FM.Travels Agency

  • Home
  • FM.Travels Agency

FM.Travels Agency FM.Travels Agency.this is an one of the most trusted agent in bangladesh.

25/07/2022

[24/07, 21:53] ফারুক মোল্লা আসসালামুঅলাইকুম,
মালয়েশিয়ার মেডিকেল শুরু হতে যাচ্ছে। আগ্রহী এজেন্ট ও কর্মিগন কাজ ও রেটের বিষয়ে সরাসরি আমার সংগে যোগাযোগ করে নিবেন।
আমাদের ঢাকা অফিসে আমার ভাইয়ের সংগে যোগাযোগ করে জুরুরী ভিত্তিতে পাচঁপোর্ট জমা দিয়ে মেডিকেল করার প্রয়োজনীয় ব্যবস্হা নিতে অনুরুদ করা হইল। মোবাইল+60165970254=ইমু

ধন্যবাদ।
ফারুক মোল্লা
[24/07, 22:59] ফারুক মোল্লা: *মালয়েশিয়া মেডিকেল করার জন্য*

# পাসপোর্টের মেয়াদ ২৪ মাস থাকতে হবে।

# করোনা ২ ডোজ টিকা সার্টিফিকেট থাকতে হবে। টিকার মেয়াদ যদি ১ বছরের বেশি হয় তাহলে বুষ্টার ডোজ দেয়া থাকতে হবে।

# BMET নিবন্ধন কার্ড থাকতে হবে।

# যাত্রীর ফিঙ্গারপ্রিন্ট করার জন্য যত্রীর হাতের আঙ্গুল ১০ টি অক্ষত থাকতে হবে।

মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল শুরু।
# মেডিকেল করতে যেসব ডকুমেন্টস অবশ্যই সাথে নিয়ে আসতে হবে সগুলো নিচে দেওয়া হলো #
(১) মেইন পাসপোর্ট
(২) ১০ কপি ম্যাটপেপার ছবি,যাহার ব্যাক সাইড সাদা, সাইজ ৫০/৩৫ মালয়েশিয়ান সাইজ।
(৩)ভ্যাকসিন সার্টিফিকেট,
মডানা - ২ ডোজ,ফাইজার - ২ ডোজ, সিনোফার্ম - বুস্টার ডোজ,
(৪)BMET নিবন্ধন ফর্ম।
(৫) ভোটার আইডি নিজের ( মা- বাবা- স্ত্রীর যে কোন একজনের টা)

মালয়েশিয়ায় রেজিষ্ট্রেশন করতে যা যা প্রয়োজন তাহা নিম্নরূপঃ

যাত্রী যে জেলার বাসিন্দা সে জেলায় ফিংগারপ্রিন্ট অফিসে গিয়ে করতে হবে।
অথবা আমি প্রবাসি অ‍্যাপ ডাউন লোড করে
ও করতে পারবেন।


রেজিষ্ট্রেশন না করলে মেডিকেল করা যাবে না

রেজিষ্ট্রেশনের জন্য যা যা দরকার
১। যাত্রীর পাসপোট
২।যাত্রীর ভোটার আই ডি কাড
৩।যাত্রীর ছবি
ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ১৮-৩২ বছর।
হোটেলে/হাউজ কিপিং ১৮-৩৫ বছর।
সুপার মার্কেট ১৮-৩৫ বছর।
কনস্ট্রাকশন ১৮-৪০ বছর।
ফার্নিচার ফ্যাক্টরি ১৮-৪০ বছর।
ফুড/ রুটি ফ্যাক্টরি ১৮-৩৫ বছর।
প্লাস্টিক/ মোল্ডিং ফ্যাক্টরি ১৮-৪০ বছর।
রাবার ফ্যাক্টরি ১৮-৩৮ বছর।
পাম বাগান ১৮-৪৪ বছর।৪।যাত্রীর মোবাইল নং
৫।নমিনীর নাম
৬।নমিনীর ভোটার আই ডি কাড
৭।নমিনীর মোবাইল নং
৮।নমিনীর মা ও বাবার নাম।

26/06/2022
23/06/2022

মালেশিয়া কলিং মালেশিয়া সরকার চুড়ান্ত করে অনুমোদন দিয়েছে। এই সব ষড়যন্ত্রকারী দের কলকাঠি চালা চালিতে মালেশিয়া সরকার যায় আসে না।ইতিমধ্যে মালেশিয়া সরকার গ্যজেট আকারে প্রকাশ করেছে এবং ২ লক্ষের অধিক ভিসার এপ্রুভাল অনুমোদন দিয়েছে । FWCM তালিকা প্রায় চুড়ান্ত। আগামী সপ্তাহে মেডিকেল শুরু হবে ।

