Fly Asas Travel & Tourism

Fly Asas Travel & Tourism all airlines ticket Available Here,
(3)

06/07/2017
08/05/2017

যারা দেশে গিয়ে রোজা বা কোরবানির ঈদ করার ইচ্ছা তাদের জন্য এখনই উপযুক্ত সময় টিকেট কনফার্ম করে রাখার।
মাত্র ১৩৫০-১৪৫০রিয়ালে বাংলাদেশ বিমান এবং ১৬৬০-১৯০০রিয়ালে সৌদি এয়ারলাইন্স এর রিটার্ণ টিকেট। অন্যান্য ট্রানজিট ফ্লাইটের টিকেট ১৩০০-১৬০০ রিয়ালের মধ্যে পাওয়া যাচ্ছে।
এখই যোগাযোগ করুণ
ফ্লাই আসাস ট্রাভেলস
হারা (জমজম সিগনালের পাশে)
রিয়াদ, সৌদি আরব
মোবাইল 0578303197

23/03/2017

সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদেরকে কোন ধরনের জেল-জরিমানা ছাড়াই স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফেরত যেতে ৯০ দিনের সাধারণ ক্ষমা ঘোষণা দেশটির সরকার। তবে এই ক্ষমায় অবৈধদের বৈধ হওয়ার কোন সুযোগ রাখা হয়নি। তবে ফিরে গিয়ে নতুন ভিসায় যেকোন সময় আবার সৌদি আরব আসতে কোন বাধা থাকবে না।

23/03/2017

যেই যেই ভাবে প্রতারিত হতে পারেনঃ
১. আপনার যাত্রি বিদেশ যাচ্ছে। ফ্লাইটের নির্ধারিত সময় পার হবার পরপরই এয়ারপোর্ট থেকে ফোন পেলেন, আপনার যাত্রি টিকেট হারিয়ে ফেলছে। এখনই নতুন টিকেট না করলে যেতে পারবে না। ইমার্জেন্সি বিকাশ করতে হবে। আপনি যাত্রির সাথে কথা বলতে চাইলে, হাংকি বাংকি বলবে। যাত্রি টিকেট হারিয়ে অজ্ঞান, বেদিশা কিংবা অজ্ঞান পার্টি অজ্ঞান করে টিকেট নিয়ে গেছে, এখও হুশ আসে নাই। আপনারে বুঝতে হবে এখন ই-টিকেটের যুগ। টিকেট হারালেও কোন সমস্যা নেই। মূলতঃ টিকেটের কেনার সময় প্রদত্ত ইমার্জেন্সী নাম্বার (আপনারটি) এ চক্রটি কোন না কোনভাবে সংগ্রহ করে থাকে এবং যাত্রি ফ্লাইটে ওঠে মোবাইল বন্ধ করার পর এ নাটক শুরু করে।
২. যাত্রি চলে গেছে। আপনি ম্যাজিস্ট্রেট কোর্টের নামে ফোন পেলেন, যাত্রিকে ম্যাজিস্ট্রেট আদম বলে আটকে দিয়েছে। এক লাখ টাকা জরিমানা করছে। বিকাশ না করলে এক্ষুণি জেলে যাবে, আর জরিমানা দিলে সশরীরে বাড়ি ফেরত যাবে। পাঠিয়ে দিলেন। চার-পাঁচ ঘন্টা পর যাত্রী আপনারে ফোন করে বললেন, ভাইয়া আমি ঠিকঠাক মত সৌদি পৌঁছছি। আপনি বেহুশ... :(
৩. বিভিন্ন বিক্রয় ওয়েবসাইটে নামমাত্র মূল্যে ব্রান্ড নিউ ইলেকট্রনিক্স বিক্রির এ্যাড দেখে লোভ সামলাতে পারলেন না। প্রদত্ত নাম্বারে ফোন দিলেন। টুক করে কেটে দিয়ে আপনাকে একটা মেসেজ দেবে... আমি কাস্টমস হাউজ থেকে এটি সংগ্রহ করেছি, আপনি টাকা বিকাশ করলে আমার পিয়ন আপনাকে অমুক জায়গায় জিনিষ পৌঁছে দেবে। রাজী থাকলে বিকাশে টাকা পাঠান। আপনি টাকা বিকাশ করে অমুক জায়গায় গিয়ে বসে বসে মশার কামড় খাচ্ছেন। পিয়ন আসে না :(
৪. অনলাইনে স্মার্ট বিদেশী সেজে আপনার সাথে খাতির জমালো (আপনি ছেলে হলে সে মেয়ে, আর আপনি মেয়ে হলে সে ছেলে)। একদিন মেসেজ দিলো, আপনার জন্য বিরাট সারপ্রাইজ অপেক্ষা করছে। পরদিন কাস্টমসের নামে ফোন পেলেন, 'অমুক' আপনার জন্য গিফট-কার্টন পাঠিয়েছেন। ভেতরে রেবন, রাডো, আইফোন, অর্নামেন্টস, ব্লা ব্লা। ৬০ হাজার টাকা ট্যাক্স বিকাশ করলে মাল ক্লিয়ার হবে, কোরিয়া সার্ভিস আপনার বাসায় পৌঁছে দেবে। আপনার তর সহে না, টাকা পাঠিয়ে দিলেন। এরপর বাসায় ফকির কলিং বেল টিপলেও লাফাইয়া দরজা খোলেন, কার্টন আসে না :(
৫. বিদেশী মেয়ে সেজে আপনার সাথে ফেইসবুকে খাতির জমালেন এবং আপনার দেশে ভ্রমণের আগ্রহ প্রকাশ করলেন। একদিন ইমিগ্রেশনের নাম করে আপনার কাছে ফোন আসলো, আপনার সেই বিদেশী বান্ধবী 'অমুক' ইমিগ্রেশনে আটকা পড়ছে। ওনার ক্রেডিট কার্ড কাজ করছে না। ভিসাসহ যাবতীয় খরচ একান্ন হাজার পাঁচ'শ পঞ্চাশ টাকা, ইমার্জেন্সি বিকাশ করতে হবে। এ দিকে আপনি আরেক নম্বর থেকে মেসেজ পেলেন, সুইট হার্ট আয়াম ইন ট্রাবল এট এয়ারপোর্ট.. ব্লা ব্লা। আপনি টাকা পাঠিয়ে দিলেন। সুইট হার্ট আর আসে না, লজ্জায় কাউরে কইতেও পারছেননা :(
কি করবেন?
১. মাথা খাটান
২. লোভ সামলান
৩. নিকটস্থ থানায় জিডি করুন
৪. প্রয়োজনে আমাদেরকে নক করুন
(জেনে রাখা ভালো, এসব প্রতারকরা এয়ারপোর্টের আশেপাশেই আসে না। ঢাকায় দূরবর্তী এলাকায় কিংবা আশেপাশের জেলায় বসে বসে প্রতারণার জাল বুনে)

