Golden Travel's

Golden Travel's এখানে সকল ধরনের এয়ারলাইনস এর টিকেট পাওয়া যায় ||

রিয়াদ টু ঢাকা  আপডাঊন টিকেট সৌদি এয়ারলাইনস এন্ড বাংলাদেশ এয়ারলাইনস বেস্ট প্রাইজে পাবেন আমাদের গোল্ডেন ট্রাভেলস এন্ড ট্যু...
18/01/2024

রিয়াদ টু ঢাকা আপডাঊন টিকেট সৌদি এয়ারলাইনস এন্ড বাংলাদেশ এয়ারলাইনস বেস্ট প্রাইজে পাবেন আমাদের গোল্ডেন ট্রাভেলস এন্ড ট্যুরিজম এ।।

যোগাযোগ ::057 668 5470

26/10/2023
বিমান বাংলাদেশের সাথেই থাকুন 😶
25/01/2023

বিমান বাংলাদেশের সাথেই থাকুন 😶

25/01/2023
Finally 😍😍
25/01/2023

Finally 😍😍

ইউএস-বাংলা এয়ারলাইন্সে যুক্ত হতে যাচ্ছে নতুন প্রজন্মের সুপরিসর বিমান এয়ারবাস ৩৩০। ২টি এয়ারবাস ৩৩০ এ বছর মে মাসে এয়ারলাইনটির বহরে যুক্ত হবে। চলতি মাসে ইউএস-বাংলা বিমান বহরে একটি এটিআর ৭২-৬০০ এবং একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট যুক্ত হবে।

এয়ারবাস ৩৩০ উড়োজাহাজে আসন সংখ্যা ৪৩৬ টি। নতুন যুক্ত হতে যাওয়া এয়ারবাস ৩৩০ উড়োজাহাজের মাধ্যমে জুন থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। বাংলাদেশী হজ, ওমরাহ পালনকারী যাত্রী ও প্রবাসী কর্মীদের কথা বিবেচনা করে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেয়া হয়েছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ১৭টি এয়ারক্রাফট রয়েছে। যার মধ্যে ৭টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০ এবং ৩টি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।

#বাংলা_প্রবাস #বাংলা_এভিয়েশন

25/01/2023

একজন যাত্রী বিদেশ থেকে আসার সময় কি কি জিনিসপত্র আনতে পারবেন, কি কি জিনিসপত্রের জন্য শুল্ক দিতে হবে তার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ রুলস রয়েছে।

এই ব্যাগেজ রুলসের সুবিধায় যাত্রীর নিজের জন্য কি কি আনতে পারবেন, কোন ক্ষেত্রে শুল্ক প্রয়োজন তা নির্ধারণ করা হয়েছে।

একই ধরণের পণ্য কোন যাত্রী যদি ব্যবসার উদ্দেশ্যে কিংবা চোরাচালান বা অন্য কোন উদ্দেশ্যে বহন করেন তাহলে তিনি ব্যাগেজ রুলসের সুবিধা পাবেন না।

বর্তমানে অনেক প্রবাসীরা টাকার বিনিময়ে চোরাকারবারীদের সোনা বহন করেন। অনেক টাকার বিনিময়ে সোনা ব্যবসাীয়দের সোনা বহন করেন, যা ব্যাগেজ রুলস অনুযায়ী অপরাধ। ব্যবসার জন্য সরকারের আমদানী রফতানী নীতিমালা আছে।

ব্যাগেজ রুলস অনুয়ায়ী, সোনার বারের ক্ষেত্রে শুল্ক মুক্ত কোন সুবিধা নেই। একজন যাত্রী ২৩৪ গ্রাম পর্যন্ত স্বর্ণের বার আনতে পারবেন, তবে তাকে ৪০ হাজার টাকা শুল্ক দিতে হবে।

একজন যাত্রী ব্যাগেজ রুলস অনুযায়ী ১০০ গ্রাম পর্যন্ত সোনার অলংকার আনলে শুল্ক দিতে হবে না। তবে ১২ টির বেশি এক প্রকারের অলংকার আনা যাবে না, যদি আনেন সেক্ষেত্রে শুল্ক পরিশোধ করতে হবে।

বিশ্বজুড়ে মাদক ও সোনা চোরাচালানের প্রবণতা বাড়ছে। বৈধ পণ্য শুল্ক ফাঁকি দিয়ে আমদানী বা রপ্তানী করাও চোরাচালান। লোভে পড়ে অনেক প্রবাসী চোরাচালানে জড়িয়ে পড়ছেন। বৈধ, অবৈধ সকল ধরণের পণ্য/জিনিসের বেআইনি চোরাচালান প্রতিরোধে তথ্য দিন। দেশে বা বিদেশে আপনি যেখানেই থাকুন না কেনো, তথ্য দিয়ে চোরাচালান প্রতিরোধে সহায়তা করুন।

