Hills Tours and Travels Agency

  • Home
  • Hills Tours and Travels Agency

Hills Tours and Travels Agency Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hills Tours and Travels Agency, Tour Agency, .

দীর্ঘ অপেক্ষার পর 👇👇কম খরচে শীতকালে বরফে ঢাকা ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণ 🌿🌿স্বপ্ন যখন ভূস্বর্গ কাশ্মীর তাহলে আর দেরি কেন?মাত...
24/08/2023

দীর্ঘ অপেক্ষার পর 👇👇
কম খরচে শীতকালে বরফে ঢাকা ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণ 🌿🌿
স্বপ্ন যখন ভূস্বর্গ কাশ্মীর তাহলে আর দেরি কেন?
মাত্র ২৫০০০/- রুপিতে কলকাতা,দিল্লি,কাশ্মীর ভ্রমণে সুযোগ।
আমরা আবারো তৃতীয়বারের মত যাচ্ছি কাশ্মীরে।

আমাদের রুট প্লেন:
বেনাপোলবর্ডার থেকে -কলকাতা-দিল্লি-জম্মু-কাশ্মীর-কলকাতা-বেনাপোল বর্ডার বর্ডার পর্যন্ত(ইভেন্টটা মনোযোগ সহকারে পড়ে আগ্রহীরা আমাদের সাথে যোগাযোগ করুন)
★★আমরা আগামী সেপ্টেম্বর থেকে ভিসা কাজ শুরু করে দিব যেহেতু ভিসা পেতে এখন বেশি সময় লাগছে প্রায় ৩ মাসের মত। ভিসা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন★★

এটি একটি সম্পূর্ণ মিডিয়াম ট্রিপ প্যাকেজ ( ইন্ডিয়াই বাই এসি স্লিপার ট্রেন)

★★সকল খরচ সহ বেনাপোল বর্ডার টু বেনাপোল বর্ডার★★

👉👉👉 বিশেষ শর্ত-ট্রেনে ভ্রমণ করার মন মানসিকতা, সেক্রিফাইস মনোভাব,উপভোগ করার মনোভাব,যেহেতু এটি সম্পূর্ণ ট্রেন জার্নি। এবং এই ইভেন্টে উল্লেখ নেই এমন কিছু পাওয়া যাবে না,শুধুমাত্র ইভেন্টে যা উল্লেখ আছে তাই পাওয়া যাবে।এবং এই ইভেন্টের বাইরে যারা অন্য কিছু করতে বা খেতে চান তাহলে নিজ থেকে বহন করতে হবে।
💵জন প্রতি প্যাকেজ ২৫০০০/- রুপি

★★ভ্রমনের স্থানসমূহ:
📌ভিক্টোরিয়া মেমোরিয়াল
📌লালকেল্লা
📌কুতুবমিনার
📌ইন্ডিয়া গেইট
📌গুলমার্গ
📌ডাল লেক,শালিমার গার্ডেন,মুগল গার্ডেন
📌পেহেলগাম
📌আরুভ্যালী,বেতাবভ্যালী
📌আপেল গার্ডেন
★★প্যাকেজ অন্তর্ভুক্ত:
• বেনাপোল বর্ডার থেকে-কলকাতা -দিল্লি -জম্মু কাশ্মীর এসি বাস সার্ভিস এবং থ্রি টায়ার এসি স্লিপার ট্রেন সার্ভিস
• জাম্মু-শ্রীনগর-জাম্মু রিসার্ভ গাড়ী সার্ভিস।
• প্রতিদিন ২ বেলা খাবার( দুপুর এবং রাতের খাবার)
• প্রতিদিন রাতে থাকার খরচ।
•খাবারের আইটেম হিসেবে থাকবে-চিকেন/ফিস+ভাত+ভাজি+ডাল+সালাদ(সবার জন্য একি এছাড়া অন্য আইটেম ও থাকতে পারে)
•পেহেলগামের ১ রাত
•শ্রীনগর ডাললেকে ২ রাত
•কলকাতায় ২ রাত
•দিল্লিতে সারাদিন রেস্টের জন্য ১ দিন
•বাকিটা ট্রেনে

