Fly Galaxy Tourism

  • Home
  • Fly Galaxy Tourism

Fly Galaxy Tourism Visa Process
Air Ticket
Tour Package
Holiday Package
Hotel Booking
Umrah

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের আয়োজন করেছে Fly_Galaxy_Tourism.বাংলাদেশে ভ্রমণ প্রেমীদে...
22/11/2023

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের আয়োজন করেছে Fly_Galaxy_Tourism.

বাংলাদেশে ভ্রমণ প্রেমীদের কাছে আকর্ষণের শীর্ষে রয়েছে কক্সবাজারের নাম। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের অধিকারী এই জেলার পাহাড়, নদী, ঝর্ণা ও দ্বীপের অপূর্ব মেলবন্ধনে দেশি বিদেশি পর্যটক মোহিত হয়। আর ১২০ কিলোমিটার দৈর্ঘ্য সমুদ্র সৈকতে উত্তাল ঢেউয়ের আছড়ে পড়া কিংবা মনোমুগ্ধকর সূর্যাস্থের দৃশ্য যেন নিষিদ্ধ মায়াজাল থেকেও কোন অংশে কম নয়। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখন্ডিত সমুদ্র সৈকত। এ সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হলো পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক-ঝিনুকসহ নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণি বিতান, অত্যাধুনিক হোটেল-মোটেল-কটেজ, নিত্য নবসাজে সজ্জিত বার্মিজ মার্কেট সমূহে পর্যটকদের বিচরণে কক্সবাজার শহরে পর্যটন মৌসুমে প্রাণচাঞ্চল্য থাকে। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন করে। শীত-বর্ষা-বসন্ত-গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না। প্রত্যুষে এক রকম তো মধ্যাহ্নে এর রূপ অন্য রকম। প্রতিদিন অসংখ্য দেশী-বিদেশেী পর্যটক এই সৈকতে আসেন।

কক্সবাজারে কখন যাবেন এবং আর যা যা দেখবেন:
**ভ্রমন শুরু- ১৪ /১২/২০২৩ রাতে
**ভ্রমন শেষ- ১৭ / ১২ /২০২৩ ভোরে
**ভ্রমণ খরচ ৩৯৯৯/- জন প্রতি

Night 01: December 14, 2023:
১৪ ই ডিসেম্বর রাতে নন এসি বাসে সায়েদাবাদ থেকে যাত্রা শুরু করবো। মধ্যরাতে হাইওয়ের যেকোন হোটেলে যাত্রা বিরতি থাকবে।

Day 01: December 15, 2023:
১৫ তারিখ সকালে কক্সবাজার পৌছাব এবং হোটেল চেকইন করব। তারপর সকালের নাস্তা সেরে চলে যাবো লাবনী বীচে। লাবনী বীচ থেকে সমদ্রের কিনার দিয়ে / কূল ধরে সুগন্ধ বীচে পৌঁছিয়ে সমুদ্রস্নান শেষ করব। তারপর হোটেলে ফিরব,দুপুরের খাবার খেয়ে কলাতলী বীচে যাবো, রেডিয়েন্ট ফিশ ওয়াল্ড ঘুরব। ফিশ ওয়াল্ড ঘুরা শেষ করে কলাতলী বীচে গিয়ে সূর্য্যস্ত উপভোগ করব। সন্ধ্যার পর বার্মিজ মার্কেট ও শুটকি বাজার ঘুরব তারপর হোটেলে ফিরব। রাতে বীচ আড্ডা, বীচ বারবিকিউ, বীচ মিউজিক, বীচ আড্ডা শেষ করে রুমে ফিরব।

Day 02: December 16, 2023:
১৬ ডিসেম্বর সকাল ৬ টায় ফিশারী ঘাট দেখতে যাবো, ফিশারী ঘাট দেখে আমরা হোটেলে ফিরব।
হোটেল চেক আউট করে মেরিনডাইপ চলে যাবো, মেরিনডাইপ এ প্রথমেই দেখবো হিমছড়ি সমূদ্র সৈকত, হিমছড়ি পাহাড়। হিমছড়ি জলপ্রপাত । তারপর আমরা দুপুরের খাবার শেষ করে চলে যাবো ইনানী সমুদ্র সৈকতে। একে একে আমরা দেখব ঝাউবন, লাল কাঁকড়ার বীচ, পাটুয়ারটেক সমূদ্র সৈকত!

