Step in Europe

Step in Europe This page is created to give its audience a complete picture of European countries with news, images

01/01/2024

Happy New Year 2024 ❤️❤️❤️

একটি সুন্দর বিকেলের রোদ ❤️
22/07/2023

একটি সুন্দর বিকেলের রোদ ❤️

23/10/2022

Near borderside between Spain and Portugal

03/09/2022

প্যারিসের সন্নিকটে ছোট্ট একটি শহর, যেখানে অরন্য আর জল মিলেমিশে একাকার হয়ে আছে।।

26/08/2022

গ্রীষ্মের ছুটি শেষের দিকে, তাই বাচ্চা কাচ্চা হতে শুরু করে বয়ষ্করাও মেতে উঠেছে বিনোদনের নেশায়।

30/07/2022

ছোট্ট শহরের অলিগলি পেরিয়ে নিস্তব্ধতা ভেংগে এগিয়ে চলে মেট্রোরেল।।


15/06/2022

শহরের ওইদিকে নামি দামি ছোট বড় অট্টালিকা আর এই পাশে কিছুটা অরন্য আর কিছুটা নিরবতা ❤️

09/05/2022

প্রায় প্রতিটি ষ্টেশনে দেখা মেলে এরকম কোনো না কোনো মেধাবী লোকজনের। এদেশে কেউ সহজেই কেউ ভিক্ষা করেনা। দেয়ালে পিঠ ঠেকার আগ পর্যন্ত কেউ হার মানেনা।

02/05/2022

সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ঈদের শুভেচ্ছা।বাংলাদেশ থেকে প্রায় ৮ হাজার কিঃমিঃ দূরে এ যেন অন্য আরেক বাংলাদেশ। কয়েক হাজার বাংলাদেশি, আমরা আজ মিলিত হয়েছিলাম।।
করোনার কারনে দুই বছর পর আরো একবার সবাই মিলিত হয়েছিল এখানে।

26/04/2022

অনেক কোলাহল আর গাড়ি বাড়ির চাপ রয়েছে প্রায় প্রতিটি ইউরোপের দেশগুলোতেই। কিন্তু তারপরও নির্মল পরিবেশ রয়েছে চারিদিকে।

অবশেষে ৫৮% এর মত ভোট পেয়ে দ্বিতীয়বারের মত এমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার এই জয়ের ফলে বাংল...
24/04/2022

অবশেষে ৫৮% এর মত ভোট পেয়ে দ্বিতীয়বারের মত এমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার এই জয়ের ফলে বাংলাদেশি কমিউনিটিতে স্বস্তির সুবাতাস বয়ে যাচ্ছে। অভিনন্দন মসিয়ে প্রেসিডেন্ট।


12/04/2022

প্যারিসের আইফেল টাওয়ারের কাছেই রয়েছে সেই বিখ্যাত "Love Lock Bridge" অথবা স্থানীয়রা যেটাকে "Pont Des Arks" নামে চিনে থাকে। বহু বছর আগে থেকেই প্রেমিক প্রেমিকারা একসাথে এসে এই ব্রিজে তালা লাগিয়ে যায়। তাদের বিশ্বাস এতে করে তাদের প্রেম দীর্ঘদিন টিকে থাকবে।

ব্রিজটির অদুরেই কালের সাক্ষী হয়ে নিজের অবস্থান জানিয়ে দিচ্ছে "আইফেল টাওয়ার/ Eiffel Tower/Tour Eiffel".

27/03/2022

এরকম হাজারো স্পট আছে পৃথিবীর বিভিন্ন আকর্ষণীয় স্থান গুলোতে, যেখানে বিভিন্ন রকম মানুষ পর্যটকদের সামনে নিজেদের তুলে ধরেন এর বিনিময়ে তাদেরকে যে যেভাবে পারে তাদেরকে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করে। না দিলেও ওরা কিছু মনে করেনা।
দুঃখের বিষয় হলো আমাদের দেশে পর্যটকদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে কিভাবে টাকা পয়সা, ক্যামেরা হাতিয়ে নেয়া যায় সেই ধান্দায় থাকে স্থানীয় মানুষজন।

তাহলে পর্যটকরা কোথায় যাবে ইউরোপ আমেরিকায় নাকি বাংলাদেশে??


20/03/2022

প্যারিসের রাতের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয় আলোকিত আইফেল টাওয়ার। হাজারো মানুষ প্রতিদিন ভীড় করে রাতের এই অসীম সৌন্দর্য উপভোগ করতে। ফরাসিদের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য ধারক ও বাহক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই আইফেল টাওয়ার।


আবারো মৃত্যুর মিছিল।মরক্কো থেকে স্পেন যাওয়ার সময় সাগরে ডুবে ৪৪ অভিবাসনপ্রত্যাশীর নির্মম মৃত্যু। ইউরোপ ঢোকার জন্য অন্যতম ...
16/03/2022