★★প্যাকেজ অন্তর্ভুক্ত নয়:
✪ ট্রাভেল ট্যাক্স :১০০০/- ও ভিসা সংক্রান্তি ফি
✪সকল প্রকার বর্ডার স্পীড মানি
✪ সকালের নাস্তা
✪ যে কোন রাইড ও এন্ট্রি টিকেট যেমন -ক্যাবল কার রাইড,ঘোড়া রাইড।
★কোনো ধরনের পাঁচ তারকা হোটেল
★ঢাকা থেকে বর্ডার পর্যন্ত বাস ভাড়া
★আসার সময় বর্ডার থেকে ঢাকার বাস ভাড়া
★ইভেন্টের বাইরের খরচ
★ট্যুরের বাহিরে এক্সট্রা সাইটসিইং ও গাড়িভাড়া
★প্রাকৃতিক কারণে যদি এক্সট্রা দিন বাড়ে তাহলে সেটা সমান ভাবে ভাগ হবে ★

**সম্ভাব্য ভ্রমন বিস্তারিতঃ ডিসেম্বর। যেহেতু সামনে নির্বাচন এটাও মাথাই রাখতে হবে। সবার সুবিধা অনুযায়ী আগে -পড়ে হতেও পারে।**
ডে-০)
রাতের বাসে ঢাকা টু বর্ডারের উদ্দেশ্যে যাত্রা শুরু করব আমরা, যাওয়ার ভাড়া+খাওয়া যার যার নিজেরটা বহন করতে হবে।আর যারা মৈত্রী ট্রেনে করে ঢাকা টু কলকাতায় যাবেন পরদিন আমাদের সাথে যোগ দিবেন।

ডে-১)
সকালে বেনাপোল বর্ডারে নেমে(এখান থেকে আমাদের প্যাকেজ শুরু হবে) ইমিগ্রেশন শেষ করে বেনাপোল থেকে সোজা কলকাতা এসি বাসে করে গিয়ে নিউ মার্কেটের আশেপাশে হোটেলে উঠবো।
এইদিন সময় পেলে ভিক্টোরিয়া মেমোরিয়াল + হাওড়াব্রীজ ঘুরে দেখব। তা না হলে কাশ্মীর থেকে ফেরার সময় যাবো।

ডে-২)
সকালে ঘুম থেকে উঠে হাওড়া স্টেশনে গিয়ে দিল্লি ট্রেন ধরবো।

ডে-৩)
সকালে দিল্লিতে নেমে রুম নিয়ে(শুধুমাত্র সারাদিনের জন্য যেহেতু আমরা রাতে চলে যাব) ফ্রেশ হয়ে লালবাগ কেল্লা, কুতুব মিনার এবং বিখ্যাত ইন্ডিয়া গেইট ঘুরে
রাতে আবার রেলস্টেশনে গিয়ে জম্মু উদ্দেশ্য রওনা দিবো।

ডে-৪)
সকালে স্টেশনে গাড়ি বুক করে শ্রীনগরের উদ্দেশ্য রওনা দিবো

ডে-৫)
সকালে উঠে ফ্রেশ হয়ে সোনমার্গ যাওয়া যদি বেশি স্নোফল হয় রাস্তা বন্ধ থাকে সেক্ষেত্রে আমরা গুলমার্গে যাবো।

ডে-৬)
সকাল সকাল আমাদের পেহেলগামের উদ্দেশ্যে যাত্রা প্রায় ৯০ কিলোমিটার দূরত্বটি প্রায় ২ থেকে ৩ ঘন্টা চারিদিকে যেতে যেতে ভিউ আর ভিউ। এর পরে পেহেলগামের বলিউড শুটিং স্পট আরু-ভ্যালী,বেতাব ভ্যালী ঘুরে দেখব এবং ওই দিন পেহেলগামের রাতে থাকবো।