Night 03: December 17, 2023
১৭ ডিসেম্বর সকালে ঢাকায় পৌছে যার যার কাজে ব্যস্ত হয়ে পরব।

এই টাকায় যা যা থাকছে:
 আসা যাওয়ার নন এসি বাস ভাড়া এবং লোকাল ট্রান্সপোর্টেশন এর খরচ এবং হোটেল ।
 ১৫ ডিসেম্বর সকালের নাস্তা থেকে শুরু করে ১৭ সেপ্টেম্বর রাতের খাবার পর্যন্ত

যা যা দেখবঃ
• লাবনী
• সুগন্ধা
• কলাতলী বীচ
• মেরিন ড্রাইভ
• পাটুয়ারটেক সমুদ্র সৈকত
• হিমছড়ি সৈকত
• ইনানী সমুদ্র সৈকত
• লাল কাকড়া বীচ
• হিমছড়ি জলপ্রপাত
• বার্মিজ মার্কেট
• রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড
• ঝাউবন
• ফিশারী ঘাট

এই টাকায় যা যা থাকছে না:
 কোন প্রকার ব্যাক্তিগত খরচ।
 হাইওয়ে বিরতিতে কোন প্রকার খাবার।
 ইভেন্ট এ সিলেক্ট করা খাবার ছাড়া অন্য কোন খাবার অর্ডার করলে তার খরচ।
অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবে:
◘ নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করতে হবে।
◘ ইভেন্টে কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না।
◘ ভ্রমন চলাকালিন যেকোন সমস্যা/দুর্ঘটনা মেনে নেওয়ার মন মানসিকতা নিয়েই অংশগ্রহন করবেন।
◘ যেকোন সমস্যা অংশগ্রহনকারী সকলে মিলে সমাধানের চেষ্টা করবেন।
◘ছেলে মেয়ে যে কেউ এই ট্যুরে জয়েন করতে পারবে (সুততাং সবাইকে সম্মান দিয়ে কথা এবং মার্জিত ব্যবহার করতে হবে। সুশীলতা বজায় রাখতে হবে) ।
◘ অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবেনা।
◘ দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
◘ দলের কাউকে কষ্ট দিয়ে কোন কথা বলা বা কাজ করা যাবে না।
◘ সম্পূর্ন ইভেন্ট বিবরন ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করতে হবে।

**প্রয়োজনে যোগাযোগ : 01798668785 -- 01964412344
(যেকোন পরিস্থিতিতে বা মেজর সমস্যা হলে ইভেন্ট স্থগিত বা চেঞ্জ হতে পারে)৷

বুকিং মানিঃ ২০০০/- টাকা
বুকিং-এর লাস্ট ডেটঃ ১০ ডিসেম্বর
বুকিং সিস্টেম: পুরোপুরি কনফার্ম থাকলে ২০০০+২০ = ২০২০ টাকা (অফেরত যোগ্য)

+8801964412344,+8801622118800 (পার্সোনাল) এই নাম্বারে নগদ ,উপায়, বিকাশের মাধ্যমে টাকা প্রদান করে আসন কনফার্ম করতে হবে। বাকী টাকা ট্রিপের দিন পরিশোধ করতে হবে।

কেউ চাইলে আমাদের অফিসে এসেও টাকা দিতে পারেন।
সরাসরি যোগাযোগঃ
Office address: House #48,Road #8,Block ,Niketon,Gulshan-1
Sujan-01964412344
Apu-01622118800
Jasmin-01798668785
[email protected]


#

স্টিকার ভিসা! স্টিকার ভিসা! স্টিকার ভিসা! স্টিকার ভিসা!            চীন ! থাইল্যান্ড! কম্বোডিয়া ! লাওস!ঘুরতে যেতে চান কিন...
30/09/2023

স্টিকার ভিসা! স্টিকার ভিসা! স্টিকার ভিসা! স্টিকার ভিসা!

