আসফিয়া ট্রাভেলস এন্ড কার্গো

  • Home
  • আসফিয়া ট্রাভেলস এন্ড কার্গো

আসফিয়া ট্রাভেলস এন্ড কার্গো 🇪✈️🖥️বিমানের টিকেট 🖥️✈️
এবং
প্রবাসী সেবামূলক তথ্য জানতে যোগাযোগ করুন।
হেল্পলাইন 📞+966561654462

আকর্ষণীয়, অধিক মূল্য ছাড় ও অফারে এয়ার টিকেট ক্রয়ে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সতর্কীকরণ।Association of Travel Ag...
16/03/2024

আকর্ষণীয়, অধিক মূল্য ছাড় ও অফারে এয়ার টিকেট ক্রয়ে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সতর্কীকরণ।Association of Travel Agents of Bangladesh (ATAB)

01/12/2023

ডকুমেন্টস ছাড়া টাকা ধার বা লেন-দেন করবেন না তাই তিনি আপনার যত আত্মীয় বা ঘনিষ্ঠজন হোক না কেন। টাকা ধার বা আর্থিক লেন-দেন করার সময় নিন্মোক্ত ডকুমেন্টস রাখবেন তাহলে পরিবর্তিতে আইনগত ব্যবস্থা নিতে পারবেন:
১। ৩০০ টাকার স্টাম্পে লিখিত রাখবেন। উক্ত বিষয়ে ২/৩ জন নিরেপক্ষ সাক্ষী রাখবেন। ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করবেন না, তাতে বিপদ বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। স্টাম্পে কি উদ্দেশ্যে টাকা দিলেন, কি শর্তে আর কবে নাগাদ ফেরত দেবে আর দিতে না পারলে কি হবে তা স্পষ্ট করে লিখে নিবেন।
২। উক্ত টাকার বিপরীতে একটি বা একাধিক ব্যাংক চেক নিতে পারেন। এই ক্ষেত্রে যিনি চেক দিবেন তার নিজ হাত দিয়ে আপনার নামে, তারিখ ও টাকার পরিমান লিখে নিবেন। চেকের দুই পাশেই তার স্বাক্ষর ও মোবাইল নম্বর লিখে নিবেন।
৩। কখনোই ফাঁকা স্ট্যাম্প বা চেক নিবেন বা দিবেন না বা তাতে স্বাক্ষর করবেন না।
৪। নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিলে চেক ডিজওনার করে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে বিজ্ঞ আদালতে প্রতিকারের জন্য মামলা দায়ের করতে পারেন।
আইন মেনে প্রয়োজনীয় কাগজপত্র রেখেই সকল প্রকার আর্থিক লেনদেন করুন। নিরাপদ থাকুন।

30/11/2023

!! ঘোষিত সৌদি এয়ারলাইন্স অফারের মেয়াদ শেষ হয়ে গেছে !!!

নীচে জেদ্দা, রিয়াদ এবং মদিনা থেকে সৌদি এয়ারলাইন্সের সাধারণ ফ্লাইটের মূল্য রয়েছে।

✔️জেদ্দা টু ঢাকা রিটার্ন (২-৬ মাস ছুটি)= ২১৫০ রিয়াল (২ব্যাগেজ ৪৬কেজি)

✔️রিয়াদ টু ঢাকা রিটার্ন ( ২-৬ মাস ছুটি) = ২৩৫০ রিয়াল (২ব্যাগেজ ৪৬কেজি )

✔️মদিনা টু ঢাকা রিটার্ন (২-৪ মাস ছুটি ) = ২৩৮০ রিয়াল (২ব্যাগেজ ৪৬কেজি)

সময়সীমার আগে যারা আমাদের কাছ থেকে টিকিট নিয়েছেন তাদের সবাইকে অভিনন্দন !!! 🎊🎉

আপনার যাত্রা শুভ হোক ❤️

29/11/2023
22/11/2023

15/11/2023

জীবনের প্রথম উপার্জিত টাকা কিভাবে উপার্জন করেছিলেন..?

হয়ে যাক একটু স্মৃতিচারণ
জীবনের প্রথম উপার্জন...!!

