Al-Habib Travels

Al-Habib Travels Air ticket,E-visa, hotel & car booking, Travel insurance. Please contact with us Below contact number.....
Salalah Office (1): +968 93130020, +968 92458212.
(1)

Salalah Office (2): +968 92925053, +968 92925054. Sanaiya Office: +968 93130060, +968 98144610.

24/09/2023

বিদেশ থেকে অনুমতি ছাড়া আপনি ৮ টি মোবাইল আনতে পারবেন। মন দিয়ে পড়ুন, আপনার ফোন নতুন নাকি পুরাতন সেটি বিবেচ্য নয়। আপনি উপহার পেয়েছেন নাকি নিজে কিনেছেন সেটিও বিবেচ্য নয়। আপনি নিজে ব্যবহার করেন কি করেন না তাও কেউ প্রশ্ন করবে না। আইফোন নাকি অ্যান্ড্রোয়েড সেটিও বিবেচ্য নয়।

কাস্টমস আপনার সাথে থাকা মোবাইলের হিসেব করবে। ৮ টির বেশি ফোন আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন।

আবারও বুঝে নিন, নতুন কিংবা পুরাতন, কিংবা বিদেশে আপনার নিজের ব্যবহার করা, উপহার পাওয়া. যা হোক ৮Travels

এই ৮টি ফোনের কি শুল্ক দিতে হবে ?

এই ৮ টির মধ্যে ২টি ফোনের জন্য আপনাকে কোন শুল্ক দিতে হবে না। বাকি ৬টি মোবাইলের জন্য আপনাকে শুল্ক-কর পরিশোধ করতে হবে। যা মোবাইলের ক্রয় মুল্যের ৫৯ শতাংশ পর্যন্ত।

যদি আপনি বিমানবন্দরে ঘোষণা না দেন কিংবা লুকিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন শুল্ক আদায়ের পাশাপাশি জরিমানাও করবে কাস্টমস।

কিভাবে শুল্ক দিবো ?

বিমানবন্দরে আপনি শুল্ক পরিশোধ করতে পারবেন। সেজন্য শুরুতেই আপনি কাস্টমস হলের রেড চ্যানেলে গিয়ে আপনার কাছে মোবাইল ফোন আছে সেটি ঘোষণা করবেন। কোন ভাবেই গ্রিণ চ্যানেলে যাবেন না। আপনার কাছে বিদেশি মুদ্রা থাকলে বিমানবন্দরে অবস্থিত মানি এক্সচেঞ্জ থেকে পরিবর্তন করে শুল্ক পরিশোধ করতে পারবেন।

তাৎক্ষনিক শুল্ক দেয়ার মতো টাকা সাথে না থাকলে কি করবো?

তাৎক্ষনিক শুল্ক পরিশোধ করার মত টাকা সাথে না থাকলেও ভয়ের কিছু নেই। সেক্ষেত্রে কাস্টমস আপনার মোবাইল সেট সাময়িক ভাবে আটক করে রাখবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। সাময়িকভাবে আটককৃত পণ্য ২১ দিনের মধ্যে যথাযথ শুল্ক-করাদি পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

Al-Habib Travels

9292 5053
98144610
92925054
93130060

19/09/2023
26/09/2022

আপনি কি সম্প্রতি বিদেশ যাবেন ?

বাংলাদেশে ”চোখ ওঠা” হিসেবে পরিচিত চোখের এই অসুখটি চিকিৎসা বিদ্যার ভাষায় “কন্জাঙ্কটিভাইটিস”। সম্প্রতি এ রোগে আক্রান্তর সংখ্যা বেড়েছে। আপনি যদি বিদেশগামী যাত্রী হন আপনাকে সর্তক হতে হবে না হলে আপনার বিদেশ যাত্রা বাঁধাগ্রস্ত হবে।

