Million miles

  • Home
  • Million miles

Million miles ভ্রমণ করুন মনের আনন্দে..

08/01/2024
👣👣  Million Miles 👣👣 Royal Tulip (অবিশ্বাস্য কম খরচে) (দুই দিন একরাত)🧍যাত্রার তারিখ- ১৮/০৮/২০২২ সকাল ৫.৩০ টা ( বাস টার্ম...
13/08/2022

👣👣 Million Miles 👣👣

Royal Tulip (অবিশ্বাস্য কম খরচে)
(দুই দিন একরাত)

🧍যাত্রার তারিখ- ১৮/০৮/২০২২ সকাল ৫.৩০ টা ( বাস টার্মিনাল )
🚶‍♀️ফিরবো- ১৯/০৮/২০২২ আনুমানিক রাত ১০ টার ভিতর।

💲ভ্রমণের খরচঃ
৩৬০০ টাকা প্রতি জন, কাপল ৭২০০

🥳 এই খরচে যা যা পাবেনঃ
🚒 চট্টগ্রাম - কক্সবাজার নন-এসি বাস, সকল ধরনের পরিবহন খরচ
🍒🥪 সকালের খাবার ২ দিন, দুপুরের খাবার ২দিন, বিকালের নাশতা ২ দিন, রাতের ডিনার প্রথম দিন।
🖐️ কনফার্মেশন- ১৫ আগষ্ট পর্যন্ত।
👍কনফার্ম করার জন্য জনপ্রতি ২৫০০ টাকা করে কনফার্মেশন মানি জমা দিতে হবে। (অফেরতযোগ্য)

📳 বিকাশ নাম্বার ও যোগাযোগঃ
01777389388 পারসোনাল

🎒সাথে নিবেনঃ
🧥👒👠🥾🕶️ প্রয়োজনী কাপড়, বালিতে হাটার উপযোগী জুতা, টুপি, সানগ্লাস, সানস্ক্রিন, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, ছাতা, ন্যাশনাল আইডি, প্রয়োজনীয় ঔষধ।

অনেক ভালোলাগার একটি জায়গা মারমেইড ইকো রিসোর্ট🥰
15/11/2021

অনেক ভালোলাগার একটি জায়গা মারমেইড ইকো রিসোর্ট🥰

👣👣  Million Miles 👣👣 কক্সবাজার মারমেইড ইকো রিসোর্ট   (দুই দিন একরাত)🧍যাত্রার তারিখ- ০৮/১০/২০২১ সকাল ৫.৩০ টা ( বাস টার্মি...
19/09/2021

👣👣 Million Miles 👣👣
কক্সবাজার মারমেইড ইকো রিসোর্ট (দুই দিন একরাত)

🧍যাত্রার তারিখ- ০৮/১০/২০২১ সকাল ৫.৩০ টা ( বাস টার্মিনাল )
🚶‍♀️ফিরবো- ০৯/১০/২০২১ আনুমানিক রাত ৯ টার ভিতর।

💲ভ্রমণের খরচঃ
৪০০০ টাকা প্রতি জন

🥳 এই খরচে যা যা পাবেনঃ
🚒 চট্টগ্রাম - কক্সবাজার নন-এসি বাস, সকল ধরনের পরিবহন খরচ
🍒🥪 সকালের খাবার ২ দিন, দুপুরের খাবার ২দিন, বিকালের নাশতা প্রথম দিন, রাতের ডিনার প্রথম দিন।
🖐️ কনফার্মেশন- ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। 💰 ডিপোজিট করে আসন নিশ্চিত করুন
🗿মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।
👍কনফার্ম করার জন্য জনপ্রতি ২০০০ টাকা করে কনফার্মেশন মানি জমা দিতে হবে। (অফেরতযোগ্য)

📳 বিকাশ নাম্বারঃ
01777389388 পারসোনাল

🎒সাথে নিবেনঃ
🆗অব্যশই ন্যাশনাল আইডি এর ফটোকপি।
🧥👒👠🥾🕶️ প্রয়োজনী কাপড়, বালিতে হাটার উপযোগী জুতা, টুপি, সানগ্লাস, সানস্ক্রিন, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার
⚕️ প্রয়োজনীয় ঔষধ

