Fly with Ashraf

Fly with Ashraf Your Trusted Partner to travel worldwide
(1)

জানুয়ারি থেকে ক্রোয়েশিয়ার ভিসা আবেদন VFS ঢাকা থেকে করা যাবে। এখন ভিসা হবে ঢাকা থেকে ✌️✌️✌️✌️
30/11/2024

জানুয়ারি থেকে ক্রোয়েশিয়ার ভিসা আবেদন VFS ঢাকা থেকে করা যাবে। এখন ভিসা হবে ঢাকা থেকে ✌️✌️✌️✌️

26/11/2024

সংযুক্ত আরব আমিরাতের সকল ভিসার আজকের সর্বশেষ আপডেট!🇦🇪🇧🇩
বর্তমানে ইনসাইডে যারা ক্যান্সেলে আছেন তাদের আরবীর ঘরের ভিসা হচ্ছে। এবং অনার্স অথবা ডিগ্রীর সার্টিফিকেট থাকলে হাইপ্রফেশন ভিসা হচ্ছে। লো ক্যাটাগরির অর্থাৎ লেবার ক্যাটাগরির ভিসা ট্রান্সফার সম্পুর্ন বন্ধ আছে।

আউট সাইডের ভিজিট ভিসা, লেবার ভিসা, হাই প্রফেশন ভিসা, ফ্যামিলী ভিসা, পার্টনার ভিসা, আরবীর ঘরের ভিসা এবং পাঁচ বছরের মাল্টিপল ভিজিট ভিসা এর সবগুলোই টোটালি বন্ধ রয়েছে।

ইনসাইড এবং আউট সাইডের ফ্রী জোনের ভিসা হচ্ছে। আর ফ্রী জোনের ভিসা সবসময়ই চালু থাকে।
(ফ্রী জোন হচ্ছে আরব আমিরাতের আধাসরকারী এরিয়া)

ভিসা কখন চালু হবে এরকম কোনো আপডেট নাই। তবে সাধারণ ক্ষমা শেষ হলে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন কারো সাথে ভিসার জন্য লেনদেন করে ঝামেলায় জরাবেন না।

সাধারণ ক্ষমা ৩১ ডিসেম্বর শেষ হবে।

C/P
Fly with Ashraf

Top 10 Longest Non-Stop Commercial Flights ✈️Fly with Ashraf
13/11/2024

Top 10 Longest Non-Stop Commercial Flights ✈️
Fly with Ashraf

👉পৃথিবীর সবচেয়ে সুখী দেশ Finland এ পরিবারসহ পার্মানেন্ট ভাবে যেতে চান? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য।😊🇫🇮 **Study in...
10/11/2024

👉পৃথিবীর সবচেয়ে সুখী দেশ Finland এ পরিবারসহ পার্মানেন্ট ভাবে যেতে চান? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য।😊
🇫🇮 **Study in Finland** 🇫🇮

কিভাবে আবেদন করতে হবে:
- **Studyinfo.fi**: এই ওয়েবসাইটে গিয়ে পছন্দের প্রোগ্রাম বেছে নিন এবং সেই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের আবেদনকাল ও ভর্তি সম্পর্কিত বিবরণ দেখে নিন।

আবেদন এর সময়:
ফিনল্যান্ডে আবেদন করার সময় সাধারণত দুইভাগে বিভক্ত:
১. **Joint Application (যৌথ আবেদন)**: একই সাথে ৬টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ।
২. **Separate Application (পৃথক আবেদন)**: আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে আবেদন করা।

Joint Application/যৌথ আবেদন:
- **জানুয়ারি আবেদন**: সেপ্টেম্বর সেশনের জন্য যৌথ আবেদন জানুয়ারি মাসে করা যাবে (2025 সালে ৪-১৫ জানুয়ারী)।
- **ছয়টি প্রোগ্রাম**: একটি একক আবেদনের মাধ্যমে ছয়টি ডিগ্রি প্রোগ্রাম পর্যন্ত আবেদন করতে পারবেন।
- **সেপ্টেম্বর আবেদন**: কিছু বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বরেও (৪-১৪ সেপ্টেম্বর) যৌথ আবেদন খোলা রাখে, তবে প্রোগ্রামের সংখ্যা কম থাকে।

Separate Application/পৃথক আবেদন:
কিছু বিশ্ববিদ্যালয় তাদের ডিগ্রি প্রোগ্রামে আবেদনের সময়সীমা যৌথ আবেদনের সময়ের বাইরে খোলা রাখে। Separate অ্যাপ্লিকেশনের সময়কাল প্রোগ্রামের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

# # # 💲 Scholarship/বৃত্তি:
- **স্নাতক (Bachelor) জন্য**: প্রথম বছরের জন্য সাধারণত বৃত্তি দেওয়া হয় না, তবে Early Bird Scholarship/Discount পাওয়া যায় (প্রথম বছরের টিউশন ফির 15% থেকে 50% পর্যন্ত ছাড়)।
- **মাস্টার্স (Masters) জন্য**: সিজিপিএ, মোটিভেশন লেটার, IELTS, SAT স্কোর, চাকরী ও গবেষণার অভিজ্ঞতার ভিত্তিতে মাস্টার্স শিক্ষার্থীরা 100% পর্যন্ত স্কলারশিপ পেতে পারে।

