Kashemi Hajj Kafela

Kashemi Hajj Kafela Alhamdulillah 26 years of success of our service. We provide complete services through Islamic scholars and experienced guides.

Inshallah you will get the maximum of loyalty

18/11/2024

মদিনা থেকে। জান্নাতুল বাকি

30/10/2024

সুযোগ-সুবিধা, হোটেল দূরত্ব, খাবারের টাকা যোগ-বিয়োগ করে দেখুন হজ্ব প্যাকেজ মূল্য কমেনি বরং তুলনামূলক আরো বেড়েছে।

হজের প্যাকেজ ঘোষণা.আগামী বছরের জন্য সরকারিভাবে দুটি হজের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্যাকেজ অনুযায়ী খরচ ধরা হয়েছে ৪ ...
30/10/2024

হজের প্যাকেজ ঘোষণা.
আগামী বছরের জন্য সরকারিভাবে দুটি হজের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্যাকেজ অনুযায়ী খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ২৪২ টাকা। যা চলতি বছরের চেয়ে এক লাখ ৫৯৮ টাকা কম। অন্য প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
উল্লেখ্য, আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

বছরের সবচেয়ে সুন্দর সময়…বাতাসে শীত শীত গন্ধ, কিন্তু ঠান্ডা পড়ে নাই। রাতের বেলা শিশিরে গাছের পাতা ধুয়ে যায়, কিন্তু কুয়াশা...
25/10/2024

বছরের সবচেয়ে সুন্দর সময়…বাতাসে শীত শীত গন্ধ, কিন্তু ঠান্ডা পড়ে নাই। রাতের বেলা শিশিরে গাছের পাতা ধুয়ে যায়, কিন্তু কুয়াশাতে সব ঢেকে যায় না এখনো।

সবচেয়ে সুন্দর এই সময়ের বিকালগুলা। ঠান্ডা গরম কিছু নাই, স্নিগ্ধ নির্মল বাতাস, অন্তত আমাদের এই মফস্বলে। হাঁটতে বের হইলে রাস্তাঘাট, গাছপালা সবকিছু যেন বলতে থাকে, শীত আসতেছে, শীত আসতেছে…..!💫🤎

25/10/2024

আব্দুর রহমান আল-খুযাঈ (রহ.) বলেন,
"যে পুরুষ একজন নেককার স্ত্রী পেয়েছে, সে ঐ রাজার মতো যার মাথায় সোনার তাজ রয়েছে।"

আর দুনিয়া তো (ক্ষণস্থায়ী) প্রয়োজন পূরণের। মানুষ দুনিয়াতে যা কিছু দ্বারা কল্যাণ ও উপকার লাভ করে, তার মধ্যে সালিহা-দ্বীনদার-নেককার স্ত্রীর চেয়ে উত্তম আর কিছু নেই। [ইবনে মাজাহ, ১৮৫৫]

23/10/2024

রমাদান মাসে উমরাহ প‍্যাকেজে আকর্ষণীয় বিশেষ অফার 😍♦️সফরে শরীয়াহ্ গাইড হিসেবে থাকবেন ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞ আলেম গাইড, যাতে আপনি পবিত্র উমরাহ এবং দ্বীনি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন।

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন " যে ব্যক্তি রামাদান মাসে উমরাহ করলো সে যেন আমার সাথে হজ্জ করলো"। (বুখারি, হাদিস : ১৭৮২)

রমাদানে আমাদের ১৪ দিনের সফরে অংশ গ্রহণ করলে মানসম্মত ৩ বেলা বাঙালি খাবার একদম ফ্রি ❤️

আরো রয়েছে বিশেষ সুবিধা।

প্যাকেজ খরচ : ১ লাখ ৬০ হাজার টাকা (ডলার / রিয়ালের রেট পরিবর্তনে প্যাকেজ রেট কম / বেশীও হতে পারে)।

বাচ্চাদের খরচ : ১২ বছরের উপরে একই খরচ এবং ছোট বাচ্চাদের খরচ বয়স ও টিকিট অনুসারে আলোচনা সাপেক্ষে।

