Fly with Ashraf

Fly with Ashraf Your Trusted Partner to travel worldwide
(1)

সৌদি আরবগামী যাত্রীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলকআগামী ১০ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে যে সকল যাত্রী উমর...
24/01/2025

সৌদি আরবগামী যাত্রীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক

আগামী ১০ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে যে সকল যাত্রী উমরাহ ভিসায় সৌদি আরব যাবেন অথবা অন্য যেকোন ভিসায় সৌদি আরব গিয়ে উমরাহ অথবা ভ্রমণ করবেন তাদের কে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে।

সম্মানিত যাত্রীদেরকে যাত্রার তারিখ হতে কমপক্ষে ১০ দিন পূর্বে বাধ্যতামূলকভাবে কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন (Quadrivalent Neisseria Meningitis Vaccine) গ্রহণ করতে হবে। তবে ১ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে উক্ত টিকা নেয়ার প্রয়োজন নেই। ভ্যাকসিন গ্রহণের পর ভ্যাকসিন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং উক্ত সার্টিফিকেটে অবশ্যই নিজের পরিচয়, ভ্যাকসিনের নাম, ধরণ ও ভ্যাকসিন গ্রহণের তারিখ যথাযথভাবে উল্লেখ আছে কিনা তা দেখে নিতে হবে। বোর্ডিং কার্ড গ্রহণের সময় বিমানবন্দরে ভ্যাকসিন গ্রহণের সনদ দেখাতে হবে অন্যথায় তিনি সৌদি আরব গমন করতে পারবেন না।

মেনিনজাইটিস প্রতিরোধক দুই ধরনের ভ্যাকসিন রয়েছে। Meningococcal quadrivalent (ACYW-135) polysaccharide vaccine গ্রহণ করলে ৩ বছর এবং Meningococcal quadrivalent (ACYW-135) conjugated vaccine গ্রহণ করলে ৫ বছর পর্যন্ত ভ্যাকসিন সনদটি কার্যকর থাকবে। অর্থাৎ যারা যাত্রার তারিখ হতে বিগত ৩ বছরের মধ্যে polysaccharide vaccine গ্রহণ করেছেন অথবা যারা যাত্রার তারিখ হতে বিগত ৫ বছরের মধ্যে conjugated vaccine গ্রহণ করেছেন তাদের আর নতুন করে ভ্যাকসিন গ্রহণের প্রয়োজন নেই তবে অবশ্যই ভ্যাকসিন গ্রহণের সনদটি সাথে রাখতে হবে এবং ভ্যাকসিন সনদে অবশ্যয় নিজের পরিচয়, ভ্যাকসিনের নাম, ধরণ ও ভ্যাকসিন গ্রহণের তারিখ যথাযথভাবে উল্লেখ থাকতে হবে, নতুবা তা গ্রহণযোগ্য হবে না।

সরকার কর্তৃক অনুমোদিত সরকারি অথবা বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে উক্ত ভ্যাকসিন গ্রহণ করা যাবে।

কোন প্রকার ভিসার ঝামেলা ছাড়াই  🇪🇬মিশর।এপ্রোভাল এর জন্য লাগবে শুধুমাত্র পার্সপোর্টের স্কান কপি এবং ছবি।মিশরের এপ্রুভাল ন...
23/01/2025

কোন প্রকার ভিসার ঝামেলা ছাড়াই 🇪🇬মিশর।এপ্রোভাল এর জন্য লাগবে শুধুমাত্র পার্সপোর্টের স্কান কপি এবং ছবি।মিশরের এপ্রুভাল নিয়ে ফ্লাই করবেন, তারপরে মিশর এয়ারপোর্টে গিয়ে ২৫ ডলার দিয়ে স্টিকার ভিসা করে নিবেন।
Fly with Ashraf

22/01/2025

নিজের পরিকল্পনা সফল হওয়া না পর্যন্ত কাউকে জানানো ঠিক না।

👉👉👉ইউরোপের ক্ষেত্রে ভালো এজেন্সি চেনার ৫টি উপায়! 🌍✈️আপনার স্বপ্ন পূরণের সঠিক এজেন্সি চেনার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুর...
07/01/2025

👉👉👉ইউরোপের ক্ষেত্রে ভালো এজেন্সি চেনার ৫টি উপায়! 🌍✈️
আপনার স্বপ্ন পূরণের সঠিক এজেন্সি চেনার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি! ✅

