BroZ Homes & Resort

  • Home
  • BroZ Homes & Resort

BroZ Homes & Resort Franchise partner Broz homes and Resort

Sisamara (Dooars)For Booking 096095 28330
09/02/2025

Sisamara (Dooars)
For Booking 096095 28330

Fish festival our Samalbong Homestay
22/11/2024

Fish festival our Samalbong Homestay

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onb...
20/11/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onboard! Soumitra Roy, ইন্দ্রনীল দত্ত, Payel Mallick, Josna Pori, Ishani Goswami

𝑯𝒂𝒑𝒑𝒚 𝑮𝒖𝒆𝒔𝒕 𝒂𝒕 𝑮𝒂𝒏𝒈𝒕𝒐𝒌 𝑯𝒐𝒕𝒆𝒍
15/10/2024

𝑯𝒂𝒑𝒑𝒚 𝑮𝒖𝒆𝒔𝒕 𝒂𝒕 𝑮𝒂𝒏𝒈𝒕𝒐𝒌 𝑯𝒐𝒕𝒆𝒍

🍁Silk Route With BroZ Homes And Resorts🍁 ☘️ঘুরতে যাবেন ভাবছেন  কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না। তাহলে চলুন BroZ এর সা...
19/09/2024

🍁Silk Route With BroZ Homes And Resorts🍁

☘️ঘুরতে যাবেন ভাবছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না। তাহলে চলুন BroZ এর সাথে একবার সিল্করুট ঘুরে আসুন। শুরুটা হবে আমাদের কালিংপং এর ছোট্ট একটা গ্রাম সামালবং থেকে তারপর জিগজ্যাক রোডের আঁকাবাঁকা পথ পেয়ে উঠে পড়বো পাহাড়ের শেষ প্রান্তে, শেষটা হবে গ্যাংটকের MG MARG ঘুরে। ☘️
♦️ একদিন গ্যাংটক এ থেকে সন্ধ্যেবেলায় MG MARG ঘুরতে বেরুন। এই MG MARG ডিসেম্বর মাসে তার এক নতুন সাজে সেজে ওঠে , সেটা অনুভব করতে চলে আসুন আপনাদের প্রিয় মানুষটার হাত ধরে।।❤️

🌿 তাহলে বেশি দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের আতিথেয়তা আর বাঙালিয়ানা খাবার আপনার মনকে খুশি করে দেবে আর একটা সুন্দর স্মৃতি প্রদান করবে। এটা আমাদের গ্যারান্টি।🌿
✅যোগাযোগ করু-- 𝟗𝟔𝟎𝟗𝟓𝟐𝟖𝟑𝟑𝟎

17/09/2024
🏘️আমাদের সামালবং 😊🤔চলুন না একবার ঘুরেই আসি পাহাড়ের কোলে বসে জানালা দিয়ে এক অপরূপ পাহাড়ে দৃশ্য 🏔️ সে কি অনুভূতি 😌🌄সকাল...
09/09/2024

🏘️আমাদের সামালবং 😊
🤔চলুন না একবার ঘুরেই আসি
পাহাড়ের কোলে বসে জানালা দিয়ে এক অপরূপ পাহাড়ে দৃশ্য 🏔️ সে কি অনুভূতি 😌
🌄সকালে ঘুম থেকে ওঠার পর দরজা কিংবা জানলা খুললেই আপনার ঘরে ঢুকে পড়বে ঘন সাদা মেঘ ☁️
🌹আমাদের আতিথিয়তা তার সাথে বাঙালিয়ানা খাওয়া দাওয়া,😋পাহাড়ের কোলে বসে বাঙালিয়ানা সবকিছু পাওয়া এটাও একটা অসাধারণ অভিজ্ঞতা, 😋🌹এটা উপভোগ করতে চলে আসুন আমাদের সামালবং এ🌹
🍁BroZ Homes And Resorts🍁

04/09/2024

🍁 BroZ Homes And Resorts🍁
Gangtok এ আমাদের আতিথিয়তা এবং বাঙালিয়ানা খাবার উপভোগ করে সবাই খুবই খুশি।
এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য ধন্যবাদ ম্যাডাম এবং স্যার।
☘️BroZ Nazom Retreat☘️

Contact for booking :-9609528330

🏔️সস্তায় নয়, ভালো ঘুরুন।💐🌹BroZ Homes & Resorts  এর এ বারের গ্রুপ ট্যুর - 🍁শহরের কোলাহল থেকে অনেক দূরে, মেঘ বালিকার দেশ...
22/08/2024

🏔️সস্তায় নয়, ভালো ঘুরুন।💐
🌹BroZ Homes & Resorts এর এ বারের গ্রুপ ট্যুর -
🍁শহরের কোলাহল থেকে অনেক দূরে, মেঘ বালিকার দেশে কিংবা বরফের আনন্দ পেতে হলে চলুন ঘুরে আসি সিল্ক রুট থেকে।🍁
✅ সঙ্গে থাকছে বাঙালিয়ানা সুস্বাদু খাবার, দারুন দারুন হোমস্টে তে থাকার ব্যবস্থা এবং অনেক অনেক মজা।😌