13/06/2022

মালয়েশিয়া আসতে নিবন্ধন শুরু
সোমবার মানে ১৩ জুন থেকে আপনার নিকটস্থ সরকারি ট্রেনিং সেন্টার বা কর্ম সংস্থানের অফিসে গিয়ে নিবন্ধন করতে পারবেন যারা মালয়েশিয়া যেতে চান। মালয়েশিয়া যেতে নিবন্ধন করতে বিএমইটির ওয়েব সাইটে ঢুকে বিস্তারিত জানতে পারেন।
মালয়েশিয়া যেতে নিবন্ধন করা যাবে ২০০ টাকা দিয়ে। তবে আপনি যদি বাসায় বসে নিবন্ধন করতে চান তবে আমি প্রবাসী এ্যাপে নিবন্ধন করতে পারেন। এর জন্য প্রয়োজন ৩০০ টাকা। ভিডিও কিউআরকোড দেয়া আছে এটি স্ক্যান করে আমি প্রবাসী এ্যাপে ঢুকতে পারেন । অথব মালয়েশিয়া যেতে নিবন্ধন করতে এ্যাপে ঢুকে ফরম পুরন করেত পারেন। মালয়েশিয়া যেতে নিবন্ধন করতে প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, ফোন নাম্বার, ইমেইল যদি থাকে, আর যদি দক্ষতার সনদ থাকে। মালয়েশিয়া যেতে নিবন্ধন নতুন করে করার প্রয়োজন নেই যদি না আগে নিবন্ধন করা থাকে। কেউ যদি একবার বিদেশ গিয়ে থাকেন তবে তার আর নিবন্ধনের প্রয়োজন নেই।
তবে মালয়েশিয়া যেতে নিবন্ধন
Md faruk mollah

🟢*মালয়েশিয়া কাজের ধরন*((((((((১:উৎপাদন কারখানা))))))))))))✅ *ইলেকট্রনিক্স ফ্যাক্টরি*✅ *হাত মোজা ফ্যাক্টরি*✅ *ফার্নিচার ফ...
09/06/2022

🟢*মালয়েশিয়া কাজের ধরন*

((((((((১:উৎপাদন কারখানা))))))))))))

✅ *ইলেকট্রনিক্স ফ্যাক্টরি*
✅ *হাত মোজা ফ্যাক্টরি*
✅ *ফার্নিচার ফ্যাক্টরি*
✅ *ফুড ফ্যাক্টরি*
✅ *গার্মেন্টস ফ্যাক্টরি*
✅ *প্লাস্টিক ফ্যাক্টরি*
✅ *ষ্টীল ফ্যাক্টরি*
✅ *রাবার ফ্যাক্টরি*
✅ *গ্লাস ফ্যাক্টরি*
✅ *অটোমোবাইল ফ্যাক্টরি*
✅ *অয়েল ফ্যাক্টরি*

(((((((((২ *সার্ভিস সেক্টর*)))))))
✅ *রেস্টুরেন্ট*
✅ *মার্কেট*
✅ *লোডিং-আনলোডিং*
✅ *পেট্রোল পাম্প*
✅ *ক্লিনার➡️আবাসিক হোটেল, দোকান, মার্কেট, এয়ারপোর্ট, স্কুল, কলেজ, হাসপিটাল, আবাসিক ইত্যাদি*

(((((((৩ *কন্সট্রাকশন*)))))))))
✅ *অল ট্রেড টেকনিশিয়ান*
✅ *লেবার*

((((((((৪*এগ্রিকালচার*))))))))
✅ *কৃষি কাজ*
✅ *মৎস্য খামার*
✅ *পোল্ট্রি ফার্ম*
✅ *পশু খামার*

((((((((৫*প্লানটেশন*)))))))))
✅ *পামওয়েল বাগান*
✅ *নার্সারী*
আরত বিস্তারিত জানতে কল করুন

+60165970254
imo/WhatsApp

08/06/2022
07/06/2022

ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ১৮-৩২ বছর।
হোটেলে/হাউজ কিপিং ১৮-৩৫ বছর।
সুপার মার্কেট ১৮-৩৫ বছর।
কনস্ট্রাকশন ১৮-৪০ বছর।
ফার্নিচার ফ্যাক্টরি ১৮-৪০ বছর।
ফুড/ রুটি ফ্যাক্টরি ১৮-৩৫ বছর।
প্লাস্টিক/ মোল্ডিং ফ্যাক্টরি ১৮-৪০ বছর।
রাবার ফ্যাক্টরি ১৮-৩৮ বছর।
পাম বাগান ১৮-৪৪ বছর।

