JK Special Pvt. Ltd.

JK Special Pvt. Ltd. For the sake of humanity

21/12/2023
06/12/2023
26/03/2023

আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের অনেকেই জানেন না, তাদের জন্য দ্বীনি ইলেম প্রসারের পাশাপাশি চাকরি পাওয়া কত সহজ একটি ব্যাপার। অনেকের ধারণাও নেই, আলিয়া শিক্ষার্থীর জন্য কত সহজে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে ৷ অথচ মাদ্রাসা শিক্ষার্থীদের এই বিশ্বাস আছে, দ্বীনি প্রতিষ্ঠানে খেদমতের সুযোগ হল দুনিয়া-আখিরাতের অফুরন্ত কল্যাণ প্রাপ্তির বিষয় ৷ বর্তমান চাকরির বাজার সম্পর্কে আলিয়া পড়ুয়াদের যথেষ্ট ধারণা না থাকায় কর্মসংস্থানের সহজ ও কল্যাণকর সুযোগ ছেড়ে কঠিন এবং দুর্বোধ্য পথে নিজেদের নিক্ষেপের হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা ব্যাপকভাবে জেনারেল শিক্ষামূখী হয়ে জেনারেলদের সাথে অযথা প্রতিযোগিতায় নেমে নিজেদের দুর্ভোগ ছাড়া কিছুই অর্জন করতে পারছেন না। অথচ তাঁর জন্য অপেক্ষা করছিল অতি সহজ ও সম্মানজনক কোন এক চাকরির সুযোগ।

বিষয়টি খোলাসা করে বলি,
যারা আলিয়া মাদ্রাসায় দ্বীনি খেদমত করতে চান তাদের জন্য আলিয়া মাদ্রাসার সংখ্যা এবং এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালার বিভিন্ন পদের নাম ও বেতনস্কেল সংক্ষেপে বর্ণনা করলাম। এরপর চিন্তা করুন, চাকরির জন্য আপনি সহজ পদ্ধতি গ্রহণ করবেন নাকি কঠিন পদ্ধতি?

ক) মাদ্রাসার এন্ট্রি লেভেলের পদসমূহ (এসব পদে ৩৫+ বয়স হলে আবেদন করার সুযোগ নেই। আসলে ৩৫+ বয়সে কোথাও চাকরির সুযোগ নেই।)

১- ইবতেদায়ি কারী, গ্রেড ১৬ বেতনস্কেল ৯৩০০
২- ইবতেদায়ি মৌলভী, গ্রেড ১৬ বেতনস্কেল ৯৩০০
৩- ইবতেদায়ি প্রধান, গ্রেড ১১ বেতনস্কেল ১২৫০০
৪- সহকারী মৌলভী, গ্রেড-১১ (বিএড না থাকা অবস্থায়) বেতনস্কেল ১২৫০০ / গ্রেড-১০ (বিএড করলে) বেতনস্কেল ১৬০০০
৫- সহকারী মৌলভী (কারী), গ্রেড-১১ (বিএড না থাকা অবস্থায়) বেতনস্কেল ১২৫০০ / গ্রেড-১০ (বিএড করলে) বেতনস্কেল ১৬০০০
৬- প্রভাষক (আরবি), গ্রেড-৯ বেতনস্কেল ২২০০০
৭- প্রভাষক (তাফসির), গ্রেড ৯ বেতনস্কেল ২২০০০
৮- প্রভাষক (হাদিস), গ্রেড ৯ বেতনস্কেল ২২০০০
৯- প্রভাষক (ফিকহ), গ্রেড ৯ বেতনস্কেল ২২০০০
১০- প্রভাষক (আদব), গ্রেড ৯ বেতনস্কেল ২২০০০
১১- সহকারী শিক্ষক (গ্রন্থাগার), গ্রেড ১০ বেতনস্কেল ১৬০০০
১২- প্রভাষক (গ্রন্থাগার), গ্রেড ৯ বেতনস্কেল ২২০০০
খ) পদোন্নতির পদসমূহ (অভিজ্ঞতার শর্তে পদোন্নতি বা নিয়োগ হয়):
১- সহকারী সুপার, গ্রেড-৮, বেতনস্কেল ২৩০০০
২- সুপার, গ্রেড ৭ বেতনস্কেল ২৯০০০
৩- সহকারী অধ্যাপক (আরবি, তাফসির, হাদিস, ফিকহ ও আদব), গ্রেড ৬ বেতনস্কেল ৩৫৫০০

