Bongobondhu Island Tours

  • Home
  • Bongobondhu Island Tours

Bongobondhu Island Tours Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bongobondhu Island Tours, Sightseeing Tour Agency, .

DHAKA- SUNDARBAN- KHULNA package tour of MV DINGHY  জন প্রতি খরচ জানতে কল করুন ০১৯১৫০০৭৭৬৯ নম্বরেআমাদের ভ্রমনের স্থানঃ১....
28/08/2022

DHAKA- SUNDARBAN- KHULNA package tour of MV DINGHY
জন প্রতি খরচ জানতে কল করুন ০১৯১৫০০৭৭৬৯ নম্বরে
আমাদের ভ্রমনের স্থানঃ
১. হাড়বাড়িয়া
২. কটকা
৩. টাইগার টিলা
৪. কচিখালি
৫. ডিমের চর
৬. করম জল
৭. জামতলা সমূদ্র সৈকত
ভ্রমনের সময়: ৩দিন এবং ৪রাত
Sundarbans Package সুন্দরবন ভ্রমণে তিন বেলা খাবারের পাশাপাশি থাকছে দুই বেলা স্ন্যাকস এবং প্রতিবেলা খাবারে থাকছে ভিন্নতার ছোঁয়া। আরও থাকছে সবসময় চা এবং কফির ব্যবস্থা।
নিরাপত্তাঃ বনবিভাগ থেকে থাকবে আর্মসসহ দুই জন নিরাপত্তা কর্মী ।
ভ্রমনকালে যা সাথে বহন করবেন: কেডস, ব্রাশ, টুথপেস্ট, সানব্লক লোশন, ছাতা, টর্চ লাইট, প্রয়োজনীয় ওষুধ।
★★১ম দিন (৮ সেপ্টেম্বর ) : নারায়নগন্জ পাগলা ঘাট থেকে সন্ধা ৭টায় আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে নাস্তা পরিবেশন। এরপর যাত্রা শুরু।
★★★ ২য় দিন (৯ সেপ্টেম্বর) : সারাদিন নৌভ্রমণ শেষে বিকাল ৪/৫টার মধ্যে আমরা সুপতি ফরেস্ট অফিস পৌছাবো। বন-বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে কচিখালির উদ্দেশ্যে রওনা এবং সেখানেই রাত্রিযাপন।
★★৩য় দিন (১০সেপ্টেম্বর) : ভোরে ট্রলারে করে কচিখালির আশেপাশে ক্যানেল ক্রুজিং। তারপর টাইগার পয়েন্ট ঘুরে ডিমের চর ভ্রমণ শেষে কটকার উদ্দেশ্যে রওনা হবো।
পৌছানোর পর ওয়াচ টাওয়ার হয়ে জামতলা সীবিচে গহীন বনের মধ্যে দিয়ে পায়ে হেঁটে ভ্রমন, ফিরে এসে বিকালে কটকার অফিস পার 'টাইগার হিলস্' ঘুরে দেখবো, ভাগ্য সুপ্রসন্ন হলে সেখানে প্রচুর হরিন দেখা যেতে পারে, ঘুরাঘুরি শেষে সূর্যাস্তের পরে শীপে এসে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।
★★৪র্থ দিন (১১সেপ্টেম্বর) : সকালের নাস্তা খেয়ে হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম স্পট দেখে করমজলের উদ্দেশ্যে রওনা হবো, পৌছানোর পর করমজল কুমিরের প্রজননকেন্দ্র দেখে খুলনার উদ্দেশ্যে রওনা।

যোগাযোগ:- ট্যুরলিংক বিডি, খুলনা
০১৯১৫০০৭৭৬৯/০১৫৭৫৩৭২৩৬৫

08/01/2022

সোয়াস ইভেন্ট

দুর্বল হৃদয়ের জন্য এই ইভেন্ট নই।

২৪/২৫/২৬ ই জানুয়ারী ২০২২ ইং

ইভেন্ট ফি : কাপল এটাষ্ট বাথ ১৪,৫০০ টাকা জনপ্রতি।
কাপল/ টুইন নন এটাষ্ট বাথ ১৩,০০০ টাকা জনপ্রতি।
ফোর বেড বাঙ্কার ১১,৫০০ টাকা জনপ্রতি

আমাদের ভ্রমনের স্থানঃ
১ঃ হারবাড়িয়া।
২ঃ করমজল।
৩ঃ সোয়াস।
৪ঃ বঙ্গুবন্ধু আইল্যান্ড।
৫ঃ এিকোনা আইল্যান্ড।

★১ম দিন :

নির্ধারিত দিনে ঢাকা থেকে খুলনাগামী বাসে/ট্রেনে করে খুলনা শহরের রয়েল মোড়/রেল স্টেশন থেকে অটোরিক্সাতে করে ৫ মিনিটে জেলখানা ঘাটে সকাল ৭ টার মধ্যে পৌঁছানো। আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে ট্রলারে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টার দিকে আমরা করমজল ভিজিট করবো ২ টার ভিতর আমরা করমজল থেকে রওনা করে বিকাল ৪ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছানো যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর আমরা এিকোনা আইল্যান্ডস উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।

★★২য় দিন :
ভোরে ৪ টার দিকে দুবলা থেকে ট্রলারে করে সোয়াসের উদ্দেশ্যে যাএা করবো, আনুমানিক ১১ টার মধ্যে আমরা সোয়াসের সৌন্দর্য্য উপভোগ করবো, আনুমানিক ৩:৩০ মিনিটে আমরা বঙ্গুবন্ধু আইল্যান্ড পরিদর্শন কররো। এরপর আমরা রাতে এিকোনা আইল্যান্ডে রাএি যাপন করবো।


★★৩য় দিন :
ভোরে ট্রলারে করে এিকোনা আইল্যান্ডের আশেপাশে ক্যানেল ক্রুজিং। প্রাকৃতিক সৌন্দর্যকে গভীরভাবে উপলব্দি করার জন্যে ট্রলার বন্ধ করে বিভিন্ন প্রকার প্রানী যেমন হরিন,মাছরাঙা, বানর, বনমোরগ, হরিণ, বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী উপভোগ করা হবে। এরপর আমরা সকাল ৭:৩০ মিনিটের দিকে খুলনার উদ্দেশ্যে যাএা করবো আনুমানিক সন্ধা ৬ টার দিকে আমরা খুলনা এসে পৌছাবো।

বিঃ দ্রঃ জোয়ার ভাটার কারনে ২/৩ ঘন্টা সময় ব্যবধান হতে পারে।

বিঃ দ্রঃ সোয়াসে যাবার দিন সব শুকনো খাবার দেওয়া হবে।

04/01/2022
04/01/2022

Yes Its Bongobondhu Island.
Life first times in Bongobondhu Island with VVIP tourist Qantara Khan daughter of Lft col Mohammad Faruk Khan MP Goapalganj

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bongobondhu Island Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share