চীন ! থাইল্যান্ড! কম্বোডিয়া ! লাওস!

ঘুরতে যেতে চান কিন্তু ট্রাভেল পার্টনার না থাকায় তা আর হয়ে উঠছে না।আমাদের প্রথম দল 11 অক্টোবর 2023 থেকে যাচ্ছে,এশিয়ার চারটি দেশ সফর করতে, আপনি যাচ্ছেন তো?
এই সব দেশ গুলোতে রয়েছে ভ্রমণকারীদের আকর্ষণ। আপনি যদি চান, আপনিও আমাদের সাথে যোগ দিতে পারেন।

শুধু মাত্র থাইল্যান্ড এর ভিসা থাকলেই হবে

১৪ দিন!
১,২৪,৯৯৯ টাকা মাত্র!!

প্যাকেজের অন্তর্ভুক্ত:-
রিটার্ন এয়ার টিকেট
অল ট্রান্সপোর্ট
হোটেল
ব্রেকফাস্ট
সাইড সিইং
গাইড

যে কোনো ধরণের ইনফরমেশন এন্ড বুকিং এর জন্য কল করুন:
Apu mahamun: +8801622-118800,
Sujon Hossain: +8801964412344

সরাসরি যোগাযোগ করতে চাইলে আমাদের অফিস ভিজিট করুন
House #48 , Road #8 , Block ,Niketan, Gulshan #1
Email:[email protected],[email protected]

বিশেষ দ্রষ্টব্যঃআপনাদের চাহিদা মতো প্যাকেজ করে দেয়া যাবে












#চীন
#থাইল্যান্ড
#কম্বোডিয়া
#লাওস




World tourism day
27/09/2023

World tourism day

একদম ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়ার ভিসা হচ্ছে,তাই আর দেরি না করে এখনই ভিসা করুন সবার আগে এবং কম খরচে।আমরা প্রসেস করছিঃ- ১. ...
26/09/2023

একদম ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়ার ভিসা হচ্ছে,তাই আর দেরি না করে এখনই ভিসা করুন সবার আগে এবং কম খরচে।

আমরা প্রসেস করছিঃ-
১. অস্ট্রেলিয়া
২. কানাডা
৩. থাইল্যান্ড
৪. মালয়েশিয়া
৫. সিংগাপুর ( ইনভাইটেশন সহ )
৬. ফিলিপাইন
৭. কম্বোডিয়া
৮. ভিয়েতনাম
৯. ইউ এ ই (দুবাই)
১০. ইউ কে
১১. ইউ এস এ
১২. ইউরোপ ( ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, সুইডেন সহ সকল দেশ)
১৩. উজবেকিস্তান (ই ভিসা)
১৪. তুরস্ক ( স্টিকার+ ই ভিসা )
১৫. চায়না
১৬. ইন্দোনেশিয়া
১৭. ইজিপ্ট / মিশর আরো অনেক দেশ।
ভিসা ফি ও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের অফিসঃ-
আমাদের অফিস ঠিকানাঃ হাউস #৪৮,রোর #৮,ব্লক #ড, নিকেতন,গুলশান-১,ঢাকা-১২১২
ফোন নাম্বার :+8801622118800,+880196612344

Fly Galaxy Tourism থেকে আজকে একটি গ্রুপ Hotel golden beach Pattaya তে check in করলো I আপনারা যারা এখনও থাইল্যান্ড ট্যুর ...
25/09/2023

Fly Galaxy Tourism থেকে আজকে একটি গ্রুপ Hotel golden beach Pattaya তে check in করলো I

আপনারা যারা এখনও থাইল্যান্ড ট্যুর করার কথা ভাবছেন কিন্তু ভালো ভ্রমণ সঙ্গী খুঁজে পাচ্ছেন না তাদের জন্য Fly Galaxy Tourism সব ধরনের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ I তাই আর অপেক্ষা না করে আমাদের সাথে যোগাযোগ করুন I

Online:-
Phone:+8801622-118800
Email:[email protected]

