Bandarban Tour Group

  • Home
  • Bandarban Tour Group

Bandarban Tour Group আমরা চেষ্টা করি সুন্দর ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে।

09/02/2024
দেবতাখুম পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।২২ জানুয়ারি,২০২৪ থেকে দেবতাখুম যেতে পারবেন পর্যটকরা।
18/01/2024

দেবতাখুম পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
২২ জানুয়ারি,২০২৪ থেকে দেবতাখুম যেতে পারবেন পর্যটকরা।

বগালেক কেওক্রাডং বর্তমান যাতায়াত ভাড়া সম্পর্কিত তথ্য।
11/12/2023

বগালেক কেওক্রাডং বর্তমান যাতায়াত ভাড়া সম্পর্কিত তথ্য।

04/12/2023

প্রায় ১৪ মাস পর আগামীকাল (৫/১২/২০২৩) থেকে বগালেক ও কেওক্রাডং উন্মুক্ত করা দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য। রাতে থাকা যাবে বগালেক ও কেওক্রাডং এ।

বান্দরবান ট্যুরিস্ট স্পট সমূহে পর্যটকবাহী গাড়ির বর্তমান ভাড়ার তালিকা।
24/09/2023

বান্দরবান ট্যুরিস্ট স্পট সমূহে পর্যটকবাহী গাড়ির বর্তমান ভাড়ার তালিকা।

🚨 Help Bandarban Now!! সাম্প্রতিক সময়ে বান্দরবানের ভয়াবহ বন্যার পরিস্থিতি মোকাবিলায় সকলে এগিয়ে আসুন।পুরো বান্দরবান শহর এ...
08/08/2023

🚨 Help Bandarban Now!!

সাম্প্রতিক সময়ে বান্দরবানের ভয়াবহ বন্যার পরিস্থিতি মোকাবিলায় সকলে এগিয়ে আসুন।

পুরো বান্দরবান শহর এখন পানির নিচে নিমজ্জিত। খাবার পানিসহ শুকনো খাবারের তীব্র সংকট সেই সাথে বিরামহীন বৃষ্টির কারণে বান্দরবানের লক্ষাধিক মানুষ বন্যার দুর্ভোগে হতবিহ্বল হয়ে পড়েছে। তাছাড়া বিদ্যুৎ সংযোগ, নেটওয়ার্ক এবং রাস্তাঘাট জলাবদ্ধতার কারনে বান্দরবানবাসীর সাথে সারাদেশের যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তাই বান্দরবানের বন্যা পরিস্থিতি মোকাবিলায় আপনারা সকলে এগিয়ে আসুন। আপনাদের সামান্য আর্থিক সহযোগিতা দুস্থ, অসহায় মানুষদের মুখে সামান্য হলেও হাসি ফোঁটাবে, দুর্ভোগ কমাবে।

🤝 সাহায্য পাঠাতেঃ-
Abshar: 01871450124 (bkash)
Avik: 01866917489 (bkash)
Jonaid Sayem: 01551626479 (Bkash, Nagad)
Akhluk: Ac No: 20502976700091513 (Islami Bank Bangladesh Limited)

বান্দরবান স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। সকল প্রকার ভ্রমণ থেকে আগামী এক সপ্তাহ বিরত থাকুন!
08/08/2023

বান্দরবান স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। সকল প্রকার ভ্রমণ থেকে আগামী এক সপ্তাহ বিরত থাকুন!

সুখবর!বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলাছাড়া বাকি সব উপজেলা সমূহ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।
14/07/2023

সুখবর!
বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলাছাড়া বাকি সব উপজেলা সমূহ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

29/07/2022
16/12/2021

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত 'মেঘলা' ও 'নীলাচল' পর্যটন স্পটে ১৬ই ডিসেম্বর সারাদিনব্যাপি দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।

এই বিজয় তোমার আমার❤️স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সকল ভ্রমণপ্রেমীদের জানাই শুভেচ্ছে ও স্বাধীনতা সংগ্রামে প্রাণ দেয়া সকল শহিদ...
16/12/2021

এই বিজয় তোমার আমার❤️

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সকল ভ্রমণপ্রেমীদের জানাই শুভেচ্ছে ও স্বাধীনতা সংগ্রামে প্রাণ দেয়া সকল শহিদের জন্য দোয়া ও শ্রদ্ধা❤🇧🇩

এবার শীতে বান্দরবান ট্যুর গ্রুপ নিয়ে যাচ্ছি খুমের স্বর্গরাজ্য দেবতাখুম উপভোগ করার জন্য।এই দেবতাখুম এর পানি নভেম্বর থেকেই...
07/12/2021

এবার শীতে বান্দরবান ট্যুর গ্রুপ নিয়ে যাচ্ছি খুমের স্বর্গরাজ্য দেবতাখুম উপভোগ করার জন্য।
এই দেবতাখুম এর পানি নভেম্বর থেকেই স্বচ্ছ নীল-সবুজ জলের রুপ দেখা দেয় যা অন্য সময় পাওয়া যায়না । অল্প কষ্টে পাহাড়ের গহীনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই ইভেন্ট মিস করবেন না।