🎤 ট্যুর প্লান বিস্তারিতঃ
সকাল ৫.৩০ এ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা
আনুমানিক ১০টায় কক্সবাজার ডলফিন মোড় নেমে সিএনজি গাড়িতে করে চলে যাব মারমেইড ইকো রিসোর্ট । চ্যাক ইন ১২ টা।
পরের দিন ১১ টায় রয়েল টিউলিপ চ্যাক আউট করে ১ টা নাগাদ পুনরায় ডলফিন মোড়ে দুপুরের খাওয়া দাওয়া করে কলাতলী বিচএ হালকা কেনাকাটা ঘুরাঘুরি শেষে ৫টায় কক্সবাজার গাড়িতে উঠে পরবো চট্টগ্রামের উদ্দেশ্য।
রাত আনুমানিক ৯ টা নাগাদ নতুন ব্রিজ বাস টার্মিনাল পৌঁছে যাবো আশা করা যায়।
🧍💃ছেলে মেয়ে যে কেউ আমাদের সাথে যেতে পারবেন। বিশেষ করে মেয়ে আপু স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন কারন এ গ্রুপের একজন মেয়ে হোস্ট রয়েছে।
↪️ আপনার টাইমলাইনে শেয়ার করুন, যাতে আপনার পরিচিতরাও সুযোগ পায়।

📛লক্ষ্যে রাখুনঃ
🙊আমাদের সাথে অনেক নারী ট্রাভেলার ভ্রমণে থাকবেন, তাদের ৷
প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।
🚮পরিবেশ নোংরা করা যাবে না।
🚭 ধূমপান থেকে বিরত থাকুন

🔜 ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন:
☎ মুক্তা 01777389388

আবার হবে কক্সবাজার,  হিমছড়ি ট্যুর..কক্সবাজারের সবচাইতে নামকরা রিসোর্ট ডিভাইন ও মারমেইড এ থাকবো আমরা💃💃
03/09/2021

আবার হবে কক্সবাজার, হিমছড়ি ট্যুর..
কক্সবাজারের সবচাইতে নামকরা রিসোর্ট ডিভাইন ও মারমেইড এ থাকবো আমরা💃💃

আকাশ দেখতে হালদা নদীর পথে
08/08/2021

আকাশ দেখতে হালদা নদীর পথে

🌸পিংক সিটি🌸
08/08/2021

🌸পিংক সিটি🌸

23/12/2020

😍😍

21/12/2020

সাজেক ভ্যালি।😍😍

শীতের  শুরুতেই অপরূপ সাজে সেজেছে প্রকৃতির রাণী রাঙ্গামাটির সাজেক ভ্যালি। শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। তার সাথে কুয়াশা...
20/12/2020

শীতের শুরুতেই অপরূপ সাজে সেজেছে প্রকৃতির রাণী রাঙ্গামাটির সাজেক ভ্যালি। শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। তার সাথে কুয়াশা। পাহাড়ে চূড়ায় ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। সাদা মেঘের আড়ালে সাজেকের পাহাড়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত যেন এক স্বর্গীয় রূপ।

মেঘের ভেলা দেখতে আসা পর্যটকের গান বলে দিচ্ছে প্রকৃতির রাণী সাজেক মানুষকে কতটা আবেগ-আপ্লুত করতে পারে। তা গুনগুন করে হোক কিংবা প্রাণ খুলে গলা ছেড়ে হোক। সাজেক এখন এতটা অপরূপ রূপ নিয়েছে। খুব ভোরে যখন পূর্ব আকাশে সূর্য ওঠে, তখন মেঘের ভেলা একেবারেই নিচে নেমে আসে। আর পাহাড়ের চূড়ায় ভেসে বেড়ানো মেঘকে যে কেউ সাগর ভেবে ভুল করতে বাধ্য। দুপুরের আগে সূর্য মধ্য আকাশে না যাওয়া পর্যন্ত সাজেকের যে কোনো স্থান থেকে উপভোগ করা যাবে নয়নাভিরাম দৃশ্য!

রাতে প্রচুর ঠান্ডা আর বাতাস ছিলো।ভালো ঘুম হয় নি কিন্তু অনেক মজা,আড্ডা হয়েছে।
অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দর একটি ট্যুরের আয়োজন করেছিলেন😍😍

সাজেকের পথে😍
18/12/2020

সাজেকের পথে😍

👣👣  Million Miles 👣👣 সাজেক ট্যুর!ফাইনাল রিমাইন্ডার📢📢ইনশাআল্লাহ আগামিকাল (১৮.১২.২০২০)  যারা যারা কনফার্ম করেছেন তারা সকলে...
17/12/2020

👣👣 Million Miles 👣👣
সাজেক ট্যুর!