ডে-৭)
পেহেলগামের আশেপাশে লোকাল ঘরবাড়ি এবং আপেল গার্ডেন ঘুরে হোটেলে ব্যাক করবো।

ডে-৮)
সকালে ঘুম থেকে উঠে জম্মু উদ্দেশ্য রওনা হওয়া,সেইদিন আমাদের রাতে ট্রেনের টিকিট কলকাতা উদ্দেশ্য রওনা দিবো।

ডে-৯)
৩৬ ঘন্টা ট্রেনে জার্নির করার পর(মেয়েরা লুডু খেলা নিতে পারেন আর ছেলেরা তাস নিতে পারেন 😁) বিকালে কলকাতা স্টেশন পৌঁছাবো ওই দিন কলকাতায় থেকে পরদিন বেনাপোল বর্ডার রওনা দিবো।
★★বি.দ্র:উৎভূদ্ধ যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে ট্যুর কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে ।
===================================
বুকিং পলিসি: ১০,০০০ টাকা অগ্রীম দিতে হবে যা অফেরতযোগ্য (যেহেতু আমাদের একমাস আগে ট্রেনের টিকিট বুকিং করতে হয়) এবং বাকি টাকা ট্যুরে যাবার আগেই পরিশোধ করে দিতে হবে।

যোগাযোগ what's app 👉01558914805(Juwel Chakma),8801690006053(Mantion),01619-919300 (Rohit Chakma/Rohit vlogs)

পেমেন্ট বিস্তারিত :
Nagad/Bkash : 01558914805 (Juwel Chakma)
Nagad/Bkash:+8801690006053(Mantion)

নগদ/বিকাশ পেমেন্টের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য -

13/07/2023

জায়গাটি খুব পরিচিত সোনমার্গ,কাশ্মির এমন ভিউ আমরা এই বছর মার্চে পেয়েছিলাম তবে জীবনে সবার স্বপ্ন থাকে লাইভ স্নোফল দেখা, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা আগামী শীতকালে সেটি ছুঁতে পেজের পক্ষ থেকে ৩য় বারের মত কাশ্মীর ইভেন্ট নিয়ে আসতে চলেছি🥰
এটি একটি সম্পূর্ণ বাজেট ট্রিপ, যেন সবার যাওয়ার সামর্থ্য হয় এবং উপভোগ্য হয় সবার, কিছু শর্ত -সেক্রিফাইস মনমানসিকতা থাকতে হবে,উপভোগ করতে হবে,ট্রেনে জার্নি করার মানসিকতা থাকতে হবে ইভেন্টে যা কিছু উল্লেখ থাকবে সেগুলো ফলো করা।