যাত্রা ১০ সকাল ৭টায় ডিসেম্বর
ফেরা ১০ বিকাল ৫টায় ডিসেম্বর
ট্যুর ফী ৯৯৯ টাকা

কেউ যদি বান্দরবান এক রাত থাকতে চায় সে ব্যবস্থাও থাকছে, সে ক্ষ্যাত্রে দেবতাখুম থেকে ব্যাক করে আমরা হোটেলে থাকবো এবং পরদিন বান্দরবান সিটি অর্থাৎ নীলগিরি নীলাচল শৈল প্রপাত চিম্বুক পাহাড় মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরে দেখবো ইনশাআল্লাহ ।

❑ ট্যুর ফি'তে যা যা থাকছেঃ

☑ সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ
☑ জীপ (চান্দের গাড়ী) খরচ।
☑ নৌকা খরচ।
☑ ভেলা খরচ।
☑ লাইফ জ্যাকেট খরচ।
☑ স্থানীয় গাইড খরচ।


❑ যা থাকছেনাঃ
---------------------
☑ কোন প্রকারের ঔষধের খরচ।
☑ উল্লেখ করা নেই এমন কোন খরচ।


💠দেবতাখুম, বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। নৈসর্গীক বান্দরবানকে বলা হয় খুমের স্বর্গরাজ্য আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুকুট নিঃসন্দেহে দেবতাখুম ।

দেবতাখুম জায়গাটা খুবই এডভেঞ্চারাস, দুই পাশে পাথরের দেয়াল আর মাঝে দিয়ে চলে গেছে খুম। আর এই খুম পাড়ি দিতে হয় বাঁশের তৈরি ভেলায় করে। আর গিরিখাদগুলো এডভেঞ্চার প্রিয়দের জন্য প্রকৃতি উপভোগ করার মত জায়গা। এখানে যেতে বেশ সহজ ট্রেক করতে হয় এবং তা যে কেউ পারবে।

💠 'দেবতাখুম' কে অনেকে সোনা খুম নামেও চিনে। অনেকে আবার মারমা ভাষায় থংচি খুম নামেও ডাকেন। অনেকে আবার দেবতাখুম ও বলেন।
দেবতাখুম ৫০ ফুট গভীর ও ৬০০ ফুট লম্বা।
এই খুমের নামকরণের পেছনের গল্পটা বেশ মজার। কথিত আছে, এই খুমে দুটো দেবতা মাছ আছে। মাছ দুটোর কানে দুটো করে সোনার দুল আছে। আশেপাশের গ্রামের অনেকেই নাকি বিভিন্ন সময় মাছ দুটো দেখেছেন। কিন্তু মজার ব্যাপার হল আলৌকিক শক্তির কারনে মাছ দুটো কখনো কারও জালে ধরা পড়ে না। এমন কি একবার কিছু বম ছেলে পুরো খুমের পানিতে মাছ মারার বিষ ঢেলে দিয়েছিল। এরপরেও মাছ দুটো অক্ষত রয়ে যায়!
----------------------------------------------------------

❑ যা যা দেখবো:

★চাঁদের গাড়িতে চড়ে পাহাড়ি উচু-নিচু সড়ক উপভোগ করা।

★দেবতাখুম
★শীলবান্ধা ঝর্ণা
★শীলবান্ধা পাড়া
★কচ্ছপতলী বাজার
----------------------------------------------------------

❑ ভ্রমণ পরিকল্পনাঃ

🔶 ১০ ডিসেম্বর ভোরে বান্দরবান থেকে সকালের নাস্তা সেরে নিবো। নাস্তা শেষ করে বান্দরবান থেকে জীপে (চান্দের গাড়ী) করে পাহাড়ি উচু-নিচু সড়ক উপভোগ করতে করতে চলে যাবো রোয়াংছড়ি বাজার। রোয়াংছড়ি পুলিশ থানায় প্রসিডিউর সেরে জীপে করে চলে যাবো কচ্ছপতলী বাজার। কচ্ছপতলীতে আর্মির প্রসিডিওর শেষ করে ঝিরি পথ দিয়ে ট্রেকিং করে পৌছে যাবো শীলবান্ধা পাড়া ৷ সেখানে কিছুক্ষন রেস্ট নিয়ে আরেকটু পথ এগিয়ে গেলেই দেবতাখুম। দেবতাখুমে ভেলায় চড়ে পুরোটা দেখব,ঘন্টা খানেক সময় কাটিয়ে ফের রওনা দিবো কচ্ছপতলীতে, এসে লাঞ্চ শেষে রওনা দিবো বান্দরবান এর উদ্দেশ্যে

--------------------------------------------------------------------------------

❑ যা যা সাথে নিতে হবে:

✅ জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন সার্টিফিকেট (৫ কপি)। এটা না নিলে আর্মি ক্যাম্প থেকে আপনাকে যেতে দিবেনা।
☑ ট্রেকিং সু / ভিজানো যায় এমন জুতা।
☑ ওয়াটার রেসিস্ট মোবাইল কাভার বা পলিথিন।
☑ হালকা ব্যাকপ্যাক।
☑ সানগ্লাস, হ্যাট/ক্যাপ, গামছা, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)।
☑ থ্রি-কোয়ার্টার/ট্রাউজার।
☑ আলাদা এক সেট কাপড়।
☑ প্রয়োজনীয় ঔষধ।
☑ ব্যান্ড এইড।
☑ খাবার স্যালাইন।
☑ পলিথিন
☑ টুকিটাকি শুকনো খাবার (খেজুর, কিসমিস,বাদাম)।
☑ পানির বোতল।
----------------------------------------------------------
======বুকিং পলিসি======