# # # 💱 ব্যাংক স্টেটমেন্ট:
আবেদনকারীকে তার ব্যাংক একাউন্টে 9600 ইউরো দেখাতে হবে। এই টাকা অবশ্যই শিক্ষার্থীর/আবেদনকারীর একাউন্টে থাকতে হবে।

# # # 📝 স্পনসর:
- **কোনো আত্মীয়তা প্রয়োজন নেই**: যে কেউ স্পনসর হতে পারে।
- **ফান্ড ট্রান্সফার**: স্পনসর তার একাউন্ট থেকে আবেদনকারীর একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারেন।
- **ব্যাংক স্টেটমেন্ট**: স্পনসরকে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে।

# # # 📜 Post Study Work Visa:
ফিনল্যান্ডে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার পরে, আপনি দুই বছরের বৈধতার সাথে একটি পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পাবেন। এই সময়ে চাকরি খোঁজার অনুমতি পাবেন।

# # # 🌻 PR (Permanent Residency):
- **৪ বছর থাকতে হবে**: আবেদনকারীকে ৪ বছরের জন্য ফিনল্যান্ডে থাকতে হবে।
- **ভাষার প্রয়োজন নেই**: ফিনিশ ভাষা জানা আবশ্যক না।
- **উপার্জনের প্রয়োজন**: আবেদনকারীকে ট্যাক্স বাদ দিয়েও প্রতি মাসে 1250 ইউরো উপার্জন করতে হবে।
- **চাকরির ক্ষেত্র**: পড়াশোনার ফিল্ডে চাকরি বাধ্যতামূলক না।

# # # ⚠️ কমন কিছু প্রশ্ন:

১. **ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য কি IELTS লাগবে?**
- আবশ্যক না। তবে পৃথক এপ্লিকেশনের ক্ষেত্রে IELTS, Job experience এমনকি কিছু ক্ষেত্রে SAT স্কোরও দরকার হতে পারে।

২. **ফিনল্যান্ডে বাস করা কি ব্যয়বহুল?**
- অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় মাঝারি খরচ, যা ৪০০-৬০০ ইউরো হতে পারে।

৩. **আমি কি ফিনল্যান্ডে পড়াশোনা করার সময় কাজ করতে পারবো?**
- হ্যাঁ, প্রতি সপ্তাহে সর্বাধিক ৩০ ঘন্টা কাজের অনুমতি থাকবে। পড়াশোনা শেষে ফুল-টাইম কাজের অনুমতি পাবেন।

৪. **ফিনল্যান্ডে আবেদনের জন্য স্টাডি গ্যাপ কত বছর পর্যন্ত গ্রহনযোগ্য?**
- স্টাডি গ্যাপ কোনো ইস্যু না, ১০/১৫ বছরের গ্যাপেও এডমিশন ও ভিসা পাওয়া যায়।

৫. **আমি কিভাবে ফিনল্যান্ডে পড়াশোনার জন্য আবেদন করতে পারি?**
- Studyinfo.fi পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যায়।

৬. **ফিনল্যান্ডে পড়াশোনার খরচ কেমন?**
- টিউশন ফি বছরে ৫,০০০ থেকে ১৫,০০০ ইউরো পর্যন্ত হতে পারে।

৭. **অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় ফিনল্যান্ডে স্যাটেল হওয়া কি সহজ?**
- হ্যাঁ, ফিনল্যান্ডে ওয়ার্ক পারমিট/PR/সিটিজেনশিপের জন্য পড়াশোনার ফিল্ড রিলেটেড চাকরি দরকার হয় না।

৮. **আমি কি আমার বাবা-মাকে ফিনল্যান্ডে নিতে পারব?**
- হ্যাঁ, ভিজিট ভিসায়।

৯. **আমি কি আমার স্পাউস এবং বাচ্চাদের ফিনল্যান্ডে নিতে পারবো?**
- হ্যাঁ।

১০. **আমি কি পার্ট টাইম চাকরির মাধ্যমে টিউশন ফি, থাকা খাওয়া সব ম্যানেজ করতে পারব?**
- এটা নির্ভর করবে আপনার টিউশন ফি, লিভিং এক্সপেন্স এবং শহরের উপর। বছরে ৮,০০০ ইউরো পর্যন্ত ম্যানেজ করা যায় সহজেই।

আশা করছি মোটামুটি সবই আমি কাভার করেছি। সবার জন্য শুভকামনা
C/P

Fly with Ashraf

08/11/2024
08/11/2024

কমদামে বিমানের টিকিট কেনার ৭টি টিপস

১. মঙ্গলবার এবং বুধবার বুক করুন

মঙ্গলবার এবং বুধবার হল বিমান টিকিট কেনার সেরা দিনগুলির মধ্যে একটি।
বেশিরভাগ এয়ারলাইনস সাধারণত মঙ্গলবার সন্ধ্যা ৭:০০ টায় তাদের বুকিং