07/07/2023

সবাইকে পেইজের পক্ষ থেকে ভালোবাসা।আজ পেইজের পক্ষ থেকে গুটিকয়েক কথা শেয়ার করতে এসেছি। আসলে এই পেইজটা মূলত হঠাৎ করে খোলা হয়েছিল ২০২২ সালে শেষের দিকে। যেহেতু এর আগে আমরা শুধুমাত্র ভারতে সবচেয়ে আর্কষণীয় স্থান কাশ্মীর,সিকিম,দিল্লি, কলকাতা দুই-তিনবার ভ্রমণ করেছি। যতগুলো ভ্রমণ করেছি সবকটি বাজেট ট্রিপ। এরপর আস্তে আস্তে পেইজে এবং পার্সোনেলি ইনবক্সে মেসেজ আসতে শুরু করে। আমরাও রেসপন্স দেওয়া শুরু করলাম এবং পেলামও। এইবারের ট্যুরসহ আমরা ৪ বার ভারতে নিয়ে গিয়েছি।আসলে আমরাও এখনো স্টুডেন্ট। আমাদের কোনো উদ্দেশ্য নেই এই গ্রুপ চালিয়ে নিজের ক্যারিয়ার গড়ব।আর এই ট্যুরে আমরা ৫০-৬০ হাজার টাকা কামাবো এই উদ্দেশ্যও নেই,আমরাও স্টুডেন্ট তাই নতুন একটা জায়গায় যাওয়ার জন্য শুধুমাত্র বন্ধ দিনে সময় হলে ট্যুর করি এবং সাথে নিয়ে যায় যারা যেতে ইচ্ছুক। আমরা ট্যুরে যাওয়ার আগে সবকিছু পেইজে আপলোড করি যে এটি সম্পূর্ণ বাজেট ট্রিপ এবং আমরা এই এই জায়গায় যাবো এবং খাবারের আইটেম এই এই থাকবে,যদি আরো কয়েকটা স্পটে যেতে চাই সেগুলো শেয়ার করতে হয় সবাইকে যেমনটা সব এজেন্সি গ্রুপে করে থাকে।আমরা বাজেটের বাইরে কিছু দিতে পারি না যে, যেহেতু আমরা এখনো স্টুডেন্ট যদি বাজেট ফেল হয়ে যায় আমাদের সেই বাজেটের ঘাটতিটা দেওয়ার ক্ষমতা খুবই কম। আর আমরা যত গুলো ট্রিপ করেছি সবাই বেশিরভাগ আমাদের মত স্টুডেন্ট এবং আমাদের পাহাড়ি ভাইবোন।আমরা চাইলে আমাদের বন্ধু-বান্ধব বাঙালি নিতে পারতাম, আমাদেরকে অনেকজন এসএমএস ও পাঠিয়েছে।শুধুমাত্র আমাদের ভাইবোনদের কথা চিন্তা করে আমরা আমাদের বাঙালি বন্ধু-বান্ধব নিয়ে যায়না।তার কারণ আনইজি অনুভব,মন-মানসিকতা এবং খাপ-খাওয়াতে কষ্ট হবে এই বিধায় ।এইবারে আমাদের সাথে অনেক সিনিয়র, জুনিয়র এবং সম্মানিত ব্যক্তি ভ্রমণ করেছেন,উদাল বাগান উচ্চ বিদ্যালয়, কমলছড়ি সহকারী শিক্ষক এবং ইউএনডিপি কর্মরত বড়ভাই। বিশেষত আমরা বাজেট ট্রিপ দিয়ে থাকি এবং স্টুডেন্টদের বাজেটের মধ্যে রাখার চেষ্টা করি।তারকারণ আমাদের পাহাড়ী স্টুডেন্টদের এত টাকা দিয়ে ভ্রমন করার সামর্থ্য খুব কম। আপনি কাশ্মিরে যাবেন আপনাকে ট্রেনে ট্রাভেল করার মানসিকতা থাকতে হবে কারণ ঢাকা থেকে কাশ্মীরের দূরত্ব প্রায় ৩০০০ কি.মি।এবার ভেবে দেখুন একজন ট্যুর গাইডের কত কষ্ট।আপনি চাইলে বিমানে যেতে পারবেন কিন্তু আপনার শুধুমাত্র বিমান ভাড়া যতটাকা আসবে তা দিয়ে আপনি অনায়াসে কাশ্মীর বা অন্যান্য জায়গায় ঘুরে আসতে পারবেন।আর ভারতে ট্রেনের ভাড়া ও বিমানের মত আগে আগে বুকিং দিতে হয়, না হলে আপনাকে সেই টিকিটটা ডাবল দিয়ে কিনতে হবে। সর্বোপরী আমাদের সাথে ঘুরতে হলে আপনার সাক্রিফাইজ এর মনোভাব থাকতে হবে এবং উদ্যমী হতে হবে , উপভোগ করার মানসিকতা থাকতে হবে ।সবাইকে ধন্যবাদ আশা করি আমাদের সাথেই থাকবেন।

বর্তমানে আমাদের ট্যুরের ২ টি গ্রুপের মেম্বাররা সিকিমে পৌঁছে গিয়েছে ❤️ভারতের পর্যটন জায়গা গুলোতে ঘুরতে আমাদের পেজের সাথে ...
28/06/2023