বুকিং মানি অফেরত যোগ্য তবে যদি রিপ্লেস্মেন্ট হিসাবে কাউকে পাওয়া যায় সে ক্ষেত্রে পুরো টাকা ফিরত দেওয়া হবে।
বুকিং মানি জমা করতে পারবেন ব্যাংক একাউন্ট অথবা বিকাশ একাউন্ট এর মাধ্যমেঃ বিকাশে দিলে অবশ্যই আপনাকে খরচ বহন করতে হবে।
------------------------------------------------

পারসোনাল বিকাশ/নগদঃ
+88 01739300890 (সেন্ড মানি)

এছাড়াও যে কোনো প্রয়োজনে সরাসরি কথা বলতে
হটলাইন : 01401534574

এবার শীতে বান্দরবান ট্যুর গ্রুপ নিয়ে যাচ্ছি খুমের স্বর্গরাজ্য দেবতাখুম উপভোগ করার জন্য।এই দেবতাখুম এর পানি নভেম্বর থেকেই...
05/12/2021

এবার শীতে বান্দরবান ট্যুর গ্রুপ নিয়ে যাচ্ছি খুমের স্বর্গরাজ্য দেবতাখুম উপভোগ করার জন্য।
এই দেবতাখুম এর পানি নভেম্বর থেকেই স্বচ্ছ নীল-সবুজ জলের রুপ দেখা দেয় যা অন্য সময় পাওয়া যায়না । অল্প কষ্টে পাহাড়ের গহীনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই ইভেন্ট মিস করবেন না।

যাত্রা ০৯ ডিসেম্বর
ফেরা ১০ ডিসেম্বর
ট্যুর ফী ২৯৯৯ টাকা

কেউ যদি বান্দরবান এক রাত থাকতে চায় সে ব্যবস্থাও থাকছে, সে ক্ষ্যাত্রে দেবতাখুম থেকে ব্যাক করে আমরা হোটেলে থাকবো এবং পরদিন বান্দরবান সিটি অর্থাৎ নীলগিরি নীলাচল শৈল প্রপাত চিম্বুক পাহাড় মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরে দেখবো ইনশাআল্লাহ ।

❑ ট্যুর ফি'তে যা যা থাকছেঃ

☑ ঢাকা -বান্দরবান-ঢাকা (নন-এসি বাস)
☑ সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ এবং সন্ধ্যায় নাস্তা
☑ জীপ (চান্দের গাড়ী) খরচ।
☑ নৌকা খরচ।
☑ ভেলা খরচ।
☑ লাইফ জ্যাকেট খরচ।
☑ স্থানীয় গাইড খরচ।


❑ যা থাকছেনাঃ
---------------------
☑ কোন প্রকারের ঔষধের খরচ।
☑ উল্লেখ করা নেই এমন কোন খরচ।


💠দেবতাখুম, বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। নৈসর্গীক বান্দরবানকে বলা হয় খুমের স্বর্গরাজ্য আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুকুট নিঃসন্দেহে দেবতাখুম ।

দেবতাখুম জায়গাটা খুবই এডভেঞ্চারাস, দুই পাশে পাথরের দেয়াল আর মাঝে দিয়ে চলে গেছে খুম। আর এই খুম পাড়ি দিতে হয় বাঁশের তৈরি ভেলায় করে। আর গিরিখাদগুলো এডভেঞ্চার প্রিয়দের জন্য প্রকৃতি উপভোগ করার মত জায়গা। এখানে যেতে বেশ সহজ ট্রেক করতে হয় এবং তা যে কেউ পারবে।

💠 'দেবতাখুম' কে অনেকে সোনা খুম নামেও চিনে। অনেকে আবার মারমা ভাষায় থংচি খুম নামেও ডাকেন। অনেকে আবার দেবতাখুম ও বলেন।
দেবতাখুম ৫০ ফুট গভীর ও ৬০০ ফুট লম্বা।
এই খুমের নামকরণের পেছনের গল্পটা বেশ মজার। কথিত আছে, এই খুমে দুটো দেবতা মাছ আছে। মাছ দুটোর কানে দুটো করে সোনার দুল আছে। আশেপাশের গ্রামের অনেকেই নাকি বিভিন্ন সময় মাছ দুটো দেখেছেন। কিন্তু মজার ব্যাপার হল আলৌকিক শক্তির কারনে মাছ দুটো কখনো কারও জালে ধরা পড়ে না। এমন কি একবার কিছু বম ছেলে পুরো খুমের পানিতে মাছ মারার বিষ ঢেলে দিয়েছিল। এরপরেও মাছ দুটো অক্ষত রয়ে যায়!
----------------------------------------------------------

❑ যা যা দেখবো:

★চাঁদের গাড়িতে চড়ে পাহাড়ি উচু-নিচু সড়ক উপভোগ করা।

★দেবতাখুম
★শীলবান্ধা ঝর্ণা
★শীলবান্ধা পাড়া
★কচ্ছপতলী বাজার
----------------------------------------------------------

❑ ভ্রমণ পরিকল্পনাঃ

🔶 ০৯ ডিসেম্বর সায়দাবাদ/চিটাগাং রোড থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু।