🔑 ৫টি গুরুত্বপূর্ণ দিক:
1️⃣ গ্যারান্টি নয়, বাস্তব অভিজ্ঞতা:
ভালো এজেন্সি কখনোই বলবে না "৫-৬ মাসে গ্যারান্টিড ফ্লাইট।" তারা বাস্তবতা সম্পর্কে অভিজ্ঞ এবং সব কিছু সময় অনুযায়ী ব্যাখ্যা করবে।

2️⃣ স্কিল ডেভেলপমেন্টে গুরুত্ব:
সেরা এজেন্সি সবসময় আপনাকে দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেবে। আপনার সফল ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত জরুরি।

3️⃣ পেমেন্টে স্বচ্ছতা:
ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে বলবে, কারণ এটি নিরাপদ। আর ক্যাশ পেমেন্ট নিলে রিসিট বা যথাযথ ডকুমেন্ট প্রদান করবে।

4️⃣ স্ট্যাম্পিংয়ের আগে কনফার্ম ফ্লাইট নয়:
ভিসা ও পাসপোর্ট স্ট্যাম্পিং সম্পন্ন হওয়ার আগে কখনোই কনফার্ম ফ্লাইটের প্রস্তুতির পরামর্শ দেবে না।

5️⃣ সত্যিকারের তথ্য উপস্থাপন:
শুধু ভিসার স্ক্রিনশট দেখিয়ে আকৃষ্ট করার চেষ্টা করবে না, কারণ এটি অনলাইনে সহজেই তৈরি করা সম্ভব।

আপনার ভ্রমণ ও ভবিষ্যৎ পরিকল্পনায় সঠিক সিদ্ধান্ত নিন। আমাদের সাথেই থাকুন!🇪🇺✌️
CP
Fly with Ashraf

থাইল্যান্ড ভিসা রিজেকশনের ৫টি সাধারণ কারণ এবং এড়ানোর উপায় ❌📄থাইল্যান্ড ভিসা আবেদন করতে গিয়ে রিজেকশন একটি বড় ধাক্কা হতে...
30/12/2024

থাইল্যান্ড ভিসা রিজেকশনের ৫টি সাধারণ কারণ এবং এড়ানোর উপায় ❌📄
থাইল্যান্ড ভিসা আবেদন করতে গিয়ে রিজেকশন একটি বড় ধাক্কা হতে পারে। তবে সমস্যার কারণ বুঝে আবেদন করলে আপনি সহজেই রিজেকশন এড়াতে পারবেন। চলুন জেনে নেই কী কারণে থাইল্যান্ড ভিসা রিজেক্ট হয় এবং এগুলো এড়ানোর সহজ উপায়।

১. ব্যাংক স্টেটমেন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকা
👉 সমস্যা:
আবেদনকারীর ব্যাংক স্টেটমেন্টে পর্যাপ্ত অর্থ না থাকলে দূতাবাস সন্দেহ করতে পারে যে আপনি থাইল্যান্ডে থাকা-খাওয়ার খরচ বহন করতে পারবেন না।

👉 উপায়:
ব্যাংক স্টেটমেন্টে ভ্রমণের খরচের ২-৩ গুণ পরিমাণ অর্থ দেখান।
নিয়মিত ট্রানজেকশন থাকা জরুরি।

২. সঠিক তথ্য না দেওয়া বা ভুল তথ্য দেওয়া
👉 সমস্যা:
ভুল পাসপোর্ট নম্বর, মিথ্যা পেশা, বা অন্য তথ্য দিলে দূতাবাস আপনার আবেদন বাতিল করতে পারে।

👉 উপায়:
সততা বজায় রাখুন এবং সব তথ্য সঠিকভাবে পূরণ করুন।
প্রয়োজনীয় দলিলপত্র সঠিকভাবে সংযুক্ত করুন।

৩. ট্রাভেল পরিকল্পনার অস্পষ্টতা
👉 সমস্যা:
আপনার ভ্রমণের পরিকল্পনা স্পষ্ট না থাকলে বা ফ্লাইট টিকিট ও হোটেল বুকিং ঠিকঠাক না থাকলে ভিসা রিজেক্ট হতে পারে।

