Fly Open Sky

Fly Open Sky Travel With Aktar

কামরূপ কামাখ্যা
30/09/2022

কামরূপ কামাখ্যা

30/09/2022
কুয়াকাটা
08/04/2022

কুয়াকাটা

বাইকে শ্রীমঙ্গল ভ্রমণ
01/04/2022

বাইকে শ্রীমঙ্গল ভ্রমণ

বাইকে সাজেক ভ্রমন।
01/04/2022

বাইকে সাজেক ভ্রমন।

সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান। জাফলং, লালাখাল, তামাবিল, ভোলাগঞ্জ সাদা পাথর।
01/04/2022

সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান। জাফলং, লালাখাল, তামাবিল, ভোলাগঞ্জ সাদা পাথর।

06/07/2021

রুমা বাজার থেকে বগালেক পর্যন্ত খাড়া পাহাড় বয়ে নামা!!!

আবার মন চায় বরফে যেতে। মানালি হিমাচল প্রদেশ।
23/04/2021

আবার মন চায় বরফে যেতে। মানালি হিমাচল প্রদেশ।

Tour by Royal Enfield
08/08/2020

Tour by Royal Enfield

08/08/2020

মানালি

27/07/2020

Kedarnath

গত চার বছর প্রতি তিন মাস পর পর একটা করে ভ্রমণ করেছি। চলতি বছরের জানুয়ারিতে নেপাল  ভ্রমণ শেষ ছিল, আর পরিকল্পনা ছিল মার্চ...
04/05/2020

গত চার বছর প্রতি তিন মাস পর পর একটা করে ভ্রমণ করেছি। চলতি বছরের জানুয়ারিতে নেপাল ভ্রমণ শেষ ছিল, আর পরিকল্পনা ছিল মার্চ-এপ্রিল এ থাইল্যান্ড যাব এবং সবকিছু ঠিকঠাক থাকলে হ‌ইতোবা এতো দিন থাইল্যান্ড ভ্রমণ শেষ হয়ে যেত।

সারা বিশ্বের যে অবস্থা আশা করা যায় না আগামী ৪/৫ বছরে কোন ভ্রমণ পিপাসুদের পিপাসা মেটবে। ভ্রমণের নেশার কাছে অন্য নেশা খুবই নগণ্য, যারা ভ্রমণের নেশায় আসক্ত তাদের ঘরে আটকানো খুবই দায়। আমি এই নেশায় আসক্ত এক বাঙ্গালী। জানিনা এ জীবনে আর ভ্রমণের পিপাসা মেটানো সম্ভব হবে কিনা, পৃথিবী আবার হাসবে কিনা আপন আঙ্গিনায়। আবার ও মাতবে কিনা আপন মহিমায়।

সারা বিশ্বে ভ্রমণ পিপাসুদের সংখ্যা উর্দ্ধগতি , পিছিয়ে নেই বাংলাদেশ ও। ২০১৭ সালের চেয়ে ২৩% বেশী ২০১৮ সালে ডিসেম্বর পর্যন্ত। ট্র্যাভেল এজেন্সি কল্যানে ভ্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল বাঁধাহীন। সবকিছু এলোমেলো করে দিল করোনা। যাইহোক সবকিছু স্বাভাবিক হক, ফিরে আসুন কর্মচঁচল, ঘুরে আসি পৃথিবী।

ছবি: পোখরা, নেপাল।

ঈর্ষান্বিত জীবনভদ্রলোক ফ্রান্সের নাগরিক এবং ফ্রান্সের একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। গত বছর নেপাল ভ্রমণের সময় ওনার সাথে...
03/05/2020

ঈর্ষান্বিত জীবন

ভদ্রলোক ফ্রান্সের নাগরিক এবং ফ্রান্সের একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। গত বছর নেপাল ভ্রমণের সময় ওনার সাথে আমার পরিচয়, একসাথে প্রায়
একদিনের একটু বেশি সময় পার করেছিলাম। আলাপ কালে ওনী বললেন প্রায়
তিন মাস আগে ভারতে এসেছেন, সমগ্র ভারত বর্ষ দেখেছেন, তারমধ্যে চেরাপুঞ্জিতে ছিলেন একমাস। চেরাপুঞ্জি ওনার নাকি পৃথিবীর শ্রেষ্ঠ দর্শনীয় স্থানের একটি মনে হয়েছে।ওনার কাছে চেরাপুঞ্জির বর্ণনা শুনে আমি ও চেরাপুঞ্জির প্রেমে পরেছি। ভারতবর্ষ ভ্রমন শেষে নেপাল ঘুরে দেশে যাবেন। ওনার সাথে থাকাকালীন আমি দেখলাম ওনী সময় পাইলেই ব‌ই নিয়ে পড়াশোনা করে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ওনার কাছে কোন ফোন নেই। তিন মাস বাড়ির বাহিরে ফোন ছাড়া কোন সমস্যা হয় কিনা জানতে চাইলে ওনী বললেন না কোন সমস্যা হয় না এবং ওনী প্রত্যেক বছর তিনমাস করে বিদেশ ভ্রমণ করেন কখন ও ফোন সাথে থাকে না। কথা কালে আমার ছবি তোলার নেশা দেখে ওনী বললেন উপমহাদেশের মানুষ একটু সেলফি প্রিয়। ফোন ছাড়া বাস্তব জীবনের চলা সম্ভব না কিন্তু মাঝে মাঝে মনে হয় ঐ ফ্রেন্স ভদ্রলোকের মত তিন মাস ফোন ছাড়া ঘুরে আসি কোন এক অজানা দর্শনীয় স্থান থেকে।

