Malaysia visa updated news

Malaysia visa updated news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Malaysia visa updated news, Passport and visa service, Klang.

মালয়েশিয়ায় ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে বৈধ হওয়ার সুযোগ, ৭ লাখের বেশি আবেদন।মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার শেষ সময় ৩১ ডিস...
14/12/2023

মালয়েশিয়ায় ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে বৈধ হওয়ার সুযোগ, ৭ লাখের বেশি আবেদন।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর। আর মাত্র ১৯ দিন সময় হাতে রয়েছে। এর মধ্যেই বৈধতার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বৈধতার মেয়াদ বাড়ানো হবে কিনা এবং এ কর্মসূচির আওতায় কতজন বাংলাদেশি নিবন্ধন করেছেন এ বিষয়ে জানতে চাইলে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর সোমবার যুগান্তরকে বলেন, আমরা ৩১ ডিসেম্বরের সময়সীমা সম্পর্কে সচেতন। তবে আগের মতো এ সময়সীমা বাড়ানো হতে পারে।

󱢏

মালয়েশিয়া কাজ নাইকথাটি সঠিক নয়!কাজ আছে কিন্তু যে যে খাতে কাজ ও জনবল তাদের দরকারসেই অনুপাতে আপনার experience নাই!শুধু ...
12/12/2023

মালয়েশিয়া কাজ নাই
কথাটি সঠিক নয়!
কাজ আছে কিন্তু যে যে খাতে কাজ ও জনবল তাদের দরকার
সেই অনুপাতে আপনার experience নাই!
শুধু মালয়েশিয়া না
বিশ্বের সব জায়গায় এখন দক্ষ জনবল ছাড়া নিয়োগ হয় না,বা তারা নেয় না
আবার কাছু ক্ষেত্রে আপনার দক্ষতা আছে, কিন্তু দক্ষতার সাথে আপনার ভিসায় কাজের মিল নেই
এগুলো মাথায় রেখেই বিদেশ আসতে হবে!
বিদেশ বাংলাদেশ না যে,
সব কাজ করতে পারবেন
যে যে পেশায় আসবেন সে পেশার কাজ ই করতে হবে
তা ছাড়া অন্য কাজ গুলো করলে এটা অবৈধ!
আর অবৈধ কাজে পুলিশ যে কোন সময় ধরে ফেলবে!
মূল কথা হচ্ছে
মাসের পর মাস ঘরে বসে চায়ের দোকানে আড্ডা না দিয়ে
যে কোন একটা কাজের ট্রেনিং নিয়ে নিজেকে দক্ষ করে তুলুন!
তারপর ঐ পেশায় একটা ভিসা নিয়ে বিদেশ আসুন!
দক্ষ জনবল প্রতিদিন অনলাইনে নিয়োগ সার্কুলার দিচ্ছে!
যেমন:
ওয়েলডার
প্লাম্বার
ইলেক্ট্রেশিয়ান
টাইলস মেশিন
পেইন্টার
ফিটার
এসি মেকানিক
ইত্যাদি কাজ গুলোর উপর ট্রেনিং করুন!
আর হে,,,,,কোন কাজ আধামাধা শিখবেন না
ভালো করে ট্রেনিং নিবেন
মানুষ পারে না এমন কোন কাজ নেই
শুধু চেষ্টার অভাব!
বিদেশ আগের মতো নাই যে
আপনি কাজ শিখা ছাড়া এসে সাধারণ লেবারি কাজ গুলো করে ধান্দা মান্ধা করে টাকা ইনকাম করবেন!
এখন নিজেকে একে অপরের সাথে দক্ষতায় প্রতিযোগিতায় ঠিকে লড়াই করতে হবে!
একটি কাজ আপনার সারা জীবনের ইনকামের সঙ্গী,
আমাদের বাংলাদেশেই এই বদ অভ্যাস গুলো বেশী,
আজাইরা সময় নষ্ট করে মাসের পর মাস
তারপর বিদেশ এসে পরের পিছনে লেবারি করে কান্নাকাটি করলেও কিন্তু এটার সমাধান হয় না
বাংলাদেশে এখন সরকারী বেসরকারী অনেক ভালো ভালো ট্রেনিং সেন্টার আছে
যেখান থেকে আপনি নিজেকে দক্ষ করে তুলতে পারেন!
বিদেশ কাজ আছে কিন্তু আপনার ভিতরে কাজের অভিজ্ঞতা নাই
কাজ জানা লোক একটা ও বসে নাই,
কাজ জানলে কমবেশি রেগুলার ইনকাম করতে পারবেন__ ইনশাআল্লাহ

