Anik Travel & Tours Ltd

Anik Travel & Tours Ltd Always say yes to new Adventures✈️

19/11/2024

মালয়েশিয়াতে পাসপোর্ট নিয়ে প্রবাসীদের ভোগান্তি শেষ নাই

মালয়েশিয়া থেকে সহজেই থাইল্যান্ড ভ্রমণের সুযোগ । 🇹🇭 🇹🇭 ✅ পাসপোর্ট জমা দেয়ার ঝামেলা নেই।✅ ট্যুরিস্ট দের পছন্দের শির্ষ দেশ।...
24/10/2024

মালয়েশিয়া থেকে
সহজেই থাইল্যান্ড ভ্রমণের সুযোগ । 🇹🇭 🇹🇭

✅ পাসপোর্ট জমা দেয়ার ঝামেলা নেই।
✅ ট্যুরিস্ট দের পছন্দের শির্ষ দেশ।
✅ সহজে ভিসা প্রাপ্তি।
✅ দৃষ্টিনন্দন ট্যুরিস্ট স্পট।
✅ ভ্রমণ খরচ কম।

আপনার ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করতে আমরা আপনার পাশে। ✈️ 🏨 🏖️

থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা ও ভ্রমণ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন 🤝

011-1769 8609

23/10/2024
Geomatika University Malaysia is now accepting applications for the upcoming academic year! 🎓✨Are you ready to embark on...
03/10/2024

Geomatika University Malaysia is now accepting applications for the upcoming academic year! 🎓✨

Are you ready to embark on a journey of knowledge and discovery? Join us at Geomatika University, where we offer a range of innovative programs designed to equip you with the skills and expertise needed for a successful career in various fields.

**Why Choose Geomatika University?**
- **Industry-Relevant Programs**: Our courses are tailored to meet the demands of today’s job market.
- **Experienced Faculty**: Learn from industry experts and dedicated educators.
- **State-of-the-Art Facilities**: Experience a modern learning environment with advanced technology.
- **Vibrant Campus Life**: Join a diverse community and engage in various
Don’t miss your chance to be part of Geomatika University Malaysia! Apply now and take the first step towards a brighter future! 🚀



---

Feel free to customize the program list, contact details, and deadlines as needed!
011-1769 8609

 #  In Malaysia 🇧🇩🇲🇾✅ No Tuition Fees Before VISA!!!✅ 100% Visa Ratio✅Next Intake✅Available Program: Foundation/Diploma,...
03/10/2024

# In Malaysia 🇧🇩🇲🇾
✅ No Tuition Fees Before VISA!!!
✅ 100% Visa Ratio
✅Next Intake
✅Available Program: Foundation/Diploma,Bachelor,Masters/Phd
কেন আপনি MALAYSIA–তে পড়াশুনা করতে যাবেন???
➤ VISA-র পূর্বে কোন Tuition Fees দিতে হবে না।
➤ নিশ্চিত Scholarship এর সুযোগ।
➤ কোন Bank Sponsor দেখাতে হবে না।
➤ Tuition Fees তুলনামুলক ভাবে অনেক কম।
➤ UK, Canada, USA & Australia–তে Credit Transfer এর সুযোগ।
🫰Study Gap গ্রহণযোগ্য

🧑‍🎓 World Ranked ও Public University/College–এ পড়াশুনার সুযোগ।
🧑‍🎓 University/College গুলোতে পাবেন আপনার পচ্ছন্দের Programs.

for more details 👇
+6 011-1769 8609 (cell & WhatsApp)

🎉 Big News!🎉We are excited to announce that admissions for the 2024/2025 academic year are now open. 🌟Don't miss out on ...
26/07/2024

🎉 Big News!🎉

We are excited to announce that admissions for the 2024/2025 academic year are now open. 🌟

Don't miss out on the chance to join our vibrant community. Apply now and embark on a journey of learning and growth with us.

📆 Secure your place today!

For further inquirers don’t hesitate to contact with us!

15/04/2024

Bangla road Phuket Thailand

07/04/2024

♻️♻️ Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e



28/03/2024

আসসালামু আলাইকুম। যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যাল টার নাম হচ্ছে স্কোপোলামিন। এটা সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের নাচের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন। এটা থেকে বাঁচতে আমি কিছু বিষয়ের কথা বলছি এগুলো মাথায় রাখবেন।

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না সে যত ভালই মনে হোক না কেন।

২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. যেন তারা লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে মুখ দিয়ে বাতাস করার সাথে সাথে চিৎকার করে উঠবেন। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।

১০. দেখতে একেবারে হুজুর, দেখে মনে হবে মৃত্যুর পরে ১০ হাজার ফেরেশতা ওনাকে গার্ডও বনা দেবে এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।
১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন

১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারন স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন এটা একটা স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ওই লোক।
#সংগৃহীত।

20/03/2024

সমস্যা যেন পিছুই ছাড়ে না মালয়েশিয়া প্রবাসী অনিয়মিত কর্মীদের! দীর্ঘ টানাপোড়নে থাকার পর গত ১ মার্চ হতে মালয়েশিয়া স.....