👉 উপায়:
ভ্রমণের সঠিক সময়সূচী, রিটার্ন টিকিট, এবং হোটেল বুকিং জমা দিন।
স্পষ্ট এবং সুনির্দিষ্ট ট্রাভেল পরিকল্পনা দিন।

৪. পাসপোর্ট সংক্রান্ত সমস্যা
👉 সমস্যা:
আপনার পাসপোর্ট যদি মেয়াদোত্তীর্ণ হয় বা ক্ষতিগ্রস্ত থাকে, তাহলে আবেদন গ্রহণযোগ্য নয়।

👉 উপায়:
নিশ্চিত করুন যে আপনার পাসপোর্টের মেয়াদ ভ্রমণের তারিখ থেকে অন্তত ৬ মাস বাকি।
পাসপোর্ট ভালো অবস্থায় রাখুন।

৫. ভিসার জন্য অতীত রেকর্ড খারাপ থাকা
👉 সমস্যা:
যদি পূর্বে কোনো দেশে ভিসার শর্ত লঙ্ঘন করেন, তবে এটি আপনার থাইল্যান্ড ভিসার উপর প্রভাব ফেলতে পারে।

👉 উপায়:
সব দেশের ভিসার শর্ত মেনে চলুন।
ক্লিন ট্রাভেল হিস্ট্রি বজায় রাখুন।

---
ভিসা রিজেকশন এড়ানোর ৩টি গুরুত্বপূর্ণ টিপস:
1️⃣ সঠিক পরিকল্পনা করুন: ভিসা আবেদনের আগে সমস্ত তথ্য এবং ডকুমেন্ট প্রস্তুত রাখুন।
2️⃣ বিশেষজ্ঞের পরামর্শ নিন: নিশ্চিত হতে বিশ্বস্ত ট্রাভেল এজেন্টের সাহায্য নিন।
3️⃣ সময়মতো আবেদন করুন: শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়িয়ে, ভ্রমণের অন্তত ১ মাস আগে আবেদন করুন।
---
CP

Fly with Ashraf

বাংলাদেশী নাগরিকেরা প্রত্যেক বছর একবার নেপালের ভিসা ফ্রি পাবেন । কেউ যদি প্রতি বছর একবার নেপাল ভ্রমণ করেন দ্বিতীয়বার নে...
28/12/2024

বাংলাদেশী নাগরিকেরা প্রত্যেক বছর একবার নেপালের ভিসা ফ্রি পাবেন । কেউ যদি প্রতি বছর একবার নেপাল ভ্রমণ করেন দ্বিতীয়বার নেপাল ভিসা করার সময় তাকে ভিসা ফি দেওয়া লাগবে প্রথমবার ভিসা করতে নেপাল এম্বাসি বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে কোন প্রকার ভিসা ফি নেয় না নেপালের ভিসাটা একদমই ফ্রি আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নেপাল এম্বাসিতে জমা দিলে তারা তিন কর্ম দিবস পর আপনাকে ছয় মাসের একটি ভিসা প্রোভাইড করবে যা দিয়ে আপনি নেপাল ৩০ দিন থাকতে পারবেন। তাছাড়া নেপাল বাংলাদেশি পাসপোর্টে অনআরাইভাল ভিসা দেয়।
নেপাল ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
১-পাসপোর্ট
২-ছবি
৩-জাতীয় পরিচয় পত্র
৪-ব্যাংক স্টেটমেন্ট
৫- চাকরি করলে এনওসি ব্যবসা করলে ট্রেড লাইসেন্স
৬-হোটেল বুকিং
৭-বিমানের রাউন্ড টিকেট
৮- ভিসার আবেদন পত্র

সবগুলো ডকুমেন্টস একত্র করে আপনি চলে যাবেন নেপাল এম্বাসিতে। নেপাল এম্বাসির ঠিকানা: নতুন বাজার আমেরিকা এমবাসির পিছনে

ভিসার আবেদন পত্র জমা দেওয়ার সময়: সাধারণত নেপাল এম্বাসি সকাল ৯ টা থেকে দুপুর বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত ভিসার আবেদনপত্র জমা নেই ।

ভিসা ডেলিভারি টাইম: দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নেপাল এম্বাসি ভিসা ডেলিভারি করে থাকে।

Fly with Ashraf

আগামী ফেব্রুয়ারি মাস থেকে সম্পূর্ণ নতুন রূপে আরব আমিরাতের (দুবাই) ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে। 🛫✨  ...
27/12/2024

