04/14/2024
কি আজব তাই না?
পৃথিবীতে ৮৪ লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে।
কিন্তু পৃথিবীতে অন্য কোন প্রাণী না খেয়ে মরে না,,
আর মানুষের পেট কখনোই মরে না।
কি অদ্ভুত!!
কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয়,,
কেউ বিপদে পড়লে সমবেদনার থেকে সমালোচনা বেশি হয়।
তিনটি জিনিস খুব মূল্যবান,,
১..সম্পর্কে সম্মান থাকা দরকার।
২..ভালোবাসায় বিশ্বাস থাকা দরকার।
৩..বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার।
যদি সুখ চাও রাত জেগো না,,
যদি শান্তি চাও দিনে ঘুমিও না।
পৃথিবীতে কেউই অযোগ্য নয়,
কিছু না কিছু গুণ সবার মধ্যেই লুকিয়ে থাকে,
পার্থক্য শুধু কারোর প্রকাশ পায়,, আর কারোটা প্রকাশ পায় না।