22/11/2023
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের আয়োজন করেছে Fly_Galaxy_Tourism.
বাংলাদেশে ভ্রমণ প্রেমীদের কাছে আকর্ষণের শীর্ষে রয়েছে কক্সবাজারের নাম। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের অধিকারী এই জেলার পাহাড়, নদী, ঝর্ণা ও দ্বীপের অপূর্ব মেলবন্ধনে দেশি বিদেশি পর্যটক মোহিত হয়। আর ১২০ কিলোমিটার দৈর্ঘ্য সমুদ্র সৈকতে উত্তাল ঢেউয়ের আছড়ে পড়া কিংবা মনোমুগ্ধকর সূর্যাস্থের দৃশ্য যেন নিষিদ্ধ মায়াজাল থেকেও কোন অংশে কম নয়। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখন্ডিত সমুদ্র সৈকত। এ সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হলো পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক-ঝিনুকসহ নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণি বিতান, অত্যাধুনিক হোটেল-মোটেল-কটেজ, নিত্য নবসাজে সজ্জিত বার্মিজ মার্কেট সমূহে পর্যটকদের বিচরণে কক্সবাজার শহরে পর্যটন মৌসুমে প্রাণচাঞ্চল্য থাকে। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন করে। শীত-বর্ষা-বসন্ত-গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না। প্রত্যুষে এক রকম তো মধ্যাহ্নে এর রূপ অন্য রকম। প্রতিদিন অসংখ্য দেশী-বিদেশেী পর্যটক এই সৈকতে আসেন।
কক্সবাজারে কখন যাবেন এবং আর যা যা দেখবেন:
**ভ্রমন শুরু- ১৪ /১২/২০২৩ রাতে
**ভ্রমন শেষ- ১৭ / ১২ /২০২৩ ভোরে
**ভ্রমণ খরচ ৩৯৯৯/- জন প্রতি
Night 01: December 14, 2023:
১৪ ই ডিসেম্বর রাতে নন এসি বাসে সায়েদাবাদ থেকে যাত্রা শুরু করবো। মধ্যরাতে হাইওয়ের যেকোন হোটেলে যাত্রা বিরতি থাকবে।
Day 01: December 15, 2023:
১৫ তারিখ সকালে কক্সবাজার পৌছাব এবং হোটেল চেকইন করব। তারপর সকালের নাস্তা সেরে চলে যাবো লাবনী বীচে। লাবনী বীচ থেকে সমদ্রের কিনার দিয়ে / কূল ধরে সুগন্ধ বীচে পৌঁছিয়ে সমুদ্রস্নান শেষ করব। তারপর হোটেলে ফিরব,দুপুরের খাবার খেয়ে কলাতলী বীচে যাবো, রেডিয়েন্ট ফিশ ওয়াল্ড ঘুরব। ফিশ ওয়াল্ড ঘুরা শেষ করে কলাতলী বীচে গিয়ে সূর্য্যস্ত উপভোগ করব। সন্ধ্যার পর বার্মিজ মার্কেট ও শুটকি বাজার ঘুরব তারপর হোটেলে ফিরব। রাতে বীচ আড্ডা, বীচ বারবিকিউ, বীচ মিউজিক, বীচ আড্ডা শেষ করে রুমে ফিরব।
Day 02: December 16, 2023:
১৬ ডিসেম্বর সকাল ৬ টায় ফিশারী ঘাট দেখতে যাবো, ফিশারী ঘাট দেখে আমরা হোটেলে ফিরব।
হোটেল চেক আউট করে মেরিনডাইপ চলে যাবো, মেরিনডাইপ এ প্রথমেই দেখবো হিমছড়ি সমূদ্র সৈকত, হিমছড়ি পাহাড়। হিমছড়ি জলপ্রপাত । তারপর আমরা দুপুরের খাবার শেষ করে চলে যাবো ইনানী সমুদ্র সৈকতে। একে একে আমরা দেখব ঝাউবন, লাল কাঁকড়ার বীচ, পাটুয়ারটেক সমূদ্র সৈকত!
Night 03: December 17, 2023
১৭ ডিসেম্বর সকালে ঢাকায় পৌছে যার যার কাজে ব্যস্ত হয়ে পরব।
এই টাকায় যা যা থাকছে:
আসা যাওয়ার নন এসি বাস ভাড়া এবং লোকাল ট্রান্সপোর্টেশন এর খরচ এবং হোটেল ।
১৫ ডিসেম্বর সকালের নাস্তা থেকে শুরু করে ১৭ সেপ্টেম্বর রাতের খাবার পর্যন্ত
যা যা দেখবঃ
• লাবনী
• সুগন্ধা
• কলাতলী বীচ
• মেরিন ড্রাইভ
• পাটুয়ারটেক সমুদ্র সৈকত
• হিমছড়ি সৈকত
• ইনানী সমুদ্র সৈকত
• লাল কাকড়া বীচ
• হিমছড়ি জলপ্রপাত
• বার্মিজ মার্কেট
• রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড
• ঝাউবন
• ফিশারী ঘাট
এই টাকায় যা যা থাকছে না:
কোন প্রকার ব্যাক্তিগত খরচ।
হাইওয়ে বিরতিতে কোন প্রকার খাবার।
ইভেন্ট এ সিলেক্ট করা খাবার ছাড়া অন্য কোন খাবার অর্ডার করলে তার খরচ।
অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবে:
◘ নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করতে হবে।
◘ ইভেন্টে কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না।
◘ ভ্রমন চলাকালিন যেকোন সমস্যা/দুর্ঘটনা মেনে নেওয়ার মন মানসিকতা নিয়েই অংশগ্রহন করবেন।
◘ যেকোন সমস্যা অংশগ্রহনকারী সকলে মিলে সমাধানের চেষ্টা করবেন।
◘ছেলে মেয়ে যে কেউ এই ট্যুরে জয়েন করতে পারবে (সুততাং সবাইকে সম্মান দিয়ে কথা এবং মার্জিত ব্যবহার করতে হবে। সুশীলতা বজায় রাখতে হবে) ।
◘ অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবেনা।
◘ দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
◘ দলের কাউকে কষ্ট দিয়ে কোন কথা বলা বা কাজ করা যাবে না।
◘ সম্পূর্ন ইভেন্ট বিবরন ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করতে হবে।
**প্রয়োজনে যোগাযোগ : 01798668785 -- 01964412344
(যেকোন পরিস্থিতিতে বা মেজর সমস্যা হলে ইভেন্ট স্থগিত বা চেঞ্জ হতে পারে)৷
বুকিং মানিঃ ২০০০/- টাকা
বুকিং-এর লাস্ট ডেটঃ ১০ ডিসেম্বর
বুকিং সিস্টেম: পুরোপুরি কনফার্ম থাকলে ২০০০+২০ = ২০২০ টাকা (অফেরত যোগ্য)
+8801964412344,+8801622118800 (পার্সোনাল) এই নাম্বারে নগদ ,উপায়, বিকাশের মাধ্যমে টাকা প্রদান করে আসন কনফার্ম করতে হবে। বাকী টাকা ট্রিপের দিন পরিশোধ করতে হবে।
কেউ চাইলে আমাদের অফিসে এসেও টাকা দিতে পারেন।
সরাসরি যোগাযোগঃ
Office address: House #48,Road #8,Block ,Niketon,Gulshan-1
Sujan-01964412344
Apu-01622118800
Jasmin-01798668785
[email protected]
#