কতদিনের সফর : ১৪ থেকে ১৫ দিন (টিকিট প্রাপ্তিতে নির্ভর করবে)।

প্যাকেজে যা থাকছে : - 👇
🌼বিমান টিকিট ( ঢাকা টু মদিনা )
🌼ওমরাহ ভিসা।
🌼হোটেল রিজার্ভেশন।
🌼 তিন বেলা মানসম্মত বাঙালি খাবার পরিবেশন।
🌼মেডিকেল ইনস্যুরেন্স।
🌼এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা - যাওয়া, মক্কা থেকে মাদীনা আসা - যাওয়ার ট্রান্সপোর্ট।
🌼মক্কা - মদীনাহ এর উল্লেখযোগ্য বিভিন্ন ঐতিহাসিক স্থানে জিয়ারাহ্।
🌼যাত্রার শুরু থেকে ফিরে আসা পর্যন্ত সার্বক্ষণিক অভিজ্ঞ আলেম গাইড এর তত্ত্বাবধান।

🌼হোটেলের মান : - 3 ⭐।
চাহিদা অনুযায়ী 4/5🌟 হোটেলের বেবস্থা করে দেয়া যাবে (বাড়তি টাকা প্রযোজ্য)

হোটেল - মক্কা এবং মদিনায় খুবই নিকটতম দূরত্বে ২০০/৩০০ মিটার ( মদিনায় মারকাজিয়ার মধ্যে ) উন্নত মানের হোটেল হবে। যাতে আপনি হেঁটে ২/৩ মিনিটের মধ্যে ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারবেন।

বুকিং দেওয়ার নিয়ম : -👇

🕋বুকিং দেওয়ার প্রয়োজনীয় কাগজ : -
১. পাসপোর্ট জমা দিতে হবে।
২. প্যাকেজের ৫০% টাকা অগ্রিম জমা দিতে হবে। বাকি টাকা বিমান টিকিট হাতে পাওয়ার সাথে সাথে জমা দিতে হবে।
৩. পাসপোর্ট সাইজ দুই কপি ছবি।
৪.ভোটার আইডি কার্ডের ফটোকপি।

(হোয়াটসএ্যাপ) বা ইনবক্সে মেসেজ দিন।

কাসেমী হজ্জ উমরাহ কাফেলা।
চেয়ারম্যান - মুফতি আব্দুল কাদের কাসেমী।
খতিব - বরিশাল জিলা স্কুল মসজিদ। মুহাদ্দিস এবং ভাইস প্রিন্সিপাল - জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা নথুল্লাবাদ বরিশাল।

বুকিং করতে কল করুনঃ
🔥বুকিং করতে পারবেন, বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুনঃ-
✴Hotline:-
🤳 +880 1793761211 only what's app

Alhamdulillah 26 years of success of our service. We provide complete services through Islamic scholars and experienced guides. Inshallah you will get the maximum of loyalty

মক্কা আর মদিনায় যেন হৃদয় প্রশান্ত করা ঘটনার কোনো অভাব নেই। এখানকার প্রায় প্রতিটা জিনিসেই খুঁজে পাওয়া যায় পবিত্রতার আবহ। ...
22/10/2024

মক্কা আর মদিনায় যেন হৃদয় প্রশান্ত করা ঘটনার কোনো অভাব নেই। এখানকার প্রায় প্রতিটা জিনিসেই খুঁজে পাওয়া যায় পবিত্রতার আবহ। ভাবনার অতলে হারাবার, স্মৃতির ভেলায় ভেসে যাওয়ার কতো উপাদান যে চারপাশে ছড়িয়ে তা কল্পনাও করা যায় না। শুধু হৃদয়টাকে খানিকটা সজাগ রাখতে হয়।

উমরাহ সফরে আমার জীবনে সেরকমই একটা ঘটনা ছিলো মসজিদ আন নববীর মিনার হতে ভেসে আসা প্রতি ওয়াক্তের আযান।

এখানকার আযানের সুর এতো হৃদয়-শীতল করা যে—তন্ময় হয়ে শুধু শুনে যেতেই ইচ্ছে করে। ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান থেকে আমরা যারা এখানে আসি—আযানের সুর অভিজ্ঞতা আমাদের অধিকাংশেরই যথেষ্ট ভালো নয়। বাংলাদেশে আমি বহু সংখ্যক জায়গা আর জেলায় সালাত আদায় করেছি। বহু মসজিদের, বহু মুয়াজ্জিনের আযান আমি শুনেছি।