সরাসরি যোগাযোগ করতে চাইলে আমাদের অফিস ভিজিট করুন
House #48 , Road #8 , Block ,Niketon, Gulshan #1

আমাদের সার্ভিস সম্পর্কে আরও জানুন






দুই দিনে সিঙ্গাপুরের ভিসা!!!😎Hassle Freeছুটির দিনেও আমরা বসে নেই ,আপনাদের সেবায় কাজ করছি, যারা কর্ম দিবসে সময় পাচ্ছেন ...
23/09/2023

দুই দিনে সিঙ্গাপুরের ভিসা!!!😎
Hassle Free

ছুটির দিনেও আমরা বসে নেই ,আপনাদের সেবায় কাজ করছি, যারা কর্ম দিবসে সময় পাচ্ছেন না তারা ছুটির দিনে আমাদের অফিস পরিদর্শন করুনI


visa





ticket


House #48, road #8 ,block ,neketon,gulshan,dhaka-1212
Phone:+880 01622-118800,+8801964412344
email:[email protected]

Fly galaxy tourism আপনার ভ্রমণ পরিষেবা সহজ করতে ফিরে এসেছে  Fly galaxy tourism আপনাকে নিরাপদে ভ্রমণের জন্য সব ধরণের সুবি...
21/09/2023

Fly galaxy tourism আপনার ভ্রমণ পরিষেবা সহজ করতে ফিরে এসেছে Fly galaxy tourism আপনাকে নিরাপদে ভ্রমণের জন্য সব ধরণের সুবিধা প্রদান করবে।আপনি শুধু সুন্দর পৃথিবী উপভোগ করুন ।

#যেকোনো দেশ এর ভিসা আমরা করছি ।
সবার থেকে কম খরচে। বিশ্বাস না হয় আমাদের সাথে কথা বলেই দেখুন।

#যোগাযোগঃ +8801622118800,+8801964412344
#ইমেইল :[email protected]

Happy Father's Day সকল বাবাদের জানায় বিনম্র শ্রদ্ধা
18/06/2023

Happy Father's Day
সকল বাবাদের জানায় বিনম্র শ্রদ্ধা

ভিসা প্রসেসিং
05/05/2023

ভিসা প্রসেসিং

14/04/2023
   কাতারের ১ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা প্রসেসিং ফি ও ভিসার ধরণ- ই-ভিসা (হায়া কার্ড) ১৯,৯৯৯/- টাকা  ( অনলি হায়া কার...
10/04/2023



কাতারের ১ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা
প্রসেসিং ফি ও ভিসার ধরণ- ই-ভিসা (হায়া কার্ড)
১৯,৯৯৯/- টাকা ( অনলি হায়া কার্ড )

#পেমেন্ট সম্পূর্ণ ভিসার পর

বিস্তরিত জানতে সরাসরি যোগাযোগ করুন :
+8801622118800 (Whatapps)
Fly Galaxy Tourism

ডকুমেন্টস : ছবি ও পাসপোর্ট স্ক্যান কপি
সময়: ৭ থেকে ১০ কর্ম দিবস
****** কাতার যাওয়ার জন্য প্রয়োজন*****
রির্টান এয়ার টিকেট, হোটেল বুকিং ,ইন্সুরেন্স

10/04/2023

🇦🇪 মাত্র ২৪ ঘন্টায় 𝐔𝐀𝐄 এর ৫ বছরের মাল্টিপল ভিসিট ভিসা দিচ্ছে Fly Galaxy Tourism

☎️ হটলাইন:- 01622-118800

৫ বছরের মাল্টিপল ভিসিট ভিসার জন্য যে সকল ডকুমেন্টস লাগবে
পাসপোর্ট স্ক্যান কপি, সদ্য তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড
ব্যাংক স্টেটমেণ্টের কোন প্রয়োজন নেই

৫ বছরের মাল্টিপল ভিসিট ভিসা যে সকল সুবিধা পাবেন :
আপনি যতবার ইচ্ছে ততোবার দুবাই ভ্রমণ করতে পারবেন এবং আপনি প্রতিবার দুবাই ভ্রমণে সর্বোচ্চ ০৩ মাস (৯০দিন) পর্যন্ত অবস্থান করতে পারবেন।