ফাইনাল রিমাইন্ডার📢📢

ইনশাআল্লাহ আগামিকাল (১৮.১২.২০২০) যারা যারা কনফার্ম করেছেন তারা সকলেই সকাল ৬.৩০ মিনিটে বায়েজিদ বাস স্ট্যান্ডে চলে আসবেন।

২ দিন ১ রাতের ট্যুর প্লান!
↪️১ম দিন :
🍁বায়েজিদ বাস স্ট্যান্ড হতে সকাল ৭ টায় রওনা।
🍁দুপুর ১টায় খাগড়াছড়ি থেকে লাঞ্চ করে রওয়ানা হবো সাজেকের উদ্দেশ্যে।
🍁৩টায় আর্মি স্কর্টে প্রবেশ
🍁 বিকেল ৪ টায় কটেজে চেক-ইন।
🍁বিকালে ঘুরে আসবো লুসাই হেরিটেজ পার্ক, হেলিপ্যাড ও রক গার্ডেন, সন্ধ্যায় রুইলুই পাড়া।
🍁 রাত ৮ টায়- রাতের খাবার

↪️২য় দিন:
🍁 ভোর ৫টায় উঠে মেঘ দেখতে কংলাক পাহাড় যাবো,এটি সাজেকের সর্বোচ্চ চূড়া
🍁সকাল সাড়ে ৮টায় নাস্তা করে সাড়ে ৯টায় কটেজ থেকে চেকআউট।
🍁তারপর সকাল সাড়ে ১০টায় আর্মি এস্কর্টের সাথে সাজেক ত্যাগ।
🍁 দুপুরের খাবার খাগড়াছড়ির রেস্টুরেন্টে।

সাথে নিবেনঃ
🆗অব্যশই ন্যাশনাল আইডি কার্ড এর ২কপি ফটোকপি।
🧥🧤👒🧣ভারী শীতের কাপড়, চাদর, মাফলার, কান টুপি,শীতের হাত মৌজা, পায়ের মোজা, কাভার্ড জুতা বা ক্যাটস।
⚕️ প্রয়োজনীয় ঔষধ।
🧂 পানির বোতল।
ব্রাশ-পেস্ট,টয়লেট টিস্যু ইত্যাদি ইত্যাদি।

📛লক্ষ্যে রাখুন
🚭 প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকবেন।
⏱️ অবশ্যই সময়ানুবর্তিতা মেনে চলবেন।

☎ যেকোন প্রয়োজনে কল করুন (মুক্তা) 01777389388

16/12/2020

👣👣 Million Miles 👣👣
সাজেক ট্যুর
আর কোন কনফার্মেশন গ্রহণ করা হবেনা। সকল সিট বুকড।
যারা যারা যাচ্ছেন তাদের জন্য 👇👇👇
🧍যাত্রার তারিখ- ১৮ /১২/২০২০ সকাল ৬.৩০ টা ( বায়েজিদ বোস্তামী বাস টার্মিনাল )
🚶‍♀️ফিরবো- ১৯/১২/২০২০ আনুমানিক রাত ১০ টা

🎒সাথে নিবেনঃ
🆗অব্যশই ন্যাশনাল আইডি এর ২কপি ফটোকপি
🧥🧤👒🧣ভারী শীতের কাপড়, চাদর, মাফলার, কান টুপি,শীতের হাত মৌজা, পায়ের মোজা, কাভার্ড জুতা বা ক্যাটস
⚕️ প্রয়োজনীয় ঔষধ

📛লক্ষ্যে রাখুন
🚭 প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকুন
⏱️ অবশ্যই সময়ানুবর্তিতা মেনে চলুন

☎ যেকোন প্রয়োজনে কল করুন (মুক্তা) 01777389388

১৫০০ বছরের প্রাচীন অদ্ভুত সুন্দর শহর কাপ্পাডোসিয়া!কাপ্পাডোসিয়া,তুরস্ক।তুরস্কের কেন্দ্রিয় এনাটোলিয়া অঞ্চলে অবস্থিত কাপ...
08/12/2020

১৫০০ বছরের প্রাচীন অদ্ভুত সুন্দর শহর কাপ্পাডোসিয়া!
কাপ্পাডোসিয়া,তুরস্ক।

তুরস্কের কেন্দ্রিয় এনাটোলিয়া অঞ্চলে অবস্থিত কাপ্পাডোসিয়া (Cappadocia) যা একসময় রোমান সম্রাজ্যের একটি প্রদেশ ছিল। বর্তমানে আঁকা বাঁকা ভ্যালি ও প্রাকৃতিকভাবে গড়ে উঠা অসংখ্য শিলা পাথর দিয়ে ঘেরা পুরো শহরটার বিস্তৃতি পাহাড় জুড়ে। আর এখানকার রূপকথা, ঐতিহ্যবাহী খাবার, নিরিবিলি পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেক পর্যটকদের পছন্দের শীর্ষে তুরস্ক (Turkey) এর কাপ্পাডোসিয়া শহর।

