22/08/2024
🏔️সস্তায় নয়, ভালো ঘুরুন।💐
🌹BroZ Homes & Resorts এর এ বারের গ্রুপ ট্যুর -
🍁শহরের কোলাহল থেকে অনেক দূরে, মেঘ বালিকার দেশে কিংবা বরফের আনন্দ পেতে হলে চলুন ঘুরে আসি সিল্ক রুট থেকে।🍁
✅ সঙ্গে থাকছে বাঙালিয়ানা সুস্বাদু খাবার, দারুন দারুন হোমস্টে তে থাকার ব্যবস্থা এবং অনেক অনেক মজা।😌
💮এই শুভ যাত্রা শুরু হচ্ছে 💮
🍁 19 এ ফেব্রুয়ারী এবং 22 এ ফেব্রুয়ারি।🍁
আসুন জেনে নেওয়া যাক আমাদের ট্যুর প্লান ,
❤️ 1️⃣প্রথম দিন:-
সকালে এন. জে. পি স্টেশন এ আলাপ পর্ব সেরে নিয়ে আমরা যাত্রা শুরু করবো কালিম্পং জেলার অন্তর্গত এক সুন্দর পাহাড়ি গ্রাম সিলেরি গাঁও এর উদ্দেশ্যে। যাওয়ার পথে প্রথমেই চোখে পড়বে তিস্তার সৌন্দর্য, নস্টালজিক কালিমপঙ আর পাইনে ঘেরা সাইলেন্ট ভ্যালি। 🚗
🪴ওখানে পৌঁছানোর পর আমরা দুপুরের খাবার সেরে একটু বিশ্রাম নিয়ে পায়ে হেঁটে ঘুরে আসবো রামিটি ভিউ পয়েন্ট। 🌷বিভিন্ন ফুলের গাছ এবং পাহাড়ি সিকিউল্যান্ট দিয়ে সাজানো এই সম্পূর্ন গ্রাম। 📸খানিকক্ষণ ফটো সেশন চলতেই পারে এই জায়গায় । 🏔️এ ছাড়া এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এক বাড়তি পাওনা। সন্ধ্যা বেলায় আলো জ্বলে উঠলে, দূরের ঘন কালো অন্ধকারে পাহাড় গুলো হিরের মত জ্বলজ্বল করে ওঠে। 😊
🌻একটু আলো থাকতে - থাকতে আমরা ফিরে আসবো আমাদের হোমস্টে তে। ☕সন্ধ্যা বেলায় ভেজ পকোড়া সহযোগে চা খেতে খেতে সারা দিনের আনন্দ - অনুভূতি গুলো একটু বিনিময় করে নেবো নিজেদের মধ্যে।
🍛রাতের মেনু তে থাকবে রুটি/ভাত, সবজি বা আলুভাজা এবং চিকেন।🍲
❤️ 2️⃣দ্বিতীয় দিন:-
একটু সকাল সকাল প্রাতরাশ সেরে বেরিয়ে পরবো স্বপ্নের সিল্ক রুট এর উদ্দেশ্যে।😌আজ আমাদের গন্তব্য পাইন জঙ্গলে ঘেরা সিকিম এর আর এক গ্রাম ফাদমচেন।🌲 যাবার পথে প্রথমে দেখে নেবো ,
🏯সিদ্ধিবিনায়ক মন্দির, ঋষি নদী, এর পর আমরা প্রবেশ করবো রেশম পথের প্রবেশ দ্বারে⛩️। জায়গার নাম রঙ্গলী বাজার। রেশম পথে ঢোকার এবং থাকার প্রয়োজনীয় ছাড়পত্র আমরা এখানেই পাবো, যত টুকু সময় পাবো সেই সময়ের মধ্যে আমরা যে কোনো রেস্তোরাঁ তে তিব্বতী মোমো,🍜 ফালে বা থুপ্পার মত কিছু পাহাড়ি খাবারের স্বাদ উপভোগ করতে পারি 🍝(নিজেদের খরচে ),