আসসালামু আলাইকুম সালাম  ট্রাভেলস্ এন্ড ট্যুরিজম,  আপনাকে স্বাগতম।। আমাদের সেবাসমূহ:- ★এখানে সকল দেশের বিমানের টিকেট পাওয়...
07/11/2023

আসসালামু আলাইকুম
সালাম ট্রাভেলস্ এন্ড ট্যুরিজম, আপনাকে স্বাগতম।।
আমাদের সেবাসমূহ:-
★এখানে সকল দেশের বিমানের টিকেট পাওয়া যায়।।
★ সকল এয়ারলাইনসের টিকেট রি-ইস্যু করা হয়।।
★ পাসপোর্ট মালুমাত এবং মেয়াদ বাড়ানো হয়।।
★ ফ্যামিলি ভিসা তোলা এবং মেয়াদ বাড়ানো হয়।।
★ড্রাইভিং লাইসেন্স বানানো হয়।
★সফর জেলের মাধ্যমে দেশে লোক পাঠানো হয়।
★ফাইনাল এক্সিট সংক্রান্ত কাজ করা হয়।।
★সিভি - ব্যাংক একাউন্ট খোলা এবং বিল পেমেন্ট করা হয়।।
★ ২৩ কেজী মাল কার্গো ৪৫০ রিয়াল।।
ঠিকানা:- বাথা বাংলাদেশী মার্কেট, লুলু ৫ং গেইটের পাশে, কুমিল্লা হোটেলের সামনে, রিয়াদ, সৌদি আরব।
মোবাইল নং: 0561654462

01/11/2023

তারিখ: 01 নভেম্বর 2023

প্রিয় ভ্রমণ অংশীদার,

অনুগ্রহ করে অবহিত করুন এবং আপনার সমস্ত যাত্রীদের পরামর্শ দিন যে, BG 340/02-NOV-2023 ফ্লাইট বিলম্বিত হয়েছে। প্রকৃত ফ্লাইট ছাড়ার সময় হল 15.15 (ইভেনিং), রিয়াদ স্থানীয় সময়।
NTB: বিমানবন্দর চেক-ইন 12.00pm (বিকেল) স্টার হবে।
এই বিষয়ে, আপনাকে এই তথ্যটি আপনার সমস্ত সংশ্লিষ্ট কর্মী এবং মূল্যবান গ্রাহকদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
রিয়াদ

আপনি কি বিদেশ যাচেছন ?**  ফ্লাইটের টিকিট কাটার সময় জেনে নিন আপনি কতটুকু ওজনের মধ্যে কয়টি লাগেজ ও হাত ব্যাগ সাথে নিতে পার...
31/10/2023

আপনি কি বিদেশ যাচেছন ?

** ফ্লাইটের টিকিট কাটার সময় জেনে নিন আপনি কতটুকু ওজনের মধ্যে কয়টি লাগেজ ও হাত ব্যাগ সাথে নিতে পারবেন।

** আপনি বড় আকারের ব্যাগ বা লাগেজ - ব্যাগ হাত ব্যাগ হিসেবে সাথে নিয়ে বিমানে উঠতে পারবেন না। একই সাথে অতিরিক্ত ওজনের হাত ব্যাগ নিয়েও ফ্লাইটে উঠতে পারবেন না।

** আপনার জন্য নির্ধারিত ওজনের ও সংখ্যার লাগজে বাড়ি থেকেই প্রস্তুত করে বিমানবন্দরে আসুন।
** টাকা, মোবাইল, অলংকারসহ ছোট কিন্তু মূল্যবান জিনিসপত্র আপনার নিজের সঙ্গে রাখুন।
** আপনার ভ্রমণকে আরামদায় ও ঝামেলামুক্ত রাখতে ভালো মানের ব্যাগ বা লাগেজ ব্যবহার করুন।
** কাচা মাছ, মাংস লাগেজে বহন করবেন না।

