জীবন
গাধার কারনে পাহাড়ে মানুষের জীবন যাপন সহজ হয়েছে। গাধা না থাকলে এসব খাবার, জিনিসপত্র, ভারি মালামাল বহন করা মানুষের পক্ষ্যে কষ্ট সাধ্য ছিলো।
গাধা আর আমাদের জীবনের মধ্যে কিছুটা মিল পাই; আমরা সারা দিন গাধার মতই কাজ করি!
কিন্তু অমিল হলো; আমরা খেটে যাই দিনের পর দিন চার দেয়ালের মাঝে! কিন্তু গাধা খাটে পাহাড়ে প্রকৃতির মাঝে।
কিন্তু পাহাড় প্রকৃতি মাঝে পরিশ্রেমের অন্যরকম সুখ আছে।
তাই তো ট্রাভেল সেক্টর টা বেছে নেয়া! যেহেতু গাধার মত খাটতে হবে জীবনে, সেহেতু চার দেয়ালের মধ্যে খাটনি খেটে কি লাভ?
প্রকৃতির মাঝে প্রকৃতি ছোয়া পেতে পেতে খাটি!
তাতে হয়ত অনেক বড়লোক হতে পারবো না!
কিন্তু বৃদ্ধ বয়সে তৃপ্তির ঢেকুর তুলতে পারবো,
যে জীবনটা উপভোগ করতে পেরেছি,
শুধু টাকার পিছনে ছুটিনি..
......Mahir Sami
#উড়ছেঘুড়ি, ঘুরছি আমি পৃথিবীর পথে...
আমি উড়তে চাই, দৌড়াতে চাই, পড়ে যেতে চাই, আবার উঠে দৌঁড়াতে চাই, কিন্তু থামতে চাই না! পৃথিবীর প্রতিটি কোনা দেখতে চাই...✌
বাশ
সাজেকে আমি সবসময় মেম্বারদের বাশ খাওয়াই, তবে সেই বাশের ভিতর কিন্তু চা বা চিকেন বিরিয়ানি থাকে ☺
উড়ছেঘুড়ির সাথে আলুটিলা গুহার উপরের একাংশ ♥
উড়ছেঘুড়ির সাথে সাজেক চলুন, সাথে আরো যেতে পারবেন খাগড়াছড়ির আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, ঝুলন্ত ব্রীজ♥
আলুটিলা গুহার উপরের একাংশের ভিডিও!
তোমার বেহেস্ত ♥
তোমার বেহেস্ত ♥