🧥এ ছাড়া এখানে সমস্ত বাজার জুড়ে আছে খুব কম দামে অসংখ্য শীতের পোশাকের সম্ভার🌲।
তবে আজ সময় বেশি পাওয়া যাবে না। কোনো কেনা কাটা থাকলে ফেরার সময় করে নিতে পারব💐। 🪷এখন থেকে ধীরে ধীরে আমরা কিউখোলা জলপ্রপাত🌊, নিমাচেন হয়ে এগিয়ে যাবো আমাদের গন্তব্যে। 🚙
অসাধারণ ক্যালেন্ডারের ছবির মতো পাহাড়ের ঢালে অবস্থিত BroZ এর একটি হোমস্টে।
আজ এখানেই রাত্রিবাস
🌿 দুপুরের খাবার সেরে ধুপি বা পাইন এ ঘেরা গ্রামে চলতে পারে সুন্দর ফটো সেশন 📸 । 🌷 সন্ধ্যার টিফিন এবং রাতের খাবারের পর আগামী দিনের রোমাঞ্চকর মুহূর্ত গুলো নিজের মত কল্পনা করতে করতে স্বপ্নের জগতে পৌঁছে যাবো।🌄
❤️ 3️⃣তৃতীয় দিন:-
🌅খুব তাড়াতাড়ি সকালের খাবার খেয়েই রওনা দেব স্বপ্নের রেশম পথে। খানিকক্ষণ গাড়ী চলার পর প্রবেশ করবো জুলুক গ্রাম।🗾 সাপের মত একে বেঁকে যাওয়া জিগজ্যাগ পথে গাড়ী প্রথম থামবে গানেক ভিউ পয়েন্টে।🏔️ ঠাণ্ডার প্রকোপ শুরু হয়ে গেছে ইতিমধ্যে, ভাগ্য ভালো থাকলে এখান থেকেই বরফের রাজত্বে প্রবেশ করতে পারেন। ☃️
⛰️এরপর আসবে থাম্বী ভিউ পয়েন্ট, এখান থেকে সম্পূর্ণ জিগজ্যাগ রোড কে দেখতে লাগে পটে আঁকা ছবির মত।🏞️
📸আজ সারা দিন চলবে ফটো সেশন। এর পর লাক্সমানচক, তার সাথে নেপাল, ভুটান ও চীনের পাহাড় এই জায়গা থেকেই দেখতে পাবো।😯
🌨️ইতিমধ্যে আমরা বরফের রাজ্যে প্রবেশ করেছি।⛄একে একে আমরা দেখে নেবো নাথাঙ্গ ভ্যালী যা শীতকালের বেশির ভাগ সময় ই বরফে ঢাকা থাকে🌫️। ⛄বেশ কিছুটা সময় আমরা বরফ নিয়ে খেলা করবো।☃️🌨️যদিও এই সম্পূর্ন রাস্তা টাই বরফে মোরা থাকে এই সময়। 😯
🚙এর পর আমরা পৌঁছাব রেশম পথের আর এক ঐতিহাসিক স্থান পুরোনো বাবা মন্দিরে🛕। ভারতীয় সেনার এক বীর জওয়ান বাবা হরভজন সিংয়ের নামানুসারেই এই মন্দিরের নামকরণ হয়েছে👨🏼✈️। এক অপার স্বর্গ শান্তি বিরাজ করে এই জায়গায়। 🌼বাবা হরভজন সিংয়ের বাংকার এবং মন্দির দুটোই সুন্দর সাজানো গোছানো🌼। আর একটু এগিয়ে আমরা দেখব কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক,🐘 যা দেখতে হাতির মত। 🚗এখান থেকেই আমরা আবার ফিরে আসবো ফাদমচেন এ। 🏠
❤️ 4️⃣চতুর্থ দিন:-
🚗আমরা বেরিয়ে পরবো আমাদের শেষ গন্তব্য সামালবং এর উদ্দেশ্যে🏘️। মাঝখানে রংলী বাজারে চাইলে কিছু কেনাকাটা করে নিতে পারি।🧤
