Bandarban Tour Group

  • Home
  • Bandarban Tour Group

Bandarban Tour Group আমরা চেষ্টা করি সুন্দর ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে।

বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা।
06/10/2024

বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা।

09/02/2024
দেবতাখুম পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।২২ জানুয়ারি,২০২৪ থেকে দেবতাখুম যেতে পারবেন পর্যটকরা।
18/01/2024

দেবতাখুম পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
২২ জানুয়ারি,২০২৪ থেকে দেবতাখুম যেতে পারবেন পর্যটকরা।

বগালেক কেওক্রাডং বর্তমান যাতায়াত ভাড়া সম্পর্কিত তথ্য।
11/12/2023

বগালেক কেওক্রাডং বর্তমান যাতায়াত ভাড়া সম্পর্কিত তথ্য।

04/12/2023

প্রায় ১৪ মাস পর আগামীকাল (৫/১২/২০২৩) থেকে বগালেক ও কেওক্রাডং উন্মুক্ত করা দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য। রাতে থাকা যাবে বগালেক ও কেওক্রাডং এ।

বান্দরবান ট্যুরিস্ট স্পট সমূহে পর্যটকবাহী গাড়ির বর্তমান ভাড়ার তালিকা।
24/09/2023

বান্দরবান ট্যুরিস্ট স্পট সমূহে পর্যটকবাহী গাড়ির বর্তমান ভাড়ার তালিকা।

🚨 Help Bandarban Now!! সাম্প্রতিক সময়ে বান্দরবানের ভয়াবহ বন্যার পরিস্থিতি মোকাবিলায় সকলে এগিয়ে আসুন।পুরো বান্দরবান শহর এ...
08/08/2023

🚨 Help Bandarban Now!!

সাম্প্রতিক সময়ে বান্দরবানের ভয়াবহ বন্যার পরিস্থিতি মোকাবিলায় সকলে এগিয়ে আসুন।

পুরো বান্দরবান শহর এখন পানির নিচে নিমজ্জিত। খাবার পানিসহ শুকনো খাবারের তীব্র সংকট সেই সাথে বিরামহীন বৃষ্টির কারণে বান্দরবানের লক্ষাধিক মানুষ বন্যার দুর্ভোগে হতবিহ্বল হয়ে পড়েছে। তাছাড়া বিদ্যুৎ সংযোগ, নেটওয়ার্ক এবং রাস্তাঘাট জলাবদ্ধতার কারনে বান্দরবানবাসীর সাথে সারাদেশের যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তাই বান্দরবানের বন্যা পরিস্থিতি মোকাবিলায় আপনারা সকলে এগিয়ে আসুন। আপনাদের সামান্য আর্থিক সহযোগিতা দুস্থ, অসহায় মানুষদের মুখে সামান্য হলেও হাসি ফোঁটাবে, দুর্ভোগ কমাবে।

🤝 সাহায্য পাঠাতেঃ-
Abshar: 01871450124 (bkash)
Avik: 01866917489 (bkash)
Jonaid Sayem: 01551626479 (Bkash, Nagad)
Akhluk: Ac No: 20502976700091513 (Islami Bank Bangladesh Limited)

বান্দরবান স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। সকল প্রকার ভ্রমণ থেকে আগামী এক সপ্তাহ বিরত থাকুন!
08/08/2023

বান্দরবান স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। সকল প্রকার ভ্রমণ থেকে আগামী এক সপ্তাহ বিরত থাকুন!

সুখবর!বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলাছাড়া বাকি সব উপজেলা সমূহ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।
14/07/2023

সুখবর!
বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলাছাড়া বাকি সব উপজেলা সমূহ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

29/07/2022
16/12/2021

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত 'মেঘলা' ও 'নীলাচল' পর্যটন স্পটে ১৬ই ডিসেম্বর সারাদিনব্যাপি দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।

এই বিজয় তোমার আমার❤️স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সকল ভ্রমণপ্রেমীদের জানাই শুভেচ্ছে ও স্বাধীনতা সংগ্রামে প্রাণ দেয়া সকল শহিদ...
16/12/2021

এই বিজয় তোমার আমার❤️

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সকল ভ্রমণপ্রেমীদের জানাই শুভেচ্ছে ও স্বাধীনতা সংগ্রামে প্রাণ দেয়া সকল শহিদের জন্য দোয়া ও শ্রদ্ধা❤🇧🇩

