NAHAR Travels

NAHAR Travels This page based on Expatriates

25/10/2023
26/07/2022
29/10/2021

গর্ভবতী মায়েদের সৌদি থেকে যাওয়ার বিষয়ে বিস্তারিত।

বাংলাদেশ বিমান গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ২ মাস পর্যন্ত কোন ফরম ফিলাপ করতে হবে না।
তার উপর হলে অবশ্যই মেডিকেল ফরম বিমান অফিস থেকে সত্যায়িত করে আনতে হবে।
নোটঃ ফ্ল্যাইট এর আগের দিন চেকআপ করে মেডিকেল থেকে বিমান অফিসের ফরম এর মধ্যে বিস্তারিত দিয়ে পূরন করতে হবে। তার পর বিমান অফিসে গিয়ে সত্যায়িত করতে হবে।

পরবর্তী পোষ্ট এ সৌদি এয়ারলাইন্স এর বিষয়ে বিস্তারিত জানানো হবে।

25/10/2021

১৩ দেশের ক্ষেত্রে নতুন বিধি দিল বেবিচক
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১১: ৪২

করোনার একটি বা দুটি ডোজ টিকা নেওয়া আছে, বিশ্বের ১৩টি দেশ থেকে এমন ব্যক্তিরা বাংলাদেশে এলে তাঁদের সাত দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আর এ ক্ষেত্রে যাঁদের কোনো টিকা নেওয়া নেই, তাঁদের সাত দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

আকাশপথে চলাচলের নতুন বিধিনিষেধে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গতকাল শনিবার বেবিচক এ নির্দেশনা জারি করে।

দেশ ১৩টি হলো আর্মেনিয়া, বুলগেরিয়া, এস্তোনিয়া, জর্জিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, ফিলিস্তিন, রোমানিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া ও ইউক্রেন।

আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করে ২৩ অক্টোবর রাতে নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন এ নির্দেশনার ফলে বেবিচকের গত ১৬ আগস্ট জারি করা নির্দেশনাটি বাতিল হয়েছে। বেবিচকের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ২৩ অক্টোবরের নির্দেশনা কার্যকর থাকবে।

বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবির স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে, বাইরের দেশ থেকে বাংলাদেশে আসতে হলে অবশ্যই আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ থাকতে হবে। যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করতে হবে। তবে ১২ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক নয়।

নির্দেশনায় বলা হয়েছে, উল্লিখিত ১৩টি দেশ থেকে করোনার টিকা নেওয়া কোনো যাত্রী বাংলাদেশে আসতে চাইলে তাঁকে সাত দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আর করোনার টিকা নেওয়া না থাকলে, তাঁদের বাংলাদেশে এসে সাত দিন নিজ খরচে সরকার অনুমোদিত হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

বেবিচক জানিয়েছে, উল্লিখিত ১৩টি দেশ ছাড়া অন্য দেশ থেকে কেউ করোনার টিকা নিয়ে বাংলাদেশে এলে তাঁকে কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে কেউ যদি করোনার টিকা না নিয়ে বাংলাদেশে আসতে চান, তাঁদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আর ১৮ বছরের কম বয়সী যাত্রীদের কেউ টিকা না নিলে টিকা নেওয়া পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাংলাদেশ আসতে পারবে।
....

 :   to extend the validity of visit visas until November 30, free of cost
24/10/2021

: to extend the validity of visit visas until November 30, free of cost

“ : to extend the validity of visit visas until November 30, free of cost https://t.co/kF84v6Vubb”

23/10/2021

ঢাকা থেকে রিয়াদ গন্তর্ব্যে পেীছাতে প্রয়জনীয় কগজ ।
১। পাসপোর্ট
২। টিকেট ১ কপি
৩। ছুটির পেপার (অবশ্যই থাকতে হবে।০
৪। তাওয়াক্কালনা পেপার ।
৫। মুকিম রেজিঃ (যা এরাইভাল রেজিষ্ট্রেশন বলে পরিচিত)
৬। ১ ভ্যাকসিন যদি দিয়ে থাকেন তাহলে হোটেল বুকিং পেপার।
৭। ২ ভ্যাকসিন যদি দেশে দিয়ে থাকেন তাহলে তার প্রিন্ট কপি।
সর্বপরি বুকে থাকতে হবে সৎ সাহস।
নোটঃ বিমান এর ফ্ল্যাইট যদি হয়। এক কাউন্টার থেকে যদি বলে হবে না । তাহলে অন্য কাউন্টার এ যাবেন। আসা করি তথ্য সঠিক থাকলে বডিং কার্ড পেয়ে যাবেন।

20/10/2021

সৌদি এয়ার লাইন্সের মাধ্যমে যারা সৌদি থেকে দেশে ছুটিতে গেছেন। তাদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি।

** সৌদি এয়ার লাইন্স তাদের শিডিউল এ সময়ের পরবর্তন করেছেন।
** ৯ ডিসেম্বর SV 805 ঢাকা থেকে রাত ১২:১৫ মিনিট ফ্ল্যাইট ছাড়ার কথা ছিলো। সেই অনুযায়ী যাত্রীদের ৮ ডিসেম্বর রাত ৯ টায় এয়ারফোর্ট থাকার কথা ছিলো। কিন্তু সেই ফ্ল্যাইট এর সময় পরিবর্তন করে রাত 23:30 করা হয়েছে।
# #সেই অনুযায়ী যাত্রীগন

Date: 9 December 2021, Flight No.: SV 805, Time: 12.15 (AM)
.Original.Schedule
Date: 9 December 2021, Flight No.: SV 805, Time: 23.30 (PM)

বিস্তারিত জানতে আপনার ট্রাভেল এজেন্সীর সাথে যোগাযোগ করবেন।

মেহেরাজ উল্ল্যাহ
966540541898

সময় পেলে শেয়ার করে সবাইকে অবশ্যই জানাবেন।

20/10/2021

খুব শীঘ্রই ঢাকা থেকে সৌদিতে আসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এর বিষয় জানানো হবে।

19/10/2021

সৌদি প্রবাসী বাংলাদেশি, ইন্ডিয়া, পাকিস্তান সহ সকল প্রবাসীদের জন্য টিকেট এবং যাতায়াতের সকল তথ্য এই পেইজের মাধ্যমে প্রকাশ করা হবে।

Address

BATHA BANGLADESHI MARKET
Riyadh

Telephone

+966540541898

Website

Alerts

Be the first to know and let us send you an email when NAHAR Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category