24/08/2023
দীর্ঘ অপেক্ষার পর 👇👇
কম খরচে শীতকালে বরফে ঢাকা ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণ 🌿🌿
স্বপ্ন যখন ভূস্বর্গ কাশ্মীর তাহলে আর দেরি কেন?
মাত্র ২৫০০০/- রুপিতে কলকাতা,দিল্লি,কাশ্মীর ভ্রমণে সুযোগ।
আমরা আবারো তৃতীয়বারের মত যাচ্ছি কাশ্মীরে।
আমাদের রুট প্লেন:
বেনাপোলবর্ডার থেকে -কলকাতা-দিল্লি-জম্মু-কাশ্মীর-কলকাতা-বেনাপোল বর্ডার বর্ডার পর্যন্ত(ইভেন্টটা মনোযোগ সহকারে পড়ে আগ্রহীরা আমাদের সাথে যোগাযোগ করুন)
★★আমরা আগামী সেপ্টেম্বর থেকে ভিসা কাজ শুরু করে দিব যেহেতু ভিসা পেতে এখন বেশি সময় লাগছে প্রায় ৩ মাসের মত। ভিসা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন★★
এটি একটি সম্পূর্ণ মিডিয়াম ট্রিপ প্যাকেজ ( ইন্ডিয়াই বাই এসি স্লিপার ট্রেন)
★★সকল খরচ সহ বেনাপোল বর্ডার টু বেনাপোল বর্ডার★★
👉👉👉 বিশেষ শর্ত-ট্রেনে ভ্রমণ করার মন মানসিকতা, সেক্রিফাইস মনোভাব,উপভোগ করার মনোভাব,যেহেতু এটি সম্পূর্ণ ট্রেন জার্নি। এবং এই ইভেন্টে উল্লেখ নেই এমন কিছু পাওয়া যাবে না,শুধুমাত্র ইভেন্টে যা উল্লেখ আছে তাই পাওয়া যাবে।এবং এই ইভেন্টের বাইরে যারা অন্য কিছু করতে বা খেতে চান তাহলে নিজ থেকে বহন করতে হবে।
💵জন প্রতি প্যাকেজ ২৫০০০/- রুপি
★★ভ্রমনের স্থানসমূহ:
📌ভিক্টোরিয়া মেমোরিয়াল
📌লালকেল্লা
📌কুতুবমিনার
📌ইন্ডিয়া গেইট
📌গুলমার্গ
📌ডাল লেক,শালিমার গার্ডেন,মুগল গার্ডেন
📌পেহেলগাম
📌আরুভ্যালী,বেতাবভ্যালী
📌আপেল গার্ডেন
★★প্যাকেজ অন্তর্ভুক্ত:
• বেনাপোল বর্ডার থেকে-কলকাতা -দিল্লি -জম্মু কাশ্মীর এসি বাস সার্ভিস এবং থ্রি টায়ার এসি স্লিপার ট্রেন সার্ভিস
• জাম্মু-শ্রীনগর-জাম্মু রিসার্ভ গাড়ী সার্ভিস।
• প্রতিদিন ২ বেলা খাবার( দুপুর এবং রাতের খাবার)
• প্রতিদিন রাতে থাকার খরচ।
•খাবারের আইটেম হিসেবে থাকবে-চিকেন/ফিস+ভাত+ভাজি+ডাল+সালাদ(সবার জন্য একি এছাড়া অন্য আইটেম ও থাকতে পারে)
•পেহেলগামের ১ রাত
•শ্রীনগর ডাললেকে ২ রাত
•কলকাতায় ২ রাত
•দিল্লিতে সারাদিন রেস্টের জন্য ১ দিন
•বাকিটা ট্রেনে
★★প্যাকেজ অন্তর্ভুক্ত নয়:
✪ ট্রাভেল ট্যাক্স :১০০০/- ও ভিসা সংক্রান্তি ফি
✪সকল প্রকার বর্ডার স্পীড মানি
✪ সকালের নাস্তা
✪ যে কোন রাইড ও এন্ট্রি টিকেট যেমন -ক্যাবল কার রাইড,ঘোড়া রাইড।
★কোনো ধরনের পাঁচ তারকা হোটেল
★ঢাকা থেকে বর্ডার পর্যন্ত বাস ভাড়া
★আসার সময় বর্ডার থেকে ঢাকার বাস ভাড়া
★ইভেন্টের বাইরের খরচ
★ট্যুরের বাহিরে এক্সট্রা সাইটসিইং ও গাড়িভাড়া
★প্রাকৃতিক কারণে যদি এক্সট্রা দিন বাড়ে তাহলে সেটা সমান ভাবে ভাগ হবে ★
**সম্ভাব্য ভ্রমন বিস্তারিতঃ ডিসেম্বর। যেহেতু সামনে নির্বাচন এটাও মাথাই রাখতে হবে। সবার সুবিধা অনুযায়ী আগে -পড়ে হতেও পারে।**
ডে-০)