খুবই নির্দিষ্ট কিছু জায়গা ব্যতীত বাদ বাকি সব জায়গার আযান যেন অত্যন্ত গড়পড়তা, মায়াহীন এবং ম্যাড়ম্যাড়ে। আযান শুনলে হৃদয় গভীরে যে ভাবনার বুদ্বুদ জাগ্রত হবে, সমস্ত মনোযোগ এসে আযান ধ্বনিতে নিবদ্ধ হবে, আযানের সুর লহরিতে মনপ্রাণ সজীবতায় ভরে উঠবে—সেরকমটা খুব কম হয়। যেন এটা নৈমিত্তিক কোনো অভ্যাস, যেন শুধু মাইকে দিতে হয় বলেই দেওয়া—এভাবেই আমাদের অধিকাংশ মুয়াজ্জিনেরা আযান দেওয়া সমাপ্ত করেন। হৃদয়কে প্রকম্পিত করার, ভাবনার সাগরে উথাল-পাতাল ঢেউয়ের উন্মেষ ঘটানোর উপাদান সেখানে অনুপস্থিত।

সেই তুলনায় মদিনার আযান, আহা, যেন হৃদয় এফোঁড়ওফোঁড় করে চলে যায় সেই সুরের ধারা। এতো মায়াময় ডাক, এতো স্নিগ্ধ আর শীতল সেই আহ্বান!

আমি খেয়াল করেছি, মসজিদে নববীর আযান শুনতে পাওয়া মাত্র আমার কানজোড়া সজাগ হয়ে যায়। মুহূর্ত প্রস্তুতিতে যেন আমি ডুবে যেতে থাকি মিনারচূড়া হতে ভেসে আসা যেই সুর ব্যঞ্জনাতে। সেই ব্যঞ্জনা হৃদয়ে এমন সুরের দ্যোতনা তৈরি করে যে, মাঝে মাঝে মনে হয়—আহা, যদি এই সুরের ধারা কখনো শেষ না হতো! যদি অবিরাম অবিশ্রান্তভাবে শুনে যেতে পারতাম এই ‘আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহ’ ধ্বনির প্রকম্পন!


‘উমরাহ সফরের ডায়েরি’ থেকে একটুকরো...

تُشير التوقعات إلى هطول أمطار في مكة المكرمة -بمشيئة الله- احرص على الاستعداد ومعرفة الإرشادات التي تعينك على أداء المنا...
22/10/2024

تُشير التوقعات إلى هطول أمطار في مكة المكرمة -بمشيئة الله- احرص على الاستعداد ومعرفة الإرشادات التي تعينك على أداء المناسك بيُسر وسلامة 🌧☂.

قبل التوجّه إلى المسجد الحرام، لا تنسَ الاطلاع على تحديثات الطقس عبر المركز الوطني للأرصاد.

11/10/2024

প্রতি মাসেই আমাদের উমরাহ প‍্যাকেজ রয়েছে। যোগাযোগ করুন, আমরা আপনার খেদমতে সদা প্রস্তুত ❤️ [email protected]