কাপ্পাডোসিয়ার দর্শনীয় স্থান
লুনার ল্যান্ডস্কেপ, মাটির নিচের শহর, গুহার ভিতরের চার্চ ও হট এয়ার বেলুন (Hot Air Balloon) রাইডের জন্য বিখ্যাত এই শহরে দেখার মতো অনেক জায়গা আছে। শহরের কিছু বিশেষ উল্লেখযোগ্য জায়গা তুলে ধরা হল-

আন্ডার গ্রাউন্ড সিটি (Underground City) : কাপ্পাডোসিয়ার আদিম অধিবাসীরা তীব্র শীত ও বন্য প্রাণীদের আক্রমন থেকে নিজেদের রক্ষার জন্য পাথরের নিচে আশ্রয় নিত। পরবর্তীতে রোমান সৈন্যদের হাত থেকে রক্ষার জন্য প্রথম খ্রিস্টান ধর্মাবলম্বিরা এখানে লুকিয়ে থাকা নিরাপদ মনে করতো। মাটির নিচের এই জায়গা গুলো আন্ডারগ্রাউন্ড সিটি নামে পরিচিত। তেমনি একট হলো কায়মাকলি আন্ডার গ্রাউন্ড সিটি (Kaymakli Underground City)। এখানে ৮ টি ফ্লোর আছে তবে পর্যটকদের জন্য শুধুমাত্র ৪টি ফ্লোর উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানকার স্থাপত্য শিল্প নিঃসন্দেহে পর্যটকদের মুগ্ধ করবে। কোনও ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ছাড়া হাতে বানানো সরঞ্জাম দিয়ে ওয়ানারি, ভেন্টিলেসন স্পেস, স্টোরেজ রুম, শয়ন কক্ষ এমনকি চার্চ ও বানিয়েছিল এখানের আদিবাসীরা যা সত্যিই বিস্ময়কর।

আন্ডারগ্রাউন্ড সিটির ভিতর, Source : ourmakerturkey
পাসা বা (Pasabag) : কাপ্পাডোসিয়ার গোরেমে থেকে এভানোস আসার পথে জেলভেতে দেখা মিলবে এই সুন্দর ভ্যালির। কাপাডোসিয়া বেড়াতে আসলে অধিকাংশ পর্যটক এখানে আসতে পছন্দ করে বিশেষ করে এখানকার “ফেইরি চিমনি (Fairy Chimneys)” র জন্য। ফেইরি চিমনি মূলত বহু বছর আগেরভূ-স্তরের ক্ষয়ের কারণে প্রাকৃতিক ভাবে গড়ে উঠা চিমনির মতো দেখতে উঁচু পাথর। লোক মুখে প্রচলিত আছে,এখানে নাকি পাতাল রাজ্যের পরীরা থাকত তাই এর নাম দেওয়া হয়েছে ফেইরি চিমনি। তবে খ্রিষ্ট ধর্মের প্রথম দিকে ৪র্থ থেকে ৫ম শতাব্দীর সময় সন্ন্যাসীরা এখানে আশ্রয় নিয়েছিল। এখানে চমৎকার কিছু আর্থ পিলার দেখতে পারবেন।


কাভুসান ভিলেজ (Cavusin Village) : এভানোসে অবস্থিত এই ভিলেজে দুটি বাইজেন্টাইন চার্চ আছে। এই গ্রামে ঢোকা মাত্রই কিছু অদ্ভুত সুন্দর দেয়াল চিত্র চোখে পড়বে। হাইকিং করে এখানকার যেকোনো পরিত্যক্ত বাড়ির উপরে উঠলে কাপ্পাডোসিয়ার সবচেয়ে পুরনো সেন্ট জনস ব্যাপিস্টের চার্চ চোখে পড়বে।

