Fadzhil Holiday Tour And Travel

Fadzhil Holiday Tour And Travel Air ticket for all destinations with lowest fare

ভ্রমণ করুন আপনার কাঙ্খিত গন্তব্যে আমাদের সাথে ✈️ আপনি কি এয়ার টিকেট কেনার কথা ভাবছেন তাহলে আজি আমাদের সাথে যোগাযোগ করুন ...
24/08/2022

ভ্রমণ করুন আপনার কাঙ্খিত গন্তব্যে আমাদের সাথে ✈️
আপনি কি এয়ার টিকেট কেনার কথা ভাবছেন তাহলে আজি আমাদের সাথে যোগাযোগ করুন | আপনার কাঙ্খিত এয়ার টিকেট এর জন্য ✈️
Hotline Coustomer Support
Kuala Lumpur : +6017 682 7095
Dhaka Office : +880 1715-026230

10/07/2022

তাকাব্বালাললাহু মিন্না ওয়া মিনকুম। সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক🤎

🇧🇩🇧🇩
26/03/2022

🇧🇩🇧🇩

17/07/2020

Book your ticket with Us
We are located in Kotaraya Kuala Lumpur

Safety first
06/03/2020

Safety first

মালয়েশিয়া এম্বাসি থেকে এমআরপি পাসপোর্ট ফি এখন ৩৮৫ রিংগিত।স্টুডেন্ট এবং জেনারেল ওয়ার্কারদের জন্য সেই ফি মাত্র ১১৬ রিংগিত।...
05/03/2020

মালয়েশিয়া এম্বাসি থেকে এমআরপি পাসপোর্ট ফি এখন ৩৮৫ রিংগিত।
স্টুডেন্ট এবং জেনারেল ওয়ার্কারদের জন্য সেই ফি মাত্র ১১৬ রিংগিত। সেইক্ষেত্রে আবেদনের সাথে অবশ্যই ভিসা কপি, স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে।
তাছাড়া প্রফেশনাল ভিসায় আছে,তাদের জন্য ৩৮৫ রিংগিত ই পেমেন্ট করতে হবে।

পাসপোর্ট ফি জমা দিতে হবে সরাসরি বাংলাদেশ হাইকমিশনের একাউন্টে।
May Bank, Account Name: Bangladesh High Commission, Account Number: 564427102268

ফি জমা দিতে হবে মেব্যাংকের হলুদ স্লিপে। স্লিপে অবশ্যই আবেদনকারীর নাম এবং পাসপোর্ট নাম্বার (পুরাতন) লিখতে হবে।

আবেদনের জন্য যেসকল জিনিশ লাগবেঃ

১। DIP FORM 2 এই ফর্মটি পূরণ করে নিতে হবে। যা এই ওয়েবসাইটে পাওয়া যাবে-http://www.passport.gov.bd

২। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি ( ম্যান্ডাটরি নয়)

৩। পুরাতন এম আর পি পাসপোর্টের ফটোকপি

৪। পাসপোর্টের ফি জমাদানের স্লিপ

সহজে ও কম খরচে বিদেশ ভ্রমণের ১৫টি গুরুত্বপূর্ন টিপস !!!*****************************************************To-Do List ব...
05/03/2020

সহজে ও কম খরচে বিদেশ ভ্রমণের ১৫টি
গুরুত্বপূর্ন টিপস !!!
*****************************************************

To-Do List বানানো
*********************
প্রথমেই নির্বাচন করুন কোথায় যাবেন। সময় নিয়ে এই স্থান নির্বাচন করুন। কারণ এর সাথেই কানেক্টেড আছে আপনার সম্পূর্ণ ভ্রমণের ব্যয়, সময় এবং সে দেশের কোন কোন জায়গা ঘুরতে পারবেন সেসব বিষয়গুলো। ফলে বুঝতেই পারছেন এই লিস্টের গুরুত্ব। তাই ভাবনা চিন্তা করে ভ্রমণের স্থান নির্বাচন করুন।
এই লিস্টে যুক্ত করুন নির্বাচিত দেশের কোন কোন জায়গা গুলো আপনার পক্ষে ভ্রমণসাধ্য। আপনার বাজেটের মধ্যে যে জায়গা গুলো ঘুরতে পারবেন সেগুলো টুকে ফেলুন এই লিস্টে। আর হ্যাঁ, সময় নির্ধারণ ও এই স্টেজেই করতে হবে। অর্থাৎ কতদিন থাকবেন, অথবা কোন কোন জায়গা গুলোতে কতসময় করে কাটাবেন এইসব খুঁটিনাটি বিষয়গুলো লিখে ফেলুন।