💮এই শুভ যাত্রা শুরু হচ্ছে 💮
🍁 19 এ ফেব্রুয়ারী এবং 22 এ ফেব্রুয়ারি।🍁
আসুন জেনে নেওয়া যাক আমাদের ট্যুর প্লান ,
❤️ 1️⃣প্রথম দিন:-
সকালে এন. জে. পি স্টেশন এ আলাপ পর্ব সেরে নিয়ে আমরা যাত্রা শুরু করবো কালিম্পং জেলার অন্তর্গত এক সুন্দর পাহাড়ি গ্রাম সিলেরি গাঁও এর উদ্দেশ্যে। যাওয়ার পথে প্রথমেই চোখে পড়বে তিস্তার সৌন্দর্য, নস্টালজিক কালিমপঙ আর পাইনে ঘেরা সাইলেন্ট ভ্যালি। 🚗
🪴ওখানে পৌঁছানোর পর আমরা দুপুরের খাবার সেরে একটু বিশ্রাম নিয়ে পায়ে হেঁটে ঘুরে আসবো রামিটি ভিউ পয়েন্ট। 🌷বিভিন্ন ফুলের গাছ এবং পাহাড়ি সিকিউল্যান্ট দিয়ে সাজানো এই সম্পূর্ন গ্রাম। 📸খানিকক্ষণ ফটো সেশন চলতেই পারে এই জায়গায় । 🏔️এ ছাড়া এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এক বাড়তি পাওনা। সন্ধ্যা বেলায় আলো জ্বলে উঠলে, দূরের ঘন কালো অন্ধকারে পাহাড় গুলো হিরের মত জ্বলজ্বল করে ওঠে। 😊
🌻একটু আলো থাকতে - থাকতে আমরা ফিরে আসবো আমাদের হোমস্টে তে। ☕সন্ধ্যা বেলায় ভেজ পকোড়া সহযোগে চা খেতে খেতে সারা দিনের আনন্দ - অনুভূতি গুলো একটু বিনিময় করে নেবো নিজেদের মধ্যে।

🍛রাতের মেনু তে থাকবে রুটি/ভাত, সবজি বা আলুভাজা এবং চিকেন।🍲

❤️ 2️⃣দ্বিতীয় দিন:-
একটু সকাল সকাল প্রাতরাশ সেরে বেরিয়ে পরবো স্বপ্নের সিল্ক রুট এর উদ্দেশ্যে।😌আজ আমাদের গন্তব্য পাইন জঙ্গলে ঘেরা সিকিম এর আর এক গ্রাম ফাদমচেন।🌲 যাবার পথে প্রথমে দেখে নেবো ,
🏯সিদ্ধিবিনায়ক মন্দির, ঋষি নদী, এর পর আমরা প্রবেশ করবো রেশম পথের প্রবেশ দ্বারে⛩️। জায়গার নাম রঙ্গলী বাজার। রেশম পথে ঢোকার এবং থাকার প্রয়োজনীয় ছাড়পত্র আমরা এখানেই পাবো, যত টুকু সময় পাবো সেই সময়ের মধ্যে আমরা যে কোনো রেস্তোরাঁ তে তিব্বতী মোমো,🍜 ফালে বা থুপ্পার মত কিছু পাহাড়ি খাবারের স্বাদ উপভোগ করতে পারি 🍝(নিজেদের খরচে ),
🧥এ ছাড়া এখানে সমস্ত বাজার জুড়ে আছে খুব কম দামে অসংখ্য শীতের পোশাকের সম্ভার🌲।
তবে আজ সময় বেশি পাওয়া যাবে না। কোনো কেনা কাটা থাকলে ফেরার সময় করে নিতে পারব💐। 🪷এখন থেকে ধীরে ধীরে আমরা কিউখোলা জলপ্রপাত🌊, নিমাচেন হয়ে এগিয়ে যাবো আমাদের গন্তব্যে। 🚙
অসাধারণ ক্যালেন্ডারের ছবির মতো পাহাড়ের ঢালে অবস্থিত BroZ এর একটি হোমস্টে।
আজ এখানেই রাত্রিবাস
🌿 দুপুরের খাবার সেরে ধুপি বা পাইন এ ঘেরা গ্রামে চলতে পারে সুন্দর ফটো সেশন 📸 । 🌷 সন্ধ্যার টিফিন এবং রাতের খাবারের পর আগামী দিনের রোমাঞ্চকর মুহূর্ত গুলো নিজের মত কল্পনা করতে করতে স্বপ্নের জগতে পৌঁছে যাবো।🌄