বর্তমানে আমাদের ট্যুরের ২ টি গ্রুপের মেম্বাররা সিকিমে পৌঁছে গিয়েছে ❤️
ভারতের পর্যটন জায়গা গুলোতে ঘুরতে আমাদের পেজের সাথে যোগাযোগ করুন Hills Tours and Travels Agency

01/06/2023

আমরা নিয়ে যাচ্ছি অল্প খরচে সিকিম, দার্জিলিং ভ্রমণ।ইতোমধ্যে আমরা ১০ জনের একটি টিম হয়ে গেছি। আগামী ২৬ শে জুন আমরা যাচ্ছি সিকিম, দার্জিলিং, গ্যাংটক,শিলিগুড়ি, নিউজলপাইগুড়ি 😊আগামীতে অল্প খরচে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর ইভেন্ট পেতে চোখ রাখুন আমাদের পেজে 👉👉@ Hills Tours and Travels Agency



Video collect

বর্তমানে ইস্ট সিকিমের ভিউ, এই সুন্দর মোমেন্ট মিস করতে না চাইলে আমাদের সাথে চলুন আগামী ৩০ ই মে। যাদের বরফ দেখার ইচ্ছা    ...
07/05/2023

বর্তমানে ইস্ট সিকিমের ভিউ, এই সুন্দর মোমেন্ট মিস করতে না চাইলে আমাদের সাথে চলুন আগামী ৩০ ই মে। যাদের বরফ দেখার ইচ্ছা
collect
6 May 2023
https://www.facebook.com/100064589953397/posts/615023133994013/?mibextid=Nif5oz

সকলের দৃষ্টি আকর্ষণ📢📢 দু:খিত আমরা এই ট্রিপটিকে আরো মনোমুগ্ধকর  করার জন্য মেঘালয় থেকে সিকিম, দার্জিলিংয়ে শিফট্ করছি। অল্প...
04/05/2023

সকলের দৃষ্টি আকর্ষণ📢📢
দু:খিত আমরা এই ট্রিপটিকে আরো মনোমুগ্ধকর করার জন্য মেঘালয় থেকে সিকিম, দার্জিলিংয়ে শিফট্ করছি।
অল্প খরচে যাদের বরফ দেখার স্বপ্ন সেই স্বপ্ন পূরন করতে tours and travels agency ২টি টিম নিয়ে যাচ্ছে🚉🚉 বাই ট্রেনে মাত্র ২১৫০০/-(যেহেতু ট্রেন ভাড়া ৩০০০-৩০০০=৬০০০/-) টাকায় বরফের দেশ স্বপ্নের সিকিম আর পাহাড়ের রাণী দার্জিলিং ভ্রমণে। (যেহেতু বাই রোডে চ্যাংড়াবান্ধা/বাংলাবান্ধা ভিসা পাওয়া যাচ্ছে না সেজন্য বাই ট্রেনে)।
ইভেন্ট তারিখ :১ম টিম সম্ভাব্য ৩০মে-৭ জুন ২০২৩ ২য় টিম ঈদের সময়।

বরফ,মেঘ,পাহাড়,নদী,ড্যাম,ঝর্ণা,লেক,ভ্যালী অফ ফ্লাওয়ার,। হিমশীতল আনিন্দ্য সুন্দর স্বর্গীয় সিকিম আর দার্জিলিং ভ্রমণ

* ঢাকা থেকে এসি ট্রেনে মিতালী এক্সপ্রেসে নিউজলপাইগুড়ি।

💰 ইভেন্ট ফিঃ বাজেট ট্যুরঃ
▪️সিঙ্গেলঃ ২২০০০/- টাকা(ট্রাভেল ট্যাক্সসহ)
▪️কাপলঃ ২৩০০০×২ = ৪৬০০০/-টাকা(ট্রাভেল ট্যাক্সসহ)
★ইন্ডিয়া নিউজলপাইগুড়ি থেকে ১৩০০০/- রুপি
যোগাযোগ : হোয়ার্টসএপে
01558914805( Juwel Chakma)
+8801690006053( Mantion Chakma)
+01558948353(Rohit Chakma,Rohit vlogs)