পড়ুন এবং সাবধান হোন
20/03/2017

পড়ুন এবং সাবধান হোন

সৌদি প্রবাসী রুবিনা। দেশে রেখে যাওয়া অসুস্থ বাচ্চার অপারেশন করাতে বৃহস্পতিবার সকাল ঢাকায় পৌঁছান। এয়ারপোর্ট থেকে বের হয়ে পার্কিং এরিয়ায় ঢুকতেই..

- বইন কই যাবা?
- জয়পুর হাট
- আরে কও কি বইন! আমার বাড়ি দিনাজপুরের হিলি! আমিও ঐ দিক যামু
- এয়ারপোর্টে কেনো আসছেন?
- একমাত্র বইনকে এট্টু আগে দুবাইতে পাঠাইয়া দিলাম। পরানডা ছিঁড়া যাইতাছে বইন :(

কাছাকাছি এলাকার অপরিচিত তাজুলকে পেয়ে রুবিনা মনে জোর পেলেন। একসাথে বাসে উঠে গাবতলীর উদ্দেশ্যে রওয়ানা হলেন। পথিমধ্যে ভাই-বোন অনেক সুখ-দুঃখের গল্পও করলেন। স্বামীর সাথে ডিভোর্স, একমাত্র বাচ্চার মায়া ছেড়ে বাচ্চার ভবিষ্যত গড়তেই বিদেশ গমন, আরও কতকি!