বাংলাদেশে বেশির ভাগ মানুষই এ রোগে চিকিৎসা নেন না। ৫/৬ দিনে এমনিতেই এ রোগ সেরে যায়। তবে এ রোগ অত্যন্ত সংক্রামক হওয়ায় একজন থেকে আরেকজনের মধ্যে দ্রুত ছড়ায়।

এ রোগে আক্রান্ত যাত্রীদের বিদেশ যাত্রার জন্য ”ফিট ফর ফ্লাইট” সার্টিফিকেট নিতে হবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ থেকে। ফিট ফর ফ্লাইট সার্টিফিকেট না থাকলে এয়ারলাইন আপনাকে বোর্ডিং করবে না।

ফিট ফর ফ্লাইট” সার্টিফিকেট পেতে হলে আপনাকে চোখ উঠলেই দ্রুত রেজিস্ট্রার্ড চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নিয়ে ৭ দিন পার হবার পর বিমানবন্দর আসলে ”ফিট ফর ফ্লাইট সার্টিফিকেট দিবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ।

চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে বিমানবন্দরে। কালো চশমা পড়ে বিমানবন্দরে আসতে হবে। কেউ চিকিৎসা না নিয়ে শুধু প্রেসক্রিপশন নিয়ে আসলেন, তার চোখের অবস্থা ভালো না হলে ”ফিট ফর ফ্লাইট” সার্টিফিকেট দেয়া হবে না।

আর যারা আক্রান্ত হয়েছিলেন, ফ্লাইটের আগেই সুস্থ হয়ে গেছেন তাদের ”ফিট ফর ফ্লাইট” সার্টিফিকেট নেবার প্রয়োজন নেই।

বাংলা এভিয়েশনের পরামর্শ, পরিবারের কেউ চোখ ওঠা রোগে আক্রান্ত হলে সতর্ক হতে হবে বিদেশগামী যাত্রীদের। ময়লা হাতে চোখ স্পর্শ করা যাবে না।অন্যের ব্যবহার করা গামছা বা টাওয়াল চোখ মুখ মোছার জন্য ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

আলহাবিব ট্রাভেলস এর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক
08/07/2022

আলহাবিব ট্রাভেলস এর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক

অতি দ্রুত কল অথবা ওয়াটস এপ এ যোগাযোগ করুন✈️
25/06/2022

অতি দ্রুত কল অথবা ওয়াটস এপ এ যোগাযোগ করুন✈️

23/05/2022

Special offer for Eid Ul-Adha on Biman Bangladesh Airline !

22/05/2022
22/05/2022

Muscat To Dhaka
Only 31 Omr
with 38 kg baggage

আপডেটঃ সিভিল এভিয়েশন অথরিটি বিদেশ গমনাগমনে কোভিড ১৯ সংক্রান্ত বিধিনিষেধ আরও শিথিল করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত ...
08/03/2022

আপডেটঃ
সিভিল এভিয়েশন অথরিটি বিদেশ গমনাগমনে কোভিড ১৯ সংক্রান্ত বিধিনিষেধ আরও শিথিল করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত ভ্যাক্সিনের ডোজ কমপ্লিট করা থাকলে ভ্যাক্সিন সনদ দেখিয়ে কোভিড পরীক্ষা ছাড়াই বাংলাদেশে আসা যাবে। তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে গন্তব্য দেশের চাহিদা থাকলে বাংলাদেশের বিমানবন্দরে চেক ইনের সময় ভ্যাক্সিন সনদ এবং/অথবা কোভিড পরীক্ষার সনদ দেখাতে হবে।

In a major development, Oman has cancelled the mandatory PCR test requirements for fully vaccinated inbound passengers, ...
28/02/2022

In a major development, Oman has cancelled the mandatory PCR test requirements for fully vaccinated inbound passengers, the Supreme Committee announced on Monday.

Travellers need to present an approved Covid-19 vaccination certificate (two doses). The decision comes into effect from March 1, 2022. The committee also said face mask will be optional in open places while it will be mandatory in closed places.

Travellers need to only present an approved Covid-19 vaccination certificate.