❤️ 3️⃣তৃতীয় দিন:-
🌅খুব তাড়াতাড়ি সকালের খাবার খেয়েই রওনা দেব স্বপ্নের রেশম পথে। খানিকক্ষণ গাড়ী চলার পর প্রবেশ করবো জুলুক গ্রাম।🗾 সাপের মত একে বেঁকে যাওয়া জিগজ্যাগ পথে গাড়ী প্রথম থামবে গানেক ভিউ পয়েন্টে।🏔️ ঠাণ্ডার প্রকোপ শুরু হয়ে গেছে ইতিমধ্যে, ভাগ্য ভালো থাকলে এখান থেকেই বরফের রাজত্বে প্রবেশ করতে পারেন। ☃️
⛰️এরপর আসবে থাম্বী ভিউ পয়েন্ট, এখান থেকে সম্পূর্ণ জিগজ্যাগ রোড কে দেখতে লাগে পটে আঁকা ছবির মত।🏞️
📸আজ সারা দিন চলবে ফটো সেশন। এর পর লাক্সমানচক, তার সাথে নেপাল, ভুটান ও চীনের পাহাড় এই জায়গা থেকেই দেখতে পাবো।😯

🌨️ইতিমধ্যে আমরা বরফের রাজ্যে প্রবেশ করেছি।⛄একে একে আমরা দেখে নেবো নাথাঙ্গ ভ্যালী যা শীতকালের বেশির ভাগ সময় ই বরফে ঢাকা থাকে🌫️। ⛄বেশ কিছুটা সময় আমরা বরফ নিয়ে খেলা করবো।☃️🌨️যদিও এই সম্পূর্ন রাস্তা টাই বরফে মোরা থাকে এই সময়। 😯
🚙এর পর আমরা পৌঁছাব রেশম পথের আর এক ঐতিহাসিক স্থান পুরোনো বাবা মন্দিরে🛕। ভারতীয় সেনার এক বীর জওয়ান বাবা হরভজন সিংয়ের নামানুসারেই এই মন্দিরের নামকরণ হয়েছে👨🏼‍✈️। এক অপার স্বর্গ শান্তি বিরাজ করে এই জায়গায়। 🌼বাবা হরভজন সিংয়ের বাংকার এবং মন্দির দুটোই সুন্দর সাজানো গোছানো🌼। আর একটু এগিয়ে আমরা দেখব কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক,🐘 যা দেখতে হাতির মত। 🚗এখান থেকেই আমরা আবার ফিরে আসবো ফাদমচেন এ। 🏠
❤️ 4️⃣চতুর্থ দিন:-
🚗আমরা বেরিয়ে পরবো আমাদের শেষ গন্তব্য সামালবং এর উদ্দেশ্যে🏘️। মাঝখানে রংলী বাজারে চাইলে কিছু কেনাকাটা করে নিতে পারি।🧤
🌸সামালবং এ ঢুকে আমরা পাহাড়ে বাঙালিয়ানার একটা অদ্ভুত সুন্দর পরিবেশ পাবো আমাদের হোমস্টে তে🍲। দুপুর বেলায় সম্পূর্ন বাঙালি রকমারি খাওয়া-দাওয়া সেরে পায়ে হেঁটে সামনের সমালবং ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসবো।🏔️
🚶🏼‍♂️একটু অন্ধকার হলে আমরা খানিক টা হেঁটে গিয়ে দেখে আসবো সম্পূর্ণ কালিম্পং শহরের নেকলেস ভিউ।
এ এক অন্যরকম অনুভূতি😌। ফিরে এসে আজ একটু বেশিই আনন্দ করবো,😄 আজ আমরা ক্যাম্প ফায়ার করব🔥, 😋সাথে থাকবে বার্বিকিউ, 🤩নাচগান করবো নিজেরাই।
😲রাতের মেনুতে থাকবে ফ্রায়েডরাইস/বাসন্তী পোলাও চিলি চিকেন/চিকেন কসা😋।

❤️ 5️⃣পঞ্চম দিন:-
🌄সকাল এ ঘুম ভাঙবে কাঁচনজঙ্ঘার সাথে। ঘুম থেকে উঠেই ভিউ পয়েন্ট।। আর যারা সানরাইজ দেখতে চান সেক্ষেত্রে উঠতে হবে সকাল সকাল। অসাধারন সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘার সাক্ষী থাকবো আমরা। সকালের খাবার খেয়ে একটু ভিউ পয়েন্ট এ ঘুরে এসে তাড়াতাড়ি দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পরবো 🥘কলকাতার উদ্দেশ্যে, আজও যাওয়ার পথে থাকছে সেলফি দ্বারা ভিউ পয়েন্ট, এখান থেকে পাখির চোখে দেখে নেব তিস্তা এবং করোনেশন ব্রিজের অপরূপ দৃশ্য এরপর কালিঝরা ডাম দেখে এন,জে,পি স্টেশন এ🚈।
😌😊 সাথে নিয়ে আসবো এক দারুন আনন্দমুখর সময়ের স্মৃতি।😊😄