🌸সামালবং এ ঢুকে আমরা পাহাড়ে বাঙালিয়ানার একটা অদ্ভুত সুন্দর পরিবেশ পাবো আমাদের হোমস্টে তে🍲। দুপুর বেলায় সম্পূর্ন বাঙালি রকমারি খাওয়া-দাওয়া সেরে পায়ে হেঁটে সামনের সমালবং ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসবো।🏔️
🚶🏼♂️একটু অন্ধকার হলে আমরা খানিক টা হেঁটে গিয়ে দেখে আসবো সম্পূর্ণ কালিম্পং শহরের নেকলেস ভিউ।
এ এক অন্যরকম অনুভূতি😌। ফিরে এসে আজ একটু বেশিই আনন্দ করবো,😄 আজ আমরা ক্যাম্প ফায়ার করব🔥, 😋সাথে থাকবে বার্বিকিউ, 🤩নাচগান করবো নিজেরাই।
😲রাতের মেনুতে থাকবে ফ্রায়েডরাইস/বাসন্তী পোলাও চিলি চিকেন/চিকেন কসা😋।
❤️ 5️⃣পঞ্চম দিন:-
🌄সকাল এ ঘুম ভাঙবে কাঁচনজঙ্ঘার সাথে। ঘুম থেকে উঠেই ভিউ পয়েন্ট।। আর যারা সানরাইজ দেখতে চান সেক্ষেত্রে উঠতে হবে সকাল সকাল। অসাধারন সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘার সাক্ষী থাকবো আমরা। সকালের খাবার খেয়ে একটু ভিউ পয়েন্ট এ ঘুরে এসে তাড়াতাড়ি দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পরবো 🥘কলকাতার উদ্দেশ্যে, আজও যাওয়ার পথে থাকছে সেলফি দ্বারা ভিউ পয়েন্ট, এখান থেকে পাখির চোখে দেখে নেব তিস্তা এবং করোনেশন ব্রিজের অপরূপ দৃশ্য এরপর কালিঝরা ডাম দেখে এন,জে,পি স্টেশন এ🚈।
😌😊 সাথে নিয়ে আসবো এক দারুন আনন্দমুখর সময়ের স্মৃতি।😊😄
🚨🍁আমরা কি কি দিচ্ছি 🍁🚨
✅ উপরের টুর প্ল্যান অনুযায়ী সমস্ত
সাইট সিন ও থাকা।
✅ প্রথম দিন ব্রেকফাস্ট থেকে শেষ
দিন দুপুরের খাবার, হোটেলে।
✅ সুন্দর হোমস্টে। (With Geyser)
✅ নিউ জলপাইগুড়ি থেকে নিউ
জলপাইগুড়ি পর্যন্ত গাড়ি।
✅ Sightseeing এর Car।
✅ সমস্ত পারমিট এর খরচ।
✅ বনফায়ার সাথে বারবিকিউ।
(সমালবং -এ)
✅ সুন্দর আতিথেয়তা।
✅ সম্পূর্ণ ট্যুরে ট্যুর গাইড।
✅ গ্রূমিং গাড়ি।
✅ নিজস্ব ফ্যামিলি অনুযায়ী
ডিলাক্স রুম।
🚨আমরা কি দিচ্ছি না 🚨
✅ কোনরকম Taxi ভাড়া, ট্রেন এর
টিকিট।
✅ বাইরে কোনো রকম খাবার।
✅ কোনো জায়গার কোনরকম
টিকিট ।
✅ কোনো ব্যক্তিগত খরচ।
✅ যা ওপরে আমরা যা যা দিচ্ছি
তার মধ্যে বলা নেই,
সেগুলি আমারা দিচ্ছি না।
𝐂𝐎𝐍𝐓𝐀𝐂𝐓-𝟗𝟔𝟎𝟗𝟓𝟐𝟖𝟑𝟑𝟎
🚨🚨বি:দ্র: বরফ পাওয়া না পাওয়া পুরোটাই প্রকৃতির ওপর, বরফ পরার পর কতটা রাস্তা যাওয়া যাবে সেটা নির্ভর করে আর্মি ও সিকিম পুলিশের পারমিট এর ওপর।