কলিং ভিসা কার্যক্রম শুরু হলে আমরা উপরোক্ত ভিসা গুলো প্রসেসিং করব।

এর মধ্যে ৩টি ইলেকট্রনিক্স ফ্যাক্টরি আগামী মাসের প্রথম সপ্তাহে ইন্টারভিউ নিবে। তারা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মিনিমাম অষ্টম শ্রেণী পাস।

বাকিগুলোতে কোনো প্রকার ইন্টারভিউ লাগবেনা।

04/06/2022

সতর্ক বার্তা!
গত দুদিন ধরে ফেসবুকে মালয়েশিয়া কলিং ও বিভিন্ন কাজের পাসপোর্ট জমা নেওয়ার অনেক বিজ্ঞাপন চলছে।

পুর্ব পরিচিত বা তার সম্পর্কে যদি সঠিক ধারনা না থাকে শুধু ফেসবুকের বিজ্ঞাপন দেখে কারও নিকট টাকা বা পাসপোর্ট দিবেন না। এতে প্রতারিত হবার সম্ভবনা বেশী।

যাদের সংগে পুর্বে কাজের বা ব্যবসা করার অভিজ্ঞতা রয়েছে বুঝে শুনে তাদের সংগে যোগাযোগ করে পরামর্শ করুন।

মালয়েশিয়া কলিং এ কেউ হয় রাজা কেউ হয় ফকির সবাই সাবধানে কাজ করবেন।

সবাই ভাল থাকুন ও প্রতারক হতে সাবধানে থাকুন।

ধন্যবাদ।

04/06/2022

*মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি কি কি?*

*১)অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম১৮ থেকে ২৪ মাস!*

*২)* মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪০ বছরের নিতে পারে!

*৩)* মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিয়ে যেতে এবং ২ ডোজ টিকা, চিনোফারমা, ফাইজার, মডার্না,এস্টাজেনিকা এই গুলোর যেই কোন ২ ডোজ! আপনি মালেয়াশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন!

*৪)* যারা ধরা খেয়ে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না,এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন, নিজে নিজে হিসাব করুন ।ব্লাকলিস্ট কাটতে অনেক টাকা লাগে । কাটার পর কলিং ভিসায় আসতে পারবেন ।

*৫)* মালয়েশিয়া কত বছরের কন্টাক্ট হবে?
মালয়েশিয়া ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন!

*৬)* মালেয়েশিয়া বেসিক নূন্যতম কত? মালেয়েশিয়া আজকের হিসাবে নূন্যতম বেসিক ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে! অভার টাইম দেড় গুন বেশী দিবে ।সরকারি ছুটির দিন যেমন রবিবার সব বিভিন্ন ছুটিতে ডাবল বেসিক দিবে ।যত বেশী অভার টাইম করবেন ততবেশী সেলারি আসবে ।

*৭)* থাকা-চিকিৎসা যাতায়াত এগুলো কোম্পানি দিবে!

*৮)* আপনি টিকা আগে দিয়ে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।

*৯)* মালয়েশিয়া মেডিক্যাল করলে কেমন সময় লাগবে? মেডিক্যাল করার পরে আশাকরি ২-৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর!

*১০)* কত টাকা লাগতে পারে?সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার!

*১১)* মালেয়াশিয়া কি কি কাজের ভিসার অনুমোদন হয়েছে,
১) ফ্যাক্টরি ২)কনস্টাকশন ৩)এগ্রিকালচার ৪) প্লানটেশন ৫। সার্ভিস সেক্টর ইত্যাদি ।

ধন্যবাদ সবাইকে 🥰

03/06/2022

বৈধ উপায়ে কলিং ভিসায় 🇲🇾 মালয়েশিয়ায় জরুরী নিয়োগ!