#শর্ত
৩,০২৫ দিরহাম সমপরিমাণ টাকা যা বাংলায় ৯৫,০০০ টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে UAE ইমিগ্রেশনে জমা থাকিবে (যা ফেরতযোগ্য)।
ভিসা ইস্যু হওয়ার প্রথম ৫৫দিনের মধ্যে ১ম বার দুবাই এন্ট্রি করতে হয় পরবর্তী আর যাওয়ার ক্ষেত্রে কোন কন্ডিশন নেই।

Visa Process
Air Ticket
Tour Package
Holiday Package
Hotel Booking
Umrah

   কাতারের ১ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা প্রসেসিং ফি ও ভিসার ধরণ- ই-ভিসা (হায়া কার্ড) ২৫,৯৯৯/- টাকা  ( অনলি হায়া কার...
09/04/2023



কাতারের ১ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা
প্রসেসিং ফি ও ভিসার ধরণ- ই-ভিসা (হায়া কার্ড)
২৫,৯৯৯/- টাকা ( অনলি হায়া কার্ড )

#পেমেন্ট সম্পূর্ণ ভিসার পর
বিস্তরিত জানতে সরাসরি যোগাযোগ করুন :
+8801622118800 (Whatapps)
Fly Galaxy Tourism
ডকুমেন্টস : ছবি ও পাসপোর্ট স্ক্যান কপি
সময়: ৭ থেকে ১০ কর্ম দিবস

****** কাতার যাওয়ার জন্য প্রয়োজন*****
রির্টান এয়ার টিকেট, হোটেল বুকিং ,ইন্সুরেন্স

07/01/2023

Thailand, Malaysia, Singapore Visa Process
3country 15000 BDT Only
01703030916

The Coral Islands, Pattaya
15/10/2022

The Coral Islands, Pattaya

Arrive Corporate Guest Suvarnabhumi Airport  Thailand
15/10/2022

Arrive Corporate Guest Suvarnabhumi Airport Thailand

We are hiring for Consultant (Call Center) 02 PersonConsultant (Sales & Marketing) 02 PersonConsultant (Air Ticketing GD...
02/10/2022

We are hiring for Consultant (Call Center) 02 Person
Consultant (Sales & Marketing) 02 Person
Consultant (Air Ticketing GDS) 02 Person
Send your CV: [email protected]
Contact Us:
Fly Galaxy Tourism
House # 133/A, Road # 03, Block # A
Niketon, Gulshan 1, Dhaka-1212
https://www.facebook.com/flygalaxytourismltd
01622118800, 01721750375

সৌদি আরব ভ্রমণের   সবচেয়ে কম খরচে বিমান টিকিট ঘরে বসে বুকিং করতে পারবেন খুব সহজে ।Dhaka-Riyadh = 46000/=Dhaka-Dammam  = ...
11/08/2022

সৌদি আরব ভ্রমণের সবচেয়ে কম খরচে বিমান টিকিট ঘরে বসে বুকিং করতে পারবেন খুব সহজে ।
Dhaka-Riyadh = 46000/=
Dhaka-Dammam = 46000/=
Dhaka-Jeddah = 46000/=

বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
+8801622118800

গৌরবোজ্জ্বল ২৬শে মার্চ আমাদের আত্মত্যাগ আর আত্মপরিচয়ের ঐক্য বার্তা ✊-মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত এক ইতিহাস! -এক নতুন সূর...
26/03/2022

গৌরবোজ্জ্বল ২৬শে মার্চ আমাদের আত্মত্যাগ আর আত্মপরিচয়ের ঐক্য বার্তা ✊
-মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত এক ইতিহাস!
-এক নতুন সূর্য!
-বাঙ্গালীর তাৎপর্যময় ক্ষণ!