আগামী ফেব্রুয়ারি মাস থেকে সম্পূর্ণ নতুন রূপে আরব আমিরাতের (দুবাই) ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে। 🛫✨

🌟 **ভ্রমণের জন্য করণীয়:**
✔️ ভ্রমণের আগেই হোটেল বুকিং নিশ্চিত করুন।
✔️ নির্ধারিত এয়ার টিকিট আগে থেকেই নিশ্চিত করুন।
❌ **মিথ্যা তথ্য বা ভুল কাগজপত্র দাখিলের ক্ষেত্রে ভ্রমণকারী নিজেই দায়ী থাকবেন।**

Fly with Ashraf

বাংলাদেশের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ সংক্রান্ত বিষয়ে এয়ারলাইন্সের সাথে যোগাযোগের ফোন নাম্বার।Fly wi...
26/12/2024

বাংলাদেশের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ সংক্রান্ত বিষয়ে এয়ারলাইন্সের সাথে যোগাযোগের ফোন নাম্বার।
Fly with Ashraf

থাইল্যান্ড ই-ভিসা আবেদন করার পদ্ধতি: সহজ ধাপে ধাপে গাইড  থাইল্যান্ডে ভ্রমণ করতে চান? এখন আবেদন প্রক্রিয়া আরও সহজ! e-Vis...
26/12/2024

থাইল্যান্ড ই-ভিসা আবেদন করার পদ্ধতি: সহজ ধাপে ধাপে গাইড

থাইল্যান্ডে ভ্রমণ করতে চান? এখন আবেদন প্রক্রিয়া আরও সহজ! e-Visa পদ্ধতিতে ঘরে বসেই ভিসার জন্য আবেদন করা সম্ভব। নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:

---

ধাপ ১: রেজিস্ট্রেশন এবং আবেদন
1. ওয়েবসাইট ভিজিট করুন:
[https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)।
2. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg ফাইল, ৩MB এর কম)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। তথ্য সঠিকভাবে যাচাই করুন।
3. তথ্য এবং ডকুমেন্ট আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।
4. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): ৩,৫০০
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি): ১৭,০০০
- অন্যান্য ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।
5. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

---

ধাপ ২: পেমেন্ট প্রক্রিয়া
1. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর এটি পাবেন। শীটটিতে QR কোড এবং রেফারেন্স নম্বর থাকবে।
2. পেমেন্ট করুন:
- [Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিট ইমেইলে পাঠানো হবে।

---

ধাপ ৩: ভিসা অনুমোদন
1. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য অন্তত ১০ কার্যদিবস সময় লাগবে।
- অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হতে পারে।
2. ই-ভিসা গ্রহণ:
- ইমেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।

---

কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)

- রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।

- আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।

- পেমেন্টের পর:
- ই-রিসিট পাবেন।

- অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।

---

থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ এবং দ্রুত। সময় নষ্ট না করে আজই আবেদন করুন! .

Fly with Ashraf

ভুল করলেন ক্ষতিগ্রস্থ হবেন, কিন্তু ট্রানজিট হবে না।সম্প্রতি ট্রানজিট নিয়ে পরিস্কার ধারণা না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন অনে...
26/12/2024

ভুল করলেন ক্ষতিগ্রস্থ হবেন, কিন্তু ট্রানজিট হবে না।

সম্প্রতি ট্রানজিট নিয়ে পরিস্কার ধারণা না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন অনেক যাত্রী। অনেকে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ট্রানজিট হয়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যে যেতে টিকিট কাটছেন। বেশির ভাগ ক্ষেত্রে টিকিট কাটছেন অনলােইনে। কিন্তু ঢাকায় বিমানবন্দর থেকেই তাদের বাড়ি ফিরতে হচ্ছে।

আসুন আগে জানি ট্রানজিট কী

✔️ একটি দেশ থেকে দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশের যাওয়া। বিশ্বের বেশির ভাগ দেশে প্রবেশ না করলে ট্রানজিটের জন্য আলাদা করে ভিসা নিতে হয় না। তবে ট্রানজিট সুবিধার জন্য আন্তর্জাতিক কিছু বিধিবিধান মেনে চলতে হয়। বিশ্বের বেশির ভাগ দেশের বিমিানবন্দরের নিয়ম হচ্ছে, আপনি সেদেশে প্রবেশ না করে ট্রানজিট সুবিধা নিতে হবে। অর্থাৎ আপনি ইমিগ্রেশন পার হতে হলে অবশ্যই ভিসা লাগবে। যারা ট্রানজিট হবেন, তারা ইমিগ্রেশন পার হবেন না।