🔶 ১০ ডিসেম্বর ভোরে বান্দরবান নেমে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিবো। নাস্তা শেষ করে বান্দরবান থেকে জীপে (চান্দের গাড়ী) করে পাহাড়ি উচু-নিচু সড়ক উপভোগ করতে করতে চলে যাবো রোয়াংছড়ি বাজার। রোয়াংছড়ি পুলিশ থানায় প্রসিডিউর সেরে জীপে করে চলে যাবো কচ্ছপতলী বাজার। কচ্ছপতলীতে আর্মির প্রসিডিওর শেষ করে ঝিরি পথ দিয়ে ট্রেকিং করে পৌছে যাবো শীলবান্ধা পাড়া ৷ সেখানে কিছুক্ষন রেস্ট নিয়ে আরেকটু পথ এগিয়ে গেলেই দেবতাখুম। দেবতাখুমে ভেলায় চড়ে পুরোটা দেখব আমরা। শীলবান্দা ঝর্ণায় যাবো আমরা তারপর এবং ঝর্ণা থেকে এসে লাঞ্চ করবো। লাঞ্চ শেষে রওনা দিবো
বান্দরবান হয়ে ঢাকার এর উদ্দেশ্যে।

★ ১১ ডিসেম্বর সকালে আমরা ইনশা'ল্লাহ ঢাকা পৌঁছে যাবো।
--------------------------------------------------------------------------------

❑ যা যা সাথে নিতে হবে:

✅ জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন সার্টিফিকেট (৫ কপি)। এটা না নিলে আর্মি ক্যাম্প থেকে আপনাকে যেতে দিবেনা।
☑ ট্রেকিং সু / ভিজানো যায় এমন জুতা।
☑ ওয়াটার রেসিস্ট মোবাইল কাভার বা পলিথিন।
☑ হালকা ব্যাকপ্যাক।
☑ সানগ্লাস, হ্যাট/ক্যাপ, গামছা, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)।
☑ থ্রি-কোয়ার্টার/ট্রাউজার।
☑ আলাদা এক সেট কাপড়।
☑ প্রয়োজনীয় ঔষধ।
☑ ব্যান্ড এইড।
☑ খাবার স্যালাইন।
☑ পলিথিন
☑ টুকিটাকি শুকনো খাবার (খেজুর, কিসমিস,বাদাম)।
☑ পানির বোতল।
----------------------------------------------------------
======বুকিং পলিসি======

বুকিং মানি অফেরত যোগ্য তবে যদি রিপ্লেস্মেন্ট হিসাবে কাউকে পাওয়া যায় সে ক্ষেত্রে পুরো টাকা ফিরত দেওয়া হবে।
বুকিং মানি জমা করতে পারবেন ব্যাংক একাউন্ট অথবা বিকাশ একাউন্ট এর মাধ্যমেঃ বিকাশে দিলে অবশ্যই আপনাকে খরচ বহন করতে হবে।
------------------------------------------------

পারসোনাল বিকাশ/নগদঃ
+88 01739300890 (সেন্ড মানি)

এছাড়াও যে কোনো প্রয়োজনে সরাসরি কথা বলতে
হটলাইন : 01401534574

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। পর্যটন শহর কক্সবাজারে দেশের বিভিন্ন জেলা হতে আগত  যে সকল পর্যটকগণ বাস ধর্মঘটের কারণে ন...
06/11/2021

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
পর্যটন শহর কক্সবাজারে দেশের বিভিন্ন জেলা হতে আগত যে সকল পর্যটকগণ বাস ধর্মঘটের কারণে নিজ গন্তব্যে ফিরে যেতে পারছেন না। তাদের জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কক্সবাজার জেলা পুলিশের সহায়তায় নিজস্ব পরিবহনে কোন প্রকার ভাড়া ছাড়া চট্টগ্রাম জেলায় পৌঁছে দেওয়া হবে।

আপনাদের পরিচিত যে সমস্ত পর্যটকগণ কক্সবাজার-এ আটকে পড়েছেন তাদের কে পুলিশ লাইন্স, কক্সবাজার এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

অনুরোধক্রমে
পুলিশ সুপার
কক্সবাজার জেলা।
Cox's Bazar District Police

Alhamdulillah, We reached 16K members milestone on our Facebook group 🍂Thank you all💙
06/11/2021

Alhamdulillah, We reached 16K members milestone on our Facebook group 🍂

Thank you all💙

🤞 ১৯ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার রাতে আমরা যাচ্ছি একদল এডভেঞ্চার প্রেমী নিয়ে নাফাখুম আমিয়াখুম ট্রেকিং ট্যুর * ঢাকা টু বান্দ...
13/10/2021

🤞 ১৯ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার রাতে আমরা যাচ্ছি একদল এডভেঞ্চার প্রেমী নিয়ে নাফাখুম আমিয়াখুম ট্রেকিং ট্যুর

* ঢাকা টু বান্দরবান আপ ডাউন বাসের টিকেট
* বান্দরবান টু থানচি আপ ডাউন রিজার্ভ চাঁদের গাড়ি
* থানচি টু রেমাক্রী আপ ডাউন রিজার্ভ বোট
* তিনদিনের জন্য স্থানীয় গাইড
* থুইসা পাড়া থেকে লোকাল গাইড
* ভেলাখুমে ভেলার খরচ
* সাত ভাইখুমে নৌকার খরচ
* পাড়ায় দুই রাত থাকা
* তিনদিনে মোট নয় বেলা খাবার
* পুরো ট্যুরে আমার মত একজন গাইড 😜

