M/S Abha Overseas LTD

M/S Abha Overseas LTD M/S Abha Overseas LTD
Welcome to our travel agency page. We provide professional quality visa, visit visa, and student visa services for different countries.

We have an office in Dhaka, Malaysia also. Thanks

মালয়েশিয়া কর্মী দের জন্য সুখবর।চূড়ান্ত হয়েছে মালয়েশিয়ার কলিং ভিসার স্বাস্থ্যপরীক্ষার জন্য নির্ধারিত ৬৮ টি মেডিকেল সেন্...
23/07/2022

মালয়েশিয়া কর্মী দের জন্য সুখবর।
চূড়ান্ত হয়েছে মালয়েশিয়ার কলিং ভিসার স্বাস্থ্যপরীক্ষার জন্য নির্ধারিত ৬৮ টি মেডিকেল সেন্টারের তালিকা।
আগামী ২৫ জুলাই (সোমবার) তালিকা ঘোষণা করা হবে।
যারা মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এজেন্ট হিসেবে কাজ করতে চান যোগাযোগ করুন
মালয়েশিয়ায় কলিং ভিসায় কর্মী নিয়োগের জন্য নিন্মোক্ত সেক্টর গুলোঃ

১। উৎপাদন কারখানা

✅ ইলেকট্রনিক্স ফ্যাক্টরি
✅ হাত মোজা ফ্যাক্টরি
✅ ফার্নিচার ফ্যাক্টরি
✅ ফুড ফ্যাক্টরি
✅ গার্মেন্টস ফ্যাক্টরি
✅ প্লাস্টিক ফ্যাক্টরি
✅ ষ্টীল ফ্যাক্টরি
✅ রাবার ফ্যাক্টরি
✅ গ্লাস ফ্যাক্টরি
✅ অটোমোবাইল ফ্যাক্টরি
✅ অয়েল ফ্যাক্টরি

২। সার্ভিস সেক্টর

✅ রেস্টুরেন্ট
✅ মার্কেট
✅ ক্লিনার
➡️আবাসিক হোটেল, দোকান, মার্কেট, এয়ারপোর্ট, স্কুল, কলেজ, হাসপিটাল ইত্যাদি

৩। কন্সট্রাকশন

✅ অল ট্রেড টেকনিশিয়ান
✅ লেবার

৪। এগ্রিকালচা

✅ কৃষি কাজ
✅ মৎস্য খামার
✅ পোল্ট্রি ফার্ম
✅ পশু খামার

৫। প্লানটেশন

✅ পামওয়েল বাগান
✅ নার্সারী

সুবিধাদিঃ
✅ বেতনঃ ১৫০০ রিঙ্গিত + ওভারটাইম।
✅ কন্ট্রাক্টঃ ৩ বছর। ভিসা নবায়নযোগ্য।
✅ বাসস্থান+ চিকিৎসা কোম্পানি দিবে।
✅ খাবারঃ নিজ।

Contact page what's app number
Md Habibur Rahman

🌹🌹আলহামদুলিল্লাহ 🌹🌹চূড়ান্ত হয়েছে  #মালয়েশিয়ার_কলিং ভিসার স্বাস্থ্যপরীক্ষার জন্য নির্ধারিত ৬৮ টি মেডিকেল সেন্টারের তালিকা...
22/07/2022

🌹🌹আলহামদুলিল্লাহ 🌹🌹

চূড়ান্ত হয়েছে #মালয়েশিয়ার_কলিং ভিসার স্বাস্থ্যপরীক্ষার জন্য নির্ধারিত ৬৮ টি মেডিকেল সেন্টারের তালিকা। আগামী ২৫ জুলাই (সোমবার) তালিকা ঘোষণা করা হবে।

- প্রবাসী কল্যাণ সচিব আহমেদ মনিরুছ সালেহীন।

দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ইন্দোনেশিয়া ...
21/07/2022

দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (২১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মালয়েশিয়া নিয়ে সুখবর আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি বাংলাদেশি শ্রমিক চায়। শ্রমিকের স্বার্থের সুরক্ষা চায় বাংলাদেশ। দুই সপ্তাহের মধ্যে দেশটিতে বাংলাদেশি শ্রমিক যাবে। এ ছাড়া দেশটিতে যাদের মেয়াদ শেষ হয়েছে তারা আবেদন করলে মেয়াদ বাড়ানো হবে।

21/07/2022

আলহামদুলিল্লাহ মালয়েশিয়া #কলিংভিসা সুখবর।
✅দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে বাংলাদেশিদের জন্য। আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু হওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

✅মালয়েশিয়াসহ কয়েকটি দেশ সফর থেকে ফিরে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এ আশাবাদ প্রকাশ করেন।

মালয়েশিয়ায় সফরকালে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের সঙ্গে আলোচনার কথা তুলে ধরে ড. মোমেন বলেন, ‘উনি বললেন, আপনার ওয়ার্কার কবে নাগাদ আসবে? তো, আমার মিশনের সঙ্গে আলাপ করলাম। তারা জানাল, সপ্তাহ দুই-একের মধ্যে।উনি বললেন, এই মুহূর্তে আমাদের ওয়ার্কার খুব দরকার।’

🟣বাংলাদেশ থেকে কর্মী পাঠানো নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। তিনি বললেন যে, তাদের ওয়ার্কার দরকার, বাংলাদেশি ওয়ার্কার তারা চান।আমি বললাম, আমরা এক পায়ে দাঁড়িয়ে আমরা দিতে চাই। তবে একটা বিষয়, আমাদের ওয়ার্কার যারা আসবে তারা যেন এক্সপ্লয়টেড না হয়, বৈষম্যের শিকার না হয়, তাদের যেন ওয়েলফেয়ার দেখা হয়।’

🛑‘এর জবাবে শ্রমিকদের প্রতি বৈষম্য না করার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। উনি বললেন, আমরা একটা আইন করেছি, এই আইনের অধীনে যারাই কাজ করবে মালয়েশিয়াতে, কেবল বাংলাদেশি না, যে কোনো ওয়ার্কার্স, তাদের আমরা ভালো আবাসন দেব, তাদের প্রতি কোনো ধরনের বৈষম্য করা হবে না। আমরা এটার নিশ্চয়তা দিচ্ছি।’

👉মালয়েশিয়া সরকার তাদের পাঁচটি খাতে সরকারি-বেসরকারি পর্যায়ে (জিটুজি প্লাস) পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নিতে রাজি হওয়ার পর ২০১৬ সালে ঢাকায় দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাঁচ বছর মেয়াদী এই চুক্তির আওতায় লোক পাঠানোর অনুমতি দেওয়া হয় ১০টি জনশক্তি রপ্তানিকারক এজেন্সিকে।

🛑👉কিন্তু প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর নেতৃত্বে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগসাজশে একটি চক্র ওই ১০ এজেন্সিকে নিয়ে ‘সিন্ডিকেট’ করে শ্রমিকদের কাছ থেকে দুই বছরে ২০০ কোটি রিঙ্গিত হাতিয়ে নেয় বলে অভিযোগ ওঠে।এরপর ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে নতুন করে বাংলাদেশি কর্মীদের আর ভিসা দেয়নি মালয়েশিয়া। তবে আগে যারা ভিসা পেয়েছিলেন, তারা পরে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পান।

🚩সরকারের তরফে নানা দেন-দরবার আর করোনাভাইরাস মহামারির মধ্যে শ্রমিক সঙ্কটের প্রেক্ষাপটে গত ডিসেম্বর বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় মালয়েশিয়া। এরপর গত বছরের ডিসেম্বর মালয়েশিয়া সরকারের সঙ্গে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক সই করে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