** শুটকি , রান্না করা খাবার, বরফ করা খাবার, মধু, শ্যাম্পু, তেল, পানি, সহ কোন ধরণের তরল পদার্থ হাত ব্যাগে রাখবেন না।
** কাচি, ছুরি, ব্লেট, সুই , দড়ি কিংবা ধারলো কোন কিছু হাত ব্যাগে রাখবেন না
** খেয়াল রাখুন আপনার লাগেজের বা ব্যাগের কমপক্ষে একটি দিক যেন সমতল থাকে।
** পোটলা, গাট্টি ব্যবহার থেকে বিরত থাকুন।
** পাতলা বা নিন্মমানের লাগেজ বা ব্যাগে ধারণা ক্ষমতার অতিরিক্ত ওজনের জিনিসপত্র জোরাজুরি করে রাখবেন না, যার কারণে ফেটে গিয়ে আপনার জিনিসপত্র নষ্ট হতে পারে। কিংবা হাতল বা চাকা নষ্ট হয়ে যেতে পারে।
** লাগেজে কাচের জিনিস বা ভেঙ্গে যেতে পারে এমন কিছু থাকলে অবশ্যই তা চেক ইন কাউন্টারে জানাবেন।

** রাজনৈতিক কোন কর্মসূচির জন্য বিমানবন্দর বন্ধ থাকবে না, ফ্লাইটের কোন পরিবর্তন ঘটবে না।**  সার্বিক পরিস্থিতি বিবেচনা করে...
30/10/2023

** রাজনৈতিক কোন কর্মসূচির জন্য বিমানবন্দর বন্ধ থাকবে না, ফ্লাইটের কোন পরিবর্তন ঘটবে না।

** সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিমানবন্দর উদ্দেশ্যে যাত্রা করুন।

** সড়কে নিরাপত্তার জন্য পুলিশের সহায়তা নিন। প্রয়োজনে ৯৯৯ এ কল করুন।

** ফ্লাইটের ৩ ঘন্টার আগে বিমানবন্দরে উপস্থিত হোন।

** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

29/10/2023

সারাদেশে ব্যাপী ৩১ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ পালন হওয়ার সম্ভাবনা আছে।
*তাই, যাদের পরবর্তী ৩১ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত ফ্লাইট আছে তারা সকল ডকুমেন্টস নিয়ে আগে থেকেই এয়ারপোর্টে হাজির থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।*

এবং যাদের তাশির ফিংগার ডেট রয়েছে তারাও একদিন আগেই ফিংগার সেন্টারের আশে পাশে থাকার চেষ্টা করবেন ।

28/10/2023

আগামীকাল ২৯ অক্টোবর সারাদেশে হরতাল পালন হওয়ার সম্ভাবনা আছে।
*তাই, যাদের ২৯ অক্টোবরের ফ্লাইট আছে তারা সকল ডকুমেন্টস নিয়ে আগে থেকেই এয়ারপোর্টে হাজির থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।*

এবং যাদের তাশির ফিংগার ডেট রয়েছে তারাও একদিন আগেই ফিংগার সেন্টারের আশে পাশে থাকার চেষ্টা করবেন ।
সূত্র:- দ্য ডেইলি স্টার, ইত্তেফাক, সময়কাল, যুগান্তর ইত্যাদি নিউজ।

অনেকেই বিদেশ যাবার সময় নিজের ব্যবহারের মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, গয়না নিয়ে বিদেশ যান। আবার সেগুলো নিয়ে ব...
27/10/2023

অনেকেই বিদেশ যাবার সময় নিজের ব্যবহারের মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, গয়না নিয়ে বিদেশ যান। আবার সেগুলো নিয়ে বিদেশ থেকে দেশে ফিরে আসেন।

জটিলতা হচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ রুলস অনুযায়ী কি কি পণ্য শুল্কমুক্ত সুবিধায় বিদেশ থেকে আনা যাবে তা নির্ধারিত। ফলে দেশে থেকে নিয়ে যাওয়া জিনিসপত্রই শুল্কের আওতায় পড়তে পারে। কিংবা সেসব পণ্য শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পর নতুন করে আর মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, গয়না শুল্ক মুক্ত সুবিধায় আনার সুযোগ থাকছে না।

যেমন উদাহরণ হিসেবে বলা যায়, ১০০ গ্রাম অলংকার বিদেশ থেকে শুল্ক মুক্ত সুবিধায় আনা যায়। এখন আপনি দেশ থেকে বিদেশ যাবার সময় ১৫০ গ্রাম অলংকার সঙ্গে নিয়ে যান এবং সেগুলো নিয়ে ফেরত আসেন ৫০ গ্রাম অলংকার শুল্কের আওতায় পড়বে।