>>>ফ্লাই গ্যালাক্সি ট্যুরিজম

কমখরচে আরামদায়ক দার্জিলিং, সিকিম যাওয়ার দ্বার উন্মোচিত হতে চলেছেভাড়া শুরু মাত্র ২৭০৫ টাকা থেকেট্রাভেল ট্যাক্স সহ।
23/03/2022

কমখরচে আরামদায়ক দার্জিলিং, সিকিম যাওয়ার দ্বার উন্মোচিত হতে চলেছে

ভাড়া শুরু মাত্র ২৭০৫ টাকা থেকে
ট্রাভেল ট্যাক্স সহ।

ডিসেম্বরেই রেলপথে ঢাকা থেকে দার্জিলিংনেপালের হিমালয় পাদদেশের ভারতীয় জেলা দার্জিলিং। একদিকে কাঞ্চনজঙ্ঘার মতো উচ্চতম পর্বত...
24/11/2021

ডিসেম্বরেই রেলপথে ঢাকা থেকে দার্জিলিং

নেপালের হিমালয় পাদদেশের ভারতীয় জেলা দার্জিলিং। একদিকে কাঞ্চনজঙ্ঘার মতো উচ্চতম পর্বতশ্রেণি দেখার হাতছানি, অন্যদিকে বৈচিত্র্যময় পাহাড় ভ্রমণের সুযোগ দার্জিলিংকে করেছে অতুলনীয়। পশ্চিমবঙ্গের উত্তরের এ জেলা দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। বাংলাদেশিদের কাছেও দার্জিলিং মানে বিশেষ গন্তব্য। কিন্তু যাতায়াত খুব সহজ নয়। দীর্ঘদিনের দাবি পূরণ করে চলতি বছর চালু হয়েছে চিলাহাটি-হলদিবাড়ি রেলরুট। ৫৫ বছর পর চালু হওয়া এ রুট বাণিজ্যের পাশাপাশি দুই দেশের পর্যটনের জন্য হবে নতুন দিগন্ত।

আমরাই দিচ্ছি  থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা / মেডিকেল ভিসার বেস্ট সার্ভিস :-ভিসার জন্য লাগবে - -----------------------------...
20/11/2021

আমরাই দিচ্ছি থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা / মেডিকেল ভিসার বেস্ট সার্ভিস :-

ভিসার জন্য লাগবে -
------------------------------
➡️অরিজিনাল পাসপোর্ট এবং ৬ মাসের বেশি মেয়াদ থাকতে হবে।

➡️সাম্প্রতিক তোলা ২ কপি ছবি 45 x 35 mm (সাদা ব্যাকগ্রাউন্ড ল্যাব প্রিন্ট হতে হবে)।

➡️ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট সহ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট। (গত ছয় মাস, ব্যালেন্স মিনিমাম ৮০ হাজার)।

➡️ভিজিটিং কার্ড ।
➡️ট্রেড লাইসেন্স কপি নবায়ন পেজ সহ ইংলিশ অনুবাদ নোটারাইজড ।
➡️ব্যাবসা প্রতিষ্ঠান এর প্যাড এর পাতা।
➡️স্টুডেন্ট আইডি কার্ড/টিউশন ফি স্লিপের পে স্লিপ।
➡️এনআইডি অথবা জন্ম সনদ।
➡️প্রাইভেট সার্ভিস হলে এনওসি প্রয়োজন ।
➡️একজন লোকাল গ্যারান্টর এর নাম, ঠিকানা & ফোন নাম্বার। আবশ্যই নিজের কাছের লোকজন হতে হবে। (এম্বাসি থেকে কল করে আপনার বিষয়ে যাবতিয় তথ্য যাচাই-বাছাই করবে)
➡️মেডিকেল ভিসার জন্য অবশ্যই মেডিকেল ইনভাইটেশন থাকতে হবে। এবং বাংলাদেশের ডাক্তারের পেপার দিতে হবে।

# # #প্রসেসিং সময় লাগবে ৭ কর্ম দিবস।

বিঃদ্রঃ

📚এখন সহজেই ভিসা পাওয়া যাচ্ছে তাই তাড়াতাড়ি ভিসা করে রাখুন। ৩ মাসের মধ্যে যেকোনো দিন ভ্রমণ করুন।

✈️ডিসেম্বরের ২ তারিখ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ৭৩৮ ফ্লাইট সরাসরি চলাচল করবে ঢাকা-ব্যাংকক-ঢাকা