✅গত জুনের শুরুতে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানানের ঢাকা সফরের সময় প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেছিলেন, জুনের মধ্যেই কর্মী যাবে মালয়েশিয়ায়। তবে সেটি হয়নি। তিনি তখন বলেছিলেন, এমওইউতে পাঁচ বছরে ৫ লাখ কর্মী নেওয়ার কথা। এ বছরের মধ্যে ২ লাখ নেওয়ার কথা। আমাদের তো মনে হচ্ছে, এই বছরের মধ্যেই পাঁচ লাখ যাবে।

🛑সূত্রঃ ২১ শে জুলাই, যুগান্তর

21/07/2022

আলহামদুলিল্লাহ
স্বপ্নের মালয়েশিয়াতে যারা যেতে আগ্রহী তাদের জন্য সুখবর আছে
আগামী আপডেট পাবেন ইন শা আল্লাহ।

21/07/2022

In sha allah

কলিং ভিসার সকল অনুমতি বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়ায় সরকার যৌথভাবে দিয়ে দিয়েছে এবং এজেন্সিগুলো বিজ্ঞাপন সরকারের প্রব...
19/07/2022

কলিং ভিসার সকল অনুমতি বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়ায় সরকার যৌথভাবে দিয়ে দিয়েছে এবং এজেন্সিগুলো বিজ্ঞাপন সরকারের প্রবাসী অ্যাপসে এবং পত্রিকা এবং বিভিন্ন এজেন্সির ওয়েবসাইটে দিয়ে দিতেছে এটাই অনুমতি।
সুতরাং,
যারা কলিং ভিসা আসতে আগ্রহী অবশ্যই আপনারা আসতে পারবেন।আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করতে পেইজে অথবা হুয়াট্স এপ নাম্বারে মেসেজ দেন।
ধন্যবাদ সবাইকে

Owner & Director
---------------------------
Md Habibur Rahman
Successful Business Man in Malaysia

Congratulations!We are now 1k family members. Thanks for join us...Owner & Director Md Habibur Rahman
17/07/2022

Congratulations!
We are now 1k family members.
Thanks for join us...

Owner & Director
Md Habibur Rahman

17/07/2022

আমরা এখন ১ হাজার সদস্যদের পরিবার।
M/S Abha Overseas LTD
এর পক্ষ থেকে অভিনন্দন জানাই সবাইকে।

ধন্যবাদান্তে
Owner & Director
Md Habibur Rahman

Congratulations! Our all dear....We are now 80+ members in this page.Connect with us please. We will support you.Thank y...
17/07/2022

Congratulations! Our all dear....
We are now 80+ members in this page.
Connect with us please.
We will support you.

Thank you for join to this page..

09/07/2022

تقبل الله منا ومنكم

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম..।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে M/S Abha Overseas LTD এর পক্ষ থেকে দেশ-বিদেশের সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।
🌙 ঈদ মোবারক 🌙

Director & CEO
Md Habibur Rahman
Successful Business Man in Malaysia

08/07/2022

মালয়েশিয়া কর্মী নিয়োগের জন্য ৩৪ টি মেডিকেল সেন্টার চুড়ান্ত।
Coming soon update

আসসালামু আলাইকুম। সবাইকে পেইজের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও স্বাগতম।
06/07/2022

আসসালামু আলাইকুম।
সবাইকে পেইজের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও স্বাগতম।

কর্মী ভিসায় মালয়েশিয়ায় যেতে বাংলাদেশ অংশে সরকার নির্ধারিত খরচ কত হবে সেটি আজ (বুধবার) ঘোষণা করবেন প্রবাসী কল্যাণ ও ব...
06/07/2022

কর্মী ভিসায় মালয়েশিয়ায় যেতে বাংলাদেশ অংশে সরকার নির্ধারিত খরচ কত হবে সেটি আজ (বুধবার) ঘোষণা করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আনুষ্ঠানিক ঘোষণা হলে তখনই জানিয়ে দেয়া হবে।

আলহামদুলিল্লাহ... খুব ধীর গতিতে হলেও মালয়েশিয়া কলিং চালুর গুরুত্বপূর্ণ আর এক দাপ অতিক্রম করল।মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ ...
05/07/2022