ফার্মগেটে বাস পরিবর্তন। রুবিনার ক্ষুধা পেয়েছে। ভাই তাজুল চট করে পাউরুটি আর পানি কিনে নিয়ে আসলেন। রুবিনা টাকা দিতে চাইলে তাজুল দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, "তুমি সত্যই আমার বোন হলে আজ এমন করে টাকা দিতে চাইতে না। আসলে পর কখনো আপন হয় না :("

বাস গাবতলীর পথে। রুবিনা পাউরুটি খেয়ে বোতলের মুখে পানি খেতে গিয়ে একটু পানি মুখ বেয়ে পড়ছিলো। ভাই তাজুল নিজের রুমাল বের করে সযত্নে পানি মুছে দিলেন।

রুবিনা বুঝতে পারছে, রুমালের ছোঁয়ায় তার সেন্স কমে আসছে, চোখ বন্ধ হয়ে আসছে। ভাই সাহেব রুবিনার ভ্যানিটি ব্যাগ খুলে সবগুলো টাকা পকেটে ঢুকাচ্ছেন। রুবিনা চেয়ে চেয়ে দেখছেন, কিন্তু কিছুই বলতে পারছেন না। রুমালের জাদুতে হ্যাং হয়ে স্ট্যাচু বনে গেছেন।

তাজুল টাকা মোবাইলসহ দামী জিনিষপত্র নিয়ে ভাইয়ের আদরে রুবিনার মাথায় হাত বুলিয়ে নেমে পড়লেন। মিনিট পাঁচেক পর রুবিনার হাতমুখ সচল হলেও কান্না ছাড়া কোনও গতি নেই।

বাচ্চার হার্নিয়ার অপারেশন করতে আনা সবগুলো টাকা উধাও। বাস ভাড়া দেয়ার টাকাও নেই। পাশের এক ভদ্রলোক এক'শ টাকা দিয়ে সাহায্য করলেন।

রুবিনা ঘুরে দাঁড়ালেন। বাস থেকে নেমে ভ্যানিটি ব্যাগ ঘেটে ঢাকায় শম্পার বাসার ঠিকানা লেখা কাগজটা বের করলেন। শম্পা তার সাথে সৌদিতে কাজ করে। সাত আট দিন আগে দেশে আসছে।

শম্পার বাসা থেকে রুবিনা পরপর তিনদিন এয়ারপোর্ট এলাকায় চিরুনি অভিযানে আসেন। আজ চতুর্থ দিন তিনি সফল, ভাই তাজুল তার চোখ এড়াতে পারেননি।

ঠিক একই জায়গায় আজ তাজুল আরেক বিদেশ ফেরত পুরুষ যাত্রিকে বলছিলেন, "একটু আগে ছোট ভাইটারে বিদেশ পাঠাইলাম :( পরানডা.."

'পরানডা ছিঁড়ার' আগেই বাঘিনীর মত ক্ষীপ্র বেগে রুবিনা তার কলার ধরে উত্তম মধ্যম দেয়া শুরু করেন এবং এপিবিএনে সোপর্দ করেন।

রুবিনা টাকা উদ্ধার করে জয়পুর হাটে চলে গেছেন। তাজুল দুই বছরের জন্য কেরানীগঞ্জে বেড়াতে গেছেন।

রুবিনার জবানবন্দিতে শোনা গল্পটা হুবহু শেয়ার করলাম। আপনারা ভাবছেন, আমি নিশ্চয় রুবিনাকে স্যালুট দিয়া গল্প শেষ করবো। না ভাই, ঘোরের মধ্যে আছি। পুরো ঘটনা শুনে মনে হল, এবার আমার নাকেই কেউ ক্লোরোফর্মযুক্ত রুমাল ধরছে, পুরাই হ্যাং হয়ে গেছি!

রায়হান শেখ এবং নাঈম হোসেন কুয়েতগামী যাত্রী। কয়েকদিন আগে তাদের সাথে পরিচয় হয় হাবিবের সাথে। হাবিব তাদেরকে তার ভাইয়ের জন্য ...
17/02/2017

রায়হান শেখ এবং নাঈম হোসেন কুয়েতগামী যাত্রী। কয়েকদিন আগে তাদের সাথে পরিচয় হয় হাবিবের সাথে। হাবিব তাদেরকে তার ভাইয়ের জন্য একটি ব্যাগ নিয়ে যাওয়ার অনুরোধ জানায়। রাজিও হয় তারা। অতপর ফ্লাইট এর দিন বিমানবন্দরে এসে তাদেরকে একটি ব্যাগ দিয়ে যায়। চেকিং এর সময় কুয়েত এয়ারলাইন্স এর নিরাপত্তা কর্মকর্তার তাদের আচরনে সন্দেহ হয়। চালনো হয় তল্লাশি। হাবিবের দেয়া ব্যাগ এ পাওয়া যায় ৯৭৩ পিস ইয়াবা এবং দেড় কেজি গাঁজা। পরে তাদেরকে বিমানবন্দর থানায় প্রেরণ করা হয়।

