মালাইশিয়া প্রবাস তথ্য

  • Home
  • মালাইশিয়া প্রবাস তথ্য

মালাইশিয়া প্রবাস তথ্য প্রবাসীদের সকল তথ্য

27/04/2023

আলহামদুলিল্লাহ নতুন কোম্পানির কলিং গুলোও হাতে পেলাম
🤲🤲

27/01/2023

গতকাল রাত ১২টার পর থেকে বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করা যাচ্ছে। আলহামদুলিল্লাহ 🤲

চেষ্টা করুন সরাসরি ভালো কোম্পানির অধীনে রেজিস্ট্রেশন করতে।

26/01/2023

আজ থেকে মালাইশিয়াতে অবৈধদের বৈধকরণ শুরু হচ্ছে পূণরায় কেউ কোন প্রকার লেনদেন করলে বুঝেশুনে করবেন অবশ্যই
অথবা যেকোন প্রয়োজনে
+601173183357 (Whatsapp)

14/01/2023

যারা নতুন করে বৈধ হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, যদি পাসপোর্টের মেয়াদ দুই বছরের কম থাকে তাহলে নতুন পাসপোর্ট করার জন্য জমা দিন।

10/01/2023

যারা মাইজির ৬ ও ৭ নাম্বার ভিসা রিনিউ করতে পারেননি তারা আবার নতুন করে বৈধ হতে পারবেন।

07/11/2022

মালাইশিয়া কনসট্রাকশন সেক্টরের ফ্রি ভিসার মেডিকেল চলছে আগ্রহীরা যোগাযোগ করুন:+601172418114
(হোয়াটসঅ্যাপ /ইমো)

06/11/2022

মালাইশিয়া পাম বাগান ও
নার্সারির মেডিকেল চলছে আগ্রহীরা যোগাযোগ করুন:+601172418114
(হোয়াটসঅ্যাপ /ইমো)

03/07/2022

কলিং ভিসার প্রসেসিং বাবদ সিন্ডিকেটের প্রস্তাবিত খরচ "বিমান টিকেট ছাড়া 1 লাখ 60 হাজার"। এখনো খরচ নিয়ে সরকারের সাথে সিন্ডিকেটের আলোচনা হচ্ছে।

09/06/2022
মালাইশিয়া কলিং ভিসায় যে সকল এজেন্সি কাজ করবে
09/06/2022

মালাইশিয়া কলিং ভিসায় যে সকল এজেন্সি কাজ করবে

03/06/2022

আলহামদুলিল্লাহ।
এমাস থেকেই কলিং কার্যক্রম শুরু।
আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মন্ত্রী।
আগামী সপ্তাহে জানা যাবে কবে থেকে
মেডিকেল হবে

আলহামদুল্লিাহ অবশেষে চালু হলো মালয়েশিয়া শ্রমবাজার। আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মন্ত্রী। আগামী সপ্তাহে জানা যাবে কবে থেকে মেডি...
02/06/2022

আলহামদুল্লিাহ অবশেষে চালু হলো মালয়েশিয়া শ্রমবাজার। আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মন্ত্রী। আগামী সপ্তাহে জানা যাবে কবে থেকে মেডিকেল হবে এবং কতো টাকা খরচ হবে।

আলহামদুলিল্লাহ, বহু জল্পনা কল্পনার পরে মালয়েশিয়ার শ্রমবাজারের মন্ত্রী পর্যায়ের বৈঠক ২রা জুন,আসছে মানবসম্পদ  মন্ত্রী এম স...
27/05/2022

আলহামদুলিল্লাহ, বহু জল্পনা কল্পনার পরে মালয়েশিয়ার শ্রমবাজারের মন্ত্রী পর্যায়ের বৈঠক ২রা জুন,আসছে মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান! আশাকরি এ বৈঠকেই কলিং ইস্যু ফাইনাল হবে। মেডিকেল ও খরচসহ পুর্ণ ঘোষণা আসবে ইনশাআল্লাহ।