🎰 ১০ জনের গ্রুপ করে ১টি গাড়ি।

🟢সিঙ্গেল ছেলে/মেয়ে/কাপল/ফ্যামিলি যে-কেউ জয়েন করতে পারেন।
🌅 ০০ দিনঃ
ঢাকা কমলাপুর স্টেশন থেকে এসি মিতালী এক্সপ্রেসে করে নিউজলপাইগুড়ি

🌅 ১ম দিনঃ
সকালে নিউজলপাইগুড়ি পৌঁছে সেখান থেকে শিলিগুড়ি SNT বাস কাউন্টারে
🍱খাবারঃ দুপুর এবং রাতের ২ বেলা খাবার।

🌅২য় দিনঃ
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাদের রিজার্ভ করা গাড়ী নিয়ে রওনা হবো ছাঙ্গু লেকের উদ্দেশ্যে।সেখানে ফ্রেশ বরফ দেখা

🍱দুপুর এবং রাতের ২ বেলা খাবার।
*

🌅 ৩য় দিনঃ
দার্জিলিংয়ের উদ্দেশ্য রওনা
🍱খাবারঃ দুপুর এবং রাতের ২ বেলা খাবার।

🌅 ৪র্থ দিনঃ
সকালে ঘুম থেকে উঠে দার্জিলিংয়ের বিখ্যাত টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা এবং পাহাড়ের বুকের উপর ট্রয় ট্রেন চলাচলের দৃশ্য দেখা।
🍱খাবারঃ দুপুরের খাবার,রাতের খাবার
🌎 ৬ষ্ঠ দিন দার্জিলিং থেকে নিউজলপাইগুড়ি
খাবার বিস্তারিতঃ
🔲 সকালঃ
নিজের টাকা দিয়ে নাস্তা করা

🔲দুপুর/রাতঃ
চিকেন/ফিস/ডিম কারী +ভাত+সবজি+ ভাজা+ডাল+লংকা+-পেয়াজ।

📣 বর্ডার ইমিগ্রেশনের জন্য যেসব ডকুমেন্ট...
* পাসপোর্ট + ভিসা
* পেশাগত প্রমাণপত্র - জব করলে এনওসি, ব্যবসা করলে ট্রেড লাইসেন্সের কপি ও ভিজিটিং কার্ড, স্টুডেন্ট হলে - স্টুডেন্ট আইডি কার্ড + কপি।
এসব গুলোর ৩/৪ সেট নিবেন *

📣 সিকিম ইনার লাইন পারমিট এর,
জন্য মোট ৫ সেট....
▪️পাসপোর্ট কপি।
▪️ভিসা কপি।
▪️পাসপোর্ট সাইজ সাদা ব্যাকগ্রাউন্ড ছবি।
▪️ভ্যাকসিন ডাবল/ত্রিপল ডোজ কপি।

✅ যা যা থাকছেঃ
▪ঢাকা কমলাপুর স্টেশন থেকে নিউজলপাইগুড়ি-সিকিম-গ্যাংটক-ছাঙ্গু-দার্জিলিং -নিউজলপাইগুড়ি থেকে ঢাকা কমলাপুর পর্যন্ত সকল ট্রান্সপোর্ট সার্ভিস।
🚫 যা যা থাকছে না...
▪️কোন রাইড/এন্ট্রি ফি।
▪️ট্রাভেল ট্যাক্স / বর্ডারের ইমিগ্রেশন খরচ।
* ব্যক্তিগত খরচ বা ব্যক্তিগত খাবার খরচ

30/04/2023

আর মাত্র ৪ টি সিট খালি আছে তাই দেরি না করে এখনি বুকিং করে ফেলুন আপনার সিটটিও। 🫵🏻🫵🏻

