Ornob Orna World Vision

  • Home
  • Ornob Orna World Vision

Ornob Orna World Vision This is Our Official Fan Page . We provide any kind of Air Ticket & Visa process . Thanks .

Ornob Orna World Vision is a Government & IATA Approved Travel Agency being managed by a team of professionals with several years of experience in the field of Tours & Travel trade and in the field of hospitality in Bangladesh.We offers very comparative fares including packages. Our strives for the highest quality and continue to improve services for all clients.We maintains the highest standard o

f integrity and transparency of our clients.That's why our slogan is "We Assure The Best Services".........

Mohammed Yousuf Officer sales & accounts Call: 019-19449706 e-mail [email protected]

06/12/2014
05/12/2014
ORNOB
05/12/2014

ORNOB

Ornob & orna
05/12/2014

Ornob & orna

04/12/2014

Hello World !!!

23/09/2014
23/09/2014

ফেনী জেলা...।।
ফেনী জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

পরিচ্ছেদসমূহ

১ ভৌগোলিক সীমানা
২ প্রশাসনিক এলাকাসমূহ
৩ শিক্ষা প্রতিষ্ঠান
৩.১ বিদ্যালয়
৩.২ মহাবিদ্যালয়
৩.৩ অন্যান্য
৪ ইতিহাস
৫ উল্লেখযোগ্য ব্যক্তি
৬ অর্থনীতি
৭ চিত্তাকর্ষক স্থান
৮ খেলাধুলা
৯ ফেনী জেলার প্রকাশিত সংবাদপত্র
৯.১ অনলাইন সংবাদপত্র সমূহ:
১০ উন্নয়ন ও সামাজিক সংগঠন
১১ আরো দেখুন
১২ তথ্যসূত্র
১৩ বহিঃসংযোগ

ভৌগোলিক সীমানা

চট্টগ্রাম বিভাগের অধীন ফেনী জেলার মোট আয়তন ৯২৮.৩৪ বর্গ কিলোমিটার। উত্তরে কুমিল্লার লাংগলকোট উপজেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম জেলা ও বঙ্গোপসাগর, পশ্চিমে নোয়াখালীর সেনবাগ উপজেলা, পশ্চিম-দক্ষিণে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা, পূর্ব-উত্তরে ভারতের মিজোরাম এবং পূর্ব-দক্ষিণে চট্রগ্রামের মিরেরসরাই উপজেলা।[২]
প্রশাসনিক এলাকাসমূহ

ফেনী জেলায় ৬টি উপজেলা, ৬টি থানা, ৫টি পৌরসভা, ৪৩টি ইউনিয়ন, ৫৬৪টি গ্রাম এবং ৫৪০টি মৌজা রয়েছে।[৩]

উপজেলাসমূহ

ফেনী সদর উপজেলা
ছাগলনাইয়া উপজেলা
সোনাগাজী উপজেলা
ফুলগাজী উপজেলা
পরশুরাম উপজেলা
দাগনভূঁইয়া উপজেলা

পৌরসভাসমূহ

ফেনী জেলায় ৫ টি পৌরসভা রয়েছে:[৩]

ফেনী পৌরসভা
দাগনভূঁইয়া পৌরসভা
সোনাগাজী পৌরসভা
ছাগলনাইয়া পৌরসভা
পরশুরাম পৌরসভা

শিক্ষা প্রতিষ্ঠান
বিদ্যালয়

আমীরাবাদ বিসি লাহা স্কুল এ্যন্ড কলেজ
কাজিরবাগ হাজি দোস্ত মোহাম্মাদ উচ্চ বিদ্যালয়য়
জায়লস্কর উচ্চ বিদ্যালয়
ফেনী শিশু নিকেতন
ফেনী বালিকা বিদ্যানিকেতন
ফেনী জি এ একাডেমী স্কুল
ফেনী মডেল হাই স্কুল
ফেনী সরকারী পাইলট হাই স্কুল
ফেনী সারকারী বালিকা উচ্চ বিদ্যালয়
ফেনী সেন্ট্রাল হাই স্কুল
শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ

মহাবিদ্যালয়

ফেনী সরকারী কলেজ
ফেনী সাউথ-ইষ্ট কলেজ
জয়নাল হাজারী কলেজ
ফেনী জিয়া মহিলা কলেজ

অন্যান্য

ফেনী গার্লস ক্যাডেট কলেজ
ফেনী পলিটেকনিক ইন্সিটিউট
ইনস্টিটিউট অব কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি (আইসিএসটি)
ফেনী কম্পিউটার ইন্সিটিউট
আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা
ফেনী আলিয়া মাদ্রাসা
এছহাকিয়া সিনিয়র মাদরাসা
উল্লেখযোগ্য ব্যক্তি