ফ্যাক্টরি ও কনস্ট্রাকশন সেক্টরে যারা আগ্রহী চাইলে শুধুমাত্র তারাই যোগাযোগ কোরতে পারেন।

+601172418114 Imo / Whatsapp

বিশস্ত লোক ছাড়া কারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ সকলকে

*ডকুমেন্টস ও শর্তাবলি*
১,পাসপোর্টের মেয়াদ ২+বছর।
২,যে কোন ২ডোস কোভিড ১৯ ভ্যাকসিনের সনদপত্র ।
৩,বয়স ১৮-৪৫ বছর।

বিঃদ্রঃ ,মালয়েশিয়ার *ট্রাভেল পাশ/ব্লাক লিস্ট* যাত্রীরাও যেতে পারবে।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে অনুমোদন করা হবে ১ লাখ ৮০ হাজার আবেদন (প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৩ এপ্রিল ২০২২)মালয়েশিয়ায় কর্মী নিয়োগ...
13/04/2022

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে অনুমোদন করা হবে ১ লাখ ৮০ হাজার আবেদন
(প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৩ এপ্রিল ২০২২)
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে অনুমোদন করা হবে ১ লাখ ৮০ হাজার আবেদন ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় পাঁচটি সেক্টরে বিদেশিকর্মী নিয়োগের জন্য মোট ১ লাখ ৭৯ হাজার ৪৫১টি আবেদন ছয় সপ্তাহের মধ্যে প্রক্রিয়া করা হবে ও অনুমোদন করা হবে বলে জানিয়েছেন, দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান।

মঙ্গলবার (১২ এপ্রিল) মানবসম্পদমন্ত্রী এম সারাভানান উইসমা এইচআরডিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, মোট ২৪ হাজার ৫৬০টি আবেদন ২৭ এপ্রিল সাক্ষাতকারের পর্যায় শেষ করবে ও ১ লাখ ৫৪ হাজার ৮৯১টি আবেদন ছয় সপ্তাহের মধ্যে অনুমোদিত হবে।

পাঁচটি খাত হলো- নির্মাণ, কৃষি, বৃক্ষরোপণ, উৎপাদন ও সেবা। ১৫ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত মন্ত্রণালয় বিদেশিকর্মী নিয়োগের জন্য মোট ৫ লাখ ১৯ হাজার ৯৩৭টি আবেদন পেয়েছে, যার মধ্যে ৫০ শতাংশেরও বেশি বা ২ লাখ ৯০ হাজার ৯৩৯টি, ২ হাজার ৫৭৮ জন নিয়োগকর্তা আবেদন করেছেন।

সারাভানান বলেন, প্রয়োজনীয়তা পূরণ না করার জন্য মোট ৪০ হাজার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। বিদেশিকর্মী নিয়োগের জন্য আবেদন করা হয়েছিল যেগুলো এখনও স্ক্র্যাপ মেটাল, সোনার দোকান, পোশাকের দোকান ও নাপিতের দোকানের মতো খাতগুলোতে স্থগিত রয়েছে।

তিনি বলেন, কোনো অ্যাপ্লিকেশন ম্যানুয়ালি পরিচালনা করা হয়নি কারণ সব অনলাইনে ও মন্ত্রীদের হস্তক্ষেপ ছাড়াই বাস্তবায়িত হয়েছে।

এদিকে ইন্দোনেশিয়ান গৃহকর্মী নিয়োগের বিষয়ে বলেছেন, ঈদের পরে প্রায় ১০ হাজার গৃহকর্মীকে দেশে আনা হবে। তাদের প্রারম্ভিক বেতন হবে ১ হাজার ২০০ রিঙ্গিত। ১ মে থেকে শুরু হওয়া নতুন ন্যূনতম মজুরি কার্যকর হওয়ার পরে তারা যদি গৃহকর্মীকে প্রতি মাসে দেড় হাজার রিঙ্গিত বেতন দিতে চান তবে এটি নিয়োগকর্তাদের ওপর নির্ভর করে।

