24/09/2023
বিদেশ থেকে অনুমতি ছাড়া আপনি ৮ টি মোবাইল আনতে পারবেন। মন দিয়ে পড়ুন, আপনার ফোন নতুন নাকি পুরাতন সেটি বিবেচ্য নয়। আপনি উপহার পেয়েছেন নাকি নিজে কিনেছেন সেটিও বিবেচ্য নয়। আপনি নিজে ব্যবহার করেন কি করেন না তাও কেউ প্রশ্ন করবে না। আইফোন নাকি অ্যান্ড্রোয়েড সেটিও বিবেচ্য নয়।
কাস্টমস আপনার সাথে থাকা মোবাইলের হিসেব করবে। ৮ টির বেশি ফোন আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন।
আবারও বুঝে নিন, নতুন কিংবা পুরাতন, কিংবা বিদেশে আপনার নিজের ব্যবহার করা, উপহার পাওয়া. যা হোক ৮Travels
এই ৮টি ফোনের কি শুল্ক দিতে হবে ?
এই ৮ টির মধ্যে ২টি ফোনের জন্য আপনাকে কোন শুল্ক দিতে হবে না। বাকি ৬টি মোবাইলের জন্য আপনাকে শুল্ক-কর পরিশোধ করতে হবে। যা মোবাইলের ক্রয় মুল্যের ৫৯ শতাংশ পর্যন্ত।
যদি আপনি বিমানবন্দরে ঘোষণা না দেন কিংবা লুকিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন শুল্ক আদায়ের পাশাপাশি জরিমানাও করবে কাস্টমস।
কিভাবে শুল্ক দিবো ?
বিমানবন্দরে আপনি শুল্ক পরিশোধ করতে পারবেন। সেজন্য শুরুতেই আপনি কাস্টমস হলের রেড চ্যানেলে গিয়ে আপনার কাছে মোবাইল ফোন আছে সেটি ঘোষণা করবেন। কোন ভাবেই গ্রিণ চ্যানেলে যাবেন না। আপনার কাছে বিদেশি মুদ্রা থাকলে বিমানবন্দরে অবস্থিত মানি এক্সচেঞ্জ থেকে পরিবর্তন করে শুল্ক পরিশোধ করতে পারবেন।
তাৎক্ষনিক শুল্ক দেয়ার মতো টাকা সাথে না থাকলে কি করবো?
তাৎক্ষনিক শুল্ক পরিশোধ করার মত টাকা সাথে না থাকলেও ভয়ের কিছু নেই। সেক্ষেত্রে কাস্টমস আপনার মোবাইল সেট সাময়িক ভাবে আটক করে রাখবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। সাময়িকভাবে আটককৃত পণ্য ২১ দিনের মধ্যে যথাযথ শুল্ক-করাদি পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।
Al-Habib Travels
9292 5053
98144610
92925054
93130060