আলহামদুলিল্লাহ...
খুব ধীর গতিতে হলেও মালয়েশিয়া কলিং চালুর গুরুত্বপূর্ণ আর এক দাপ অতিক্রম করল।
মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে ডিমান্ড লেটার ( ভিসা) সত্যায়ন শুরু।
মেডিকেল যে কোন মুহূর্তে শুরুর ঘোষনা আসবে ইনশাআল্লাহ।

আপডেট পেতে সাথেই থাকুন।
ধন্যবাদ

আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়িই খুশির খবর আসবে ইন শা আল্লাহ।
04/07/2022

আলহামদুলিল্লাহ
খুব তাড়াতাড়িই খুশির খবর আসবে ইন শা আল্লাহ।

04/07/2022

মালয়েশিয়া কলিং ভিসার খরচ কত হবে?

বিমান টিকেট ছাড়া ১ লাখ ৬০ হাজার টাকা যদি কলিং ভিসা প্রসেসিং খরচ বাবদ সিন্ডিকেটকে দিতে হয়, তাহলে মালয়েশিয়া যেতে একজন শ্রমিকের কত খরচ হবে?

১. কলিং ভিসার ফ্লাইট শুরু হলে বিমান টিকেটের দাম বাড়বে, টিকেটের বাবদ খরচ হবে ৩০-৪০ হাজার টাকা।

২.পাম বাগান ও কৃষি কাজ ছাড়া অন্য সেক্টর গুলোর ভিসা কোম্পানির কাছ থেকে কিনতে খরচ হবে ৩৫০০-৪৫০০ রিংগিত।
সৌদি আরবের অবস্থা খারাপ হওয়ায় সব এজেন্সি মালয়েশিয়ার ভিসা কিনতে মরিয়া হয়ে উঠেছে। যে কারণে ভিসার দাম ৫ হাজার রিংগিত ছাড়াতে পারে।

৩. যেসব এজেন্সি ভিসা কিনে আনবে তারা লাভ করবে ২০-৩০ হাজার।

৪.এসবের বাইরে এজেন্সি গুলোর অন্যান্য খরচ হবে ৫ হাজার।

তাহলে মোট খরচ হবে-
প্রসেসিং ফ্রি ১ লাখ ৬০ হাজার
বিমান টিকেট ৩৫ হাজার ।
ভিসা কেনা বাবদ খরচ ৯০ হাজার।
এজেন্সি লাভ ২০ হাজার ।
অন্যান্য খরচ ৫ হাজার।

১৬০+৩৫+৯০+২০+৫= ৩ লাখ ১০ হাজার ।
এর বাইরে মেডিকেলের খরচ শ্রমিককে বহন করতে হবে।

এখানে গড় খরচ ধরা হয়েছে, ক্ষেত্র বিশেষে এর চাইতে
কম বেশি খরচ হতে পারে।
মোটকথা একজন শ্রমিক মালয়েশিয়া পৌঁছাতে খরচ পড়বে সাড়ে তিন লাখ টাকা কাছাকাছি।
যারা ফ্রি আশায় বসে থাকবেন তারা মালয়েশিয়া চোখে দেখবেন না।
আমার কথা কারো খারাপ লাগতে পারে, তবে এটাই হবে। আপনার বিশ্বস্ত মাধ্যম ছাড়া কারো মাধ্যমে যাবেন না। আমার কথাগুলো বাস্তবতার উপর ভিত্তি করে লেখা। আপনি কার মাধ্যমে যাবেন সেটা আপনার অভিরুচি।
সবাইকে ধন্যবাদ 🌹

04/07/2022

খু্ব দ্রুতই মালয়েশিয়ার প্রস্তুতি আরম্ভ হবে ইন শা আল্লাহ।

01/07/2022

সুখবর
#মালয়েশিয়া কলিং ভিসার প্রথম নিয়োগ অনুমতি দিয়েছে মান্ত্রণালয়।
বিস্তারিত আসতেছে শীঘ্রই ইন শা আল্লাহ

