Megh Duwari Resort

  • Home
  • Megh Duwari Resort

Megh Duwari Resort Eco Resort

আপনি কি ভ্রমণ পছন্দ করেন?প্রকৃতি আপনাকে কতটা টানে?আমার কি এই ইট পাথরের কুঠুরিতে আটকে থাকার কথা! রুটিন করে সকাল সন্ধ্যা অ...
07/10/2023

আপনি কি ভ্রমণ পছন্দ করেন?
প্রকৃতি আপনাকে কতটা টানে?
আমার কি এই ইট পাথরের কুঠুরিতে আটকে থাকার কথা! রুটিন করে সকাল সন্ধ্যা অফিস, বন্ধের দিনে বাজার করা আর ঘুমিয়ে কাটানো!
নাকি আমি প্রকৃতির সন্তান,আর দশটা জীবন যে ভাবে প্রকৃতির কোলে বেড়ে ওঠে গন্ত্যবে পৌঁছে আমি চাইলে কি, তা সম্ভব?
এই অধুনা মানসিকতা, এই সমাজ, জন্মের পর থেকে অভ্যস্ত হয়ে ওঠা নাগরিক জীবন ব্যবস্থা।
আমি কি এ বন্ধন ছিন্ন করে চাইলে ই প্রকৃতির সন্তান হয়ে উঠতে পারবো?
না।
কেন?
কারণ আমি জন্মের পর, প্রকৃতির সান্নিধ্যে যেতে পারিনি, আমি প্রকৃতি কে জানতে পারিনি চিনতে পারিনি।
তবে আমি কি না জেনেই, ধীরে ধীরে
অসীমের পথে হারিয়ে যাব।
যদি বলি না!
আশ্চর্য না হলে, আপনাকে আমরা বলতে চাই প্রকৃতিকে জানতে ও বুঝতে চাইলে আমাদের প্রতিষ্ঠান আপনার ইচ্ছে পূরণ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।
সবুজ বৃক্ষ,
সবুজ পত্ররাজি,
উঁচু পাহাড়,
মেঘের কোলাকুলি,
আর নাম না জানা পাহাড়ী পোকা
ও বাহাড়ী পাখির গান,
সাগর পাড়ের রূপসী কন্যা,
আমার প্রিয় বান্দরবান।

মৌরইতং ইকো রিসোর্ট আপনার ভ্রমণ পিপাসা ও প্রকৃতির সুধা আহরণের পূর্ণতা দিতে প্রস্তুত।