মোবাইলের ক্ষেত্রে, বিদেশ থেকে অনুমতি ছাড়া আপনি ৮ টি মোবাইল আনতে পারবেন। নতুন কিংবা পুরাতন, কিংবা বিদেশে আপনার নিজের ব্যবহার করা, যাই হোক ৮টি ফোন। আর এই ৮টির মধ্যে ২টি আপনি শুল্ক মুক্ত সুবিধা পাবেন। মানে হচ্ছে, ২টি ফোনের জন্য কোন শুল্ক দিতে হবে না। দেশ থেকে আপনি ৩টি ফোন সাথে নিয়ে গেলে নতুন করে কোন শুল্ক মুক্ত সুবিধা তো পাবেনই না, উল্টো ১টি ফোনের শুল্ক চাইবে কাস্টমস।

তাহলে এক্ষেত্রে সমাধান কী?

সমাধান হচ্ছে, বিদেশ যাবার সময় আপনি কাস্টমসে ঘোষণা দেবেন কি কি জিনিস সঙ্গে নিয়ে যাচ্ছেন, যা আপনি আবার দেশে ফেরার সময় সঙ্গে নিয়ে আসবেন। সেক্ষেত্রে ঘোষণাকৃত পণ্যের বাইরে অতিরিক্ত পণ্য বিদেশে থেকে আনা পণ্য হিসেব বিবেচিত হবে। দেশে থেকে নেয়া পণ্য গণণার বাইরে থাকবে।

যেমন উদাহরণ হিসেবে বলা যায়, বিদেশ যাবার সময় আপনি ১০০ গ্রাম অলংকার সাথে নিয়ে গেলেন, যা আপনি কাষ্টমসে ঘোষণা করলেন। তাহলে আপনি বিদেশ থেকে শুল্ক মুক্ত সুবিধায় সেই ১০০ গ্রাম অলংকার ছাড়া আরও ১০০ গ্রাম অলংকার শুল্ক মুক্ত ‍সুবিধায় আনতে পারবেন।

মোবাইলের ক্ষেত্রে, বিদেশ যাবার সময় আপনি ২টি ফোন সাথে নিচ্ছেন, সেটি আপনি কাস্টমসে ঘোষণা দিলেন। তাহলে আপনি সেই ২টি ফোন বাদ দিয়ে সাথে আরও ২টি ফোন শুল্ক মুক্ত সুবিধায় আনতে পারবেন।

বিদেশ যাবার সময় সঙ্গে নেয়া জিনিসের ঘোষণা দিতে অতিরিক্ত সময় নিয়ে বিমানবন্দরে আসুন। বিমানবন্দরের নিচ তলায় কাস্টমস হলে গিয়ে আপনার পণ্যের ঘোষণা দিন। যথাযথ ভাবে, পণ্যের সংখ্যা, বিবরণ, ফোন বা যন্ত্রাপতির ক্ষেত্রে আইএমই/সিরিয়াল নম্বার, ধরণ, রঙ ইত্যাদি তথ্য উল্লেখ করুন। পণ্যের ক্রয় রশিদ সঙ্গে রাখুন।

প্রিয় প্রবাসী, বিদেশ থেকে দেশে এসে বিমানবন্দর ত্যাগ করার আগে ঠিকঠাক মতো চেক করুন নিজের পাসপোর্ট নিয়েছেন কিনা। বাড়িতে গিয়...
26/10/2023

প্রিয় প্রবাসী, বিদেশ থেকে দেশে এসে বিমানবন্দর ত্যাগ করার আগে ঠিকঠাক মতো চেক করুন নিজের পাসপোর্ট নিয়েছেন কিনা। বাড়িতে গিয়ে যত্ন সহকারে সংরক্ষণ করুন। আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিনা সেদিকেও খেয়াল রাখুন। ফ্লাইটের এক সপ্তাহ আগে আপনার পাসপোর্ট, ভিসা, টিকিট সহ অন্যান্য কাগজপত্র ঠিক মতো আছে কিনা দেখে নিন। বিদেশেও অবস্থানকালে নিজের পাসপোর্টসহ জরুরি কাগজপত্র যত্নসহকারে সংরক্ষণ করুন।