🔎 কি ভুল করছেন যাত্রীরা ??
উদাহরণ দিয়ে যদি বলি, মফিজ সাহেব ওমান যাবেন। তিনি ইউএস বাংলার ঢাকা কলকাতার টিকিট কেটেছেন, আর ওমান এয়ারের কলকাতা –ওমান টিকিটি কেটেছেন। ঢাকায় বিমানবন্দর থেকে মফিজ সাহেবকে বোর্ডিং করেনি ইউএস বাংলা, কারণ তার ভারতের ভিসা নাই। মফিজ সাহেব, আকাশ থেকে পড়লেন, সব টাকা জলে গেলো। কিন্তু তিনি তো জানতেন ট্রানজিটে ভিসা লাগে না।
এখানে সমস্যা হচ্ছে, ঢাকা থেকে কলকাতা যাওয়ার পর মফিজ সাহেবের লাগেজ বেল্টে যাবে সেগুলো সংগ্রহ করতে হলে তাকে ইমিগ্রেশন পার হয়ে লাাগেজ বেল্টে যেতে হবে। অন্য দিকে যদি লাগেজও না থাকে,- তাকে বোর্ডিং করতে বোডিং কাউন্টারে যেতে হবে। সেখানে যেতে হলেও তাকে ইমিগ্রেশন পার হতে হবে। আর ইমিগ্রেশন পার হতে হলে অবশ্যই ভিসা লাগবে। আর কোন দেশে ভিসা ছাড়া যাত্রী নিলে এয়ারলাইনকে বড় অংকের জরিমানা দিতে হয়।
ট্রানজিট সুবিধা পেতে হলে এয়ারলাইনের মাধ্যমে নিতে হবে। অর্থাৎ ইমিগ্রেশন পার না হয়ে আপনি যাতে পরবর্তী ফ্লাইটে উঠতে পারেন, সে ব্যবস্থা করবে এয়ারলাইন। তখন আপনি দ্বিতীয় দেশের ইমিগ্রেশন পার না হয়ে তৃতীয় কোনো দেশে যেতে পারবেন।

❤️ বাংলা এভিয়েশনের অনুরোধ, দুটি আলাদা, আলাদা টিকিট কাটবেন না, তাতে আপনি ক্ষতিগ্রস্থ হবেন।

Collected

Fly with Ashraf

আগামী  ১ জানুয়ারি থেকে  ইউরোপের শেনজেন ভুক্ত দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস...
25/12/2024

আগামী ১ জানুয়ারি থেকে ইউরোপের শেনজেন ভুক্ত দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেন ভিসা আবেদন করা যাবে ঢাকার সুইডেন এম্বাসি থেকে। তাছাড়া পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া, ক্রোয়েশিয়া তারা তাদের নিজস্ব অফিস নিয়ে জানুয়ারি ১ তারিখ থেকে বসবে রাজধানী ঢাকাতে ইউরোপগামী প্রত্যাশীদের জন্য যা অনেক ভালো সংবাদ.

Fly with Ashraf

ইউরোপে আসার আগে যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসা যায়, তবে এটি ইউরোপের যেকোনো দেশে ভালো বেতনে কাজ পাওয়ার জন্য একটি গ...
25/12/2024

ইউরোপে আসার আগে যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসা যায়, তবে এটি ইউরোপের যেকোনো দেশে ভালো বেতনে কাজ পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে।

