27/10/2023
অনেকেই বিদেশ যাবার সময় নিজের ব্যবহারের মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, গয়না নিয়ে বিদেশ যান। আবার সেগুলো নিয়ে বিদেশ থেকে দেশে ফিরে আসেন।
জটিলতা হচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ রুলস অনুযায়ী কি কি পণ্য শুল্কমুক্ত সুবিধায় বিদেশ থেকে আনা যাবে তা নির্ধারিত। ফলে দেশে থেকে নিয়ে যাওয়া জিনিসপত্রই শুল্কের আওতায় পড়তে পারে। কিংবা সেসব পণ্য শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পর নতুন করে আর মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, গয়না শুল্ক মুক্ত সুবিধায় আনার সুযোগ থাকছে না।
যেমন উদাহরণ হিসেবে বলা যায়, ১০০ গ্রাম অলংকার বিদেশ থেকে শুল্ক মুক্ত সুবিধায় আনা যায়। এখন আপনি দেশ থেকে বিদেশ যাবার সময় ১৫০ গ্রাম অলংকার সঙ্গে নিয়ে যান এবং সেগুলো নিয়ে ফেরত আসেন ৫০ গ্রাম অলংকার শুল্কের আওতায় পড়বে।
মোবাইলের ক্ষেত্রে, বিদেশ থেকে অনুমতি ছাড়া আপনি ৮ টি মোবাইল আনতে পারবেন। নতুন কিংবা পুরাতন, কিংবা বিদেশে আপনার নিজের ব্যবহার করা, যাই হোক ৮টি ফোন। আর এই ৮টির মধ্যে ২টি আপনি শুল্ক মুক্ত সুবিধা পাবেন। মানে হচ্ছে, ২টি ফোনের জন্য কোন শুল্ক দিতে হবে না। দেশ থেকে আপনি ৩টি ফোন সাথে নিয়ে গেলে নতুন করে কোন শুল্ক মুক্ত সুবিধা তো পাবেনই না, উল্টো ১টি ফোনের শুল্ক চাইবে কাস্টমস।
তাহলে এক্ষেত্রে সমাধান কী?
সমাধান হচ্ছে, বিদেশ যাবার সময় আপনি কাস্টমসে ঘোষণা দেবেন কি কি জিনিস সঙ্গে নিয়ে যাচ্ছেন, যা আপনি আবার দেশে ফেরার সময় সঙ্গে নিয়ে আসবেন। সেক্ষেত্রে ঘোষণাকৃত পণ্যের বাইরে অতিরিক্ত পণ্য বিদেশে থেকে আনা পণ্য হিসেব বিবেচিত হবে। দেশে থেকে নেয়া পণ্য গণণার বাইরে থাকবে।
যেমন উদাহরণ হিসেবে বলা যায়, বিদেশ যাবার সময় আপনি ১০০ গ্রাম অলংকার সাথে নিয়ে গেলেন, যা আপনি কাষ্টমসে ঘোষণা করলেন। তাহলে আপনি বিদেশ থেকে শুল্ক মুক্ত সুবিধায় সেই ১০০ গ্রাম অলংকার ছাড়া আরও ১০০ গ্রাম অলংকার শুল্ক মুক্ত সুবিধায় আনতে পারবেন।
মোবাইলের ক্ষেত্রে, বিদেশ যাবার সময় আপনি ২টি ফোন সাথে নিচ্ছেন, সেটি আপনি কাস্টমসে ঘোষণা দিলেন। তাহলে আপনি সেই ২টি ফোন বাদ দিয়ে সাথে আরও ২টি ফোন শুল্ক মুক্ত সুবিধায় আনতে পারবেন।
বিদেশ যাবার সময় সঙ্গে নেয়া জিনিসের ঘোষণা দিতে অতিরিক্ত সময় নিয়ে বিমানবন্দরে আসুন। বিমানবন্দরের নিচ তলায় কাস্টমস হলে গিয়ে আপনার পণ্যের ঘোষণা দিন। যথাযথ ভাবে, পণ্যের সংখ্যা, বিবরণ, ফোন বা যন্ত্রাপতির ক্ষেত্রে আইএমই/সিরিয়াল নম্বার, ধরণ, রঙ ইত্যাদি তথ্য উল্লেখ করুন। পণ্যের ক্রয় রশিদ সঙ্গে রাখুন।