05/10/2024

🔴 🕋 পবিত্র হজ্ব/উমরাহ পালনকারীদের জন্য সুখবর।২৫,২৬,২৭ সালের হজের প্রাক নিবন্ধন চলছে।প্রতি মাসেই আমাদের উমরাহ কাফেলা যাচ্ছে।🕋আমাদের আগামী ওমরাহ প্রোগ্রাম সূচী : সফরের সম্ভাব্য তারিখ : নভেম্বর ২০ থেকে ২৫ তারিখের মধ্যে আমরা রওনা করবো ইনশা আল্লাহ। রমাদান মাসের শুরুতে বা শেষে যারা উমরাহ করতে চান যোগাযোগ করবেন।রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন " যে ব্যক্তি রামাদান মাসে উমরাহ করলো সে যেন আমার সাথে হজ্জ করলো"। (বুখারি, হাদিস : ১৭৮২)পুরো রমাদান মাস জুড়ে বিশেষ ছাড়ে আমাদের প্যাকেজ থাকছে।উমরাহ পালনের মাধ্যমে আপনার আরো রয়েছে দ্বীনি জ্ঞান অর্জনের বিশেষ সুযোগ। ♦️সফরে শরীয়াহ্ গাইড হিসেবে থাকবেন প্রখ্যাত আলেম- শাইখুল হাদীস মুফতি আবদুল কাদের কাশেমী। প্রখ্যাত দাঈ - মাওলানা আরিফ বিল্লাহ আরিফী।🔴 আমাদের সর্বনিন্ম প্যাকেজ ১ লক্ষ ২০ হাজার টাকা। যাওয়া আসা সহ ১৪ দিনের প্যাকেজ।প্যাকেজে যা যা থাকছে 👇🌻বিমান টিকিট ( ট্রানজিট )🌻ওমরাহ ভিসা।🌻মেডিকেল ইন্সুরেন্স।🌻মক্কা - মদীনায় নিকটতম দূরত্বে (মক্কায় ৬০০ মিটারের মধ্যে এবং মদিনায় ৩০০ মিটার) এয়ারকন্ডিশন হোটেল। প্রতি রুমে ৫/৬ জন থাকা।🌻মক্কা - মদীনা এর উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানে জিয়ারাহ্।🌻যাত্রার শুরু থেকে ফিরে আসা পর্যন্ত সার্বক্ষণিক অভিজ্ঞ আলেম গাইড এর তত্ত্বাবধান।প্যাকেজে যা থাকছে না 👇~ ডিরেক্ট ফ্লাইট।~ এয়ারপোর্ট থেকে হোটেলে আসা যাওয়ার ট্রান্সপোর্ট গাড়ি। বাড়তি চার্জ প্রযোজ্য।~ তিনবেলা মান সম্মত বাঙালি খাবার খাবার। প্যাকেজ খরচ : ১ লাখ ৬০ হাজার টাকা (ডলার / রিয়ালের রেট পরিবর্তনে প্যাকেজ রেট কম / বেশীও হতে পারে)।বাচ্চাদের খরচ : ১২ বছরের উপরে একই খরচ এবং ছোট বাচ্চাদের খরচ বয়স ও টিকিট অনুসারে আলোচনা সাপেক্ষে। কতদিনের সফর : ১৪ থেকে ১৫ দিন (টিকিট প্রাপ্তিতে নির্ভর করবে)। প্যাকেজে যা থাকছে : - 👇🌼বিমান টিকিট ( ঢাকা টু মদিনা )🌼ওমরাহ ভিসা। 🌼হোটেল রিজার্ভেশন। 🌼 তিন বেলা মানসম্মত বাঙালি খাবার পরিবেশন। 🌼মেডিকেল ইনস্যুরেন্স।🌼এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা - যাওয়া, মক্কা থেকে মাদীনা আসা - যাওয়ার ট্রান্সপোর্ট।🌼মক্কা - মদীনাহ এর উল্লেখযোগ্য বিভিন্ন ঐতিহাসিক স্থানে জিয়ারাহ্।🌼যাত্রার শুরু থেকে ফিরে আসা পর্যন্ত সার্বক্ষণিক অভিজ্ঞ আলেম গাইড এর তত্ত্বাবধান।🌼হোটেলের মান : - 4⭐।চাহিদা অনুযায়ী ৫ 🌟 হোটেলের বেবস্থা করে দেয়া যাবে (বাড়তি টাকা প্রযোজ্য)হোটেল - মক্কা এবং মদিনায় খুবই নিকটতম দূরত্বে ২০০/৩০০ মিটার ( মদিনায় মারকাজিয়ার মধ্যে ) উন্নত মানের হোটেল হবে। যাতে আপনি হেঁটে ২/৩ মিনিটের মধ্যে ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারবেন। বুকিং দেওয়ার নিয়ম : -👇🕋বুকিং দেওয়ার প্রয়োজনীয় কাগজ : -১. পাসপোর্ট জমা দিতে হবে।২. প্যাকেজের ৫০% টাকা অগ্রিম জমা দিতে হবে। বাকি টাকা বিমান টিকিট হাতে পাওয়ার সাথে সাথে জমা দিতে হবে।৩. পাসপোর্ট সাইজ দুই কপি ছবি।৪.ভোটার আইডি কার্ডের ফটোকপি।(হোয়াটসএ্যাপ) বা ইনবক্সে মেসেজ দিন।কাসেমী হজ্জ উমরাহ কাফেলা।চেয়ারম্যান - মুফতি আব্দুল কাদের কাসেমী।খতিব - বরিশাল জিলা স্কুল মসজিদ। মুহাদ্দিস এবং ভাইস প্রিন্সিপাল - জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা নথুল্লাবাদ বরিশাল।পরিচালনায় - মাওলানা আরিফ বিল্লাহ আরিফি। Arif Billah Arifi প্রিন্সিপাল ইসলামী একাডেমি বাংলাদেশ।What's app - 01793-761211 Saudi Arabia - +966 58 076 1922বুকিং করতে কল করুনঃ🔥বুকিং করতে পারবেন, বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুনঃ- ✴Hotline:- 🤳 +880 1793761211 only what's app