অগ্রিম বুকিং
***************
ট্রাভেল তারিখের কমপক্ষে ২ মাস আগে টিকেট বুকিং করুন। বিমান, হোটেল কিংবা ট্রান্সপোর্ট যেটাই হোক না কেন আগে টিকেট কাটলে খরচ অনেক কম হয়। মাঝে মধ্যে বিভিন্ন এয়ারলাইনের অফার থাকে, চেষ্টা করবেন অফারগুলো নিতে। তবে কোন কারনে ট্রাভেল তারিখ পরির্বতন হলে কিংবা বাতিল হলে রিফান্ড পাওয়া যায় না। সুতরাং, ভালো করে প্ল্যান করে নিন।

স্থানীয় ভাষা
*************
যেই দেশে যাবেন সেই দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত ২৫-৩০ টি বাক্য শিখে নিন। এই সংক্রান্ত অনেক ভিডিও ইউটিউবে পাবেন। উন্নত দেশগুলো তাদের নিজ নিজ ভাষা ব্যবহার করায়, অনেক দেশে ইংরেজির প্রচলন নেই বললেই চলে। সেসব দেশে কাজ চালানোর মতো কিছু বেসিক বাক্য শিখে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে।

ক্রেডিট কার্ড
***************
যাদের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড নেই কিংবা যারা ক্রেডিট কার্ডের ঝামে লায় যেতে চান না, তাদের জন্য সমাধান হচ্ছে ডুয়াল কারেন্সি প্রি-পেইড কার্ড, মাত্র ৫০০ টাকা আর ভ্যালিড পাসপোর্ট থাকলেই আপনি করে নিতে পারেন একটি একুয়া কার্ড। এই কার্ডে যেই টাকা রিচার্জ করবেন, সেটাই ব্যবহার করতে পারবেন। আর এই কার্ড দিয়ে আপনি অনলাইনে একদিনে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করতে পারবেন। এই কার্ড দিয়ে দেশের বাইরে হোটেল বুকিং, প্রডাক্ট কেনা, দেশের বাইরের ট্রান্সপোর্ট বুকিং এর মতো কাজগুলো করতে পারবেন।

পূর্ব পরিকল্পনা
****************
ট্রাভেলের আগে খুব ভালো করে পরিকল্পনা করে নিন। প্রয়োজনে যেসব যায়গায় যাবেন সেসব যায়গা সম্পর্কে ইন্টারনেটে আগে থেকেই খোঁজ করে নিন। বিশেষ করে খোলা-বন্ধের সময়, সাপ্তাহিক ছুটির দিন, টিকেটের মূল্য এগুলো সম্পর্কে আগে খোঁজ নিতে পারেন। অনেক প্রডাক্ট কিংবা বিভিন্ন যায়গার টিকেট অনলাইন থেকে ডিসকাউন্টে অগ্রিম কেনা কিংবা প্রি-অর্ডার করা যায়।

স্থানীয় কারেন্সি
*****************
ট্রাভেলের সময় আমরা সাধারনত ডলার কিংবা ইউরোতে কারেন্সি কনভার্ট করে নিয়ে যাই। ডলার/ইউরোরর পাশাপাশি, যে দেশে ঘুরতে যাবেন সেই দেশের কিছু কারেন্সিও সাথে নিয়ে নিবেন। অন্য দেশের এয়ারপোর্ট গুলোতে ডলার/ইউরোর রেট কম ধরে, এজন্য যদি আগে থেকেই কিছু স্থানীয় কারেন্সি সাথে রাখেন, তাহলে এয়ারপোর্টে নেমেই জরুরী কেনাকাটা (খাবার /ট্রান্সপোর্ট /সিমকার্ড) করে নিতে পারবেন।