রাতের বাসে ঢাকা টু বর্ডারের উদ্দেশ্যে যাত্রা শুরু করব আমরা, যাওয়ার ভাড়া+খাওয়া যার যার নিজেরটা বহন করতে হবে।আর যারা মৈত্রী ট্রেনে করে ঢাকা টু কলকাতায় যাবেন পরদিন আমাদের সাথে যোগ দিবেন।
ডে-১)
সকালে বেনাপোল বর্ডারে নেমে(এখান থেকে আমাদের প্যাকেজ শুরু হবে) ইমিগ্রেশন শেষ করে বেনাপোল থেকে সোজা কলকাতা এসি বাসে করে গিয়ে নিউ মার্কেটের আশেপাশে হোটেলে উঠবো।
এইদিন সময় পেলে ভিক্টোরিয়া মেমোরিয়াল + হাওড়াব্রীজ ঘুরে দেখব। তা না হলে কাশ্মীর থেকে ফেরার সময় যাবো।
ডে-২)
সকালে ঘুম থেকে উঠে হাওড়া স্টেশনে গিয়ে দিল্লি ট্রেন ধরবো।
ডে-৩)
সকালে দিল্লিতে নেমে রুম নিয়ে(শুধুমাত্র সারাদিনের জন্য যেহেতু আমরা রাতে চলে যাব) ফ্রেশ হয়ে লালবাগ কেল্লা, কুতুব মিনার এবং বিখ্যাত ইন্ডিয়া গেইট ঘুরে
রাতে আবার রেলস্টেশনে গিয়ে জম্মু উদ্দেশ্য রওনা দিবো।
ডে-৪)
সকালে স্টেশনে গাড়ি বুক করে শ্রীনগরের উদ্দেশ্য রওনা দিবো
ডে-৫)
সকালে উঠে ফ্রেশ হয়ে সোনমার্গ যাওয়া যদি বেশি স্নোফল হয় রাস্তা বন্ধ থাকে সেক্ষেত্রে আমরা গুলমার্গে যাবো।
ডে-৬)
সকাল সকাল আমাদের পেহেলগামের উদ্দেশ্যে যাত্রা প্রায় ৯০ কিলোমিটার দূরত্বটি প্রায় ২ থেকে ৩ ঘন্টা চারিদিকে যেতে যেতে ভিউ আর ভিউ। এর পরে পেহেলগামের বলিউড শুটিং স্পট আরু-ভ্যালী,বেতাব ভ্যালী ঘুরে দেখব এবং ওই দিন পেহেলগামের রাতে থাকবো।
ডে-৭)
পেহেলগামের আশেপাশে লোকাল ঘরবাড়ি এবং আপেল গার্ডেন ঘুরে হোটেলে ব্যাক করবো।
ডে-৮)
সকালে ঘুম থেকে উঠে জম্মু উদ্দেশ্য রওনা হওয়া,সেইদিন আমাদের রাতে ট্রেনের টিকিট কলকাতা উদ্দেশ্য রওনা দিবো।
ডে-৯)
৩৬ ঘন্টা ট্রেনে জার্নির করার পর(মেয়েরা লুডু খেলা নিতে পারেন আর ছেলেরা তাস নিতে পারেন 😁) বিকালে কলকাতা স্টেশন পৌঁছাবো ওই দিন কলকাতায় থেকে পরদিন বেনাপোল বর্ডার রওনা দিবো।
★★বি.দ্র:উৎভূদ্ধ যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে ট্যুর কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে ।
===================================
বুকিং পলিসি: ১০,০০০ টাকা অগ্রীম দিতে হবে যা অফেরতযোগ্য (যেহেতু আমাদের একমাস আগে ট্রেনের টিকিট বুকিং করতে হয়) এবং বাকি টাকা ট্যুরে যাবার আগেই পরিশোধ করে দিতে হবে।
যোগাযোগ what's app 👉01558914805(Juwel Chakma),8801690006053(Mantion),01619-919300 (Rohit Chakma/Rohit vlogs)
পেমেন্ট বিস্তারিত :
Nagad/Bkash : 01558914805 (Juwel Chakma)
Nagad/Bkash:+8801690006053(Mantion)
নগদ/বিকাশ পেমেন্টের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য -