সব মিলিয়ে খরচ জনপ্রতি ৫৯৯৯ টাকা। (চট্টগ্রাম কিংবা বান্দরবান থেকে যুক্ত হতে চাইলে খরচ ভিন্ন)

বুকিং করতে +8801401534574

ছবি : কালেক্টেড🌿

আমাদের বগালেক ও কেওক্রাডং ট্যুর আলহামদুলিল্লাহ সম্পন্ন 💙আমাদের সাথে যারা গিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সবার স...
27/09/2021

আমাদের বগালেক ও কেওক্রাডং ট্যুর আলহামদুলিল্লাহ সম্পন্ন 💙

আমাদের সাথে যারা গিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সবার সাথে আবার কোনো এক পাহাড়ভাজে নতুন করে দেখা হবে। 🇧🇩⚡

ইভেন্ট- বগালেক ও কেওক্রাডং
কাভারড- বগালেক, চিংড়ি ঝর্ণা ও কেওক্রাডং
তারিখ- ২৪ সেপ্টেম্বর- ২৬সেপ্টেম্বর (ঢাকা থেকে ২৩-২৬সেপ্টেম্বর)

পরবর্তী ট্যুর অংশ নিতে চোখ রাখুন আমাদের পেইজ ও গ্রুপে।

⚡চলুন বান্দরবান ট্যুর গ্রুপের সাথে ঘুরে আসি অপূর্ব বগালেক ও কেওক্রাডং• ইভেন্ট ফীঃ ৫৫০০ টাকা।• ট্রিপ সাইজঃ  ১৪ জন 🖼️ যা য...
20/09/2021

⚡চলুন বান্দরবান ট্যুর গ্রুপের সাথে ঘুরে আসি অপূর্ব বগালেক ও কেওক্রাডং

• ইভেন্ট ফীঃ ৫৫০০ টাকা।
• ট্রিপ সাইজঃ ১৪ জন

🖼️ যা যা দেখবো
• বগালেক 🏞️
• কেওক্রাডং 🏔️
• চিংড়ি ঝর্না 🏝️
• দার্জিলিং পাড়া 🏕️
• রুমা বাজার 🏛️
• সময় সাপেক্ষে একটা সারপ্রাইজ প্লেস 🌋

বিস্তারিত - https://cutt.ly/9Es9XU9

💳 বুকিং...
বুকিং মানি জমা করতে পারবেন বিকাশ/নগদ একাউন্ট এর মাধ্যমে, এক্ষেত্রে অবশ্যই আপনাকে খরচ বহন করতে হবে।

বিকাশ/নগদ- 01739300890 (পারসোনাল)
রকেট- 015350880159 (পারসোনাল)

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ
মোবাইলঃ 01401534574, 01833907827
ইমেইলঃ [email protected]

💙

ইনশাআল্লাহ 24 তারিখ রাতে বগালেক/25 তারিখ রাতে কেওক্রাডং থাকছি 🌋
20/09/2021

ইনশাআল্লাহ 24 তারিখ রাতে বগালেক/25 তারিখ রাতে কেওক্রাডং থাকছি 🌋

ইউএনডিপি'র AcceleratorLab এর রিসার্চ কনসালটেন্ট এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট (বিআইএম) এর উপদেষ্টাদ্বয়ের সাথ...
12/09/2021

ইউএনডিপি'র AcceleratorLab এর রিসার্চ কনসালটেন্ট এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট (বিআইএম) এর উপদেষ্টাদ্বয়ের সাথে কমিউনিটি বেজড ট্যুরিজম এর মাধ্যমে স্থানীয় ইয়ুথদের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় দক্ষতার বিষয়ে গবেষণামূলক আলোচনায় অংশগ্রহণ করেছে বান্দরবান ট্যুর গ্রুপের সদস্যরা🌿

🌼

11/09/2021

২৩ সেপ্টেম্বর আমরা যাচ্ছি কেওক্রাডং। ইভেন্ট লিংক: https://fb.me/e/OgOu269u
আমাদের সাথে যুক্ত হতে তাড়াতাড়ি যোগাযোগ করুন।

[Collected Video]

💥 বান্দরবান ট্যুর গ্রুপের সাথে বগালেক কেওক্রাডং ইভেন্ট ফীঃ ৫৫০০ টাকা।ট্রিপ সাইজঃ  ১৪ জন 🖼️যা যা দেখবো • বগালেক 🏞️• কেওক্...
08/09/2021

💥 বান্দরবান ট্যুর গ্রুপের সাথে বগালেক কেওক্রাডং
ইভেন্ট ফীঃ ৫৫০০ টাকা।
ট্রিপ সাইজঃ ১৪ জন

🖼️যা যা দেখবো

• বগালেক 🏞️
• কেওক্রাডং 🏔️
• চিংড়ি ঝর্না 🏝️
• দার্জিলিং পাড়া 🏕️
• রুমা বাজার 🏛️
• সময় সাপেক্ষে একটা সারপ্রাইজ প্লেস 🌋