দ্বিতীয় পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: বিভাগ : রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ।
22/03/2023

দ্বিতীয় পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ:
বিভাগ : রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ।

  হচ্ছে বর্তমান প্রযুক্তির বিশ্বে বহুল আলোচিত একটি technology র নাম।আসুন আমরা আজকে জেনে নেয় Chat GPT কী? এবং কিভাবে এটি ...
22/03/2023

হচ্ছে বর্তমান প্রযুক্তির বিশ্বে বহুল আলোচিত একটি technology র নাম।

আসুন আমরা আজকে জেনে নেয় Chat GPT কী? এবং কিভাবে এটি কাজ করে?

Chat GPT : বিশ্বে দ্রুত গতিতে অ্যাডভান্স হচ্ছে প্রযুক্তি। আর এই যাত্রায় practically চালকের ভূমিকায় রয়েছে Artificial Intelligence (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

যার উপর ভর করে নিজেদের service আরও গুছিয়ে তুলছে প্রযুক্তি organizations গুলো। বর্তমানে ওপেন এআই এর দুনিয়ায় শিরোনামে রয়েছে চ্যাট জিপিটি (Chat GPT), এটি একটি

আর্টফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক একটি সার্চ টুল।

এতোদিন পর্যন্ত ওপেন এআই ক্ষেত্রে সাড়া ফেলেছিলো Dall-E, এটি ছিল একটি ওপেন এআই Image generator. যা text থেকে ছবি তৈরি করতে help করত।

তবে গত বছর নভেম্বর মাসে চ্যাট জিপিটির আগমনের ফলে সোশ্যাল মিডিয়ায় টেক উৎসাহীদের মধ্যে হইচই পড়ে গিয়েছে। কিন্তু কী এই চ্যাট জিপিটি?

এই Technology নিয়ে সবাই এত উদ্দীপিত কেন? চলুন এর কিছু তথ্য জেনে নেওয়া যাক।

Chat GPT হল একটি চ্যাট বট, যা আমরা মাঝে মধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপে দেখে থাকি। তবে এটির structure এবং কাজ করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা।

এই চ্যাটবট তৈরি করা হয়েছে GPT 3 যার ফুল মিনিং হচ্ছে (Generative Pretrained Transformer 3) এর উপর ভিত্তি করে।

এটি একটি অত্যাধুনিক ভাষা প্রক্রিয়াকরণ AI মডেল OpenAI দ্বারা তৈরি।

এই চ্যাটবট মানুষের মতো টেক্সট তৈরি করতে সক্ষম। ইউজারের যে কোনও প্রশ্নের উত্তর খুব Constructive এবং সহজ ভাবে প্রদর্শন করে এই চ্যাটবট।

কী সুবিধা এটির?

এআই মডেলের দ্বারা তৈরি চ্যাটবট সম্পূর্ণ নির্ভুল এবং যুক্তিযুক্তভাবে রেজাল্ট প্রদর্শন করে। যার ফলে উক্ত ইউজারের বুঝতে সুবিধা হয়।

এবং কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অর্থাৎ বিজ্ঞাপন ছাড়াই কাজ করে এই চ্যাটবট। এই চ্যাটবট আপনার জন্য কবিতা লিখে দিতে পারে, আপনার পরীক্ষার প্রশ্নের উত্তর লিখে দিতে পারে, অর্থনীতি-রসায়ন থেকে শুরু করে একাধিক প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই চ্যাটবট।

কীভাবে কাজ করে চ্যাট জিপিটি?