সিস্টেম আপডেট করে।
কারণ এয়ারলাইনস জানে যে বেশিরভাগ যাত্রী শুধুমাত্র সপ্তাহের দিনগুলোতে টিকিট বুক করার সময় পান।
পরিসংখ্যান অনুযায়ী প্রমাণিত হয়েছে, আমাদের বেশিরভাগই সাধারণত শুক্রবার, শনিবার কিংবা রবিবার টিকিটের দাম দেখেন।

২. আগে বুক করুন, তবে খুব বেশি আগে নয়

অভিজ্ঞতার ভিত্তিতে, ভ্রমণের তারিখের কমপক্ষে ২১ দিন আগে টিকিট বুক করা উচিত। বেশিরভাগ এয়ারলাইনস তাদের সিস্টেমগুলো এমনভাবে সেট করেছে যাতে যত বেশি সম্ভব টিকিট বিক্রি করতে পারে। তাই, সিস্টেমের মধ্যে একটি নির্দিষ্ট কোটা থাকে কমদামে টিকিটের জন্য।
উদাহরণস্বরূপ, ঢাকা থেকে লন্ডনের ফ্লাইটের জন্য সিস্টেমে নির্ধারণ করা হয় যে প্রথম ২০ জন যাত্রী সবচেয়ে কম দাম পাবেন। পরবর্তী ২০০ জন মাঝারি দাম পাবেন, এবং বাকিরা সম্ভবত আরও বেশি মূল্য দিতে হতে পারে।
সংক্ষেপে, এয়ারলাইন্সের সিস্টেম ঢাকা থেকে লন্ডন যাওয়ার সময় তারা যে মার্জিন চায় তার উপর ভিত্তি করে টিকিটের দাম নির্ধারণ করবে।

৩. উড়ার জন্য উপযুক্ত দিন

মঙ্গলবার বা বুধবার উড়ার জন্য টিকিট বুক করার চেষ্টা করুন। বেশিরভাগ এয়ারলাইনস এই দুই দিনকে ‘কম ব্যস্ত দিন’ হিসেবে নির্ধারণ করে বুকিং সিস্টেমের জন্য। এয়ারপোর্টও সাধারণত এই দুই দিন অন্যান্য দিনের তুলনায় কম ব্যস্ত থাকে, বিশেষ করে শুক্রবার এবং রবিবার যখন বুকিং সিস্টেম এবং এয়ারপোর্ট অনেক ব্যস্ত হয়ে ওঠে।

৪. আন্তর্জাতিক ফ্লাইটের জন্য 'বেস্ট ডিল' খুঁজুন

বেশিরভাগ এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রায় ১১ থেকে ১২ সপ্তাহ আগে 'বেস্ট ডিল' অফার করে। তাই, এই সময়ের মধ্যে নিয়মিত টিকিটের দাম পরীক্ষা করুন।

৫. ছোট এয়ারপোর্ট বেছে নিন

এই পদ্ধতি চেষ্টা করতে পারেন, যা হল প্রধান এয়ারপোর্টে না নেমে গন্তব্যের কাছাকাছি একটি ছোট এয়ারপোর্টে নামা। উদাহরণস্বরূপ, আপনি যদি লন্ডনে যেতে চান, অনেকেই সাধারণত হিথ্রোতে নামেন। পরের বার, হিথ্রোতে না নেমে, হিথ্রোর কাছাকাছি একটি ছোট এয়ারপোর্ট যেমন ম্যানচেস্টারের এয়ারপোর্টে নামার চেষ্টা করুন। তারপর ম্যানচেস্টার থেকে আপনি ট্রেনে করে লন্ডনে যেতে পারেন। এই পদ্ধতি চেষ্টা করুন।

৬. 'কুকিজ' ক্লিয়ার করুন

অনেকে এটা জানেন না। যদি আপনি ৩০ দিনের মধ্যে এয়ারলাইনসের ওয়েবসাইটে গিয়ে থাকেন, তাহলে আপনার ল্যাপটপ, স্মার্টফোন এবং পিসি থেকে কুকিজ ক্লিয়ার করুন।
কারণ এই কুকিজের মাধ্যমে এয়ারলাইনসের বুকিং সিস্টেম মনে করবে যে আপনি বারবার তাদের ওয়েবসাইট দেখেছেন।
তাই, বুকিং সিস্টেম একই দাম দেখাবে এমনকি যদি আপনি বহুবার ওয়েবসাইটে যান, কখনও কখনও দাম বাড়তেও পারে!
তাই, আপনার ইন্টারনেট ব্রাউজারের কুকিজ ক্লিয়ার করার অভ্যাস তৈরি করুন।
আপনি যদি জানেন না কিভাবে তা মুছতে হয়, তাহলে গুগলকে জিজ্ঞাসা করুন!