ভ্রমন বিস্তারিত

দিন ১ঃ রাতের বাসে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা।

দিন ২ঃ ভোরে বান্দরবান নেমে সকালের নাস্তা শেষ করে রুমার উদ্দেশ্য করে জিপে উঠে পরবো। রুমা বাজার পৌঁছে আর্মি ক্যাম্পে নাম এন্ট্রি করে আবার জিপে করে বগা লেকে চলে যাবো। তারপর দুপুরের খাবার খেয়ে সবাই সবার মতো এই ঐ দিক ঘুরে রাতে বগালেকে থাকবো। রাতে বগালেকে বারবিকিউ পার্টি সাথে ক্যাম্প ফায়ারে আড্ডা গান হবে।

দিন ৩ঃ খুব ভোরে নাস্তা করে কেওক্রাডং এর উদ্দেশ্য করে হাটা শুরু করবো। ৩-৪ ঘণ্টা ট্রেকিং করে কেওক্রাডং পৌঁছে যাবো। মাঝ রাস্তায় চিংড়ী ঝর্ণায়ও কিছু সময় কাঁটাবো। তারপর দুপুরের খাবার খেয়ে কর্টেজে যাবো। কর্টেজ থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে শরীরের ক্লান্তি কাটাবো। কেওক্রাডং এ রাতে থাকবো আর লক্ষ লক্ষ তারার সাথে রাত কাটাবো।

দিন ৪ঃ পরের দিন খুব ভোর বেলায় উঠবো কেওক্রাডং এ সূর্যোদয় দেখার জন্য। এরপর নাস্তা শেষ করে বগালেকের উদ্দেশ্যে আবারও হাঁটা শুরু করবো। বগালেকে যেয়ে জীপে উঠে রুমা বাজার। রুমাতে দুপুরের খাবার খেয়ে বান্দরবান শহরে জীপে করে ফিরে আসবো। বান্দরবানের রাতের খাবার খেয়ে ঢাকার বাসে উঠে পরবো।

দিন ৫ঃ খুব ভোরে ইন শা আল্লাহ্‌ ঢাকায়।

🧩এই টাকায় যা যা থাকবেঃ
১। ঢাকা-বান্দরবান নন এসি আপ ডাউন বাসের টিকেট।
২। বান্দরবান-রুমা-বগালেক আপ ডাউন জীপ ভাড়া।
৩। গাইডের থাকা খাওয়ার খরচ।
৪। সকালের নাস্তা ৩দিন। দুপুরের খাবার ৩ দিন। রাতের খাবার ৩ দিন (১ বেলা BBQ)
৫। বগালেক এবং কেওক্রাডং এ থাকার খরচ।

যা যা থাকবে না।
১) ব্যাক্তিগত খরচ ও মেডিসিন।
২) যাবার এবং আসার পথে রাস্তায় কোনো খাবার।

প্রয়োজনীয়ঃ
১) হালকা ব্যাগ প্যাক। যত কম নেওয়া যায় ততো ভাল। হালকা ঠান্ডা থেকে বাঁচার জন্য মোটামুটি একটা গরম কাপড়।
২) কিছু শুকনা খাবার (চকোলেট,খেজুর, কিসমিস, বাদাম ইত্যাদি)
৩) সানগ্লাস, ক্যাপ, গামছা।
৪) বড় পলিথিন ৩-৪টা (ভেজা কাপড় রাখার জন্য)
৫) টুথপেস্ট, ব্রাশ
৬) টর্চ, পাওয়ার ব্যাংক
৭) ওডোমস ক্রিম।
৮) ব্যক্তিগত প্রয়োজনীয় ঔষধ
৯) জাতীয় অথবা স্টুডেন্ট আইডি কার্ড ফটোকপি (অবশ্যই লাগবে)
১০) এবং সব চেয়ে যেটা বেশী প্রয়োজনীয় সেটা হচ্ছে একটি ভ্রমন পিপাসু মন।

আপনাকে ২৫০০ টাকা+(খরচ সহ) বিকাশ/নগদে দিয়ে বুকিং দিতে হবে। যা অফেরত যোগ্য। বাকী টাকা যাত্রার দিন পরিশোধ করতে হবে।

**কোন ধরনের মৌখিক কনফার্মেশন গ্রহনযোগ্য না। কেবল মাত্র বুকিং মানি জমা দেয়ার পরই আপনার সীট কনফার্ম করা হবে।

**বুকিং বাতিল পলিসি নাই, তবে রিপ্লেসমেন্ট পাওয়া গেলে বুকিং ফিরিয়ে দেওয়া হবে।

======বুকিং পলিসি======

বুকিং মানি অফেরত যোগ্য তবে যদি রিপ্লেসমেন্ট হিসাবে কাউকে পাওয়া যায় সে ক্ষেত্রে পুরো টাকা ফিরত দেওয়া হবে।
বুকিং মানি জমা করতে পারবেন বিকাশ/নগদ একাউন্ট এর মাধ্যমে,এক্ষেত্রে অবশ্যই আপনাকে খরচ বহন করতে হবে।
বিকাশ/নগদ 01739300890 (পারসোনাল)

যোগাযোগঃ 01401534574, 01833907827
ইমেলঃ [email protected]

ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের সম্মানিত পুলিশ সুপার জনাব শ্যামল আব্দুল হালিম ও অফিসার ইনচার্জ জনাব আমিনুল হক স্যারের সা...
01/09/2021

ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের সম্মানিত পুলিশ সুপার জনাব শ্যামল আব্দুল হালিম ও অফিসার ইনচার্জ জনাব আমিনুল হক স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছিলাম আমরা। পর্যটন নগরী বান্দরবানকে পর্যটন খাতে কিভাবে সামনে আরো এগিয়ে নেয়া যায় সে সম্পর্কে আজ ছোট চা চক্রটি জমে উঠেছিলো।

