22/12/2022
রোমানিয়া সরকার ২০২২ সাল এর কোটা শেষে ২০২৩ সালের জন্য আরো ১ লক্ষ বিদেশি কর্মী নিবে গতকাল এক নিউজ প্রকাশ করা হয়েছে। যেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে আরো ১ লক্ষ কর্মী নিবে রোমানিয়া। সহজ দৃষ্টিতে দেখলে বলা যায়,যেহেতু তাদের কর্মী লাগবে অনেক,সেক্ষেত্রে রোমানিয়া সেঞ্জেন হোক আর যাই হোক ভিসা পাওয়ার ক্ষেত্রে তেমন কোন সমস্যা দেখা দিবেনা।
সেঞ্জেন হওয়ার দৌড় অনেকটাই কমে গেছে,যেখানে নেদারল্যান্ডস সম্পূর্ন ভাবে বিপক্ষে ভোট দিয়েছে। তাই এখন রোমানিয়া সেঞ্জেন এর আশা অনেকটাই কমে গেছে।
আর আগামি বছর ও আগের মতই কাজ চলবে,যারা এত দিন ভয়ে ছিলেন আশা করি এখন ভয়ের মত কিছু নাই। এই বছরের মত আগামি বছরেও অনেক সংখ্যক বাংলাদেশি কর্মী রোমানিয়া যেতে পারবে।
তবে আপনাদের অবশ্যই কোন অসাধু লোকের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। ২/৩ টা জিনিশ মাথায় রাখবেন রোমানিয়া কম সময়ে কাজ অসম্ভব প্রায়। তাই অনেকেই কম সময়ের লোভ দেখিয়ে ফাইল নিবে,কেউ কেউ ৩-৪ মাসে রোমানিয়া ফ্লাইট দিবে এইসব গাল গল্প শুনা মাত্র তার সাথে কথা বলা বন্ধ করুন।রোমানিয়া যাওয়া মানেই আপনাকে ৭-১০ মাস পর্যন্ত অপেক্ষা করতেই হবে। যদি ধৈর্য থাকে তবেই রোমানিয়ার জন্য পা বাড়াবেন অন্যথায় ফাইল দিয়েই হতাশার পোস্ট দিতেই থাকবেন।