোপ যাওয়া আহামরি কোনো বিষয় না**
আপনার যদি উদ্দেশ্য হয় ইউরোপ তাহলে এই পোস্ট আপনার জন্য।

ইউরোপের ভিসার জন্য আপনাকে কি কি করতে হবে তা বলে দিচ্ছি.
১/ নিজেকে মানষিক ভাবে প্রস্তুত করতে হবে
২/ কে কি বলছে বা বলবে তা পরিহার করতে হবে।

নিম্নে আবেদনের প্রক্রিয়ার একটা সেম্পল দেওয়া হইলো

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়াঃ

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস,

সেনজেন টুরিস্ট ভিসা পেতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয়, তার সম্পূর্ণ তালিকা ও বিস্তারিত তথ্য নিচে দেয়া হলো। এই নির্দেশিকাটি আপনাকে সহজে এবং সঠিকভাবে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবে।

প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা:

১. পাসপোর্ট
- মেয়াদ: আবেদন করার সময় পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
- খালি পাতা: পাসপোর্টে কমপক্ষে দুটি খালি পাতা থাকতে হবে।
- পূর্বের ভিসা কপি: পূর্বের শেঞ্জেন বা অন্য দেশের ভিসা থাকলে তার কপি সংযুক্ত করতে হবে।

২.সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম
- ডাউনলোড: পর্তুগিজ MFA ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে। অথবা যে দেশের জন্য জমা দিবেন ঐদেশের ওয়েবসাইটে পাবেন।
- পূরণ ও সাইন: ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং স্বাক্ষর করতে হবে। যদি আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হয়, তবে গার্ডিয়ানের সাইন প্রয়োজন।

৩. ছবি
- সাইজ: ভালো কোয়ালিটির ছবি, ৩৫x৪৫ মিমি সাইজ।
- ব্যাকগ্রাউন্ড: সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা।

৪. ট্রাভেল হেলথ ইন্সুরেন্স
- কভারেজ: কমপক্ষে ৩০,০০০ ইউরো সমপরিমাণ মেডিকেল এবং ইমারজেন্সি সিচুয়েশন কাভার করবে।
- ভ্যালিডিটি: শেঞ্জেনভুক্ত সব দেশে কাভার হবে এবং ভ্রমণের জন্য নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময়ের জন্য ভ্যালিড থাকবে।

৫. পেমেন্ট
- ফি: আশি ইউরো (প্রায় ১২০০+;টাকা)।
- পেমেন্ট মেথড: ভিসা আবেদন কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পেমেন্ট করতে হবে।

৬. রিটার্ন এয়ার টিকেট
- বুকিং প্রমাণ: রিটার্ন এয়ার টিকেটের কপি সংযুক্ত করতে হবে।

৭. সেনজেন টুরিস্ট ভিসা কাভার লেটার
- ব্যক্তিগত তথ্য: আবেদনকারীর ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে।
- ভ্রমণের কারণ: সেনজেন ভ্রমণের কারণ উল্লেখ করতে হবে।
- ভ্রমণের সময়সূচি: কোন তারিখে ভ্রমণ করবেন এবং কত তারিখে ফিরে আসবেন তা উল্লেখ করতে হবে।
- অন্য দেশ ভ্রমণ: পর্তুগাল ছাড়াও শেঞ্জেনের অন্য কোন দেশ ভ্রমণ করবেন কিনা তা উল্লেখ করতে হবে।
- পর্যটন পরিকল্পনা: কোন কোন দেশ ভ্রমণ করবেন তার তথ্য প্রদান করতে হবে।

৮. ব্যাংক স্টেটমেন্ট
- সাধারণত ৩-৬ মাসের: সাম্প্রতিক ৩-৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে।

৯. হোটেল রিজার্ভেশন বা টুরিস্ট অ্যাপার্টমেন্ট বুকিং কপি
- বুকিং প্রমাণ: থাকার ব্যবস্থা প্রমাণ করার জন্য হোটেল বা অ্যাপার্টমেন্ট বুকিংয়ের কপি সংযুক্ত করতে হবে।

১০. প্রোফেশন সম্পর্কিত তথ্য
- পেশাগত প্রমাণ: আপনার বর্তমান পেশা সম্পর্কিত সকল তথ্য প্রদান করতে হবে। যেমনঃ চাকরির সার্টিফিকেট, ব্যবসা হলে ব্যবসার লাইসেন্স।

সবগুলো ডকুমেন্ট অবশ্যই ইংরেজিতে সাবমিট করতে হবে। যে ডকুমেন্টগুলো বাংলায় রয়েছে সেগুলো ট্রান্সলেট করে ইংরেজিতে করতে হবে।

সেনজেন ভিসার সুবিধা:

একটি মাত্র শেঞ্জেন ভিসা দিয়ে ইউরোপের ২৯টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। এটি আপনাকে ইউরোপীয় দেশগুলোতে অবাধে ঘুরতে এবং উপভোগ করতে সহায়তা করবে।

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে এই ডকুমেন্টগুলি সঠিকভাবে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ধাপ সতর্কতার সাথে অনুসরণ করুন এবং প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সঠিকভাবে জমা দিন। এতে আপনার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ এবং সফল হবে।