31/01/2022

#বিদেশ_থেকে_ফিরতে_হলে জানতে হবে!

ভিডিও এর (সংগ্রহঃ https://fb.watch/aTuJF7ygGP/) যাত্রীর মত অন্যের দেয়া অবৈধ কোন কিছু বহন করবেন না বা অন্যের দেয়া কোন পণ্যে অবৈধ কিছুর উপস্থিতি নিশ্চিত না হয়ে বহন করবেন না। বিগত সময়ে দেখা গিয়েছে অন্যের দেয়া তালা, হ্যামার, ডাম্বেল, ইলেকট্রনিকস, জুস বা অন্যান্য পণ্য বহন করে আনার সময় বিমানবন্দরে ঐসব পণ্যের ভিতর স্বর্ণ বা অবৈধ বস্তুর উপস্থিতির কারনে বাহক আটক হয়েছেন। সুতরাং বিমানবন্দর ও বর্ডারের যাত্রীগণ ব্যাগেজ রুলস ও প্রাসঙ্গিক বিষয়গুলো জেনে নিন।

✅ #গ্রীন_চ্যানেল: ব্যাগেজ শুল্কমুক্ত হলে গ্রীন চ্যানেল দিয়ে বের হয়ে যাবেন। এ ক্ষেত্র তফশীল-১ এর ফরমে (ফ্লাইট নামার আগে বিমানে দেয়া হয়) ঘোষণা দিতে হবে। ৫% ব্যাগ গ্রীন চ্যানেলে স্ক্যান ও পরীক্ষা হবে। তবে কাস্টমস অফিসার চাইলে যে কারো ব্যাগ স্ক্যান বা খুলে পরীক্ষা করতে পারে। সাবধান!

📖 এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা, ২০১৬ অনুয়ায়ী বিদেশ হতে আগত ও বিদেশগামী যাত্রীর সবচেয়ে জিজ্ঞাসিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেয়া হলো:

▪️১. #সিগারেট :
১ কার্টন (২০০ শলাকা) পর্যন্ত সিগারেট শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত সিগারেট বিধি মোতাবেক বিক্রয়/ধ্বংসযোগ্য, তাই ফেরত পাবেন না ।

▪️২. #মদ ও মদ জাতীয় পানীয় :
বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিকদের জন্য মদ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। আনলে কাস্টমস তা আটক করবে। বিদেশী পাসপোর্টধারী নাগরিক Tourist হলে ২ বোতল বা সর্বোচ্চ ১ লিটার পর্যন্ত আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention memo) বুঝে নিবেন। আটককৃত মদ বিধি মোতাবেক বিক্রয়/ধ্বংসযোগ্য, তাই ফেরত পাওয়ার সম্ভাবনা নেই।

▪️৩. #স্বর্ণবার :
১ গ্রাম আনলেও শুল্ক-করাদি (প্রতি ১১.৬৭ গ্রাম এর জন্য ২০০০ টাকা) পরিশোধ করতে হবে। এভাবে ঘোষণা প্রদানপূর্বক ২৩৪ গ্রাম পর্যন্ত আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। ঘোষণা না দিয়ে গ্রীন চ্যানেল অতিক্রমকালে স্বর্ণবার বহনকারী ধরা পরলে তা চোরাচালান হিসেবে গণ্য হবে। বর্ণিত অপরাধের দায়ে শুল্ক করাদি আরোপসহ অতিরিক্ত হিসেবে পন্যমূলের দ্বিগুন জরিমানাও আরোপ হতে পারে। এ ক্ষেত্রে মামলার দীর্ঘসূত্রীতায় পণ্যটি পেতে অনেক সময় লাগতে পারে। অথচ ঘোষণা প্রদানপূর্বক নির্ধারিত শুল্ককরাদি পরিশোধ করে খুব সহজেই আপনার বহনকৃত স্বর্ণবারটি নিয়ে যেতে পারেন।
স্বর্ণবার আটক হলে সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন।

