11/01/2025
অপেক্ষার অবসান! খুলছে আপনাদের প্রিয় নর্থ সিকিম! প্যাকেজ শুরু মাত্র ৭৩৯৯ থেকে!
Contact: 083350 79383
📞8910559175
সিকিমের যে সমস্ত জায়গাগুলিতে পর্যটকরা ভিড় করেছেন তার মধ্যে অন্যতম হলো নর্থ সিকিম। কারণ এখানকার গুরুদংমার লেক, কালা পাত্থার, ইয়ামথাং ভ্যালি, জিরো পয়েন্ট বারবার পর্যটকদের আকর্ষণ করে এসেছে। এছাড়াও আঁকাবাঁকা ভাঙাচোরা রাস্তা, বরফ, পাহাড়ি ঝরনা, উচ্ছল নদী উপভোগ করার ক্রেজ তো আছেই। আসলে বাঙালির অ্যাডভেঞ্চার যেন রক্তেই। কিন্তু ভুক্তভোগী পর্যটক থেকে ভ্রমণ গাইড সকলের এই নর্থ সিকিম নিয়ে অভিযোগের শেষ নেই। আর এই সমস্ত অসুবিধার কথা মাথায় রেখে Monk Travellers নিয়ে এসেছে নিজস্ব হোটেল নিজস্ব হোমস্টে এবং নিজস্ব গাড়ির ব্যবস্থা। কারণ MONK Travellers হতে চায় আপনাদের ভ্রমণের ওয়ান স্টপ সলিউশন। কারণ কোনরকম বাধা-বিপত্তি ছাড়া সিকিমের মতো মায়াবী জায়গা, যেখানে লাচেন, লাচুং এর মত ভ্রমণ স্থান হাতছানি দিয়ে যায় তাদের বেস্ট উপলব্ধি করানো আমাদের লক্ষ্য। বাধা-বিপত্তিহীন ভ্রমণ এবং Monktravellers -এর উপর বিশ্বাস নিয়ে চলুন দেখে আসি ডিটেইল রুট প্ল্যান।
🔴Day 1: নিউ জলপাইগুড়ি জংশন অথবা শিলিগুড়ি থেকে Monk Travellers নিজেদের গাড়িতে করে আপনাকে পৌঁছে দেবে গ্যাংটকে।গ্যাংটক আমাদের নিজস্ব হোটেল যেখানে 24x7 গিজার, হাউস কিপিং, টেলিভিশন, ওয়াইফাই ক্লিন টয়লেট, রুফটপ এছাড়া রয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়ুন MG Marg- এর উদ্দেশ্যে। গ্যাংটকের এমজি মার্গ প্রত্যেকের জন্যই একটা মাস্ট ভিজিট ডেস্টিনেশন। পাহাড়ি শহরের একটি অন্যরকম রূপ উপভোগ করতে করতে কেনাকাটা এবং বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত। MG Marg-এর সমস্ত স্মৃতি নিয়ে হোটেলে ফেরার পর ডিনার শেষে শুয়ে পড়তে হবে খুব তাড়াতাড়ি কারণ তার পরের দিন রয়েছে লম্বা যাত্রা।
🔴Day 2 - এই দ্বিতীয় দিনে সকালবেলা ব্রেকফাস্ট এর পর Monktravellers এর নিজস্ব গাড়ি দাঁড়িয়ে থাকবে স্ট্যান্ডে। যাত্রাপথে অফুরন্ত আনন্দ উচ্ছ্বাস নিয়ে যাত্রা শুরু করবেন এবং দেখতে পাবেন বাটারফ্লাই ওয়াটার ফলস, নাগা ফলস, চুংথাং ভিউ পয়েন্ট, ইত্যাদি। পাহাড়ে যাবেন অথচ মোমো, ম্যাগী অথবা থুকপা খাবেন না তা কি কখনো হয়? এই দিনের লাঞ্চ হবে পাহাড়ি কোন এক স্থানীয় হোটেলে এছাড়াও অপশন হিসেবে ভাত ডাল তো আছে। অনেক সময় লাচেন পৌঁছাতে সন্ধে হয়ে যায়। যদি সন্ধ্যে না হয়ে যায় তবে আশপাশটা ঘুরে দেখলে কিন্তু বেশ মন্দ হবে না। আজকেও ডিনার সেরে ঘুমিয়ে পড়বেন খুব তাড়াতাড়ি কারণ কাল আপনাদের জন্য অপেক্ষায় থাকবে সেই মায়াবী গুরুদংমাড়।