এছাড়াও আসন্ন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতবারের ন্যায় আয়োজিত হতে যাচ্ছে ফটোগ্রাফি প্রতিযোগিতার ও নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হচ্ছে ভিডিওগ্রাফিও। তা বাস্তবায়নে গতবারের মতো এবারো বান্দরবান ট্যুর গ্রুপ হোস্ট ও ইভেন্ট পার্টনার হিসেবে ট্যুরিস্ট পুলিশ বান্দরবানের সাথে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

বিস্তারিত জানতে চোখ রাখুন Tourist Police, Bandarban Zone ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান জোন এবং আমাদের পেইজ ও গ্রুপে( Bandarban Tour Group)

ভ্রমনপ্রেমী ভাই ও বোনেরা মানসিকভাবে প্রস্তুত থাকুন। অংশগ্রহণের আহবান রইলো🌿

মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
20/02/2021

মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

21/12/2020

বান্দরবানের এ পর্যন্ত জানা ঝর্ণার/খুমের লিস্টঃ

১) লাংলুক / লিলুক (Langlop) "1st"
২) বাক্লাই (Baklai) "2nd"
৩) জাদিপাই (Jadipai) "3rd"
৪) সাইংপ্রা (Saiongpra) "4th"
৫) ত্লাবং / ডাবল ফলস (Tlubong)
৬) ক্রাইক্ষ্যং / মিঠাগঙ্গা (Meetha Ganga)
৭) তিনাপ সাইতার (Tinap Saitar) "Widest"
৮) জিন সিয়াম সাইতার (Zingsiam Saitar)
৯) তারপি সাইতার (Tarpi Saitar)
১০) ফাইপি (Faipi)
১১) আমিয়াখুম (Amiakhum)
১২) নাফাখুম (Nafakhum)
১৩) তারংপি সাইতার (Tahrong Phi)
১৪) তুক-অ দামতুয়া (Damtua)
১৫) মাখাইন কেশর (Maikhayn Keshor)
১৬) রিঝুক ঝড়না (Rijhuk Falls)
১৭) থানকোয়াইন (Thankowain Falls)
১৮) রি সং সং (Ri Song Song)
১৯) সাদাড়া ফলস (Saadra Falls)
২০) তুই-ক-তুমু (Tui Ku Tumu)
২১) মেলোরি (Rumanapara Falls)
২২) চ্যাদলাং ছড়া (Ched Lang)
২৩) সেন-দা-ভো / সেন-ডো-ভা (Sendo Va)
২৪) নরেস্সা ফলস (Neressa Falls)
২৫) তারতে সাইতার (Tarte Saitar)
২৬) তুইনুম ফলস (Twin-Um)
২৭) জামরুল ছড়া (Jamrul Falls)
২৮) শীলবাঁধা ঝর্না (Shilbandha Falls)
২৯) কিংলং ক্লাক ঙাক সাইতার
৩০) মাইপারভা সাইতার (Maifarva Saitar)
৩১) লুংফের ভা সাইতার (ব ছড়া ঝর্না-১)
৩২) সাইতার পি (ব ছড়া ঝর্না-২)
৩৩) কুকিভা সাইতার (Kukiba Saitar)
৩৪) রুই প্রু ম্রং তাইনদাং
৩৪) সাইত্লাং সাইতার (Tsai Tlang Saitar)
৩৫) মাংসন সাইতার (Wmangson Saitar)
৩৬) তিদংখদ (Ti-Daung-Kaud)
৩৭) রিজার্ব সাইতার (Reserve Saitar)
৩৮) রিজার্ভ ফলস (Reserve Falls)
৩৯) দেবতা খুম (Debota Khum)
৪০) সে প্রু ওয়া তাইনদাং
৪১) জুর্বা সাইতার (Zurva Saitar)
৪২) জংবের সাইতার (Zongber Saitar)
৪৩) চিংড়ি ঝড়না (Chingri Falls)
৪৪) পালনকোয়াইন (Palonkowaine Falls)
৪৫) রাইক্ষ্যং ফলস (Raikkhyang Falls)
৪৬) শালুকিয়া ঝড়না (Shalukia Falls)
৪৭) লাদমেরাগ (Ladmerag)
৪৮) নাইক্ষ্যংমুখ (Nakkhyang Mukh)
৪৯) অ-পাইনা / অ-পেলা গিরিখাদ
৫০) কুমারি ঝড়না (Kumari Falls)
৫১) তিনাম ঝর্ণা (Tinam Falls)
৫২) আই শেপ ঝর্ণা ('I' Shape Falls) সঠিক নাম জানা নেই তাই একে আমার দেওয়া নাম দিলাম।।।।
৫৩) ওয়াংপা ঝর্ণা (Wangpa Falls)
৫৪)পোয়ামুহুড়ি ঝর্ণা (Pouamuhuri Falls)
৫৫) না থাম্বা সাইতার (Na Thamba Saitar)
৫৬) শিয়াখাবা খুম (Shiyakhaba Khun Water Falls)
৫৭) রেপং ঝর্ণা
৫৮) চেতলাং ১
৫৯) চেতলাং ২
৬০) থংকিয়ং ১
৬১) থংকিয়ং ২
৬২) থংকিয়ং ৩
৬৩) ওয়াং মুই রাগ ( Wang Mui Raag)
৬৪) বাগবা ঝর্ণা
৬৫) ক্র্যাতং ঝর্ণা
৬৬)রুপালি ঝর্না
৬৭)শৈল প্রপাত
৬৮)বন প্রপাত
৬৯)রুপবতী ঝর্না
৭০)বান্দুরি ঝর্না
৭১)হাতিভাঙ্গা ঝর্না
৭২)ফারুক পাড়া ঝর্না
৭৩)লিখ্যিয়াং ঝর্ণা বা লিক্ষ্যং ঝর্ণা
৭৪)মুরং ঝর্না