টয়ট্রেন ভ্রমণ।২০১৭ সালে একবার দার্জিলিং গিয়েছিলাম কিন্তু সেই বার টয়ট্রেন চড়তে পারিনি, আশা ছিল টয়ট্রেন চড়তে আবার দা...
03/05/2020

টয়ট্রেন ভ্রমণ।

২০১৭ সালে একবার দার্জিলিং গিয়েছিলাম কিন্তু সেই বার টয়ট্রেন চড়তে পারিনি, আশা ছিল টয়ট্রেন চড়তে আবার দার্জিলিং যাবো। আগে টয়ট্রেন দার্জিলিং থেকে শিলিগুড়ি আবার শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া আসা করতো, কিছু জায়গায় পাহাড় ধসের কারণে এখন বন্ধ। তবে টুরিস্টদের জন্য Darjeeling to Batasia Loop আর Batasia Loop থেকে Ghum আবার Ghum থেকে Darjeeling দুইটা টয়ট্রেন সার্ভিস আছে। একটা ডিজেল চালিত আর একটা কয়লা, ডিজেল চালিত টয়ট্রেনে ভাড়া কয়লার চেয়ে কিছুটা কম।
দার্জিলিং এর আবহাওয়া বুঝা খুব মুশকিল এপ্রিল থেকে জুলাই পর্যন্ত বর্ষা,আমি অক্টোবর এ এসেছি হটাৎ চারিদিকে মেঘে ঢাকা, যেন মেঘের ভিতর দিয়ে হেঁটে বেড়াচ্ছি আবার কিছুক্ষণ পর রোদে ফকফকা।

১ ঘন্টা ৪৫ মিনিটের জার্নি শুরু দুপুর ৩ টায় প্রথম ট্রেন দার্জিলিং স্টেশন থেকে আস্তে আস্তে চলা শুরু শহরের ভিতর দিয়ে পাহাড় কাটা রাস্তার পাশ দিয়ে তৈরি রেলওয়ে, একপাশে রাস্তা অন্য পাশে পাহাড়, কোথাও একপাশে রাস্তা অন্য পাশে পাহাড়ি বন প্রায় আধঘণ্টা পর Batasia Loop এ এসে পৌঁছায় ট্রেন এখানে ১০ মিনিটের বিরতি। ১০ মিনিট পর যাত্রা শুরু উদ্দেশ্য ঘুম স্টেশন, ঘুম পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেলস্টেশন,এর উচ্চতা ৭৪০৭ ফিট সমতল থেকে। ঘুম স্টেশনে ২৫ মিনিটের যাত্রা বিরতি (ছবি তোলার জন্য) তারপর ঘুম স্টেশন থেকে দার্জিলিং স্টেশনে ।

সাংগু লেক, সিকিম।
03/05/2020

সাংগু লেক, সিকিম।

জামে মসজিদ, দিল্লি।
03/05/2020

জামে মসজিদ, দিল্লি।

লালকেল্লা, দিল্লি।
03/05/2020

লালকেল্লা, দিল্লি।

কলকাতা
03/05/2020

কলকাতা

মানালি, ইন্ডিয়া।
03/05/2020

মানালি, ইন্ডিয়া।

আগ্ৰাফোর্ট, ইন্ডিয়া ভ্রমণ ২০১৮
03/05/2020

আগ্ৰাফোর্ট, ইন্ডিয়া ভ্রমণ ২০১৮

কুতুব মিনার, দিল্লি।
03/05/2020

কুতুব মিনার, দিল্লি।

বান্দরবান
03/05/2020

বান্দরবান

মহেশখালী, কক্সবাজার।
03/05/2020

মহেশখালী, কক্সবাজার।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Fly Open Sky posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share