▪️৪. #স্বর্ণালংকার :
শুল্ক কর পরিশোধ ব্যতিরেকে একজন যাত্রী ১০০ গ্রাম পর্যন্ত (এক প্রকারের অলংকার ১২ টির অধিক হবে না) শুল্কমুক্ত স্বর্ণালংকার আনতে পারবেন। এর বেশি আনলে অতিরিক্ত প্রতি গ্রাম এর জন্য প্রায় ২০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে। বাণিজ্যিক পরিমান বলে মনে হলে কাস্টমস তা আটক করবে। সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ(detention memo) বুঝে নিবেন। আটককৃত স্বর্ণালংকার পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন। আর চোরাচালান বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে।

[উল্লেখ্যঃ প্রায় প্রতিদিনই দেশের বিমানবন্দর ও স্থলবন্দর দিয়ে দেশে নানা উপায়ে আসছে সোনা; যা অবৈধ পরিমানে হলে কাস্টমস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ছে। আটককৃত সোনার বার, গয়না ও মূল্যবান ধাতু বাংলাদেশ ব্যাংকের ভল্টে অস্থায়ীভাবে সংরক্ষণ করা হয়ে থাকে। মামলার রায় দাবিদারের পক্ষে গেলে তা পাওনাদারকে ফিরিয়ে দেওয়া হয়। আর যদি দাবিদার খুঁজে না পাওয়া যায়, সেটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। এর মাধ্যমে ওই সোনা স্থায়ী খাতে নেওয়া হয় এবং নিলামের মাধ্যমে আর্থিক মূল্য কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয়]

▪️৫. #মোবাইল ফোন :
একজন যাত্রী নিজের ব্যবহৃতসহ সর্বমোট ২ টি মোবাইল ফোন শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। শুল্ক-করাদি পরিশোধ সাপেক্ষে (প্রায় ৫৫.৬০%) ৩-৮টি পর্যন্ত মোবাইল আনতে পারবেন এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক হলে সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত মোবাইল ফোন Adjudication প্রক্রিয়ায় BTRC দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

▪️৬. #ঔষধ :
জরুরী বিবেচনায় প্রেসক্রিপশন দেখিয়ে যুক্তিসংগত পরিমাণ আনতে পারবেন। বাণিজ্যিক পরিমান বলে মনে হলে কাস্টমস তা আটক করবে। সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত ঔষধ পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

▪️৭. #বৈদেশিক মুদ্রা :
বিদেশে যাওয়ার সময় পাসপোর্টে এনডোরস [বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত ক্ষেত্র ব্যাতিত] ব্যাতিত কোন বৈদেশিক মুদ্রা সাথে নিতে পারবেন না। তবে বাংলাদেশী মুদ্রায় ১০,০০০ টাকা পাসপোর্টে এনডোরস ছাড়াই সাথে নিতে পারবেন। এনডোরস ব্যাতিত এর বেশী বৈদেশিক মুদ্রা সাথে নিলে কাস্টমস আটক করবে। আটক হলে সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আর মুদ্রা পাচার/মানি লন্ডারিং বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে। বিদেশ থেকে ফেরার সময় ইচ্ছেমত বৈদেশিক মুদ্রা আনতে পারবেন। তবে ১০,০০০ ডলার/সমমান এর বেশি বৈদেশিক মুদ্রা আনলে অবশ্যই কাস্টমস এর নিকট FMJ ফরম-এ ঘোষণা প্রদান করতে হবে।

▪️৮. #সাবধানঃ
সুতরাং অপরিচিত ব্যাক্তি এবং ব্যাগেজ-কে বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ। তাই না জেনে অন্য কারো দেওয়া মালামাল বহন করবেন না।