🚨🍁আমরা কি কি দিচ্ছি 🍁🚨
✅ উপরের টুর প্ল্যান অনুযায়ী সমস্ত
সাইট সিন ও থাকা।
✅ প্রথম দিন ব্রেকফাস্ট থেকে শেষ
দিন দুপুরের খাবার, হোটেলে।
✅ সুন্দর হোমস্টে। (With Geyser)
✅ নিউ জলপাইগুড়ি থেকে নিউ
জলপাইগুড়ি পর্যন্ত গাড়ি।
✅ Sightseeing এর Car।
✅ সমস্ত পারমিট এর খরচ।
✅ বনফায়ার সাথে বারবিকিউ।
(সমালবং -এ)
✅ সুন্দর আতিথেয়তা।
✅ সম্পূর্ণ ট্যুরে ট্যুর গাইড।
✅ গ্রূমিং গাড়ি।
✅ নিজস্ব ফ্যামিলি অনুযায়ী
ডিলাক্স রুম।
🚨আমরা কি দিচ্ছি না 🚨
✅ কোনরকম Taxi ভাড়া, ট্রেন এর
টিকিট।
✅ বাইরে কোনো রকম খাবার।
✅ কোনো জায়গার কোনরকম
টিকিট ।
✅ কোনো ব্যক্তিগত খরচ।
✅ যা ওপরে আমরা যা যা দিচ্ছি
তার মধ্যে বলা নেই,
সেগুলি আমারা দিচ্ছি না।

𝐂𝐎𝐍𝐓𝐀𝐂𝐓-𝟗𝟔𝟎𝟗𝟓𝟐𝟖𝟑𝟑𝟎

🚨🚨বি:দ্র: বরফ পাওয়া না পাওয়া পুরোটাই প্রকৃতির ওপর, বরফ পরার পর কতটা রাস্তা যাওয়া যাবে সেটা নির্ভর করে আর্মি ও সিকিম পুলিশের পারমিট এর ওপর।

🌲🐟 **𝙁𝙞𝙨𝙝 𝙁𝙚𝙨𝙩𝙞𝙫𝙖𝙡 2024 এবার পাহাড়ে** 🐟🌲🐤 এদিক ওদিক FISH FESTIVAL তো অনেক হলো এবার FISH FESTIVAL হবে  *পাহাড়ে*🏔️ 🌹 𝘽𝙧𝙤...
21/08/2024

🌲🐟 **𝙁𝙞𝙨𝙝 𝙁𝙚𝙨𝙩𝙞𝙫𝙖𝙡 2024 এবার পাহাড়ে** 🐟🌲

🐤 এদিক ওদিক FISH FESTIVAL তো অনেক হলো এবার FISH FESTIVAL হবে *পাহাড়ে*🏔️
🌹 𝘽𝙧𝙤𝙕 এর জন্মদিন উপলক্ষে BROZ HOMES AND RESORTS খাদ্য রসিকদের জন্য নিয়ে এসেছে পাহাড়ে FISH FESTIVAL 2024😋
📢*১৫ নভেম্বরের থেকে ৩০ নভেম্বরে তারিখ পর্যন্ত তাও আমাদের স্বপ্নের সামালবঙ প্রপার্টিতে ।*💐💐

🏕️তাহলে দেরি না করে তাড়াতাড়ি বুক করুন এই নাম্বারে__🗻
☎️-- +919609528330
আমাদের এই উৎসবে খাদ্য রসিকদের জন্য থাকবে😋-
🍛**দুপুরের লাঞ্চ (1.30pm - 2.30pm)__🍽️
🔖 বাসমতি চালের ঝুরো ঝুরো ভাত
পাহাড়ি ঘী
🔖শাক ভাজা
🔖বড়ি দিয়ে শুক্ত
🔖মাছের মাথা দিয়ে মুগ ডাল
🔖ঝুরো ঝুরো আলুভাজা/ ফুলকো বেগুনি/ বেগুন সুন্দরী
🔖ফ্রাইড ফিশ
🔖লোকাল মাছের চচ্চড়ি
🔖চিংড়ি মালাইকারি /পাবদার ঝাল
🔖কাতলা কালিয়া /দই কাতলা
🔖ফ্রুট চাটনি / টমেটো চাটনি
🔖পাপড়🦞🦐

🌌**সন্ধে স্ন্যাকস (5.30pm - 6.30pm)__☕
🔖দার্জিলিং চা/কফি
🔖ফিস ফিঙ্গার/ফিস কাটলেট/ফিস বল🧆🍟

🌃**রাতের ডিনার (8.45pm - 9.30pm)__🥘
🔖গ্রিন সালাড🥙
🔖ফ্রাইডরাইস/বাসন্তী 🍛পোলাও/কলকাতা স্টাইল বিরিয়ানি 🍲
🔖চিলিচিকেন/বাটার চিকেন/চিকেন মাঞ্চুরিয়ান/গ্রিন চিকেন/চিকেন চাপ🥘

