25/10/2021
১৩ দেশের ক্ষেত্রে নতুন বিধি দিল বেবিচক
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১১: ৪২
করোনার একটি বা দুটি ডোজ টিকা নেওয়া আছে, বিশ্বের ১৩টি দেশ থেকে এমন ব্যক্তিরা বাংলাদেশে এলে তাঁদের সাত দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আর এ ক্ষেত্রে যাঁদের কোনো টিকা নেওয়া নেই, তাঁদের সাত দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
আকাশপথে চলাচলের নতুন বিধিনিষেধে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গতকাল শনিবার বেবিচক এ নির্দেশনা জারি করে।
দেশ ১৩টি হলো আর্মেনিয়া, বুলগেরিয়া, এস্তোনিয়া, জর্জিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, ফিলিস্তিন, রোমানিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া ও ইউক্রেন।
আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করে ২৩ অক্টোবর রাতে নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন এ নির্দেশনার ফলে বেবিচকের গত ১৬ আগস্ট জারি করা নির্দেশনাটি বাতিল হয়েছে। বেবিচকের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ২৩ অক্টোবরের নির্দেশনা কার্যকর থাকবে।
বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবির স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে, বাইরের দেশ থেকে বাংলাদেশে আসতে হলে অবশ্যই আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ থাকতে হবে। যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করতে হবে। তবে ১২ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক নয়।
নির্দেশনায় বলা হয়েছে, উল্লিখিত ১৩টি দেশ থেকে করোনার টিকা নেওয়া কোনো যাত্রী বাংলাদেশে আসতে চাইলে তাঁকে সাত দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আর করোনার টিকা নেওয়া না থাকলে, তাঁদের বাংলাদেশে এসে সাত দিন নিজ খরচে সরকার অনুমোদিত হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।
বেবিচক জানিয়েছে, উল্লিখিত ১৩টি দেশ ছাড়া অন্য দেশ থেকে কেউ করোনার টিকা নিয়ে বাংলাদেশে এলে তাঁকে কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে কেউ যদি করোনার টিকা না নিয়ে বাংলাদেশে আসতে চান, তাঁদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আর ১৮ বছরের কম বয়সী যাত্রীদের কেউ টিকা না নিলে টিকা নেওয়া পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাংলাদেশ আসতে পারবে।
....