এই ওপেনএআই চ্যাটবট ইন্টারনেটে উপলব্ধ টেক্সট ডাটাবেস থেকে প্রশিক্ষিত।

ইন্টারনেটে থাকা ওয়েব পেজ, ওয়েব টেক্সট, বই, উইকিপেডিয়া, আর্টিকেল সহ বিভিন্ন সোর্স থেকে প্রায় 570 জিবির বেশি ডাটা সমৃদ্ধ এই চ্যাট জিপিটি।

শুধু তাই নয় এই চ্যাট বটে রয়েছে 300 বিলিয়ন শব্দের ভান্ডার। পাশাপাশি এটি একটি বাক্যের পরবর্তী শব্দটি কী হওয়া উচিত তা অনুমান করতেও সক্ষম।

আপনি যদি চ্যাট জিপিটি-তে গিয়ে সার্চ করেন What is inflation ? সে তার যথোপযুক্ত নির্ভুল উত্তর দেবে। কিন্তু এর মানে এই নয় যে এটি সঠিক ভাবে কাজ করতে পারে। উত্তরটি যদি কোনও কারণে ভুল হয় তাহলে পুনরায় নিযুক্ত থাকা কর্মীরা প্রশ্নের সঠিক উত্তরটি সিস্টেমে ইনপুট করে দেয়। যার ফলে যা হয় , চ্যাট জিপিটি-র জ্ঞানের ভান্ডার ক্রমশ বাড়তে থাকে। পরবর্তীকালে যে কোনও প্রশ্নের উত্তর আরও দ্রুত ও নির্ভুল দিতে পারে সে।

চ্যাট জিপিটির অসুবিধা?

কিছু সুবিধা থাকলেও চ্যাট জিপিটি নিয়ে এখনও নিশ্চিত নয় অনেকেই। মূলত, এই চ্যাট বটে কেবল টেক্সট রেজাল্ট পাওয়া যায়। ভিডিও বা ভিজ্যুয়াল রেজাল্ট আসে না। শুধু এটা নয়, সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা বা বিষয় সম্পর্কে এটি উত্তর দিতে সক্ষম নয়। কারণ এটির সিস্টেমে যে ডাটাবেস রয়েছে তা তুলনামূলক পুরোনো। তাছাড়া এটির সিস্টেমে যে ডাটাবেস রয়েছে সেই অনুযায়ী এটি উত্তর প্রদর্শন করে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তা একেবারে সঠিক নাও হতে পারে।

আমি আশা করছি আপনারা এই লেখার এর মাধ্যমে চ্যাট জিপিটির অনেক খুটিনাটি বিষয় সম্পর্কে ধারণা পেয়েছেন।

Copied

12/03/2023

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম স্থান অধিকারী : রাফসান জামান - মার্ক : ৯৪.২৫!
পাশ করেছেন- ৪৯,১৯৪ জন
পাশের হার- ৩৫.৩৪%
ছেলে- ২০,৮১৩ জন (৪২.৩১%)
মেয়ে- ২৮,৩৮১ জন (৫৭.৬৯%)
সরকারি মেডিকেলে ভর্তি হতে পারবে-
ছেলে ১৯৫৭ জন এবং মেয়ে ২৩৯৩ জন।
অভিনন্দন সকলকে।

12/03/2023

'সারা বাংলাদেশে পর্যায়ক্রমে শুরু হয়েছে নতুন ভূমি জরিপ (BDS)। আপনার এলাকার ভূমি অফিসে নিজের মৌজার বিষয় খোঁজ খবর নিবেন; যাতে আপনার অজান্তে জরিপ না হয়।'

11/03/2023

❇️ পল্লীকবি জসিমউদদীন রচিত নাটক:
▪️মধুমালা
▪️পদ্মাপাড়
▪️পল্লীবধূ
▪️গ্রামের মায়া
▪️বেদের মেয়ে (৩৬তম বিসিএস)

19/12/2022

বিশ্বকাপ আপডেট
২২তম বিশ্বকাপ- 'কাতার বিশ্বকাপ'
→ গোলডেন বুট- 'এমবাপ্পে'
→ সেরা গোলকিপার- 'মার্টিনেজ'
(আর্জেন্টাইন)
→ গোল্ডেন বল- 'মেসি'
→ ২২তম বিশ্ব চ্যাম্পিয়নস ফুটবল। -
আর্জেন্টিনা (৪-২)। মোট- (৭-৫)
→সেরা উদীয়মান খেলোয়াড় - এনজো
ফ্রার্নানান্দেজ।
★ হেটট্রিক হয়েছে ২টি রামোস ও
এমবাপ্পে।

22/07/2022

কাহালু, নন্দীগ্রাম, সারিয়াকান্দি, সাজাহানপুর, শেরপুর থানার প্রাথমিকের ভাইভার ডেট প্রকাশ।