পাবলিক ট্রান্সপোর্ট
********************
যেই দেশে ট্রাভেল করবেন, চেষ্টা করবেন সেই দেশের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে। এতে আপনার ট্রান্সপোর্ট খরচ অনেক কমে যাবে। বিভিন্ন দেশে ট্রাভেলারদের জন্য ট্রাভেলার্স পাস পাওয়া যায় যেটায় ট্রান্সপোর্ট + বিভিন্ন দর্শনীয় স্থানের টিকেট যুক্ত থাকে, সেগুলো ব্যবহার করলে বিভিন্ন রকম ডিসকাউন্ট পাবেন। এছাড়াও সরাসরি ট্যাক্সি না নিয়ে Uber, Grab এর মতো রাইড শেয়ারিং এপস গুলো ব্যবহার করতে পারেন। একেক দেশে একেক নামে রাইড শেয়ারিং কোম্পানি রয়েছে। ট্রাভেলের আগে একটু খোঁজ নিয়ে এপস মোবাইলে নামিয়ে রাখতে পারেন।
উন্নত দেশগুলোতে পাবলিক ট্রান্সপোর্টের জন্য বান্ডেল অফারযুক্ত কার্ড পাওয়া যায়। একই কার্ড বাস, ট্রেন, সাবওয়েতে ব্যবহার করা যায়। ব্যালেন্স শেষ হয়ে গেলে কনভেনিয়েন্ট স্টোরগুলো থেকে রিচার্জ করা যায়। এই কার্ড থাকলে বারবার টিকেট কেনার ঝামেলায় পড়তে হয় না। ট্রাভেলের সময় এক স্থান থেকে আরেক স্থানে যেতে সুবিধার জন্য বিভিন্ন এপস ব্যবহার করতে পারেন। ইউরোপের বিভিন্ন দেশে ঘুরতে ২ টি জনপ্রিয় এপস রয়েছে। সেগুলো হচ্ছে: Flixbus, GoEuro. Flixbus দিয়ে ইউরোপ ও আমেরিকার অনেক ডেস্টিনেশনে কম খরচে বাস ট্রাভেল করা যায়। GoEuro দিয়ে একাধারে বাস, ট্রেইন ও বিমানের টিকেট কাটা যায়।

ডিসকাউন্ট
************
বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে অনেক দর্শনীয় স্থানে প্রবেশের উপর ডিসকাউন্ট কিংবা ফ্রি এন্ট্রি থাকে, এইসব ব্যপারে আগে থেকে একটু খোঁজ খবর রাখলে ট্রাভেল এক্সপেন্স কমাতে পারবেন। এছাড়াও অনেক শহরে ফ্রি বাস সার্ভিস রয়েছে। আবার কোন কোন শহরে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের কিছু টিপস ও ট্রিকস আছে, যেগুলো জানা থাকলে ট্রাভেলিং আরো সহজ হয়।

ছোট গ্রুপ
***********
সবসময় চেষ্টা করবেন ছোট গ্রুপ করে ট্রাভেল করতে। গ্রুপের সাইজ হবে ২ থেকে ৪ জন। বেশি হলে কিন্তু আবার অন্য সমস্যা হবে। ছোট গ্রুপে কয়েকজন মিলে একসাথে ঘুরলে: থাকা, খাওয়া আর ট্রান্সপোর্ট খরচ কমে যায়। এছাড়াও বিভিন্ন দেশে বিভিন্ন রকম টাউট বাটপার থাকে, গ্রুপে একসাথে কয়েকজন থাকলে এসব টাউট বাটপার সহজে সামনে আসে না।

আবহাওয়া
**********
যেই দেশে ট্রাভেল করতে যাচ্ছেন, সেই দেশের বর্তমান আবহাওয়া সম্পর্কে আগে থেকে ধারনা নিয়ে নিবেন এবং সেই অনুযায়ী পোষাক নিতে ভুলবেন না যেন। এতে হটাৎ করে আবহাওয়া পরিবর্তনে সমস্যায় পড়বেন না।

পানির বোতল
*************
ট্রাভেলের সময় ছোট খালি পানির বোতল সাথে রাখুন। বাইরের দেশগুলোতে মোটামুটি সর্বত্রই বিনামূল্যে বিশুদ্ধ পানি পাওয়া যায়। পানি শেষ হয়ে গেলে রিফিল করে নিন। তবে এয়ারপোর্টে একটু খেয়াল রাখতে হবে যে, ইমিগ্রেশন এর সময় যেন বোতল খালি থাকে।

Safety first !
05/03/2020

Safety first !

Address

Kuala Lumpur

Telephone

+60176827095

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fadzhil Holiday Tour And Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Kuala Lumpur travel agencies

Show All