৭. দাম যাচাই করুন

গুগল করতে এবং আপনি যে টিকিট কিনতে চান তার দাম অন্যান্য ওয়েবসাইটে যাচাই করতে অলস হবেন না।
শুধু এক ওয়েবসাইটে ফোকাস করবেন না, আপনি অবাক হবেন, কারণ কখনো কখনে আপনি একই এয়ারলাইনসের টিকিট আরও সস্তায় পাবেন। এখানে কিছু সার্চ ইঞ্জিন রয়েছে যা আমি প্রায়ই ভ্রমণের জন্য ব্যবহার করি।

1. Skyscanner
2. CheapFlight
3. Momondo
4. Kayak
5. Google Flight
6. Ita Software

/P
Fly with Ashraf

আপনি টাকা দিয়ে টিকিট কাটেন, আর এয়ারলাইনের টাকার বিনিময়ে ফ্লাইটে যাত্রী বহন করে।  বিমানবন্দরে এসে আপনি সেই এয়ারলাইনের কাউ...
08/11/2024

আপনি টাকা দিয়ে টিকিট কাটেন, আর এয়ারলাইনের টাকার বিনিময়ে ফ্লাইটে যাত্রী বহন করে। বিমানবন্দরে এসে আপনি সেই এয়ারলাইনের কাউন্টারে চেক-ইন করেন, লাগেজ জমা দেন। সেই লাগেজ এয়ারলাইন তাদের উড়োজাহাজে বহন করে। 😊

অর্থাৎ চেক ইন কাউন্টারে আপনার লাগেজ জমা নিয়ে গন্তব্যে পৌছিয়ে আপনার লাগেজ ঠিকঠাক বুঝিয়ে দেয়া এয়ারলাইনের দায়িত্ব। এটা বিশ্বের যে এয়ারলাইনই হোক না কেনো। যে দেশে হোক, যে বিমানবন্দর হোক।

এখন লাগেজে বেল্টে গিয়ে যদি দেখেন আপনার লাগেজ ক্ষতিগ্রস্থ হয়েছে তাহলে কী করবেন ?

একদম সোজা সাপ্টা উত্তর, আপনার লাগেজ ক্ষতিগ্রস্থ হবার দায় এয়ারলাইন্সের। আর এজন্য তারা ক্ষতিপূরণ দিবে।

ক্ষতিপূরণ পেতে হলে, আপনাকে বিমানবন্দরে থাকা অবস্থায় ঠিকঠাক মতো লাগেজ চেক করে নিতে হবে। লাগেজ ক্ষতিগ্রস্থ হলে বিমানবন্দরে অবস্থান করেই ক্ষতিপূরণ পেতে অভিযোগ জানাতে হবে...... 🙂

সাধারণত সারা বিশ্বে সকল বিমানবন্দরে লস্ট অ্যান্ড ফাউন্ড আছে। সেখানে গিয়ে ক্ষতিপূরণ দাবি করতে হয়। মুখে মুখে অভিযোগ দিয়ে আসলে আপনি ক্ষতিপূরণ পাবেন না। বাড়িতে গিয়ে তারপর ক্ষতিপূরণ দাবি করলেও ক্ষতিপূরণ পাবেন না। 😒

ক্ষতিপূরণ পেতে হলে বিমানবন্দরে অবস্থান করে নির্ধারিত ফরম/পদ্ধতিতে অভিযোগ জানাতে হবে। অর্থাৎ অভিযোগ জানানোর পর, এয়ারলাইনের কাছ থেকে ডকুমেন্টস বুঝে নিবেন।

বিশ্বের যে বিমানবন্দরেই হোক না কেন, আপনি এয়ারলাইনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবেন।
C/P

Fly with Ashraf

07/11/2024

আল্লাহ সবাইকে মৃত্যুর আগে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারতের তাওফিক দান করুন!
আমিন।❤️

সুদক্ষ ব্যবস্থাপনায় আফ্রিকার সেরা এয়ারলাইনস এ পরিণত হয়েছে ইথোপিয়ান এয়ারলাইনস!  গত ৩রা নভেম্বর রবিবার ইথিওপিয়ান এয়ারলাই...
07/11/2024

সুদক্ষ ব্যবস্থাপনায় আফ্রিকার সেরা এয়ারলাইনস এ পরিণত হয়েছে ইথোপিয়ান এয়ারলাইনস!