আমরা যাচ্ছি প্রাচ্যের স্কটল্যান্ড খ্যাত পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়া ভারতের মেঘের রাজ্য মেঘালয় ☁ ☁
আমাদের ট্যুর শুরু হতে যাচ্ছে ২০ই মে তারিখের পর। ইতোমধ্যে আমরা ১২ জনের একটি গ্রুপ হয়ে গেছি আর মাত্র ৪ জন বাকি তাই দেরি না করে আপনার সিটটিও এখনিই বুকিং করে ফেলুন।আগামী মে ২ তারিখ আমাদের টিম ভারতীয় হাইকমিশনে ভিসার জন্য আবেদন শুরু করবে।

যোগাযোগঃ 01558914805 , 01690006053

আমাদের ট্যুর ৩ রাত ৪ দিন।
মাত্র ১৫০০০ হাজার টাকায় আপনিও চাইলে আমাদের সাথে জয়েন্ট করতে পারেন

যা যা এই ট্যুরে থাকছে👉👉
প্রতিদিন ২ বেলা খাবার +সকালের নাস্তা
সকল প্রকার ঘুরাঘুরির যানবাহন খরচ
সকল প্রকার রাত্রি যাপনের খরচ

যা যা দেখব👉👉
ডাউকি,সেভের সিস্টার ওয়াটারফলস্, শিলং সিটি,লেইটলুম সহ সব দর্শনীয় স্থানসমূহ।

ইভেন্ট সম্পর্কে বিস্তারিত কমেন্ট বক্সে

03/04/2023

আগামী ডিসেম্বরে এইরকম সুন্দর মোমেন্ট উপভোগ করতে আমাদের টিম আবারো কাশ্মীর ভ্রমণে যাচ্ছে।
আপনি যাচ্ছেন তো???

কম খরচেই আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র ১৩০০০/- টাকায় ভারতের মেঘালয় ভ্রমণ করার সুযোগ ☁ মেঘালয় সোনাংপেডেং,  লেইটলুম ভিলেজ,...
01/04/2023

কম খরচেই আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র ১৩০০০/- টাকায় ভারতের মেঘালয় ভ্রমণ করার সুযোগ ☁
মেঘালয় সোনাংপেডেং, লেইটলুম ভিলেজ,সেভেন সিস্টার ওয়াটারফলসহ সব দর্শনীয় স্থানসমূহ।
যাত্রা তারিখঃ সম্ভাব্য তারিখ ২২/০৫/২০২৩(সবার সুবিধার জন্য তারিখ পরিবর্তন হতে পারে)

ইভেন্ট ফিঃ ১৫০০০/- আমাদের এই বাজেট বর্ডার থেকে শুরু (মানে ভারত সাইড থেকে)

যোগাযোগঃ 01558914805,+8801690006053,01558-948353

কম খরচে হবে বিদেশ ভ্রমন, প্রাচ্যের স্কটল্যান্ড খ্যাত মেঘের রাজ্য মেঘালয়। মেঘালয় প্রদেশ আমাদের সিলেট এর পাশেই, এই প্রদেশে ভ্রমন সবচেয়ে সহজ হয় তামাবিল- ডাওকি বর্ডার দিয়ে। মেঘালয়ের
চেরাপুঞ্জিতেই রেকর্ড করা হয় পৃথিবীর ২য় হাইয়েষ্ট বৃষ্টিপাত
এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম,জীবন্ত গাছের সেতু,
শত শত ঝর্না,সবুজ পাহাড়, মেঘের চাদরে ঢাকা প্রাকৃতিক পরিবেশ আরো কত কি। বর্ষার সময় ঝর্না গুলা ফিরে পায় যৌবন।



ঢাকা /চট্টগ্রাম থেকে এনা/ইউনিক/শ্যামলী বাস দিয়ে সীলেট এর উদ্দেশ্যে রাত ১১ টায় রউনা হবো।