এবার শীতে বান্দরবান ট্যুর গ্রুপ নিয়ে যাচ্ছি খুমের স্বর্গরাজ্য দেবতাখুম উপভোগ করার জন্য।এই দেবতাখুম এর পানি নভেম্বর থেকেই...
07/12/2021

এবার শীতে বান্দরবান ট্যুর গ্রুপ নিয়ে যাচ্ছি খুমের স্বর্গরাজ্য দেবতাখুম উপভোগ করার জন্য।
এই দেবতাখুম এর পানি নভেম্বর থেকেই স্বচ্ছ নীল-সবুজ জলের রুপ দেখা দেয় যা অন্য সময় পাওয়া যায়না । অল্প কষ্টে পাহাড়ের গহীনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই ইভেন্ট মিস করবেন না।

যাত্রা ১০ সকাল ৭টায় ডিসেম্বর
ফেরা ১০ বিকাল ৫টায় ডিসেম্বর
ট্যুর ফী ৯৯৯ টাকা

কেউ যদি বান্দরবান এক রাত থাকতে চায় সে ব্যবস্থাও থাকছে, সে ক্ষ্যাত্রে দেবতাখুম থেকে ব্যাক করে আমরা হোটেলে থাকবো এবং পরদিন বান্দরবান সিটি অর্থাৎ নীলগিরি নীলাচল শৈল প্রপাত চিম্বুক পাহাড় মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরে দেখবো ইনশাআল্লাহ ।

❑ ট্যুর ফি'তে যা যা থাকছেঃ

☑ সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ
☑ জীপ (চান্দের গাড়ী) খরচ।
☑ নৌকা খরচ।
☑ ভেলা খরচ।
☑ লাইফ জ্যাকেট খরচ।
☑ স্থানীয় গাইড খরচ।


❑ যা থাকছেনাঃ
---------------------
☑ কোন প্রকারের ঔষধের খরচ।
☑ উল্লেখ করা নেই এমন কোন খরচ।


💠দেবতাখুম, বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। নৈসর্গীক বান্দরবানকে বলা হয় খুমের স্বর্গরাজ্য আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুকুট নিঃসন্দেহে দেবতাখুম ।

দেবতাখুম জায়গাটা খুবই এডভেঞ্চারাস, দুই পাশে পাথরের দেয়াল আর মাঝে দিয়ে চলে গেছে খুম। আর এই খুম পাড়ি দিতে হয় বাঁশের তৈরি ভেলায় করে। আর গিরিখাদগুলো এডভেঞ্চার প্রিয়দের জন্য প্রকৃতি উপভোগ করার মত জায়গা। এখানে যেতে বেশ সহজ ট্রেক করতে হয় এবং তা যে কেউ পারবে।

💠 'দেবতাখুম' কে অনেকে সোনা খুম নামেও চিনে। অনেকে আবার মারমা ভাষায় থংচি খুম নামেও ডাকেন। অনেকে আবার দেবতাখুম ও বলেন।
দেবতাখুম ৫০ ফুট গভীর ও ৬০০ ফুট লম্বা।
এই খুমের নামকরণের পেছনের গল্পটা বেশ মজার। কথিত আছে, এই খুমে দুটো দেবতা মাছ আছে। মাছ দুটোর কানে দুটো করে সোনার দুল আছে। আশেপাশের গ্রামের অনেকেই নাকি বিভিন্ন সময় মাছ দুটো দেখেছেন। কিন্তু মজার ব্যাপার হল আলৌকিক শক্তির কারনে মাছ দুটো কখনো কারও জালে ধরা পড়ে না। এমন কি একবার কিছু বম ছেলে পুরো খুমের পানিতে মাছ মারার বিষ ঢেলে দিয়েছিল। এরপরেও মাছ দুটো অক্ষত রয়ে যায়!
----------------------------------------------------------

❑ যা যা দেখবো:

★চাঁদের গাড়িতে চড়ে পাহাড়ি উচু-নিচু সড়ক উপভোগ করা।

★দেবতাখুম
★শীলবান্ধা ঝর্ণা
★শীলবান্ধা পাড়া
★কচ্ছপতলী বাজার
----------------------------------------------------------

