17/02/2024
ফিন্যান্স এ পেন্ডেন্ট ফাতুরা ভ্যালিডার বা বৈধকরণ ✔️
-----------------------------------------------------------------
✍মোহাম্মদ শাহজাহান
আমাদের দৈনন্দিন জীবনের কেনাকাটার অনেক ফাতুরা ফিন্যান্স এ পেন্ডেন্ট অবস্থায় পড়ে থাকে| আগামী 26 ফেব্রুয়ারির মধ্যে আপনার(ব্যবসায়ী ছাড়া) পেন্ডেন্ট ফাতুর বৈধকরণের সময়সীমা দেওয়া হয়েছে| এর আগে ছিল ফিন্যান্স এ ফ্যামিলি সদস্যদের যুক্ত করা , এখন পেন্ডেন্ট ফাতুরা বৈধকরণ করা , এগুলো অনেক কাজের মাধ্যমে ফিন্যান্স আপনার অথবা আপনার পরিবারের আয়-ব্যয়ের সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারে , যাতে পরবর্তী আইআরএস ডিক্লারেশন পরিপূর্ণ হয়|
কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে এ কাজটি সহজেই নিচের পদ্ধতি অনুসরণ করে সমাধান করুন ⤵️
👉 💻
💻 www.portaldasfinancas.gov.pt
➡️ Iniciar sessao
➡️ NIF and Password লগইন করুন
➡️ Autenticar
➡️ উপরে সার্চ অপশন e fatura লিখে সার্চ করুন
➡️ Faturas
➡️ Consumidor নিচে বামে
➡️ Complementar Informaçao Fatura
এখানে পেন্ডেন্টে ফাতুর সহ সব ফাতুর আসবে|
এই জায়গায় বামদিকে ব্যবসা প্রতিষ্ঠানের নাম
সহ অন্যান্য তথ্য ও আর ডানদিকে এটা কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের ছিল সে অনুযায়ী সিলেক্ট করবেন| উদাহরণ: কোন খাবার জাতীয় জিনিস কিনলে সিলেক্ট করবেন 🍽 ✔ , ফার্মেসি থেকে হলে ❤ ✔
➡️ Guardar
➡️ উপরে বামে আসবে Informaçao Guardo com sucesso
এখন
➡️ Associar Receita
ফাতুরা এগুলোর ডানদিকে No দিয়ে
➡️ Guardar
👉📲
📲 মোবাইলে e-fatura ডাউনলোড করে খুব সহজেই এ কাজটি করা যায়
e-fatura
➡️ NIF and Password দিয়ে লগইন করুন
আপসটি খোলার পর , সবার উপরে লেখা উঠবে পেন্ডিং ফাতুরা । তখন আপনি পেন্ডিং ফাতুরায় ক্লিক করবেন, আপনার যতোটা ফাতুরা পেন্ডিং আছে সবকটি চলে আসবে । তখন সেই ফাতুরাকে মার্ক করে, নীচের ডান দিকের অপসনেClassicar fatura ক্লিক করবেন । তখন চলে আসবে প্রায় ১১টি অপশন, যেমন Outros, saúde, educação, habitação, lares,reparação de Auto móveis , Reparação de motociclos, Cabeleireiro , Passes mensais ইত্যাদি । আপনার ফাতুরাটি যদি ফার্মেসি থেকে ঔষধ কিনেন তাহলে সেটা হবে Saúde, যদি বাচ্চাদের স্কুলের বই খাতা কিনেন তাহলে সেটা হবে Educação যদি Mini mercado বা সুপার মার্কাদো থেকে কিছু কিনেন তাহলে সেটা হবে Outros, যদি মেট্রো কার্ডের পাস করেন তাহলে সেটা হবে Passes mensais . যদি মোটর সাইকেল রিপিয়ার করেন তাহলে সেটা হবে Reparação de motociclos যদি কার রিপিয়ার করে থাকেন তাহলে সেটা হবে Reparação de automóveis যদি চুল কেটে ফাতুরা নেন তাহলে সেটা হবে Cabeleireiro.
যে ফাতুরাটি যে অপশনের সেটা ক্লিক করে কনফার্ম করলেই সেটা Sucesso দেখাবে ।
জাযাকাল্লাহ খায়ের,
✍মোহাম্মদ শাহজাহান 🇧🇩🇵🇹
Autoridade Tributária e Aduaneira