28/08/2022
DHAKA- SUNDARBAN- KHULNA package tour of MV DINGHY
জন প্রতি খরচ জানতে কল করুন ০১৯১৫০০৭৭৬৯ নম্বরে
আমাদের ভ্রমনের স্থানঃ
১. হাড়বাড়িয়া
২. কটকা
৩. টাইগার টিলা
৪. কচিখালি
৫. ডিমের চর
৬. করম জল
৭. জামতলা সমূদ্র সৈকত
ভ্রমনের সময়: ৩দিন এবং ৪রাত
Sundarbans Package সুন্দরবন ভ্রমণে তিন বেলা খাবারের পাশাপাশি থাকছে দুই বেলা স্ন্যাকস এবং প্রতিবেলা খাবারে থাকছে ভিন্নতার ছোঁয়া। আরও থাকছে সবসময় চা এবং কফির ব্যবস্থা।
নিরাপত্তাঃ বনবিভাগ থেকে থাকবে আর্মসসহ দুই জন নিরাপত্তা কর্মী ।
ভ্রমনকালে যা সাথে বহন করবেন: কেডস, ব্রাশ, টুথপেস্ট, সানব্লক লোশন, ছাতা, টর্চ লাইট, প্রয়োজনীয় ওষুধ।
★★১ম দিন (৮ সেপ্টেম্বর ) : নারায়নগন্জ পাগলা ঘাট থেকে সন্ধা ৭টায় আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে নাস্তা পরিবেশন। এরপর যাত্রা শুরু।
★★★ ২য় দিন (৯ সেপ্টেম্বর) : সারাদিন নৌভ্রমণ শেষে বিকাল ৪/৫টার মধ্যে আমরা সুপতি ফরেস্ট অফিস পৌছাবো। বন-বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে কচিখালির উদ্দেশ্যে রওনা এবং সেখানেই রাত্রিযাপন।
★★৩য় দিন (১০সেপ্টেম্বর) : ভোরে ট্রলারে করে কচিখালির আশেপাশে ক্যানেল ক্রুজিং। তারপর টাইগার পয়েন্ট ঘুরে ডিমের চর ভ্রমণ শেষে কটকার উদ্দেশ্যে রওনা হবো।
পৌছানোর পর ওয়াচ টাওয়ার হয়ে জামতলা সীবিচে গহীন বনের মধ্যে দিয়ে পায়ে হেঁটে ভ্রমন, ফিরে এসে বিকালে কটকার অফিস পার 'টাইগার হিলস্' ঘুরে দেখবো, ভাগ্য সুপ্রসন্ন হলে সেখানে প্রচুর হরিন দেখা যেতে পারে, ঘুরাঘুরি শেষে সূর্যাস্তের পরে শীপে এসে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।
★★৪র্থ দিন (১১সেপ্টেম্বর) : সকালের নাস্তা খেয়ে হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম স্পট দেখে করমজলের উদ্দেশ্যে রওনা হবো, পৌছানোর পর করমজল কুমিরের প্রজননকেন্দ্র দেখে খুলনার উদ্দেশ্যে রওনা।
যোগাযোগ:- ট্যুরলিংক বিডি, খুলনা
০১৯১৫০০৭৭৬৯/০১৫৭৫৩৭২৩৬৫