25/07/2022
[24/07, 21:53] ফারুক মোল্লা আসসালামুঅলাইকুম,
মালয়েশিয়ার মেডিকেল শুরু হতে যাচ্ছে। আগ্রহী এজেন্ট ও কর্মিগন কাজ ও রেটের বিষয়ে সরাসরি আমার সংগে যোগাযোগ করে নিবেন।
আমাদের ঢাকা অফিসে আমার ভাইয়ের সংগে যোগাযোগ করে জুরুরী ভিত্তিতে পাচঁপোর্ট জমা দিয়ে মেডিকেল করার প্রয়োজনীয় ব্যবস্হা নিতে অনুরুদ করা হইল। মোবাইল+60165970254=ইমু
ধন্যবাদ।
ফারুক মোল্লা
[24/07, 22:59] ফারুক মোল্লা: *মালয়েশিয়া মেডিকেল করার জন্য*
# পাসপোর্টের মেয়াদ ২৪ মাস থাকতে হবে।
# করোনা ২ ডোজ টিকা সার্টিফিকেট থাকতে হবে। টিকার মেয়াদ যদি ১ বছরের বেশি হয় তাহলে বুষ্টার ডোজ দেয়া থাকতে হবে।
# BMET নিবন্ধন কার্ড থাকতে হবে।
# যাত্রীর ফিঙ্গারপ্রিন্ট করার জন্য যত্রীর হাতের আঙ্গুল ১০ টি অক্ষত থাকতে হবে।
মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল শুরু।
# মেডিকেল করতে যেসব ডকুমেন্টস অবশ্যই সাথে নিয়ে আসতে হবে সগুলো নিচে দেওয়া হলো #
(১) মেইন পাসপোর্ট
(২) ১০ কপি ম্যাটপেপার ছবি,যাহার ব্যাক সাইড সাদা, সাইজ ৫০/৩৫ মালয়েশিয়ান সাইজ।
(৩)ভ্যাকসিন সার্টিফিকেট,
মডানা - ২ ডোজ,ফাইজার - ২ ডোজ, সিনোফার্ম - বুস্টার ডোজ,
(৪)BMET নিবন্ধন ফর্ম।
(৫) ভোটার আইডি নিজের ( মা- বাবা- স্ত্রীর যে কোন একজনের টা)
মালয়েশিয়ায় রেজিষ্ট্রেশন করতে যা যা প্রয়োজন তাহা নিম্নরূপঃ
যাত্রী যে জেলার বাসিন্দা সে জেলায় ফিংগারপ্রিন্ট অফিসে গিয়ে করতে হবে।
অথবা আমি প্রবাসি অ্যাপ ডাউন লোড করে
ও করতে পারবেন।
রেজিষ্ট্রেশন না করলে মেডিকেল করা যাবে না
রেজিষ্ট্রেশনের জন্য যা যা দরকার
১। যাত্রীর পাসপোট
২।যাত্রীর ভোটার আই ডি কাড
৩।যাত্রীর ছবি
ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ১৮-৩২ বছর।
হোটেলে/হাউজ কিপিং ১৮-৩৫ বছর।
সুপার মার্কেট ১৮-৩৫ বছর।
কনস্ট্রাকশন ১৮-৪০ বছর।
ফার্নিচার ফ্যাক্টরি ১৮-৪০ বছর।
ফুড/ রুটি ফ্যাক্টরি ১৮-৩৫ বছর।
প্লাস্টিক/ মোল্ডিং ফ্যাক্টরি ১৮-৪০ বছর।
রাবার ফ্যাক্টরি ১৮-৩৮ বছর।
পাম বাগান ১৮-৪৪ বছর।৪।যাত্রীর মোবাইল নং
৫।নমিনীর নাম
৬।নমিনীর ভোটার আই ডি কাড
৭।নমিনীর মোবাইল নং
৮।নমিনীর মা ও বাবার নাম।