-01
সকাল ৫ টায় সিলেট কদমতলি বাস স্টান্ড, সেখান থেকে আমরা বাসে বা লেগুনায় করে চলে যাবো তামাবিল বর্ডার। বর্ডার এ গিয়ে সকালের নাস্তা সেরে নিব এরপর ৯.৩০ মিনিট এ বর্ডার ক্রস করে ইন্ডিয়ার মাটিতে। ডাউকি বাজার থেকে রিসার্ভ করা গাড়ি দিয়ে শুরু করবো আমাদের কাংক্ষিত মেঘালয়ের সুন্দর সুন্দর প্লেস ভ্রমন। প্রথমেই
মাওলিলং গ্রাম,
লিভিং রুট ব্রিজ ঘুরে আমরা সোজা চলে যাবো ক্রংসুরি ফলস দেখতে, ক্রাংসুরির নীল জ্বলে শরীরকে শীতল করে ফিরে যাবো শিলংয়ে।

-02
সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে নিব।এর পর শোনাংপেডেং ও আসে পাসে ঘুরে বেড়াবো। এরপর নৌকা ভ্রমন করবো।

-03
সকালে উঠে চলে যাবো সেভেন সিস্টার ওয়াটারফল্ট দেখতে যাওয়া বিকালে শিলংয়ে ব্যাক কার আর যার যার পারসোনাল শপিং করা শিলং থেকে

-04
সকালে উঠে সারাদিন ঘুরে ডাউকি বর্ডারের উদেশ্য রওনা

টোটাল ৫ রাত্রি ৪ দিবস

এই ভ্রমনে ১৫০০০/- টাকার মধ্য যা যা থাকছে

১- যাতায়াত
২- সাইট সিয়িংয়ে ঘুরার ভাড়া
৩- প্রতিদিন ২ বেলা খাবার+সকালের নাস্তা
৪- টিকেট
৫- রাত্রীযাপন শেয়ার বেসিস
৬- বোট রাইড/নৌকা ভ্রমন

কি কি থাকছে না

১- ট্রাভেল টেক্স
২- পারসোনাল খরচ
৩- বর্ডার ক্রসে এর বাড়তি টাকা।
৪-ঢাকা/চট্টগ্রাম থেকে সিলেট বর্ডার পর্যন্ত যাওয়া -আসার ভাড়া
৫-ভিসা ফি (ভিসা করার সময় আমাদেরকে নক দিন
ঢাকা-ম্যানশন চাকমা-+8801690006053
চট্টগ্রাম -জুয়েল/রোহিত/প্রতুল- 01558914805, 01558-948353, 01557459648)
আপনার ভিসা ডাওকি বর্ডার দিয়ে থাকতে হবে।অন্য যেকোন বর্ডার দিয়ে ভিসা থাকলে হবে না।

কিছু কথা
আমরা আমাদের বাজেটের মধ্যে সবচেয়ে ভাল সার্ভিস দেওয়ার চেষ্টা করি। ভ্রমন প্রিয় মন ও গ্রুপের সাথে মিলে মিশে চলার মন মানসিকতার মানুষ হওয়া বাঞ্ছনীয়।

👣প্লেস গুলার নাম

১-মাওলিলং গ্রাম
২- লিভিং রুট ব্রিজ
৩-ক্রাংসুরি ফলস
৪- শোনাংপেডেং
৫- ডাউকি গ্রাম
৬-সেভেন সিস্টার ওয়াটারফলস
৭-লেইটলুম ভিলেজ
এখানে শুধু প্রধান প্রধান টুরিস্ট স্পট এর নাম দেওয়া হল,যেতে যেতে ঘুরতে ঘুরতে আরো কত কি যে দেখবো তার না হয় হিসাব নাই করলাম।

গ্রুপ -৮/১৬ জনের হবে।

31/03/2023

😍

31/03/2023

বাংলাদেশ থেকে কলকাতা হয়ে নিউ দিল্লি টু কাশ্মীর ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটি দেখুন চার মিনিটে 👉👉
কম খরচে যেতে চাইলে আমাদের গ্রুপের সাথে যোগাযোগ করুন আমরা ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য নিয়ে গিয়ে থাকি যেমন-কাশ্মির, দিল্লি, সিমলা,মানালি, দার্জিলিং,সিকিম,মেঘালয়।

13/08/2022

I wanna go again and again☘️🤗

05/05/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Hills Tours and Travels Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share