গত ৩রা নভেম্বর রবিবার ইথিওপিয়ান এয়ারলাইন্স নতুন এয়ার রুট হিসেবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। যার ধারাবাহিকতায় এবার আফ্রিকার এই বিখ্যাত বিমান পরিষেবা সংস্থাটি আদ্দিস আবাবা টু ঢাকা রুটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বোয়িং ৭৮৭-৯০০ ড্রিমলাইনার ফ্লাইটের মাধ্যমে নতুন যাত্রা শুরু করেছে।

উইকিপিডিয়া দেয়া তথ্যমতে, বর্তমানে সারা বিশ্বে মোট প্রায় ৫ হাজারের অধিক বেসামরিক এয়ারলাইনস সংস্থা রয়েছে। যার মধ্যে চলতি ২০২৪ সালে বিশ্বের সেরা ও প্রথম স্থানীয় এয়ারলাইনস হিসেবে আত্মপ্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক কাতার এয়ারওয়েজ।

তবে আশ্চর্যজনক হলেও সত্য যে, আফ্রিকার সেরা এবং সারা বিশ্বের মধ্যে ৫০টি সেরা এয়ারলাইনস এর মধ্যে নিজের যোগ্য স্থান করে নিয়েছে ইথোপিয়ান এয়ারলাইনস। তাছাড়া এটি ইতোমধ্যেই আফ্রিকা মহাদেশের সেরা এয়ারলাইনস হিসেবে আত্মপ্রকাশ করেছে।



আর আফ্রিকা মহাদেশের এক দরিদ্র দেশ ইথোপিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত ইথোপিয়ান এয়ারলাইনস স্কাইট্র‍্যাক্স এর রিপোর্ট অনুযায়ী চলতি ২০২৪ সালে বিশ্বের সেরা ৫০টি এয়ারলাইনস এর মধ্যে ৩৬ তম স্থানে রয়েছে।



২০২৪ সালের হিসেব অনুযায়ী, ইথোপিয়ার নমিনাল জিডিপির আকার মাত্র ১৬৭.৮ বিলিয়ন ডলার হলেও বাস্তবে দেশটি অত্যন্ত দক্ষতার সাথে একটি ডেডিকেটেড এবং বিশ্ব মানের এয়ারলাইনস সংস্থা গড়ে তুলে সারা বিশ্বে এক নতুন চমক সৃষ্টি করেছে।

বর্তমানে ইথোপিয়ান এয়ারলাইনস এর এয়ার ফ্লিটে যাত্রী পরিবহণ এবং কার্গো বিমানের মোট সংখ্যা ১৪৭টি এবং এটি সারা বিশ্বের মোট প্রায় ১৫৫টি গন্তব্যে যাত্রী পরিবহণ এবং প্রায় ৬৮টি গন্তব্যে কার্গো বিমান পরিচালনা করে।

ইথোপিয়ান এয়ারলাইনস চলতি ২০২৪ অর্থবছরে ৭.৩ বিলিয়ন ডলারের রেভিনিউ অর্জন করে। তাছাড়া তাদের মোট সম্পদের পরিমাণ বা আনুমানিক আকার হতে পারে প্রায় ৩০ বিলিয়ন ডলার।

এদিকে ২০২৪ সালের শুধু অঞ্চল ভিত্তিক দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইনস এর মধ্যে ভারতের ভিস্তারা প্রথম স্থানে, ইন্ডিগো দ্বিতীয় স্থানে, এয়ার ইন্ডিয়া তৃতীয় স্থানে এবং শ্রীলঙ্কান এয়ারলাইনস রয়েছে চতুর্থ স্থানে। তার পাশাপাশি আকাশ এয়ার পঞ্চম স্থানে, স্পাইসজেট ষষ্ঠ স্থানে মালদ্বীপ এয়ারলাইনস সপ্তম স্থানে রয়েছে।

আর্থিকভাবে ঋণগ্রস্ত ও দেউলিয়া প্রায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কিন্তু দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইনসের মধ্যে অষ্টম স্থানে রয়েছে। যদিও পাকিস্তান সরকার তাদের জাতীয় বিমান পরিষেবা সংস্থা নিলামে ইতোমধ্যেই বিক্রি করে দিয়েছে কিংবা বিক্রি করে দিতে যাচ্ছে।

তাছাড়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নবম স্থানে এবং এয়ার-ব্লু এয়ারলাইনস রয়েছে দশম স্থানে। তবে বাংলাদেশের ফ্ল্যাগশিপ ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইনস দক্ষিণ এশিয়ার এই শীর্ষ ১০টি এয়ারলাইনসের মধ্যে নিজের স্থান করে নিতে পারেনি।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, স্কাইট্র‍্যাস্ক।
C/P

Fly with Ashraf

✅ইউরোপ মানেই ভবিষ্যৎ নিশ্চয়তার গন্তব্য, হোক সেটা ইউরোপীয় ইউনিয়ন এর মধ্যে কিংবা বলকান দেশ সমূহ।  বলকান দেশ সমূহে সহজে কাজ...
07/11/2024

✅ইউরোপ মানেই ভবিষ্যৎ নিশ্চয়তার গন্তব্য, হোক সেটা ইউরোপীয় ইউনিয়ন এর মধ্যে কিংবা বলকান দেশ সমূহ। বলকান দেশ সমূহে সহজে কাজের ভিসায় স্থানান্তর হওয়ার সুযোগ তৈরি হয়েছে মধ্যবিত্তদের জন্য, মানুষ পাড়ি দিচ্ছে ইউরোপ, স্বপ্ন হচ্ছে বাস্তবায়িত।

