Madina Travels & Tourism

Madina Travels & Tourism Madina Travels & Tourism...
Your Travels Partner...

29/01/2025

⛔ বিশ্ব ইজতেমা উপলক্ষে গুরুত্বপূর্ণ নির্দেশনা।-২০২৫⛔

প্রিয় গ্রাহক,
বিশ্ব ইজতেমার কারণে এয়ারপোর্ট রোডে প্রচন্ড যানযটের সম্ভাবনা রয়েছে। তাই সবাইকে নির্ধারিত ফ্লাইট এর অন্তত ৪-৫ ঘন্টা আগে ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

⛔ অন্যথায় ফ্লাইট মিস হলে আমাদের কিছুই করার থাকবে না। ⛔

📌 নিম্নলিখিত তারিখ গুলোর জন্য এই নির্দেশনাটি অনুসরণ করুন।

👉 ৩১ জানুয়ারি ২০২৫ থেকে ২ ফেব্রুয়ারি -২০২৫

👉 ০৩ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ০৫ ফেব্রুয়ারি -২০২৫

👉 ১৪ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ১৬ ফেব্রুয়ারি -২০২৫

উল্লেখিত সময়ে অতিরিক্ত যানজট ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তাই পর্যাপ্ত সময় হাতে রেখে বাসা থেকে বের হোন এবং নির্বিঘ্নে ভ্রমণ করুন। সকলকেই ধন্যবাদ

 #ভ‍্যাকসিন_ সংক্রান্ত বিজ্ঞপ্তি
22/01/2025

#ভ‍্যাকসিন_ সংক্রান্ত বিজ্ঞপ্তি

Vaccination requirement for Umrah & Visitor  passengers from 1st February 2025. 🕋🇸🇦🛬
19/01/2025

Vaccination requirement for Umrah & Visitor passengers from 1st February 2025. 🕋🇸🇦🛬

13/01/2025

সীমিত সময়ের জন‍্য ফেব্রুয়ারি মাসে টিকেটে ডিসকাউন্ট চলছে ……

  2025    &_TOURISM
01/01/2025

2025

&_TOURISM

IMPORTANT ANNOUNCEMENTDear All,Good dayPlease find attached. All mansion airlines will be operated from terminal 3 from ...
30/12/2024

IMPORTANT ANNOUNCEMENT

Dear All,
Good day

Please find attached. All mansion airlines will be operated from terminal 3 from 30DEC

26/12/2024
19/12/2024



বিজ্ঞপ্তি 📌
30/09/2024

বিজ্ঞপ্তি 📌

এই সময়ে বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম... বিস্তারিত : https://www.somoynews.tv/news/2024-09-29/42uY...
29/09/2024

এই সময়ে বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম...

বিস্তারিত : https://www.somoynews.tv/news/2024-09-29/42uYu4U2

✅ যারা দূতাবাসে না গিয়ে  #আউটপাশের ( ইকামা এক্সপায়ার/হুরব) জন‍্য আবেদন করতে চান তারা যোগাযোগ করতে পারেন      MADINA TRAV...
27/09/2024

✅ যারা দূতাবাসে না গিয়ে #আউটপাশের ( ইকামা এক্সপায়ার/হুরব) জন‍্য আবেদন করতে চান তারা যোগাযোগ করতে পারেন
MADINA TRAVELS ❤️🇧🇩🇧🇩

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী১। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে।২। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন কাগজ...
27/09/2024

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী
১। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে।
২। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না।
৩। ই-পাসপোর্ট ফরমে কোন ছবি সংযোজন এবং তা সত্যায়নের প্রয়োজন হবে না।
৪। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে।
৫। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র (NID) নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
৬। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে-
(ক) ১৮ বছরের নিম্নে হলে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version).
(খ) ১৮-২০ বছর হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version)
(গ) ২০ বছরের উর্ধে হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) আবশ্যক । তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) গ্রহণযোগ্য হবে।
৭। তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণীয়।
৮। দত্তক/অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে।
৯। আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ঠ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস/আঞ্চলিক পাসপোর্ট অফিস/বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।
১০। ১৮ বছরের নিম্নের এবং ৬৫ বছরের ‍উর্ধ্বে সকল আবেদনে ই-পাসপোর্টের মেয়াদ হবে ০৫ বছর এবং ৪৮ পৃষ্ঠার।
১১। প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ (যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) আপলোড/সংযোজন করতে হবে।
১২। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি (NOC)/ প্রত্যয়নপত্র/ অবসরোত্তর ছুটির আদেশ (PRL Order)/ পেনশন বই আপলোড/সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ Website এ আপলোড থাকতে হবে।
১৩। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে।
১৪। দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট (VAT) সহ অন্যান্য চার্জ (যদি থাকে) অতিরিক্ত হিসাবে প্রদেয় হবে। বিদেশে আবেদনের ক্ষেত্রেও সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদেয় হবে।
১৫। কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার উইং (Consular and Welfare Wing) অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।
১৬। বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।
১৭। অতি জরুরী পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে (নতুন ইস্যু) নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ পূর্বক আবশ্যিকভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে।
১৮। (ক) দেশের অভ্যন্তরে অতি জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ২ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(খ) দেশের অভ্যন্তরে জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ৭ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(গ) দেশের অভ্যন্তরে রেগুলার পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
১৯। আবেদনের সময় মূল জাতীয় ‍পরিচয়পত্র (NID), অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ, সরকারি আদেশ (GO)/অনাপত্তি (NOC) প্রদর্শন/দাখিল করতে হবে।
২০। পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে।
২১। হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন/দাখিল করতে হবে।
২২। ০৬ বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে ৩ আর (3R Size) সাইজের ( ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রউন্ড ) ছবি দাখিল করতে হবে।
২৩। পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে ।
তথ্য সূত্রঃ বহিরাগমন শাখা ১ , সুরক্ষা সেবা বিভাগ , স্বরাষ্ট্র মন্ত্রণালয়স্মারক নং ৫৮.০০.০০০০.০৪০.০১.০০৩.১৬-১২৩৪

26/09/2024

Saudi Airline their flight schedule from RIYADH to DHAKA in ocotobor 1st week

26/09/2024

অক্টোবর এ সৌদি এয়ারলাইন্স রিয়াদ থেকে কিছু ফ্লাইটের সিডিউল পরিবর্তন হইছে যাদের অক্টোবর প্রথম দিকে ফ্লাইট তারা এজেন্সির সাথে যোগাযোগ করেন

04/01/2024

পূনরায় #অফার চলছে

সৌদি এয়ারলাইন্স

Address

Riyadh

Opening Hours

Monday 10am - 2pm
4pm - 12am
Tuesday 10am - 2pm
4pm - 12am
Wednesday 10am - 2pm
4pm - 12am
Thursday 10am - 2pm
4pm - 12am
Friday 4pm - 12am
Saturday 10am - 2:02pm
4pm - 12am
Sunday 10am - 2pm
4pm - 12am

Telephone

+966531274486

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madina Travels & Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madina Travels & Tourism:

Videos

Share

Category