💛❤️💙 NS Ticket Tour Travels Advisor 💙❤️💛

 #বিশেষ  জরুরি বার্তা # # # বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত থেকে ৮জুন মানে আজকে রাতের ফ্লাইট বিলম্বিত করা হয়েছে।ফ্লাইট...
08/06/2024

#বিশেষ জরুরি বার্তা # # #

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত থেকে ৮জুন মানে আজকে রাতের ফ্লাইট বিলম্বিত করা হয়েছে।ফ্লাইটটি আগামীকাল ০৯ জুন বিকাল ৫:৩০ মিনিটে কুয়েত থেকে ছেড়ে যাবে।আপনারা অবশ্যই দুপুর ২ টার মধ্যে কুয়েত এয়ারপোর্ট থাকবেন।যারা এই বিমানের টিকেট সংগ্রহ করেছেন তারা অবশ্যই নিজ নিজ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করুন।এয়ারপোর্টে গিয়ে ভোগান্তিতে না পড়ুন ধন্যবাদ।।

05/06/2024

kuwait airways job vacancy

Officer Ticketing, Sales
Dismiss job tip
To view company or job poster verifications, click the badge next to the job title.
Kuwait City, Al Asimah, Kuwait · 3 days ago · Over 100 applicants
On-siteMatches your job preferences, workplace type is On-site. Full-time Entry level
5,001-10,000 employees · Airlines and Aviation
1 connection works here · 1 school alum works here
Skills: Reservations, Sales, +8 more
See how you compare to over 100 other applicants. Try Premium for KWD0

About the job
Job Description

Kuwait Airways is activity recruiting for the position of Officer Ticketing, Sales in the Sales department, in this role your responsibilities will include but not limited to:

Basic Function and Scope :

Provides an efficient and courteous sales/ticketing service for KAC customers and issues, reissues, endorses and reroutes passenger air tickets in accordance with set procedures, ensuring accuracy of data on ticket coupons and in computer terminal. Assists customers with routings, hotel bookings, fare calculations, special requests, etc. as necessary.

Tasks and Duties :

a. Discusses fares and routes with customers and issues, reissues, endorses and reroutes tickets in accordance with established detailed procedures. Includes accurately calculating fares, booking flights, filling in coupons and routing copies to proper files.

b. Assists clients with routings, hotel bookings, fares information, seat selection, special meals, special handling for handicapped persons etc., and provides any other assistance as necessary.

c. Reconfirms and/or cancels flight reservations for customers as requested. Includes inputting required data in assigned computer terminal.

Requirements

Completion of High School (12 years) education.
2 Years experience in similar filed.

03/06/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেষ সময়ে তাড়াহুড়া করে যারা এখন টিকেট নিতে চাচ্ছেন বাড়ি যাওয়ার জন্য তাদের জন্য এনএস টিকেট টুর ট্রাভেল এডভাইজার পক্ষ থেকে বিশেষ লাইভ ভাড়ার আপডেটের সার্ভিস ফ্রিতে সেবা দেওয়া হবে ইনশাল্লাহ শুধু রেমিটেন্স যোদ্ধা ও প্রবাসী ভাইদের ও সাধারণ ক্ষমায় বাড়ি যাবার জন্য সার্ভিস চালু থাকবে যাতে করে আপনার কষ্টার্জিত টাকা
টিকেট কালোবাজারি দের হাতে না যায়।
সবাইকে ধন্যবাদ।

ভাড়া এখন মিনিটে মিনিটেই চেঞ্জ হচ্ছে মনে রাখবেন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় প্রবাসী ভাইয়েরা যারা সাধারণ ক্ষমায় দেশে চলে যাচ্ছেন সিঙ্গেল...
25/05/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় প্রবাসী ভাইয়েরা যারা সাধারণ ক্ষমায় দেশে চলে যাচ্ছেন সিঙ্গেল টিকিট তাদের জন্য জরুরী নোটিশ ৩ ঘন্টা নয় বরং ৫ ঘণ্টা আগে এয়ারপোর্টে থাকার জন্য এয়ার লাইন্স গুলো আপনাদের নোটিশ জারি করেছে তাই আপনারা সবাই খেয়াল রাখবেন

বিখ্যাত প্যান অ্যাম রোস্ট গরুর মাংসের কার্ট, সপ্তাহের প্রতিদিন প্রথম শ্রেণীর যাত্রীদের সামনে একটি সুন্দর রসালো সানডে রোস...
15/05/2024

বিখ্যাত প্যান অ্যাম রোস্ট গরুর মাংসের কার্ট, সপ্তাহের প্রতিদিন প্রথম শ্রেণীর যাত্রীদের সামনে একটি সুন্দর রসালো সানডে রোস্ট খোদাই করা হয়, সাধারণত আলু এবং অন্য একটি সবুজ সবজি দিয়ে দেওয়া হয়। 1978 সালের ছবি।

The famous Pan Am roast beef cart, with a nice succulent Sunday roast carved in front of first class passengers every day of the week, usually offered with potatoes and another green vegetable. Image from 1978.

Address

FAREWANIY BLOCK 5 Street 07
Al Farwaniyah
0965

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 03:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+96599710346

Website

Alerts

Be the first to know and let us send you an email when NS Ticket Tour Travels Advisor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NS Ticket Tour Travels Advisor:

Videos

Share

Category