মোরাল অফ দি স্টোরিঃ অপরিচিত বা স্বল্প পরিচিত কারো দেয়া কোন জিনিস পরিবহনে বিরত থাকুন।

Airport Armed Police Battalion

14/02/2017

সুখবর সুখবর
ফ্লাই আসাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে (রিয়াদ ঢাকা রিয়াদ) অবিশ্বাস্য ছাড়
আজই যোগাযোগ করুণ,
ফ্লাই আসাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম
হারা, রিয়াদ, সৌদি আরব
মোবাইলঃ 0578303197
ফোনঃ 011 4040482

07/02/2017

যাদের দেখছেন, তারা ১৪ জন থাই নাগরিক। ২৯ ডিসেম্বর রিটার্ণ টিকেটে বাংলাদেশে এসেছিলেন ইজতেমা এবং তাবলীগ দাওয়াতে। আজ ৭ তারিখ দেশে ফিরতে গিয়ে দেখেন, তাদের রিটার্ণ টিকেট সিস্টেমে নেই।

এয়ারলাইন্সের পরামর্শ অনুযায়ী তারা থাইল্যান্ডের সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করেন। এজেন্সির পক্ষ থেকে বলা হয়, তাদের কোনও সমস্যা নেই। দোষ এয়ারলাইন্সের সিস্টেমের। এয়ারলাইন্স সবধরণের পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়ে দিল, তাদেরও কোন ধরণের গাফলতি নেই।

থাই প্যাসেঞ্জারদের দিয়ে ফোনে ট্রাভেল এজেন্সিকে স্থানীয় আইনের ভয় দেখালে তারা নতুন করে টিকেট করে পাঠাতে রাজী হয় এবং স্বীকার করে যে রিটার্ণ টিকেট আদৌ করা হয়নি।

উল্লেখ্য থাই ট্রাভেল এজেন্সিটির মালীক একজন বাঙালী। প্যাসেঞ্জারদের বক্তব্য অনুযায়ী ইজতেমা উপলক্ষে তারা প্রায় ১৪৫ জনের টিকেট এই এজেন্সি থেকে কিনেছেন। পাশের আরেক এজেন্সির সাথে কম্পিট করতে গিয়ে অনেক কম দামে আপ-ডাউন টিকেট বিক্রি করেছে এই এজেন্সি।

কম দামে দিতে গিয়ে কেবল ওয়ানওয়ে টিকেট করে একই পিএনআর দিয়ে ম্যানুয়ালি আপ-ডাউন টিকেট নাম্বার (রিটার্ণ নম্বর ফেইক) বসিয়ে ফেইক টিকেট বানিয়ে প্যাসেঞ্জারদের ধরিয়ে দিয়েছেন।

ভাবছিলাম ট্রাভেল এজেন্সির নামটা গোপন রাখবো। হাজার হোক বাঙালী। কিন্তু ওনাদের এটা সারতে না সারতে খবর আসলো, আরো ১০জন দরজায় অপেক্ষমান। সেইম এজেন্সি, সেইম কেইস। মাথা গরম... Travel Agent: TH Privilege TRS Co. Agent ID: BKK005PT. জানি না, এই নাম-ধামও ফেইক কি না (মাথা গরম ইমু)

02/02/2017

বেগম রশিদা। ছুটিতে আসছিলেন জর্ডান থেকে। ৩১ জানুয়ারি ফিরতি টিকেটে জর্ডান যেতে এসে জানলেন তার রেসিডেন্স কার্ডের মেয়াদ শেষ। যেতে পারবেন না।
তিনি যথারীতি বাড়িতে চলে গিয়েছেন। এ দিকে কোম্পানীর পক্ষ থেকে ফোন করে বলেন, কার্ডের মেয়াদ তো ঠিকই আছে, তুমিই ছুটি শেষে আসতে চাইছো না। আরেক প্যারা! কোম্পানী রশিদাকে বিশ্বাস করে না।
অবশেষে রশিদা আসলেন এর দফারফা করতে। আমরা তার কার্ডের তথ্য আরবী থেকে ইংরেজীতে অনুবাদ করে দেখলাম, মেয়াদ ঠিক আছে ,উত্তীর্ণ হয় নাই। তিনদিন বিলম্বের ক্ষতিপূরণসহ রশিদা কাল জর্ডান যাচ্ছেন।
এয়ারলাইন্সের নতুন কর্মী আরবীতে লিখা তারিখ ভুল করেছেন হয়তো। ভাষাগত কারণে ভুল হতেই পারে। এক্ষেত্রে সম্মানিত যাত্রিদেরও এ তথ্যগুলো অনুবাদ করে সঙ্গে রাখা উচিত।