20/10/2023

যারা দেশ যাবেন, যাবার আগে জেনে নিন সেদেশের কাস্টমস রুলস।
জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ পলিসি (অপর্যটক) অনুযায়ী আকাশপথে একজন যাত্রী বিনা শুল্কে (ট্যাক্স) কি কি পণ্য সাথে আনতে পারবেন তার তালিকা নিচে দেয়া হলো।
বিদেশ থেকে ব্যাগেজ সুবিধায় একজন যাত্রী নিম্নে বর্ণিত ১টি করে পণ্য বিনা শুল্কে (ট্যাক্স) সাথে আনতে পারবেন।
** ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার ও ২০০ গ্রাম ওজনের রৌপ্য অলংকার (এক প্রকার অলংকার ১২ টির অধিক হবে না)
** ২টি মোবাইল ফোন
** ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন
** ক্যাসেট প্লেয়ার/টু-ইন-ওয়ান
** সিডি প্লেয়ার
** ডিস্কম্যান/ওয়াকম্যান (অডিও)
** ডেস্কটপ/ল্যাপটপ কম্পিউটার (একটি UPS সহ)
** কম্পিউটার স্ক্যানার
** সাধারণ ও বৈদ্যুতিক টাইপরাইটার
** প্রিন্টার, ফ্যাক্স মেশিন, টেলিফোন সেট
** ভিডিও ক্যামেরা (Hd Cam, DV Cam, BETA Cam যেমন পেশাদারি কাজে ব্যবহৃত হয় এরূপ ক্যামেরা ব্যতীত)
** স্টিল ক্যামেরা/ডিজিটাল ক্যামেরা
** ওভেন রাইস কুকার
** প্রেসারকুকার/গ্যাস ওভেন (বার্নারসহ)
* টোস্টার/স্যান্ডউইচ মেকার
** ব্লেন্ডার/জুসার
** কফি মেকার
** ফুড প্রসেসর
** গৃহস্থালি সেলাই মেশিন
** টেবিল/প্যাডেস্টাল ফ্যান/গৃহস্থালি সিলিং ফ্যান
** স্পোর্টস সরঞ্জাম (ব্যক্তিগত ব্যবহারের জন্য)

হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ৩ নম্বর কেনো ৩০ নম্বর টার্মিনাল উদ্ভোধন করেও কোন লাভ হবেনা! কেননা সবার আগে এয়ার...
14/10/2023

হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ৩ নম্বর কেনো ৩০ নম্বর টার্মিনাল উদ্ভোধন করেও কোন লাভ হবেনা!
কেননা সবার আগে এয়ারপোর্টে কর্মরতদের আচরনবিধি শেখানো জরুরি। এয়ারপোর্টের প্রতিটা কর্মকর্তা এবং কর্মচারীদের ভদ্র আচরণ এবং সহযোগীতা মূলক মনোভাব শিখতে হবে।

এয়ারপোর্টের প্রতিটা কর্মচারীদের মনে রাখতে হবে তারা জনগনের সেবক। তাদের বেতনের টাকা আসে দেশের জনগনের ট্যাক্সের টাকায়। তাই নিজেকে রাজা না ভেবে জনগনের সেবক ভাবেন।
বিমানবন্দর দিয়ে যারাই যাতায়াত করবে সবাইকেই একই চোখে দেখুন।

VIP রা কোটি টাকার Tax ফাকি দিয়ে গ্রীন চ্যানেল দিয়ে বের হয়ে যাবে। আর গরিব জনগনকে হয়রানী করবেন। তাদের লাগেজ কেটে কম্বল চুরি করবেন।

যতদিন না এই মনোভাব চেঞ্জ হবে ,ততদিন থার্ড টার্মিনাল ক্যান? ১০০ তম টার্মিনাল উদ্বোধন করেও কোনো লাভ হবেনা।

অনেক প্রবাসী বাংলাদেশে ফেরার সময় একটি বিষয় নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, সেটি হলো আইনানুগভাবে কী কী জিনিসপত্র আনা যাবে। ...
08/10/2023