ডেভরেন্ট ভ্যালি (Devrent Valley) : কাপ্পাডোসিয়ার দর্শনীয় স্থানের মধ্যে “পাইন ভ্যালি” হিসেবেও পরিচিত এই ভ্যালি বেশ জনপ্রিয়। এখানের চারপাশের দৃশ্য বেশ সুন্দর। এক পরাবাস্তব দৃশ্যের অবতারণ হয় যখন ভ্যালির খোঁদাইকৃত পাথরের রঙ প্রতিদিন সূর্যাস্তের সময় পরিবর্তন হয়ে থাকে। মূলত এখানে অতিরিক্ত আগ্নেয়গিরি ও ভূ-স্তরের ক্ষয়ের কারনের এই ধরনের বিশেষ পরিবর্তন হয়েছে যা পূর্ণিমার সময় এক ঐশ্বরিক সৌন্দর্যের সৃষ্টি করে। আর তাই এই জায়গা লুনার ল্যান্ড স্কেপ দেখার জন্য বিখ্যাত। এছাড়াও এখানে বিভিন্ন পশুর আকৃতি দিয়ে বেশ কিছু ভাস্কর্য তৈরি করা হয়েছে যা দেখলে মনে হবে যেন কোনও ভাস্কর্যের চিড়িয়াখানায় এসেছেন।

গোরেমে ন্যাশনাল পার্ক (Goreme National Park) : এই পুরো পার্ক জুড়ে প্রাচীন চার্চ, গুহা ও অন্যান্য বেশ কিছু স্থাপনা আছে যা ঘুরে দেখতে বেশ ভালো লাগবে। এই ঐতিহাসিক স্থানে ঘোরার জন্য সাথে একটি গাউড বই বা কোনও ট্যুর গাইড থাকলে ভালো। বিশ্ব ঐতিহ্য বাহী স্থান হিসেবে ১৯৮৪ সাল থেকে এই স্থান স্বীকৃত। এখানে একটি উন্মুক্ত জাদুঘর আছে। প্রতিদিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত খোলা থাকে এই পার্ক।

জেলভে ওপেন এয়ার মিউজিয়াম (Zelve Open Air Museum) : গুহার মধ্যে অবস্থিত এই জাদুঘর কাপ্পাডোসিয়ার একটি বিশেষ আকর্ষণ। এই গুহার আঁকাবাঁকা খাঁড়া পথ ধরে হাটার সময় গুহার ভিতরের অভ্যন্তরীণ কাঠামো চোখে পরার মতো। এক ধরনের এডভেঞ্চারের অনুভূতি আসে এখানে ঘুরতে আসলে।

ওপেন এয়ার মিউজিয়াম
টাউন অফ এভানোস(Town Of Avanos) : কাপ্পাডোসিয়ার লাল নদী হিসেবে পরিচিত কিজিলিরমার্কের তীরে অবস্থিত টাউন অফ এভানোস। কাপ্পাডোসিয়ার গোরেমে থেকে ৮কিলো দূরে এই স্থান পর্যটকদের প্রানবন্ত করার মতো এক জায়গা। এখানে পর্যটকদের জন্য একটি আধুনিক হামাম( তুর্কিশ স্নানাগার) আছে।

উছিসার ভিলেজ (Uchisar Village) : এই গ্রামের উছিসার ক্যাসেল পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয়। এই ক্যাসেলটি কাপ্পাডোসিয়ার সর্বোচ্চ শীর্ষ বিন্দুতে অবস্থিত। এখান থেকে আশে-পাশের দৃশ্য গুলো দেখতে বেশ ভালো লাগে। আর এই ক্যাসেল থেকেই একটু দূরে এরসিয়েস পর্বত চোখে পড়বে।

এছাড়াও সময় থাকলে ঘুরে আসতে পারেন সগানলি ভ্যালি (Soganli Valley), রেড রোজ ভ্যালি (Red Rose Valley), ইহলারা ভ্যালি (Ihlara Valley), ডেরিনকুয়ু আন্ডার গ্রাউন্ড সিটি (Derinkuyu Underground City) এর মতো জায়গা থেকে।

আর এখানের হট এয়ার বেলুন রাইডিং সারা বিশ্ব জুড়ে বিখ্যাত। তাই এখানে আসলে হট এয়ার বেলুন রাইডে উঠার মজা নিতে ভুলবেন না। আবার একই সাথে হর্স রাইডিং এর সুযোগ আছে।

যাওয়ার উপযুক্ত সময়
কাপ্পাডোসিয়াতে মে থেকে জুন, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। কারন এই সময় গরমটা কম থাকে আর রাতে বেশ ঠাণ্ডা থাকে। আর এপ্রিলের প্রথম দিকে প্রচণ্ড বাতাস থাকার কারনে হট এয়ার বেলুন রাইডের মজা নিতে পারবেন না। তাই এখানে যাওয়ার ক্ষেত্রে এপ্রিল মাসের সময় টা এড়িয়ে চলুন।

05/12/2020

Address


Telephone

+8801777389388

Website

Alerts

Be the first to know and let us send you an email when Million miles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share