Team Bhabaghure

  • Home
  • Team Bhabaghure

Team Bhabaghure Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Team Bhabaghure, Tour guide, .

May every day of the year become more beautiful and meaningful, not just the first day.
01/01/2024

May every day of the year become more beautiful and meaningful, not just the first day.

15/11/2023

রহস্যে মোড়া এই শহরে কোনো মানুষ বাস করে না
অঞ্জন কুমার মাইতি
9732 835 433...................................................................................

২০১১ সাল। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছিলাম - সে এক ইতিহাস। ২০১৭ সালে ঝাড়খণ্ডে উস্রি নদীর ঝরনা দেখতে গিয়ে হাতির তাড়া খেয়ে ভাত-তরকারি ফেলে রেখে ছুট দিতে হয়েছিল - এও এক ইতিহাস। এরকমই অ্যাডভেঞ্চারাস বাইক ট্রিপ আমরা অনেক করেছি। কিন্তু এ বারের যে অভিজ্ঞতা তা সত্যিই রোমহর্ষক।

কলকাতা থেকে মাত্র ১৬৫ কিলোমিটার, চন্দ্রকোনা রোডের অনতিদূরে অবস্থিত রহস্যে মোড়া এই শহর। ১০ বর্গ কিলোমিটার এর বেশি জায়গা নিয়ে ২০০৯ সালে একটি বেসরকারি সংস্থা এই শহর নির্মাণ করার কাজ শুরু করেছিল। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম এই ফ্লিম সিটির উদ্বোধন করের বলিউড বাদশা কিংখান ২০১২ সালে।

ঘড়িতে ২:০০ বাজাটা আমাদের কাছে একটি unique time. এখন পর্যন্ত আমরা যত bike trip করেছি, তার বেশিরভাগই ২:০০ তেই শুরু করেছি। যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়খণ্ড, পূর্ব মেদিনীপুর আমরা যতবার গেছি প্রতিবারই রাত্রি ২:০০ তেই আমাদের বাইকের চাকা গড়িয়েছে। আবার গনগনি, ৫৮ গেট, আরামবাগ রিসোর্ট, গড় মান্দারণ, কামারপুকুর যখন গেছি তখন দুপুর ২:০০ তে বাইকের চাকা গড়িয়েছে। তাই ঘড়িতে ২:০০ বাজা আমাদের কাছে একটা unique time.

আর এবারও দুপুর ২:০০ তেই আমরা বেরিয়ে পড়েছিলাম রহস্যে মোড়া এই শহরের পথে। আমাদের বাড়ি থেকে এই শহর ঢিলছোঁড়া দূরত্বে অবস্থিত, মাত্র ৫৫ কিলোমিটার। আমরা যখন শহরের সিংহদ্বারে এসে পৌঁছায় তখন ঠিক পৌনে ৪:০০। তাহলে অনেকের মনে প্রশ্ন জাগে - এত দেরি কেন? চন্দ্রকোনার কেঠিয়া খালের সঙ্গে আমাদের এক আত্মিক সম্পর্ক রয়েছে। ওই পথে গেলে একবার বাইক থেকে না নেমে কখনো যাওয়া হয়নি। তারপর আছে চন্দ্রকোনা মোড়ে ঠাকুরের ফাস্টফুড। ওখানে গিয়ে লজ্জা লজ্জা করে আড়াই কেজি করে ওজন বাড়িয়ে নিই। আর তারপর হাতমুখ ধুয়ে প্রতিজ্ঞা করি - কাল থেকে no fast-food কাল থেকে ডায়েট করব। এমনি করে দেরি হয়। তারপর ভ্রমণ পথে মধ্যে মধ্যে বিচিত্রবেশী প্রকৃতি সেজে গুজে বসে থাকে, হাতছানি দিয়ে কাছে ডাকে তার অপার সৌন্দর্যে মিশে যেতে। প্রকৃতির এই অমোঘ টান আমরা কি উপেক্ষা করতে পারি? ফ্রেমবন্দী সেলফি এসব করেই আরো কিছুটা সময় অতিবাহিত হয়।