‘সম্প্রতি জাকার্তায় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে গৃহকর্মীদের নিয়োগ ও সুরক্ষার জন্য একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। সরকার ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের সঙ্গে আলোচনা করবে সেসব দেশ থেকে গৃহকর্মী আনার জন্য।’

সারাভানান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জয়নুদ্দিনকে নিরাপত্তার কারণে বিদেশিকর্মী নিয়োগ থেকে বন্ধ করা বেশ কয়েকটি সেক্টর পুনরায় চালু করার বিষয়ে পুনর্বিবেচনার জন্য একটি অনুরোধও জমা দেবেন।

তিনি আরও বলেন, মালয়েশিয়ায় কাজ করার আগে সব বিদেশিকর্মীদের ইনডাকশন কোর্স করাতে হবে যাতে তারা নিয়োগকর্তাদের দ্বারা নিপীড়িত বা নির্যাতিত হওয়া এড়াতে শ্রম ও শ্রমিকদের অধিকারের মুখোমুখি হয়।

আজ বিকাল ৪ টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমদ এমপি'র সাথে মালয়েশিয়ার MyTec  বিল্ডিং এ মালয়...
29/03/2022

আজ বিকাল ৪ টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমদ এমপি'র সাথে মালয়েশিয়ার MyTec বিল্ডিং এ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতো শ্রী হামযা বিন জয়নুদিন এর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি উপস্থিত ছিলেন।

পহেলা এপ্রিল থেকে মালয়েশিয়ায় যেতে পারবেন বাংলাদেশিসহ বিদেশিরা। এজন্য কিছু শর্ত দিয়েছে দেশটি। ২৮ মার্চ ঢাকায় মালয়েশ...
29/03/2022

পহেলা এপ্রিল থেকে মালয়েশিয়ায় যেতে পারবেন বাংলাদেশিসহ বিদেশিরা। এজন্য কিছু শর্ত দিয়েছে দেশটি। ২৮ মার্চ ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, প্রবাসী ( কর্মী ভিসা, প্রফেশনাল, রেসিডেন্ট, ডিপেন্ডেন্টস ভিসা) এবং মেডিকেল ভিসাধারীরা মালয়েশিয়া প্রবেশের সুযোগ পাবেন।

✓✓পূর্ণ ডোজ টিকা নেয়া যাত্রীদের কোয়ারেন্টিন লাগবে না।
✓✓টিকা না নেয়া যাত্রীদের ৫ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লাগবে।
✓✓সকল যাত্রীকে ফ্লাইটের আগের ৪৮ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করা লাগবে। এবং নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক।
✓✓ফ্লাইটের আগেই MySejahtera অ্যাপ ডাউনলোড করে ট্রাভেলার্স আইকনে ক্লিক করে প্রি-ডিপার্চার ফর্ম পূরণ করতে হবে। এছাড়া আরো কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে।

15/03/2022

✈️ব্রেকিং নিউজ✈️
প্রবাসীকল্যান মন্ত্রী ইমরান আহম্মেদ আগামী ২৮-০৩-২০২২ইং তারিখে মালায়েশিয়ার আমন্ত্রণে ৩দিনের সফরে মালায়েশিয়াতে যাবেন। সেখানে গিয়ে MOUতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার মাধ্যমে মালায়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও খরচসহ পূর্ণ ঘোষণা আসবে ইনশাআল্লাহ।

চলতি মার্চ মাসেই বিদেশিকর্মীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন। শ্রমিকদের নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানগুলো বিদেশিকর্মীদের কোয়ারে...
07/03/2022

চলতি মার্চ মাসেই বিদেশিকর্মীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন। শ্রমিকদের নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানগুলো বিদেশিকর্মীদের কোয়ারেন্টাইনে নিশ্চিতে স্লট বুক করতে পারছেন।