কাজের ধরন: ফ্যাক্টরি, সার্ভিস সেক্টর, কনস্ট্রাকশন,এগ্রিকালচার, ইলেকট্রনিক্স, প্লাস্টিক,ফার্নিচার, ক্লিনার, হোটেল, রেস্টুরেন্ট।

বেতন : ১৫০০ (রিংগিত)+ অভার টাইম মাসে ৩৫-৪৫ হাজার টাকা ইনকামের সুযোগ)
থাকা : ফ্রি,খাওয়া নিজের। ( কিছু কোম্পানি খাওয়ার জন্যও টাকা দেয়)
প্রসেসিং সময় :২-৩ মাস।

চুক্তি: ৩ বছরের, রিনিউ করে থাকা যাবে।
ডকুমেন্টস: ওরজিনাল পাসপোর্ট, ছবি,ভ্যাকসিন সার্টিফিকেট।
🚾পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে।

↔️ বিদেশ মানেই কস্ট এই কস্ট সহ্য করে নিতে ৬ মাস সময় লেগে যায়। মা,বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছু ভুলে নিজেকে মানিয়ে নিতে হবে। পরিশ্রমী আত্মবিশ্বাসী হতে হবে।

02/06/2022
01/06/2022

আলহামদুলিল্লাহ সকলের প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ মধ্য রাতে মালেশিয়ার মানব সম্পদ মন্ত্রী ঢাকায় আসবেন
এবং
২ রা জুন সকাল ১১ টায় মন্ত্রী পর্যায়ে ও যৌথ ওয়ার্কিং গ্রুপের মিটিং অনুষ্ঠিত হবে,
প্রবাসী কল্যায়ন মন্ত্রনালয়ে।

আল্লাহ চাইলে হইতো এই মিটিং এই সকল সমস্যার সমাধান হবে।

27/05/2022

মালেশিয়া কলিং ভিসা সব জল্পনা কল্পনা অবসান কাটিয়ে ওপেন হতে যাচ্ছে আগামী মাস হতে ,মালেশিয়া বিভিন্ন কম্পানির মালিক ডিমান্ড লেটার বাংলাদেশ হাই কমিশনে জমা দিয়েছে কিন্তু কিছু অভ্যন্তরীণ জটিলতা কারনে সত্যায়িত না করে আটকিয়ে রেখেছেন। এবার সবুজ সংকেত দিয়েছে আগামী মাসে সত্যায়িত শুরু হবে, ঢাকায় আগামী ২রা জুন দুই দেশের জয়েন্ট কমিটির মিটিং হওয়ার পরে।আমরা খুবই আশাবাদী আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে মেডিকেল শুরু হবে।যাহারা মালেশিয়া কাজের উদ্দেশ্যে আসতে ইচ্ছুক তাহারা অবশ্যই কাজের ধরন সহ মালেশিয়া দেশটি এবং বেসিক আইন সম্পর্কে জেনে আসবেন। আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রেখে দেশের উন্নয়নে অংশীদার হবেন ইনশআল্লাহ আশাকরি।সবাই ভালো ,স্বথ্য এবং নিরাপদ থাকুন। সবাই কে ধন্যবাদ।

11/05/2022

মালেশিয়াতে বাংলাদেশের কর্মি নিয়োগ এবং প্রবেশের প্রায় সকল প্রক্রিয়া সম্পন্ন । এই মাসের যে কোন দিন দুই দেশের জয়েন্ট কমিটির মিটিং অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে মালেশিয়া কলিং খোলার চুড়ান্ত তারিখ ঘোষণা করবে।

01/05/2022

আজ থেকে মালয়েশিয়ায় ন্যূনতম মাসিক মজুরি ১৫০০ রিঙ্গিত কার্যকর করা হয়েছে।

24/04/2022

কলিং ভিসার সকল প্রস্তুতি সম্পন্ন।
যেকোনো সময় ঘোষণা আসতে পারে। ঈদের আগে হওয়ার সম্ভাবনা কম।

24/04/2022

কলিং ভিসার জন্য ৯৭৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির নাম FWCMS সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। খুব শীঘ্রই কলিং ভিসার কার্যক্রম শুরু হবে।

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন
03/03/2022

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন

মালয়েশিয়ায় সাধারণ কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা**বিস্তারিত জানার জন্য ইনবক্স করুন **
08/02/2022

মালয়েশিয়ায় সাধারণ কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা

**বিস্তারিত জানার জন্য ইনবক্স করুন **

01/02/2022

ইউরোপের যে ৬ টি দেশে ভিসা পাওয়া খুব সহজ

ইউরোপে আমরা সবাই যেতে চাই কিন্তু সঠিক দিকনির্দেশনা না থাকার জন্য আমরা সঠিক পথ খুঁজে পাই না ইউরোপে যাওয়ার বেশ কিছু সহজ উপায় আছে যেগুলো আমাদের অনেকের জানা নেই আমাদের যদি জানা থাকতো তাহলে আমরা সবাই সেই উপাই টা খুঁজে নিয়ে সুন্দরভাবে যেতে পারতাম । এখান থেকে ইউরোপে যাওয়ার খুব সহজ রাস্তা খুঁজে পাবেন।

ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে সবগুলো দেশি উন্নত নয় এখানে বেশ কিছু দেশ আছে যেগুলোতে ভিসা হলেও সেখানে যাওয়া ঠিক নয় ইউরোপের ভিতর উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে সেনজেন যে দেশ গুল যুক্তি আছে সেই দেশগুলো । কিন্তু সেনজেনার সকল দেশে সহজে ভিসা পাওয়া যায় না যে সকল দেশে সহজে ভিসা পাওয়া যায় সে সকল দেশ গুলো সম্পর্কে আমরা বিশেষভাবে জানিনা সেই দেশগুলো হচ্ছে,

১.নেদারল্যান্ড যাওয়ার সহজ উপায়: নেদারল্যান্ড এমন একটি দেশ যেখানে খুব সহজে স্টুডেন্ট ভিসায় যাওয়া যায় এই দেশটিতে স্টুডেন্টদের ভিসা সফলতা রেট ৯৯ ভাগ । নেদারল্যান্ড আসতে হলে আপনার অবশ্যই বাধ্যতামূলক আইএলটিএস থাকতে হবে আইএলটিএস 6.5 থাকলে আপনি খুব সহজে নেদারল্যান্ডে আসতে পারবেন এ দেশের সবথেকে সুবিধা জনক বিষয় হচ্ছে এখানে ভিসা খুব সহজেই হয় এবং ভিসা ইউনিভার্সিটি থেকে নিশ্চিত করা হয় সেজন্য ভিসা না হওয়ার কোনো চিন্তা নেই।

২.মাল্টা যাওয়ার সহজ উপায়: মাল্টা এমন একটি দেশ যে দেশটিতে বাংলাদেশ ও ইন্ডিয়ানদের প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে একি সাথে স্টুডেন্ট ভিসার পরিমাণ বলা যায় খুবই সফলতার দিকে ।আপনি খুব সহজেই ভিসা নিয়ে মাল্টাতে আসতে পারবেন এবং মাল্টা সেনজেন কান্ট্রি এখানে আপনি খুব সহজেই বসবাস করতে পারবেন।ইউরোপে যাওয়ার সহজ উপায় এটা অন্যতম।

৩.হাঙ্গেরি যাওয়ার সহজ উপায়: হাঙ্গেরি এমন একটি দেশ যে দেশেটি প্রতি বছর বাংলাদেশ থেকে স্কলারশিপ এর মাধ্যমে স্টুডেন্ট এনে থাকে এছাড়াও বহু আগে থেকেই হাঙ্গেরিতে লেখাপড়ার জন্য বাংলাদেশ থেকে স্টুডেন্ট এ দেশে পাড়ি জমায় । হাঙ্গেরির গত বছরের ভিসা ৯৫% এখান থেকে সফলতা এসেছে হাঙ্গেরিতে জব ভিসা তে যারা আসবেন তাদের জন্য সুখবর হচ্ছে ২০১৯ সাল থেকে হাঙ্গেরিতে প্রতিনিয়ত জব ভিসার জন্য বাংলাদেশ থেকে অনেকেই আসছে সে ক্ষেত্রে হাঙ্গেরিতে স্যালারি কম হলেও এখানে ভিসা সফলতার পরিমাণ অনেক বেশি।

৪. লিথুনিয়া এবং লাটভিয়া: লিথুনিয়া এবং লাটভিয়া এই দুইটি দেশ একই সাথে বলা যায় যে প্রচুর পরিমাণ ভিসা দিয়ে থাকে স্টুডেন্টদেরকে ।এবং এই দুইটি দেশে অনেকে বাংলাদেশ থেকে এসে থাকে জব ভিসাতে । ইউরোপে যাওয়ার সহজ উপায় এটাও হতে পারে।

৫.ফ্রান্স যাওয়ার সহজ উপায়: ফ্রান্স এমন একটি দেশ যেখানে আপনি জব ভিসাতে এপ্লাই করলে আপনার সফলতা টা খুবই কম দেখা দিবে এখানে যারা স্টুডেন্ট আছেন তাদের যদি আইএলটিএস থাকে তারা যদি এখানে এপ্লাই করেন তাহলে সফলতা টা খুবই ভালো দেখা দিবে।