এখন ঘড়িতে ৩:৪৫ । আমরা দাঁড়িয়ে রয়েছি রোড চন্দ্রকোনা থেকে একটা মোরাম রাস্তা ধরে আরো ছয়-সাত কিমি দক্ষিণে একটা আদিবাসী গ্রাম প্রান্তরে রহস্যে মোড়া শহর প্রয়াগ ফ্লিম সিটির সিংহদ্বারে। দেখলাম সদর দরজা বন্ধ রয়েছে। কিন্তু একটা ছোটো দরজা খোলা। সেই পথেই আমাদের বাইক নিয়ে প্রবেশ করতে হবে। অনুমতি নিয়ে ভিতরে ঢুকতে যাবার উপক্রম দেখে লোকটি দু নম্বর কাউন্টারে যাবার নির্দেশ দিলো। প্রবেশমূল্য মাথা পিছু ৩০০ টাকা। ক্যামেরা নিয়ে ছবি তুললে আরো অতিরিক্ত মূল্য দিতে হবে শুনে বুলা বলল, 'আমরাতো ইউটিউবার। আমরা ভিডিও বানালে তবেইতো মানুষ এখানে বেশি বেশি আসবে।' তারপর লোকটি কারোসাথে ফোনে বিড় বিড় করে দু-চার কথা কয়ে নিল। তারপর লোকটি আমদের ভিতরে যেতে বললেন। পাশাপাশি এও বললেন আমাদের আর ছবি তোলার জন্য অতিরিক্ত মূল্য দিতে হবে না। আমরা মহানন্দে ভিতরে প্রবেশ করলাম।

সিংহদ্বার অতিক্রম করে বাইকের চাকা সবেমাত্র কয়েকপাক গড়িয়েছে, দেখতে পেলাম সামনেই ডানদিকে বিমান বন্দর। যাত্রী ছাড়াই বিমান দাঁড়িয়ে রয়েছে। বামদিকে বিরাট রাজপ্রাসাদ। একটার পর একটা গেট পার হয়ে পৌঁছালাম রাজ সিংহাসনে। রাজ্য জুড়ে একটাও প্রজা নেই, মন্ত্রী নেই, রাজা নেই - শুধু আমরা দুজন। চারিদিকে একটা নিস্তব্ধ, থমথমে পরিবেশ। সেদিকে আমাদের বিন্দুমাত্র হুঁশ ছিলো না। সিংহাসন কেন খালি থাকবে? বুলাকে মন্ত্রীর আসনে বসতে বলে, নিজে গিয়ে রাজ সিংহাসনে বসলাম। তারপর নিজে মন্ত্রীর আসনে বসে বুলাকে সাম্রাজ্যের রাজা বলে ঘোষণা করে দিলাম। এমনি করে বেশ কিছুটা সময় কাটলো। তারপর এগিয়ে চললাম শহরের আরো সামনের দিকে।

দেখতে দেখতে এখন আমরা সিংহদ্বার থেকে শহরের প্রায় চার কিলোমিটার ভিতরে চলে এসেছি। আয়রন স্ট্রাকচারের উপর অরিজিনাল কংক্রিটের বাড়ির মতো বিরাট বিশাল বিল্ডিং গুলো সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে। মাঝখান দিয়ে শহরের সরু পথ। বাইক নিয়ে যাবার পথে মাঝে মধ্যে কাঁটার ঝাপটা হজম করতে হচ্ছে। কোনো কোনো বিল্ডিং মরিচা পড়ে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।

নিস্তব্ধ। শহরের ওলিতে গলিতে বাইক নিয়ে প্রায় এক ঘন্টা সময় ঘুরলাম। একটা মানুষ তো অনেক দূরের কথা, একটা কুকুর - বিড়ালের সাথেও দেখা হলো না। প্রকাণ্ড এই শ্মশান ভূমিতে আমরা এই দুইজন মানুষ ছাড়া এই শহরে আর কাউকে দেখতে পেলাম না। সূর্যের রঙ তখন লাল হয়ে এসেছে। এই নির্জন শহরের মাঝে আমরা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছি বলে মনে হলো। তারপর পিছন ফিরে দেখি ২৫ - ৩০ মিটার দূরে একটা লোক হনহন করে এগিয়ে গিয়ে একটা বাড়ির মধ্যে ঢুকে পড়ল।