হযরত মা্ওলানা ইছহাক সাহেব (রঃ) - বিশিষ্ঠ ইসলামিক ও আধ্যাত্মিক ব্যাক্তিত্ব
সেলিম আল দীন - নাট্যকার ও গবেষক।
সুমাইয়া কাজী - নারী উদ্যোক্তা।
শমী কায়সার - অভিনেত্রী এবং প্রযোজক।
শহীদুল্লাহ কায়সার - লেখক ও বুদ্ধিজীবী।
জাফর ইমাম - মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী।
বঙ্গবীর শমসের গাজী - ব্রিটিশ বিরোধী বিপ্লবী
আমীন আহম্মেদ চৌধুরী - মুক্তিযোদ্ধা।
কাইয়ুম চৌধুরী - চিত্রশিল্পী।
গিয়াস কামাল চৌধুরী - সাংবাদিক, কলামিস্ট ও সংবাদ বিশ্লেষক।
জহুর হোসেন চৌধুরী - সাংবাদিক।
খালেদা জিয়া - বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বতর্মান বিরোধী দলীয় নেত্রী।
ওয়াসফিয়া নাজরীন- পর্বতারোহী, এভারেস্ট বিজয়ী ২য় বাঙালি নারী।
সালাহউদ্দিন মমতাজ - মুক্তিযোদ্ধা
শামসুন নাহার মাহমুদ - নারী মুক্তি আন্দোলনের নেত্রী।
সুলতান মাহমুদ - মুক্তিযোদ্ধা, সাবেক জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী এবং উপ-প্রধান সামরিক আইন প্রশাসক।
এ বি এম মূসা - সাংবাদিক।
জহির রায়হান - চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, গল্পকার।
স্যার এ এফ রাহমান - ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙ্গালী উপাচার্য।
আবদুস সালাম - ভাষা শহীদ
আবদুস সালাম - বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা এবং প্রথম মহাপরিচালক।
গিয়াস উদ্দিন সেলিম - নাট্যকার-নাট্যনির্মাতা ও চলচ্চিত্রকার।
ইনামুল হক - অভিনেতা, লেখক, নাট্যকার
গাজীউল হক - সাহিত্যিক, গীতিকার এবং ভাষাসৈনিক।
নাহিদ রাব্বী -ছাত্র

অর্থনীতি

ফেনী জেলার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। জেলার মধ্যদিয়ে কয়েকটি নদী প্রবাহিত হওয়ার ফলে এর কৃষি জমি সমূহ বেশ উর্বর। এছাড়া এ অঞ্চলের অনেক লোক বিদেশ থাকার ফলে প্রচুর পরিমাণ বৈদিশিক আয় এ জেলার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে।
চিত্তাকর্ষক স্থান

রাজারজি দীঘি, মুহুরি প্রজেক্ট, স্লুইস গেইট, পাগলা মিয়ার মাজার, শিলুয়ার শীল পাথর, মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ ও বাসভবন, চাঁদগাজী মসজিদ, ফেনী সরকারি কলেজ ভবন, মহিপালের বিজয় সিংহ দীঘি।,শমসের গাজীর দিঘী, নারীকেল বাগান,কৈয়ারা দিঘী, তৃপ্তি এগ্রো পার্ক, জগন্নাথ বাড়ী (ছাগলনাইয়া), ফেনী শিশু পার্ক ,পরীর দিঘী ,শহীদ সালাম গ্রন্থাগার ও জাদুঘর ,চৌধুরী বাগান বাড়ী, নিহাল পল্লী ,ফেনী নদী, ফেণী কম্পিউটার ইন্সিটিউট
খেলাধুলা

ফেনী সকার ক্লাব: বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগ ও বি-লীগে ঢাকার বাহিরের জেলার একমাত্র দল।
রামপুর বয়েজ ক্লাব,ফেনী: গ্রামীন ফোন ফেডারেশন কাপ,২০১২ অংশ গ্রহনকারী দল।[১]
ফেনী প্রগ্রেসিভ লিংক (এফপিএল) অথরিটি: ফেনীর ক্রিকেট খেলার মান উন্নায়নের জন্য কাজ করছে এই সংগঠন। এই সংগঠনটি ফেনী বাসীদের কয়েকটি সফল টুর্নামেন্ট উপহার দিয়েছে । জেলা পর্যায়ে বেসরকারীভাবে স্কুল ক্রিকেট সারা বাংলাদেশে প্রথমবারের মত এফপিএল স্কুল ক্রিকেট ২০১১ অনুষ্ঠিত হয়েছে।[১২]