আমাদের প্রিয় যমুনা সেতু, আমরা উত্তর বঙ্গের লোক; অনেকে আমাদের মফিজ বললেও এই সেতুতে কখনও- বিড়ি খাইনি, টিকটকের নামে বল্টু খ...
03/07/2022

আমাদের প্রিয় যমুনা সেতু, আমরা উত্তর বঙ্গের লোক; অনেকে আমাদের মফিজ বললেও এই সেতুতে কখনও- বিড়ি খাইনি, টিকটকের নামে বল্টু খুলিনি, আমাদের মা বোনেরা সেতুর উপর নাচ গান করেনি, পিশশাব করেনি, প্রথম দিনেই এক্সিডেন্টে করে মারা যায়নি, পেয়াজের ট্রাক উলটে যায়নি, মটর সাইকেল চলাচল বন্ধ হয়নি, কে বলেরে আমরা মফিজ, মফিজ মানে জানেন, মফিজ অর্থ বেকুব বা বেক্কল ধরনের কিছু নয়। এটি একটি আরবি শব্দ, যার অর্থ সফলকাম/ সফলকাম হওয়া। শুনতে খারাপ লাগলেও আমরা বাঙালিরা বেকুব কিছু মনে করি।

22/06/2022

প্রভাতী
কাজী নজরুল ইসলাম

ভোর হলো দোর খোলো
খুকুমণি ওঠো রে!
ঐ ডাকে যুঁইশাখে
ফুল-খুকি ছোট রে!
খুকুমণি ওঠো রে!
রবি মামা দেয় হামা
গায়ে রাঙা জামা ঐ,
দারোয়ান গায় গান
শোনো ঐ, ‘রামা হৈ!’
ত্যজি নীড় করে ভিড়
ওড়ে পাখি আকাশে,
এন্তার গান তারা
ভাসে ভোর বাতাসে।
চুলবুল বুলবুল
শিস দেয় পুষ্পে,
এইবার এইবার
খুকুমণি উঠবে!
খুলি হাল তুলি পাল
ঐ তরী চললো,
এইবার এইবার
খুকু চোখ খুললো।
আলসে নয় সে
ওঠে রোজ সকালে,
রোজ তাই চাঁদা ভাই
টিপ দেয় কপালে।
উঠলো ছুটলো
ওই খোকা খুকি সব,
‘উঠেছে আগে কে’
ঐ শোনো কলরব।
নাই রাত, মুখ হাত ধোও,
খুকু জাগো রে!
জয় গানে ভগবানে
তুষি’ বর মাগো রে!

16/06/2022

ব্রেকিং নিউজঃ
প্রাইমারি ৩য় ধাপে রেজাল্ট প্রকাশ

15/06/2022

"পদ্মা সেতু হয়েই গেল৷ "
"Has completed/done the Padma bridge."

05/06/2022

🗣আজ (৫ জুন) “বিশ্ব পরিবেশ দিবস”। এ বছর দিবসটির প্রতিপাদ্য : ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’।👥👥

27/05/2022

নূতন যারাই পরীক্ষা দিয়েছে প্রায় সবাই বলতেছে- "প্রশ্ন তো সহজ হইসে। একটু ভালভাবে পড়লেই ক্যাডার।" একেক-জন দেখি ব্যাঙের মত লাফাচ্ছে।
আর পুরাতনরা দেখি সব চুপচাপ আছে। একেই বলে এক্সপেরিয়েন্স!
বিসিএস হচ্ছে একটা সুন্দরী মেয়ের মত। সে একটু হাসলেই নতুন ছেলেরা পাগল হয়ে যায়। ভাবে, সুন্দরী তো লাইনে এসে গেছে! আর কিছুদিন পর আমার ঝোলায় এসে পড়বে।
কিন্তু যারা পুরাতন, যারা অতীতে এই মেয়ের কাছে ছ্যাঁকা খাইসে; তারা জানে এই মেয়ে কতটা ছলনাময়ী।
কত ছেলের ৭০০ টাকা খেয়ে দিয়েছে! কিন্তু ঝোলায় আসে নাই!

Address

Kazi Nazrul Islam Street, Bogra, Rajshahi, Dhaka, Bangladesh
Bogurayev
5800

Telephone

+8801315541587

Website

Alerts

Be the first to know and let us send you an email when JK Special Pvt. Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JK Special Pvt. Ltd.:

Share