[মূল বিধিমালা পড়তে ক্লিক করুনhttp://nbr.gov.bd/uploads/sros/650.pdf

https://nbr.gov.bd/uploads/sros/144_Baggage_Rule_Amend.pdf

১১.৬৬৪ গ্রাম স্বর্ণের ট্যাক্স ২ হাজার টাকা
http://nbr.gov.bd/uploads/sros/89.pdf

19/12/2021

মধ্যপ্রাচ্যে থেকে অনেকেই বিভিন্ন বাজেট এয়ারলাইনে ভারত, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ, ট্রানজিট হয়ে দেশ আসেন।

তবে মধ্যপ্রাচ্য থেকে যেসব যাত্রী সোনার বার কিংবা অলংকার সাথে নিয়ে দেশে আসবেন তারা নেপালের হিমালয় এয়ারলাইনে ভ্রমণের বিষয়ে সর্তক থাকুন।

বিদেশ থেকে বাংলাদেশে শুল্ক দিয়ে ২৩৪ গ্রাম পর্যন্ত সোনার বার আনা যায়। এছাড়া সোনার অলংকার ১০০ গ্রাম পর্যন্ত শুল্কমুক্ত হিসেবে আনা যায়।

কিন্তু হিমালয় এয়ারলাইনের যাত্রীরা যখন নেপালের বিমানবন্দরে ট্রানজিট শেষে পুনরায় বাংলাদেশগামী ফ্লাইটে উঠতে যান, তখন সোনার অলংকার ও বার নিয়ে আসা যাত্রীদের আটক করে কারাগারে পাঠায় নেপালের কাস্টমস। যদিও তারা নেপালে শুধু মাত্র ট্রানজিট হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। ফলে নেপালের কাস্টমস সংক্রান্ত নীতিমালা তাদের জন্য প্রযোজ্য নয়। ফলে হিমালয় এয়ারলাইনে ভ্রমণের কারণে বৈধ ভাবে সোনার বার ও অলংকার নিয়ে ফ্লাইটে উঠেও যাত্রীদের ভিন্ন দেশের কারাগারে যেতে হচ্ছে।

১৭ ডিসেম্বর ২টি গোল্ডবারসহ ২ জন বাংলাদেশি যাত্রীকে আটক করে কারাগারে পাঠিয়েছে নেপালের কাস্টম কর্তৃপক্ষ। সেই দুই যাত্রী বাংলা এভিয়েশনকে এ তথ্য জানিয়েছেন। তাদের আইনগত সহায়তার জন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে বাংলা এভিয়েশন।


#বাংলা_এভিয়েশন

#বাংলা_প্রবাস

 # #ব্রেকিং নিউজ # #করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে পৃথিবীর সব দেশ থেকেই বাংলাদেশে আসতে ৪৮ ঘণ্টার মধ্যে আরটি পিস...
03/12/2021

# #ব্রেকিং নিউজ # #

করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে পৃথিবীর সব দেশ থেকেই বাংলাদেশে আসতে ৪৮ ঘণ্টার মধ্যে আরটি পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট থাকতে হবে, যা আগে ছিলো ৭২ ঘণ্টা। ২ ডিসেম্বর রাতে এ সংক্রান্ত আদেশ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্সের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এই নির্দেশনা ৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

আপনারা যারা আজ ও কাল এবং এর পরবর্তী সময়ে দেশে যাবেন তারা দয়া করে ফ্লাইট ছাড়ার ৪৮ ঘন্টার মদ্ধে করোনার পিসিআর টেস্ট করে নিবেন।

03/12/2021

""""ব্রেকিং নিউজ'''''

করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে পৃথিবীর সব দেশ থেকেই বাংলাদেশে আসতে ৪৮ ঘণ্টার মধ্যে আরটি পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট থাকতে হবে, যা আগে ছিলো ৭২ ঘণ্টা। ২ ডিসেম্বর রাতে এ সংক্রান্ত আদেশ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্সের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এই নির্দেশনা ৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

আপনারা যারা আজ ও কাল এবং এর পরবর্তী সময়ে দেশে যাবেন তারা দয়া করে ৪৮ ঘন্টার মদ্ধে করোনার পিসিআর টেস্ট করে নিবেন।