05/10/2024

আপনি কি রামাদান মাসে উমরাহ করার কথা ভাবছেন? তাহলে এই নাসিহাহ আপনার জন্য। =============================================আসসালামু আলাইকুম। kashemi Hajj Kafela এর রমাদান মাসের প্রথম এবং দ্বিতীয় (শেষ দশক) উমরাহ গ্রুপ প্যাকেজে আপনাকে স্বাগতম। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন " যে ব্যক্তি রামাদান মাসে উমরাহ করলো সে যেন আমার সাথে হজ্জ করলো"। (বুখারি, হাদিস : ১৭৮২)এছাড়াও,এই প্যাকেজে উমরাহ পালনের মাধ্যমে আপনার আরো রয়েছে দ্বীনি জ্ঞান অর্জনের বিশেষ সুযোগ। অর্জনের বিশেষ সুযোগ। ♦️সফরে শরীয়াহ্ গাইড হিসেবে থাকবেন প্রখ্যাত আলেম- শাইখুল হাদীস মুফতি আবদুল কাদের কাশেমী। প্রখ্যাত দাঈ - মাওলানা আরিফ বিল্লাহ আরিফী।🔴 আমাদের সর্বনিন্ম প্যাকেজ ১ লক্ষ ২০ হাজার টাকা। যাওয়া আসা সহ ১৪ দিনের প্যাকেজ।প্যাকেজে যা যা থাকছে 👇🌻বিমান টিকিট ( ট্রানজিট )🌻ওমরাহ ভিসা।🌻মেডিকেল ইন্সুরেন্স।🌻মক্কা - মদীনায় নিকটতম দূরত্বে (মক্কায় ৬০০ মিটারের মধ্যে এবং মদিনায় ৩০০ মিটার) এয়ারকন্ডিশন হোটেল। প্রতি রুমে ৫/৬ জন থাকা।🌻মক্কা - মদীনা এর উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানে জিয়ারাহ্।🌻যাত্রার শুরু থেকে ফিরে আসা পর্যন্ত সার্বক্ষণিক অভিজ্ঞ আলেম গাইড এর তত্ত্বাবধান।প্যাকেজে যা থাকছে না 👇~ ডিরেক্ট ফ্লাইট।~ এয়ারপোর্ট থেকে হোটেলে আসা যাওয়ার ট্রান্সপোর্ট গাড়ি। বাড়তি চার্জ প্রযোজ্য।~ তিনবেলা মান সম্মত বাঙালি খাবার খাবার। প্যাকেজ খরচ : ১ লাখ ৬০ হাজার টাকা (ডলার / রিয়ালের রেট পরিবর্তনে প্যাকেজ রেট কম / বেশীও হতে পারে)।বাচ্চাদের খরচ : ১২ বছরের উপরে একই খরচ এবং ছোট বাচ্চাদের খরচ বয়স ও টিকিট অনুসারে আলোচনা সাপেক্ষে। কতদিনের সফর : ১৪ থেকে ১৫ দিন (টিকিট প্রাপ্তিতে নির্ভর করবে)। প্যাকেজে যা থাকছে : - 👇🌼বিমান টিকিট ( ঢাকা টু মদিনা )🌼ওমরাহ ভিসা। 🌼হোটেল রিজার্ভেশন। 🌼 তিন বেলা মানসম্মত বাঙালি খাবার পরিবেশন। 🌼মেডিকেল ইনস্যুরেন্স।🌼এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা - যাওয়া, মক্কা থেকে মাদীনা আসা - যাওয়ার ট্রান্সপোর্ট।🌼মক্কা - মদীনাহ এর উল্লেখযোগ্য বিভিন্ন ঐতিহাসিক স্থানে জিয়ারাহ্।🌼যাত্রার শুরু থেকে ফিরে আসা পর্যন্ত সার্বক্ষণিক অভিজ্ঞ আলেম গাইড এর তত্ত্বাবধান।🌼হোটেলের মান : - 4⭐।চাহিদা অনুযায়ী ৫ 🌟 হোটেলের বেবস্থা করে দেয়া যাবে (বাড়তি টাকা প্রযোজ্য)হোটেল - মক্কা এবং মদিনায় খুবই নিকটতম দূরত্বে ২০০/৩০০ মিটার ( মদিনায় মারকাজিয়ার মধ্যে ) উন্নত মানের হোটেল হবে। যাতে আপনি হেঁটে ২/৩ মিনিটের মধ্যে ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারবেন। বুকিং দেওয়ার নিয়ম : -👇🕋বুকিং দেওয়ার প্রয়োজনীয় কাগজ : -১. পাসপোর্ট জমা দিতে হবে।২. প্যাকেজের ৫০% টাকা অগ্রিম জমা দিতে হবে। বাকি টাকা বিমান টিকিট হাতে পাওয়ার সাথে সাথে জমা দিতে হবে।৩. পাসপোর্ট সাইজ দুই কপি ছবি।৪.ভোটার আইডি কার্ডের ফটোকপি।(হোয়াটসএ্যাপ) বা ইনবক্সে মেসেজ দিন।কাসেমী হজ্জ উমরাহ কাফেলা।চেয়ারম্যান - মুফতি আব্দুল কাদের কাসেমী।খতিব - বরিশাল জিলা স্কুল মসজিদ। মুহাদ্দিস এবং ভাইস প্রিন্সিপাল - জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা নথুল্লাবাদ বরিশাল।পরিচালনায় - মাওলানা আরিফ বিল্লাহ আরিফি। Arif Billah Arifi প্রিন্সিপাল ইসলামী একাডেমি বাংলাদেশ।What's app - 01793-761211 Saudi Arabia - +966 58 076 1922বুকিং করতে কল করুনঃ🔥বুকিং করতে পারবেন, বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুনঃ- ✴Hotline:- 🤳 +880 1793761211 only what's app

