26/03/2023
আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের অনেকেই জানেন না, তাদের জন্য দ্বীনি ইলেম প্রসারের পাশাপাশি চাকরি পাওয়া কত সহজ একটি ব্যাপার। অনেকের ধারণাও নেই, আলিয়া শিক্ষার্থীর জন্য কত সহজে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে ৷ অথচ মাদ্রাসা শিক্ষার্থীদের এই বিশ্বাস আছে, দ্বীনি প্রতিষ্ঠানে খেদমতের সুযোগ হল দুনিয়া-আখিরাতের অফুরন্ত কল্যাণ প্রাপ্তির বিষয় ৷ বর্তমান চাকরির বাজার সম্পর্কে আলিয়া পড়ুয়াদের যথেষ্ট ধারণা না থাকায় কর্মসংস্থানের সহজ ও কল্যাণকর সুযোগ ছেড়ে কঠিন এবং দুর্বোধ্য পথে নিজেদের নিক্ষেপের হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা ব্যাপকভাবে জেনারেল শিক্ষামূখী হয়ে জেনারেলদের সাথে অযথা প্রতিযোগিতায় নেমে নিজেদের দুর্ভোগ ছাড়া কিছুই অর্জন করতে পারছেন না। অথচ তাঁর জন্য অপেক্ষা করছিল অতি সহজ ও সম্মানজনক কোন এক চাকরির সুযোগ।
বিষয়টি খোলাসা করে বলি,
যারা আলিয়া মাদ্রাসায় দ্বীনি খেদমত করতে চান তাদের জন্য আলিয়া মাদ্রাসার সংখ্যা এবং এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালার বিভিন্ন পদের নাম ও বেতনস্কেল সংক্ষেপে বর্ণনা করলাম। এরপর চিন্তা করুন, চাকরির জন্য আপনি সহজ পদ্ধতি গ্রহণ করবেন নাকি কঠিন পদ্ধতি?
ক) মাদ্রাসার এন্ট্রি লেভেলের পদসমূহ (এসব পদে ৩৫+ বয়স হলে আবেদন করার সুযোগ নেই। আসলে ৩৫+ বয়সে কোথাও চাকরির সুযোগ নেই।)
১- ইবতেদায়ি কারী, গ্রেড ১৬ বেতনস্কেল ৯৩০০
২- ইবতেদায়ি মৌলভী, গ্রেড ১৬ বেতনস্কেল ৯৩০০
৩- ইবতেদায়ি প্রধান, গ্রেড ১১ বেতনস্কেল ১২৫০০
৪- সহকারী মৌলভী, গ্রেড-১১ (বিএড না থাকা অবস্থায়) বেতনস্কেল ১২৫০০ / গ্রেড-১০ (বিএড করলে) বেতনস্কেল ১৬০০০
৫- সহকারী মৌলভী (কারী), গ্রেড-১১ (বিএড না থাকা অবস্থায়) বেতনস্কেল ১২৫০০ / গ্রেড-১০ (বিএড করলে) বেতনস্কেল ১৬০০০
৬- প্রভাষক (আরবি), গ্রেড-৯ বেতনস্কেল ২২০০০
৭- প্রভাষক (তাফসির), গ্রেড ৯ বেতনস্কেল ২২০০০
৮- প্রভাষক (হাদিস), গ্রেড ৯ বেতনস্কেল ২২০০০
৯- প্রভাষক (ফিকহ), গ্রেড ৯ বেতনস্কেল ২২০০০
১০- প্রভাষক (আদব), গ্রেড ৯ বেতনস্কেল ২২০০০
১১- সহকারী শিক্ষক (গ্রন্থাগার), গ্রেড ১০ বেতনস্কেল ১৬০০০
১২- প্রভাষক (গ্রন্থাগার), গ্রেড ৯ বেতনস্কেল ২২০০০
খ) পদোন্নতির পদসমূহ (অভিজ্ঞতার শর্তে পদোন্নতি বা নিয়োগ হয়):
১- সহকারী সুপার, গ্রেড-৮, বেতনস্কেল ২৩০০০
২- সুপার, গ্রেড ৭ বেতনস্কেল ২৯০০০
৩- সহকারী অধ্যাপক (আরবি, তাফসির, হাদিস, ফিকহ ও আদব), গ্রেড ৬ বেতনস্কেল ৩৫৫০০