❤️❤️❤️ আলহামদুলিল্লাহ ❤️❤️❤️🌷🌷💐মাসের শুরুতেই সু-খবর🌷🌷💐সবার আশা এবং স্বপ্নের মালয়েশিয়া কলিং ভিসার প্রথম নিয়োগ অনুমতি দিলো...
01/07/2022

❤️❤️❤️ আলহামদুলিল্লাহ ❤️❤️❤️
🌷🌷💐মাসের শুরুতেই সু-খবর🌷🌷💐

সবার আশা এবং স্বপ্নের মালয়েশিয়া কলিং ভিসার প্রথম নিয়োগ অনুমতি দিলো।
বিস্তারিত দেখে আপনারা প্রস্তুতি গ্রহণ শুরু করে দেন।
এটা কতজনের আশা এবং স্বপ্ন। কত মানুষ এই কলিং এর চিন্তায় রাতে ঘুম নাই পেটে ক্ষুধা নাই।
অবশেষে আল্লাহ তাআ'লার রহমত আলহামদুলিল্লাহ।
যেকোনো সাপোর্ট বা প্রয়োজনে পেজে অথবা পেজের হুয়াট্স এপ নাম্বারে যোগাযোগ করবেন ইন শা আল্লাহ।

ধন্যবাদ সবাইকে

সবাইকে নতুন মাসের শুভেচ্ছা ও স্বাগতম।
সাথে জুমা মোবারক
Owner
Md Habibur Rahman
M/S Abha Overseas Ltd.

মালয়েশিয়ায় কর্মীদের জন্য  সুখবর!!অবশেষে  মালয়েশিয়ায় নিয়োগদাতাদের মূল ভিসা বা চাহিদাপত্রের সত্যায়ন কার্যক্রম শুরু করেছে ...
30/06/2022

মালয়েশিয়ায় কর্মীদের জন্য সুখবর!!
অবশেষে মালয়েশিয়ায় নিয়োগদাতাদের মূল ভিসা বা চাহিদাপত্রের সত্যায়ন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কল্যাণ উইং।
মালয়েশিয়ায় কলিং ভিসায় কর্মী নিয়োগের জন্য নিন্মোক্ত সেক্টর গুলোঃ
১। উৎপাদন কারখানা
✅ ইলেকট্রনিক্স ফ্যাক্টরি
✅ হাত মোজা ফ্যাক্টরি
✅ ফার্নিচার ফ্যাক্টরি
✅ ফুড ফ্যাক্টরি
✅ গার্মেন্টস ফ্যাক্টরি
✅ প্লাস্টিক ফ্যাক্টরি
✅ ষ্টীল ফ্যাক্টরি
✅ রাবার ফ্যাক্টরি
✅ গ্লাস ফ্যাক্টরি
✅ অটোমোবাইল ফ্যাক্টরি
✅ অয়েল ফ্যাক্টরি
২। সার্ভিস সেক্টর
✅ রেস্টুরেন্ট
✅ মার্কেট
✅ লোডিং-আনলোডিং
✅ পেট্রোল পাম্প
✅ ক্লিনার➡️আবাসিক হোটেল, দোকান, মার্কেট, এয়ারপোর্ট, স্কুল, কলেজ, হাসপিটাল, আবাসিক ইত্যাদি
৩। কন্সট্রাকশন
✅ অল ট্রেড টেকনিশিয়ান
✅ লেবার
৪। এগ্রিকালচার
✅ কৃষি কাজ
✅ মৎস্য খামার
✅ পোল্ট্রি ফার্ম
✅ পশু খামার
৫। প্লানটেশন
✅ পামওয়েল বাগান
✅ নার্সারী
সুবিধাদিঃ
✅ বেতনঃ ১৫০০ রিঙ্গিত + ওভারটাইম।
✅ কন্ট্রাক্টঃ ৩ বছর। ভিসা নবায়নযোগ্য।
✅ বাসস্থান+ চিকিৎসা কোম্পানি দিবে।
✅ খাবারঃ নিজ।
ভিসা হওয়ার ১৫-২০ দিনের ভিতর ফ্লাইট নিতে হবে।
********************************
দরকারি কাগজপত্রাদিঃ
▪ পাসপোর্ট (২৪ মাস)।
▪ ছবি -১২ কপি (৩৫ X ৫০) ।
যোগাযোগঃ পেইজের হুয়াট্স এপ নাম্বারে কথা বলতে পারবেন।