28/10/2021

Good News 😍 সুখবর
সালাম এয়ারে লুবান ক্লাসে বুকিং করলে যে সকল সুযোগ সুবিধা পাবেন।
১. চেক-ইন বোর্ডি নিতে অগ্রাধিকার।
২. হাত ব্যাগে ১৪ কেজি নেয়া যাবে।
৩. বুকিং ৪০ কেজি।
৪. এয়ারপোর্টে বিশ্রামের জন্য লাউঞ্চ সুবিধা।
৫. সীট সিলেক্ট করার সুবিধা।
৬. গরম খাবার
৭. ফ্রি তারিখ পরিবর্তন ও ক্যান্সেল সুবিধা।
Book now: Al-Habib Travels
Salalah Office : 92925053, 93130060
Sanaiya Office: 98144610, 93130020
Mirbat Office : 92925054

Good News 😍 সুখবরসালাম এয়ারে লুবান ক্লাসে বুকিং করলে যে সকল সুযোগ সুবিধা পাবেন।১. চেক-ইন বোর্ডি নিতে অগ্রাধিকার।২. হাত ব...
27/10/2021

Good News 😍 সুখবর
সালাম এয়ারে লুবান ক্লাসে বুকিং করলে যে সকল সুযোগ সুবিধা পাবেন।
১. চেক-ইন বোর্ডি নিতে অগ্রাধিকার।
২. হাত ব্যাগে ১৪ কেজি নেয়া যাবে।
৩. বুকিং ৪০ কেজি।
৪. এয়ারপোর্টে বিশ্রামের জন্য লাউঞ্চ সুবিধা।
৫. সীট সিলেক্ট করার সুবিধা।
৬. গরম খাবার
৭. ফ্রি তারিখ পরিবর্তন ও ক্যান্সেল সুবিধা।
Book now: Al-Habib Travels
Salalah Office : 92925053, 93130060
Sanaiya Office: 98144610, 93130020
Mirbat Office : 92925054

Fly from   to amazing destinations with   Book now: Al-Habib TravelsSalalah Office : 92925053, 93130060Sanaiya Office: 9...
24/10/2021

Fly from to amazing destinations with
Book now: Al-Habib Travels
Salalah Office : 92925053, 93130060
Sanaiya Office: 98144610, 93130020
Mirbat Office : 92925054

01/10/2021

"দারুন অফার"
মাস্কাট টু ঢাকা রিটার্ন টিকিটে আকর্ষনীয় অফার।

আল-হাবীব ট্রাভেলস।

17/09/2021

Dubai Expo - Final Inspection Round Check up by H. E. Sheikh Mohammed on Cycle !

26/08/2021

আলহামদুলিল্লাহ
ওমান সরকার এই সকল ভ্যাক্সিন এর অনুমোদন দিয়েছেন।
যারা এই ভ্যাক্সিন নিয়েছেন তারা ওমানে আসতে পারবেন।

Pfizer-BioNTech
Oxford-AstraZeneca
AstraZeneca – Covishield
Johnson & Johnson
Sinovac
Moderna
Sputnik V.
Sinopharm

For Booking ............Contact ( Whatsapp & Call) : 92925053 ,92523220, 98144610, 92458212
16/08/2021

For Booking ............
Contact ( Whatsapp & Call) : 92925053 ,92523220, 98144610, 92458212

16/08/2021

ওমান থেকে বাংলাদেশে যেতে হোটেল কোয়ারেন্টাইন লাগবে না
সরাসরি বাড়িতে যেতে পারবেন তবে সেক্ষেত্রে বাধ্যতামূলক 14 দিন হোম কোয়ারেন্টাইন এ থাকতে হবে।

হে আল্লাহ আজ এই পবিত্র দিনের ঊছিলায় এই মহামারি থেকে  আমাদের মুক্ত করে দিন। আমিন।
06/08/2021