🏢তাছাড়া ডিসেম্বরের ১ তারিখ থেকে সেন্ডবক্স এর আওতায় মাত্র ১ রাত থাকতে হবে। তাই কোয়ারেন্টাইন নিয়ে চিন্তা আর থাকছে না 😄

💉অবশ্যই আপনাকে ডবল ভেক্সিনেটেড হতে হবে।

--------
থাইল্যান্ডের এর ভিসা, হোটেল, টিকেট ও ল্যান্ড প্যাকেজ সবচেয়ে ভালো ও নির্ভরযোগ্য ভাবে পেতে যোগাযোগ করুন

পাথরের দেশ,জাফলং,সিলেট 😍😍😍
12/09/2021

পাথরের দেশ,জাফলং,সিলেট 😍😍😍

একদিনের ট্যুরে অনেকেই ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে রওনা হন। চাঁদপুর জেলা পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত। ...
12/09/2021

একদিনের ট্যুরে অনেকেই ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে রওনা হন। চাঁদপুর জেলা পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত। বিশেষ করে নদীপথে চাঁদপুর ভ্রমণ বেশি আনন্দদায়ক হয়ে থাকে।

লঞ্চে চেপে নদীপথে অনেকেই উপভোগ কনে চাঁদপুর ভ্রমণ। তবে চাঁদপুর পৌঁছে শুধু ইলিশ মাছ আর ভাত খেয়েই ফিরে না এসে বরং ঘুরে আসতে পারেন সেখানকার দর্শনীয় বিভিন্ন স্থানে।

চাঁদপুর জেলার দর্শনীয় জায়গাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- বড়স্টেশন মোলহেড বা তিন নদীর মোহনা, অঙ্গীকার স্মৃতিসৌধ, রক্তধারা স্মৃতিসৌধ, ইলিশ চত্বর, ডিসির বাংলো, পর্তুগীজ দুর্গ, রূপসা জমিদার বাড়ি, মঠখোলার মঠ, বোয়ালিয়া জমিদার বাড়ি।

আরও ঘুরতে পারেন জেলা প্রশাসকের বাংলোয় নাগলিঙ্গম গাছ, নয়টি ভাস্কর্য, প্রাচীন ও প্রত্নসম্পদ, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, চিড়িয়াখানা, মৎস্য জাদুঘর, বোটানিকাল গার্ডেন, শিশু পার্ক, হাজীগঞ্জ বড় মসজিদ, মেঘনা-পদ্মার চর, ফাইভ স্টার পার্ক, গুরুর চর থেকে।

Advertisement

হাতে সময় থাকলে চাঁদপুর সদর থেকে ২১ কিলোমিটার দূরে রূপসা জমিদার বাড়ি থেকে ঘুরে আসতে পারেন। ফরিদগঞ্জ উপজেলায় এই জমিদারবাড়ির অবস্থান। চাঁদপুর সদর থেকে ৪০০-৫০০ টাকা ভাড়ায় রিজার্ভ সিএনজি নিয়ে ঘুরে আসতে পারেন ঐতিহাসিকিএই জমিদারবাড়ি থেকে।

আরও দেখতে পারেন মিনি কক্সবাজার। বর্তমানে ছোট্ট এই কক্সবাজারে পর্যটকদের আনাগোনা বেড়েছে। চাঁদপুরের মিনি কক্সবাজার খ্যাত স্থানটি হলো হাইমচর। বড় স্টেশনের কাছ থেকে ট্রলারে জনপ্রতি ৮০-১০০ টাকার ভাড়ায় ঘুরে আসতে পারবেন হাইমচরে।

এ ছাড়াও যারা সাইক্লিং করতে পছন্দ করেন, চাঁদপুরের যেকোনো গ্রামের সরু পথে কিছুটা সময় পকৃতির সঙ্গে কাটাতে পারবেন। আর সেই সুযোগে সাইক্লিং করেও নিতে পারবেন। গ্রামের আঁকাবাঁকা পথ ধরে সাইকেল চালিয়ে যাওয়ার রোমাঞ্চকর অনুভূতি পেতে অনেক পর্যটকরাই এমন সুযোগ খোঁজেন।

যেভাবে যাবেন

Advertisement

ঢাকার সদরঘাট থেকে চাঁদপুরগামী লঞ্চে চড়ে যাওয়া যায়। এ ছাড়াও সায়েদাবাদ থেকে বাসযোগে চাঁদপুর যাওয়া যায়। কমলাপুর থেকে ট্রেনে লাকসাম নেমে সেখান থেকে চাঁদপুরে যাওয়া যায়। তবে লঞ্চে যাওয়ার মজাই আলাদা।

কোথায় থাকবেন?