🔴Day 3: আজকের সূর্যোদয়টা রাস্তায় দেখলে কেমন হয় বলুন তো? কারণ আজ ভোররাতেই বেরিয়ে পড়তে হবে গুরুদংমাড় উদ্দেশ্যে, ভোরের আলোর ছটায় চকচক করতে থাকা বরফে ঢাকা পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে যাব স্বপ্নের গুরুদংমাড়-এর দিকে। তারপর গুরুদংমাড় পৌঁছে উপভোগ করুন প্রত্যেকটি মুহূর্ত । চাইলে ক্যামেরাবন্দি করেনিন মুহূর্ত গুলি। আপনি চাইলে নিজস্ব খরচে এই দিন ঘুরে নিতে পারেন কালা পাত্থার আর চোপতা ভ্যালি । তারপর হোটেলে ফিরে সের নিতে হবে লাঞ্চ। কারণ লাঞ্চ শেষে আমাদের রওনা দিতে হবে লাচুং এর উদ্দেশ্যে।
🔴Day 4: ব্রেকফাস্ট শেষে আমাদের গাড়ি রওনা দেবে ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। ইয়ামথাং ভ্যালিন যেন অন্য জাগতিক রূপ, শীতের সময় চারিদিক ঢাকা বরফ আবার বর্ষার পরেই চারিদিকে নানান রঙের ফুল এবং পাশ দিয়ে বয়ে চলে একটি নদী, আহা কি অপরূপ সেই দৃশ্য, মার্চে আবার রডোডেনড্রন এর দেখা মেলে। এদিনও চাইলেই নিজ খরচ দেখে নিতে পারেন জিরো পয়েন্ট। এমনই বিভিন্ন মনোমুগ্ধকর দৃশ্য স্মৃতির থলিতে নিয়ে ফিরে আসুন হোটেলে। সেখানে লাঞ্চ সেরে আবার রওনা দেওয়া হবে গাংটকের উদ্দেশ্যে।
🔴Day 5: আজ হচ্ছে বাড়ি ফেরার দিন, অসংখ্য স্মৃতি এবং কিছুটা মন খারাপ নিয়ে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে আরেকবার দেখে নিন রূফটপ থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। তারপর ব্রেকফাস্ট শেষে আমাদের গাড়ি আপনাকে পৌঁছে দেবে আপনার সোর্স স্টেশনে।
❇️আপনি যদি আরো একটি দিন স্টে করতে পারেন তবে দেখে নিতে পারবেন ছাঙ্গু লেক,বাবা মন্দির এছাড়াও গ্যাংটক এ রয়েছে রোপওয়ে রাইড।
✅আর কি মনে অফুরন্ত উত্তেজনা নিয়ে এক্ষুনি যোগাযোগ করুন Monktravellers এর সাথে। আমরা রয়েছি মাত্র একটু ফোনের দূরত্বে।
খরচের ধারণা:
গাড়ির দর প্রতিনিয়ত ওঠানামা করায় সিকিমের অন্যান্য জায়গার তুলনায় নর্থ সিকিমের খরচ সবসময়ের জন্য একটু বেশি হয়। প্রায়শই দেখা যায় সস্তায় নর্থ সিকিম ঘোরানোর লোভ দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী পর্যটকদের ফাঁদে ফেলছে। তাই সঠিক দামে সঠিক ভ্রমণ করানোই আমাদের মূল লক্ষ্য। নিচে খরচের কিছু বিবরণ দেওয়া হল:
👇 04 রাত্রি 05দিন👇
------------------------------------------------------------------
8 Heads-. Rs- 7399/(Per Head)
7 Heads-. Rs- 7899/(Per Head)
6 Heads-. Rs- 8599/(Per Head)
5 Heads-. Rs- 9299/(Per Head)
4 Heads-. Rs- 10,299/( Per Head)
👇 05 রাত্রি 06 দিন 👇
------------------------------------------------------------------
8 Heads-. Rs- 9,299/(Per Head)
7 Heads-. Rs- 9,899/(Per Head)
6 Heads-. Rs- 10,699/(Per Head)
5 Heads-. Rs- 11,499/(Per Head)
4 Heads-. Rs- 12,199/(Per head)
এছাড়া রয়েছে প্রতিদিন শেয়ার ট্রিপ শুরু ₹5800/- থেকে। এটা শুধুমাত্র গ্যাংটক থেকে গ্যাংটক পর্যন্ত। গ্যাংটক এ যাওয়া আসার খরচ নিজস্ব।
✅কি কি থাকছে আমাদের প্যাকেজে?