11/12/2023

ফেব্রুয়ারি ও মার্চ মাসে মালয়েশিয়াতে অনেকগুলো প্রজেক্ট চালু হবে। যাদের কন্সট্রাকশনের ভিসা তারা হতাশ না হয়ে cidb রেডি রাখুন।

10/12/2023

হোটেলে খাওয়ার পর আপনার বন্ধুর হাত ধুতে বেশি দেরি হলে বুঝে নিতে হবে
বিলটা আপনাকেই দিতে হবে😛😛😀😀

08/12/2023

সাবধান রেমিট্যান্স যোদ্ধা ভাইয়েরা।

মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ বেশ কিছুদিন থেকে খুব তৎপর হয়ে উঠেছে। বিগত বছরে বছরে ৩-৪ মাস বড় বড় অপরাসি হলেও এখন প্রায় বারো মাসেই ইমিগ্রেশন পুলিশের অভিযান চলে। গতদিন কোতারায়া মার্কেট থেকে প্রায় ৩০০ লোক ধরছে ইমিগ্রেশন পুলিশ। প্রায় স্থানেই রোড ব্লক দেয়। পাসপোর্ট, ভিসা ছাড়া কেউ বিনা কারনে কোথায় বের হবেন না। বর্তমান সময়ে ভিসা পাসপোর্ট থাকার পরেও ইমিগ্রেশন পুলিশ ধরে নিয়ে যায়।

আজকে কেএল শহরের বিভিন্ন রোডে ব্লক চলছে।

04/12/2023
04/12/2023

কিচেন কেবিনেট এর কাজ জানা 2জন লোক দরকার যোগাযোগ করেন
ওয়াসাপ +60182405805

02/12/2023

বিদ্যুৎ ওয়ারিং এর কাজ জানা
দুইজন লোক দরকার।
অবশ্যই কাজ ও ভাষা জানা থাকতে হবে।

0060126408540 whatsapp

অবশ্যই ভিসা, সিআইডিবি থাকতে হবে

Chinese Boss

Location: setul Kuala Lumpur

মালয়েশিয়াতে এখনো ই পাসপোর্ট চালু হয়নি।  আঙ্গুলের ছাপ ব্যতীত E পাসপোর্ট রিনিউ করা যায় না।  ই পাসপোর্টের ফটোকপি দিয়ে ...
02/12/2023

মালয়েশিয়াতে এখনো ই পাসপোর্ট চালু হয়নি। আঙ্গুলের ছাপ ব্যতীত E পাসপোর্ট রিনিউ করা যায় না।

ই পাসপোর্টের ফটোকপি দিয়ে কেউ যদি রিনিউ করে দিতে চায় তাহলে ভাববেন সে প্রতারক।

সাবধান

02/12/2023

ভাই লোক নেওয়া হবে কনস্ট্রাকশন এবং ক্লিনারের কাজে
এমারজেন্সি।
ভিসা হাতে থাকতে হবে।
বিস্তারিত জানতে হলে ওয়াটসএ্যাপ করুন।
+60137197467 WhatsApp
+60147139034 imo

কাজে যাওয়ার জন্য কাউকে টাকা দিবেন না।

01/12/2023

URGENT WORKER - REQUIREMENT FOR JOB IN MERINE CONSTRUCTION IN JOHOR
1) WELDER
2) FITTER
3) HELPER
MUST HAVE CIDB & PERMIT& passport

INTERESTED WHATAPPS +601161307961

no call




01/12/2023

renovation এর কাজ জানেন এমন লোক দরকার।
মালাই জানতে হবে

What's app +60172929206

01/12/2023

মালাই রেস্টুরেন্টের জন্য দুজন লোক লাগবে।
রেস্টুরেন্টের বিসা থাকতে হবে।
মালাই ভাষা জানতে হবে।
1700 rm, free food and accommodation
Work place - Benthong