Magistrates All Airports of Bangladesh

সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে
01/02/2017

সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে

25/01/2017

#বিমান #বাংলাদেশ #এয়ারলাইন্স

22/01/2017

প্রবাসী বাংলাদেশীদের জন্য
আপনার পাসপোর্টটি মেয়াদ আছে নাকি যথাসময়ে চেক করে রাখুন । মেয়াদ না থাকলে দ্রুত আপনার পাসপোর্টটি মেয়াদ বাড়ানো জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুণ ।
মনে রাখুন, হাতে লেখা পাসপোর্ট গত ২৪ নভেম্বর ২০১৫ থেকে বাতিল করা হয়েছে । হাতেলেখা পাসপোর্ট দিয়ে আপনি বিদেশ থেকে শুধু বাংলাদেশে আসতে পারবেন । অন্যকোন দেশে যেতে হলে অবশ্যই আপনাকে এমআরপি (ডিজিটাল) পাসপোর্ট করতে হবেই ।
আপনার কাছাকাছি বাংলাদেশ দূতাবাস যেখানে আছে সেটার ঠিকানা লিখে রাখুন । যোগাযোগ রাখুন । দেশে আপনার পরিচিত জনদের কাছে আপানার অবস্থান ফোন নাম্বার দিয়ে রাখুন । প্রয়োজনের পাসপোর্টে কপি একটি আপনার কাছে ও ইমেইল এ রাখুন । দেশে পরিচিত কারো কাছে রেখে দিন । কাজে দিবে ।
অবৈধভাবে বিদেশে বসবাস করবেন না । জাল ভিসা নিয়ে অবস্থান করবেন না । বৈধ উপায়ে দেশে টাকা পাঠাবেন । অন্যর পাসপোর্ট নিয়ে অবৈধভাবে থাকবেন না ।
ভালো থাকুক আপনার প্রবাস জীবন

22/01/2017

শীতকালীন শিডিউল পরিবর্তনের কারণে যাঁরা ফ্লাইট মিস করছেন..

বছরে দু'বার এয়ারলাইন্সের শিডিউল পরিবর্তন হয়। গ্রীষ্মকালীন শিডিউল এবং শীতকালীন শিডিউল। যাঁরা গ্রীষ্মকালে রিটার্ণ টিকেট নিয়ে দেশে এসেছেন, তাঁদের রিটার্ণ টিকেটে গ্রীষ্মকালীন শিডিউল অনুযায়ীই ফ্লাইটের দিনক্ষণ লিখা থাকে। সেই সময় অনুযায়ী শীতকালে এয়ারপোর্টে এসে দেখলেন ফ্লাইট শীতকালীন শিডিউল অনুযায়ী চলে গেছে বা একদিন পরে যাবে। শুরু হয় ভোগান্তি!

শীতকালে সাধারণতঃ রাতের বেলায় কুয়াশার কারণে ফ্লাইট উঠতে-নামতে সমস্যা হয় বিধায় শিডিউল পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়। বিশ্বজুড়ে এয়ারলাইন্সগুলোকে একসাথে বসে পারষ্পরিক সুবিধা অনুযায়ী শীতকালের ইমিডিয়েট আগে এ পরিবর্তন করতে হয়। পরিবর্তিত শিডিউল এয়ারলাইন্সের শর্ত মোতাবেক টিকেট বুকিংকালীন প্রদত্ত মোবাইল নম্বর কিংবা ই-মেইলে মেসেজের মাধ্যমে নির্ধারিত সময়ের পূর্বেই যাত্রিদের জানিয়ে দেয়া হয়।

আমাদের অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে আসার সময় বিভিন্ন এজেন্সি থেকে টিকেট কিনে থাকেন কিংবা কোম্পানী টিকেট কিনে দেন। টিকেট কেনার সময় যে ইমারজেন্সি মোবাইল নম্বর দিয়ে থাকেন, প্রায় ক্ষেত্রে দেখা যায়.. হয় তাঁরা বিদেশের নম্বর দিয়ে এসেছেন, না হয় এজেন্সী বা কোম্পানী তাদের নিজস্ব নম্বর দিয়ে রেখেছে। এতে দেশে এসে শিডিউল পরিবর্তনের মেসেজ পান না। ফ্লাইট মিস করেন।