ফেনী জেলার খেলাধুলায় গুরুত্বপূর্ণ স্বাক্ষর রাখছে এলাকার বিভিন্ন ক্রীড়া সংগঠন।
ফেনী জেলার প্রকাশিত সংবাদপত্র

ফেনী জেলা থেকে প্রায় ৩৪টির মতো সংবাদপত্র প্রকাশিত হয়।[১৩]
অনলাইন সংবাদপত্র সমূহ:

দৈনিক সকালের কণ্ঠ
ফেনী সংবাদ
আলোকিত বাংলা
নোয়াখালী ওয়েব
দৈনিক স্টার লাইন

উন্নয়ন ও সামাজিক সংগঠন

ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটি
রোটারী ক্লাব অব ফেনী
সোসাইটি ফর হিউম্যান রাইটস, ফেনী
দক্ষিন কোলাপাড়া সেবা সংগ, ফেনী

আরো দেখুন

চট্টগ্রাম বিভাগ
বাংলাদেশের জেলাসমূহ

কুয়াকাটার কিছু ছবি
23/09/2014

কুয়াকাটার কিছু ছবি

23/09/2014

কুয়াকাটা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুয়াকাটা সমুদ্রসৈকত

কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা "সাগর কন্যা" হিসেবে পরিচিত।

অবস্থান: পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে কুয়াকাটা অবস্থিত। ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব ৩৮০ কিলোমিটার, বরিশাল থেকে ১০৮ কিলোমিটার।

ইতিহাস: কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরকানীদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস। 'কুয়া' শব্দটি এসেছে 'কুপ' থেকে। ধারণা করা হয় ১৮ শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতারিত হয়ে আরকানীরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কুপ খনন করেছিলনে, সেই থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা![১] , pp. 372)

বর্ননা: ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। বাংলাদেশের এটাই একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই ভাল দেখা যায়, সব চাইতে ভালোভাবে সূর্যোদয় দেখা যায় সৈকতের গঙ্গামতির বাঁক থেকে আর সূর্যাস্ত দেখা যায় পশ্চিম সৈকত থেকে।

এছাড়া আরও যে সব দর্শনীয় স্থান রয়েছে কুয়াকাটায় সেগুলো হলো- ফাতরার বন: সমুদ্রসৈকতের পশ্চিম দিকে ম্যানগ্রোভ বন শুরু হয়েছে, যার নাম ফাতার বন। সংরক্ষিত বনভুমি ফাতরার বন ইতিমধ্যে দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে রয়েছে কেওড়া, গেওয়া, সুন্দরী, ফাতরা, গরান, বাইন, গোলপাতা ইত্যাদি ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ এবং বানর, শূকরসহ অসংখ্য জীবজন্তু ও পাখি। সমুদ্রসৈকত থেকে ইঞ্জিনচালিত বোটে এক ঘণ্টার যাত্রাপথে ফাতরার বনে যাওয়ার ব্যবস্থা রয়েছে।[২]

কুয়াটারা 'কুয়া': কুায়াকাটা সমুদ্রসৈকতের কাছে রাখাইন পল্লী কেরানীপাড়ার শুরুতেই একটা বৌদ্ধ মন্দিয়ের কাছে রয়েছে প্রাচীন কুপ গুলোর মধ্যে একটি কুপ। তবে বারবার সংস্কারের কারণে এর প্রাচীন রূপটা এখন আর খুঁজে পাওয়া যায় না। [১] , pp. 373)
A boy in Kuakata
Kua of Kuakata
Kua of Kuakata
A Broken Ship of Kuakata

সীমা বৌদ্ধ মন্দির: কুয়াকাটার প্রাচীন কুয়াটির সামনেই রয়েছে প্রাচীন একটি বৌদ্ধ মন্দির, নাম সীমা বৌদ্ধ মন্দির। প্রাচীন এই মন্দিরে রয়েছে প্রায় সাঁইত্রিশ মন ওজনের অষ্ট ধাতুর তৈরি ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি।

কেরানিপাড়া: সীমা বৌদ্ধ মন্দিরের সামনে থেকেই শুরু হয়েছে রাখাইন আদিবাসীদের পল্লী কেরানিপাড়া। এখানকার রাখাইন নারীদেও প্রধান কাজ কাপড় বুনন।

আলীপুর বন্দর: কুয়াকাটা থেকে প্রায় চার কিলোমিটার উত্তরে রয়েছে দক্ষিণাঞ্চলের অন্যতম বড় একটি মাছ ব্যবসা কেন্দ্র আলীপুর। এ বন্দর থেকে প্রতিদিন শত শত ট্রলার বঙ্গোপসাগরে যায় মাছ ধরতে।

মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির: কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় আট কিলোমিটার পূর্বে রাখাইন আদিবাসীদের আরকেটি বাসস্থল মিশ্রিপাড়ায় রয়েছে আরেকটি বৌদ্ধ মন্দির। এ মন্দিরেই রয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি। এখান থেকে কিছু দূরে আমখোলা পাড়ায় রয়েছে এ অঞ্চলের সবচেয়ে বড় রাখাইন বসতি।

গঙ্গামতির জঙ্গল: কুয়াকাটা সুমুদ্র সৈকত পূব দিকে শেষ হয়েছে গঙ্গামতির খালে গিয়ে। আর এখানে শুরু হয়েছে গঙ্গামতির বা গজমতির জঙ্গল। বিভিন্ন রককম গাছপালা ছাড়াও এই জঙ্গলে দেখা মিলতে পারে বন মোরগ, বানর ও নানা রকম পাখির।[৩]

যোগাযোগ ব্যবস্থা: ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার জন্য সবচেয়ে ভালো যোগাযোগ ব্যবস্থা হলো সদরঘাট থেকে লঞ্চে পটুয়াখালী। সেখান থেকে বাসে কুয়াকাটা। ঢাকা থেকে পটুয়াখালী রুটে চলাচল করে এমভি দ্বীপরাজ, সৈকত ইত্যাদি লঞ্চ। এসব লঞ্চে প্রথম শ্রেনীর দ্বৈত কেবিনের ভাড়া ৮৫০-১০০০ টাকা। পুটুয়াখালী বাস স্টেশন থেকে প্রতি ঘন্টায় কুয়াকাটার বাস ছাড়ে। ভাড়া ৬০-৭০ টাকা। এছাড়া ঢাকা থেকে লঞ্চে বরিশাল এসে সেখান থেকেও বাসে চড়ে কুয়াকাটা আসা যায়। ঢাকা থেকে বরিশাল ও পটুয়াখালীর লঞ্চগুলো ছাড়ে প্রতিদিন সন্ধ্যায়। ঢাকা থেকে সরসরি বাসও চলে কুয়াকাটার পথে। কমলাপুর বিআরটিসি বাস স্টেশন থেকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ছাড়ে সরকারী পরিবহন সংস্থার বাস। আর গাবতলী বাস টার্মিনাল থেকে কুয়াকাটার পথে চলে সাকুরা, সুরভী, দ্রুতি ইত্যাদি পরিবহনের বাস। ভাড়া ৪৫০-৫০০ টাকা।[৩]

থাকার ব্যবস্থা: কুয়াকাটায় থাকার জন্য এখন বেশ কয়েকটি ভালো মানের হোটেল আছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো পর্যটন করপোরেশনের পর্যটন হলিডে হোমস। ফোন- ঢাকা বুকিং কার্যালয়- ৮৮১১১০৯, ৯৮৯৯২৮৮, কুয়াকাটা- ০৪৪২৮-৫৬০০৪, ১৭১-০১১৪৮৩। হোটেল স্কাই প্যালেস, ফোন- ঢাকা বুকিং কার্যালয়- ৭১০০৫৯০, ০১৭১১-৫৪২৮৮১। কুয়াকাটা ০৪৪২৮-৫৬০২৬, ০১৭২৭-০৩০২৪৮। হোটেল নীলঞ্জনা ইন্টারন্যাশনাল, ফোন- ০১৭১-৩০২৪০৮৭, ০১৭১২২২-৮১৪৪। হোটেল গোল্ডেন প্যালেস, ফোন ঢাকা বুকিং কার্যালয়-০১৭১৫০৬১২০১, কুয়াকাটা- ০৪৪২৮-৫৬০০৫, ০১৭১১-৪৪১৬২২। হোটেল সাগর কন্যা, ফোন ঢাকা বুকিং কার্যালয় ৮৩১৪০৬১, ০১৭২০২০৯০২৯, কুয়াকাটা- ০৪৪২৮-৫৬০২০, ০১৭২০২০৯০২৯।[৩]

ঢাকা শহর এর বহুতল ভবন সমূহ
23/09/2014

ঢাকা শহর এর বহুতল ভবন সমূহ

When we are working in the office
21/09/2014

When we are working in the office

AIRPORT PICTURE
21/09/2014

AIRPORT PICTURE

ALL AIRLINES PICTURE
21/09/2014

ALL AIRLINES PICTURE

Address

147/3, 3rd Floor, Nasrin Bhaban
Fokirapool
DHAKA-1000

Alerts

Be the first to know and let us send you an email when Ornob Orna World Vision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ornob Orna World Vision:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share