05/06/2022
মালয়েশিয়ার শ্রমবাজার ইস্যুতে বাংলাদেশে এখনো পর্যন্ত মেডিকেল, রিক্রুটিং এজেন্সি, খরচ নির্ধারণ করা হয়নি। তবে এখনই প্রাথমিক কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারেন।
১)অবশ্যই পাসপোর্ট প্রস্তুত রাখবেন এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম ২৪ মাস! এর বেশি থাকলে আরও ভালো।
২)মালয়েশিয়ায় যাওয়ার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪০ বছরের নিতে পারে!
৩)মালয়েশিয়া যেতে অবশ্যই করোনার ২ ডোজ টিকা দিয়ে যেতে হবে। ছিনোফার্মা, ফাইজার, মডার্না, এস্ট্রোজেনিকা এই গুলোর যেই কোন ২ ডোজ এবং বুস্টার ডোজ দেওয়া থাকলে আরও ভালো হয়। আপনি মালয়েশিয়া যেতে চাইলে আজই টিকার জন্য আবেদন করুন!
৪)যারা ধরা খেয়ে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না,এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন, নিজে নিজে হিসাব করুন!
৫)মালয়েশিয়া ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বা ১২ বছর পর্যন্ত থাকতে পারবেন!
৬)মালয়েশিয়ার নতুন MOU অনুযায়ী নূন্যতম বেসিক বেতন ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে নির্ধারিত করা হয়েছে !
৮) আপনি করোনা টিকা আগে দিয়ে দিলেও সমস্যা নেই, শুধু করোনা টিকার সার্টিফিকেট উঠানোর সময় নিজের পাসপোর্ট নাম্বার দিয়ে করোনা সার্টিফিকেট তুলবেন।
৯)বাংলাদেশে মেডিক্যাল চালু হলে আশাকরি ২-৩ মাসের মধ্যে মালয়েশিয়া যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়াটা চালু হওয়ার পর!
১০)মালয়েশিয়া সরকার ১) ফ্যাক্টরি ২) কনস্টাকশন ৩) এগ্রিকালচার ৪) প্লানটেশন ৫। সার্ভিস সেক্টর ইত্যাদি কাজের ভিসার অনুমোদন দেয়া হয়েছে এবং সিকিউরিটি গার্ড ও ডমেস্টিক হেল্পার নিয়োগের ব্যাপারেও আলোচনা ফলপ্রসূ।