করণীয়ঃ

১) টিকেট কেনার সময় অবশ্যই দেশের নিকট আত্মীয়ের মোবাইল নম্বর দিতে হবে।

২) প্রয়োজনে রিটার্ণ টিকেটের নির্ধারিত সময়ের পূর্বে নিকটস্থ ট্রাভেল এজেন্সি বা সংশ্লিষ্ট এয়ারলাইন্সের রিজার্ভেশন অফিস কিংবা ওয়েবসাইটের মাধ্যমে পরিবর্তিত সময়সূচী জেনে নিশ্চিত হতে হবে।
সংগৃহীত Magistrates All Airports of Bangladesh

22/01/2017

শীতকালীন শিডিউল পরিবর্তনের কারণে ফ্লাইট মিস করছেন....

করণীয়
১) টিকেট কেনার সময় অবশ্যই দেশের নিকট আত্মীয়ের মোবাইল নম্বর দিতে হবে।

২) প্রয়োজনে রিটার্ণ টিকেটের নির্ধারিত সময়ের পূর্বে নিকটস্থ ট্রাভেল এজেন্সি বা সংশ্লিষ্ট এয়ারলাইন্সের রিজার্ভেশন অফিস কিংবা ওয়েবসাইটের মাধ্যমে পরিবর্তিত সময়সূচী জেনে নিশ্চিত হতে হবে।

22/01/2017

১) টিকেট কেনার সময় অবশ্যই দেশের নিকট আত্মীয়ের মোবাইল নম্বর দিতে হবে।

২) প্রয়োজনে রিটার্ণ টিকেটের নির্ধারিত সময়ের পূর্বে নিকটস্থ ট্রাভেল এজেন্সি বা সংশ্লিষ্ট এয়ারলাইন্সের রিজার্ভেশন অফিস কিংবা ওয়েবসাইটের মাধ্যমে পরিবর্তিত সময়সূচী জেনে নিশ্চিত হতে হবে।

ওর সাথে পারিবারিক ভাবেই বিয়েটা হয়েছিলো।বাসর রাতে ওর প্রথম প্রশ্ন ছিলো,কয়টা প্রেম করছেন?আমি ওর মুখের দিকে অনেকক্ষন তাক...
13/01/2017