বলকান দেশ সমূহের মধ্যে অন্যতম,সার্বিয়া,কসোভো, বেলারুশ, আলবেনিয়া, মেসিডোনিয়া অন্যতম🇪🇺

আপনার ফোকাস দেয়া উচিত ইউরোপের ভিসার দিকে, বেতন মূখ্য নয়,কারণ আমার জানা মতে,মানুষ ইউরোপে যায় সুন্দর জীবন আর ভবিষ্যৎ নিরাপত্তার জন্য, ইনকামের জন্য হলে মধ্যপ্রাচে যেতে পারেন। সত্যি কথা বলতে, সাধারণ কর্মীদের বেতন ইউরোপ এর থেকে কাতার, কুয়েত, সৌদিতে বেশি।

তাহলে আপনি ইউরোপ কেন যেতে চাইছেন, ইনকামের জন্য নাকি ভবিষ্যৎ নিশ্চয়তা, নিরাপত্তা এবং স্হায়ী বসবাসের জন্য!

আপনি যদি ইউরোপের সৌন্দর্য আর নিরাপদ জীবন পেতে চান তাহলে ইউরোপ আপনার জন্য, আর যদি টাকা ইনকাম করতে যান তাহলে ইউরোপ আপনার জন্য নয়।

✅হে,ইউরোপে শুধু সুন্দর জীবন কাটাতে যাবে মানুষ! না, এর পাশাপাশি ইনকাম ও করতে পারবেন, তার জন্য একটু সময় লেগে যাবে হয়তো,ছাড়তে হবে পরিবারের জন্য মায়া,অবস্থান করতে হবে কিছু বছর, রপ্ত করতে হবে সংস্কৃতি, ভাষা এবং অভিজ্ঞতা, তবেই একদিন আপনি সফল হবেন, আপনার সব হবে যা যা আপনার কল্পনায় রয়েছে।

C/P

Fly with Ashraf

06/11/2024

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায়
অভিনন্দন ডোনাল্ড ট্রাম্প!

06/11/2024

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বিজয় প্রায় নিশ্চিত।

সফল না হওয়া পর্যন্ত শেষটা দেখতে চাই, আরও কাজ,পরিশ্রম করতে চাই।ইনশাল্লাহ ❣️✈️Fly with Ashraf
03/11/2024

সফল না হওয়া পর্যন্ত শেষটা দেখতে চাই, আরও কাজ,পরিশ্রম করতে চাই।ইনশাল্লাহ ❣️✈️
Fly with Ashraf

আপনি কি ইউএস ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন? ✅ ভিসা রিফিউজ বা বাতিল হওয়া ভিসা প্রক্রিয়ায় একটি বড় ভয়। তাই ভিসা রিফিউজ এড়াত...
03/11/2024

আপনি কি ইউএস ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন? ✅ ভিসা রিফিউজ বা বাতিল হওয়া ভিসা প্রক্রিয়ায় একটি বড় ভয়। তাই ভিসা রিফিউজ এড়াতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতন থাকা জরুরি।
🔍 ভিসা রিফিউজের সাধারণ কারণসমূহ:
1. তথ্য অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান: আবেদন ফর্মে ভুল তথ্য বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে আপনার ভিসা আবেদন বাতিল হতে পারে। সঠিক এবং সত্য তথ্য দিন।
2. আর্থিক সামর্থ্যের অভাব: ভিসা অফিসার আপনার আর্থিক সামর্থ্য যাচাই করবেন। যথাযথ ব্যাংক স্টেটমেন্ট এবং আয়কর নথি প্রদান করা তাই খুবই গুরুত্বপূর্ণ।
3. ভ্রমণ পরিকল্পনা অস্পষ্টতা: ইউএসএ-তে ভ্রমণের উদ্দেশ্য সুনির্দিষ্ট এবং পরিষ্কার হতে হবে। অস্পষ্ট পরিকল্পনা রিফিউজের কারণ হতে পারে।
4. নির্দিষ্ট টাইমলাইন না থাকা: ইউএসএ ভ্রমণের জন্য একটি নির্দিষ্ট তারিখ, থাকার স্থান এবং ফেরার পরিকল্পনা থাকা জরুরি।
5. আগের ভিসা ইতিহাস: যদি পূর্বে কোনো ভিসা বাতিল বা নাকচ হয়ে থাকে তবে সেই বিষয়টি প্রভাব ফেলতে পারে। তাই পূর্বে বাতিল হওয়ার সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করে তার উত্তর প্রস্তুত রাখুন।
6. অনুপযুক্ত ডকুমেন্টেশন: পাসপোর্ট, ফটো, এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টেশন আপডেট এবং নির্ভুল থাকা আবশ্যক। তাই এক্ষেত্রে দক্ষ ভিসা প্রসেসিং এক্সপার্টদের সহায়তা নেয়াটা বুদ্ধিমানের কাজ হতে পারে।
C/P