হে আল্লাহ আজ এই পবিত্র দিনের ঊছিলায় এই মহামারি থেকে আমাদের মুক্ত করে দিন। আমিন।

সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওমানে লকডাউনের সময়সীমা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।রাত দশটা থেকে সকাল ৪টা পর্যন্ত যা...
29/07/2021

সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওমানে লকডাউনের সময়সীমা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।
রাত দশটা থেকে সকাল ৪টা পর্যন্ত যা আজ বৃহস্পতিবার থেকে বলবৎ থাকবে।

The Supreme Committee has decided to extend the night movement ban and closure of commercial activities with reduced timings between 10pm to 4am, starting Thursday, July 29 until further notice.

09/07/2021

ওমানের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী ওমান আগমন উপলক্ষে বর্তমানে যে নিয়ম বিধি সুপ্রিম কমিটি কর্তৃক বেঁধে দেওয়া হয়েছে তার কোন পরিবর্তন আপাতত আগামী আগস্ট মাসের শেষ অবধি হচ্ছে না। ভ্যাকসিন নেয়া বিদেশিদের ব্যাপারেও একই আইন।
তাই ওমানে আসার ব্যাপারে চাকরিজীবীরা নতুন নির্দেশের জন্য আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত মনে হয় অপেক্ষা করতে হবে।
ইতিমধ্যে আমাদের বাংলাদেশ আটকে পড়া প্রবাসীরা যেভাবে হোক ভ্যাকসিনের কাজটা সেরে নিন।

MOH: There will no change in procedures for people coming to the Sultanate and who have received the vaccine before the end of August.

08/07/2021

Read the statement issued online by the Government Communication Centre

আপডেট (০৫ জুলাই ২০২১)সিভিল এভিয়েশন অথরিটি আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে তাদের আরোপিত বিধিনিষেধ আপডেট করেছে।অনতিবিল...
05/07/2021

আপডেট (০৫ জুলাই ২০২১)

সিভিল এভিয়েশন অথরিটি আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে তাদের আরোপিত বিধিনিষেধ আপডেট করেছে।অনতিবিলম্বে কার্যকর হতে যাওয়া নতুন নির্দেশনা মোতাবেক....

★ভারত, নেপাল, দক্ষিণ আফ্রিকাসহ মোট ০৮ টি দেশে যারা বসবাস করেন তারা ঐসব দেশ হতে যাত্রা শুরু করে সরাসরি বা অন্য কোন দেশে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসতে পারবেন না। (Group A তে ঐ ০৮ টি দেশের তালিকা দেখে নিন)।

★তবে প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা বিগত ১৫ দিনের মধ্যে ঐ ০৮ টি দেশের কোন দেশে ভিজিটে গিয়েছেন, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি প্রাপ্তিসাপেক্ষে বাংলাদেশে ফিরতে পারবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশে পৌছার পর তাদেরকে সরকার অনুমোদিত কোন হোটেলে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে৷

★ সমুদ্রগামী জাহাজের নাবিক বা প্রকৌশলীদের কেউ যদি Group A ভুক্ত কোন দেশে সাইন অফ করেন, তবে তিনি যথাযথ কাগজপত্র (মূল সার্কুলার থেকে পড়ে নিন) থাকা সাপেক্ষে ১৫ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত আসতে পারবেন। এক্ষেত্রেও নাবিক ও প্রকৌশলীগণকে সরকার অনুমোদিত কোন হোটেলে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে৷

★ উল্লেখ্য যে ভারত ও বাংলাদেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা কার্যক্রম পূর্বের আদেশের ধারাবাহিকতায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকছে৷

★Group B তে আছে ইউএই, ওমান, কুয়েত, ইউকে, মালয়শিয়া, মালদ্বীপ, ব্রাজিলসহ মোট ১২ টি দেশ (তালিকা দেখে নিন)। ঐসব দেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসা যাত্রীদের কোভিড ১৯ ভ্যাক্সিনের ডোজ কমপ্লিট করা থাকলে তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ তবে বাংলাদেশে অবতরণের পর যাত্রীর শরীরে কোভিডের লক্ষণ দেখা গেলে অধিকতর চেকাপের জন্য সরকার নির্ধারিত হাসপাতালে অথবা সরকার নির্ধারিত স্থানে বা হোটেলে আইসোলেশনে প্রেরণ করা হবে৷