❝ উচ্চ শিক্ষায় মালয়েশিয়া • 𝗦𝘁𝘂𝗱𝘆 𝗶𝗻 𝗠𝗮𝗹𝗮𝘆𝘀𝗶𝗮 ❞আপনি কি উচ্চ শিক্ষার্থে মালয়েশিয়া তে আসতে আগ্রহী? কিংবা পরিচিত কাউকে পড়...
04/03/2024

❝ উচ্চ শিক্ষায় মালয়েশিয়া • 𝗦𝘁𝘂𝗱𝘆 𝗶𝗻 𝗠𝗮𝗹𝗮𝘆𝘀𝗶𝗮 ❞

আপনি কি উচ্চ শিক্ষার্থে মালয়েশিয়া তে আসতে আগ্রহী?
কিংবা পরিচিত কাউকে পড়াশোনার জন্য মালয়েশিয়া আনতে চান?
তাহলে আমরা আছি আপনার পাশে।

আমরা দীর্ঘ ১০ বছর ধরে সফলতার সাথে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে যাচ্ছি।

আমরা গ্রাহককে যেসব সুবিধা দিয়ে থাকি:
১) সার্বক্ষণিক গ্রাহক সেবা
২) পেমেন্ট স্লিপের মাধ্যমে লেনদেন ফলে প্রতারিত হবার সুযোগ নেই।
৩) সরাসরি ইউনিভার্সিটির একাউন্টে পেমেন্ট করার সুযোগ।
৪) ই ভিসা সহ বিমান টিকিট বিষয়ক সহায়তা।
৫) আমরা কোনো ধরনের সার্ভিস চার্জ নেইনা।

তাছাড়া আমরা সিঙ্গাপুর, থ্যাইল্যান্ড,কম্বোডিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে টুরিস্ট ও ওয়ার্ক পারমিট ভিসা নিয়েও কাজ করছি।

স্টুডেন্ট ভিসায় এপ্লাই করতে যেসব ডকুমেন্টস লাগবেঃ
১) এস এস সি / এইস এস সি সার্টিফিকেট স্ক্যান কপি
২) একাডেমিক ট্রান্সক্রিপ্ট স্ক্যান কপি
৩) পাসপোর্ট এর স্ক্যানকপি (৪৮ পেইজ)
৪) সাদা ব্যাকরাউন্ড এর ক্লিয়ার সাইজ ফটো ( 35/45 mm)
Note : পাসপোর্টের মেয়াদ অবশ্যই ১৮ মাসের বেশি থাকতে হবে।

Call Or WhatsApp : ⁨+601117698609

















24/01/2024
মালয়েশিয়াতে বাংলাদেশ হাইকমিশন সত্যিই এতদিনে একটা স্যালুট পাওয়ার মত কাজ করেছে।মালয়েশিয়াতে বসবাসরত ১০ লক্ষ প্রবাসীর পাসপো...
08/12/2023

মালয়েশিয়াতে বাংলাদেশ হাইকমিশন সত্যিই এতদিনে একটা স্যালুট পাওয়ার মত কাজ করেছে।
মালয়েশিয়াতে বসবাসরত ১০ লক্ষ প্রবাসীর পাসপোর্ট সেবা সহজ ও দ্রুততর সময়ে পাসপোর্ট প্রদানের লক্ষ্যে উন্নত অনেক দেশের আদলে আউট সোর্সিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আউট সোর্সিং ESL প্রতিষ্ঠানটি ই-পাসপোর্ট এবং মালয়েশীয় ও অন্যান্য দেশের নাগরিকদের বাংলাদেশের ভিসা আবেদনের সেবা প্রদানের লক্ষ্যে কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে জালান দুয়া-চান শো লেনে (সিটি সেন্টারের পাশে) প্রায় ১৪,০০০ বর্গফুট প্রশস্থ ভবন ভাড়া নিয়ে 'ওয়ান স্টপ সার্ভিস সেন্টার' হিসেবে তা সুসজ্জিতকরণ করেছে। উক্ত ভবনে খোলামেলা জায়গার পাশাপাশি উন্নতমানের সুপরিসর স্যানিটেশনসহ আধুনিক ভবন ব্যবস্থাপনার সকল রয়েছে। উল্লেখ্য যে, ভবনটি যে এলাকায় অবস্থিত সেখানে যাতায়াতের জন্য সকল নাগরিক সুবিধা যেমন, বাস, এলআরটি, এমআরটি বিদ্যমান রয়েছে। 'ওয়ান স্টপ সার্ভিস সেন্টার' হিসেবে চালুর লক্ষ্যে ইতোমধ্যেই এখানে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে এবং ৪৭ টি সার্ভিস কাউন্টার স্থাপনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মালয়েশিয়াতে বাংলাদেশ হাইকমিশন সীমিত জনবল দিয়ে মালয়েশিয়ায় বসবাসরত বিদ্যমান বৃহৎসংখ্যক প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্টসেবা প্রদান করে আসলে কঠিন কাজ। আশা করা যাচ্ছে জানুয়ারি মাস থেকে ই পাসপোর্ট মালয়েশিয়া তে চালু হবে। সব কিছু রেডি এখন শুধু উদ্বোধনের বাকি।

Address

Office : 30 Jalan AMPANG, KL (WP),, KUALA LUMPUR
Kuala Lumpur
50250

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+601117698609

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anik Travel & Tours Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anik Travel & Tours Ltd:

Videos

Share


Other Kuala Lumpur travel agencies

Show All