আমরা আপনাকে নিয়ে যাবো প্রকৃতির কোলে, যেখানে আসন পেতে মায়ের মত বসে আছে পাহাড় নদী ও ঝর্ণা।
যেখানে পরম যতনে প্রকৃতি সুদীর্ঘ কাল থেকে ছায়া জল বায়ু দিয়ে লালন করছে তার সন্তানদের।
পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, জীবন বৈচিত্র্যে ভরপুর পাহাড়ী আদিবাসী গ্ৰাম।
বান্দরবান এ প্রায় এগারো টি ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতী ভাষা ও সংস্কৃতির বিশাল ঐতিহ্য ও বৈচিত্র্যময় ধারা বয়ে নিয়ে মিশে আছে প্রকৃতির সাথে।
আমরা আমাদের এ বারের আয়োজন পরিচয় করিয়ে দিব প্রায় পাঁচশ বছর ধরে পার্বত্য চট্টগ্রাম এ বসবাস করছে এমন একটি আদিবাসী সম্প্রদায়ের সাথে,ম্রো বা মুরং।
ধর্মীয় বিশ্বাস এ এরা অধিকাংশ বৌদ্ধ বা খ্রিষ্টান হলেও অনেক এ তাদের পুরনো ধর্ম বিশ্বাস ক্রামা ধর্ম পালন করে। তবে এর বাইরে ও তারা নিজেদের কে প্রকৃতির সন্তান হিসেবে পরিচিত করাতে সম্মানীত বোধ করেন।
আমাদের এ বারের আয়োজন এ আমরা ছয়জনের একটি দল নিয়ে বান্দরবান হতে মৌরইতং ইকো রিসোর্ট এর উদ্দেশ্য যাত্রা করবো এ মাসের ছাব্বিশ তারিখ সকাল দশটায়, দুপুর বারোটা নাগাদ আমাদের এ দল বান্দরবান থানচি সড়কে অবস্থিত (নীলগিরির পাঁচ কিলোমিটার আগে) মৌরইতং ইকো রিসোর্ট পৌঁছে যাবে।
সেখানে বিশ্রাম ও দুপুরের খাবার শেষে, এ অভিযাত্রী দল কে আমরা উপহার দেবো ঐতিহ্যবাহি ম্রো সম্প্রদায়ের পোশাক,দলে যারা আগ্ৰহী সদস্য চাইলে এ পোশাক পরিধান করে
আমাদের গাইডের সাথে যাত্রা করবেন
আমাদের ইকো ভিলেজ গ্যালিঙ্গায়।
সন্ধ্যার পূর্বে পৌঁছে যাবেন প্রকৃতির অপার সৌন্দর্য্যে ভরপুর এই উপত্যকায়।
প্রয়োজনীয় বিশ্রাম ও সাঙ্গু নদীর পাড়ে বেড়ানো শেষে রাতের খাবারের আয়োজন।
এ আয়োজনে আপনি স্বাদ নিতে পারবেন ঐতিহ্যবাহি পাহাড়ী খাবার বাশঁপরুল এর সবজি, বেম্বো চিকেন,
দেশীয় ডাল ও জুমের চালের ভাত।
রাতে গল্প আড্ডা ও ঘুম তাঁবুতে বা মাচাং ঘরে।
সকালে থাকবে তোকমার শরবত, পাহাড়ী বিন্নি চালের খিচুড়ি ডিম ভাজি ও তেঁতুলের আচার।
সকাল দশটায় নৌকা ভ্রমণ ও রিজুক ঝর্ণায় বেড়ানো।
দুপুর এ ইকো ভিলেজ এ ফিরে এসে,
দুপুরে খাবার এ থাকবে,
পাহাড়ী ভ্যাট বেগুন ও কলার মোচার ভর্তা, চিকেন ঝাল ফ্রাই ও মুশুর ডালের চরচটি আর সাদা ভাত।
দুপুরে ইকো ভিলেজ প্রাঙ্গনে ম্রো সম্প্রদায়ে আদিবাসীদের সাথে পরিচিতি সভা মতবিনিময়।
বিকেলে আদিবাসী গ্ৰামে ঘোরাঘুরি ও নাস্তা হিসেবে থাকবে পাহাড়িদের প্রিয় খাবার মুন্ডী এবং সন্ধ্যায় ম্রো সম্প্রদায়ে ঐতিহ্যবাহি বাঁশের বাঁশীর পরিবেশনা ও সঙ্গীতায়োজন।
রাতের খাবারে পরিবেশন করা হবে খাঁটি মধু,গরুর দুধ, পাকা সূর্যমুখি কলা,
পাহড়ে উৎপাদিত সবজি, কলার ভর্তা, সাঙ্গু নদীর মাছের চড়চড়ি, জুমের চালের ভাত, ডাল ।
পরদিন সকালে পেঁপের জুস,বিন্নি চালের খিচুড়ি ও মুরগীর মাংস ঝাল ফ্রাই।
সকালের নাস্তা শেষ করে নৌকা যোগে বলিপাড়া হয়ে বান্দরবান।
প্রাপ্ত বয়স্ক বাংলাদেশী নারী পুরুষ যে কেউ চাইলে আমাদের এ আয়োজন শামিল হতে পারেন।
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ছয় সদস্যের একটি দল।
আগ্ৰহি অভিযাত্রী গন ইনবক্সে যোগাযোগ করুন।
ধন্যবাদ।

24/09/2023

বান্দরবানের রুমা এবং থানচি থেকে পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শুধুমাত্র রোয়াংছড়ি উপজেলায় নিষেধাজ্ঞা বলবৎ থাকবে,

বান্দরবানের বাকি ছয়টি উপজেলায় কোন ঝামেলা ছাড়া ভ্রমণ করতে পারবেন।

কাঠুরিয়াঃহাসেম চৌধুরী,নীলাচল, বান্দরবান।বাঁশ কাঠে ভালোবাসা,ছোট্ট স্বপ্ন নীড়,আকাশে হেলান দিয়ে,ঘুমোয় স্বপ্ন,অচেনা পথের...
15/02/2023