অনেক প্রবাসী বাংলাদেশে ফেরার সময় একটি বিষয় নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, সেটি হলো আইনানুগভাবে কী কী জিনিসপত্র আনা যাবে। শুল্ক না দিয়ে কত ইঞ্চি টিভি দেশে আনা যায় অনেকেই জানতে চান। টেলিভিশন ২৯ ইঞ্চি পর্যন্ত শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন।

তবে ৩০ থেকে ৩৬ ইঞ্চি হলে ১০,০০০ টাকা শুল্ক দিতে হবে।
৩৭ থেকে ৪২ ইঞ্চি হলে ২০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
৪৩ থেকে ৪৬ ইঞ্চি হলে ৩০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
৪৭থেকে ৫২ইঞ্চি হলে ৫০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
৫৩ থেকে ৬৫ ইঞ্চি হলে ৭০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
৬৬ ইঞ্চির থেকে এর বেশি হলে ৯০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
বিদেশ থেকে ঢাকায় বিমানবন্দরে এসে, সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি শুল্ক পরিশোধ করতে পারবেন।

বিশেষ অনুরোধ, দয়া করে বিদেশে থেকে পুরাতন টিভি আনবেন না। দেশে আনার পর এসব টিভি নষ্ট হলে দেশের পরিবেশের জন্য ক্ষতিকর। এসব যন্ত্রপাতিতে মানবস্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশের জন্য অনেক ক্ষতিকর উপাদান থাকে। সিসা, পারদ, ক্যাডমিয়াম, বেরিলিয়াম, লিড অক্সাইড প্রভৃতি ধাতব ও রাসায়নিক উপাদান মানুষের স্নায়ুতন্ত্র, যকৃৎ, বৃক্ক, হৃদ্যন্ত্র, ফুসফুস, মস্তিষ্ক, ত্বক ইত্যাদির জন্য ক্ষতিকর।

05/10/2023

বিশেষ বিজ্ঞপ্তি:-
জনাব,
বিমানের পক্ষ থেকে শুভেচ্ছা।

BG339/ঢাকা - রিয়াদ 01 নভেম্বর 23 থেকে পরবর্তী সকল ফ্লাইট ঢাকা থেকে 01.30 স্থানীয় সময় ছাড়বে।।
ফ্লাইট ছাড়ার 04 ঘন্টা আগে ঢাকা বিমানবন্দর রিপোর্ট করুন।

শুভেচ্ছান্তে:
সালাম ট্রাভেলস্ এন্ড ট্যুরিজম

সৌদি গামী সকল কর্মীর ফিঙ্গারপ্রিন্ট লাগবে।
04/10/2023

সৌদি গামী সকল কর্মীর ফিঙ্গারপ্রিন্ট লাগবে।

২৯ শে অক্টোবর থেকে ইতিহাদ এয়ারওয়েজ বাংলাদেশে আর ফ্লাইট পরিচালনা করবে না। যারা এরইমধ্যে এই রুটের জন্য টিকেট কেটে ফেলেছেন ...
03/10/2023

২৯ শে অক্টোবর থেকে ইতিহাদ এয়ারওয়েজ বাংলাদেশে আর ফ্লাইট পরিচালনা করবে না।

যারা এরইমধ্যে এই রুটের জন্য টিকেট কেটে ফেলেছেন দ্রুত রিফান্ড আবেদন করুন। আর টিকিট আংশিক মানে ওয়ান ওয়ে ব্যবহার করেছেন তারাও বাকি অংশের টাকা রিফান্ড পাবেন।

01/10/2023

সৌদি আরবের রাজকীয় দূতাবাস
ঢাকা,বাংলাদেশ

বিজ্ঞপ্তি.....