🔴 🕋 পবিত্র হজ্ব/উমরাহ পালনকারীদের জন্য সুখবর।২৫,২৬,২৭ সালের হজের প্রাক নিবন্ধন  চলছে।🕋আমাদের আগামী ওমরাহ প্রোগ্রাম সূচী ...
14/09/2024

🔴 🕋 পবিত্র হজ্ব/উমরাহ পালনকারীদের জন্য সুখবর।

২৫,২৬,২৭ সালের হজের প্রাক নিবন্ধন চলছে।

🕋আমাদের আগামী ওমরাহ প্রোগ্রাম সূচী :
সফরের সম্ভাব্য তারিখ :
নভেম্বর ২০ থেকে ২৫ তারিখের মধ্যে আমরা রওনা করবো ইনশা আল্লাহ।

রমাদান মাসের শুরুতে বা শেষে যারা উমরাহ করতে চান যোগাযোগ করবেন।
পুরো রমাদান মাস জুড়ে বিশেষ ছাড়ে আমাদের প্যাকেজ থাকছে।

🔴 আমাদের সর্বনিন্ম প্যাকেজ ১ লক্ষ ১৫ হাজার টাকা। যাওয়া আসা সহ ১৪ দিনের প্যাকেজ।
প্যাকেজে যা যা থাকছে 👇