0169491323 Imo/ whatsapp

01/12/2023

বিপদে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে! তার মানে এই নয় যে সে আপনার জন্য টাকা নিয়ে বসে ছিলো। বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে! কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে! তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে ভালো থাকুক ভালো মনের মানুষগুলো!🖤

29/10/2023

*আল বাইক রেস্টুরেন্টে - সৌদি আরব*

*২৮ অক্টোবর থেকে প্রি-সিলেকশন চলবে।*

ফাইনাল ইন্টারভিউর তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

১. টিম মেম্বার (TEAM MEMBER)
বেতন: ১,০০০ + ১৩০ (খাবার কুপন)
*বয়স: ২১-২৯ বৎসর
*ডিউটি: ৯ ঘন্টা বেসিক (১ ঘন্টা বিরতিসহ) + ওটি (কাজ সাপেক্ষে) / সপ্তাহে ৬ দিন।
*প্রার্থীকে SSC পাশ হতে হবে।
ইংরেজির দক্ষতা থাকলে SSC ফেল ও আবেদনযোগ্য
*প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে কথা বলতে, পড়তে ও লিখতে জানতে হবে।
*স্মার্ট লুকিং, ক্লিনশেইভ হওয়া বাঞ্চনীয়

08/10/2023

২০২৩ সালে যারা অবৈধ হয়েছে, তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দেওয়ার জন্য
* মালয়েশিয়া*
সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

01/10/2023

মালয়েশিয়া
অনেকের মনে প্রশ্ন
1/আমার কলিং হয়েছে আমি যেতে পারবো
2/আমার কলিং ই ভিসা 2 টাই হয়েছে আমি যেতে পারবো
3/আমার অনলাইন হয়েছে আমি যেতে পারবো

এই তিনটা প্রশ্নের উত্তর
হ্যাঁ আপনি অবশ্যই যেতে পারবেন

21/09/2023

মালয়েশিয়া যাওয়ার জন্য আর কেউ পাসপোর্ট জমা দিবেন না নতুন করে।

14/09/2023

মায়ের কথায় স্বামীকে তালাক👇

12/09/2023

লা ইলাহা ইল্লাল্লাহু

08/09/2023

Allaha

মালয়েশিয়ার ভিসা মাত্র ২ লক্ষ ১৯,৩৯৯ টাকা।
06/09/2023

মালয়েশিয়ার ভিসা মাত্র
২ লক্ষ ১৯,৩৯৯ টাকা।

02/09/2023

মায়ের কথায় স্বামীকে তালাক অতঃপর,,,,,,,,,

15/08/2023

Malaysia visa only
490,000৳

রাজাকারের রাজকীয় বিদায় ❤️মহান আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক।
15/08/2023

রাজাকারের রাজকীয় বিদায় ❤️

মহান আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক।

26/07/2023

মালয়েশিয়া যেতে চান
দ্রুত যোগাযোগ করুন
আমরাই দিচ্ছি কম খরচে নিশ্চয়তা।
খরচ মাত্র = ৩১১,১১০৳

20/07/2023

মালয়েশিয়া কলিং ভিসা মাত্র চার লাখ দশ হাজার
৪১০,০০০৳

আসসালামু আলাইকুম।নতুন প্রবাসীদের কে উদ্দেশ্য করে আমার বলা,বর্তমান কিছু নতুন প্রবাসী আছে।এরা নিজেকে অনেক পন্ডিত মনে করে।আ...
14/07/2023