৬.পর্তুগাল যাওয়ার সহজ উপায়: পর্তুগালের ইমিগ্র্যান্টদের জন্য গোল্ডেন কান্ট্রি বলা হয় বিভিন্ন দেশ থেকে এখানে প্রবাসীরা আসে ইমিগ্রান্ট হওয়ার জন্য ।পর্তুগালের সহজে আসার উপায় হচ্ছে, এখানে জব ভিসাতে খুব সহজে আসা যায় ।কিন্তু মনে রাখবেন এখানে শুধুমাত্র এগ্রিকালচার প্লাটফর্মে জব ভিসা হয়ে থাকে ,আর স্টুডেন্ট ভিসা আসার ক্ষেত্রে আপনার অবশ্যই আইএলটিএস থাকতে হবে 5.5 থাকলেও আপনার পর্তুগালে খুব সহজে আসতে পারবেন।

10/01/2022

25 এজেন্সির সিন্ডিকেটের মাধ্যমে কলিং ভিসা চালু করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

07/01/2022

মালয়েশিয়া কলিং আপডেট।
----------------------------------------
জানুয়ারি'২২ এর প্রথম সপ্তাহে কলিং কার্যক্রম শুরু হবার ঘোষণা দিবেন বাংলাদেশ সরকার।
তারপর থেকেই মেডিক্যাল ও অন্যান্য কাজ গুলো আমরা শুরু করবো।
আগ্রহী সবাইকে রেট সহ বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে অনুরোধ করছি।

👉মালেয়শিয়ার কলিং ভিসার জন্য যে সকল তথ্য এবং কাগজপত্রের প্রয়োজন।মালাইশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুুতি কি কি? ১)অবশ্যই পাসপ...
21/12/2021

👉মালেয়শিয়ার কলিং ভিসার জন্য যে সকল তথ্য এবং কাগজপত্রের প্রয়োজন।

মালাইশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুুতি কি কি?
১)অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম১৮ থেকে ২৪ মাস!

২)মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪০ বছরের নিতে পারে!

৩) মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিয়ে যেতে এবং ২ ডোজ টিকা, চিনোফারমা, ফাইজার, মডার্না,এস্টাজেনিকা এই গুলোর যেই কোন ২ ডোজ! আপনি মালেয়াশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন!

৪)যারা ধরা খেয়ে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না,এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন, নিজে নিজে হিসাব করুন!

৫)মালয়েশিয়া কত বছরের কন্টাক্ট হবে?
মালয়েশিয়া ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন!

৬)মালেয়েশিয়া বেসিক নূন্যতম কত?
মালেয়েশিয়া আজকের হিসাবে নূন্যতম বেসিক ১২০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে!

৭)থাকা-চিকিৎসা যাতায়াত এগুলো কোম্পানি দিবে!

৮)আপনি টিকা আইডি দিয়ে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন এবং অবশ্যই আইডি এবং পাসপোর্টের ডাটার মিল থাকতে হবে!

৯) মালয়েশিয়া মেডিক্যাল করলে কেমন সময় লাগবে? মেডিক্যাল করার পরে আশাকরি ২-৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর!

১০)কত টাকা লাগতে পারে?
সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার!

১১)মালেয়াশিয়া কি কি কাজের ভিসার অনুমোদন হয়েছে,

১) ফ্যাক্টরি ২)কনস্টাকশন ৩)এগ্রিকালচার ৪) প্লানটেশন
৫) সার্ভিস সেক্টর। আরো বিস্তারিত জানতে +60165970254 ইমু Whatsapp

13/12/2021

১৯শে ডিসেম্বর কলিং ভিসার বিষয়ে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হবে।

13/12/2021

কলিং ভিসায় আসার জন্য পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে ১৮ মাস, এবং ভ্যাকসিন দেওয়া থাকতে হবে।

=watsapp+60165970254
01/11/2021

=watsapp+60165970254

12/10/2021

আলহামদুলিল্লাহ ❤️
অবৈধদের বৈধকরন প্রোগ্রাম
রিক্যালিবারেশন এর ভিসা স্টিকার ইতিমধ্যেই প্রদান শুরু করে দিয়েছে ইমিগ্রেশন মালয়েশিয়া।

10/10/2021

আমেরিকা যেতে ইচ্ছুক যোগাযোগ করুন watsapp+60165970254

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when FM.Travels Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FM.Travels Agency:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share