ঢাকায় অবস্থিত সৌদি আরবের রাজকীয় দূতাবাসের সকল অনুমোদিত অফিসের জন্য বিজ্ঞপ্তি। সৌদি আরবে কর্মসংস্থানের জন্য সকল ভিসার জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হবে, শুরু হবে আগামী ৮ই অক্টোবর, ২০২৩ থেকে। যেকোনো পাসপোর্ট যা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া হবে তা গ্রহণ করা হবে না।

কর্মসংস্থান ভিসা পেতে আগ্রহী ব্যক্তিদের অবশ্যই যমুনা ফিউচার পার্কে অবস্থিত সৌদি ভিসা সলিউশনস অ্যান্ড ট্রাভেল (তাশির) সেন্টারে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের জন্য যেতে হবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করা হলে পাসপোর্টটি গ্রহণ করা হবে। এরপর, অনুমোদিত অফিসের মাধ্যমে পাসপোর্টটি দূতাবাসের কনস্যুলার বিভাগে জমা দিতে হবে। অনুমোদিত অফিসের জন্য নির্ধারিত দিনে ভিসার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। বিষয়টি মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

আন্তরিক শুভেচ্ছান্তে,
কনস্যুলার বিভাগ

নতুন সৌদি আরব আগত যাত্রীদের সুবিধার্থে--
26/09/2023

নতুন সৌদি আরব আগত যাত্রীদের সুবিধার্থে--

বিশেষ বিজ্ঞাপতি:-
25/09/2023

বিশেষ বিজ্ঞাপতি:-

24/09/2023

বন্ধু যখন দালাল হয় 🇸🇦🇸🇦

21/09/2023

হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত হিসাবে একবার শুকরিয়া আদায় করি!

❝Alhamdulillah❞🥰

❤️❤️
17/09/2023

❤️❤️

আসসালামু আলাইকুম
সালাম ট্রাভেলস্ এন্ড ট্যুরিজম, আপনাকে স্বাগতম।।
আমাদের সেবাসমূহ:-
★এখানে সকল দেশের বিমানের টিকেট পাওয়া যায়।।
★ সকল এয়ারলাইনসের টিকেট রি-ইস্যু করা হয়।।
★ পাসপোর্ট মালুমাত এবং মেয়াদ বাড়ানো হয়।।
★ ফ্যামিলি ভিসা তোলা এবং মেয়াদ বাড়ানো হয়।।
★ড্রাইভিং লাইসেন্স বানানো হয়।
★সফর জেলের মাধ্যমে দেশে লোক পাঠানো হয়।
★ফাইনাল এক্সিট সংক্রান্ত কাজ করা হয়।।
★সিভি - ব্যাংক একাউন্ট খোলা এবং বিল পেমেন্ট করা হয়।।
ঠিকানা:- বাথা বাংলাদেশী মার্কেট, লুলু ৫ং গেইটের পাশে, কুমিল্লা হোটেলের সামনে, রিয়াদ, সৌদি আরব।
মোবাইল নং: 056 165 4462

16/09/2023

চীনের গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু
14 September 2023
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চীনের গুয়াংজু রুটে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। আজ ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত ১০:২০টায় ১৪৬ জন যাত্রী নিয়ে বিমানের ফ্লাইট বিজি৩৬৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে যাত্রা করেছে। ফ্লাইটটি গুয়াংজু পৌঁছাবে ১৫ সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর ০৪টায়। উদ্বোধনী ফ্লাইট উপলক্ষ্যে বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ (যুগ্মসচিব) জনাব মোঃ ছিদ্দিকুর রহমান এবং পরিচালক বিপণন ও বিক্রয় (যুগ্মসচিব) জনাব মোঃ কামরুল হাসান খান এনডিসি সহ বিমানের উর্ধতন কর্মকর্তাগণ বিমানবন্দরে উপস্থিত হয়ে সম্মানিত যাত্রীবৃন্দকে স্বাগত জানান এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।



ঢাকা থেকে সপ্তাহে প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ১০:২০টায় গুয়াংজুর উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। সপ্তাহে প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার বিজি৩৬৭ স্থানীয় সময় ভোর ০৫:৩০টায় গুয়াংজু থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় সকাল ০৭:২০টায়। ১৬২ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে গুয়াংজু ফ্লাইট পরিচালিত হচ্ছে।

স্বপ্ন - পরিশ্রম - সফলতা ❤️
13/09/2023

স্বপ্ন - পরিশ্রম - সফলতা ❤️

Address

Batha

Telephone

+966561654462

Website

Alerts

Be the first to know and let us send you an email when আসফিয়া ট্রাভেলস এন্ড কার্গো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আসফিয়া ট্রাভেলস এন্ড কার্গো:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share