🌻বিমান টিকিট ( ট্রানজিট )
🌻ওমরাহ ভিসা।
🌻মেডিকেল ইন্সুরেন্স।
🌻মক্কা - মদীনায় নিকটতম দূরত্বে (মক্কায় ৬০০ মিটারের মধ্যে এবং মদিনায় ৩০০ মিটার) এয়ারকন্ডিশন হোটেল। প্রতি রুমে ৫/৬ জন থাকা।
🌻মক্কা - মদীনা এর উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানে জিয়ারাহ্।
🌻যাত্রার শুরু থেকে ফিরে আসা পর্যন্ত সার্বক্ষণিক অভিজ্ঞ আলেম গাইড এর তত্ত্বাবধান।

প্যাকেজে যা থাকছে না 👇
~ এয়ারপোর্ট থেকে হোটেলে আসা যাওয়ার ট্রান্সপোর্ট গাড়ি। বাড়তি চার্জ প্রযোজ্য।
~ তিনবেলা মান সম্মত বাঙালি খাবার খাবার।

প্যাকেজ খরচ : ১ লাখ ৫০ হাজার টাকা (ডলার / রিয়ালের রেট পরিবর্তনে প্যাকেজ রেট কম / বেশীও হতে পারে)।

বাচ্চাদের খরচ : ১২ বছরের উপরে একই খরচ এবং ছোট বাচ্চাদের খরচ বয়স ও টিকিট অনুসারে আলোচনা সাপেক্ষে।

কতদিনের সফর : ১৪ থেকে ১৫ দিন (টিকিট প্রাপ্তিতে নির্ভর করবে)।

প্যাকেজে যা থাকছে : - 👇
🌼বিমান টিকিট ( ঢাকা টু মদিনা )
🌼ওমরাহ ভিসা।
🌼হোটেল রিজার্ভেশন।
🌼 তিন বেলা মানসম্মত বাঙালি খাবার পরিবেশন।
🌼মেডিকেল ইনস্যুরেন্স।
🌼এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা - যাওয়া, মক্কা থেকে মাদীনা আসা - যাওয়ার ট্রান্সপোর্ট।
🌼মক্কা - মদীনাহ এর উল্লেখযোগ্য বিভিন্ন ঐতিহাসিক স্থানে জিয়ারাহ্।
🌼যাত্রার শুরু থেকে ফিরে আসা পর্যন্ত সার্বক্ষণিক অভিজ্ঞ আলেম গাইড এর তত্ত্বাবধান।

🌼হোটেলের মান : - 4⭐।
চাহিদা অনুযায়ী ৫ 🌟 হোটেলের বেবস্থা করে দেয়া যাবে (বাড়তি টাকা প্রযোজ্য)

হোটেল - মক্কা এবং মদিনায় খুবই নিকটতম দূরত্বে ২০০/৩০০ মিটার ( মদিনায় মারকাজিয়ার মধ্যে ) উন্নত মানের হোটেল হবে। যাতে আপনি হেঁটে ২/৩ মিনিটের মধ্যে ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারবেন।

বুকিং দেওয়ার নিয়ম : -👇

🕋বুকিং দেওয়ার প্রয়োজনীয় কাগজ : -
১. পাসপোর্ট জমা দিতে হবে।
২. প্যাকেজের ৫০% টাকা অগ্রিম জমা দিতে হবে। বাকি টাকা বিমান টিকিট হাতে পাওয়ার সাথে সাথে জমা দিতে হবে।
৩. পাসপোর্ট সাইজ দুই কপি ছবি।
৪.ভোটার আইডি কার্ডের ফটোকপি।

(হোয়াটসএ্যাপ) বা ইনবক্সে মেসেজ দিন।

কাসেমী হজ্জ উমরাহ কাফেলা।
চেয়ারম্যান - মুফতি আব্দুল কাদের কাসেমী।
খতিব - বরিশাল জিলা স্কুল মসজিদ। মুহাদ্দিস এবং ভাইস প্রিন্সিপাল - জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা নথুল্লাবাদ বরিশাল।

পরিচালনায় - মাওলানা আরিফ বিল্লাহ আরিফি। Arif Billah Arifi
প্রিন্সিপাল ইসলামী একাডেমি বাংলাদেশ।
What's app - 01793-761211
Saudi Arabia - +966 58 076 1922

বুকিং করতে কল করুনঃ
🔥বুকিং করতে পারবেন, বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুনঃ-
✴Hotline:-
🤳 +880 1793761211 only what's app