আবারো মৃত্যুর মিছিল।
মরক্কো থেকে স্পেন যাওয়ার সময় সাগরে ডুবে ৪৪ অভিবাসনপ্রত্যাশীর নির্মম মৃত্যু। ইউরোপ ঢোকার জন্য অন্যতম প্রধান রুট হিসেবে মরক্কো - স্পেন অনেক জনপ্রিয়। সবাই সচেতন হোন। স্বাভাবিক, বৈধ ও নিরাপদ রুট ব্যবহার করুন ইউরোপ আসার জন্য।


07/03/2022

ইউরোপের প্রায় প্রতিটি দেশেই রয়েছে নানা প্রজাতির হাজারো কবুতর। নির্বিঘ্ন মনে ঘুরে ফেরে এখানে সেখানে। কেউ নেই তাদেরকে ধরার, ধরে খাওয়ার।
এদেশের একটা কবুতরের জীবনেরও যতটা নিরাপত্তা আছে আমাদের দেশের মানুষেরও ততটা নেই। আফসোস!


01/03/2022

আমাদের দেশের মত ফাদঁ পেতে কেউ এখানে পাখি শিকার করেনা। তাই মানুষের মত তাদেরও আছে বাচাঁর ও জীবনের অধিকার ও নিরাপত্তা। কঠোর নিয়ম নীতির কারনে আমরাও এখানে সভ্য হয়ে গেছি।


24/02/2022

পৃথিবীতে হাজারো বাড়িঘর রয়েছে যেগুলো অন্যান্য ঘরবাড়ি থেকে কিছুটা আলাদা। আমার কাছে এই বাড়িটিও একটু আলাদা মনে হয়েছে।
সম্পুর্ন গোল আকৃতির এই বাড়িটির দিকে কম করে হলেও দ্বিতীয়বার আপনার তাকাতেই হবে।


23/02/2022

সারি সারি দালান কোঠা দেখতে কিন্তু অনেক আমাদের দেশের মতই। পরিসেবা কিন্তু এক নয়। যোজন যোজন পার্থক্য।

ভিজিট ভিসায় দুবাই গিয়ে পরে লিবিয়া হয়ে ইতালি প্রবেশের  নতুন রুট ব্যবহার করছে মানব পাচারকারী চক্র। কিছুদিন আগে ভূমধ্য সাগর...
20/02/2022

ভিজিট ভিসায় দুবাই গিয়ে পরে লিবিয়া হয়ে ইতালি প্রবেশের নতুন রুট ব্যবহার করছে মানব পাচারকারী চক্র। কিছুদিন আগে ভূমধ্য সাগরে ঠান্ডায় জমে যে সাত বাংলাদেশি মারা গিয়েছিল তারা প্রত্যেকেই দুবাই-লিবিয়া-ইতালি রুট ব্যবহার করেছিলো।


18/02/2022

দেশ যতই উন্নত হোক না কেন শিশুদের জন্য মুক্ত খেলার পরিবেশ সৃষ্টি করতে না পারলে তাদের মেধার বিকাশ ঘটেনা। তাই এরকম ছোট বড় পার্ক প্রায় প্রতিটি এলাকাতেই রয়েছে যেখানে বাচ্চাদের পাশাপাশি বড়রাও আসে নির্মল বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে।


16/02/2022

শীতের সন্ধ্যায় বরফের চাদরে ঢাকা প্রকৃতির কাছাকাছি 🥰

রাশিয়া ইউক্রেনে হামলা চালালে হাজারো মানুষের ঢল নামবে প্রতিবেশী দেশগুলোতে। ইতোমধ্যে প্রতিবেশী দেশগুলো আসন্ন শরনার্থীদের ঢ...
15/02/2022

রাশিয়া ইউক্রেনে হামলা চালালে হাজারো মানুষের ঢল নামবে প্রতিবেশী দেশগুলোতে। ইতোমধ্যে প্রতিবেশী দেশগুলো আসন্ন শরনার্থীদের ঢল সামলাতে প্রস্তুতি নেয়া শুরু করেছে। তবে ন্যাটো যেভাবে রাশিয়াকেক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে, এতে রাশিয়া ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবে বলে ধারণা করা যাচ্ছে।


যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ ইউরোপের অন্যান্য দেশসমূহ তাদের নাগরিক ও দূতাবাসে কর্মরত সবাইকে ইউক্রেন ছাড়ার নির্দেষ...
13/02/2022

যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ ইউরোপের অন্যান্য দেশসমূহ তাদের নাগরিক ও দূতাবাসে কর্মরত সবাইকে ইউক্রেন ছাড়ার নির্দেষ দিয়েছেন।
রাশিয়াও তাদের দূতাবাসের লোকবল সংখ্যা কমিয়েছেন।
বাইডেন এবং পুতিনের ফোনালাপ হলেও উত্তেজনা কমেনি বরং রাশিয়া উত্তেজনা বাড়ার জন্য বাইডেন প্রশাসনকে দোষারোপ করেছেন।

11/02/2022

Adress


Webbplats

Aviseringar

Var den första att veta och låt oss skicka ett mail när Step in Europe postar nyheter och kampanjer. Din e-postadress kommer inte att användas för något annat ändamål, och du kan när som helst avbryta prenumerationen.

Videor

Dela


Du kanske också gillar