❑ ভ্রমণ পরিকল্পনাঃ

🔶 ১০ ডিসেম্বর ভোরে বান্দরবান থেকে সকালের নাস্তা সেরে নিবো। নাস্তা শেষ করে বান্দরবান থেকে জীপে (চান্দের গাড়ী) করে পাহাড়ি উচু-নিচু সড়ক উপভোগ করতে করতে চলে যাবো রোয়াংছড়ি বাজার। রোয়াংছড়ি পুলিশ থানায় প্রসিডিউর সেরে জীপে করে চলে যাবো কচ্ছপতলী বাজার। কচ্ছপতলীতে আর্মির প্রসিডিওর শেষ করে ঝিরি পথ দিয়ে ট্রেকিং করে পৌছে যাবো শীলবান্ধা পাড়া ৷ সেখানে কিছুক্ষন রেস্ট নিয়ে আরেকটু পথ এগিয়ে গেলেই দেবতাখুম। দেবতাখুমে ভেলায় চড়ে পুরোটা দেখব,ঘন্টা খানেক সময় কাটিয়ে ফের রওনা দিবো কচ্ছপতলীতে, এসে লাঞ্চ শেষে রওনা দিবো বান্দরবান এর উদ্দেশ্যে

--------------------------------------------------------------------------------

❑ যা যা সাথে নিতে হবে:

✅ জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন সার্টিফিকেট (৫ কপি)। এটা না নিলে আর্মি ক্যাম্প থেকে আপনাকে যেতে দিবেনা।
☑ ট্রেকিং সু / ভিজানো যায় এমন জুতা।
☑ ওয়াটার রেসিস্ট মোবাইল কাভার বা পলিথিন।
☑ হালকা ব্যাকপ্যাক।
☑ সানগ্লাস, হ্যাট/ক্যাপ, গামছা, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)।
☑ থ্রি-কোয়ার্টার/ট্রাউজার।
☑ আলাদা এক সেট কাপড়।
☑ প্রয়োজনীয় ঔষধ।
☑ ব্যান্ড এইড।
☑ খাবার স্যালাইন।
☑ পলিথিন
☑ টুকিটাকি শুকনো খাবার (খেজুর, কিসমিস,বাদাম)।
☑ পানির বোতল।
----------------------------------------------------------
======বুকিং পলিসি======

বুকিং মানি অফেরত যোগ্য তবে যদি রিপ্লেস্মেন্ট হিসাবে কাউকে পাওয়া যায় সে ক্ষেত্রে পুরো টাকা ফিরত দেওয়া হবে।
বুকিং মানি জমা করতে পারবেন ব্যাংক একাউন্ট অথবা বিকাশ একাউন্ট এর মাধ্যমেঃ বিকাশে দিলে অবশ্যই আপনাকে খরচ বহন করতে হবে।
------------------------------------------------

পারসোনাল বিকাশ/নগদঃ
+88 01739300890 (সেন্ড মানি)

এছাড়াও যে কোনো প্রয়োজনে সরাসরি কথা বলতে
হটলাইন : 01401534574

এবার শীতে বান্দরবান ট্যুর গ্রুপ নিয়ে যাচ্ছি খুমের স্বর্গরাজ্য দেবতাখুম উপভোগ করার জন্য।এই দেবতাখুম এর পানি নভেম্বর থেকেই...
05/12/2021

এবার শীতে বান্দরবান ট্যুর গ্রুপ নিয়ে যাচ্ছি খুমের স্বর্গরাজ্য দেবতাখুম উপভোগ করার জন্য।
এই দেবতাখুম এর পানি নভেম্বর থেকেই স্বচ্ছ নীল-সবুজ জলের রুপ দেখা দেয় যা অন্য সময় পাওয়া যায়না । অল্প কষ্টে পাহাড়ের গহীনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই ইভেন্ট মিস করবেন না।

যাত্রা ০৯ ডিসেম্বর
ফেরা ১০ ডিসেম্বর
ট্যুর ফী ২৯৯৯ টাকা

কেউ যদি বান্দরবান এক রাত থাকতে চায় সে ব্যবস্থাও থাকছে, সে ক্ষ্যাত্রে দেবতাখুম থেকে ব্যাক করে আমরা হোটেলে থাকবো এবং পরদিন বান্দরবান সিটি অর্থাৎ নীলগিরি নীলাচল শৈল প্রপাত চিম্বুক পাহাড় মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরে দেখবো ইনশাআল্লাহ ।