🏞️**সকালের ব্রেকফাস্ট (8am - 9am)__😋
🔖কড়াইশুঁটির কচুরি/হিংয়ের কচুরি/ফুলকো লুচি/পরোটা 🍲
🔖আলুর দম/ছোলার ডাল/ ঘুগনি🍲
🔖সিদ্ধ ডিম 🥚
🔖জুস🍹

🐻*অবস্থা বিশেষ ও বাজারে জিনিস পাওয়া না পাওয়ার ওপরে মেনু পরিবর্তন হতে পারে।🐨

🐠** প্রতিদিন নির্ধারিত মেনু সমস্ত গেস্টের জন্য প্রযোজ্য।🐠

**𝘽𝙧𝙤𝙕 𝙃𝙤𝙢𝙚𝙨 & 𝙍𝙚𝙨𝙤𝙧𝙩𝙨**
☎️- 9609528330

💚❤️Necklace view of Kalimpong town from our Samalbong Homestay💚❤️
19/08/2024

💚❤️Necklace view of Kalimpong town from our Samalbong Homestay💚❤️

আজ আপনাদের কালিম্পং জেলার সামালবঙ গ্রাম সমন্ধে বলবো। সামালবঙ কালিম্পং এর এক নতুন ও রেয়ার অফবিট ডেস্টিনেশন। এই গ্রাম টি ...
08/08/2024

আজ আপনাদের কালিম্পং জেলার সামালবঙ গ্রাম সমন্ধে বলবো।

সামালবঙ কালিম্পং এর এক নতুন ও রেয়ার অফবিট ডেস্টিনেশন। এই গ্রাম টি 5200 ফিট উচ্চতা তে অবস্থিত ,শীতকালে 4/5 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার নেমে যায় ।এটা কালিম্পং শহর থেকে 28কিমি ও নিউ জলপাইগুড়ি থেকে 63 কিমি দূরে অবস্থিত ।শান্ত ও নিরিবিলি পরিবেশে দিন কাটানোর জন্য এই সামালবঙ কিন্তু অতুলনীয়। এই গ্রামে হাতে গোনা কিছু মানুষের বাসস্থান ,আর গ্রামে 2/3 টে ছোটো ছোটো দোকান। একদমই কোলাহল মূক্ত এই গ্রাম। এখানের মানুষজন খুবই বন্ধুত্বপূর্ণ ও সাহায্যকারী ।

এই গ্রামে কি কি পাবেন এবার বলি --- কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ এখান থেকে দেখতে পাওয়া যায় । আর সাথে রাতের কালিম্পং এর নেকলেস ভিউ মন কেঁড়ে নেবার মতোই ।এই নেকলেস ভিউ একমাত্র এই সামালবঙ থেকেই দেখতে পাওয়া যায়। কটেজ থেকে পায়ে হেঁটে 2 মিনিট এর দূরুত্বে আছে সামালবঙ ভিউ পয়েন্ট,যাকে আমরা রাইদাঁড়া বলেও চিনি। এটা এক প্রকার ডেড এন্ড ।এই রাইদাঁড়া তে বসে দুর্দান্ত সানসেট উপভোগ করতে পারেন আর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য তো আছেই ।তাছাড়া কি নেই এখানে ঘন জংগল ,বিভিন্ন রংবে রংঙের পাহাড়ি ফুল ,পাখিদের কলরব ,নিচে বয়ে যাওয়া নদী ,চাষের জমি সবই দেখতে পাবেন। আর যদি কপাল ভালো থাকে তাহলে দেখা মিলবে ময়ূর এর ।

কি করে আসবেন এখানে ---- অগ্রিম বুকিং করে থাকলে আমাদের গাড়ি সময় মতো নিউ জলপাইগুড়ি /শিলিগুড়ি /নিউ মাল /বাগডোগরা থেকে পিক করে নিয়ে আসবে আপনাদের।
আর কোনো ব্যক্তি একা আসতে চাইলে নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার গাড়ি করে প্রথমে কালিম্পং তারপর কালিম্পং থেকে শেয়ার গাড়ি করে সামালবঙ আসতে হবে ।

পথে কি কি দেখবেন --- নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি করে সেবক এর জংগল পেরিয়ে আমরা কলিঝোরা ব্রিজ ক্রস করে পৌচ্ছে যাবো সেলফি দাঁড়া তে ।এখানে একটু সময় নিয়ে নেবো ।সেলফি দাঁড়া থেকে অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায় ।তিস্তা নদীকে পাহাড় ছেড়ে সমতলে মিশতে দেখবেন ।তারপর পথে আমরা সিনজি ও তানইয়াং গ্রাম এর ওপর দিয়ে গিয়ে সামালবঙ পৌঁছাবো ।

কোথায় থাকবেন ---- এই গ্রামে আপাতত একটাই কটেজ নাম BroZ Tibetan Villa Samalbong এখানে আপনাদের রাত্রিবাস করতে হবে ।