আয় হায়!!! মাত্র তিন লক্ষ টাকায় হজ করা এবং মাত্র ৬০ হাজার টাকায় ওমরা করার চমক দেখানোর শেষ পরিণতি। নিচে দেখুন। Kashemi...
12/09/2024

আয় হায়!!! মাত্র তিন লক্ষ টাকায় হজ করা এবং মাত্র ৬০ হাজার টাকায় ওমরা করার চমক দেখানোর শেষ পরিণতি। নিচে দেখুন।
Kashemi Hajj Kafela এর সাথেই থাকুন।

More details in the comment section. Kashemi Hajj Kafela
11/09/2024

More details in the comment section.
Kashemi Hajj Kafela

২০২৫ সালের হজ নিবন্ধন শুরু হয়েছে। এবছর কমতে পারে হজের ফি। সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে হজ ফি কমানোর। তাই দ্রুত আগ্রহীগণ...
11/09/2024

২০২৫ সালের হজ নিবন্ধন শুরু হয়েছে। এবছর কমতে পারে হজের ফি। সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে হজ ফি কমানোর। তাই দ্রুত আগ্রহীগণ নিবন্ধন নিশ্চিত করুন। নির্দিষ্ট সময়ের চেয়ে এবার সময় বাড়াবে না বলেও ঘোষণা দিয়েছে সরকার।

২০২৫ সালের হজের রেজিস্ট্রেশন ফি মাত্র ৩০,০০০ টাকা। হজ্বের প্রস্তুতির জন্য দ্রুত আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন...

রেজিস্ট্রেশন করার জন্য যা যা লাগবে-
১. জাতীয় পরিচয়পত্র (NID)
২. মোবাইল ও ইমেইল এড্রেস
৩. এক কপি ছবি (পাসপোর্ট সাইজ)
৪. ফি ৩০,০০০ টাকা।

যোগাযোগ :
Kashemi Hajj Kafela
Hajj Licence no: 1064
Mo - 01793761211 (what's app)

Arif Billah Arifi

তারিখ: ১০/০৯/২০২৪ ওমরাহ যাত্রীদের জন্য টিকেটের মূল্য হ্রাস ও সকল বুকিং ক্লাস উন্মুক্ত করেছে বিমান। বিমান বাংলাদেশ এয়ারলা...
10/09/2024

তারিখ: ১০/০৯/২০২৪
ওমরাহ যাত্রীদের জন্য টিকেটের মূল্য হ্রাস ও সকল বুকিং ক্লাস উন্মুক্ত করেছে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত ওমরাহ যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকেটের মূল্য হ্রাস করেছে। ইতঃপূর্বে ওমরাহ এর জন্য দুইটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) ব্যবহার করা হতো। সম্মানিত ওমরাহ যাত্রীদের টিকেট প্রাপ্তি সহজলভ্য করতে চলমান ২টি বুকিং ক্লাসের পরিবর্তে সকল বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে যা সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে। এর ফলে সম্মানিত ওমরাহ যাত্রীগণ সাধারণ যাত্রীদের ন্যায় যে কোন আরবিডি তে ওমরাহ টিকেট ক্রয় করতে পারবেন। যে সকল ওমরাহ যাত্রী আগে টিকেট ক্রয় করবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন। এছাড়াও যে সকল যাত্রী ওমরাহের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেয়া হচ্ছে।

Kashemi Hajj Kafela

31/08/2024

২০২৫ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হবে ১ সেপ্টেম্বর, ২০২৪ থেকে এবং চলবে ৩০ নভেম্বর, ২০২৪ পর্যন্ত। বাংলাদেশ থেকে এই বছর মোট ১,২৭,১৯৮ জন হজযাত্রী হজ পালন করার সুযোগ পাবেন। সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য প্রাথমিক ফি নির্ধারণ করা হয়েছে ৩০,০০০ টাকা। নিবন্ধন প্রক্রিয়া কোটার সংখ্যা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

Images From The Friday Khutbah at Masjid Al Haram and Masjid An Nabawi
30/08/2024

Images From The Friday Khutbah at Masjid Al Haram and Masjid An Nabawi

Address

Noya Paltan
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kashemi Hajj Kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kashemi Hajj Kafela:

Videos

Share

Category