কারণ ও সুবিধা:
1. প্রয়োজনীয় দক্ষতা অর্জন:
ইউরোপে পেশাদার ড্রাইভারদের চাহিদা অনেক বেশি। ট্রাক, বাস, ডেলিভারি ভ্যান বা অন্যান্য যানবাহন চালানোর দক্ষতা থাকলে সহজেই কাজ পাওয়া যায়।
2. ড্রাইভিং লাইসেন্স রূপান্তর সহজ:
বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকলে অনেক ইউরোপীয় দেশে এটি স্থানীয় লাইসেন্সে রূপান্তর করা তুলনামূলক সহজ হয়। তবে কিছু দেশে নির্দিষ্ট পরীক্ষা দিতে হতে পারে।
3. ভালো বেতন:
ইউরোপে পেশাদার ড্রাইভারদের বেতন সাধারণত অনেক ভালো হয়, বিশেষ করে লরি বা ট্রাক ড্রাইভিংয়ে। যেমন, জার্মানি, ফ্রান্স, ইতালি, এবং নেদারল্যান্ডসের মতো দেশে ড্রাইভাররা প্রতি মাসে ১৫০০ থেকে ৩০০০ ইউরো পর্যন্ত আয় করতে পারে।
4. চাহিদা ও চাকরির নিরাপত্তা:
ইউরোপে শ্রমবাজারে পেশাদার ড্রাইভারদের অনেক বেশি চাহিদা রয়েছে, কারণ বেশিরভাগ দেশেই অভিজ্ঞ ড্রাইভারের সংকট রয়েছে। এই কারণে চাকরির নিরাপত্তাও বেশি থাকে।
5. অভিজ্ঞতা কাজে লাগানো:
যদি বাংলাদেশে কিছুদিন ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকে, তবে ইউরোপে কাজ খুঁজে পাওয়া আরও সহজ হয়ে যায়। অভিজ্ঞ ড্রাইভারদের পছন্দ করা হয়।

কীভাবে প্রস্তুতি নেবেন:
1. পেশাদার ড্রাইভিং কোর্স:
বাংলাদেশে ড্রাইভিং শেখার জন্য কোনো পেশাদার ড্রাইভিং স্কুল থেকে প্রশিক্ষণ নিন এবং প্রয়োজনীয় সার্টিফিকেট সংগ্রহ করুন।
2. লাইসেন্স সংগ্রহ:
একটি আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (IDP) নেওয়ার চেষ্টা করুন। এটি ইউরোপে ড্রাইভিং লাইসেন্স পেতে সহায়ক হবে।
3. ভাষার দক্ষতা:
ইউরোপে কাজের জন্য ইংরেজি বা স্থানীয় ভাষায় মৌলিক দক্ষতা থাকা জরুরি। এটি শুধু ড্রাইভিং-এ নয়, যোগাযোগেও সহায়ক হবে।
4. পথঘাট ও ট্রাফিক নিয়ম শিখুন:
ইউরোপীয় দেশের ট্রাফিক নিয়ম ও পরিবহন ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই ধারণা নিন।
5. বাজার অনুসন্ধান:
ইউরোপের কোন দেশে কোন ধরনের ড্রাইভিং চাকরির সুযোগ বেশি তা অনলাইনে খুঁজে নিতে পারেন।

উপসংহারে, ইউরোপে ভালো বেতনের চাকরি পাওয়ার একটি বড় সুযোগ হতে পারে ড্রাইভিং দক্ষতা। সঠিক প্রস্তুতি নিয়ে গেলে এটি আপনার ক্যারিয়ারের জন্য একটি চমৎকার পদক্ষেপ হতে পারে।

Collected

Fly with Ashraf

যেইদিন থেকে প্রবাসে কর্মী এসে নিজেই এজেন্ট সেজে কোম্পানিকে ভিসার জন্য চড়া রেট অফার করা শুরু করেছে, সেইদিন থেকেই ভিসার  র...
25/12/2024

যেইদিন থেকে প্রবাসে কর্মী এসে নিজেই এজেন্ট সেজে কোম্পানিকে ভিসার জন্য চড়া রেট অফার করা শুরু করেছে, সেইদিন থেকেই ভিসার রেট বেড়েছে। নিজে কিছু না করতে পারলেও দেশের পরবর্তী প্রবাস গামী মানুষের ১২ টা বাজাতে ভালোবাসি আমরা।
Fly with Ashraf

শোনেন, ইউরোপের ভিসা, সৌদি আরব বা মিডেল ইসটের ভিসা নয়৷ কোন এজেন্সিই গ্যারান্টি দিয়ে বলতে পারবে নাযে কনফার্ম ভিসা হবে৷ একট...
24/12/2024

শোনেন, ইউরোপের ভিসা, সৌদি আরব বা মিডেল ইসটের ভিসা নয়৷
কোন এজেন্সিই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না
যে কনফার্ম ভিসা হবে৷
একটা এজেন্সির সর্বোচ্চ দ্বায়িত্ব জেনুইন কোম্পানির জেনুইন ওয়ার্ক পারমিটটি এনে দেওয়া ৷