Owner
Md Habibur Rahman
ধন্যবাদ সবাইকে

আসসালামু আলাইকুম! আজ ৩০  জুন ২০২২ ।এক নজরে দেখে নিন আজকের $ টাকার রেট।যে কোন মূহুর্তে এই রেট কম/বেশি হয়ে থাকে।©️ MD Habi...
30/06/2022

আসসালামু আলাইকুম!
আজ ৩০ জুন ২০২২ ।
এক নজরে দেখে নিন আজকের $ টাকার রেট।
যে কোন মূহুর্তে এই রেট কম/বেশি হয়ে থাকে।

©️ MD Habibur Rahman

❤️❤️❤️
29/06/2022

❤️❤️❤️

Alhamdulillahদারুণ সুখবর! অবশেষে মালয়েশিয়ার কলিং ভিসার সত্যায়ন শুরু।
29/06/2022

Alhamdulillah
দারুণ সুখবর! অবশেষে মালয়েশিয়ার কলিং ভিসার সত্যায়ন শুরু।



29/06/2022

❤️আলহামদুলিল্লাহ!❤️
🇲🇾মালয়েশিয়ায় ইদুল আজহা🤝 আগামী ১০ জুলাই।🕺

  মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের জন্য সুখবর । বাংলাদেশ হাই কমিশনে আজ থেকে কলিং ভিসার এটেস্টেশন শুরু করেছে আলহামদুলিল্লাহ...
29/06/2022



মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের জন্য সুখবর ।
বাংলাদেশ হাই কমিশনে আজ থেকে কলিং ভিসার এটেস্টেশন শুরু করেছে আলহামদুলিল্লাহ ❤️

সুত্রঃ- প্রবাস তথ্যকেন্দ্র

❤️❤️❤️আপনাদের সাপোর্টের মাধ্যমে আমরা এগিয়ে যাব ইন শা আল্লাহ।❤️❤️❤️
29/06/2022

❤️❤️❤️আপনাদের সাপোর্টের মাধ্যমে আমরা এগিয়ে যাব ইন শা আল্লাহ।❤️❤️❤️

সুখবর! মালয়েশিয়ার কলিং ভিসায় নিয়োগদাতাদের মূল ভিসা বা চাহিদাপত্রের সত্যায়ন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন। এই সত...
29/06/2022

সুখবর! মালয়েশিয়ার কলিং ভিসায় নিয়োগদাতাদের মূল ভিসা বা চাহিদাপত্রের সত্যায়ন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন।

এই সত্যায়ন না হওয়ার কারণে মেডিকেলসহ অন্য কাজগুলোও ঝুলে আছে। আগামী সপ্তাহ থেকে বাংলাদেশে নিয়োগ অনুমতির জন্য মন্ত্রণালয়ে আবেদন শুরু হতে পারে।

সূত্রঃ প্রবাস তথ্যকেন্দ্র

26/06/2022

আলহামদুলিল্লাহ মালয়েশিয়া কলিং ভিসার ডিমান্ড লেটার এটাস্টেশন চালু হয়েছে বিস্তারিত আসছে.. 😄
সাথেই থাকুন বিস্তারিত জানতে।।।।

কিছুদিনের মধ্যেই আপনাদের কাছে ভিডিও আকারে আপডেট দেওয়া হবে ইন শা আল্লাহ।

ধন্যবাদ সবাইকে

Address

Batu Caves
68100

Website

Alerts

Be the first to know and let us send you an email when M/S Abha Overseas LTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M/S Abha Overseas LTD:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Batu Caves

Show All