ইমিগ্রেশন গেইটটা অতিক্রম করার পর,😢 যে জায়গাটি আপনার মাতৃস্থান সেটি আপনার জন্য স্মৃতি হয়ে যাবে lচাইলেই আপনি ফিরে আসতে পার...
03/11/2024

ইমিগ্রেশন গেইটটা অতিক্রম করার পর,😢
যে জায়গাটি আপনার মাতৃস্থান সেটি আপনার জন্য স্মৃতি হয়ে যাবে l
চাইলেই আপনি ফিরে আসতে পারবেন না

যে দেশটি চিরকাল আপনার মাতৃভূমি ছিল সেখানে কয়েক দিনের মেহমান আপনি ....😭✈️🥀

নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতিবাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু vfs ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ...
01/11/2024

নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতি
বাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু vfs ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হবেনা এবং ভিসা ইস্যু হবে ডকুমেন্টস বেজড্। আমি এটাকে সুখবর ই বলবো ।
৩ নভেম্বর, ২০২৪ থেকে, ভিএফএস গ্লোবাল (VFS Global) জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা প্রদান করবে। জাপান দূতাবাস এর পর সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. এপ্লিকেশন ফর্ম
২. ভেলিড পাসপোর্ট ও ফটোকপি
৩ .পুরনো পাসপোর্ট ও ফটোকপি
৪ .ছবি ২ কপি – ৩৫*৪৫
৫ .এয়ারলাইন্স বুকিং কপি
৬ .হোটেল বুকিং কপি
৭ . ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ( লাস্ট ৩ বছরের )
৮ .ব্যাংক স্টেমেন্ট ( বিগত ছয় মাসের )
৯ . ভিজিট শিডিউল
১০ .এন ও সি
১১ কাভার লেটার
** এক্সট্রা বৈধ ডকুমেন্টস
যদি গ্যারান্টার থাকে
১ .ইনভাইটেশন লেটার গ্যারান্টেরের কাছ থেকে
২ .গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যয়িত বা ব্যাখ্যা করার নথি
৩ .ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের সর্বশেষ (ব্যক্তিগত/কোম্পানী) যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয়
৪ .গ্যারান্টি লেটার।
Collected

Fly with Ashraf
✈️✈️✈️✈️

31/10/2024

আরব আমিরাতের সাধারণ ক্ষমা আরো ২ মাস বাড়ানো হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

বিমান যাত্রায় ব্যাগেজ বা মালামাল নীতি প্রতিটি এয়ারলাইনসের ক্ষেত্রে ভিন্নতা আছে, তবে কিছু সাধারণ নিয়ম বেশিরভাগ এয়ারলা...
30/10/2024

বিমান যাত্রায় ব্যাগেজ বা মালামাল নীতি প্রতিটি এয়ারলাইনসের ক্ষেত্রে ভিন্নতা আছে, তবে কিছু সাধারণ নিয়ম বেশিরভাগ এয়ারলাইনের ক্ষেত্রেই প্রযোজ্য। যাত্রীরা এসব নীতি মেনে চললে তারা সহজেই যাত্রার জন্য প্রস্তুত হতে পারেন। নিচে সাধারণ কিছু ব্যাগেজ নীতি তুলে ধরা হলো:

১. ক্যারি-অন ব্যাগেজ (হাতে বহনযোগ্য ব্যাগ):
- বেশিরভাগ এয়ারলাইনস একটি ক্যারি-অন ব্যাগ নিয়ে যেতে দেয় যার ওজন সাধারণত ৭ থেকে ১০ কেজির মধ্যে হয়।
- ব্যাগটির আকারও নির্দিষ্ট থাকে। সাধারণত ২২ ইঞ্চি x ১৪ ইঞ্চি x ৯ ইঞ্চি (৫৫ সেমি x ৩৫ সেমি x ২৫ সেমি) এর মতো আকারের ব্যাগ ক্যাবিনে নিয়ে যাওয়া যায়।
- ক্যারি-অন ব্যাগের পাশাপাশি একটি ছোট পার্স, ল্যাপটপ ব্যাগ বা ছোট ব্যাকপ্যাক নিয়ে যাওয়া যেতে পারে।

২. চেকড ব্যাগেজ (ক্যাবিনে বহনযোগ্য নয় এমন ব্যাগ):
- সাধারণত ইকোনমি ক্লাসে ১-২টি চেকড ব্যাগ বিনামূল্যে নেওয়া যায় যার ওজন সাধারণত ২০-৩০ কেজির মধ্যে হয়।
- চেকড ব্যাগের সর্বোচ্চ আকার সাধারণত ১৫৮ সেমি (দৈর্ঘ্য + প্রস্থ + উচ্চতা) হয়।
- অতিরিক্ত ব্যাগ বা ওজনের জন্য যাত্রীর থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়।