★Group B থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসা যাত্রীদের কোভিড ১৯ ভ্যাক্সিন দেয়া না থাকলে বা ভ্যাক্সিনের ডোজ কমপ্লিট না হয়ে থাকলে ঢাকায় পৌছার পর তাদেরকে বাধ্যতামূলকভাবে নিজ খরচে ১৪ দিন সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ হোটেল বুকিং এর প্রমাণপত্র চেকইনের সময় দেখাতে হবে।

★ Group A এবং Group B তে যেসব দেশ নেই তারা Group C এর অন্তর্ভুক্ত। এসব দেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে আসা যাত্রীরা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন, যদি দেশে আসার পর তাদের শরীরে কোভিডের কোন লক্ষণ দেখা না যায়৷

★ বিদেশ থেকে বাংলাদেশে আগত সকল যাত্রী (১০ বছরের কম বয়সী শিশু ব্যতীত) কেই আকাশযাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তারও কম সময় বাকি থাকতে আরটি পিসিআর পরীক্ষার জন্য নমুনা দিয়ে নেগেটিভ রিপোর্ট সাথে নিয়ে আসতে হবে।

★Group C ভুক্ত দেশগুলি থেকে যাত্রা শুরু করে Group A বা Group B তে বর্ণিত দেশগুলিতে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসা যাবে৷ Group B ভুক্ত কোন দেশ থেকে যাত্রা শুরু করে Group A ভুক্ত কোন দেশে ট্রানজিট নিয়েও বাংলাদেশে আসা যাবে। তবে উভয়ক্ষেত্রে ট্রানজিটকালে বিমানবন্দরের বাইরে যাওয়া যাবে না।

★ Group A, Group B অথবা Group C এর অন্তর্ভুক্ত কোন দেশে যেতে বাংলাদেশ সরকারের কোন নিষেধাজ্ঞা নেই। তবে বিদেশযাত্রার জন্য বিমানবন্দরে আসতে হলে বাংলাদেশ সরকারের চাহিদা অনুযায়ী আকাশযাত্রার নির্ধারিত সময় শুরুর ৭২ ঘন্টা বা তার কম সময় বাকি থাকতে পিসিআর টেস্ট করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। তবে যাত্রী যে দেশে যাচ্ছেন বা যে দেশে ট্রানজিট করছেন, সে দেশ বা দেশগুলির কোভিড সংক্রান্ত চাহিদা আরও কঠোর হতে পারে। যাত্রীকে ঐসব দেশের আরোপিত বিধিনিষেধ ও চাহিদা পূরণ করতে হবে।

যে সকল প্রবাসী  ভাইয়েরা করোনা ভ্যাকসিন দিতে চান নিচের ঠিকানা গুলোতে যোগাযোগ করতে পারেন।
30/06/2021

যে সকল প্রবাসী ভাইয়েরা করোনা ভ্যাকসিন দিতে চান নিচের ঠিকানা গুলোতে যোগাযোগ করতে পারেন।

Address

Al Bena'a St،, صلالة
Salalah
211

Opening Hours

Monday 09:00 - 13:00
16:30 - 21:30
Tuesday 09:00 - 13:00
16:30 - 21:30
Wednesday 09:00 - 13:00
16:30 - 21:30
Thursday 09:00 - 13:00
16:30 - 21:30
Friday 16:30 - 21:30
Saturday 09:00 - 13:00
16:30 - 21:30
Sunday 09:00 - 13:00
16:30 - 21:30

Telephone

+96892925053

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Habib Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Habib Travels:

Videos

Share

Category


Other Travel Agencies in Salalah

Show All