কাঠুরিয়াঃ
হাসেম চৌধুরী,
নীলাচল, বান্দরবান।

বাঁশ কাঠে ভালোবাসা,
ছোট্ট স্বপ্ন নীড়,
আকাশে হেলান দিয়ে,
ঘুমোয় স্বপ্ন,
অচেনা পথের পথিক।

তবে আপনজনে পথ চেনাতে,
চলছে আয়োজন,
পথের পানে পথ চেয়ে রই,
আবার হবে দেখা, হলে প্রয়োজন।

আমি পরান খুলিয়া,হাসিয়া মাতিয়া,আকাশে উড়িতে চাহি কিছু ক্ষন।আমি না বুঝি না শুনি,ছুটিবো এমনি,দৌড়ে যাব দীগন্ত রেখা বরাবর...
14/02/2023

আমি পরান খুলিয়া,
হাসিয়া মাতিয়া,
আকাশে উড়িতে চাহি কিছু ক্ষন।

আমি না বুঝি না শুনি,
ছুটিবো এমনি,
দৌড়ে যাব দীগন্ত রেখা বরাবর।

চলে আসুন বান্দরবানে,মিশে যান প্রকৃতির সাথে, জীবন কে জানুন,
জীবন কে উপভোগ করুন।

মেঘ দুয়ারী রিসোর্ট, টাইগার পাড়া, নীলাচল রোড, বান্দরবান। আপনাদের ভ্রমণ কে উপভোগ্য করার জন্য,
প্রকৃতির উৎস থেকে উপাদান নিয়ে,
সাজিয়েছে "ইকোকটেজ"। যে কোন ব্যাক্তিগত বা কর্পোরেট ট্যুরে পরিবহন সেবা, দেশী/স্থানীয় খাবার সরবরাহ অথবা গাইড সেবা অত্যন্ত সাশ্রয়ী ও সুলভ মূল্যে সেবা সমূহ দিয়ে থাকে।
প্রয়োজনে ম্যাসেঞ্জারে যোগাযোগ করুন।

প্রকৃতির তার অপরূপ সৌন্দর্য বিলিয়ে চারদিকে হাতছানি দিয়ে ডাকছে, পাহাড়ী কন্যা বান্দরবান। এখানে আকাশ, মেঘ,পাহাড় , নদী ব...
13/02/2023

প্রকৃতির তার অপরূপ সৌন্দর্য বিলিয়ে চারদিকে হাতছানি দিয়ে ডাকছে, পাহাড়ী কন্যা বান্দরবান। এখানে আকাশ, মেঘ,পাহাড় , নদী বড্ডো খেয়ালি।রোদ মেঘ হর হামেশা লুকোচুরি খেলে, পাহাড় চূড়ায় দাঁড়িয়ে
চোখ মন বহুদূর ভেসে যায় মেঘের ভেলায় চড়ে অথবা পাহাড়ী ঝিঁ ঝিঁ পোকার একটানা ক্লাসিক্যাল সংগীতে
কি এক অদ্ভুত শুখানভূতি !

ছকবাঁধা নাগরিক জীবনের ক্লান্তি ঝেড়ে ফেলতে আপনিও চাইলে নিতে পারেন এ নিমন্ত্রণ। মেঘ দুয়ারী রিসোর্ট
আপনাদের ভ্রমণ উপভোগ্য ও স্মরনীয় করে রাখতে সকল আয়োজন সুসম্পন্ন করে রেখেছে।
আপনি আমাদের ব্যবস্থাপনায়,অত্যান্ত সুলভ মূল্যে রাত্রি যাপন করতে পারবেন আমাদের ইকো কটেজ সমূহে।
স্বাধ নিতে পারেন সুস্বাধু দেশী ও স্থানীয় খাবার সমুহের।
আমাদের নিজস্ব পরিবহন দিয়ে বিভিন্ন স্পটে ঘুরে বেড়ানোর ব্যাবস্থা সহ প্রয়োজনে স্থানীয় গাইড সাপোর্ট দিয়ে থাকি।
যে কোন প্রয়োজনে ম্যাসেঞ্জারে যোগাযোগ করুন।
মেঘ দুয়ারী রিসোর্ট, টাইগার পাড়া, নীলাচল রোড, বান্দরবান।