আসসালামু আলাইকুম।
নতুন প্রবাসীদের কে উদ্দেশ্য করে আমার বলা,
বর্তমান কিছু নতুন প্রবাসী আছে।
এরা নিজেকে অনেক পন্ডিত মনে করে।
আপনার টাকা আপনি যেভাবে ইচ্ছা পাঠাবেন তা নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই কিন্তু আপনার টাকা কোন প্রতারক মেরে দেয় তাহলে আমাদেরও মনে কষ্ট লাগে অনেক পরিশ্রমের টাকা।
তাই নতুন দের উদ্দেশ্য করে বলবো বৈধভাবে টাকা পাঠানোর চেষ্টা করুন।
আপনার টাকা আপনি অবৈধ ভাবে পাঠাই তে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে একটু সাবধানতার সাথেই কাজ করবেন।
অনেক নতুন প্রবাসী ইদানিং দেখছি প্রতারণার শিকার হচ্ছে।
এবং কিছু প্রতারক নতুন প্রবাসী ভাইদের কে টার্গেট করে বিভিন্ন আকর্ষণে অফার দিয়ে তাদের সাথে প্রতারণা করছে।

10/07/2023

আপনি কি মালয়েশিয়া আসতে চান?

13/05/2023

স্বপ্ন সেটা নয়, যেটা তুমি ঘুমিয়ে দেখ,
বরং স্বপ্ন সেটা, যেটা তোমাকে ঘুমাতে দেয় না।

29/04/2023

মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত আসা ১৯ বাংলাদেশি কর্মী আবারো এসেছে দেশটিতে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে করে মালয়েশিয়া পৌঁছে।

18/04/2023

১৮ মাসের বেশি মেয়াদ থাকলে পুলিশ রিপোর্ট ছাড়া পাসপোর্ট রিনিউ করে দিবে না কুয়ালালামপুর হাই কমিশন।

15/04/2023

নতুন যারা কলিং ভিসায় মালয়েশিয়া আসছেন/আসবেন তাদের জন্য আবশ্যক।

১,যত দ্রুত পারুন ভাষা শিখুন, ভাষা না জানলে কাজকর্ম চলাফেরা সবখানে অসুবিধা হবে।

২,নতুন অবস্থায় কোন কাজ বাছাবাছি করবেন না,যে কাজই করতে বলে সেটি করার চেষ্টা করুন,হয়তো নতুন অবস্থায় একটু কষ্ট হবে কারণ পূর্বে আপনি এ কাজ কখনো করেননি,নতুন অবস্থায় যদি কাজ বাছাবাছি করেন ঠিকমতো কাজ না করেন তাহলে আপনি মালাস হয়ে যাবেন অর্থাৎ অলস হয়ে যাবেন, যদি একবার বসের চোখে মালাস হয়ে যান তাহলে প্রবাসে যতদিন থাকবেন সফল হতে পারবেন না।

৩,নতুন অবস্থায় কোন কারণ ছাড়া ছুটি কাটাবেন না,যদিও কোন কারন বসত ছুটি কাটাতে হয়,তাহলে আপনার মানডর(সুপার ভাইসার)কেতুয়া (বস)এর কাছ থেকে অনুমতি নিয়ে ছুটি কাটাবেন।

৪, সিনিয়রদের সাথে তর্কে জরাবেন না,আপনি নতুন তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে,তাই তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন।

৫,কাজ শেখার আগ্রহ থাকতে হবে,আরামে আছেন মাসে মাসে বেতন পাচ্ছেন কাজ শিখে আর কি হবে,যদি এমন চিন্তা ভাবনা করেন তাহলে প্রবাসে যতদিন আছেন ততদিন সাধারণ শ্রমিক হিসেবে থাকবেন।

৬,যতই ব্যাস্থ থাকুন বাড়ীতে পিতামাতা স্ত্রী সন্তানদের সাথে ফোনে বেশি বেশি কথা বলবেন, এতে আপনি মানষিক ভাবে অনেক সুস্থ থাকবেন।

৭,বাড়ী থেকে অনেক টাকা পয়সা খরচ করে আসছেন ঠিক আছে,তাই বলে সারাক্ষণ টাকার চিন্তা করবেন না,বিদেশ আসছেন ধৈর্য ধরেন,আল্লাহ উপর ভরসা রেখে কাজ করুন,সব দেনাপাওনা শোধ হয়ে যাবে,কারণ সারাক্ষণ টাকার চিন্তা করলে আপনি মানষিক ভাবে অসুস্থ হয়ে পরবেন।