কোথায় কোথায় ঘুরবেন ---- এখান থেকে sight seeing করতে পারেন চারখোল ,ঝন্ডি ,লোলেগাঁও ,লাভা ,কাফেরগাঁও তাছাড়া কালিম্পং শহরের পুরো sight seeing করতে পারেন ।

একবার সময় বের করে কংক্রিট এর জংগল ছেড়ে চলে আসুন এখানে দুটি দিন কাটানোর জন্য ।কথা দিচ্ছি ঠকবেন না ।আপনাদের আতিথিয়েতার জন্য আমরা সর্বদা আছি ।

আমাদের কটেজ এ থাকা ও খাওয়ার সু ব্যবস্থা আছে ।
সকালের ব্রেকফাস্ট ,দুপুরের লাঞ্চ ,ইভনিং স্ন্যাকস ,রাতের ডিনার ।তাছাড়া বোন ফায়ার ও বারবিকিউ এর ব্যবস্থা আছে ।

খরচ জনপ্রতি 1500 টাকা করে ।
যোগাযোগ - 9609528330

নোট - এখান থেকে সিল্করুট ও ঘোরা যায়।

🌲🐟 **𝙁𝙞𝙨𝙝 𝙁𝙚𝙨𝙩𝙞𝙫𝙖𝙡 2024 এবার পাহাড়ে** 🐟🌲🐤 এদিক ওদিক FISH FESTIVAL তো অনেক হলো এবার FISH FESTIVAL হবে  *পাহাড়ে*🏔️ 🌹 𝘽𝙧𝙤...
27/07/2024

🌲🐟 **𝙁𝙞𝙨𝙝 𝙁𝙚𝙨𝙩𝙞𝙫𝙖𝙡 2024 এবার পাহাড়ে** 🐟🌲

🐤 এদিক ওদিক FISH FESTIVAL তো অনেক হলো এবার FISH FESTIVAL হবে *পাহাড়ে*🏔️
🌹 𝘽𝙧𝙤𝙕 এর জন্মদিন উপলক্ষে BROZ HOMES AND RESORTS খাদ্য রসিকদের জন্য নিয়ে এসেছে পাহাড়ে FISH FESTIVAL 2024😋
📢*১৫ নভেম্বরের থেকে ৩০ নভেম্বরে তারিখ পর্যন্ত তাও আমাদের স্বপ্নের সামালবঙ প্রপার্টিতে ।*💐💐

🏕️তাহলে দেরি না করে তাড়াতাড়ি বুক করুন এই নাম্বারে__🗻
☎️-- +919609528330
আমাদের এই উৎসবে খাদ্য রসিকদের জন্য থাকবে😋-
🍛**দুপুরের লাঞ্চ (1.30pm - 2.30pm)__🍽️
🔖 বাসমতি চালের ঝুরো ঝুরো ভাত
পাহাড়ি ঘী
🔖শাক ভাজা
🔖বড়ি দিয়ে শুক্ত
🔖মাছের মাথা দিয়ে মুগ ডাল
🔖ঝুরো ঝুরো আলুভাজা/ ফুলকো বেগুনি/ বেগুন সুন্দরী
🔖ফ্রাইড ফিশ
🔖লোকাল মাছের চচ্চড়ি
🔖চিংড়ি মালাইকারি /পাবদার ঝাল
🔖কাতলা কালিয়া /দই কাতলা
🔖ফ্রুট চাটনি / টমেটো চাটনি
🔖পাপড়🦞🦐

🌌**সন্ধে স্ন্যাকস (5.30pm - 6.30pm)__☕
🔖দার্জিলিং চা/কফি
🔖ফিস ফিঙ্গার/ফিস কাটলেট/ফিস বল🧆🍟

🌃**রাতের ডিনার (8.45pm - 9.30pm)__🥘
🔖গ্রিন সালাড🥙
🔖ফ্রাইডরাইস/বাসন্তী 🍛পোলাও/কলকাতা স্টাইল বিরিয়ানি 🍲
🔖চিলিচিকেন/বাটার চিকেন/চিকেন মাঞ্চুরিয়ান/গ্রিন চিকেন/চিকেন চাপ🥘

🏞️**সকালের ব্রেকফাস্ট (8am - 9am)__😋
🔖কড়াইশুঁটির কচুরি/হিংয়ের কচুরি/ফুলকো লুচি/পরোটা 🍲
🔖আলুর দম/ছোলার ডাল/ ঘুগনি🍲
🔖সিদ্ধ ডিম 🥚
🔖জুস🍹