10/02/2023

আমাদের নির্মাণাধীন মেঘ দুয়ারী রিসোর্ট টাইগার পাড়া নীলাচল রোড বান্দরবান।

মেঘ দুয়ারী রিসোর্ট, টাইগার পাড়া, নীলাচল রোড, বান্দরবান।
10/02/2023

মেঘ দুয়ারী রিসোর্ট, টাইগার পাড়া, নীলাচল রোড, বান্দরবান।

এই শীতে যারা বান্দরবান বেড়াতে আসছেন, বিভিন্ন স্থানে ঘুরছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি,আমাদের মৌরইতং (মেঘের পাহাড়) রিসোর্...
06/01/2023

এই শীতে যারা বান্দরবান বেড়াতে আসছেন, বিভিন্ন স্থানে ঘুরছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি,
আমাদের মৌরইতং (মেঘের পাহাড়) রিসোর্ট এ ঘুরে যান , এখানে প্রকৃতি
সৌন্দর্যের পসরা সাজিয়ে আপনাকে/আপনাদেরকে গ্ৰহন করার জন্য উন্মুখ।
আমাদের ইকো রিসোর্ট এ আপনি যে সেবাগুলো নিতে পারেন ঃ
*গ্ৰুপ লিভিং রুম
*সিঙ্গেল লিভিং রুম
*কাপল লিভিং রুম।
অত্যন্ত সাশ্রয়ী মূল্য, কেটাগরি ভিত্তিক
রুম ভাড়া ঃ ১০০০/- হতে সর্বোচ্চ ৫০০০/-(এক হাজার হতে সর্বোচ্চ পাঁচ হাজার) টাকা পর্যন্ত।
এছাড়াও গেস্টের
চাহিদা অনুযায়ী আমরা পছন্দের খাবার সরবরাহ করে থাকি।
প্রয়োজনে ম্যাসেঞ্জারে যোগাযোগ করুন।

05/12/2022
17/11/2022

Somewhere in Alikadam🌿

"বান্দরবান"হাসেম চৌধুরী,বান্দরবান।পাহাড় চূড়ায় মেঘেরা নেচে বেড়ায়,আলো করে লুকোচুরি,পাখিরা গান গায়,ঝর্না আর নদী করে খ...
17/11/2022

"বান্দরবান"
হাসেম চৌধুরী,
বান্দরবান।

পাহাড় চূড়ায় মেঘেরা নেচে বেড়ায়,
আলো করে লুকোচুরি,
পাখিরা গান গায়,
ঝর্না আর নদী করে খুনসুটি।

নদী বলে জল দাও,
ঝর্না বলে মেঘ,
বৃষ্টি আর বাতাস হাসে,
পাহাড় দেখে ঝড়ের কি তেজ।

শীত বলে আমি বাড়ি,
রোদ হাসে মেঘের কোলে,
পাহাড় কেবল চেয়ে রয়,
সেজে সবুজ অরণ্যে।

পাখির ডাক পোকার গুঞ্জন,
জংলি লতার দোল,
রাতের আকাশে তারার মেলা,
নীরব নিস্তব্ধ কোলাহল।

"স্বপ্নের বান্দরবান"হাসেম চৌধুরী,বান্দরবান।পাহাড় নদী মেঘে ঘেরা,পাখির ডাকে পাগলপারা,রৌদ্রের লুকোচুরি খেলা,সেজেছে, পাহাড়...
15/11/2022

"স্বপ্নের বান্দরবান"
হাসেম চৌধুরী,
বান্দরবান।

পাহাড় নদী মেঘে ঘেরা,
পাখির ডাকে পাগলপারা,
রৌদ্রের লুকোচুরি খেলা,
সেজেছে, পাহাড়ী কন্যা।

চিম্বুক, নীলগিরি থানছি, রেমাক্রি,
মৌরইতং, মেঘ দুয়ারী, মেঘলা,
মিলন ছড়ি, নীলাচল অনন্যা,
গোল্ডেন টেম্পল, রুপালি ঝর্না।

যার রুপে খুলে যায়,
বুকের সব জমাটবাঁধা বান,
রূপসী কন্যা প্রিয় অতি,
আমার স্বপ্নের বান্দরবান।

Address

টাইগার পাড়া, বান্দরবান পার্বত্য জেলা।

2022

Telephone

+8801810287046

Website

Alerts

Be the first to know and let us send you an email when Megh Duwari Resort posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Megh Duwari Resort:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share