✅ Pick Up, Drop, Itinerary- তে লেখা সবকিছুই।
✅ গাড়ি: Sumo / Bolero গোটা ভ্রমনের জন্য
02 জন / 03 জন হলে ছোটো গাড়ি নিতে পারেন পিক আপ ড্রপ এর সময়, বাকি নর্থ টুর বড়ো গাড়িতে করতে হবে (খরচ বেশি)। এছাড়াও অতিরিক্ত খরচে Xylo অথবা Innova গাড়িরও ব্যবস্থা করা যেতে পারে।
✅ হোটেল অথবা হোমস্টেতে প্রয়োজন মত রুম।
✅ খাওয়া দাওয়া: সকালের চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যার চা এবং ডিনার(প্রথম দিনের লাঞ্চ থেকে শেষ দিনের ব্রেকফাস্ট অবধি)
✅ পারমিটের খরচ
❌ কি কি প্যাকেজের মধ্যে থাকবে না
✅ NJP সিন্ডিগেট পার্কিং চার্জ (200-220 টাকা)
✅ স্ট্যান্ড থেকে হোটেলে যাতায়াতের জন্য লোকাল ট্যাক্সি
✅ পার্কিংয়ের খরচ
⭐ কিছু জিনিস মাথায় রাখতে হবে এই দিকের ট্যুরে :
☑ দুই তিনজন ট্যুর করলে একটু খরচসাপেক্ষ হবে, তাই অন্তত ৫-৬ জনের গ্রুপ করার চেষ্টা করুন। ট্যুর বাজেট ফ্রেন্ডলি হবে।
☑ দুই তিনজন থাকলে প্রথম দিন ( পিক আপ ) আর শেষ দিন ( ড্রপ ) এ ছোট গাড়ি নিয়ে বাকি নর্থ এর পার্ট টা বড়ো গাড়ি নেবেন ।
☑ সার্ভিস যথেষ্ট স্ট্যান্ডার্ড দেওয়ার চেষ্টা করি আমরা, কিন্তু তবুও উল্লেখ করতেই হবে যে লাচুং - লাচেন বা তার উপরের জায়গাগুলোতে উচ্চতাজনিত কারণে ও কিছু আঞ্চলিক সমস্যার জন্য খুব বেশি মানের আধুনিক ব্যাবস্থাপনা করা শক্ত কিছু ক্ষেত্রে।
এছাড়া সিকিমের ওয়েস্ট এবং সাউথ পার্ট:
#পেলিং, #রিনচেনপং, #রভাংলা, #হী_বার্মিয়ক, #ওখরে, #ভার্সে, #হিলে, #নামচি, #কালুক
আবার, ইস্ট পার্ট:
#রেশিখোলা, #রোলেপ, #রংপোখোলা, #লিংথাম, #আরিতার, #আগামলোক, #মানখিম #পাদামচেন, #জুলুক, #লুংথুং, #নাথাং
☝️এই জায়গাগুলি ঘোরার জন্য আমাদের যোগাযোগ করতে পারেন।
Call: 8335079383/ 8910559175
WhatsApp: https://wa.me/918335079383
Email: [email protected]
Website: www.monktravellers.com