🐻*অবস্থা বিশেষ ও বাজারে জিনিস পাওয়া না পাওয়ার ওপরে মেনু পরিবর্তন হতে পারে।🐨

🐠** প্রতিদিন নির্ধারিত মেনু সমস্ত গেস্টের জন্য প্রযোজ্য।🐠

**𝘽𝙧𝙤𝙕 𝙃𝙤𝙢𝙚𝙨 & 𝙍𝙚𝙨𝙤𝙧𝙩𝙨**
☎️- 096095 28330

10/07/2024
06/07/2024

|| 😍 𝙍𝙚𝙫𝙞𝙚𝙬 𝙏𝙞𝙢𝙚 😍 ||
Can't make it 100%, But we will try for sure...
𝘼𝙩 𝙤𝙪𝙧 𝙎𝙖𝙢𝙖𝙡𝙗𝙤𝙣𝙜 𝙃𝙤𝙢𝙚 𝙎𝙩𝙖𝙮 - 🔥𝙏𝙞𝙗𝙚𝙩𝙖𝙣 𝙑𝙞𝙡𝙡𝙖 𝙎𝙖𝙢𝙖𝙡𝙗𝙤𝙣𝙜🔥

𝘽𝙧𝙤𝙕 𝙃𝙤𝙢𝙚𝙨 & 𝙍𝙚𝙨𝙤𝙧𝙩𝙨

🔵֎ 𝐒𝐢𝐥𝐤 𝐑𝐨𝐮𝐭𝐞 𝐖𝐢𝐭𝐡 𝐆𝐚𝐧𝐠𝐭𝐨𝐤 🔴֍     এবার পুজোয়রেশম পথে    "ভালো ঘুরুন সস্তায় নয়"।চলুন আমাদের সাথে আনন্দ ভ্রমনে  ইস্ট সিকিম...
22/06/2024

🔵֎ 𝐒𝐢𝐥𝐤 𝐑𝐨𝐮𝐭𝐞 𝐖𝐢𝐭𝐡 𝐆𝐚𝐧𝐠𝐭𝐨𝐤 🔴֍
এবার পুজোয়
রেশম পথে
"ভালো ঘুরুন সস্তায় নয়"।

চলুন আমাদের সাথে আনন্দ ভ্রমনে ইস্ট সিকিম। নিজস্ব হোম স্টে , 14100 ফিট মতো উচ্চতা ও তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকায় এখানে কোন গাছ আপনার চোখে পড়বে না।
সিল্ক রুটে আসার জন্য অনেক ভাবে প্লান করা যায়। এবং অনেক রকম বাজেট হয়ে থাকে।ক্যাটাগরি আপনাকে পছন্দ করতে হবে। তাই আমরা বলি ভালো ঘুরুন।আমাদের সুন্দর হোম স্টে ও আমাদের অতিথি আপ্যায়ন আপনার ঘোরার আনন্দ কে আরো বহু গুন বাড়িয়ে দিতে সাহায্য করবে সেটা হলপ করে বলতে পারি।

ট্যুর প্লান--👉 *Day 1:(𝐒𝐢𝐥𝐢𝐠𝐮𝐫𝐢 𝐓𝐨 𝐆𝐚𝐧𝐠𝐭𝐨𝐤)
আজ আমারা যাবো গ্যাংটক।ট্রেন থেকে নেমে তারপর গ্যাংটক এর জন্য রহনা হবো।গ্যাংটক এ পৌঁছানোর পর দুপুরের খাবার খাবো।বিকাল এ গ্যাংটক ম্যাল টা ঘুরে আসতে পারেন নিজ খরচে।
Day 2:(𝐆𝐚𝐧𝐠𝐭𝐨𝐤 𝐓𝐨 𝐏𝐡𝐚𝐝𝐚𝐦𝐜𝐡𝐞𝐧)
আজ আমারা যাবো ফাদামছেন । সকালে ব্রেক ফাস্ট করে আমরা যাত্রা করবো।প্রথম পড়বে তাসি ভিউ পয়েন্ট, ছাঙ্গু লেক,নিউ বাবামন্দির, কুপুপ লেক, জেলেপলা পাস, ওল্ড বাবা মন্দির, নাথাং ভ্যালি, laxman চৌক, থাম্বি view point, জুলুক ও ইকোনেচার পার্ক ঘুরে নাইট স্টে ফাদামচেন এ।

DAY-3:- (𝐏𝐡𝐚𝐝𝐚𝐦𝐜𝐡𝐞𝐧 𝐓𝐨 𝐃𝐚𝐫𝐚 𝐆𝐚𝐨𝐧) - আজ আমাদের ঘোরানোর তৃতীয় দিন।যাত্রা পথে পড়বে কাউখোলা ওয়াটার ফলস। তারপর রংলি মার্কেট আমরা রংলী মার্কেট এ কিছুক্ষন দাঁড়িয়ে কেনাকাটা করতেই পারি প্রিয় জনদের জন্য।এরপর বিনাক মন্দিরও ঋষি নদী, রামধূরা ভিউ পয়েন্ট ও জলসা বাংলো দেখে আমরা পৌঁছাবো দ্বারা গাও।
দ্বারা গাঁও পৌঁছিয়া মধান্নভোজন করবো। বিকেল বেলা পায়ে হাঁটা পথে যাবো হিমালি ভিউ পয়েন্ট যেখান থেকে দেখা যায় রংপো শহর ও তিস্তা নদী।
হোমস্টে ফিরে চা খেতে খেতে দেখতে পারি রাতের রংপো শহর।