#সংগৃহীত_পোস্ট

দেবতাখুম ভ্রমন মাত্র ৩০০০ টাকায়!(২ রাত ১ দিন)❐ যাত্রা শুরু: ১৭ ডিসেম্বর রাতে, ঢাকা থেকে। ❐ রিটার্ন: ১৮ ডিসেম্বর বান্দরবা...
08/12/2020

দেবতাখুম ভ্রমন মাত্র ৩০০০ টাকায়!
(২ রাত ১ দিন)

❐ যাত্রা শুরু: ১৭ ডিসেম্বর রাতে, ঢাকা থেকে।
❐ রিটার্ন: ১৮ ডিসেম্বর বান্দরবান থেকে রাতে ।

আসন সংখ্যা ১২/২৪ টি।

বান্দরবান সদর থেকে যারা আমাদের ট্যুরে যুক্ত হতে চান,তাদের জন্য ট্যুর ফি মাত্র ১৭৫০ টাকা।

পেজ লিংক- https://www.facebook.com/BTGbban/
গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/786063508205758/?ref=share

যোগাযোগঃ- ০১৬৭৩৬৮৭৬৭০, ০১৮৩৩৯০৭৮২৭

প্যাকেজে যা যা থাকছেঃ-
❐ ঢাকা-বান্দরবান-ঢাকা নন এসি বাস টিকেট।
❐ ২ বেলা খাবার এবং সকাল সন্ধ্যা নাস্তা।
❐ বান্দরবান সদরে ফ্রেশ হবার ব্যবস্থা।(গ্রুপ রুম)
❐ রিজার্ভ চাঁদের গাড়ি।
❐ গাইড খরচ।
❐ ভেলার খরচ,নৌকা খরচ,লাইফ জ্যাকেট।
❐ পারমিশন নেবার যাবতীয় খরচ।

যা যা থাকবেনাঃ
★ যাত্রাপথে হোটেল বিরতির খাবার।
★ ব্যাক্তিগত খরচ।
★ ট্যুরের প্যাকেজে অন্তর্ভুক্ত নয় এমন কিছু।

বুকিং এর নিয়মাবলী:
যেতে চাইলে আসন ফিলাপ হওয়ার আগে ১০২০/= টাকা অগ্রিম দিয়ে আপনার আসনটি কনফার্ম করুন।
বিকাশঃ ০১৬৭৩৬৮৭৬৭০
কনফার্ম করার শেষ তারিখ ১৩ ডিসেম্বর

➡সাথে কিছু কিছু জিনিস রাখা বাঞ্ছনীয়:
🔹জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট অথবা জম্মনিবন্ধন ফটোকপি অথবা স্টুডেন্ট আইডি এর ৫টি ফটোকপি। (অবশ্যই রাখতে হবে)
🔹উপযোগী হালকা কাপড়।
🔹ট্রেকিং উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল।
🔹সানগ্লাস, ক্যাপ।
🔹প্রয়োজনীয় কাপড়,লুঙ্গী/গামছা।
🔹পানির বোতল।

কিছু নিয়মাবলীঃ
🔹আধিবাসীদের সাথে কোন ধরনের খারাপ
ব্যবহার করা যাবেনা।
🔹অনুমতি ছাড়া কোন আদিবাসী মেয়েদের সাথে
ছবি তুলা যাবেনা।
🔹গ্রুপের সবার সাথে মিলেমিশে থাকতে হবে।
🔹যেহেতু এটা একটা গ্রুপ টুর সে ক্ষেত্রে সকল
পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মানসিকতা
থাকতে হবে।
🔹মজার ছলে ট্যুর মেটদের সাথে খারাপ আচরণ
করা যাবে না।
🔹বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে হবে।
🔹স্থানীয়দের সাথে কোন রকমের বাজে আচরণ
করা যাবে না।
🔹বিপদে আপদে একে অপরের পাশে থাকতে
হবে।
🔹মাদকদ্রব্য সেবন সম্পূর্ণ নিষিদ্ধ।
🔹হোস্ট অথবা গাইড এর অনুমতি ব্যতীত গ্রুপ
থেকে আলাদা হওয়া যাবে না।
🔹ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা
ফেলে পরিবেশ নষ্ট করা যাবে না।

আপনাদের ভ্রমণকে সুন্দর করতে আমদের পাশে পাবেন সবসময় ইনশাল্লাহ।

বিঃদ্রঃ কর্তৃপক্ষ যেকোন সময়, যেকোন পরিস্থিতিতে, বাসের আসন, ট্যুর ডেট ও ট্যুর প্ল্যান পরিবর্তন, ট্যুর বাতিল করার ক্ষমতা রাখে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bandarban Tour Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bandarban Tour Group:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share