QUEEN Island Tourism.

  • Home
  • QUEEN Island Tourism.

QUEEN Island Tourism. It's a join travel agency�

13/09/2023

আগামী ২৭/০৯/২৩ রোজ বুধবার.এমভি বারোআউলিয়া. টেকনাফ-সেন্টমার্টিন- টেকনাফ. নৌরুটে চলাচল শুরু করিবে।
টিকেটের জন্য যোগাযোগঃ 01740580033.

আগামী ২৭/০৯/২৩ রোজ বুধবার থেকে এমভি বারোআউলিয়া জাহাজ টেকনাফ-সেন্টমার্টিন- টেকনাফ. নৌরুটে চলাচল শুরু করিবে।টিকেটের জন্য য...
13/09/2023

আগামী ২৭/০৯/২৩ রোজ বুধবার থেকে এমভি বারোআউলিয়া জাহাজ টেকনাফ-সেন্টমার্টিন- টেকনাফ. নৌরুটে চলাচল শুরু করিবে।
টিকেটের জন্য যোগাযোগঃ 01740580033.

05/08/2023

যে পাঁচটি গাছ ঘরে রাখলে দূষিত বাতাস পরিষ্কার করার কাজ করবে।

সম্প্রতি প্রকাশ পাওয়া NASA এক গবেষণার বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, এমন কিছু গাছ রয়েছে, যা ঘরে রাখলে শুধুমাত্র অক্সিজেনই পাবেন না, সঙ্গে ঘরের মধ্যে থাকা দূষিত বাতাস পরিষ্কার করার কাজ করবে এগুলি।

দেখে নিন কোন কোন গাছ এখন থেকে সাজিয়ে রাখবেন ঘরের মধ্যে :

১) অ্যালোভেরা : বাংলা যাকে বলে ঘৃতকুমারি। ঘরের অক্সিজেনের মাত্রা বাড়াতে এর জুড়ি নেই। ঘরের মধ্যে থাকা কার্বন মনো-অক্সাইড, কার্বন ডাই-অক্সাইড, ফর্মালডিহাইডের (টক্সিন) মতো ক্ষতিকারক জিনিস শোষণ করে নেয়। মাত্র একটি গাছই ৯টি বায়োলজিকাল এয়ার পিউরিফায়ার ক্যানের মতো বাতাস পরিষ্কার করার কাজ করতে পারে।

২) গোল্ডেন পথোস : নাসার বৈজ্ঞানিকদের মতে, প্রত্যেকটি ঘরে এ গাছ রাখা উচিত। কারণ ঘরের বাতাসের ৬০ শতাংশ টক্সিন এবং ৫৮ শতাংশ পর্যন্ত দুর্গন্ধ শুষে নিতে পারে ঘরে নিয়ে আসার মাত্র ৬ ঘণ্টার মধ্যে।

৩) স্পাইডার প্ল্যান্ট : খুব কম আলোতেও এরা সালোকসংশ্লেষ করতে পারে। ফলে এই গাছটি খুব বেশি পরিমানে অক্সিজেন দিতে থাকে। তা ছাড়া স্টাইরিন, গ্যাসোলিন জাতীয় টক্সিন বাতাস থেকে শুষে নিতে সক্ষম। একটা গাছ প্রায় ২০০ বর্গ মিটার জায়গার বাতাস পরিশুদ্ধ করে তুলতে পারে।

৪) স্নেক প্ল্যান্ট : এ গাছ সহজে মরে না। বিশেষ আলো বা পানিরও প্রয়োজন হয় না। টক্সিন পরিষ্কার বা অক্সিজেন সরবরাহ তো করেই। তার সঙ্গে সব থেকে ভালো ব্যাপার, রাতেও এরা অক্সিজেন ঘরের মধ্যে ছাড়তে থাকে। বেডরুমে রাখার জন্য সব থেকে আদর্শ গাছ এটা।

৫) পিস লিলি : বাতাসে উপস্থিত রাসায়নিক এবং টক্সিন নিমেষের মধ্যে শুষে নেয়। বিশেষত ট্রাইক্লোরোথাইলিন এবং ফর্মালডিহাইড জাতীয় টক্সিন শুষে বাতাস পরিষ্কার করে দেয়।

সূত্রঃ কৃষি বার্তা

Address

Nikunja-2 Road-6 House-18 5A
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when QUEEN Island Tourism. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share