যোগাযোগ 01612-218989

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

25/01/2023

সাম্প্রতিক সময়ে এক শ্রেণির প্রতারক বিদেশগামী যাত্রীর পরিবারকে ফোন করে প্রতারণা করে টাকা নিচ্ছে বিকাশ বা নগদে।

তারা বলছে, যাত্রী টিকিট হারিয়ে ফেলেছে, মোবাইল হারিয়ে ফেলেছে। আবার টিকিট কাটতে টাকা লাগবে।

এ ধরণের প্রতারণার বিষয়ে সাবধান থাকুক।

কেউ এ ধরণের প্রতারণার শিকার হলে অভিযোগ দিন।

25/01/2023

অনেকেই জানতে চান বাংলা এভিয়েশনের কাছে, বিদেশ থেকে শুল্কমুক্ত ভাবে টিভি আনা যাবে কী না।

জাতীয় রাজস্ব বোর্ডেরবিদেশ থেকে আগত অপর্যটক যাত্রীদের জন্য ব্যাগেজ বিধিমালা ২০১৬ অনুযায়ী,টেলিভিশন ২৯ ইঞ্চি পর্যন্ত শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। আপনাকে কোন শুল্ক দিতে হবে না।এলইডি, এলসিডি, প্লাজমা সহ যে কোন ধরণের টিভির ক্ষেত্রে একই শুল্ক।

তবে ৩০ থেকে ৩৬ ইঞ্চি হলে ১০,০০০ টাকা শুল্ক দিতে হবে।

৩৭ থেকে ৪২ ইঞ্চি হলে ২০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।

৪৩ থেকে ৪৬ ইঞ্চি হলে ৩০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।

৪৭থেকে ৫২ইঞ্চি হলে ৫০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।

৫৩ থেকে ৬৫ ইঞ্চি হলে ৭০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।

৬৬ ইঞ্চির থেকে এর বেশি হলে ৯০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।

ইউ টিউবে বাংলা এভিয়েশনের সাথে যুক্ত হতে
https://www.youtube.com/c/BanglaAviation/videos

#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস

25/01/2023

আপনি কি শীঘ্রই আকাশ পথে ✈ ভ্রমণ করবেন?

👉 কিছু প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলে আপনার যাত্রা হবে সহজ , সুন্দর ও নিরাপদ। বাংলা এভিয়েশনের পক্ষ থেকে বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত টিপস, যা আপনাকে প্রস্তুতি নিতে সহায়তা করবে।

💻 ল্যাপটপ, ক্যামেরা, সহ ইলেকট্রনিক্স পণ্যের বাটারি ফুল চার্জ দিয়ে সঙ্গে রাখুন। নিরাপত্তা তল্লাশির সময় আপনাকে চালু করে দেখাতে হতে পারে, চালু না হলে সেগুলো বহণের সুযোগ নাও পেতে পারেন।

** ১০০ মিলি বেশি তরল আপনার হাত ব্যাগে কিংবা সঙ্গে নিয়ে বিমানে উঠতে পারবেন না। বেশি পরিমানে তরল (যেমন: শ্যাম্পু, বডি স্প্রে, লোশন, মধু, রসমাইল, রসগোল্পা ইত্যাদি) সঙ্গে নিতে চাইলে চেক ইন লাগেজে রাখুন।

📸 ক্যামেরা💻ল্যাপটপ 📱 মোবাইল ফোন আপনার হাত ব্যাগে নিয়ে নিজের সঙ্গে বহন করুন। চেক ইন লাগেজে এ ধরণের পণ্য না রাখা উত্তম।

🛸 ড্রোন নিয়ে ভ্রমণের ক্ষেত্রে আপনি যে দেশে যাচ্ছেন, সেদেশের ড্রোন নীতিমালা জেনে নিন। নীতিমালার বাইরে ড্রোন নিয়ে গেলে আপনার ড্রোন সেদেশের বিমানবন্দরে জব্দ হতে পারে।

💻 স্ক্যানার মেশিনে তল্লাশির সময় আালাদা ট্রেতে ল্যাপটপ এবং বড় বৈদ্যুতিক আইটেম রাখুন।

#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস

25/01/2023

আসসালামু আলাইকুম, গোল্ডেন ট্রাভেলস নিয়ে আসছে আপনাদের জন্য ফেসবুক পেইজ, এখন থেকে আপনাদের সাথে যোগাযোগ হবে আরো সহজ এবং দ্রুত, সকল ধরনের আপডেট এর জন্য গোল্ডেন ট্রাভেলস এর পেইজবুক পেইজের সাথে সংযুক্ত থাকুন ||

Address

Riyad
Riyadh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golden Travel's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golden Travel's:

Share

Category


Other Travel Services in Riyadh

Show All