06/08/2024
গতকাল মানুষ বিজয় উল্লাসের ফলে সংসদ ভবনে যা আবর্জনা জড়ো হয়েছিলো তা ২৪ ঘন্টার আগেই পরিষ্কার করে ফেলেছে আমাদের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা চাইলেও পারে এবং তারা দেখিও দিলো। ট্রাফিক জ্যামের শহরে তারাই আজকে নিয়ন্ত্রণ করছে, তারাই দেশ পরিস্কার করছে , তারাই সুন্দর ভাবে শহর মেইনটেইন করছে, তারাই আগামীর সুন্দর দেশ গড়ার জন্য নিজেদের বিলিয়ে দিচ্ছে।
আপনারা নিজে পরিষ্কার থাকুন, দেশ কে পরিষ্কার করুন। পরিবেশ ভালো রাখুন। পজিটিভিটি ছড়ান, নেগেটিভ কিছু ছড়াইয়েন না প্লিজ।