DAY 4::(𝐃𝐚𝐫𝐚 𝐆𝐚𝐨𝐧 𝐓𝐨 𝐒𝐚𝐦𝐚𝐥𝐛𝐨𝐧𝐠)
আজ আমরা প্রাতরাশ সেরে সামালবং এর উদ্দেশ্যে যাত্রা করবো।
এর পর পালা ব্রীজ পার করে সামালবং পৌঁছাবো।
দুপুরের খাবার খাবো আজ বাঙ্গালীয়ানা যা পাহাড়ে বিরল। বিকালে যাবো ভিউ পয়েন্ট এ পায়ে হেঁটে । দেখবো সূর্যাস্ত ও রেলি নদী । সন্ধ্যায় দেখবো নেকলেস ভিউ যা কিনা ভোলবার কথা নয়।
নেকলেস ভিউ দেখে হোম স্টে তে ফিরে আমরা করবো বার্বিকিউ ও বনফায়ার। ডিনার সারবো বাঙ্গালী স্বাদে ।

DAY 5 :-(𝐒𝐚𝐦𝐚𝐥𝐛𝐨𝐧𝐠 𝐓𝐨 𝐃𝐚𝐫𝐚 𝐍𝐣𝐩 𝐃𝐫𝐨𝐩)
আজ শেষ দিন, লাঞ্চ করে নিউ জলপাইগুড়ির জন্য যাত্রা করবো। যাত্রা পথে পড়বে সেলফী দ্বারা ভিউ পয়েন্ট ও কলিঝোরা ড্যাম। নিউ জলপাইগড়িতে পৌঁছানোর পর সবাই কে বিদায় জানাবো এ বারের মত।

*আমরা কী কী দেবো/দিচ্ছি*
-------------------------------
👉 *উপরের ট্যুর প্লান অনুযায়ী সমস্ত সাইট সীইন ও থাকা।*
👉 এন জি পি থেকে এন জি পি পিক এন্ড ড্রপ
👉 প্রথম দিন লাঞ্চ থেকে শেষ দিনের ব্রেকফাস্ট ।
👉 ফ্যামেলি অনুযায়ী ডিলাক্স রুম*
👉 সিল্ক রুটের বেস্ট হোমস্টে*

আমরা কি কি দিচ্ছি না
-----------------------------------
👉 কারো কোনো ব্যক্তিগত খরচ* ।
👉কোনো প্রকার টিকিট তথা এন্ট্রি ফিস
👉 পারমিট ও পার্কিং

*Refund & Cancellation Policy:**
➡️ আয়োজকদের কারণে ট্যুর বাতিল হলে পুরো টাকা ফেরত পাবেন।
➡️ প্রাকৃতিক কারণে ট্যুর বাতিল হলে টাকা পুরোটাই ফেরত পাবেন।
➡️ গেস্ট এর নিজের ব্যক্তিগত কারণে ট্যুর ক্যান্সেল করলে কোনো টাকাই ফেরত পাওয়া যাবে না, চাইলে পরের তারিখে করতে পারবেন যদি ফাঁকা থাকে। সে ক্ষেত্রে অন্তত 10 দিন আগে জানাতে হবে ।
বি:দ্র :
⭕আবহাওয়া অথবা প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি সংকটের ( যেমন অতিরিক্ত তুষারপাত বা ধস ) কারনে ভ্রমণ সূচি পরিবর্তন হতে পারে ।

⭕ভূমিধস, ঘূর্ণিঝড়, খারাপ আবহাওয়া, রাস্তা অবরোধের মতো প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক ঝামেলার (ধর্মঘট ইত্যাদি) কারণে অতিরিক্ত খরচ হলে,সেই খরচ অতিথিকে বহন করতে হবে ।

রুম আভিবিলিটি এর কারণে প্রথমদিন টি লাস্ট দিন ও লাস্ট দিনটি ফাস্ট দিন হতে পারে। সেক্ষেত্রে ট্যুর প্ল্যান এর কোনো পরিবর্তন হবে না


What's app or call 096095 28330

𝐓𝐞𝐚𝐦 𝐁𝐫𝐨𝐙 𝐚𝐭 𝐁𝐓𝐅𝐤𝐨𝐥𝐤𝐚𝐭𝐚
17/06/2024

𝐓𝐞𝐚𝐦 𝐁𝐫𝐨𝐙 𝐚𝐭 𝐁𝐓𝐅
𝐤𝐨𝐥𝐤𝐚𝐭𝐚

Address


743502

Alerts

Be the first to know and let us send you an email when BroZ Homes & Resort posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BroZ Homes & Resort:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share