চাঁদপুরে বেশ কয়েকটি আবাসিক হোটেল এবং বোর্ডিং আছে। তবে থাকার ক্ষেত্রে ভাড়া এবং অন্যান্য বিষয়ে নিশ্চিত হয়ে নেওয়া ভালো।

ফিরে আসবেন যেভাবে

অনেকেই একদিনেই চাঁদপুর ভ্রমণ শেষ করে রাতে ফিরে আসেন। এজন্য আবারও চাইলে লঞ্চপথে ফিরে আসতে পারেন। বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত চাঁদপুর থেকে ঢাকায় আসার লঞ্চ পেয়ে যাবেন।

13/06/2021
Thailand
10/05/2021

Thailand

দামি দামি জামা কাপড় জুতা  না কিনে সেই টাকা দিয়ে ট্যুর দিন। দেখবেন সারা জীবন গল্প করতে পারবেন মানুষের কাছে। এলিয়েন, সেইলর...
10/05/2021

দামি দামি জামা কাপড় জুতা না কিনে সেই টাকা দিয়ে ট্যুর দিন। দেখবেন সারা জীবন গল্প করতে পারবেন মানুষের কাছে।
এলিয়েন, সেইলর এর মতো দামি দামি ব্যান্ডের প্রোডাক্ট কিনে যারা নিজেকে ক্লাসি ভাবেন তারা আমার কাছে মোটেও ক্লাসি না।
বেশি বেশি ট্যুর দিন বেশি বেশি জানুন ও শিখুন।
ট্রেন্ডের স্রোতে গা না ভাসাইয়া সমুদ্রের স্রোতে বা পাহাড়ের বাতাসে গা ভাসান কাজে দিবে!!

Lauterbrunnen, Switzerland 🇨🇭💙🇨🇭
03/05/2021

Lauterbrunnen, Switzerland 🇨🇭💙🇨🇭

বর্ষায় ভরা যৌবনে টাংগুয়ার হাওর। এরকম ভরা বর্ষায় পূর্নিমার রাতে টাংগুয়ার হাওরের ট্যুর দিবো এইবার ইনশাআল্লাহ।
03/05/2021

বর্ষায় ভরা যৌবনে টাংগুয়ার হাওর। এরকম ভরা বর্ষায় পূর্নিমার রাতে টাংগুয়ার হাওরের ট্যুর দিবো এইবার ইনশাআল্লাহ।

https://www.dailyinqilab.com
01/05/2021

https://www.dailyinqilab.com

প্রবাসী কর্মীদের জন্য ভার্চুয়াল ওয়ার্ক পারমিট কার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার। মালদ্বীপের অর্থনী.....

সুন্দরবন
01/05/2021

সুন্দরবন

Amsterdam, Netherlands ❤️❤️❤️❤️
01/05/2021

Amsterdam, Netherlands ❤️❤️❤️❤️

প্রকৃতির মাঝে আবারো হারিয়ে যেতে চাই.....মেঘের উপত্যকায় সাজেকে ......
30/04/2021

প্রকৃতির মাঝে আবারো হারিয়ে যেতে চাই.....
মেঘের উপত্যকায় সাজেকে ......

সমুদ্র স্নান....
29/04/2021

সমুদ্র স্নান....

সবাই কে চায়ের দেশে স্বাগতম.....
29/04/2021

সবাই কে চায়ের দেশে স্বাগতম.....

Address


Alerts

Be the first to know and let us send you an email when Fly Galaxy Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fly Galaxy Tourism:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share