Hankata Bridge, Gazipur

  • Home
  • Hankata Bridge, Gazipur

Hankata Bridge, Gazipur Its a nice place for journey lover and safe place to taken food with friends and family

11/07/2023
26/11/2018

Hankata Bridge, Gazipur

06/03/2018

আমরা এর উল্টোটা করি 😔😔😔😔

এক ব্যক্তি স্ত্রীর উগ্রমেজাজী কথায় অতিষ্ট হয়ে খলিফা.উমর (রাঃ) এর কাছে আসেন নালিশ করার জন্য।
:
খলিফার ঘরের দরজায় আসতেই তিনি শুনতে পান খলিফার স্ত্রী রাগতস্বরে খলিফার সাথে কথা বলছে । শুনে ঐ ব্যক্তি তো হতবাক। তিনি খলিফাকে কিছু না বলে ফিরে চললেন...।
ইতিমধ্যে খলিফা দরজা খুলে।বাইরে এলেন। ঐ ব্যাক্তিকে চলে যেতে দেখে ডাক
দিলেন। জানতে চাইলেন, কেনো এসেছিলে আর কেনোই বা কিছু না বলেই চলে যাচ্ছ।
ঐ ব্যাক্তি বললেন, আমি এসেছিলাম স্ত্রীর ব্যাপারে নালিশ করতে কিন্তু এসে শুনলাম আপনার স্ত্রী আপনাকে আরো বেশী কথা শোনাচ্ছে। তাই ফিরে যাচ্ছিলাম।আচ্ছা আমরা পুরুষরা আপনাকে বাঘের মত ভয় করি সেখানে একজন মহিলা আপনাকে কি করে কথা শোনায়...??
:
হযরত উমর রাঃ বলেন, ভাই ঐ মহিলার অনেক হক্ব আছে যা আমি আদায় করতে পারিনি। তাছাড়া এই মহিলা আমার রান্না করে, ঘরবাড়ি কাপড়।চোপর পরিস্কার করে, সন্তানদের প্রতিপালন করে এমনি আরও অনেক অনেক কাজ যা সে করতে বাধ্য নয়। এসব কাজ করে সে আমায় এহসান করে, অতএব সে একজন পাওনাদার আর পাওনাদারের দু' কথা বেশী বলার অধিকার আছে।
ঐ ব্যক্তি তখন বললো আমার স্ত্রীও তো এসব কাজকরে এবং আমিও তো তার অনেক হক্বই আদায় করতে পারিনি। খলিফা হাসি মুখে বললেন, তাহলে ভাই একটু সহ্য কর।
এই ছোট্ট একটা উদাহরণ দেখলেই বোঝা যায় কতটুকু সম্মান দিয়েছে ইসলাম নারীদের।
সংসারের সুখ-শান্তি নষ্ট হওয়ার জন্য একতরফাভাবে নারীদের উপর দোষ না চাপিয়ে পুরুষদের উচিত নারীদের প্রাপ্য সম্মান দেয়া ও সহযোগী মনোভাব পোষণ করা।
আর একটু চুপ থেকে ও ধৈর্য ধরে যদি সংসারে শান্তি পাওয়া যায়, তাহলে কেন নয়...!!!

05/09/2017
ফ্রী !!! আজীবন বাংলালিংক সিমে ফ্রী মিসড কল এলার্ট (Free Missed Call Alert For Banglalink)

ফ্রী !!! আজীবন বাংলালিংক সিমে ফ্রী মিসড কল এলার্ট (Free Missed Call Alert For Banglalink)

ফ্রী !!! আজীবন ফ্রী!!! বাংলালিংক সিমে ফ্রী মিসড কল এলার্ট চালু করুন।

25/06/2017

Timeline Photos

31/05/2017

ইফতার সম্পর্কিত সুন্দর একটি হাদিস
রাসুল (সাঃ) বলেছেন
যখন কনো রোজাদার
মুসলমান ইফতারি সামনে নিয়ে
আজানের জন্য অপেক্ষা করতে
থাকে
কিন্তু ইফতারি স্পর্শ
করে না; তখন মহান আল্লাহ তাঁর
ফেরেশতাদের বলেন এই বান্দা-রা
বসে আছে
কেন? এদের সামনে তো খাবার
আছে!”
ফেরেশতারা উত্তর দেনঃ।হে
আল্লাহ এঁরা আপনাকে সন্তুষ্ট
করার জন্য আজ সারাদিন দানা-
পানি স্পর্শ
না করে সংযম করে রোজা
রেখেছে আর, এখন
অপেক্ষা করছে—আপনার হুকুমের
(আযানের) জন্য; যদি-ও তাঁদের
সামনে অনেক
খাবার আছে তাঁরা আপনার হুকুম
(আজান) পেলে-ই স্পর্শ করবে”
আল্লাহ ফেরেশতাদের
কে বলেনঃ “আমি যখন এঁদের সৃষ্টি
করি, তখন তোমরা বলেছিলেঃ এঁরা
কেবল
বিবাদ করবে
অথচ, এঁরা শুধু আমাকে সন্তুষ্ট করার জন্য
সংযম করছে ,ইফতারি স্পর্শ করছে না!”
ফেরেশতারা তখন ভুল স্বীকার
করে নিশ্চুপ থাকবে। মহান আল্লাহ
বলবেন ইফতারি স্পর্শ করার সাথে
সাথে (আযানের সাথে সাথে) এই
সংযম-
পালন কারীদের সকল চাওয়া-
পাওয়া,
দোয়া, মনের ইচ্ছা পুরন করে দাও
যারা রোজাদার, তাঁদের কে
আমার পক্ষ থেকে ক্ষমার সু-সংবাদ
দিয়ে দাও; তাঁরা যা কল্পনা-ও
করেনি, সেই রহমত, বরকত, দিয়ে দাও
(সুবাহানআল্লাহ্)
[বুখারী শরিফ] আমিন

28/05/2017

মাসজিদুল হারামের ইমাম শাইখ মাহির রমাদানের শেষ দশ দিনের জন্য এক চমৎকার আমলের ফর্মুলা দিয়েছেন:
=======================
১) প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর (১০০০ মাস) পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।
২) প্রতিদিন দু' রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দু' রাকা'আত সালাতের সাওয়াব পাবেন।
৩) প্রতিদিন তিন বার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন ।
তিনি আরও বলেন, উপরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনে এ আমল করবে, আপনিও তাদের আমলের সমান সাওয়াব পাবেন
ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ভালো কাজের পথ
প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।..." [মুসলিম ২৬৭৪].. (Collected). If you find anything wrong here,. Please suggest us, to.edit

28/04/2017

এখন প্রচুর মানুষ প্রতিদিন এখানে ঘুরতে আসেন।

29/03/2017

weather for a great treat by friends :)

Address

Harinal Bridge, Gazipur
Dhaka
1090

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hankata Bridge, Gazipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share