বুধবার (২ মার্চ) মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘বিদেশিকর্মীদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। এরপর সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) প্ল্যাটফর্মে fwcms.com.my গিয়ে রেফারেন্সসহ (ভিডিআর) বুকিং করতে হবে।

ভিডিআর বলতে বোঝায়, বিদেশে মালয়েশিয়ার প্রতিনিধি অফিস থেকে দেওয়া একটি ভিসা, যার মাধ্যমে অভিবাসন বিভাগের সদরদপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়। যারা এটি পাবেন, তারা মালয়েশিয়ায় প্রবেশ করতে সক্ষম হবেন।

মন্ত্রী সারাভানান বন, কোয়ারেন্টাইন কেন্দ্রগুলো সীমিত এবং ক্লাং উপত্যকার আশপাশে অবস্থিত। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (নাদমা) অনুমোদিত হোটেলগুলো তালিকায় কোয়ারেন্টাইনের জন্য ব্যবহার হবে।

নির্দিষ্ট সময় কোয়ারেন্টাইনে থাকতে একজন শ্রমিকের প্রায় দুই থেকে তিন হাজার রিঙ্গিত খরচ হবে। এতে তারা থাকার জায়গা, দিনে তিনবেলা খাবার ও পানি দেওয়া হবে।

এদিকে, মানবসম্পদ বিষয়ক মন্ত্রণালয় গত ১৫ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন চালু করে। মঙ্গলবার (১ মার্চ) পর্যন্ত এক লাখ ৭১ হাজার ১৩৩টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে এক লাখ ১৮ হাজার ৯৬৭টি উৎপাদনখাতে, ২১ হাজার ৪০টি পরিষেবায়, ১৫ হাজার ৭৮৭টি বৃক্ষরোপণে, ১২ হাজার ২৫২টি নির্মাণে এবং কৃষিখাতে তিন হাজার ৮৭টি আবেদন জমা পড়ে।

২০২১ সালের ১০ ডিসেম্বর মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে বিদেশিকর্মী নিয়োগের বিষয়ে সম্মতি দেয়।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি থেকে  প্ল্যান্টেশন খাতে আবেদন করা...
17/01/2022

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি থেকে প্ল্যান্টেশন খাতে আবেদন করা যাবে বলে জানিয়েছেন, দেশটির মানব সম্পদমন্ত্রীএম সারাভানান।এছাড়া সার্ভিস সেক্টর খাতসহ অন্যান্য খাতে ১৫ ফেব্রুয়ারি থেকে বিদেশি কর্মী নিয়োগে নিয়োগকর্তারা www.fwcms.com.my ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।এর আগে গত ১০ জানুয়ারি সারাভানান নিয়োগকর্তাদের উদ্দেশে বলেছেন, যারা বিদেশি কর্মী নিয়োগ করতে চান, তারা প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে আবেদন পত্র জমা দিতে পারবেন।নিয়োগকর্তাদের আবেদন প্রক্রিয়া দ্রুততর করতে এবং প্রতারকদের প্রতারণা এড়াতে মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো অর্থ লেনদেন করতে নিষেধ করেছেন মানবসম্পদমন্ত্রী।১৫ জানুয়ারি মানব সম্পদমন্ত্রী স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, দেশটিতে বৃক্ষরোপণ খাতে শ্রমিক ঘাটতি কমাতে গত বছরের সেপ্টেম্বরে ৩২,০০০ বিদেশি শ্রমিক আনার জন্য সরকার বিশেষ অনুমোদন দিয়েছে।গত ১০ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে বৃক্ষরোপণ খাত ছাড়া অন্য সব সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে অনুমোদিত খাতগুলো হলো- কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি এবং খনন, নির্মাণ এবং গৃহকর্মী।

Address


Telephone

+601173183353

Website

Alerts

Be the first to know and let us send you an email when মালাইশিয়া প্রবাস তথ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share