❑ ট্যুর ফি'তে যা যা থাকছেঃ

☑ ঢাকা -বান্দরবান-ঢাকা (নন-এসি বাস)
☑ সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ এবং সন্ধ্যায় নাস্তা
☑ জীপ (চান্দের গাড়ী) খরচ।
☑ নৌকা খরচ।
☑ ভেলা খরচ।
☑ লাইফ জ্যাকেট খরচ।
☑ স্থানীয় গাইড খরচ।


❑ যা থাকছেনাঃ
---------------------
☑ কোন প্রকারের ঔষধের খরচ।
☑ উল্লেখ করা নেই এমন কোন খরচ।


💠দেবতাখুম, বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। নৈসর্গীক বান্দরবানকে বলা হয় খুমের স্বর্গরাজ্য আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুকুট নিঃসন্দেহে দেবতাখুম ।

দেবতাখুম জায়গাটা খুবই এডভেঞ্চারাস, দুই পাশে পাথরের দেয়াল আর মাঝে দিয়ে চলে গেছে খুম। আর এই খুম পাড়ি দিতে হয় বাঁশের তৈরি ভেলায় করে। আর গিরিখাদগুলো এডভেঞ্চার প্রিয়দের জন্য প্রকৃতি উপভোগ করার মত জায়গা। এখানে যেতে বেশ সহজ ট্রেক করতে হয় এবং তা যে কেউ পারবে।

💠 'দেবতাখুম' কে অনেকে সোনা খুম নামেও চিনে। অনেকে আবার মারমা ভাষায় থংচি খুম নামেও ডাকেন। অনেকে আবার দেবতাখুম ও বলেন।
দেবতাখুম ৫০ ফুট গভীর ও ৬০০ ফুট লম্বা।
এই খুমের নামকরণের পেছনের গল্পটা বেশ মজার। কথিত আছে, এই খুমে দুটো দেবতা মাছ আছে। মাছ দুটোর কানে দুটো করে সোনার দুল আছে। আশেপাশের গ্রামের অনেকেই নাকি বিভিন্ন সময় মাছ দুটো দেখেছেন। কিন্তু মজার ব্যাপার হল আলৌকিক শক্তির কারনে মাছ দুটো কখনো কারও জালে ধরা পড়ে না। এমন কি একবার কিছু বম ছেলে পুরো খুমের পানিতে মাছ মারার বিষ ঢেলে দিয়েছিল। এরপরেও মাছ দুটো অক্ষত রয়ে যায়!
----------------------------------------------------------

❑ যা যা দেখবো:

★চাঁদের গাড়িতে চড়ে পাহাড়ি উচু-নিচু সড়ক উপভোগ করা।

★দেবতাখুম
★শীলবান্ধা ঝর্ণা
★শীলবান্ধা পাড়া
★কচ্ছপতলী বাজার
----------------------------------------------------------

❑ ভ্রমণ পরিকল্পনাঃ

🔶 ০৯ ডিসেম্বর সায়দাবাদ/চিটাগাং রোড থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু।

🔶 ১০ ডিসেম্বর ভোরে বান্দরবান নেমে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিবো। নাস্তা শেষ করে বান্দরবান থেকে জীপে (চান্দের গাড়ী) করে পাহাড়ি উচু-নিচু সড়ক উপভোগ করতে করতে চলে যাবো রোয়াংছড়ি বাজার। রোয়াংছড়ি পুলিশ থানায় প্রসিডিউর সেরে জীপে করে চলে যাবো কচ্ছপতলী বাজার। কচ্ছপতলীতে আর্মির প্রসিডিওর শেষ করে ঝিরি পথ দিয়ে ট্রেকিং করে পৌছে যাবো শীলবান্ধা পাড়া ৷ সেখানে কিছুক্ষন রেস্ট নিয়ে আরেকটু পথ এগিয়ে গেলেই দেবতাখুম। দেবতাখুমে ভেলায় চড়ে পুরোটা দেখব আমরা। শীলবান্দা ঝর্ণায় যাবো আমরা তারপর এবং ঝর্ণা থেকে এসে লাঞ্চ করবো। লাঞ্চ শেষে রওনা দিবো
বান্দরবান হয়ে ঢাকার এর উদ্দেশ্যে।

★ ১১ ডিসেম্বর সকালে আমরা ইনশা'ল্লাহ ঢাকা পৌঁছে যাবো।
--------------------------------------------------------------------------------

❑ যা যা সাথে নিতে হবে:

✅ জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন সার্টিফিকেট (৫ কপি)। এটা না নিলে আর্মি ক্যাম্প থেকে আপনাকে যেতে দিবেনা।
☑ ট্রেকিং সু / ভিজানো যায় এমন জুতা।
☑ ওয়াটার রেসিস্ট মোবাইল কাভার বা পলিথিন।
☑ হালকা ব্যাকপ্যাক।
☑ সানগ্লাস, হ্যাট/ক্যাপ, গামছা, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)।
☑ থ্রি-কোয়ার্টার/ট্রাউজার।
☑ আলাদা এক সেট কাপড়।
☑ প্রয়োজনীয় ঔষধ।
☑ ব্যান্ড এইড।
☑ খাবার স্যালাইন।
☑ পলিথিন
☑ টুকিটাকি শুকনো খাবার (খেজুর, কিসমিস,বাদাম)।
☑ পানির বোতল।
----------------------------------------------------------
======বুকিং পলিসি======

বুকিং মানি অফেরত যোগ্য তবে যদি রিপ্লেস্মেন্ট হিসাবে কাউকে পাওয়া যায় সে ক্ষেত্রে পুরো টাকা ফিরত দেওয়া হবে।
বুকিং মানি জমা করতে পারবেন ব্যাংক একাউন্ট অথবা বিকাশ একাউন্ট এর মাধ্যমেঃ বিকাশে দিলে অবশ্যই আপনাকে খরচ বহন করতে হবে।
------------------------------------------------

পারসোনাল বিকাশ/নগদঃ
+88 01739300890 (সেন্ড মানি)

এছাড়াও যে কোনো প্রয়োজনে সরাসরি কথা বলতে
হটলাইন : 01401534574

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। পর্যটন শহর কক্সবাজারে দেশের বিভিন্ন জেলা হতে আগত  যে সকল পর্যটকগণ বাস ধর্মঘটের কারণে ন...
06/11/2021

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
পর্যটন শহর কক্সবাজারে দেশের বিভিন্ন জেলা হতে আগত যে সকল পর্যটকগণ বাস ধর্মঘটের কারণে নিজ গন্তব্যে ফিরে যেতে পারছেন না। তাদের জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কক্সবাজার জেলা পুলিশের সহায়তায় নিজস্ব পরিবহনে কোন প্রকার ভাড়া ছাড়া চট্টগ্রাম জেলায় পৌঁছে দেওয়া হবে।

আপনাদের পরিচিত যে সমস্ত পর্যটকগণ কক্সবাজার-এ আটকে পড়েছেন তাদের কে পুলিশ লাইন্স, কক্সবাজার এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

অনুরোধক্রমে
পুলিশ সুপার
কক্সবাজার জেলা।
Cox's Bazar District Police

Alhamdulillah, We reached 16K members milestone on our Facebook group 🍂Thank you all💙
06/11/2021

Alhamdulillah, We reached 16K members milestone on our Facebook group 🍂

Thank you all💙

🤞 ১৯ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার রাতে আমরা যাচ্ছি একদল এডভেঞ্চার প্রেমী নিয়ে নাফাখুম আমিয়াখুম ট্রেকিং ট্যুর * ঢাকা টু বান্দ...
13/10/2021

🤞 ১৯ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার রাতে আমরা যাচ্ছি একদল এডভেঞ্চার প্রেমী নিয়ে নাফাখুম আমিয়াখুম ট্রেকিং ট্যুর

* ঢাকা টু বান্দরবান আপ ডাউন বাসের টিকেট
* বান্দরবান টু থানচি আপ ডাউন রিজার্ভ চাঁদের গাড়ি
* থানচি টু রেমাক্রী আপ ডাউন রিজার্ভ বোট
* তিনদিনের জন্য স্থানীয় গাইড
* থুইসা পাড়া থেকে লোকাল গাইড
* ভেলাখুমে ভেলার খরচ
* সাত ভাইখুমে নৌকার খরচ
* পাড়ায় দুই রাত থাকা
* তিনদিনে মোট নয় বেলা খাবার
* পুরো ট্যুরে আমার মত একজন গাইড 😜

সব মিলিয়ে খরচ জনপ্রতি ৫৯৯৯ টাকা। (চট্টগ্রাম কিংবা বান্দরবান থেকে যুক্ত হতে চাইলে খরচ ভিন্ন)

বুকিং করতে +8801401534574

ছবি : কালেক্টেড🌿

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bandarban Tour Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bandarban Tour Group:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share