ওর সাথে পারিবারিক ভাবেই বিয়েটা হয়েছিলো।
বাসর রাতে ওর প্রথম প্রশ্ন ছিলো,কয়টা প্রেম করছেন?
আমি ওর মুখের দিকে অনেকক্ষন তাকিয়ে ছিলাম।
আবার বলেছিলো,কয়টা প্রেম করছেন?
আমি বলেছিলাম একটাও না!
উওরটা শুনে অনেক খুশি হয়েছিলো।বলেছিলো,এখন থেকে শুধু আমাকেই
ভালোবাসবেন,অন্য কোন মেয়ের দিকে তাকালে মেরে ফেলবো!
ও আমাকে কতটা ভালোবাসে বুঝছিলাম সেই দিন।যেদিন আমি ওর চাচাতো বোনের সাথে হেসে হেসে কথা কিছুক্ষন
বলছিলাম।
ও আমাকে জড়িযে ধরে সে কি কান্না!
আমাকে বলেছিলো, তোমাকে না বলেছি আর
কারো সাথে কথা বলবে
না।আমি মরে গেলে ইচ্ছেমত কথা বলো!
তখন আর নিষেধ করবো না!
ওর কাঁন্না দেখে আমি নিজেই কেঁদেছিলাম। :'(
ও আমাকে বলেছিলো,আমি নাকি
বাবা হবো!
কথাটা শুনে যে কি খুশি
হয়েছিলাম বোঝাতে পারবো না!
ওকে কোলে করে সারা বাড়ি ঘুরেছিলাম।
ও আমাকে বলতো রান্না করার সময় ওকে পিছন থেকে জড়িয়ে না থাকলে
নাকি ওর রান্না করতে ইচ্ছে করে না।
আমি ওর সব আবদার হাসি মুখে পুরন করতাম।
বড্ড ভালোবাসতাম ওকে।
এখনো বাসি।
ও আমাকে বলেছিলো,আমাকে জড়িয়ে ধরে না ঘুমালে নাকি ওর ঘুমই আসে না!
সারারাত জড়িযে ধরে থাকতো।
তাই কোথাও রাতে থাকতাম না যত রাতই
হোক বাসায় আসতাম!
ও যখন ৬ মাসের অন্তঃসন্তা তখন আমাকে বলেছিলো,আমাকে ছাড়া তোমার কেমন লাগবে গো?
আমি ওর কথা উওর দিতে পারি নি শুধু কেঁদেছিলাম!
ও আমাকে প্রায় বলতো,আমার যদি কিছু
হয়ে যায় তুমি আবার আরেক টা বিয়ে করো না যেন!
মরে গিয়েও তোমাকে অন্য কারও হতে দিবো না!
আমাকে ভুলে যেও না।
ওর কথা শুনে কাঁদতাম।
ঘুমানোর সময় আমাকে বলতো,আমাকে ছাড়া ঘুমানোর চেষ্টা করো?
বলা তো যায় না..........
আমি ওকে আরও জড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরতাম!
একদিন ওর ব্যথা উঠলো! সাথে সাথে ওকে হাসপাতালে নিয়ে গেলাম।
ও আমাকে বলেছিলো,আমার যদি
কিছু হয়ে যায় প্লিজ আমাকে ভুলে যেও না!
বড্ড ভালোবাসি তোমাকে।
কথাটা শুনে কান্না ধরে রাখতে পারি নি!
ওকে বলেছিলাম,কিছু
হবে না তোমার আমি তো আছি।
কিছু হতে দিবো না!
ও আমাকে বলেছিলো,
শেষ বারের মত একবার
বুকে নিবে?
কথাটা বলেই হাউ মাউ
করে কেঁদে দিছিলো!
আমিও কান্না ধরে রাখতে পারি নি।ও আমাকে ছেড়ে দিতে চাইছিলো না, জড়িয়ে ধরে কাঁদছিলো!
আমিও কাঁদছিলাম!
সবাই হা করে তাকিয়ে
ছিলো।
নিয়েছিলাম ওকে বুকে
কিন্তু এটাই যে শেষবার বুঝতে পারি নি।বুঝতে পারলে কখনোই ছেড়ে দিতাম না।ও আমাকে
বলছিলো,আমার সাথে তুমিও চলো আমার খুব ভয় করছে!
ডাক্তারকে কত বার
বলেছিলাম,আমিও ওর
পাশে থাকবো!
কিন্তু আমাকে যেতে দিলো না।
অপারেশন থিয়েটার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম।
বাচ্চাকে পেলাম,কিন্তু ওকে আর পেলাম না!
পাগলেন মত ওর কাছে
গেলাম,দেখলাম সাদা কাপড় দিয়ে ওকে ঢেকে রাখছে।
কাপড়টা সরাতেই অজ্ঞান হয়ে গেছিলাম!
জ্ঞান ফিরার পর দেখলাম ওকে খাটলিতে শুয়ে রাখছে।
ওর কাছে গেলাম।বলেছিলাম,এই কই যাও আমাকে ছেড়ে?
আমার রাতে ঘুম হয় না
তোমাকে ছাড়া জানো না?
তোমাকে না জড়িয়ে ঘুমালে আমার ঘুম হয় না
জানো না?
কেন চলে যাচ্ছো?
এই উঠো উঠো অনেক তো ঘুমালা আর কত ঘুমাবে?
আমার কথা মনে পড়েনি?
এই তুমি না বলেছিলে আমার চোখের জল তুমি সহ্য করতে পারো না!
এই দেখো আমি কাদছি,
এই উঠো,আরে উঠো না!
প্লিজ উঠো!
ও শুনলোই না আমার কথা ঘুমিয়ে থাকলো!
ওকে যখন নিয়ে যাচ্ছিলো আমি পাগলের মত আচরন করছিলাম।
তবুও উঠলো না!
চলে গেলো।
ও আমাকে বলতো যে দিন হারিয়ে যাবো সেই দিন বোঝবে কতটা ভালোবাসি
তোমাকে!
চলে গেলো,হারিয়ে গেলো!
১০ বছর ধরে তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছি।
ছোট্ট মেয়ে বুঝতে শিখেছে।আমাকে বলে
আব্বু আম্মুর জন্য আর কেঁদো না।তোমাকে
আর কাঁদতে দিবো না!
বলে চোখের পানি মুছে দেয়।আবার চোখ জলে ভরে উঠে,আবার মুছে দেয়। :'(
(সংগৃহীত পোষ্ট)