৩. ওভারসাইজড বা অতিরিক্ত ওজনের ব্যাগেজ:
- যদি ব্যাগের আকার বা ওজন নির্ধারিত সীমার বেশি হয়, তাহলে অতিরিক্ত চার্জ প্রযোজ্য। ওভারসাইজড ব্যাগ বা ওজন বেশি হলে প্রতি ব্যাগের জন্য প্রায় ১০০-২০০ ডলার বা তার বেশি চার্জ হতে পারে।
- সাইকেল, বড় মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট, স্পোর্টস গিয়ার ইত্যাদি বহন করলে এর জন্যও আলাদা ফি প্রযোজ্য হয়।

৪. বিমানের লুকিয়ে বা নিষিদ্ধ মালামাল:
- ধারালো বস্তু, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বা দাহ্য পদার্থ, কিছু ধরণের লিকুইড ইত্যাদি বিমানে বহন করা নিষিদ্ধ।
- এয়ারপোর্ট সিকিউরিটি চেকপয়েন্টে আপনার ব্যাগ স্ক্যান করা হয় এবং নিষিদ্ধ কোনো বস্তু পেলে তা জব্দ করা হয়।

৫. লিকুইড ও জেল নীতি (ক্যারি-অন ব্যাগে) :
- ক্যারি-অন ব্যাগে ১০০ মিলিলিটারের বেশি লিকুইড, জেল বা অ্যারোসোল নেওয়া নিষিদ্ধ। এগুলো একটি স্বচ্ছ, পুনরায় সিলযোগ্য প্লাস্টিক ব্যাগে নিয়ে যেতে হয় যার ধারণক্ষমতা ১ লিটার বা তার কম।
- প্রসাধনী সামগ্রী, পানীয়, পারফিউম ইত্যাদি এ নিয়মের আওতায় পড়ে।

৬. ফ্র্যাজাইল আইটেম বা মূল্যবান সামগ্রী:
- মূল্যবান বা ভঙ্গুর জিনিস (যেমন: ল্যাপটপ, ক্যামেরা, গহনা) ক্যারি-অন ব্যাগেই বহন করা উচিত। চেকড ব্যাগে এসব জিনিস রাখা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়, কারণ সেগুলোর ক্ষতির জন্য এয়ারলাইনস দায়ী থাকবে না।

৭. বাচ্চাদের জন্য ব্যাগেজ নীতি:
- বেশিরভাগ এয়ারলাইনস শিশুদের জন্য আলাদা ফ্রিব্যাগ দেয়, বিশেষ করে স্ট্রোলার বা কট বহনের ক্ষেত্রে।
- কিছু এয়ারলাইনস শিশুদের জন্য ছোট ব্যাগ বা শিশু সরঞ্জাম বিনামূল্যে চেক-ইন করার সুযোগ দেয়।

৮. ফ্রি ব্যাগেজ ভাতা:
- বেশিরভাগ আন্তর্জাতিক বিমান সংস্থায় ইকোনমি ক্লাসে ১টি থেকে ২টি ব্যাগ বিনামূল্যে চেক করা যায়, বিজনেস ও ফার্স্ট ক্লাসে আরো বেশি ব্যাগ বিনামূল্যে নেয়া যায়।
- তবে লো-কস্ট ক্যারিয়ারগুলোতে সাধারণত বিনামূল্যে কোনো চেকড ব্যাগেজের সুযোগ থাকে না, সেক্ষেত্রে আলাদা করে টাকা দিয়ে ব্যাগেজ অনুমতি নিতে হয়।

৯. লস্ট বা ড্যামেজড ব্যাগেজ:
- যদি আপনার ব্যাগ হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, এয়ারলাইনসকে অবিলম্বে জানানো উচিত। বেশিরভাগ এয়ারলাইনস ব্যাগ হারানোর জন্য ক্ষতিপূরণ প্রদান করে, তবে এর জন্য নির্দিষ্ট প্রক্রিয়া মেনে চলতে হবে।

১০. অনলাইন ব্যাগেজ বুকিং:
- চেকড ব্যাগেজ অনলাইনে আগে থেকেই বুক করা হলে সাধারণত এয়ারপোর্টের তুলনায় খরচ কিছুটা কম হয়। তাই চেক-ইন ব্যাগেজ আগেই বুক করে রাখা ভালো।

এই সাধারণ ব্যাগেজ নীতিগুলো মেনে চলতে পারলেই আপনার যাত্রা হতে পারে সহজ এবং ঝামেলামুক্ত। তাই ভ্রমণের আগে এয়ারলাইনের নির্দিষ্ট ব্যাগেজ নীতি ভালোভাবে দেখে নেয়া শুধু গুরুত্বপূর্ণই নয়, আবশ্যকও বটে।
তবে এক্ষেত্রে টিকিট ক্রয় করার সময় ট্রাভেল্স থেকে বিমানের নিয়মনীতি ভালোভাবে বুঝে নিতে হবে।

Collected

Address

Old Saida Road
Beirut
12345

Telephone

+96171258818

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fly with Ashraf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fly with Ashraf:

Share

Category


Other Travel Companies in Beirut

Show All