৮,মালয়েশিয়ার স্থানীয় আইনকানুন মেনে চলবেন।

৯,মালয়েশিয়া, ইন্দোনেশিয়া,থাইল্যান্ডের নাগরিক রা যেখানে খেতে বসবে,তার আশপাশে থুথু ফেলা কফ ফেলা হাঁচি-কাশি দেওয়া থেকে বিরত থাকুন।

১০,কখনো রুমের বাহিরে গিয়ে দাঁত ব্রাশ করবেন না, এটা মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ডের মানুষ খুব অপছন্দ করে।

আমার এ লেখা/উপদেশগুলো নতুন মালয়েশিয়া প্রবাসী ভাই বন্ধুদের জন্য,যদি আমার এই লেখা দ্বারা কোন একজন মালয়েশিয়া প্রবাসী নতুন ভাই বন্ধুর বিন্দুমাত্র উপকারে আসে তবেই আমার স্বার্থকতা।

ফজলুল হক
মালয়েশিয়া প্রবাসী

04/04/2023

বাংলাদেশে কলিং ভিসার মেডিকেল রিপোর্ট পেতে ১০-২০ দিন সময় লাগে, অথচ ২৫ দিনে নেপালিরা মালয়েশিয়ায় চলে আসে।

04/04/2023

মালয়েশিয়া কলিং ভিসার বিষয়ে কমন কিছু কথা...
১)বয়স-১৮+ হতে ৩৫ হলে ভালো হয়! কোম্পানি ভেদে ৪৫ পর্যন্ত চলবে!
২) পাসপোর্টের মেয়াদ মিনিমাম ২৪ মাস থাকতে হবে!
৩) বাংলাদেশের যেই কোন ২ ডোজ টিকার সার্টিফিকেট থাকলে-ই চলবে তবে অবশ্যে-ই পাসপোর্ট অথবা আইডি দিয়ে টিকা দেওয়া থাকতে হবে আইডি দিয়ে টিকা দিলেও সমস্যা নেই তবে আইডির সাথে পাসপোর্টের বায়োডাটার ১০০% মিল থাকা লাগবে, সার্টিফিকেট উঠানোর সময় কম্পিউটার অপারেটরকে বললে তিনি পাসপোর্ট নাম্বার বসিয়ে দিবে!
৪) আপনি যাওয়ার আগে বিপদে পড়তে পারেন তাই কম টাকার বিদেশ যাত্রার লোভে বা খপ্পরে পড়বেন না!কম টাকা মানে ঘাপলা আছে!তাই সাবধান করার দায়িত্ব আমাদের সতর্ক থাকার দায়িত্ব আপনার!
৫)মালয়েশিয়া শুধু গেলেই চলবে না,মালয়েশিয়ার বিষয়ে বিস্তারিত অবগত এমন ব্যক্তি ছাড়া এজেন্সি ছাড়া মালয়েশিয়া না পৃথিবীর কোন দেশে-ই যাওয়া ঠিক না!

18/03/2023

হঠাৎ কর্মী নেওয়া বন্ধ করলো মালয়েশিয়া
👇👇
বিস্তারিত মন্তব্যের লিংকে...

17/03/2023

একটা ইসকুটি 🏍️ দরকার কিছুদিন ব্যবহার করছে এখন বিক্রি করবে এরকম হলে চলবে ।
যোগাযোগ : 01779329909

imo/WhatsApp :01715231199

27/02/2023

প্রবাসীরা দেশে ২৪ দিনে রেমিট্যান্স পাঠিয়েছে ১৩৩ কোটি মার্কিন ডলার। প্রবাসীরা দেশের সূর্যসন্তান তাদেরকে যত্ন করুন। যতদিন বাংলার দামাল ছেলেরা প্রবাসে আছে বাংলা মাকে হতে দেওয়া হবে না শ্রীলঙ্কা পাকিস্তান। নেতা খেতা পয়সাওয়ালা চুষে নিচ্ছে টাকা বিদেশ। পরের দেশে রক্ত পানি করে প্রবাসীরা দেশে পাঠিয়ে টাকা বাঁচিয়ে রাখছে বাংলাদেশ।

Address

Klang

Website

Alerts

Be the first to know and let us send you an email when Malaysia visa updated news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Passport & Visa Services in Klang

Show All

You may also like