আর ভিসা?? ওটা আপনাকেই ভিসা অফিসারকে পটিয়ে বের করতে হবে৷
কারন, ভিসা অফিসারের সামনে গিয়ে ইন্টারভিউ তো আর এজেন্সি দেয় না, দেয় ভিসা এপ্লিকেন্ট।
ভিসা অফিসার যদি মনে করে, আপনি যোগ্য প্রার্থী নন, কিংবা আপনার জাত খারাপ ( গেম জাতি)৷
তাহলে জেনুইন পারমিটেও রিজেক্ট যেকোন মূহুর্তে।

সবসময় মনে রাখবেন,
ভিসা অফিসার আপনারে ভিসা দেওয়ার জন্য বসেন নি, আপনারে বাদ দিতেই বসেছে৷ নইলে ইন্টারভিউ -ফিন্টারভিউ এর আয়োজন করসে কিল্লাইগা ??

আপনার কাজ, আপনার দ্বায়িত্ব, নিজের ক্যাপাবিলিটি এনিহাউ অফিসারের সামনে তুলে ধরা,
তারে যেমনে পারেন পটানো যে, আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজের আপনি একজন যোগ্যপ্রার্থী,
আর আপনি গেমার নন৷ তাহলে ভিসা হবে নয়তো বাঁশবাগান ।
Fly with Ashraf

বোর্ডিং শেষে ইমিগ্রেশনে যাওয়ার আগে কিছু করণীয় ।১ - আপনার পাসপোর্ট এবং আপনার যাবতীয় ডকুমেন্ট হাতে নিন এবং একসাথে রাখুন...
24/12/2024

বোর্ডিং শেষে ইমিগ্রেশনে যাওয়ার আগে কিছু করণীয় ।
১ - আপনার পাসপোর্ট এবং আপনার যাবতীয় ডকুমেন্ট হাতে নিন এবং একসাথে রাখুন ইমিগ্রেশন অফিসার যে সময় যা চাইবে সাথে সাথে দিতে পারবেন ।
২ - ইমিগ্রেশন অফিসার কে কখনো ডকুমেন্ট এবং পাসপোর্ট একসাথে দেবেন না ডকুমেন্ট যা লাগবে ওরা চেয়ে নেবে শুধু পাসপোর্ট আপনি দিবেন ।
৩- ইমিগ্রেশনে মুখে হাসি নিয়ে এবং সুন্দর ভাবে দাঁড়াবেন ।
৪- ইমিগ্রেশন অফিসার যা প্রশ্ন করবে চেষ্টা করবেন হাস্যজ্জল মুখে সুন্দরভাবে উত্তর দেয়ার এবং যত গুছানোভাবে উত্তর দেয়া যায় ততই ভালো ।

আশা করি কয়েকটা জিনিস ফলো করলে আপনার ইমিগ্রেশন সহ এবং সুন্দরভাবে হবে ।
Fly with Ashraf

✈️ বিশ্বের সবচেয়ে ছোটো ফ্লাইট!স্কটিশ হাইল্যান্ডে যার অবস্থান। এই ফ্লাইটের দীর্ঘায়ু মাত্র ৫৩ সেকেন্ড। লগান এয়ার দ্বারা পর...
24/12/2024

✈️ বিশ্বের সবচেয়ে ছোটো ফ্লাইট!

স্কটিশ হাইল্যান্ডে যার অবস্থান। এই ফ্লাইটের দীর্ঘায়ু মাত্র ৫৩ সেকেন্ড। লগান এয়ার দ্বারা পরিচালিত এই ফ্লাইটটি ওয়েস্ট্রে থেকে পাপা ওয়েস্ট্রে'তে যায়। মূল দূরত্ব ১.৭ মাইলের।

Fly with Ashraf

বাংলাদেশে আসছে রয়্যাল জর্ডানিয়ান, ঢাকা থেকে সরাসরি জর্ডান . . . .
17/12/2024

বাংলাদেশে আসছে রয়্যাল জর্ডানিয়ান, ঢাকা থেকে সরাসরি জর্ডান . . . .

Address

Old Saida Road
Beirut
12345

Telephone

+96171258818

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fly with Ashraf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fly with Ashraf:

Share

Category