শহরের এতটা দূরে এই নির্জন পোড়ো বাড়িতে কে থাকতে পারে ভেবে আমাদের গায়ের লোম তখন সোজা হয়ে গিয়েছিল। গোলা শুকিয়ে আসছিল। এক মুহূর্ত আর দেরি না করে দ্রুত ঐ স্থান থেকে আমরা বেরিয়ে আসি। আর কোথাও সময় নষ্ট না করে যখন শহরের সেই মূল প্রবেশদ্বারের কাছে এসে উপস্থিত হয়ে দেখি WB POLICE এর একটা জিপ দাঁড়িয়ে রয়েছে। খোঁজ নিয়ে জানতে পারলাম, দুদিন আগে ঐখানে একটি মার্ডার হয়েছে। …..কিন্তু লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না!!!

……এক দোকানদারকে সম্বোধন করে - কাকা, একটু জল খাচ্ছি।

30/11/2022
https://youtu.be/V-as2vE0hZY
03/08/2022

https://youtu.be/V-as2vE0hZY

একদিনের বৃষ্টিতে মনশুকাতে বন্যা হয়ে গেল,আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের বন্ধু তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই স....

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
03/08/2022

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

আপনি যদি প্রকৃত শিক্ষিত, সমাজ সচেতন মানুষ হন তাহলে গভীরভাবে চিন্তা করুন, বুঝবেন দিন দিন শিক্ষিত যুবকরা কর্মসংস্থানের অভা...
07/03/2022

আপনি যদি প্রকৃত শিক্ষিত, সমাজ সচেতন মানুষ হন তাহলে গভীরভাবে চিন্তা করুন, বুঝবেন দিন দিন শিক্ষিত যুবকরা কর্মসংস্থানের অভাবে বেকারত্বের যন্ত্রণায় হারিয়ে যাচ্ছে। সাময়িক মুক্তি বা স্বর্গীয় সুখের আস্বাদনের আশায় তরুণ প্রজন্ম অত্যন্ত ভীতিকর ও বিপজ্জনকভাবে মদের নেশায় আসক্ত হয়ে পড়ছে। আর সর্বনাশা পরকীয়ার দৌরাত্ম্যে বাড়ছে পারিবারিক সহিংসতা। নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের সাথে সাথে মানুষের মধ্যে অনেক অনাকাঙ্খিত পরিবর্তন ঘটছে। ধর্মের নামে চলছে ভন্ডামী আর বাহ্যিক আড়ম্বর। পিতামাতারা তাদের সন্তানদের অসামাজিক আচরণ এবং বিকৃত রুচি নিয়ে অত্যন্ত চিন্তিত। আর ভেবে দেখুন কারা আপনার সন্তানের শিক্ষার অধিকার কেড়ে নিতে চায়ছে?

https://youtu.be/Xo92jgCn6gM
10/02/2022

https://youtu.be/Xo92jgCn6gM

This river bridge is located in Cuttack in the state of Orissa. It has been a while since this river bridge was built. It is a brand new bridge.Its length is...

https://youtu.be/LXq2vWXo6dU
10/02/2022

https://youtu.be/LXq2vWXo6dU

Friends, if you like my video, you must subscribe to my channel and take it a little earlier. The place I went to is a very beautiful one just 10 kilometers ...

02/02/2022

Siddheshwar Temple Cuttack Orissa

01/02/2022

please friends Subcribe to my channel

01/02/2022

Siddheshwar Temple

Next trip Jharkhand
12/01/2022

Next trip Jharkhand

09/01/2022
'Team Bhabaghure' এর নতুন নতুন Video পেতে Perfect Riding চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখুন।https://m.youtube.com/channe...
30/12/2021

'Team Bhabaghure' এর নতুন নতুন Video পেতে Perfect Riding চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখুন।

https://m.youtube.com/channel/UClfx3MYmfDbXvsx6HE2JzAw

I am Amit Mandalfrom Medinipur,Ghatal,West BengalI love to explore new place.life is beautiful and I am enjoying it.I started my YouTube Channel to share my ...

Address

NJ

Alerts

Be the first to know and let us send you an email when Team Bhabaghure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share