25/12/2016

ঘোষণা করা হয়েছে সৌদি আরবের ২০১৭ সালের জাতীয় বাজেট। এতে ঘাটতি কমলেও প্রবাসীদের জন্য রয়েছে দুঃসংবাদ। ২০১৭ সালের বাজেটে

19/12/2016

৪৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)। রবিবার (১৮ ডিসেম্বর) রাতে রিয়াদের

রিয়াদ- মাসকট- চট্রগ্রাম চট্রগ্রাম-মাসকট-রিয়াদ   ওমান এয়ারলাইন্স যাওয়া আসা মাত্র ১১০০রিয়াল। ফোন  ০১১ ৪০৪০৪৮২শর্ত প্রযোজ্য
10/12/2016

রিয়াদ- মাসকট- চট্রগ্রাম
চট্রগ্রাম-মাসকট-রিয়াদ ওমান এয়ারলাইন্স যাওয়া আসা মাত্র ১১০০রিয়াল।
ফোন ০১১ ৪০৪০৪৮২

শর্ত প্রযোজ্য

কখনো কি ভেবেছেন ?? কোথায় ছিলাম ,, কোথায় আছি ,, কোথায় যাবো !! কিসের অহংকার করো ? এইটাই তো জীবন !!
20/11/2016

কখনো কি ভেবেছেন ??

কোথায় ছিলাম ,, কোথায় আছি ,, কোথায় যাবো !!
কিসের অহংকার করো ? এইটাই তো জীবন !!

টিকিট নেয়ার সময় আপনার দেশের মোবাইল নাম্বারটি দিতে ভুলবেননা
11/11/2016

টিকিট নেয়ার সময় আপনার দেশের মোবাইল নাম্বারটি দিতে ভুলবেননা

ওঁরা বারো জন। মিডেল ইস্ট থেকে করে আসা রিটার্ণ টিকেটে ফিরে যেতে এসেছিলেন এয়ারপোর্টে। বিমান চলে গেছে তারও তিন ঘন্টা আগে।

সম্প্রতি শীতকালীন নতুন ফ্লাইট শিডিউলের কারণে প্রায়ই এমনটি ঘটে। যদিও এয়ারলাইন্সগুলো টিকেট বুকিং এর সময় যাত্রি কর্তৃক প্রদত্ত মোবাইল নাম্বারে এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে নতুন শিডিউল জানিয়ে দিয়েছে।

যাঁরা বিদেশ থেকে রিটার্ণ টিকেট করার সময় বিদেশী মোবাইল নম্বর দিয়েছিলেন, তাঁরা সঙ্গত কারণে সেই ম্যাসেজটি পান না। আবার অনেক সময় কিছু এজেন্সি যাত্রিদের নাম্বার না দিয়ে এজেন্সির নাম্বার দিয়ে থাকেন কিন্তু নতুন শিডিউল যাত্রিদের জানানোর দায়িত্বটুকু পালন করেন না। ফলে যাত্রিরা ফ্লাইট মিস করেন।

এ ক্ষেত্রে যাত্রির হাতে থাকবে এমন মোবাইল নম্বর বুকিং এর সময় দেয়া বাঞ্চনীয়। অন্যথায়, ঘটনা এই বারোজনের মতই ঘটবে।

ধন্যবাদ কুয়েত এয়ারওয়েজকে। কোন রকম চার্জ ছাড়া ওঁদের ১২ জনের টিকিট রিইস্যু করার জন্য।

Magistrates, All Airports of Bangladesh
26/10/2016

Magistrates, All Airports of Bangladesh

24/10/2016

না দেখলে চরম মিস

স্পিনার আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবার।
24/10/2016

স্পিনার আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবার।

22/10/2016

কি বুঝলেন ?

16/10/2016

গোড়ার উপরে গাধা কিভাবে উঠে দেখেন !

12/10/2016

ভালবাসি তোমায় বাবা হয়নি বলা।

Address

Hara, Saudi Arab
Riyadh
12345

Opening Hours

Monday 9am - 2pm
4pm - 11pm
Tuesday 9am - 2pm
4pm - 11pm
Wednesday 9am - 2pm
4pm - 11pm
Thursday 9am - 2pm
4pm - 11pm
Friday 4pm - 11pm
Saturday 9am - 2pm
4pm - 11pm
Sunday 9am - 2pm
4pm - 11pm

Telephone

011 4040482

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fly Asas Travel & Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fly Asas Travel & Tourism:

Videos

Share

Category


Other Cruise Agencies in Riyadh

Show All