17/01/2023
একজন প্রবাসী বিদেশ থেকে আসার সময় কি কি জিনিসপত্র আনতে পারবেন, কি কি জিনিসপত্রের জন্য শুল্ক দিতে হবে তার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ রুলস রয়েছে।
এই ব্যাগেজ রুলসের সুবিধায় যাত্রীর নিজের জন্য কি কি আনতে পারবেন, কোন ক্ষেত্রে শুল্ক প্রয়োজন তা নির্ধারণ করা হয়েছে।
একই ধরণের পণ্য কোন যাত্রী যদি ব্যবসার উদ্দেশ্যে কিংবা চোরাচালান বা অন্য কোন উদ্দেশ্যে বহন করেন তাহলে তিনি ব্যাগেজ রুলসের সুবিধা পাবেন না।
বর্তমানে অনেক প্রবাসীরা টাকার বিনিময়ে চোরাকারবারীদের সোনা বহন করেন। অনেক টাকার বিনিময়ে সোনা ব্যবসাীয়দের সোনা বহন করেন, যা ব্যাগেজ রুলস অনুযায়ী অপরাধ। ব্যবসার জন্য সরকারের আমদানী রফতানী নীতিমালা আছে।
ব্যাগেজ রুলস অনুয়ায়ী, সোনার বারের ক্ষেত্রে শুল্ক মুক্ত কোন সুবিধা নেই। একজন যাত্রী ২৩৪ গ্রাম পর্যন্ত স্বর্ণের বার আনতে পারবেন, তবে তাকে ৪০ হাজার টাকা শুল্ক দিতে হবে।
একজন যাত্রী ব্যাগেজ রুলস অনুযায়ী ১০০ গ্রাম পর্যন্ত সোনার অলংকার আনলে শুল্ক দিতে হবে না। তবে ১২ টির বেশি এক প্রকারের অলংকার আনা যাবে না, যদি আনেন সেক্ষেত্রে শুল্ক পরিশোধ করতে হবে।
বিশ্বজুড়ে মাদক ও সোনা চোরাচালানের প্রবণতা বাড়ছে। বৈধ পণ্য শুল্ক ফাঁকি দিয়ে আমদানী বা রপ্তানী করাও চোরাচালান। লোভে পড়ে অনেক প্রবাসী চোরাচালানে জড়িয়ে পড়ছেন। বৈধ, অবৈধ সকল ধরণের পণ্য/জিনিসের বেআইনি চোরাচালান প্রতিরোধে তথ্য দিন। দেশে বা বিদেশে আপনি যেখানেই থাকুন না কেনো, তথ্য দিয়ে চোরাচালান প্রতিরোধে সহায়তা করুন।